![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইন বহির্ভুত হত্যার লাইসেন্স দিয়ে বিশেষ বাহিনী করা যে রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত ছিলো কোনো অজুহাত না দিয়ে বিএনপিকে তা জনগণের সামনে স্বীকার করতে হবে। বিএনপিকে আরো ওয়াদা করতে হবে ভবিষ্যতে ক্ষমতায় গেলে এ ধরনের সংগঠনের কার্যক্রম তারা বন্ধ করে দিবে ।আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বুঝতে হবে আইনবিভাগ ও শাষনবিভাগকে স্বাধীনভাবে চলতে দিতে হবে, তাহলে দেশ,জাতি, দল ও ব্যাক্তি সবার জন্যে মঙ্গল বয়ে আনবে।অন্যথায় এক সময় বর্তমান সরকারের মতো ফ্রাংকেনষ্টাইনের মতো জন্ম হবে।আজকের নারায়ন গঞ্জে ৭ মার্ডারের পিছনে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে তার জন্য দায়ী আমাদের রাজনৈতিক দলগুলো। এর জন্য অবশ্যই বিএনপিকে আগে দায় স্বীকার করতে হবে কারন তারাই সর্বপ্রথম এ ধরনের বিনা বিচারে হত্যার লাইসেন্স দিয়ে র্যাবকে রাজনৈতিক প্রতিহিংসার কাজে লাগিয়েছে।আর আওয়ামী লীগ সরকারকে তো তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি পালন করতে হলেও র্যাবের কার্যক্রম বন্ধ করতে হবে,কারন তারা বিরোধী দলে থাকা অবস্থায় প্রকাশ্য র্যাবের কার্যক্রম বন্ধের ঘোষনা দিয়েছিলো। তাই অবিলম্বে র্যাবকে পুলিশ বাহিনির সাথেএকীভূত করে প্রচলিত ধারার আইন যাতে সঠিক ভাবে প্রয়োগ হয় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
২| ১২ ই মে, ২০১৪ সকাল ১১:৩৪
জুনায়েদ মারুফি বলেছেন: oi sagoler 3 nambar bassa, kun koray aoamilig tar daey bnp nibe keno? oi sagol !
৩| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:০৪
মুদ্দাকির বলেছেন: BNP তাদের কৃত কর্মের ফল কেমন পাচ্ছে দেখছেন ?? এই বার চিন্তা করেন এই বার ক্ষমতা থেকে নামলে BAL এর কি হবে !!!!!!
৪| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:১০
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: বিএনপি এ জন্য নেবে কারন সে এটা শুরু করেছে।আর বেশি ক থা ব ল বেন না , ডেভিড , মেহেদিকে তো আর আওয়ামী লীগ মারেনি , বিএনপিই মেরেছে। লম্বা লম্বা কথা বলবেন র্যাব সৃষ্টির ফলেই তো এখন বিএনপি আন্দোলনের মাঠে থাকতে পারছে না। বেশি পীড়িতি দেখাবেন না । বিএনপিকে আগে বলতে হবে আমরা র্যাব গ
ঠনের সিদ্ধান্ত ভুল ছিল।
৫| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৩
াহো বলেছেন: প্রথম আলো
11-02-2014
বিচারবহির্ভূত হত্যা
এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল ২০০৫ ও ২০০৬
সালে বিএনপির আমলে। ২০০৫-এ ৩৭৭ এবং পরের বছর ৩৬২ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তখন ‘ক্রসফায়ার’ নামে পরিচিত
৬| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৪
বাংলার নেতা বলেছেন: দুধ কলা দিয়ে সাপ পোষলাম, সে আবার আমারেই দংশন করে !
৭| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:১৯
ভিটামিন সি বলেছেন: বিডি আইডল বলেছেন: হ..রেবরে দিয়া দলীয় খুনের কাজ হাসিনা করছে...এর দায় এখন বিএনপির
ছাগলের বাচ্চা
৮| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৫০
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: বিডি আইডল একটা রাম ছাগল, বেটা তুই জানিস র্যাব গঠন করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি , আমার তো মনে হয় তুই তো জানিস না ভিপি সেন্টু কে ?, মেহেদি কে?, মামুন কে? , ডেভিড নান্না কে ,? আরে গাঁধা বেশি বিএনপি পীড়িতি দেখাস না , র্যাব গঠনের দায় বিএনপিকে নিতেই হবে।বিএনপি কে আগে বলতে হবে র্যাব গঠনের সিদ্ধান্ত তাদের ভুল ছিলো। র্যাব গঠন না করলে ইলিয়াস আলী, চৌধুরী আলমদের গুম হতে হত না ।
৯| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:১৯
বিষক্ষয় বলেছেন: BNP আমলে RAB করতো ক্রসফায়ার সন্ত্রাসীদের। এখন আওয়ামী লীগ আমলে RAB করে অপহরন, চাদাবাজি এবং গুম। আর গুম করে প্রধানত: BNP-এর নেতা কর্মীদের অথবা চাদা আদয়ের জন্য ব্যাবসায়িদের
১০| ১২ ই মে, ২০১৪ রাত ৮:১৮
বিডি আইডল বলেছেন: গাধার বাচ্চা @ মোঃ মাকসুদুর রহমান
বিএনপি কি রেবকে দিয়ে সন্ত্রাসী হত্যা করেছে না ভাড়াটে খুন ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মী গুম করেছে?? বেকুবের বাচ্চা পোষ্ট দেয়ার আগে হাগু কইরা আসছোছ তো??
১১| ১২ ই মে, ২০১৪ রাত ৮:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবালদের আবলামী দেখে হেসেই খুন!!!!!
