নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

টিকি-টাকার আনুষ্ঠানিক মৃত্যু !! বিদায় স্পেন

১৯ শে জুন, ২০১৪ রাত ৩:০১

ছোট ছোট পাসে এগিয়ে গিয়ে কৌশলে প্রতিপক্ষের সীমানায় ঢুকে রক্ষনভাগ চুরমার করে গোলরক্ষককে ফাকি দিয়ে নিমিষের মধ্যে বল জালে জড়িয়ে দেওয়া। এটাই টিকি টাকা কৌশল নামে ফুটবল বিশ্বে গত ৬ বছর ধরে এক নতুন সৌন্দর্যের উপহার দিয়েছিল।একটা সময় গেছে যখন এই টিকি-টাকাই ফুটবলকে নিয়ে গিয়ে ছিলো শিল্পের পর্যায়ে(ফুটবলবোদ্ধা ও ক্রীড়া সাংবাদিকদের নিকট)।

কিন্তু আজ চিলির বিপক্ষে ২-০গোলে পরাজয়ের মধ্যে দিয়ে টিকি-টাকার আনুষ্ঠানিক মৃত্যু ঘটল । যদিও ব্যক্তিগতভাবে টিকি-টাকা কৌশল আমাকে কখনওই আকৃষ্ট করতে পারেনি। আমার কাছে এটা অনেকটা মৃত্যু মানুষের দোড়াদোড়ি মনে হয়। ফুটবলে গতিময়তা হচ্ছে এক ধরনের সৌন্দর্য ।তাই গতিহীন ফূটবল আমার কাছে খুবই অপছন্দের তা সেটা যতই শিল্পের পর্যায়ে উন্নীত হোক না কেন।

সেই দৃষ্টিকোণ থেকে আমি বরঞ্চ খুব খূশী এখন অন্তত ফুটবল খেলা দেখতে বসে মৃত্যু মানুষের দৌড়াদৌড়ি দেখতে হবে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ ভোর ৪:১০

ইউআরএল বলেছেন: সহমত ভাই। কি বাল-ছাল খেলে

২| ১৯ শে জুন, ২০১৪ ভোর ৬:১৩

রিফাত হোসেন বলেছেন: আপনি কি বুঝলেন আর কি দেখলেন। কই মরা ফুটবল দেখলেন? টিকি টাকা ল্যাটিন ফুটবল শৈলী থেকে এসেছে বলা যায় আদি রূপ! এটার মধ্যে গতি নাই কে বল ল ?
তাহলে মেসী মরা খেলোয়াড়!আপনার তাল ঠিকাঠিকােছ তো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.