নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

পারলে না !!!!!

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫

মুঠো ফোনের আয়নায় আলোর কাঁপন থেকে চোখ ফেরালাম,হাত ঘড়িতে সময় এখন সকাল এগারো'টা বেজে তিরিশ মিনিট।
তারমানে দেশে এখন মধ্যরাত, মা ঘুমে বড় কোন বিপদ না হলে কল করবেন না সুতরাং মুঠো ফোন এর চোখ নাচানি কে অনায়েসে অবহেলা করাযায় অনায়াসে।

দূরে কোথাও থেকে তেজপাতা ঘ্রান মেশানো বাতাস আছড়ে পরছে আমার নাকে!!!
একটু না বেশ খানিক টা অবাক হয়ে জোরে বুক ভরে নিঃশ্বাস নিলাম আবার।
আশ্চর্য সত্যি ই তাজা সবুজ তেজপাতার সুবাস।
পৃথিবীর অপর প্রান্তে ফেলে আসা ,আমার লেখা লিখির একনিষ্ঠ শ্রোতা,একমাত্র প্রিয়বন্ধু ফরেস্ট একাডেমীর তেজপাতা গাছ স্মৃতি'তে উঁকি দিল। অধিকাংশ সময় দিনের এই প্রহরে ই সবচাইতে বেশি কাছে পেতাম ওকে ,কিন্তু এখন তো ওখানে রাত !!!!!

নাহ মাথা কিছুতেই কাজ করছে না, পাশ কাটিয়ে না গিয়ে দরুন মুগ্ধতায় সুবাস টা কে আপন করে নিয়ে হাতের কাজে মন দিলাম।
তিন টা ব্লগে বেশকিছু গল্প পূর্ণতার অপেক্ষায় রয়েছে যা আমার হৃদয় এর খোরাক । কয়েকজন নাট্যকার এর সাথে আলোচনা চলছে গল্প পরিমার্জন করে নাট্যরূপ দেয়ার।তবে স্বস্তির কথা এই যে চলচ্চিত্র কাহিনী টা আপাতত কোনোমতে দাড় করানো গেছে।


জি- মেইল এর চিঠি গুলো খোলা হয়নি, ইয়াহু আমাকে লাল ঝান্ডা উড়িয়ে মনে করিয়ে দিচ্ছে ;অনেক গুল প্রিয়মুখের ,প্রিয়কিছু বার্তা জমে আছে সেখানে। হটমেইল কে বিদায় জানিয়ে , লিঙ্কডিনের রক্ত চক্ষু কে ভেংচি কাটলাম ঠিক'ই কিন্তু শখ করে যে ফেসবুক কে আলিঙ্গন করেছি ,সেখান থেকে মুক্তি র পথ হারিয়েছি আমি। মুখবই এর আট জানালায় দুইটা গ্রুপ মেসেজ আর ছয় জন ভিন্ন জগতের শুভাকাঙ্ক্ষীর শুভকামনা' র প্রাপ্তি আমাকে ঘুমের জগতে স্বপ্ন বিলাসে ঠেলে দিচ্ছে সব গুলো জানালাতে একটা মেসেজ ই কপি পেস্ট করলাম।

সপ্তাহের এই একটা ছুটির দিন নিজের মত পাগলামি করার একটা পাগলা ইচ্ছে আমাকে তাড়া করতে'ই, হোম থিয়েটারে মুভি চালু করে দিয়ে বসলাম" ফড়িং ইচ্ছের রাশ টানতে " হাসির ছবি'ই সেরা মনে হল। ফেসবুক এর গোপন সংবাদদাতা টিকটিকি খান টিক টিক করাতে অনিচ্ছা সত্ত্বে ও গ্রুপ মেসেজে ওপেন করতে হল, " এটা আমাদের কাছা কাছি মনন এর তিন জনের সময়ে অসময়ে ভাললাগা গুলোর নিরাপদ আশ্রয়" এই গ্রুপ মেসেজ এ আমরা তিন জন আছি একজন আমি সাথে আমার উপর সারাক্ষন বিরক্ত থাকা আমার লেখার চমৎকার বিশ্লেষক একজন প্রিয়ব্লগার আর অন্যজন ব্লগার বড় আপু ।


এই মুহূর্তে যদিও মিহিসুরে আমার ইচ্ছা আমাকে জানান দিচ্ছে এখানে আসা চলবে নাএকদম তারপর ও বলতে দ্বিধা নেই এরা আমার জীবনের এই এপিসোডে সহ শিল্পীর ভুমিকায় চমৎকার ভাবে সহয়তা করে যাচ্ছেন ।
মেসেজ এলো_
" ফোন রিসিভ করছ না কেন ? "
নাম্বার এর সাথে সেভ করা নাম দেখে বিট মিস হোল-
কয়েকবার এর চেষ্টা তেও কল রিসিভ করার সাহস সঞ্চয় করতে পারলাম না, প্রতিবার আলোর নাচন এর সাথে ভেসে আসা নাম টা আমাকে অতীতের অতল জলে আহ্বান করছিল ।ওর সীমানায় ঘিরে থাকা যে কেউ এভাবে আমার এই প্রতি দিনের রবোটিক জীবনধারা থেকে কিছুক্ষনের জন্য হলেও অসময়ের বৃষ্টিতে ভেজার মত আনন্দিত করে তোলে ।



