নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আগুনে তীব্র দহনে জ্বলে যাই.....!!!

মঈনউদ্দিন

“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”

মঈনউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

হে আল্লাহ, এরকম র\'ক্তা\'ক্ত জুলাই আর যেন না আসে

০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:১১


হে আল্লাহ, এরকম র'ক্তা'ক্ত জুলাই আর যেন না আসে,
তোমার প্রার্থনায় আজ আমাদের প্রার্থনা একটাই ভাসে।
দেশজুড়ে ছাত্রের আওয়াজ, তাদের দাবি সত্যি আর ন্যায়,
তবু কেন নিপীড়িত, কেন হয় তারা নির্মম প্রয়াসে ক্ষয়।

রক্ত ঝরে রাস্তায়, যেন বর্ষার বন্যা,
তবুও থামে না তাদের সাহসী কণ্ঠ, থামে না তাদের গর্জনা।
স্বপ্ন দেখে তারা, এক নতুন ভোরের,
যেখানে নেই কোনো নিপীড়ন, নেই অত্যাচারের শোর।

জাগ্রত জনতা, তোমার সাথে আজো,
একসাথে লড়ে যাবো, যতই আসুক বাধা, যতই হোক যন্ত্রণা।
তুমি দাও শক্তি, আমাদের হৃদয়ে সাহস,
তোমার ন্যায় প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের আকাশে প্রার্থনা।

শিক্ষার আলো, তারাই তো পেতে চায়,
তাদের পথের কাঁটা সরিয়ে, দাও তুমি পথের দিশা।
র'ক্তে লেখা জুলাই আর যেন না আসে,
এই প্রার্থনায় তোমার কাছে মাথা নত করি, হে আল্লাহ, শোনো আমাদের আশা।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:২১

সোনাগাজী বলেছেন:



আল্লাহের কাছে এত কিছু না'চেয়ে, ১টা চাকুরী কিংবা এই জীবনে চলার মত ধন চাইলে সকল ল্যাঠা চুকে যাওয়ার কথা!

২| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৪

শাহ আজিজ বলেছেন: রক্তাক্ত শ্রাবন ।

৩| ০১ লা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

কামাল১৮ বলেছেন: প্রস্তুত হোন।আরো এমন অনেক শ্রাবন আসবে।এ দেশকে আফগান বানিয়ে ছাড়বে।

৪| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৮

কাঁউটাল বলেছেন:

৫| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ৯:১৮

কাঁউটাল বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.