![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami
জনাব,
দেশটা বউ না। মা। বউ ৪-৫টা হতে পারে, কিন্তু মা একটাই। জনাব জামিল আহামেদ, নব্য বিখ্যাত বনে যাওয়া প্রতিযোগি 'মিরাক্কেল আক্কেল চ্যালেন্জ- আপনার বাড়ি পাবনা তাই হেমায়েতপুর মানসিক হাসপাতালে আপনার জন্য একটা সিট বরাদ্ধ করা হবে। মা আর বউ এর পার্থক্য বুঝার জন্য অন্তত কিছুদিন সেখানে থাকলেই চলবে। দেশপ্রেমটা অন্তরে থাকে, ধারণ করতে হয়। আপনি অক্ষম, ব্যপার না, আমার দেশেরই এক
নাগরিক অক্ষম থাকবে তা আমরা মেনে নিই কিভাবে! আপনার জন্য সব ব্যবস্থা নেয়া হবে।
দেশটা আমার, মা আমার, দলটাও আমার। বউ টা মা না, মায়ের সমকক্ষ না, বউকে ভালবাসা আর মা কে ভালবাসার মাঝে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান। বউয়ের উপর রাগ করে তাকে নিয়ে মজা করতে, পচাঁতে গায়ে লাগে না, এটি নিয়মিত বিষয় অনেকের কাছে।
কিন্তু মা! মাতৃভূমি? সদ্য বিখ্যাত হতে যাওয়া তিনি বলেছেন, ''বউরে ভালোবাসি বউরে নিয়ে জোকস করতে পারলে দেশরে নিয়ে জোকস করতে পারুম না ক্যান?''
যে কারনে পারবেন না-
মাতৃভূমিতে আপনার জন্ম, বেড়ে উঠা, এর আলো-বাতাসেই আপনার জীবন। এটিকে নিয়ে জোকস করার অধিকার আপনার নেই।
মাতৃভূমির প্রতিটি অঙ্গ মায়ের সমান, তাই আমাদের মানুষ, আমাদের দল, আমাদের অজর্ণ নিয়ে আপনার আশা বাধঁতে হবে, ভরসা রাখতে হবে, তাকে উপরে তোলার জন্য কাজ করতেহবে, তাকে সাহস দিয়ে গর্ব করার উপযুক্ত করতে হবে, তাকে নিয়ে মজা করে ফেলে দিয়ে নয়।
বউ মরলে বউ পাওয়া যায়, মা পাওয়া যায় না। দেশটা মা এটাই বড় কথা। স্বার্থপর কারা তার ইতিহাস এ জাতির ভাল করে জানা।
ভালবাসা স্থান-কাল-পাত্র ভেদে নয়, কিন্তু মা যদি, খুড়া হয়, কাল হয়, পাগল হয় তাও তাকে আকঁড়ে রাখাটাই সন্তানের কাজ। তাকে ফেলে দিয়ে নয়।
আমাদের দল নিয়ে আমরা গর্ব করি, আমাদের ছেলেরা ফিক্সিংএর অফার পেলে তা সরাসরি তার অভিবাবককে জানিয়ে দেয়, ভারত, পাকিস্থানের মত কারাগারে যাওয়ার বন্দোবস্ত করে না। নিজের মা, মাতৃভূমির জন্য জান দিয়ে খেলে, হারলেও নিজেদের দোষ নিয়েই মাঠ ছাড়ে তার মা. মাতৃভূমিকে দোষ দেয় না। দিন দিন উন্নতির চূড়ার দিকে। সাকিবকে স্যালুট জানায় গোটা বিশ্ব। আর আপনার কাছে এটি মজা করার বস্তু? •» মিরাক্কেলে বাংলাদেশ «• এর প্রতিযোগিরা নিজেদের দেশের নাম, তাদের পরিচয় ও যোগ্যতা দিয়ে বাংলা ভাষার মানুষের মন জয় করেছে, দেশকে নিয়ে মজা করে, তাকে ছোট করে নয়।
মীর আফসার আলী অন্য দেশের নাগরিক হয়েও আপনার দলের একজনের জন্য গভির ভালবাসা, শ্রদ্ধা, গর্বে বুক ভাসাচ্ছেন আর আপনার কাছে সেও মজার বস্তু!
উনি তো জোকস এর অজুহাতে বেঁচে গেলেন। আমি তো হাসতে পারলাম না তার জোকস শুনে, তাহলে কি সমস্যাটা আমার?
প্রতিটা জোকস আমার গায়ে আগাত করলো কেন? সেটাও আমার দোষ কারণ আমার দলটাই আমার গর্ব!
আরও অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আপনার কাছে অর্থহীন ও ভারসাম্যহীন মনে হতে পারে। কিসের সাথে কি মিলাচ্ছি মনে হতে পারে, কিন্তু এতক্ষণ যা বললাম এটাই বাস্তব ও সত্য।
GET WELL SOON MAN.
১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:১৯
আমার মন বলেছেন: আমি আবার এতটা প্রতিক্রিয়া দেখাতে চাই না। সহজ ভাবে তাকে বুঝাতে চাই।
২| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩১
শিনজন বলেছেন: বিষয়টি খারাপ লেগেছে। তার আরো সচেতন হওয়া উচিত। দৃষ্টি আকর্ষনের জন্য ধন্যবাদ।
৩| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৩
চাটিকিয়াং রুমান বলেছেন: জামিলের গায়ে দাদাবাবুদের বেশি বাতাস লাগার কারণে এ দশা হয়েছে ওর।
১৭ ই মে, ২০১৩ রাত ১১:২৩
আমার মন বলেছেন: হইবার পারে !
৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮
আমি বিভীষণ বলেছেন: ওই ব্যাটারে দেশে ঢুকতে দেয়া উচিত না।
১৭ ই মে, ২০১৩ রাত ১১:২৬
আমার মন বলেছেন: ও স্বার্থপর, আমরা তো না।
৫| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:২২
বোহেমিয়ান বলেছেন: এই শ্লারে এম্নিতেই বিরক্ত লাগে। ছাগল্টারে রুটিন মাফিক থাপ্রানো দরকার।
৬| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৫
বাংলাদেশী দালাল বলেছেন:
উপস্থাপক দাদাও বুঝল মাগার পাপনার গাধায় বুঝল না।
৭| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪১
শিপু ভাই বলেছেন:
এটাই বাস্তব ও সত্য।
সহমত জানাচ্ছি। ++++++++++
৮| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
আবির রঙ বলেছেন: ভারামী করতে গিয়ে ধরা খাইছে....... হালায় আসলেই মদন........
৯| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৩
লিঙ্কনহুসাইন বলেছেন:
থাব্রাইতে মঞ্চাইতাছে
১০| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩২
কালীদাস বলেছেন: ও যদি এই পোস্ট বুঝার এবিলিটি রাখত, এটলিস্ট ঐ প্রোগ্রামে সে এটেন্ড করত না।
১৮ ই মে, ২০১৩ রাত ১২:০৫
আমার মন বলেছেন: উনি তো বউ নিয়ে আছেন, এইসব বুঝার সময় হবে? হবে না, ধুর পোলাপান বেশি বুঝে বলে এড়িয়ে যাবেন নিশ্চিত।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৫
কে এম শিহাব উদ্দিন বলেছেন: সহমত।
ঐ ব্যাটার কানের উপর ২ টা দিতে ইচ্ছা করছিল।