আর এই আপু তো সবচাইতে কাছের প্রিয়জন ই ছিলেন রুম মেট ছিলেন ওর রোকেয়া হলে'র। এত বছর পর ও ছবি দেখে ঠিক ঠিক চিনে নিয়েছিলাম আমি। তবে আপু 'র আমাকে চেনার কথা নয়, অজান্তে যদি কোনভাবে প্রকাশ হয়ে যায় !!!!! তা ছাড়া অযৌক্তিক এক অভিমান আমাকে পেয়ে বসল_
এত দিন পরে কেন !!!!!!!


চোখ বন্ধ করে মুখ বই ফেলে মনবহি তে চলে গেলাম যেখানে লগ ইন করতে লাগে না কোন মেইল ঠিকানা বা গোপন সংখ্যা; যেখানে ছবিগুলো সবসময়ই অনলি মি করা থাকে আর বন্ধুর তালিকায় আছে শুধু একটা'ই আই ডি।
মনের এ্যালবামে কভার পিকে বাঁধ ভাঙা হাসির জোয়ারে রুমমেট আপুর হাত ধরে উড়তে থাকা দুইজনের মুখ ভেসে উঠল।
সত্যি এতটা উচ্ছল প্রাণবন্ত আফুরন্ত প্রাণশক্তি নিয়ে চলা পজিটিভ কাউকে ভালবাসতে পেরে আমি পূর্ণ!!!!!!



ছবি তুলতে যেয়ে ক্যামেরার চোখে সেতু'কে দেখেছি প্রথম। এইচ এস সি তে জাতীয় মেধা তালিকায় থাকা ছাত্র ছাত্রী দের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল সেটা।ওর সার্টিফিকেট গ্রহন এর ছবি সহ একদিন কোচিং এ দেখা ও করে এলাম; বিশাল ফ্রেমে বাধানো ছবি বিস্ময়ে বোবা হয়ে দেখতে যেয়ে আনমনে ছুঁয়েছিল আমার হাত আর সেই সুবাসে'র সেই ছোয়ার-
"একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী "তে ই কেটে যাচ্ছিল আমার উন্মাতাল দিন গুলো।

প্রতিটা পদক্ষেপ জেনে নিতে খুব বেশী সময় লাগেনি।পরিবারের ইচ্ছা কে বিসর্জন দিয়ে সবার অমতে সুধু মাত্র ওকে কাছে পাব ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এ চলে এলাম। কমার্স ফ্যাকাল্টি হয়ে উঠলো আমার নিজস্ব প্রাঙ্গণ ।
দূরে, নিরাপদ দূরত্ব থেকে ভালোবাসে গেলাম একটু ও ফুসরত মিলল না অন্য কিছু ভাবনার বা তাকে জানানোর।অন্যদিকে আমার মত সাধারণ এক মুখচোরা বিভিন্ন সাপ্তাহিক এ গল্প লেখা,বার দুই দেখা হওয়া একজন কে স্মৃতি ঘেটে চিনে নেবার সামান্য সময় ও যে সেতু দের কাছে থাকতে নেই_

কে ই বা না জানে সে কথা!!!!!!




মন্তব্য ১২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

না পারভীন বলেছেন: প্রথম হতে চাই

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: এন্ড দা এ্যাওয়ার্ড গোউস টু ......।।
নাপা মনি !:#P !:#P !:#P !:#P !:#P

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: ট্যাগ/কি-ওয়ার্ডটি না থাকলে তো প্রায় ধরেই নিয়েছিলাম গল্পটিতে হয়তো বাস্তবতার ছোঁয়া রয়েছে।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: যাক অল্পের জন্য বেচে গেলাম ...।
আসলে বাস্তব দেখে সাথে কল্পনার মিশেল ই গল্প ।


অনেক অনেক ধন্যবাদ ।কুনো র জন্য শুভকামনা :)

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

মহিদুল বেস্ট বলেছেন: ভাল ই লেগেছে!

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগতম মহিদুল ভাই ...

কৃতজ্ঞতা জানবেন , আজাইরা লেখা পড়ার জন্য ।
শুভকামনা :)

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ফেইসবুক হতে মাইন্ডবুক উত্তম... ;)

‘প্রথম আষাঢ়ে গল্পটির’ জন্য অভিনন্দন...

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

মনিরা সুলতানা বলেছেন: মইনুল ভাই কেম্নে উত্তম হইল ?
মাইন্ড বুকে তো আর ছেলে- ব্রেটি হওয়া যায় না :(

বিনীত ধন্যবাদ ভাই ...
শুভকামনা :)

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭

িটউব লাইট বলেছেন: মাথার উপ্রেদিয়া গেল।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগতম িটউব লাইট

কার মাথার উপ্রে দিয়া গেলে , সেইটা আবার আমার মাথার উপ্রে দিয়া গেল #:-S
সময় ব্যায় করে কষ্ট করে লেখা পড়ার জন্য কৃতজ্ঞতা :)

৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: কেমন জানি !

