![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ব্যাংক থেকে ''মাত্র ৮৫০ কোটি টাকা'' চুরি হয়ে গেছে সেজন্যে বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন কোনোক্রমেই সমর্থনযোগ্য হতে পারে না! সোনালী ব্যাংক থেকে ''মাত্র ৪০০০ কোটি টাকা'' বেসিক ব্যাংক থেকে ''মাত্র ১০০০ কোটি''লুটপাট হয়েছে সেখানেও এত অল্প টাকার জন্যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেননি মাননীয় অর্থমন্ত্রী। তিনি কিন্তু ঠিক কাজটিই করেছিলেন কারণ তিনি তো জানেন প্রতি বছর কত লক্ষ কোটি টাকা ভিওআইপি বিজনেস থেকে লুটপাট হচ্ছে বা এর সাথে কোন কোন ''জাতীয় প্রযুক্তিবিদ'' জড়িত ? সেখানে ''মাত্র ৪০০০/৫০০০ কোটি''টাকা লুটপাটতো নস্যিমাত্র। আর বাংলাদেশ ব্যাংক থেকে ৮৫০ কোটি টাকা তো কোনো টাকাই না !! সেপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ রীতিমত অবিচার নয় কি ?!
আর যদি ব্যবস্থা নিতেই হয় তাহলে মাননীয় অর্থমন্ত্রী আপনার নিজের ক্ষেত্রেই নেওয়া উচিৎ !!!
কারণ আপনি সিম্পলি রাবিশ !!!
পূণশ্চঃগণতন্ত্রহীন একটি দেশ হচ্ছে ফাঁপা বেলুনের মত।সেখানে একটি ছিদ্র মেরামত করতে করতে আর একটি ছিদ্র তৈরি হয়। এভাবে কখন যে বিশাল বিশাল ছিদ্র তৈরি হয়ে জয়ায় কেউ তা বুঝতেও পারে না। বাংলাদেশের হয়েছে এখন সেই দশা !!তাই গণতন্ত্রের বিকল্প কেবলমাত্র গণতন্ত্রই হতে পারে !!!গণতন্ত্রের বিকল্প কখনোই উড়াল সেতু নয়।!!! এটা যত তারাতারি সবাই বুঝতে পারবেন তত দেশ, জাতি, ব্যক্তি সবার জন্য মঙ্গলকর।
২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৯
অগ্নি কল্লোল বলেছেন: ভু!
৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ইয়েস, সিম্পলি রাবিশ !
৪| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৬
ফ্রিটক বলেছেন: অর্থমন্ত্রী কাছে টাকা কাগজ বলে মনে হয়। ৮৫০ কোটি কাগজে নোটে ছোট এক লরী( গাড়ী)। = কিছুই না
৫| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৯
নুর আমিন লেবু বলেছেন: হ্যা রাবিশ।।।
৬| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৯
মোঃ মাকছুদুর রহমান বলেছেন: বেশি পগার পগার করলে তোমাকে ট্রাইবুলালে হান্দাইয়া দিমু! ইটস আমুলিক ক্রেডিট!
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬
বিজন রয় বলেছেন: রাবিশ!!