রেব গঠনের পর সমাজে যে শান্তি শৃঙ্খলা এসেছিল। রেবকে নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসের নাভীশ্বাস নির্মুল হয়েছিল তা কচ্চে না। যে মহল্লায় দিন দুপুরে হাটা যেত না- সেখানে রেবের পর নিশ্চিন্তে রাত -বিরেতে মানুষ নির্ভয়ে চলেছে সেই কথার খবর নাই!!!!!
হাসিনা এসে রেবের অপ-ব্যবহার করে তাকে কলংকিত করেচে, রক্ষী বাহিনী ষ্টাইলে দলীয় ক্যাডারে পরিণত করতে গিয়েই এই অধ:পতন তা বলছে না- বলচে ভুল স্বীকার করতে হবে???
তা করতে হবে বৈকি- তবে তা আওয়অশীলীগকে! রেবকে দলীয় স্বার্থে রক্ষী বাহিণীর মতো কলংকিত করার কৈফিয়ত দিতে হবে। শুধূ রেব নয়- ক্ষতা টিকিয়ে রাখতে পুলিশ সেনাবাহিনী সহ সহ সাংবিধানিক কাঠামোকে দলীয়করণের যে ভয়ানক খেলা খেলেছেন তার দায়ও নিতে হবে।
কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। চাইলেও না চাইলেও ছাড়তেই হবে। থেকে যাবে কর্ম কান্ড সমূহ।ইতিহাস।
১২| ১৪ ই মে, ২০১৪ সকাল ৭:০৯
ভিটামিন সি বলেছেন: @ বিডি আইডল, আমার উপরের কমেন্টে আমি আপনাকে কিছু বলিনি। আপনার কথার সমর্থন করেছি।
আর ছাগলের বাচ্চা কারে বলেছি বোঝতেই তো পারছেন। আমার ভুল হইছে। ওরে কুত্তার বাচ্চা বলা উচিত ছিলো।
১৩| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসিনা এসে রেবের অপ-ব্যবহার করে তাকে কলংকিত করেচে, রক্ষী বাহিনী ষ্টাইলে দলীয় ক্যাডারে পরিণত করতে গিয়েই এই অধ:পতন তা বলছে না- বলচে ভুল স্বীকার করতে হবে???
১৪| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
মিতক্ষরা বলেছেন: র্যাব অতীতে যতই জনপ্রিয় হোক না কেন, বিচার বহির্ভূত হত্যাকান্ড সমর্থন যোগ্য নয়। এখন র্যাব অতীতের সব কিছুকে ছাড়িয়ে হিটলারের গেস্টাপো কিংবা চসেষ্কুর গুপ্ত পুলিশের সমকক্ষ হয়েছে যাদের কাজ হল গুম, অপহরন এবং হত্যা। খালেদা জিয়া মনে হয় এর দায় নেবেন না কারন তিনি সন্ত্রাসী দমনে ক্রশ ফায়ার অনুমোদন দিয়েছিলেন, বাকীগুলো নয়। বিশেষ করে সেইটা যখন সাধারন মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল।
র্যাব গত ৫ই জানুয়ারীর নির্বাচন কেন্দ্র করে সরকারের পক্ষে বেশ কিছু অপারেশন চালিয়ে নিজেদের খুব বেশী বিতর্কিত করে ফেলে। সাতক্ষীরা অভিযানের নৃশংসতা নিয়ে বেশ কিছু লেখালেখি হয়েছিল। ঐ সময়ে সেনা বাহিনী নিজেদেরকে রাজনৈতিক হত্যাকান্ড থেকে বিরত রাখে।
ওপরে যে চার্ট দেখানো হয়েছে তা সঠিক। র্যাব এখন প্রকাশ্য ক্রশ ফায়ার কম করে। র্যাবের বেশীর ভাগ হত্যাকান্ড অনেকটা গুম খুন। এতে সুবিধা হল ক্রশ ফায়ারের দায় না নিয়েও হত্যাকান্ড চালানো যায়।
১৫| ১৪ ই মে, ২০১৪ রাত ৮:০১
ভুয়া প্রেমিক বলেছেন: @ লেখক,
র্যাব অতীতে অনেক প্রশংসা কুড়িয়েছিল। নিশ্চই তার কারণ ছিল। কিন্তু বিএনপি র্যাবকে নিয়ন্ত্রন ও সঠিকভাবে ব্যবহার করতে পেরেছিল। তা নাহলে র্যাব দ্বারা সেইসময় আওয়ামীলীগের নেতারা গুম হয়ে যেত । সেইসময় র্যাবকে নিষিদ্ধের জন্য কেউ কথা বলেনি। আজকে বলছে কেন? কারণ সরকার অন্যান্য সকলক্ষেত্রের মত এই বাহিনীকে নিয়ন্ত্রন করতেও ব্যর্থ হয়েছে।
আর যারা ছাত্রলীগকে নিয়ন্ত্রন করতে পারে না, তারা এলিট বাহিনী নিয়ন্ত্রন করবে এটা আশা করা ভুল
১৬| ১৫ ই মে, ২০১৪ রাত ২:৪৫
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: যারা মন্তব্য দিতে গিয়ে আমাকে গালাগালি দিচ্ছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।বিচার বহির্ভুত হত্যা কোনো ক্রমেই সমর্থনযোগ্য নয়।রাজনৈতিক নেতৃত্ব যদি নিজেরা দুর্নীতির উর্দ্ধে উঠে প্রশাসনকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেয় তাহলে প্রচলিত বাহিনী দ্বারা আইন শৃংখলা নিয়ন্ত্রণ করা স ম্ভব।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ সকাল ১০:৪৭
বিডি আইডল বলেছেন: হ..রেবরে দিয়া দলীয় খুনের কাজ হাসিনা করছে...এর দায় এখন বিএনপির
ছাগলের বাচ্চা