নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আগুনে তীব্র দহনে জ্বলে যাই.....!!!

মঈনউদ্দিন

“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”

মঈনউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ড. ইউনূসের চেয়ে আস্থাভাজন ব্যক্তি আর কে?

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২


ড. মুহাম্মদ ইউনূসের সাফল্য ও অবদান নিয়ে আমরা গর্বিত হতে পারি। তিনি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের একজন সম্মানিত ব্যক্তিত্ব। যারা ড. ইউনূসের বিপক্ষে আছেন, তাদের কাছে প্রশ্ন থাকে: তার থেকে আস্থাভাজন ব্যক্তি এদেশে আর কে আছেন? তিনি তার প্রতিষ্ঠানের কোনো লাভ নেননি এবং ব্যক্তিগত সম্পত্তিও অর্জন করেননি। গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা দরিদ্র নারীদের অধিকারভুক্ত এবং ড. ইউনূস নিজে মাত্র সামান্য বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করেছেন।

ড. ইউনূসের জীবনে অসাধারণ সাফল্য রয়েছে। তিনি নোবেল পুরস্কারসহ বিশ্বের সবচেয়ে সম্মানজনক কিছু পুরস্কার লাভ করেছেন। নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের অন্যান্য বড় পুরস্কারগুলির মধ্যে রয়েছে:

১। নোবেল।
২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।
৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে মাত্র ১২ জন ব্যক্তি এই তিনটি পুরস্কারই পেয়েছেন এবং ড. ইউনূস তাদের মধ্যে একজন।

ড. ইউনূসের কৃতিত্বের মাত্রা বোঝাতে কিছু উদাহরণ দেওয়া যেতে পারে:

২০২০ সালের জাপান অলিম্পিকের মশাল বাহক হিসেবে দায়িত্ব পালন।
প্যারিস ২০২৪ অলিম্পিকের মূল থিম ড. ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি।
বিশ্বের সবচেয়ে সম্মানিত প্রতিযোগিতা অলিম্পিক গেমসের টাইটেল পেজে তার ছবি।

ড. ইউনূসের ব্রেইন চাইল্ড তিনটি প্রধান তত্ত্ব: ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো। যদিও ক্ষুদ্র ঋণের সুদ ভিত্তিক পদ্ধতির সমালোচনা থাকতে পারে, কিন্তু সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো তত্ত্বগুলি জনহিতকর এবং বিশ্বব্যাপী গৃহীত হয়েছে।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের তালিকায় ড. ইউনূস সবসময় শীর্ষ ৫ এর মধ্যে থাকেন। তার মতো আস্থাভাজন, সৎ ও জনহিতকর ব্যক্তি খুঁজে পাওয়া সহজ নয়। তাই যারা তাকে চাচ্ছেন না, তাদের কাছে প্রশ্ন: ড. ইউনূসের চেয়ে আস্থাভাজন ব্যক্তি আর কে?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৭

বিষাদ সময় বলেছেন: প্রাসঙ্গিক হওয়ায় অন্য পোস্টে করা একটি মন্তব্য এখানে কপি পেস্ট করলাম-

ড. ইউনুসের প্রতি আমার কোন বিদ্বেষ নাই বরং আমি তাকে ভাল চোখেই দেখি। কিন্তু তার অন্তবর্তীকালীন সরকার প্রধান হওয়ায় যারা অতি আনন্দিত তাদের জ্ঞাতার্থে বলা প্রয়োজন যে - ১/১১ সরকার যখন মাইনাস টু ফর্মূলা হাতে নিয়েছিল তখনও সেনা সমর্থিত সরকারের ইচ্ছা ছিল তার হাতে পরবর্তী ক্ষমতা দেয়ার। সে কারণে একটা রাজনৈতিক দলও খুলেছিলেন তিনি। কিন্তু তার কার্যকলাপ এবং কথাবার্তায় জনগণ হতাশ হওয়ায় তিনি ব্যাকফুটে চলে যান। তাই আমার মনে হয় তাকে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেয়া যায় কিন্তু নির্বাহী প্রধান হিসাবে তার উপর আস্থা রাখা যায় না। এছাড়াও ড. ইউনুসের নাম এ ব্যাপারে প্রস্তাব করায় এবং তার এতে সম্মত হওয়ায় কয়েকটি প্রশ্ন সামনে চলে আসে।

২| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮

রানার ব্লগ বলেছেন: ১০০ কোটি টাকার সহায়তা দিয়ে ইসরায়েলের পাশে ড. ইউনূস

৩| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগার রানা ভাইয়ের জন্য লগ ইন করতে হলো

৪| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৭

রানার ব্লগ বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগার রানা ভাইয়ের জন্য লগ ইন করতে হলো


মিথ্যা হলে ভালো খবর !!!!

৫| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫০

নতুন বলেছেন: রানা ভাই গুজবে কান দেবেন না। B-)

কেন যে মানুষ এইসব গুজব ছড়ায় বুঝি না।

৬| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫১

নতুন বলেছেন: যদি আপনি পিনাকি এবং মামুনুল, আজহারীর নাম প্রস্তাব করেন সেটাও লক্ষ ভোট পাবে।

৭| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫২

রানার ব্লগ বলেছেন: নতুন বলেছেন: রানা ভাই গুজবে কান দেবেন না। B-)

কেন যে মানুষ এইসব গুজব ছড়ায় বুঝি না।


হু তাই তো দেখলাম । পেইজ টা এখন আর খুজে পাচ্ছি না । সময় বুঝে পিট টান দিছে !!

৮| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

এটা রটিয়ে ছিল সাবেক মেয়র নাসির
ড. ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকার সহায়তা প্রণোদনা দিয়েছেন। আমরা যারা প্রকৃতপক্ষেই ধর্মে বিশ্বাস করি মানবতাকে ভালোবাসি তাদের মানবতাবিরোধী অপশক্তি ছায়াকে মুছে দিতে হবে।’

৯| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৯

করুণাধারা বলেছেন: ১) দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এই সময় অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার, আইএমএফ এবং এধরনের অন্যান্য সংস্থার সাথে কথা বলার মত মানুষ একমাত্র ডক্টর ইউনুস।

২) উনার কার্যক্রমের জন্য বাংলাদেশকে সমস্ত পৃথিবী চেনে। উনি একমাত্র বাংলাদেশি, যিনি দিন রাতের যেকোনো সময় যেকোনো প্রয়োজনে এমনকি মার্কিন প্রেসিডেন্ট এ পর্যন্ত ফোন করার ক্ষমতা রাখেন। ‌

৩) উনি প্রবীণ বিচক্ষণ এবং মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা এবং ক্ষমতা রাখেন।

========

উপরের কথাগুলো আমার নয়। কালকে ইউটিউবে দেখলাম একজন দাড়িটুপীওয়ালা মানুষ বলছেন, সুদখোর বলে কোন ধর্মীয় গোষ্ঠী যেন ডঃ মুহাম্মদ এর অন্তর্বর্তী সরকার প্রধান হবার বিরোধীতা না করে, কারণ এ পদে ওনার চাইতে যোগ্য মানুষ আর কেউ হতে পারে না। আমারও এইটাই মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.