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক কথা গেলাম যে বলে, কিছু না বোঝানোর ছলে
আমার ভাষা বোঝার আশা দিতে হবে জলাঞ্জলি :||

কষ্ট করে পড়ার জন্য বিনীত ধন্যবাদ ,শুভ কামনা আপনার জন্য :)

৭| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

না পারভীন বলেছেন: যাক এলেন শেষ পর্যন্ত! !গল্প লিখে উধাও পুরা .সদা বিরক্ত ব্লগার এর মত বল্লাম কিন্তু
গল্প লেখার জগতে স্বাগতম . শুভকামনা নিরন্তর .

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭

মনিরা সুলতানা বলেছেন: দৌড়ের উপ্রে জীবন ...।।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে , বিনীত ধন্যবাদ জানবেন

একগুচ্ছ শুভেচ্ছা রইল ......... :)

৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



:( :( :( মন খারাপ পোস্টের জন্য নয়।

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক দোয়া করে দিলাম ...
মন ভিজে যাক সুখের পূর্ণতায় ভাই ......।।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


বড় বোনের দোয়ায় ইনশাল্লাহ জীবনকে নতুন ভাবে গুছিয়ে নেয়া যাবে।

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২০

মনিরা সুলতানা বলেছেন: :)

১০| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৬

কয়েস সামী বলেছেন: ভাল ই লেগেছে!

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কয়েস সামী...।

কেউ কেউ যে পড়ছে ,আমি খুশী ...।
শুভকামনা ...

১১| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৪

মামুন রশিদ বলেছেন: মোটেই আষাঢ়ে নয়!


পৃথিবী এখন কার্তিকের জ্যোস্নায় প্লাবিত ।

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪

মনিরা সুলতানা বলেছেন: হুম শারদ শশী বর্ণনা তো কবি দের জন্য ...
তাই আমি কার্তিকের জ্যোস্নায় প্লাবনে আষাঢ়ে গল্প ই লিখে ফেললাম .........
কেমন আছেন ভাই ?

শুভ কামনা :)

১২| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার বাস্তবিক অনুভূতি সম্পন্ন গল্প!! বেশ ভালো লাগল।

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

মনিরা সুলতানা বলেছেন: বাস্তবতা কিছু টা না হলে অপারবাস্তব হয়ে যেত ...
আমি আবার অপারবাস্তব যে কোন কিছু কে ভয় পাই ।

অনেক অনেক ধন্যবাদ কা_ভা , অনেক দিন আপনার লেখা পড়ি না ,ঢু দিতে হবে আপনার ব্লগে ।

শুভকামনা :)

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

বাংলাদেশী দালাল বলেছেন: আরে দিদি দেখি গল্পও লিখে ফেলছে!!! কিছুটা অবাক হয়েছি। গল্প ভালো হয়েছে বুঝের ইশারা অবুঝের বুলডোজারের মতো ;)


অঃটঃ ঈদ কেমন কাটালেন? কোথায় কাটালেন?

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: বলেছেন: হাহাহাহা.........।
এটাই মজা ,আমি আবার বুলডোজার বালা পাই ;)

আসলে অনেক দিন না লিখে আমিও ক্লান্ত ,তাই ছাই পাশ যা ভেবেছি লিখে ফেললাম।

আলহামদুলিল্লাহ্‌ ঈদ এ চমৎকার সময় গেল । গ্রামে ছিলাম ।
আপনারা কেমন আছেন ? শুভকামনা জানবেন :)

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

শায়মা বলেছেন: একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি
তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী!:)

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

মনিরা সুলতানা বলেছেন: হুম সাথে কিছু পলাশের নেশা .........।।

কেমন আছ আপু ?

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: ট্যাগলাইনে ভালোলাগা!

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: আহাআআ
আগে জানলে আরো কিছু লেখা যেত ট্যাগলাইনে
শুভকামনা অভি :)

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:২২

খেয়া ঘাট বলেছেন: খুব চমৎকার একটা লিখা, দারুন সুন্দর শব্দের ব্যবহার।
কী একটা যেন মিল খুঁজে পাচ্ছি, কিন্তু ব্যাপারটা ঠিক ধরতে পারছিনা।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, ব্লগের ভিতরে, বাইড়ে, জীবিত মৃত, ব্লগার, ফেসবুকার কার সাথে কোন সম্পর্ক নাই, যদি সামান্য তম মিল ও কেউ খুজে পেয়ে থাকেন, তা নিজস্ব কল্পনা হিসেবে বিবেচিত হইবে । :P :P :


আচ্ছা মিল গুলো খুজে পেলে কমেন্ট করে জেয়। চমৎকার কমেন্ট এর জন্য । http://www.youtube.com/watch?v=TZLFLO3JFMw

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

প‌্যাপিলন বলেছেন: গল্পের প্লটটা সেরকম, আর তাতে গল্পের যে গাথুনি সেটা ঐরকম :) ...আগেই মন্তব্য করেছিলাম যে আপনার লেখার হাত চমতকার। এভাবে চিপে চিপে একটু একটু প্রতিভার বিচ্ছুরণ ঘটানোর মানে কি :|

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আমি অনুপ্রানিত ......


