নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

সুখময়তা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

ঘাস ফুলের জংলি সুবাস ভাগাভাগি করে নেয়াতে সুখ থাকে । সুখ থাকে তোমার মুগ্ধ চোখে চেয়ে থাকাতে ।

সুখ থাকে তোমাকে সুখি করা 'তে

সুখ থাকে একটা মাছারাঙ্গার রঙধনু রঙে তোমাকে রাঙাতে।

তোমার জন্য মুগ্ধ যত্নে বেড়ে উঠা হৃদয় অতলান্তিকে ভালবাসার যে নির্যাস ,তার সুবাসে লুকিয়ে সুখ থাকে ।

সুখ থাকে সুখ থাকে সুখ থাকে সুখ থাকে সুখ থাকে সুখ থাকে



হৃদয় সম্রাজ্ঞী হয়ে উঠার আনন্দে সুখ থাকে

তোমার অবহেলায় উন্মাদ হয়ে তোমার আমি কে যাতনা দেয়ার মাঝে ও এক নির্মম জ্বালা ধরা সুখ থাকে ।

আমার জন্য তোমার বিবেচনাহীন , বিরক্তিকর চিন্তা তে ও মনের

কোনে এক চিলতে সুখ থাকে ।

আমার চোখের তারার দুষ্টুমিতে বিভ্রান্ত অনুশোচনা রত তোমাকে চুপিচুপি দেখার মাঝে সুখ থাকে ।

সুখ থেকে যায় কপালে ছুয়ে যাওয়া তোমার তারার মাঝে ।

সুখ থাকে সুখ থাকে সুখ থাকে সুখ থাকে সুখ থাকে সুখ থাকে।



একজীবনের কাব্য তুমিময় হয়ে উঠা ,নিজস্বতা বিলীন করে তোমার নিঃশ্বাসে মিশে যাওয়া , কবিতার মত ছন্দময় এক আমি কে ভেঙ্গে চূরে তোমার ছন্দে আঁকা ছবি হয়ে সুখি হবার মাঝে সুখ থাকে ।

স্বপ্নময় সুখগুলি নিশুতি রাতে মোমের আলোতে তোমার মুখ দেখার মাঝে ও থাকে ।

সুখ থাকে সুখ থাকে সুখ থাকে সুখ থাকে সুখ থাকে সুখ থাকে



তোমাকে বনবাসে পাঠিয়ে কষ্ট জমে নীল হয়ে উঠা ঐ আকাশের দামে ,

সকালের ঝরে পরা শিউলির কষ্টে কেঁদে ফেলার সুখের আনন্দ ,

মৌটুসির পাতাবাহারের গাছে বোনা ছোট্ট বাসা নীরবে পর্যবেক্ষণের অনুসন্ধিৎসু মনে

হেমন্তের হলুদ পাতা ঝরা বিকেলের নিঃশব্দে মলিন হবার সুখ ,

নদীর কূলে বসে মাতাল বাতাসে অচেনা কারো জন্য হু হু করে উঠা বিষাদ,

নির্জন দুপুরে একলা ঘুঘু পাখির ডাক বাতাসের সাথে মিশে যাওয়ার সঙ্গীতে ডুবে থাকার সুখ ।

প্রিয় উপন্যাসের প্রিয় নাম গুলি কে ভালোবাসার তাদের জন্য কেঁদে বুক ভাসানোর লজ্জা মেশানো আনন্দ ।

এই সব ছোট্ট ছোট্ট বিসর্জনের বিনিময় আমার কাছে তুমি , কারন সব সৌন্দর্য , আনন্দ , ভালোলাগা ই মিথ্যে হয়ে যায় তোমাকে পাওয়ার সুখের কাছে ।

তাই ...................................................।

সুখ আছে সুখ আছে সুখ আছে সুখ আছে ।।

চিৎকার করে তোমাকে ভালোবাসি বলার মাঝে ও সুখ আছে ।



আমায় প্রশ্ন করো না আমার নিজস্ব অতলান্তিকের ফল্গুধারায় আমি কেন তোমার প্রবেশাধিকার রাখিনী ?

সেখানে যে এক তোমার ই বসবাস নিঃশব্দে তা লুকিয়ে রাখার সুখ আমি পেতে চাই বলে ।

আমায় প্রশ্ন করো না টিয়াপাখি সবুজ মনের গালিচা আমি কেন হৃদয় প্রবেশ পথে বিছিয়ে দেইনী ?

