নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
পূর্ণতা
চলোনা
দুজন মিলে উড়াই কিছু সুখের ফানুস!
চলোনা এক টুকরো পূর্ণিমার বাদলে করি স্নান;
দুজন দুজনার অতিলান্তিক ছুঁয়ে ফল্গুধারার সন্ধানে যাই।
জানো !!!!!
ভালোবাসা যদি ভালোবেসে জ্বলে
ধ্রুব তারায় রয়ে যায় সেই নাম ।
এই চলোনা_
নিরাভরণ সখ্যতার কাব্য লিখি দুজনে;
সুখের বেদনা র নোনা স্বাদ নেই।
অরণ্যের নীরবতা ভেঙ্গে ফেলে
ছড়িয়ে দেই মহুয়া গন্ধী কিছু অব্যক্ত সুখ
শীর্ষ অনুভূতি র আনন্দে মাতাল আমরা
আলিঙ্গনে বয়ে নেই শূন্যতার বোঝ।
এস!
কিছুক্ষন জুঁই সাদা বৃষ্টির স্নিগ্ধতা আকণ্ঠ পান করি
সুখের সোনালি গরলে বয়ে যাওয়া নদীতে খেয়া বাই;
আজন্ম কুড়ে খাওয়া দুঃখ গুলো যাক মহা প্রস্থানে ।
জারুলের উজ্জ্বলতা চাপার মাদকতায় আমরা শুদ্ধ হব-
যাবে আমার সাথে শিমুল তুলার মত সুখ বিলাতে !!!!!
সুখি মানুষের সুখ জামা গায়ে।
ভোরের কুয়াশার মত সুখ ছুঁয়ে যাক ধরণীতে!!!!
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
মনিরা সুলতানা বলেছেন: আমার প্রকাশিত প্রথম কবিতায় স্বাগতম মামুন ভাই
দুষ্ট মিষ্টি জী তা তো বটেই ... বয়স হয়েছে না
২| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মিষ্টি মাখানীয় কবিতা । ++
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কলমের কালি...
আমার লেখায় স্বাগতম
৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। ১ম প্লাস।
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা হামা ভাই
৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২০
লেখোয়াড় বলেছেন:
হাসান মাহবুব ৩ নং এ এস বলেন ১ম প্লাস।
আমিও কইলাম ১ম প্লাস।
তবে লেখাটি কিন্তু ভাল হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেখোয়ার ভাই ,আমার লেখা কে ভাল বলার জন্য । মন মে লাড্ডু ফুটা ...
আজকে সব প্লাস ই প্রথম প্লাস হবে পরে আমি যোগ করে জানাবো কয়টা প্লাস যোগার করলাম ।
শুভ কামনা আপনার জন্য
৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২১
লেখোয়াড় বলেছেন:
না না, আমারটা ২য় প্লাস।
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
মনিরা সুলতানা বলেছেন: না না আপনার টা ও প্রথম
৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
সকাল হাসান বলেছেন: কবিতাটা তো বেশ! ভাল লাগল! +
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম সকাল হাসান ।।
লেখা ভাল লেগেছে যেন আনন্দিত
প্লাস এর জন্য ধন্যবাদ
৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কতদিন পর !
আপনাকে দেখে খুব ভালো লাগছে আপু ।
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
মনিরা সুলতানা বলেছেন: বহুদিন বছর প্রায় পরে নতুন পোস্ট লিখলাম
আমার নিজের ও লিখতে পেরে ভাল লাগছে ...
আপনাদের আন্তরিকতায় আবার ও মুগ্ধ হলাম
শুভ কামনা
৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩
তুষার কাব্য বলেছেন: বাহ্...মিষ্টি আল্হাদি কবিতা....
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কাব্য ।।
শুভ কামনা
৯| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩
সুমন কর বলেছেন: পড়তে বেশ লাগল, মিষ্টি কবিতা।
৪র্থ ভাল লাগা রইলো।
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুমন কর ...
শুভেচ্ছা
১০| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮
অন্ধবিন্দু বলেছেন:
নিরাভরণ সখ্যতার স্নিগ্ধ-মিষ্টি কাব্য ভালো লেগেছে, মনিরা সুলতানা। আমরা শুদ্ধ হব এমন বাসনা যেনও প্রতিনিয়ত ধরণীর সুখময়তায় ভেসে থাকে। শুভ কামনা।
সত্যিই প্রথম কবিতা ?
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০
মনিরা সুলতানা বলেছেন: পূর্ণ কবিতা হিসেবে প্রথম ...
এর আগে এক প্যারা দুই প্যারা লেখার প্রয়োজনে লিখেছি ।
চমৎকার মন্তব্যে অনেক অনেক ভাল লাগা
আমার লেখায় স্বাগতম
১১| ১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭
সোহেল মাহমুদ বলেছেন: চমৎকার কবিতা++।
ভালবাসা যদি ভালবাসে জ্বলে
ধ্রুব তারায় রয়ে যায় সেই নাম ।
১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম সোহেল মাহমুদ ...
