| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঈনউদ্দিন
“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”

বাঁধ খুলে দিলে ভারত,
জল ধেয়ে আসে অনিবারত।
কেউ থাকে না তখন হিন্দু-মুসলমান,
সবাই ভেসে যায় একই স্রোতে,
মুছে যায় বিভেদের মানচিত্র।
কোনো সংখ্যালঘু তখন নেই,
নেই কোনো সংখ্যা, ধর্মের রূপ।
জলের তীব্র ধাক্কায় সবাই সমান,
ভেসে যায় মানুষ,
অপার্থিব এক ভ্রাতৃত্বে মিশে যায় প্রাণ।
প্রকৃতির কাছে সবাই এক,
বাঁধ ভেঙে দেয় মানবের সব ভেদ।
তখন ধর্মের নামে আঁকা রেখা,
ভেসে যায় একসাথে স্রোতের রেশে।
তাই হয়তো বাঁধের ওপারে,
হিসেব করে না কেউ—
কোনটা মানুষ, আর কোনটা শুধু পরিচয়।
জলের ঢেউ সবকিছু মুছে দেয়,
ফিরে আসে প্রকৃতির নিরবচ্ছিন্ন ঐক্য।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
অস্বাধীন মানুষ বলেছেন: ভালো লাগলো কবিতা