সহজিয়া সুরের এই আমি ,কেন আজানা রাগ ভৈরবীর ঝর্ণাধারা হয়েছিলাম?

শুধু জেনে নিও এতটা সহজ প্রাপ্তি যেন আমাকে তোমার কাছে নিতান্ত সাধারন করে না ফেলে , তাই চেয়েছি আমি ।

আর সব শেষে

আমাকে সুখি করার প্রানান্তকর চেষ্টায় সুখি হয়েছি আমি ।





মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: তুমিময় কথকতা হলেও খুব ভালো লাগলো। সুখ ব্যাপারটা আপেক্ষিক। কিন্তু নিজের মতো করে সুখে থাকতে চাইলে মনে হয় সেটা সম্ভব হয়ে উঠে। চাওয়া পাওয়ার হিসাব না মিলিয়ে সামান্য কিছুতেই সুখি হতে চাইলে সুখ এসে ধরা দেয় অঝর ধারায়। মুক্তগদ্য মনে হল। সুখপাঠ্য একটা লেখা মনিরা। নিরন্তর শুভ কামনা রইলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১

মনিরা সুলতানা বলেছেন: আসলে এটাই সবচাইতে বড় সত্যি
সুখ আপেক্ষিক ...

ভালোবাসা , সম্পর্ক এই ধরনের ব্যাপার গুলোতে চাওয়া পাওয়ার হিসাব না মিলানোই ভাল ...

লেখা ভাল লেগেছে জেনে ভাল লাগলো
শুভ কামনা :)

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

রঙতুলি বলেছেন: আপনার সুখের মন্ত্র জেনে নিলাম

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা :)

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
তবুও সুখী হওয়ার/থাকার এই প্রাণান্তকর চেষ্টা ! অদ্ভুত লাগে। হুম, পাঠে সুখ পেলুম সহজিয়া ... শুভ কামনা, মনিরা সুলতানা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

মনিরা সুলতানা বলেছেন: আসলেই এই সুখে থাকার চেষ্টা ই হয়ত আমাদের কে সুখে রাখে
পাঠে কৃতজ্ঞতা জানবেন ।

শুভ কামনা :)

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯

নিলু বলেছেন: কিন্তু সুখের দিনগুলি যে , দূরে চলে যায় , লিখে যান

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৭

মনিরা সুলতানা বলেছেন: নিলু
লেখায় স্বাগতম :)

দিনগুলো দূরে গেলেও রেশ রয়ে যায় মনে , তাই না ?

ভাল থাকবেন
শুভ কামনা :)

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

নিলু বলেছেন: সৃতি মনে করেই চলতে হয় , তা আবার কখনো ভুলেও যায় , চলমান জীবনে , নুতনের পথেও চলে যায় , এক কথায় পৃথিবীটা খুব বিচিত্র জায়গা , ধন্যবাদ , ভালো থাকুন ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

মনিরা সুলতানা বলেছেন: এক কথায় প্রিথিবিতা খুব বিচিত্র যায়গা ।
সত্যি বলেছেন ...

আপনাকে ও ধন্যবাদ
শুভ কামনা :)

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুখের কাব্যিক আখ্যান ভালো লাগল।
সুখী জীবনের বাসিন্দা হবার সুখই অন্যরকম।

সুখে থাকুন সুখী রাখুন।
এই শুভ কামনা রইল।

আর হ্যাঁ আপনার লেখা পড়ে অনেক ভালো লাগল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার সুখ কামনার কমেন্ট ভাল লাগলো ...
শুভ কামনা :)

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

আরমিন বলেছেন: লেখা তো মুগ্ধপাঠ !

কিন্তু সুখ কি? মরিচিকা , মরিচিকা !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধ পাঠে মুগ্ধ মন ...

