নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মন

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।

আমার মন

অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami

আমার মন › বিস্তারিত পোস্টঃ

রান্নার অনুষ্ঠান নিয়ে অপ্রাসঙ্গিক প্যাচাল, পরবর্তী পর্ব কি কবরখানায়? নাকি আফ্রিকার জংগলে?

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৫

চ্যানেল আই এর ইফতার রান্না বিষয়ক একটা অনুষ্ঠান হয় যেখানে রাধুনি 'কেকা ফেরদৌসী' দুবাই এর বালুচর, মরুভূমি, সমুদ্র সৈকত থেকে শুরু করে খোলামাঠ, বৃহৎ দালানে রান্না করে দেখাচ্ছেন।



এটি রান্নার অনুষ্ঠান না বলে পর্যটনের অনুষ্ঠান বলা ভাল। বিদেশে এত টেকা খরচ করে অপরিচ্ছন্ন রান্না দেখানোর কি আছে! উনি একজন রন্ধন শিল্পিই নন, একই সাথে খাদক বুঝায় যায়। যত্ব নিয়ে তৈরি করা রেসিপি গুলোতে যুক্ত হচ্ছে ধুলা-বালি, কাকের ইয়ে, ভাসমান কিট আর এক্সট্রা ফ্লেভার।







কোন কোন চ্যানেলে আবার সম্মানিত অতিথিরা (মিডিয়া ব্যক্তিত্ব) উপস্থিত থাকেন যেখানে তারা তাদের পছন্দমত রেসিপি পরিবেশন করেন। আশ্চর্য্যের বিষয়, রান্নার উপকরণ হিসেবে প্রতিটি খাবারের রেসিপিতে তেল ও চিনির পরিমাণগত যে ব্যবহার দেখানো হয় তাতে মনে হয় এদেশে গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, কিডনিফেইল্যুর, হৃদরোগ মহামারি আকার ধারণ করবে! আমন্ত্রিত অতিথিরা সেই খাবারের চা- চামুচের একচামুচ মুখে দিতে না দিতেই "ওয়াও" শব্দ করে প্রসংশায় ভাসিয়ে দিচ্ছেন



সমুদ্র সৈকতে মাছ ভাজার বদলে হয়ে যাবে কাঁকড়া ভাজা, মাঠে মাংসের কারিতে ভাসবে কাকের ইয়ে!



সামনের দিন গুলোতে আর যেসব স্থানে ইফতার তৈরির অনুষ্ঠানটি হতে পারে:



-মিশরের পিরামিডের ভিতর মমিদের সাথে

-কবরখানায়

-আফ্রিকার জংগলে জংলিদের ডেরায়

-আমাজনের রেইন ফরেস্টে

-হিমালয়ের উপর মুখে মাস্ক পরে

-স্পেন এর বুল ফাইট উৎসবে

-উত্তর গোর্লাধে

-সৌদিআরবের ভূতুরে রাস্তায়

-নরকের দরজা (Door to Hell), তুর্কমেনিস্তানে (আগুণ লাগবে না, এমনিতেই সব সিদ্ধ হয়ে যাবে)

-হাসপাতালের পোস্ট মর্টেম রুমে



আমার মাথায় তো আইডিয়া আরও আসছে, উনাদের মাথায় নিশ্চয় আরও ক্রিয়েটিভ কিছু আছে যা ভাবার বাইরে।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৪

বটের ফল বলেছেন: মেজাজ খারাপ হয়ে যায় এই সব অনুষ্ঠান দেখলে।

++++++++++++++++++++

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৭

আমার মন বলেছেন: ইফতারির ঠিক আগে আগে শুরু হয়, ইচ্ছে করে.. X(( রসিকতা আর কাতুকুতু দেওয়ার চেষ্টা।

২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:২০

মোমেরমানুষ৭১ বলেছেন: কয়েকটা বাদ গেছে মনে হয়,
গনশৌচাগারের সামনে, পেছনে গনশৌচাগারের ছবি থাকবে, আর সামনে সুন্দরী আপা রাধতে থাকবেন

