![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল মানুষ বিজয়ী হলেই সঠিক হয়ে যায় না। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তাই ! এক বদ্ধ উন্মাদ শিশু এখন পরমানু বোমার চাবি হাতে দৌড়াবে , আর ৭০০ কোটি মানুষ নিঃশ্বাস বন্ধ করে বছর , মাস, দিন, ঘন্টা এবং সেকেন্ড গুণতে থাকবে কখন ১,২০,২০২১ তারিখটা আসবে!কোনোভাবে যেন সময়টা পার করে দেয়া যায় এই চিন্তায় কারণ বৃদ্ধ উন্মাদ শিশুর হাত থেকে কখন না আবার চাবিটা পড়ে যায় !!
গত শতাব্দীর বিশের দশকের মানুষের অনুভুতিটা বোঝার চেষ্টা করছি , যখন যুদ্ধ উন্মাদ হিটলার , মুসোলিনি ও হিরোহিতো ত্রয়ী বিশ্ব মানচিত্র বদলে দিয়েছিলো। আর এখন একদিকে ধর্ম উন্মাদ নরেন্দ্র মোদী অন্য দিকে দখলবাজ পুতিন সাথে যুক্ত হল বদ্ধউন্মাদ ডোনাল্ড ট্রাম্প ! বিশ্ব সম্ভবত নতুন ক্রান্তিকালে প্রবেশ করল!!!
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি জানি কি হয়।