শুভকামনা আপনার ও আপনার পরিবারের জন্য :)

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: সুন্দর গল্প পড়তে চমৎকার লাগছিল । আপনার লেখার হাত অসম্ভব ভালো। শান্ত নম্র ভদ্র ব্লগার মনিরা সুলতানার লেখা পড়তে আসলেই ভালো লাগে।

শুভ কামনা সবসময়ের জন্যে ।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: আপনার কমেন্ট গুল সবসময় ভীষণ অনুপ্রাণিত করে আমাকে
একটু বেশী বলে মাঝে মাঝেই লজ্জায় ফেলে দেন , তবে এই লজ্জা আনন্দের .........।।

অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা আপনার জন্য :)

১৯| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর লেখা।

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

মনিরা সুলতানা বলেছেন: হাসান মাহবুব ভাই বিরাট খুশী হলাম আপনার মন্তব্য পেয়ে
কৃতজ্ঞতা রইল .........

শুভকামনা :)

২০| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:০১

না পারভীন বলেছেন: একটি আষাঢ়ে গল্প লিখতে দারুন অনুপ্রাণিত হলাম.তোমার গল্প পড়ে .যা হবে সম্পূর্ণ কাল্পনিক , B-)) ;)

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

মনিরা সুলতানা বলেছেন: আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে ;) :P :-P :-P :-P :-P

২১| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

রাফসান আরিফ বলেছেন: আপনার লেখা প্রথম পড়লাম। চমৎকার বাক্যচয়ন, অসাধারণ ভাষার গাঁথুনি। মনেই হচ্ছিল না কোনও ব্লগার এর লেখা পড়ছি, মনে হচ্ছিল কোনও প্রথিতযশা সাহিত্যিকের এর রচনা পড়ছি। অনেক ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

মনিরা সুলতানা বলেছেন: মন ভাল করা কমেন্ট ...
কৃতজ্ঞতা রইল ......

আমার লেখায় স্বাগতম রাফসান আরিফ
শুভকামনা আপনার জন্য :)

২২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মনিরাপু কেমন আছেন ?

পোস্ট অনেক সুন্দর হয়েছে :) +++

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

মনিরা সুলতানা বলেছেন: বিথি মনি অনেক অনেক ধন্যবাদ ......
মি আনন্দিত ++ পেয়ে ...

আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি । গল্প কে সুন্দর বলায় আর একটু বেশী ভাল থাকলাম ...

শুভকামনা আপুনি :)

২৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

অন্যদিকে আমার মত সাধারণ এক মুখচোরা, বিভিন্ন সাপ্তাহিকে গল্প লেখা একজনকে স্মৃতি ঘেঁটে চিনে নেবার সামান্য সময়ও যে সেতুদের কাছে থাকতে নেই।
কেই বা না জানে সে কথা।


শেষটা খুব বেদনাময়।

আপনার বাক্যগঠন খুব পরিণত ও মনোমুগ্ধকর। কিন্তু কি-বোর্ড বিড়ম্বনায় জর্জরিত তা আপনার লেখায় ফুটে উঠেছে ;) শীঘ্রই কাটিয়ে উঠবেন আশা রাখি ;)


শুভ কামনা।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আমার ব্লগে স্বাগতম সোনাবীজ ভাইয়া ...।।

অনেক অনেক ধন্যবাদ চমৎকার বুঝ এর ইশারা অবুঝের বুলডোজার মন্তব্যে র জন্য ;)

তবে কি-বোর্ড বিড়ম্বনা খুব শীঘ্রই কাটাতে পারবো বলে মনে হয় না অলসতার জন্য :( আপনার পোস্ট এ দুই দিন ঘুরে ও কোন মন্তব্য করার সাহস করিনি ।

শুভ কামনার জন্য ধন্যবাদ ।

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮

বোকামন বলেছেন:
অনেকদিন পর পোস্ট দিলেন ...

গল্পের বাক্যচলন মুক্তগদ্যে রূপ নিয়েছিলো । বেশ ভালো লাগলো ।

আমাদের চারিপাশটাই এক আষাঢ়ে গল্প হয়ে উঠছে ।
আর আমরা তার কাল্পনিক চরিত্র ...


ভালো থাকুন শ্রদ্ধেয় বোন
শুভকামনা ।।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য সব সময় ই একটা দারুন প্রাপ্তি ...

আপনার জন্য ও অনেক শুভকামনা :)

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

শোভন শামস বলেছেন: অনেকদিন আপনার লিখা দেখছি না। মন্তব্য করছেন না অনেকদিন

ভাল থাকবেন

ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে লগ ইন যন্ত্রণা , আমাকে অনেক খানি ব্লগ বিমুখ করে ফেলেছে ...।

আপনার বেশি কিছু পোস্ট পড়েছি কিন্তু কমেন্ট করা হয়নি ।
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ দারুন সব ভ্রমণ কাহিনীর জন্য ।

২৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

মশিকুর বলেছেন:
বাংলায় অনুবাদ করে করেও যেন মনেহয় পুরটা না হয় অন্যদিন বুঝি। অনেক গুলো লাইনই সুন্দর কথা বলছে। সামনের আষাঢ় মাসের আগেই আরও অনেক আষাঢ়ে গল্পের প্রত্যাশায় রইলাম।

+

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১২

মনিরা সুলতানা বলেছেন: এত চমৎকার মন্তব্য ...
আমার পাওয়া অনেক অনেক মন ছুয়ে যাওয়া গুলি র মাঝে অন্যতম ............

