নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মন

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।

আমার মন

অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami

আমার মন › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা- দেশের শত্রু রাজাকার চক্র এবার ঠেলা সামলা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪





যে সকল মুরুব্বীরা তরুণ প্রজন্মের এই আন্দোলনকে পাগলামী, দেশের ক্ষতি, দেশকে পিছিয়ে দেয়া, হুদাই হাউকাউ, ইমোশনাল চিৎকার চেচাঁনো বলছেন তাদের তরে এই স্ট্যটাসখানা:



জনাব,



১৯৭১ এর কথা বলতে চাইছি না আজ, স্বাধীনতার পরেরটা মনে করিয়ে দিচ্ছি আপনাকে।

স্বাধীনতার পর, আপনি যখন তরুণ ছিলেন তখন কি করেছিলেন আপনার দেশের জন্য, নিজের বেঁচে থাকা ছাড়া?

যে দেশের স্বাধীনতার কান্ডারি(শেখ মুজিব) ছিল তাকে মেরে ফেলার পর আপনারা ইন্দুরের গর্তে ঢুকলেন ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই ছিল), মুক্তির চার নেতা হত্যার পরও আপনারা চোখ বন্ধ করে ছিলেন ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই ছিল), দেশের অন্যতম বীর সেনানী ও আধুনিক বাংলাদেশের পরিকল্পককে( জিয়া) হত্যার পরেও আপনারা তেমন কিছুই করতে পারেন নি, হয়ে গিয়েছিলেন অন্যের গোলাম ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই ছিল), ছাত্র রাজনীতিতে জামায়াত-শিবির ক্যাডার প্রথা চালু করলো, অন্য ছাত্র রাজনৈতিক দল গুলোও সেই পথে চলছে আজও, আপনি হাস্য মুখে দেখে মজা নিতে থাকলেন ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই আছে), রাজনৈতিকভাবে এরশাদ কাক্কুর কাছ থেকে গণতন্ত্র উদ্ধারের পর প্রধান দুইদলকে ৫ বছরের জন্য দেশ ইজারা দিয়ে যাচ্ছেন, আর পিছনে বলছেন এরা কোন জাতেরই না ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই আছে)। আরও বলা যায় অনেক কিছুই ইতিহাসের পাতা থেকে এই চক্র নিয়ে, তা না হয় নাইবা বললাম।



কিন্তু আমরা যখন তরুণ?



শুরুটা করে দিয়েছি ইতোমধ্যে, ইতিহাস শুধু পড়ছিই না, চোখে শুধু দেখছিই না, কানে শুধু শুনছিই না, তার বিরোদ্ধে কথা ও কাজ করতেও ছাড়ছি না। ( দেশের শত্রু রাজাকারেরা সাথেই আছে) এই চক্র চিরতরে বন্ধ করার পর যারা ৪২ বছর ধরে লালন-পালন, আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছে এই চক্র, তাদেরকেও ছাড়বো না। শাহবাগে আসুন আমাদের চোখের দিকে তাকিয়ে অনুভব করুন আগুণের তেজ।



।জয় বাংলা। ।দেশের শত্রু রাজাকার চক্র এবার ঠেলা সামলা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

অজানাবন্ধু বলেছেন: জয় বাংলা.........................

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

আমার মন বলেছেন: দেশের শত্রু রাজাকার চক্র এবার ঠেলা সামলা।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

বলাক০৪ বলেছেন: ++++, আমিও কিছু করি নাই তখন, শুধু নিজের জীবনযুদ্ধে যোগ দিয়েছিলাম। তার প্রায়শ্চিত্ত স্বরূপ এখন আপনাদের সাথে আছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

আমার মন বলেছেন: এটাই প্রত্যাশা আপনাদের কাছ থেকে। পাশে থেকে সাহস দিবেন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

বাংলার এয়ানা বলেছেন: চমতকার উত্তর.............।একেবারে দাত ভাংগা...............।তাদের ব্যাথতার ফসল আজকের এই শাহবাগ (শাহবাঘ) সাবাস বাঘের বাচ্চা................

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

আমার মন বলেছেন: শাহবাগ (শাহবাঘ) সাবাস বাঘের বাচ্চা

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

আবিরে রাঙ্গানো বলেছেন: আমরা যেহেতু এক হয়েছি। রাজাকারদের বিচারের সাথে আমরা কি আরেকটি জিনিষ চাইতে পারি? কি করলে রাজনীতিবিদরা এক টাকাও দুর্ণীতি করতে পারবে না? এমন একটা মিটিং কি আমরা করতে পারি? অথবা আজ থেকে ছাত্র রাজনীতি বন্ধ এমন কিছু কি আমাদের এজেন্ডার মাঝে আনতে পারি?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

আমার মন বলেছেন: মনের কথা বলেছেন। এই বিষয় গুলো খুবই তাড়াতাড়ি সামনে আসবে, ধাপে ধাপে। ধন্যবাদ পাশে থাকার জন্য।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

হাবিব০৪২০০২ বলেছেন: শাহবাগে আসুন আমাদের চোখের দিকে তাকিয়ে অনুভব করুন আগুণের তেজ।

জয় বাংলা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

আমার মন বলেছেন: জয় বাংলা।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

ওরাকল বলেছেন: স্বাধীনতার পর, আপনি যখন তরুণ ছিলেন তখন কি করেছিলেন আপনার দেশের জন্য, নিজের বেঁচে থাকা ছাড়া?


:( তারা নিজেরাই শুধু বাচে নি সাথে তোমাদেরও বাচিয়ে রেখেছিল। যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা টগবগে তরুন, সেই রারুন্য কিন্তু তাদেরই দান। অথচ উপরের এক লাইনে কী অবলিলায় আমরা তা অস্বীকার করছি !

তারুন্যের উৎসাসের প্রকাশ যেন এরুপ অকৃতজ্ঞ না হয় ............

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

আমার মন বলেছেন: ভাইজান অস্বীকার করি নাই, তবে এখানে উল্লেখ্য করি নি।
তাদের অবস্থা আর আমাদের পরিস্থিতি তুলে ধরছি। আমরা অকৃতজ্ঞ হবো না, আমরা নতুন পরিবর্তিত স্বদেশ তাদের উপহার দেয়ার জন্য নেমেছি মাঠে। প্রত্যাশা তাদের কাছ থেকে পাশে থাকবে আমাদের। সেই সব মুরুব্বিদের বলছি যারা আমাদের পাশে থাকা তো দুরের কথা, গালাগালি করতেও ছাড়ছেন না।
ধন্যবাদ বিষযটি নিয়ে বলতে দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.