+ এর জন্য কৃতজ্ঞতা
শুভ কামনা
১২| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা........
কবির জন্য শুভেচ্ছা.......
১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০
মনিরা সুলতানা বলেছেন: মইনুল ভাই ব্লগ থেকে অনেকদিন দূরে , আপনাদের লেখা গুলো মিস করেছি ।
প্রশংসার জন্য ধন্যবাদ
শুভেচ্ছা গৃহীত হইলো ...
আপনার জন্য শুভ কামনা
১৩| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো লেখক এবং সামাজিক ব্লগারদের খুব দরকার।
এবার নিয়মিত হোন, আপনের পিলিস লাগে!!
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১
মনিরা সুলতানা বলেছেন: ইনশা আল্লাহ ...
১৪| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
লিখেলেন অবশেষে ৷ কবির পক্তিমালা পাঠে পাঠক মুগ্ধতা নিয়ে গেল ৷
পাঠকের প্রত্যাশাও বেড়ে গেল ৷ শুভেচ্ছা ৷
১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
মনিরা সুলতানা বলেছেন: জাহাঙ্গীর আলম৫২ অনেক অনেক ধন্যবাদ ...
জী অবশেষে লেখা শেষ করতে পারলাম ...
আপনার মুগ্ধ হবার ক্ষমতা দেখে আমিও মুগ্ধ হলাম ।
শুভ কামনা আপনার জন্য
১৫| ১১ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কবিতা!!!
আপু আশাকরি ভালো আছেন।
ভালবাসা যদি ভালবেসে জ্বলে
ধ্রুব তারায় রয়ে যায় সেই নাম ।
১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭
মনিরা সুলতানা বলেছেন: তুমি কেমন আছ ...
কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল
আমি ভাল আছি
তোমার জন্য শুভেচ্ছা
১৬| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪
অদৃশ্য বলেছেন:
বেশ লাগলো...
শুভকামনা...
১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩
মনিরা সুলতানা বলেছেন: খুশী হলাম আপনার ভাল লেগেছে জেনে...
ভাল থাকবেন ,শুভ কামনা আপনার জন্য
১৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার। অনেক ভালো লাগলো। অনেকদিন পর আপনার দেখা পেলাম। যদিও আমি নিজেও নাই নাই এর দলেই। আপনাকে ব্লগে দেখেই ভালো লাগছে
ভোরের কুয়াশার মত সুখ ছুয়ে যাক ধরণীতে ।
আফা, সুখ কি খালি শীতকালে থাকব?? না পৃথিবীতে শীতকাল ছাড়া আর কোন ঋতু থাকব না ?? ঝাতি জানতে চায়
১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
মনিরা সুলতানা বলেছেন:
ঝাতি র উদ্দেশ্যে আমি শুধু বলতে চাই , বর্ষা কালের বৃষ্টির মত ছুয়ে দিতে গেলে আপ্নারা ভিজে জাবেন , কালবৈশাখীর মত ছুতে গেলে না জানি কি কি হয় , আর সূর্যের মত কইতে ই ডরাইতাছি ।
তাই ঝাতি কে আশা ভরসা দিতে এই আমি চলে আসছি
নিজের পারিবারিক কাজ , ব্লগ এ লগ ইন অসুবিধা সব কিছু মিলে অনেক দিন দূরে ছিলাম । আমার নিজের ও অনেক দিন পর সবার অনেক অনেক নতুন লেখা কিছু নতুন লেখক সব পেয়ে অনেক অনেক ভাল লেগেছে ।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য
১৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪
মহামহোপাধ্যায় বলেছেন: শীতের পক্ষে (অ)ব্যর্থ যুক্তি
ব্লগে চারপাশে সব নতুন মুখ দেখে নিজেকেই অচেনা লাগে মাঝে মাঝে। আপনাদের দেখলে তাও ভরসা পাই। আর সামুর হাজারটা বাগ, টেকনিক্যাল এরর তো আছেই মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই
ভালো থাকুন। শুভ কামনা রইল আপনার জন্যেও
১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১০
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ মহামহোপাধ্যায়
এই মহান শীত কালে ও যদি শীতের সাথে এমন করেন তাহলে খুব জলদী আপনার জন্য হে সূর্যের কাছে আমাকে আবেদন জানাতে হবে
" আর মাঝে মাঝে কিছু উত্তাপ দিও সামু র শীতে কাতর মহামহোপাধ্যায় কে "
অনেক অনেক শুভ কামনা
১৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: মঙ্গল- মিষ্টি কবিতা! সহজিয়া ভালো লাগা ছুঁয়ে গেল!
শুভেচ্ছা!
২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ...
২০| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা আপা। স্নিগ্ধতা আছে পুরো কবিতায়... +++
২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
মনিরা সুলতানা বলেছেন:
২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫
দুঃখী__ বন্ধু বলেছেন: আবৃতি করার আগে কবিতাটি পক্রিয়াজাত করার আগে দেখলাম কবিতা অতি অতি অতি রোমান্টিক । তোমাকে ধন্যবাদ সাহসী একটি কবিতা উপহার দেবার জন্য । বেশ কিছু সাহসী শব্দ আছে ।
ভাল থেকো আর আর ও লিখ ।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
মনিরা সুলতানা বলেছেন: আসলেই আছে ...
শুভ কামনা বন্ধু
২২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কাব্য পাঠে ভালো লাগা জানবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা রাজপুত্র
২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৫
মায়াবী রূপকথা বলেছেন: আহলাদী ব্যাপার। সুইট সুইট।
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৯
মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে ইচ্ছে হয় বিড়াল ছানা হতে
২৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১৪
ভ্রমরের ডানা বলেছেন: কি যে রোমান্টিক কবিতা। এমন কবিতা আগে পড়িনি। মনে হচ্ছে কবিতার রাজ্যে চলে যাই
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৬
মনিরা সুলতানা বলেছেন:
২৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:০৯
শতদ্রু একটি নদী... বলেছেন: বানানে ঘাপলার জন্য ফ্লো চইলা যাইতেছিলো। চোখ বুলাইয়েন আবার।
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫
মনিরা সুলতানা বলেছেন: জি...
ঠিক করে দিলাম আশা করছি এবারে ফ্লো থাকবে
২৬| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৬
ব্ল্যাক ফাইটার বলেছেন: চলোনা.......
দুজনে হাতে হাত রাখি, হয়ে যাই ইচ্ছে পাখি
আর ভালবেসেই একটু চোখে চোখ রাখি
যাবে?????
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লিখেছেন তো
অনেক দিন পর কেউ এই কবিতা পড়ে মন্তব্য করল
ধন্যবাদ অনেক অনেক শুভ কামনা
২৭| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
ব্ল্যাক ফাইটার বলেছেন: আপনাকেও শুভ কামনা।
আপনার লিখা জটিল কিন্তু আর্ট বিদ্যমান।।
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৮
মনিরা সুলতানা বলেছেন: মি আনন্দিত
২৮| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭
ব্ল্যাক ফাইটার বলেছেন:
১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২১
মনিরা সুলতানা বলেছেন: ভালো আছেন আপনি ?
শুভ কামনা
২৯| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮
ব্ল্যাক ফাইটার বলেছেন: জি আলহামদুলিল্লহ, ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শুভ কামনা
৩০| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১
ডঃ এম এ আলী বলেছেন: মনে হোল বহুদিন পর একটি শুদ্ধ আধুনিক কবিতার মুখ দেখলাম । 'অনেক জারুলের উজ্জ্বলতা , চাপার মাদকতায় আমরা শুদ্ধ হব ... ।'
চাপাদের ভিরে জারুলের কথা
এখন আর আসেনা কবিতায়
কাঠের মসৃনতায় জারুল আজ
নীজ গুনেই হতেছে বিলীন।
কাঠ শিকারীর নিস্ঠুর আক্রোসে
স্থান আসবাবে আর খাটে ।
একে আবার কবিতায় টেনে
দিয়েছেন নতুন প্রাণের সম্ভার
প্রাপ্যতাটুকু শুধুই যে আপনার।
সুন্দর কবিতা পুর্ণতা'র জন্য
অতি সামান্য এ উপহার ।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার কবি
উপহারের জন্য কৃতজ্ঞতা
শুভ কামনা
৩১| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: ভালবাসা যদি ভালবেসে জ্বলে
ধ্রুব তারায় রয়ে যায় সেই নাম - চমৎকার দুটো চরণ!
সুখ সুখ, মিষ্টি মিষ্টি কবিতায় ১৪তম ভাল লাগা + +
১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আহসান ভাই!
আমার লেখা নিয়ে বেশ কয়েকজন ই অভিযোগ করেছেন,কেন আমার লেখায় শুধু সুখ সুখ, মিষ্টি ওম ওম ভাব থাকে !!! কেনো আমি প্রতিবাদী না !!! আমি কেন কষ্টের কথা , বঞ্চিতদের কথা কবিতায় তুলে আনি না !!! ?
সব কথায় কি উত্তর হয় বলেন !!
সবাই কি সব লিখতে পারেন !
লেখায় সেই সব থাকার পর ও আপনার ভালোলাগার প্রকাশ আমাকে ছুঁয়ে গেলো।ধন্যবাদ সব সময়ের মত অনুপ্রাণিত করে যাবার জন্য
৩২| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৮
মিরোরডডল বলেছেন: অনেক ভালোবাসা
ভালো লেগেছে
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে;
ভালো থাকার শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
মামুন রশিদ বলেছেন: ভালবাসা যদি ভালবেসে জ্বলে
ধ্রুব তারায় রয়ে যায় সেই নাম ।
খুব সুন্দর দুষ্টমিষ্টি রোমান্টিক কবিতা! ভালো লেগেছে ।