আমার লেখায় স্বাগতম :)

২৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৪

নাছির84 বলেছেন: কোনটা সত্য,
ট্যাগলাইন না গল্প ?
দিবা-রাত্রি নিয়ত অভিমানীর
খোন্দলে বাসা বাঁধা
এইসব স্বপ্ন
স্ফটিক শব্দের ঠাস বুনটে জীবন্ত !
তাই দ্বিধা করি, সীমানার কাঁটাতার ছিঁড়ি
মনরে শুধাই-চেনার উপায় কি ?

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯

মনিরা সুলতানা বলেছেন: তোমার কাছে যা মনে হয় ;)

কেমন আছ তুমি ?

২৮| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

নাছির84 বলেছেন: ভাল।

১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মনিরা সুলতানা বলেছেন: :) এত্ত গুলি শুভকামনা

২৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
গল্পটি পড়ে ধরে নিয়েছিলাম তোমার গল্প। কিন্তু পরে ট্যাগ/কি-ওয়ার্ডটি দেখে বুঝলাম না এটা তোমার না আপু :)

ভাল লাগল +++++

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৮

মনিরা সুলতানা বলেছেন: ধরে নিতেই পারো ভাইয়া ...
কিন্তু সেটা তোমার একন্ত নিজের মত বলে গণ্য হবে ;)

তাছাড়া এখানে র কেউ একজন তো আমি ছিলাম ই না হয় কিভাবে গল্প লিখলাম ......।।

ভাল লেগেছে যেনে খুশী ,আবার লেখার অনুপ্রেরণা নিলাম
অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন .........
শুভকামনা তোমার জন্য ভাইয়া :)

৩০| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: কমেন্টের রিপ্লাই দেইখাতো আবার চিন্তায় ফেলে দিলেন আপু :)

গল্পতো জীবনেরি অংশ। আপনার না হোক অন্য কার জীবনের হয়ত ;) :P

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

মনিরা সুলতানা বলেছেন: গল্পতো জীবনেরি অংশ। আপনার না হোক অন্য কার জীবনের হয়ত ;) :P

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

আরমিন বলেছেন: গল্পটা খুব সুন্দরভাবে শুরু হয়ে খুব সুন্দরভাবেই চলছিলো, কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে গেলো মনে হচ্ছে !
যাই হোক, লেখার ধরনটা চমৎকার!

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপুনি ...
আসলে এর পরে ও যেন এই বিষয়ে লিখতে পারি তাই।অল্প কথায় শেষ করেছি । পোস্ট করার আগেই নার্গিস আমাকে এই কথা গুল বলেছিল, কিন্তু লেখার ধৈর্য এক্কেবারেই ছিল না । :P


মন্তব্য র জন্য ধন্যবাদ :)

৩২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯

পুরানো আমি বলেছেন: সুপার পোস্ট মনিরা আপা !! শুভেচ্ছা জানিয়ে গেলাম _________

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

মনিরা সুলতানা বলেছেন: সুপার ধন্যবাদ ভাইয়া ...।
আপনার জন্য ও রইল শুভকামনা :)

৩৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লিখেছেন। বাস্তবতার ছোঁয়া পেলাম যেন। লেখার ঢংটাও ব্যতিক্রমী মনে হলো আর মামুন রশিদ ভাই তো কার্তিকের জ্যোৎস্নার ঘোষনা দিয়েছেন।+

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

মনিরা সুলতানা বলেছেন: কমেন্ট মন ছুয়ে গেল ...।
পাঠক এর ভালো লাগা লেখক এর আনন্দ ।


শুভকামনা :)

৩৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

এস এম কায়েস বলেছেন: ভাল লাগল।

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম এস এম কায়েস
ভাল লেগেছে জানতে পেরে আনন্দিত

আপনার জীবন আনন্দময় হোক :)

৩৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

সাদা আকাশ বলেছেন: যতটা ঢেকে রেখে মানুষ নিজেকে দেখার চেষ্টা করে তার পুরোটাই এখানে বর্তমান। লুকিয়ে নিজেকে খুঁজে ফিরি সবাই কিন্তু বহি:প্রকাশ সবার দ্বারা হয় না।

কিছু কিছু জায়গায় বাস্তব অভিমান কাজ করেছে বলে মনে হয়েছে। ট্যাগ যাই থাকুক তার আড়ালের কথাগুলিই বেশী গুরুত্বপূর্ণ।

শুভকামনা আপনার জন্যে.....

