নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মন

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।

আমার মন

অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami

আমার মন › বিস্তারিত পোস্টঃ

এক্সট্রা ব্লগিং নিক? বেঁচে দিন...................... .কম এ !

২০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

সামুর ব্যানারের উপরের বিজ্ঞাপনে যেভাবে বেঁচাকেনা চলছে তাতে এই জিনিস গুলো বেঁচার জন্য আমরা বিজ্ঞাপন দিতেই পারি:



১. এক্সট্রা ব্লগিং নিক? বেঁচে দিন http://www.bellbash.com-এ!



বিস্তারিত:

নিকটি সম্পুর্ণ চালু অবস্থায় রয়েছে। এটি জেনারেল এবং সকলের পরিচিত। সময়ের অভাবে এটি থেকে লেখা পোস্ট করতে পারছি না। আগ্রহী প্রকৃত ক্রেতাগণ যোগাযোগ করুন, একটি জেনারেল নিকের গর্বিত মালিক হওন।

দাম: আলোচনা সাপেক্ষে

যোগাযোগ: ০১৪২০৪২০৪২০



২.এক্সট্রা ছাইয়া ফেসবুক একাউন্ট? বেঁচে দিন http://www.bellbash.com-এ!



বিস্তারিত:

৫০০০ বন্ধু ও প্রায় ৮ হাজার ফলোয়ার বিশিষ্ট ১০০% প্রমাণিত ছাইয়া একাউন্ট। হট এন্ড এক্সক্লোসিভ ফটো ও মেসেজ সমৃদ্ধ একাউন্টটি না নিলেই নয়! এই একাউন্টের বাজে কোন রেকর্ড নেই, ধরা পরার হার শূণ্য। লাইক কমেন্টের পরিমাণ বিশাল। আজই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে, এত বন্ধু ও ফলোয়ার সমৃদ্ধ একাউন্টের গর্বিত মালিক হয়ে নিজে হয়ে যান ফেসবুক সেলিব্রিটি।

দাম: নিলাম পদ্ধতিতে।

যোগাযোগ: ০১৪২০৪২০৪২০



৩. এক্সট্রা ফেসবুক পেইজ? বেঁচে দিন http://www.bellbash.com-এ!



বিস্তারিত:

১মিলিয়ন ফ্যান সমৃদ্ধ ফেসবুক পেইজটি আপনার না নিলেই নয়! বস্তা পচাঁ পোস্ট ও ছবি সমৃদ্ধ পেইজটি কিনলে এতে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে সৃজনশীলতা প্রকাশ করতে পারবেন। এডমিনের এত এত পেইজ আছে যে, এডমিনের পক্ষে এই পেইজটি চালানু সম্ভব হচ্ছে না। পেইজ থেকে বিজ্ঞাপন দিয়ে আপনি মাসে আয় করতে পারবেন হাজার হাজার টাকা। ঘরে বসে থেকেই লাখপতি! কে না চায় এমন সুযোগ। সুর্বণ সুযোগ হারাতে না চাইলে যোগাযোগ করুন।

দাম: নিচের নাম্বারে ফোন দিন, চা-পানি খেয়ে আলোচনা করা যাবে।

যোগাযোগ: ০১৪২০৪২০৪২০



৪. এক্সট্রা বদনা? বেঁচে দিন http://www.bellbash.com-এ!



বিস্তারিত:

অন্যসব বদনার মত এটির দুইদিকে পানি পরে, তবে আশ্চর্য্যের বিষয় এটি এমনই শক্ত যে চাইলে মারামারি করে মাথাও ফাটাতে পারবেন। এমন আজব বদনা কিনতে চাইলে যোগাযোগ করুন।

দাম: ৪২০ টাকা।

যোগাযোগ: ০১৪২০৪২০৪২০



৫. এক্সট্রা আইডিয়া? বেঁচে দিন http://www.bellbash.com-এ!



বিস্তারিত:

মাথার ভিতর গিজগিজ করে আইডিয়া, আপনার জন্য অপেক্ষায়। যে কোন ধরনের আইডিয়া দিতে পারি, আত্বহত্যা করে মরার আইডিয়া থেকে শুরু করে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার আইডিয়া পযর্ন্ত। যোগাযোগ করতে দেরী করবেন না। মনে রাখবেন আইডিয়াই জীবন।

দাম: আলোচনা সাপেক্ষে।

যোগাযোগ: ০১৪২০৪২০৪২০



মনে রাখবেন বাজার একটাই http://www.bellbash.com!



আরও অনেক বিজ্ঞাপন আসছে বলে।

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৯

বটের ফল বলেছেন: আগে প্লাস, তারপর কথা। দাআআআআরুন লিখেছেন। হাহাহাহাহা।

ভালো থাকবেন আমার মন

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

আমার মন বলেছেন: :) ধন্যবাদ।

২| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬

লিঙ্কনহুসাইন বলেছেন: দাদা পোষ্ট ভালো দিছেন । এবং আপনার পুষ্ট পড়ে ভালো একটা আইডিয়া মাথায় ঢুকছে ++++

২০ শে জুন, ২০১৩ রাত ১১:২১

আমার মন বলেছেন: কি আইডিয়া !!!

৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রথমে বুঝতে পারিনি। সুপার =p~

২১ শে জুন, ২০১৩ রাত ১২:০১

আমার মন বলেছেন: অনেকের এই অবস্থা!! :!>

৪| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~ =p~


+++++

২১ শে জুন, ২০১৩ রাত ১২:০২

আমার মন বলেছেন: :) কি আর কমু, আইডিয়া বেঁচে খাই আর কি!

৫| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৫

নোবিতা রিফু বলেছেন: হে হে... চরম লিখেছেন... আমি আজকে হঠাত সামুতে ঢুইকা টাস্কি খাইছি...
ভাবলাম আমার এক্সট্রা ব্লেন্ডার দিয়া সামু কি করবে? পরে ভালো কৈরা দেইখা বুঝলাম ব্যাপারটা... :P

২১ শে জুন, ২০১৩ রাত ১২:২১

আমার মন বলেছেন: অনেক দিন পর ঢুকে প্রথমেই চোখে আসল এটি। তাই লিখে ফেললাম :)

৬| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৫

তামিম ইবনে আমান বলেছেন:
সামুতে চ্যারিটি ফান্ড খোলা যেতে পারে

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:১৭

আমার মন বলেছেন: আইডিয়া মন্দ না! :)

৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:০৮

খেয়া ঘাট বলেছেন: বটের ফল বলেছেন: আগে প্লাস, তারপর কথা। দাআআআআরুন লিখেছেন। হাহাহাহাহা।

ভালো থাকবেন আমার মন।
+++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:১৮

আমার মন বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া ঘাট। আপনিও ভাল থাকুন, সুস্থ থাকুন।

৮| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: =p~ =p~ =p~


৬নং মহা ++++++++++++++++++++++

২১ শে জুন, ২০১৩ রাত ৯:২৯

আমার মন বলেছেন: :)

৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১:০০

আরজু পনি বলেছেন:

পড়ে গেছি বেশ কিছুক্ষণ আগেই...

আমিতো ভাবলাম, এই দফায় আমার অবসরপ্রাপ্ত একটা নিক বেচে দিব B-))

দারুণ আইডিয়া... =p~

২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

আমার মন বলেছেন: বেঁচে দেন এখনই, লেইট করলেই দেরী! :)

১০| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:২১

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৯

আমার মন বলেছেন: :)

১১| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

তাসজিদ বলেছেন: জয়তু http://www.bellbash.com!

অসাম।

১২| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

তাসজিদ বলেছেন: ৫০০০ বন্ধু ও প্রায় ৮ হাজার ফলোয়ার বিশিষ্ট ১০০% প্রমাণিত ছাইয়া একাউন্ট। হট এন্ড এক্সক্লোসিভ ফটো ও মেসেজ সমৃদ্ধ একাউন্টটি না নিলেই নয়! এই একাউন্টের বাজে কোন রেকর্ড নেই, ধরা পরার হার শূণ্য। লাইক কমেন্টের পরিমাণ বিশাল। আজই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে, এত বন্ধু ও ফলোয়ার সমৃদ্ধ একাউন্টের গর্বিত মালিক হয়ে নিজে হয়ে যান ফেসবুক সেলিব্রিটি।


ওরে কে আছস? আমারে ধর। আরেক্ টু হলেই চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম হাসতে হাসতে। B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫২

আমার মন বলেছেন: ধরতে পারুম না, আমার নিজের চেয়ারের পা খোড়া! বেইচ্চা দিমু কিনা ভাবছি!

১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ভারসাম্য বলেছেন: প্লাআআআআআআআআআআআআআআআআআস!!!

১৪| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ভুদাই আমি বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

১৫| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

নাইট রিডার বলেছেন: আমার একটা অল্প ব্যবহৃত, ঝকঝকে নতুন (সময়ের হিসেবে এটার চেয়েও পুরোনো; কিন্তু কম ব্যবহারের কারণে নতুন) , সম্পূর্ণ ট্যাগমুক্ত নিক আছে, এই সামুতেই।নাম মাত্র মূল্যে বেচে দিব।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

আমার মন বলেছেন: জলদি বিজ্ঞাপন দিন বেলবাজার.কম এ!! :-B :-B

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

মামুন রশিদ বলেছেন: হাহাশে :P :P

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

তারেক হিমু বলেছেন: মাঝে মাঝে নিজেকেই এক্সট্রা মনে হয়। কি করবো। বেঁচে দিবো নাকি!!!
:P :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

আমার মন বলেছেন: এখনও বসে আছেন! দেন বেঁচে কি আর আছে জীবনে, যদি কারও উপকারে লাগে!

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

শান্তির দেবদূত বলেছেন:
ওরে ! বিচ্ছু পুলাপান কত ক্রিয়েটিভ রে !!
পুরাই হাহাপগে।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন পোস্ট!!!!!!!!


+++++++++++++++


আইজকাই বিক্রি করুম..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.