নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

দেশে অবিলম্বে একটা ''High Profile Mental Health Clinic'' প্রতিষ্ঠা করা হোক

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৬


কাশিমপুর -২ কারাগারটি ''হাই সিকিউরিটি '' কারাগার হিসেবে চিহ্নিত।এখানে হাই-প্রোফাইল বন্দীদের রাখা হয়।বিভিন্ন সময় বন্দীদের নিয়ে সংবাদ পড়তে গিয়ে এই কারাগার সম্পর্কে সাধারণের মধ্যে ব্যপক আগ্রহ সৃষ্টি হয়েছে।যদিও উন্নত বিশ্বে ৫ তারকা হোটেলের সুযোগ সুবিধা সমৃদ্ধ কারাগারের কথাও পত্রিকা মারফত আমরা দেখতে পেয়েছি।তাই কাশিমপুর -২ ''হাই সিকিউরিটি '' কারাগার তৈরি বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে বাস্তব তার প্রমাণ।তবে 'দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে' এখন আমাদের আর একটি প্রতিষ্ঠান দরকার আর তা হচ্ছে -দেশে একটি -''High Profile Mental Health Clinic'' প্রতিষ্ঠা করা দরকার।যেখানে শুধুমাত্র দেশের প্রথম শ্রেনীর মানসিক বিকারগ্রস্ত নাগরিকদের (বিশেষভাবে জাতীয় পর্যায়ে দায়িত্বশীল বিকারগ্রস্ত নেতৃবৃন্দ ) নিবিড় পরিচর্যার মাধ্যমে চিকিৎসা প্রদান করা হবে।এবং অবশ্যই এদের চিকিৎসা রাষ্ট্রীয় খরচে প্রদান করা হবে।দেশ যাতে সুস্থ স্বাভাবিক নেতৃত্বের সেবা পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে এজন্য জনগণ তাদের ট্যাক্সের টাকা ব্যয় করতে রাজী থাকবে বলে আমাদের বিশ্বাস ।কারণ একজণ মানসিকভাবে সুস্থ নেতাই শুধুমাত্র দেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।অন্যথায় আমরা একদিন এক বুদ্ধি প্রতিবন্ধী জাতিতে পরিণত হব।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৪

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: 'High Profile Mental Health Clinicটি অতি শিঘ্রই প্রতিষ্ঠা করা হোক, কেননা লন্ডন এখন আর আগের মত চিকিৎসা সেবা দিতে ব্যার্থ হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.