![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদেশে এখন ক্রিকেট কেন্দ্রীভূত। ক্রিকেটের উত্তাপে হারিয়ে গেছে সবাই, ভুগছে ক্রিকেট জ্বরে। ক্রিকেট খেলা আমাদের জন্য উৎসবের আয়োজক, গর্বের কারণ, দুঃসময়েও স্বস্তি আর আনন্দের পরশ বুলায় ক্রিকেট। এই একটা খেলাতেই আমরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি, বিশ্বকাপে খেলছি এবং এরই ধারাবাহিকতায় গোটা দুনিয়াকে অবাক করে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলবো আমরা ১৯ মার্চ ২০১৫ তারিখে। এরই মধ্যে পতিপক্ষ শিবিরের খেলোয়াড়দের পেটে শুরু হয়েছে প্রজাপতির নাচ, কাঁপাকাপিও শুরু করে দিয়েছে অন্তর... আমাদের বিরুদ্ধে মেতে উঠেছে কথার লড়াইয়ে। যা প্রমান করে, ক্রিকেটে আমাদের আর ছোট করে দেখার সুযোগ কারোই নেই কিংবা দুঃসাহস নেই। বিশ্ব ক্রিকেটেও আমরা এখন আলোচনার কেন্দ্রে ।
দেশের পথে পথে, অলিতে গলিতে, গাড়ির শরীরে, বাইসাইকেলের হ্যান্ডেলে, শিশুর মাথায় শীর্ষে, হাতের ব্যান্ডে , হৃদয়ের অন্তরস্থলে বাংলাদেশ আর বাংলাদেশ...
উড়ুক পতাকা ১৯ তারিখে
গোটা দেশের আনাচে কানাচে
ঝড় উঠুক অন্তরে অন্তরে,
ছড়িয়ে যাক বিশ্বের
প্রতি প্রান্তের সীমানা প্রাচিরে,
বাঘের নির্ঘোষে
জয় বাংলা ধ্বনিতে
টাইগারদের সাফল্যের উচ্ছ্বাসে...
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা ও বিজয়ের আগাম শুভেচ্ছা রইলো...
জয়য়য়য়য়য়য়য়য়য় বাংলা............
©somewhere in net ltd.