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: নিজের অভিজ্ঞতা ,কাছের মানুষের গল্প আর কল্পনা ।
সব মিলিয়েই গল্পকথা রচিত ।।


আমার লেখায় স্বাগতম :)

৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দূরে কোথাও থেকে তেজপাতা ঘ্রান মেশানো বাতাস আছড়ে পরছে আমার নাকে । একটু না বেশ খানিক টা অবাক হয়ে জোরে বুক ভরে নিঃশ্বাস নিলাম আবার ...।।
আশ্চর্য সত্যি ই তাজা সবুজ তেজপাতার সুবাস ।

আশ্চর্য যে আপনি তেজপাতার ঘ্রান কে এত মোহিত করেছেন দুনিয়াতে এত সুভাসিত ফুল থাকতে সব কবি সাহিত্যকরাত হাসনা হেনা, জুই, চ্যামিলী আরো কত কিছুর উপমা উপস্থাপন করে। আপনার এই ব্যতিক্রম আমার ভাল লাগল।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

মনিরা সুলতানা বলেছেন: একটু লক্ষ করে দেখুন ,এই তেজ পাতার সাথে কিন্তু শৈশব এর প্রিয়বন্ধুর স্মৃতি আছে , হয়ত সেই জন্যই ব্যাতিক্রম :)

আমার দেবর কে বিয়ে করিয়ে আমার জা কে যখন আমার বাসায় নিয়ে আসি। কল্যাণপুরে বেশ ছোট্ট একটা বাসায় ওদের বাসর সাজিয়ে ছিলাম আমি ।গেস্ট রুম পাশে লাগানো ছায়াঘেরা ব্যালকনি ঘিরে ছিল পুরনো একটা তুতুল গাছ ।

সেই বাসা কবে ছেড়ে এসছি ,ওরা নিজেরাও এখন অনেক বড় সুন্দর বাসায় থাকে ,কিন্তু সবকিছু ছাপিয়ে ওই ব্যাল্কনি তেতুল গাছ এর জন্য আক্ষেপ রয়েই গেছে আমার জা এর । ওর কাছে সেই সুবাস স্মৃতি জাগানিয়া ।

আপনার ভাললাগা আমাকে অনুপ্রাণিত করেছে ।
শুভকামনা আপনার জন্য :)

৩৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
জী মেইল এর চিঠি গুলো খোলা হয়নি ,ইয়াহু আমাকে লাল ঝান্ডা উড়িয়ে মনে করিয়ে দিচ্ছে ,অনেক গুল প্রিয়মুখের ,প্রিয়কিছু বার্তা জমে আছে সেখানে । হটমেইল কে বিদায় জানিয়ে , লিঙ্কডিনের রক্ত চক্ষু কে ভেংচি কাটলাম । কিন্তু শখ করে যে ফেসবুক কে আলিঙ্গন করলাম ,সেখান থেকে মুক্তি র পথ হারিয়েছি আমি ।

গল্প অনেক সুন্দর হয়েছে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ...
শুভ কামনা রইল আপনার সুন্দর লেখার অপেক্ষায় থাকলাম

৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

সুরঞ্জনা বলেছেন: তাজা সবুজ তেজপাতার সুঘ্রানে গল্পটা ভালোই জমেছে!

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি ।।

আমার লেখায় স্বাগতম ,ব্লগারদের কাছে আপনার নাম শুনেছি আপনার লেখা পড়ে মুগ্ধ হয়েছি ...

শুভকামনা :)

৩৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

রবিউল করিম বাবু বলেছেন: বাহ! অনেক সুন্দর লেখাতো। খুব ভালো লাগলো পড়ে

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগতম রবিউল করিম বাবু

আপনার ভাল লেগছে জেনে খুশি হলাম
প্রশংসার জন্য ধন্যবাদ
শুভ কামনা আপনার জন্য :)

৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

না পারভীন বলেছেন: মেসেজ আসলো.....................।।
" ফোন রিসিভ করছ না কেন ? "



শেষে কি হবে ফোন কি রিসিভ করবে নাকি কলব্যাক করবে ?

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

মনিরা সুলতানা বলেছেন: কিছু কথা মুখে বলতে হয় না ,বুঝে নিতে হয় ...

যার যেভাবে ইচ্ছা পাঠক ভেবে নিতে পারেন ... :)

৪১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

শায়মা বলেছেন: লেখাটা পড়ে একটা গান মনে পড়ে গেলো আপুনি

নাই চিনিলে আমায় তুমি
রইবো আধেক চেনা .......

http://www.youtube.com/watch?v=FBLdECMIxW8

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

মনিরা সুলতানা বলেছেন: দারুন গানের জন্য অনেক অনেক ধন্যবাদ শায়মা মনি :)

৪২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: লেখা ভাল লাগল

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম পরিবেশ বন্ধু
অনেক অনেক ধন্যবাদ কমেন্ট এর জন্য ...। :)

৪৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

জুল ভার্ন বলেছেন: খুব ভালো লেগেছে


শুভকামনা।

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

মনিরা সুলতানা বলেছেন: আমার ব্লগিয় জীবন সার্থক আপনাকে আমার লেখায় পেয়ে
পাঠে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া


আনন্দময় হোক আপনার প্রতিমুহূর্ত :)

