নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

দেশ থেকে 'লজ্জা এবং গণতন্ত্র '' এই শব্দ দুটি চিরতরে নিষিদ্ধ ঘোষনা করা হোক

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

৫% ভোট পেয়ে সরকার গঠন আর বিশ্ব বেহায়া স্বৈরাচার এরশাদের নেতৃত্বাধীন গৃহপালিত বিরোধী দল রেখে "৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস" পালন করবে নব্য রাজনৈতিক বেহায়া আওয়ামী লীগ!! এ ঘটনা অবলোকন করে 'মহামতি আলেকজান্ডারের আত্মা নিশ্চিতভাবে তাঁর সেনাপতি সেলিউকসকে এই বিচিত্র দেশের মানুষ সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার সঠিকতার প্রমাণ দেখে তৃপ্তির ঢেকুর গিলছেন'।

''রাজনীতি যদি বাস্তবিক অর্থে নীতির রাজা'' হতো তাহলে এমন অবান্তর এবং হাস্যকর চিন্তা কেউ করতে পারত না। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে রাজনীতি চলছে তা মুলতঃ রাজার নীতি। আর শেখ হাসিনা যেহেতু এখন রাজার ভুমিকায় রয়েছেন সেহেতু রাজনীতিতে তার কথারই প্রতিফলন ঘটছে। তার কথাই এখানে শেষ কথা হবে এটাই অত্যন্ত স্বাভাবিক। তাই আওয়ামী লীগ যে আগামী ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে এটা খুবই স্বাভাবিক।তবে তারা ভাল করতেন তাদের 'গোপাল ভাঁড় ' সাংসদদের দ্বারা একটি আইন তৈরি করতে পারতেন যার মাধ্যমে দেশে ''লজ্জা এবং গণতন্ত্র '' এই শব্দ দুটি দেশে চিরতরে নিষিদ্ধ ঘোষনা করা হবে।

রাজা চাইলে সব কিছুই সম্ভব। আমরা অপেক্ষায় থাকলাম।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

মুহিব জিহাদ বলেছেন: দেশ থেকে 'লজ্জা এবং গণতন্ত্র '' এই শব্দ দুটি চিরতরে নিষিদ্ধ ঘোষনা করা হোক


সাথে "বিশ্বাস" শব্দটা ও যুক্ত করা হোক :( :(

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনার সাথে একমতত , বিশ্বাস শব্দটাও নিষিদ্ধ করা উচিৎ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৪

তিক্তভাষী বলেছেন: কথায় বলে- 'চোরের মার বড় গলা'। উচ্চস্বরে কোলাহল করে সমালোচনার আওয়াজ ঢেকে দেয়ার চেষ্টা করা ছাড়া আওয়া্মীদের আর কোনো উপায় নেই। আগেও একবার বাকশাল করে গনতন্ত্র হত্যা করেছে তারা। সত্যি বলতে কী - গনতন্ত্র, লজ্জা্- এ শব্দগুলো আওয়ামীদের অভিধানে নেই।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০০

মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.