নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মন

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।

আমার মন

অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami

আমার মন › বিস্তারিত পোস্টঃ

জেনে রেখো দিদি, আমরাও বাঙাল সহজে হবো না জব্দ

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

মমতা দিদি রাগ করেছেন তিস্তার পানি নিয়ে

৪৮% দিতেও উনার পিত্তি যাচ্ছে জ্বলে।

মুখে বলে আমরা বাঙাল, শুধু মাঝখানে সৈনিকের ঢেরা

অন্তরে আমাদের ভালবাসেন, কিন্তু উঠাবেন না মনের বেড়া!



আসার কথা তোমার দিদি নতুন বার্তা নিয়ে

খাওয়াবো ইলিশ, পরাবো জামদানি ইচ্ছে ছিল মনে

আমরা চাষা, মজুর স্বাধীন করেছি দেশ

ভুলিনি, তোমরা করেছিলে সহায়তা বেশ।



দিদি তোমার ব্যক্তিত্ব অসাধারণ, সত্যিকারের নেতা মানুষের সজ্জন

আমরা তোমায় ভালবাসি শ্রদ্ধা করি, ভাবি আমাদের অনেক আপন

দুই বাংলা নিয়ে তোমার উচ্ছাস আবেগ অজানা নই কারো

দুঃখ কষ্ট আমাদেরও আছে তুমি ভাল করেই তা জানো।



দেশের মাঝে দেশ আর নদীর মাঝে অসময়ে জাগে চর

বোকা জনতার দুঃখ দেখতে দুই দেশ মাঝে মাঝেই পাঠায় গুপ্তচর

ছিট মহল আর তিস্তা নদী আর আছে সীমান্ত নিয়ে টানাটানি

যেটা আমাদের অধিকার, কেন লোভ করে করছো নিজেদের মানহানী।



অধিকার আদায়ে সচেষ্ট, লাগলে লাগুক আরও যত মাস

খেতে চাই নিজ ক্ষেতের ধান, করে তিস্তার পানি দিয়ে চাষ

নিজ দেশের অধিকার ফেলে ছিটমহলে আর কত আটকাতে চাস

মমতা দিদি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে মমতাময়ী বাঁশ!



জানি মরতে হবে তোমাদের বিরুদ্ধে বের করলে মুখের শব্দ

কিন্তু জেনে রেখো দিদি, আমরাও বাঙাল সহজে হবো না জব্দ।





ছবি: গুগুল মামু।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২

রাহুল বলেছেন: শুনেছি মমতা নাকি এরশাদ কে গিফট হিসাবে চাইছিলো কিন্তু রাজনিতিক মশলা হিসাবে দেশেই এরশাদের ডিমান্ড দিনকে দিন বেরে গেছে তাই মমতার মথা গরম হয়ে হয়ে আবোল তাবোল বকছে।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

আমার মন বলেছেন: এরশাদ কাক্কু তো রাষ্ট্রপতি হপেন দুইদিন পরে।
মমতার থেকেও ভাল কিছু আশা উনি.....!

২| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

এনজেল মাইন্ড বলেছেন: ঐ বদ মহিলাটা আপনার দিদি হয় নাকি ???? X( X( X(

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

আমার মন বলেছেন: কি যে কন না! ওইটা তো তেল মারছি, তাছাড়া তাগর এলাকায় তো দিদি নামেই পরিচিত। ডাকলাম আর কি! আমার ডাক শোনার জন্য বয়েই গেছে তার।

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: মমতা নাম হলে কি হবে তার অন্তরে বিষ

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

আমার মন বলেছেন: তাই তো দেখছি...

৪| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

আহমাদ জাদীদ বলেছেন: ভালই .।.।

৫| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

আহলান বলেছেন: মমতা তার স্বার্থ দেখবে এটাই স্বাভাবিক ...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

আমার মন বলেছেন: তারপরেও তো আমরা মানুষ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.