![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami
বরাবর
রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ
বাংলাদেশ।
বিষয়: ময়না পাখি রাগ করেছে, কোন দিন হরতাল হবে না তা জানতে চেয়ে আবেদন।
জনাব,
আমি বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক। নিয়মিত ভাবে আমি আপনাদের ভোট দিয়ে আসছি নির্বাচনে। আপনারা যেদিন বলেন ঘরে ঘরে হরতাল গড়ে তুলতে সে দিন ঘরে থেকে আপনাদের পরিবেশিত রাজনৈতিক সিনেমা উপভোগ করি টিভিতে আর আপনাদের পরবর্তী নির্দেশনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। তবে অত্যন্ত পরিতাপের ব...িষয়, আপনাদের এই ঘরে থাকা নীতিতে চলতে গিয়ে আমি আমার প্রিয়তমা, ভালবাসাকে হারাতে বসেছি! হরতালের কারনে আমার ময়না পাখির সাথে দেখা করতে পারি না। তাকে দেখতে না পেয়ে দু-চোখ পুরে খাক হয়ে গিয়েছে (কান্নার ইমো হবে)। মনের এই ক্রান্তিলগ্নে আপনাদের দিকে তাকিয়ে আছি তীর্থের কাউয়ার মত। একদিনের জন্য ডেটিং করে, তাকে দেখার জন্য মন আকু-পাকু করতাছে।
অতএব, জনাবদের নিকট বিনীত নিবেদন এই যে, আমার মত সাধারণ প্রেমিকদের কথা মাথায় রেখে হরতালের মাসিক পন্জিকা তৈরি পূর্বক পরবর্তী কোন দিনটি হরতাল মুক্ত রাখবেন তা জানিয়ে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত( সবসময় থাকমু, আপনার জন্য আমরা কথা দিলাম)
আবিজাবাম সরকার
পুনশ্চ: মাসিক বা সাপ্তাহিক হরতালের মাঝেও এক-আধটা দিন হরতাল মুক্ত ভালবাসার বঙ্গ ঘোষণা করা যায় কিনা ভেবে দেখবেন।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
আমার মন বলেছেন: পাংশুল ডাক্তার ভাই, কেমন আছেন? অনেকদিন পর দেখি।
২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০
বাংলার হাসান বলেছেন: আইডিয়া মন্দ না। চালিয়ে যান
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
আমার মন বলেছেন: চালাতে তো দিচ্ছে না!
৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
লিঙ্কনহুসাইন বলেছেন:
চিন্তা করতাছি হরতাল বন্ধ করার জন্য , হরতালের ডাক দিমু :/
১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯
আমার মন বলেছেন: দেন আগে। বাকিটা পরে দেখমু
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
ুুপাংশুল বলেছেন: