![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বাংলাদেশ সময় রাত ৪ টায় বসনিয়ার সাথে খেলার মধ্যে দিয়ে আর্জেন্টিনা ২৮ বছরের দীর্ঘ নিঃঃঃঃঃঃঃঃঃঃঃশ্বাস ঘোচানোর তীব্র আকাঙ্ক্ষায় মাঠে নামছে।
ব্রাজিল সমর্থকদের পক্ষ থেকে আর্জেন্টিনা সমর্থকদের প্রতি রইল শুভকামনা।আমরা আশা করি আর্জেন্টিনা সুন্দর ফুটবল উপহার দিবে,খেলায় হারজিত থাকবে তবে কোনো ক্রমেই যাতে জেতার জন্য ঈশ্বরের( হ্যান্ড অফ গড) নামে মিথ্যার আশ্রয় না নেয়।তাতে ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাসে চিঁড় ধরে।আর একটি বিষয় এবারের বিশ্বকাপে যেকোনো ফলাফলের জন্য আর্জেন্টিনা ভক্তদের মানষিক প্রস্তুতি রাখতে হবে।
তবে একটা ইনফরমেশন আর্জেন্টিনা সমর্থকদের মানষিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করতে পারে তা হচ্ছে ,ইতিপুর্বে ইতালী তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা পাওয়ার পরে তাদের ঠিক আর্জেন্টিনার মতো দেশের পক্ষে তৃতীয় বিশ্বকাপ ফুটবল শিরোপা ক্ষরায় পেয়ে বসেছিলো।
কিন্তু তারপরও ইতালি মানষিকভাবে ভেঙে পড়েনি। তারা শুধু মনে মনে একটি গান আওড়িয়েছে -
'' আমরা করব জয় একদিন''
----- হ্যা বন্ধুরা ইতালি কিন্তু ঠিকই একদিন পুনরায় ফুটবল বিশ্বকাপ শিরোপা জয় করেছিলো তবে তা ৪৪ বছর অপেক্ষার পর।
তাই আর্জেন্টিনা সমর্থক বন্ধুদের প্রতি আবেদন মন খারাপ করো না বন্ধুরা তোমাদের তো কেবল ২৮ বছর অপেক্ষা............একদিন অপেক্ষার প্রহর শেষ হবে হোক তা ৪৪ , ৪৮ কিংবা ৫২বছর প র !! তোমরা না দেখলেও তোমাদের নাতি-পুতিরা নিশ্চয়ই বিশ্বকাপ শিরোপা জয় দেখতে পাবে!!!
সত্য ও সুন্দর ফুটবলের জয় হোক।
১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৩
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ভাই আমরা তো ফাইনাল ছাড়া অন্য কিছুর কথা ভাবিই না। আমাদের মিনিমাম লিমিট হচ্ছে ফাইনাল।
২| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৬
হাসিব০৭ বলেছেন: দেখা যাবে............. তখন আবার গর্তে লুকাইয়েন না
১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:০২
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ভাই গর্তে কেনো লুকাবো আমাদের সমপর্যায়ে আসতে আপনাদের অন্তত ১ যুগ ১২ বছর লাগবে।তাই আমরা তো আপনাদের শুভাকাংক্ষী।
৩| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৯
নীল আকাশ ২০১৩ বলেছেন: বিপক্ষে দুর্বল দল বসনিয়া - যারা ইতিহাসের ভয়ংকরতম গৃহবিবাদের অসহায় শিকার। একজন আর্জেন্টিনার সাপোর্টার হলেও আমি বসনিয়ার বিজয় (যদি হয়) তবে বেশ উপভোগ করব।
১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:০৩
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: না ভাই আমি চাই আর্জেন্টিনার জয়।
৪| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:০৩
কেএসরথি বলেছেন: আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে খুবই খারাপ খেলেছিল। তাও ২-০ গোলে ম্যাচ জেতে। আজকের খেলায় দেখা যাক কেমন খেলে। খেলা দেখার পরই বলা যাবে।
১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:১৫
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: দক্ষিন আমেরিকার দলগূলো এ পর্যন্ত ভালোই করেছে সেই হিসেবে আর্জেন্টিনা অবশ্যই ভালো করবে।
৫| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:২৭
তারা চাঁন বলেছেন: @ মোঃ মাকসুদুর রহমান - হ্যান্ড অফ গড দিয়ে যেমন ফুটবল খেলা যায় না, ঠিক তেমনি ১৪ জনের দলও ফুটবল দল না। ফুটবল খেলতে হয় ১১ জন নিয়ে। ব্যাপার টা কি বুঝাতে পেরেছি ?
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৮
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ও তাই নাকি !!
৬| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৮
সক্রিয় বলেছেন: মাকসুদ ভাই ব্রাজিলের চতুর্থ শিরপা জয় কারতে কিন্তু ২৪ বছর সময় লেগেছিল। ভাই ব্রাজিল ৫ টা বিশ্বকাপ জয় করছে মেনে নিলাম।
আপনার কথা অনুযায়ী শিরপা দিয়ে যদি দল বিচার করতে হয়। তবে হল্যান্ড ত কোন দলের মাজে পড়ে না।
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৭
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আপনি ঠিক বলেছেন সক্রিয় ভাই, ব্রাজিল সারা জীবনের জন্য জুলে রিমে কাপ নিজেদের দখলে নিয়েছিলো যে ট্রফিটি আর্জেন্টিনা ছুয়েও দেখতে পারেনি।আর ব্রাজিল ২৪ বছর পর যে শিরোপা জিতেছিলো কিন্তু তাও চতুর্থ শিরোপা আর আর্জেন্টিনা তো এখনো ২৮ বছর ধরে তৃতীয় শিরোপার জন্য লড়ছে। তাই আর্জেন্টিনার সামনে এখন জার্মানি ,তারপর ইতালি ব্রাজিল তো অনেক পরের ক থা।
৭| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫
তারা চাঁন বলেছেন: " প্রথম আলোর রিপোর্ট পড়ে মনে হলো রেফারি পেনাল্টি দিয়ে বিশাল ভুল করে ফেলেছে। আর তাছাড়া রেফারি যদি ভুল সিদ্ধান্ত দিয়েও থাকে তাওতো খেলারই অংশ। তিনি তো মানূষ মেশিন নন । ক্রিকেটে টিভি রিপ্লের অনেক সিদ্ধান্ত ও আমাদের মনপুতঃ হয়না । "
হ্যান্ড অফ গড ছিল রেফারির ভুল সিদ্ধান্ত, তিনি তো মানূষ মেশিন নন। এতো ফাল পারেন ক্যা। আগে ১ম রাউন্ড পার করেন তারপর এই ব্যাপারে লিখেন। ব্রাজিলের যে খেলা দেখলাম রেফারির / ফিফার সাহায্য ছাড়া পরের রাউন্ডে যাওয়া কোনভাবেই সম্ভব না।
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২১
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ভাই এই জন্যই তো আমরা আর্জেন্টিনার প্রতি শুভ কামনা জানাচ্ছি।তারা অন্তত তৃতীয় শিরোপা পেয়ে ২৮ বছরের দুঃখ ঘোচাক।
৮| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৭
বাউন্ডুলে রুবেল বলেছেন: চমৎকার পোস্ট।
উনারা আর্জেন্টিনা তাই বলিয়া আমরা ব্রাজিল হইবো না কেনু?
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৪
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ঠিক বলেছেন , বেচারা আর্জেন্টিনা সমর্থকদের জন্মের পর অনেকেই বিশ্বকাপ জেতার দৃশ্য উপভোগ করতে পারেননি, এমনকি মেসিও না!!!!!!!!!!!!!!!
৯| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আর্জেন্টিনা খেলবে বসনিয়া আর ইরানের মতো দূর্বলটিমের বিপক্ষে।তাদের ভাগ্য বলতে হবে।গ্রুপ পর্যায়ে এত আরামের গ্রুপ আর ২টি নেই। বিশ্বকাপে মাছি সরি মেসি মশা হয়ে যান। তার খেলার ধার থাকেনা।
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৬
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: তারপরও দেখা যাক আর্জেন্টিনা কতো দূর যেতে পারে !!!!!
১০| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৫
তারেক বলেছেন: @তারা চাঁন ভাই আমারও সেই কথা। রেফারি তো মানুষ ,মেশিন না। প্রথম ম্যাচে পেনাল্টি নিয়া আর্জেটিনার সমর্থকদের যেই চিল্লা-চিল্লি , অথচ ১৯৮৬ সালে ম্যারাডোন হাত দিয়া গোল দিছে । সারা বিশ্ব সেইটা জানে , অথচ সেইটা নিয়া কোন কথা নাই।
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৩
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: তারেক ভাই ৮৬ সালে মনে হয় মাঠে রেফারি ছিলো না , তাই একটা দুর্ঘটনা ঘটেছিলো ।ভুলটা আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর করেছিলো তাই আমাদের সেই ভুলটা ক্ষমা সুন্দ র দৃষ্টিতে দেখা!!
১১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৮
নীল বেদনা বলেছেন: আমার দেখা সবচেয়ে চালাক ব্রাজিল সমর্থক। চালায় যান বাহে, খালি তারা চাঁন এর কমেন্টা খেয়াল রেখে।
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:২৪
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: নীল বেদনা আপনাকে বলছি- না চালাক ব্রাজিল সমর্থক নয়। আমরা চাই ব্রাজিল না জিতলেও আর্জেন্টিনা জিতে ২৮ বছরের দীর্ঘঃনিশ্বাস ঘোচাঁক!! তারপরেও শিরোপা যাতে দক্ষিন আমেরিকাতেই থাকে।
১২| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪১
তারা চাঁন বলেছেন: @ তারেক - মাকসুদুর রহমান ভাইয়ের "প্রথম আলো পত্রিকা কি এখন পেনাল্টি বিশেষজ্ঞ !!! " নামে একটা পোষ্টের একাংশ " প্রথম আলোর রিপোর্ট পড়ে মনে হলো রেফারি পেনাল্টি দিয়ে বিশাল ভুল করে ফেলেছে। আর তাছাড়া রেফারি যদি ভুল সিদ্ধান্ত দিয়েও থাকে তাওতো খেলারই অংশ। তিনি তো মানূষ মেশিন নন । ক্রিকেটে টিভি রিপ্লের অনেক সিদ্ধান্ত ও আমাদের মনপুতঃ হয়না । "
এটা আমি কোট করে বলেছিলাম হ্যান্ড অব গডও ছিল রেফারীর ভূল সিদ্ধান্ত। আপনি পুরাপুরি না পড়ে কমেন্ট করলেন। ব্যাপারটা এইরকম হয়ে গেলো না যে বিষের বোতলে লেখা "খাওয়া যাবেনা", আপনি "খাওয়া যাবে" পড়লেন কিন্তু "না" টা পড়লেন না। ফলাফল পটল খেত ।
১৩| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৬
কীর্তনখোলা তীরে বলেছেন: তারা চাঁন ভাই আপনি কেন এতো পেচিয়ে ফেলছেন, মাকসুদুর রহমান ভাই তো আর্জেন্টিনাকে শুভ কামনা জানিয়েছেন। বিষয়টাকে সহজ ভাবে নিন। আপনিও তাদের শুভ কামনা জানাতে পারেন।
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৮
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আপনি ঠিক বলেছেন , আপনাকে অনেক ধন্যবাদ।
১৪| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৭
তারা চাঁন বলেছেন: @ কীর্তনখোলা তীরে - ধন্যবাদ ভাই। আমরা সবাই ভাই ভাই, যুদ্ধের দরকার নাই, মাঠের যুদ্ধ মাঠেই থাক, আমরা শুধু উপভোগ করে যাই।
সবার জন্য রইল শুভ কামনা।
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৬
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ধন্যবাদ তারা চাঁন ভাই আপনার ভাষায় বলছি-আমরা সবাই ভাই ভাই, যুদ্ধের দরকার নাই, মাঠের যুদ্ধ মাঠেই থাক, আমরা শুধু উপভোগ করে যাই।
১৫| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪১
কীর্তনখোলা তীরে বলেছেন: তারা চাঁন ভাইকেও অনেক ধন্যবাদ। আপনি খুব ভাল বলেছেন''আমরা সবাই ভাই ভাই, যুদ্ধের দরকার নাই, মাঠের যুদ্ধ মাঠেই থাক, আমরা শুধু উপভোগ করে যাই। ''
১৬| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৮
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: কোন লাভ নেই। মাঠে দেখা যাবে।
আইডিয়া বাজ
১৭| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪০
কীর্তনখোলা তীরে বলেছেন: কি লাভ নাই ভাই। মাঠেতো খেলা দেখা যাবেই।
১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১১
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: কীর্তনখোলা তীরের সাথে একমত।
১৮| ১৫ ই জুন, ২০১৪ রাত ৮:০৭
রিফাত হোসেন বলেছেন: হাসিব০৭ বলেছেন: আর্জেন্টিনার কথা না চিন্তা কইরা আগে ২য় রাউন্ড এর কথা ভাবেন স্পেন নয়ত নেদারল্যান্ড
১৫ ই জুন, ২০১৪ রাত ৯:৫০
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: সেই চিন্তাতো ভাই করছিই তারপরও স্বাগতিক ব্রাজিল দলের সমর্থক হিসেবে আমাদের তো আর্জেন্টিনার প্রতি একটা দায়িত্ববোধ রয়েছে।
১৯| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:০১
কীর্তনখোলা তীরে বলেছেন: আর্জেন্টিনার স ম র্থ রা যে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ড নিয়ে চিন্তিত তা ভেবে ভালোই লাগছে। এই না হলে প্রতিবেশি!!!
১৬ ই জুন, ২০১৪ রাত ১২:০৫
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ঠিক ব লেছেন আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিলের দ্বিতীয় রাউন্ড নিয়ে অনেক চিন্তিত!!
২০| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:০৯
দারুচিনির দ্বীপ বলেছেন: আশা করি ২৮ বছরের দুঃখ এবার আর্জেন্টিনা দল ঘোচাঁতে পারবে।
শুভ কামনা রইল।
১৬ ই জুন, ২০১৪ রাত ১২:০৭
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আমরাও সেই প্রত্যাশা করি।এবার যেনো দুঃখ ঘোচে।
২১| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:২৫
রঞ্জনার চোখ বলেছেন: আর্জেন্টিনার সমর্থকরা ঘাবরাবেন না। আপনাদের প্রতি ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের পক্ষ থেকে অনেক শুভ কামনা থাকল।
আপনাদের ২৮ বছরের দীর্ঘ যাত্রার শুভ সমাপ্তি ঘটুক।
১৬ ই জুন, ২০১৪ রাত ১২:০৮
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: শুভ হোক তাদের আর্জেন্টিনার সমর্থকদের বিশ্বকাপ যাত্রা।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:৪০
হাসিব০৭ বলেছেন: আর্জেন্টিনার কথা না চিন্তা কইরা আগে ২য় রাউন্ড এর কথা ভাবেন স্পেন নয়ত নেদারল্যান্ড