নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আগুনে তীব্র দহনে জ্বলে যাই.....!!!

মঈনউদ্দিন

“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”

মঈনউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

সৎ মানুষের সংগ্রাম

১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯


সৎ মানুষ লড়ে যায় নীরবে,
দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত,
অভাবের কাঁটায় রক্ত ঝরে,
তবু মুখে হাসির প্রতিটা ক্ষণ।

তার ঘরে সুখের আলো কমে আসে,
তবুও সে রাখে মাথা উঁচু,
পৃথিবীর সব ঝড় বয়ে গেলেও,
তার হৃদয় থাকে দৃঢ়, অটল।

আরও কঠিন যে পথের বাঁধা,
দুষ্ট লোকের চক্রান্তের জাল,
তারা হাসে পিঠে ছুরি চালায়,
তবু সে সৎ, বুকে বিশ্বাসের পাল।

প্রতিটি আঘাত, প্রতিটি কষ্ট,
সে বুনে তার জীবনের ছন্দে,
অধিকার ছিনিয়ে নেয় না,
সে যুদ্ধ করে মনের বলের দানে।

এই লড়াই হয়তো সবার চোখে নয়,
তবু সেই লড়াইয়ে আছে সাহসের ছাপ,
সৎ মানুষ জানে, দিন বদলাবে একদিন,
দারিদ্র্য আর দুষ্টতা মিলিয়ে যাবে তেমনই।

তখনই সে পাবে শান্তির ছোঁয়া,
জীবনের সফলতা, আনন্দের ছন্দ,
সৎ থেকে সে জিতবে সর্বত্র,
এই তো তার বেঁচে থাকার প্রিয় গল্প।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.