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১

আমার মন বলেছেন: ;) ;) :-B :-B
আসলেই বাদ গেছে ! ধন্যবাদ।

৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০

সীমাবেস্ট বলেছেন: খুবই বিরক্তিকর একটা অনুষ্ঠান । ভায়ের চ্যানেল বলে কথা ।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৩

আমার মন বলেছেন: কথা সইত্য, আমার চ্যানেল আমারে দেখাবে নাতো আপনাকে দেখাবে..! :P

৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

নতুন বলেছেন: টিভি চ্যানেলের টাকায় দুপাই ঘুরতে পারলে সবাই ঘুরতে জাইতো... B-))

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

আমার মন বলেছেন: হুম।

৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫০

ননদালীনাজ বলেছেন: সীমাবেস্ট বলেছেন: খুবই বিরক্তিকর একটা অনুষ্ঠান । ভায়ের চ্যানেল বলে কথা ।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৫

আমার মন বলেছেন: সেটাই। কি খাচ্ছে, খাওয়াচ্ছে ব্যাপার না।

৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

ধুম্রজ্বাল বলেছেন: খুবই বিনোদনের অনুষ্ঠান ।
দেশ থেকে বৌ জানালো উনি নাকি আরও মোটা হয়েছেন।

সবচেয়ে মজা লাগে যখন তিনি হাতের আংটিগুলো প্রদর্শন করেন,
আর অতিথি ? তাকে তো কথা বলার বা রান্না করার সুযোগই দেন না।

ব্যাপক বিনোদন।ভায়ের চ্যানেল বলে কথা ।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৩

আমার মন বলেছেন: বিনোদনের আখড়া একেবারে! টিভির সামনে থেকেই উঠতে মন্চায় না....! :)

৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

নষ্ট ছেলে বলেছেন: বালের অনুষ্ঠানটা দেখলে মুঞ্চায় পাতিলের মধ্যে হাগু কইরা দিতে X(

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

আমার মন বলেছেন: ছে ছেছে , ভাই কি যে কন না ! B:-/ B:-/

৮| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৩

জাতির শ্বশুর বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: বালের অনুষ্ঠানটা দেখলে মুঞ্চায় পাতিলের মধ্যে হাগু কইরা দিতে ..............হাসতেই আছি

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:১০

আমার মন বলেছেন: :)

৯| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৮

সাদা কলো বলেছেন: আফ্রিকার জংগলে জংলিদের ডেরায় গেলে ঐ মহিলাকে ধরে জংলিরা নতুন রেসেপি বানাবে

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:৪২

আমার মন বলেছেন: B:-) :-< =p~ অস্বাভাবিক না, তবে উনার যা স্বাস্থ, এক ঘুশিতেই জংলি সাইজ হয়ে যাবে

১০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


আরেকটা জায়গা কি বাদ পড়লো না ! :|
ফ্লাইটে ... চারপাশে থাকবে মেঘ আর মেঘ ... আর কেকা আপ্পিইইইইই তার সাথে দু'একটা কবিতা আবৃত্তি করবেন :P





B-)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৯

আমার মন বলেছেন: আজ উ্নার একটা ডায়ালগ শুনলাম চিপায় রান্না করছিলেন, 'দেখলেন দর্শক বন্ধুরা কত চমৎকার স্বাদের গাজরের হালুয়া রান্না হয়ে গেল'!
ওরে খোদা!! চেখে দেখার আগেই চমৎকার হয়ে গেল! হাউ কাউ!!!

ধন্যবাদ। :)

১১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



আমি আর আম্মু অনেক মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখি ... :)

দেশে বিনোদনের বড়ই অভাব! :| /:)




শুভেচ্ছা!!!

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

আমার মন বলেছেন: দেশে বিনোদন স্বল্পতা এটা ঠিক, জগাখিচুরি দিয়ে পূরণ করতে হয় অভাবটা। তবে নিজের মত রান্না শিখুন, আন্টিকে নিয়ে। :) ভালো থাকুন রাজকন্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.