৪৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

শোভন শামস বলেছেন: ভাল লেগেছে লিখা টা

অনেক দিন আপনার মতামত পাচ্ছি না।

ভাল থাকুন, ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: :) :) :) :)

৪৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

সুস্মিতা শ্যামা বলেছেন: ভাল লাগল। লাগার অনেক যূৌক্তিক কারণ আছে। কয়েকটা বলি। প্রথমত, শুরুটাই নজরকাড়া। দ্বিতীয়ত, প্লটটা ইউসিনভার্সাল। তৃতীয়ত, ভাষা ঝরঝরে। আরো অনেক 'n' সংখ্যক '-য়ত' আছে। অত কথায় কাজ কী? ভাল লাগার জিনিস ভাল লাগবেই। :) ভাল থাকেন।

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: আমার ভুবনে স্বাগতম শ্যামা ...

আপনার চমৎকার মন্তব্য ,অনুপ্রাণিত হলাম ।
শুভকামনা :)

৪৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

ইখতামিন বলেছেন:
আষাঢ়ে গল্প অনেক সুন্দর লাগলো...

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ইখতামিন ...

শুভ কামনা :)

৪৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

নাছির84 বলেছেন: বার বার ঢুঁ মেরে খালি হাতে প্রস্থান করতে কার ভাল লাগে ?
নতুন লেখা চাই..।

৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

মনিরা সুলতানা বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬

নিশাত তাসনিম বলেছেন: আপনার লেখার হাত খুব ভালো। শুভ কামনা থাকলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনার জন্য কৃতজ্ঞতা নিশাত তাসনিম

শখের বশে লেখালিখি আপনাদের এই ধরনের মন্তব্য মন ভাল করে দেয় ।শুভ কামনা জানবেন :)

৪৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

দুঃখী__ বন্ধু বলেছেন: আপনি অনেকদিন নতুন লেখা লিখছেন না , প্রায় ই এসে দেখে যাই নতুন কিছু লিখলেন কিনা ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

মনিরা সুলতানা বলেছেন: :) :) :) :)

৫০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক ভালো লাগলো। বানানো মনে হয় না, মনে হয় সত্যিকারের।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তনিমা ...

বাস্তবতার সাথে কল্পনার মিশেল ই গল্প ।।
শুভ কামনা ,অনেক অনেক ভাল থাকুন :)

৫১| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬

জাহাঙ্গীর.আলম বলেছেন: লেখাটি পড়ে কখনো মনে হল রোজনামচা কখনো স্মৃতিচারণ ৷


আষাঢ়ে আর যাই বলুন জীবনের গল্প পড়তে সবারই মনে হয় এ তো আমার বা আমাদের কথা ৷ ব্যস্ত জীবন ও যাপনের বহমানেও কখনো লিখতে পারেন আপনার অনুভূতিগুলো ৷ একটু সময় হবে না ? ভাল থাকবেন ৷

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭

মনিরা সুলতানা বলেছেন: লেখাটা আসলেই কাল্পনিক ।।
জীবনের বাস্তবতা মুখ মুখি হয়ে স্মৃতিচারণ ৷

অনেকদিন হয় লেখা লিখির মানে খুজে পাচ্ছিলাম না ,আজকাল ব্লগে ঢুঁ দিলে তৃষ্ণার্ত হই ।।
অনুপ্রাণিত হলাম হুট করেই লিখে ফেলব কিছু
আশা করছি পরবর্তী দিনগুলো তে সাথে আছেন
ধন্যবাদ শুভকামনা :)

৫২| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩৯

না পারভীন বলেছেন: নতুন লেখাটা কবে পাবলিশ করবে ? কতদূর লিখলে ?

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:২০

মনিরা সুলতানা বলেছেন: আজকাল , ফরমায়েশি লেখালিখি করা ছেড়ে দিয়েছি ;) :P :P :P

৫৩| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:১১

না পারভীন বলেছেন: ফরমায়েশি না গো আপা, লেখক লিখবে লেখকের স্বাধীনতায়। আমরা সাধারন পাঠক ব্যকুলতা প্রকাশ করি আর কি।

০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: ডাঃ আপাড় জন্য ভালোবাসা :)

৫৪| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:১১

নাজনীন১ বলেছেন: অল্প কিছু সময়ের অনুভূতির বেশ চমৎকার প্রকাশ! ভালো লাগা রেখে গেলাম। :)

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

মনিরা সুলতানা বলেছেন: বলেছেন: শুভাচ্ছা নাজনীন১ ।।
অনেক অনেক ধন্যবাদ :)

৫৫| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:১২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ব্যস্ততা নিয়ে ভাল আছেন নিশ্চয়ই ৷


পড়ুয়ার ব্লগে আসলাম পড়তে কিন্তু নতুন লেখা পেলাম না ৷ শুধু পড়বেন খানিকটা লিখুন না ৷ আর আমরা তা নিয়ে খানিকক্ষণ লম্ফঝম্ফ করি ৷ প্রত্যাশায় রইলাম ৷

দিদিমণির মঙ্গল হোক ৷

১১ ই জুন, ২০১৪ রাত ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা জানবেন আলজাহাঙ্গীর...।

