![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চেনা সেই প্রিয় মুখটা প্রায় দেখি
দেখি পরিচিত সব জায়গায়।
দেখি পাবলিক বাসের ভিড়ে,পার্কের বেঞ্চে,হাটাপথ,
কাঁচ বাজার,ফূটপাতের দোকানের ভিড়ে।
সেই বলিষ্টতা তো সই মুখে নেই
কেন যেন বিচলিত ভাব
ক্ষোভে অভিমানে ম্লান
নির্লজ্জ প্রশংসায় অবনত
সে মুখে ঘিরে থাকা স্বার্থবাদীদের জন্য
ঘৃণার ছাপ স্পষ্ট।
আমি চেনা সেই প্রিয় মুখটা প্রায় দেখি
দেখি পরিচিত সব জায়গায়।
©somewhere in net ltd.