আপনাদের আকুলতা আমাকে স্পর্শ করে ।।
ঠিক ঠীক একদিন লিখে ফেলব ছাইপাঁশ ।। যথেষ্ট কিবোর্ড বিড়ম্বনা সহ

৫৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:০২

দুঃখী__ বন্ধু বলেছেন: Click This Link আপু তোমার লেখাটি দিয়ে গল্পটি কেমন হল, জানিও

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: সময় দৌড়ায় ,সাথে আমিও দৌড়াই ।।
গল্প দেখছি কিন্তু মন্তব্য করার মত করে পড়ি নাই /:)

৫৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: "দূরে নিরাপদ দূরত্ব থেকে , ভালোবাসে গেলাম একটু ও ফুসরত মিলল না । অন্যদিকে আমার মত সাধারণ এক মুখচোরা ,বিভিন্ন সাপ্তাহিক এ গল্প লেখা একজন কে স্মৃতি ঘেটে চিনে নেবার সামান্য সময় ও যে সেতু দের কাছে থাকতে নেই।"

হতে পারে কাল্পনিক কিন্তু শেষ দু'লাইনের বেদনা ছুঁয়ে গেল বাস্তবিকভাবেই।

সেতুদের চিনে নেবার সময় না হলেও কেউ কেউ তাদের জীবনের মূল্যবান সময় থেকে একটা অংশ সযত্নে বুক পকেটে লুকিয়ে রাখে শুধুই অাপনার জন্য।

গল্পে ভালো লাগা জানবেন।
+++

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: হুম ভাল বলেছেন
"সেতুদের চিনে নেবার সময় না হলেও কেউ কেউ তাদের জীবনের মূল্যবান সময় থেকে একটা অংশ সযত্নে বুক পকেটে লুকিয়ে রাখে শুধুই অাপনার জন্য "
এই কথা যতখানি সত্যি ঠিক তেমনি আরো কিছু কঠিন বাস্তব হয়ত রয়ে যায় সেতুদের জীবনে । এই গল্পে সেতুকে কিন্তু আমি কাঠগড়ায় দার করানর অবকাশ নেই , কারন যাকে নিয়ে এই কথকতা সে কিন্তু সেতুকে তার অবস্থান ব্যাখ্যা করেনি ।

যাই হোক ভাল থাকুন সব সময় ...।
শুভ কামনা :)

৫৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: একসময়ের জনপ্রিয় একটি গানঃ
কথা কিছু কিছু বুঝে নিতে হয় সেতো মুখে বলা যায় না।

আমি মনে হয় বোঝাতে পেরেছি যেটা বোঝাতে চেয়েছি।
ভালো থাকবেন।

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

মনিরা সুলতানা বলেছেন: :) :) :) তাহলে আবার ও বলি
সবাই এত বেশি ভাগ্যবান হয় না ।

৫৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

আল্প আর্সলান বলেছেন: চমৎকার ;)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
ভাল থাকবেন

শুভ কামনা :)

৬০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১

আমি তুমি আমরা বলেছেন: ভালই লাগল অনুভূতির বিবরণ :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪১

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিনের বিরতির পর এসছি ব্লগে
আপনার মন্তব্য উত্তর দেরীতে দেয়ার জন্য ক্ষমা প্রার্থী

অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা :)

৬১| ২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন: আপা গল্পটা বেশ আয়েশ করে পড়লাম । গল্পের শেষ লাইনের শেষ কথাটা
"দূরে নিরাপদ দূরত্ব থেকে , ভালোবাসে গেলাম একটু ও ফুসরত মিলল না । অন্যদিকে আমার মত সাধারণ এক মুখচোরা ,বিভিন্ন সাপ্তাহিক এ গল্প লেখা একজন কে স্মৃতি ঘেটে চিনে নেবার সামান্য সময় ও যে সেতু দের কাছে থাকতে নেই।
কে ই বা না জানে সে কথা ।" অামরা কিন্তু জেনেই গেলাম !!!! ভাল থাকুন শুভ কামনা থাকল ।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা
জানার জন্যই তো লেখা ভাইয়া ,আয়েশ করে পড়ছেন শুনে ভালো লেগেছে ।
অনেক ভালো থাকুন, শুভ কামনা :)

৬২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

খায়রুল আহসান বলেছেন: সেই এত্তদিন আগেও আপনি এত চমৎকার লিখতেন? লেখাটা পড়ে অভিভূত হ'লাম।
সাদা আকাশ এর মন্তব্যটা (৩৫ নং) বেশ ভাল লেগেছে।
আপনার অনেকগুলো প্রতিমন্তব্য ভাল লেগেছে। তার মধ্যে ৩৬ নম্বরটা বেস্ট।
গল্পে ভাল লাগা + +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

মনিরা সুলতানা বলেছেন: আপনি তো দেখছি সর্বভুক পাঠক !!!
খুঁজে খুঁজে এত আগের লেখায় এলেন !!!
আমি মুগ্ধ ভাইয়া।

মন্তব্যে ভালোলাগা প্রকাশ এবং +++++ এর জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.