সুখ হচ্ছে আপেক্ষিক

আর মরিচিকা মনে হলে
তার পিছনে না যাওয়াই ভাল :P :P


সুখ কামনা আপু :)

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার একটা উপমাসমৃদ্ধ কবিতা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ হামা ভাই ...
আপনার মন্তব্য সব সময় দারুন হয় ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

মহামহোপাধ্যায় বলেছেন: দারুণ কবিতা :)

এই লাইনটা খুব ভালো লাগলোঃ

আমাকে সুখি করার প্রানান্তকর চেষ্টায় সুখি হয়েছি আমি ।


ভালো থাকুন। বই মেলার শুভেচ্ছা :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ

এই প্রচেষ্টা যাকে সুখি না করবে তার মতন অকৃতজ্ঞ পৃথিবীতে খুব কম ই আছে ।

আপনাকে বই মেলার শুভেচ্ছা :)

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

এনামুল রেজা বলেছেন: এই সব ছোট্ট ছোট্ট বিসর্জনের বিনিময় আমার কাছে তুমি , কারন সব সৌন্দর্য , আনন্দ , ভালোলাগা ই মিথ্যে হয়ে যায় তোমাকে পাওয়ার সুখের কাছে । [/su

বাহ! ভালো লাগলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম এনামুল রেজা ভাই ।।

লেখা ভাল লেগেছে আপনার ,খুব ভাল লাগল জেনে ।

শুভ কামনা :)

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বহুদিন পর আপনার লেখা পেলাম আপা!!! ভালো লাগল।

ম্যাটাফোরগুলো দারুন লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০

মনিরা সুলতানা বলেছেন: নিজের ও ভাল লাগছে কিছু লিখতে পেরে ...
পাঠে কৃতজ্ঞতা কা_ভা

শুভ কামনা :)

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসাধারণ!!! মুগ্ধতায় গ্রাস করা লিখনি। অনেকদিন পর এমন কিছু পড়লাম মনে হল। ++++++ উইথ লাইক।

শুভকামনা জানবনে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

মনিরা সুলতানা বলেছেন: মন ভাল করা মন্তব্য ...

শুভ কামনা :)

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

শায়মা বলেছেন: খুবই সুন্দর!!!:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শায়মা

শুভ কামনা :)

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: শুধু বলবো"আমাকে সুখি করার প্রানান্তকর চেষ্টায় সুখি হয়েছি আমি ।" সেই '৮০ থেকে চেষ্টার পর আজ আমি বলতে পারি আমি সুখী।। কিন্ত অবচেতন মন?? সত্যিই মানব চরিত্র বিচিত্র!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ্‌
আমি সুখি বলতে পারার মাঝে ও এক ধরনের সুখ আছে ভাইয়া ।।

অবচেতন মন একটা আজাইরা জিনিষ , সব সময় এরা বিড়ালের মত মিহি সুরে আবদার করে , জা মরীচিকার মতন ।
আর মিরিচিকার পিছনে দৌড়ানো বোকামির কাজ :)

শুভ কামনা ভাইয়া :)

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৭

কলমের কালি শেষ বলেছেন: সবকিছুতে এত সুখ পেলে চলবে !! শুধু সুখ সুখ সুখ... !!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৯

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আপনাকে একদিন আমার দুঃখের গল্প ও শোনাব ।।
ততক্ষণ অপেক্ষা করেন :P

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৪

আরজু পনি বলেছেন:

দারুণ !

তোমার অবহেলায় উন্মাদ হয়ে তোমার আমি কে যাতনা দেয়ার মাঝে ও এক নির্মম জ্বালা ধরা সুখ থাকে
... :|

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা বেঁছে বেঁছে এই লাইন টাই
কার কপালে কি যে আছে ;)

অনেক ধন্যবাদ আরজুপনি :)

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৭

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার কবিতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

মনিরা সুলতানা বলেছেন: খুব ভাল লাগল আপু কবিতা পড়ে মন্তব্য করাতে ...

শুভ কামনা :)

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪০

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: অনিন্দ্য সুন্দর কাব্যিক উচ্চারণ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

মনিরা সুলতানা বলেছেন: কবির মন্তব্যে ভাললাগা

শুভ কামনা নিরন্তর কবি :)

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৩

জাফরুল মবীন বলেছেন: সুখকাব্য পাঠে মুগ্ধ হলাম!

ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা মবীন ভাই ।।

মুগ্ধতায় ধন্যবাদ
শুভ কামনা :)

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

সুফিয়া বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় সার্থকতা খুজে পাই আপু আপনাদের সদয় মন্তব্যে
অনেক অনেক ধন্যবাদ

শুভ কামনা :)

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর আর সাবলীল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লায়লা আপু ...
আপনাদের মন্তব্যে লেখায় উৎসাহ পাই ...

শুভ কামনা :)

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

বিপ্লব06 বলেছেন: সুখ আর সুখ! দুক্ষের ভিত্রেও সুখ!!!


সময় করে এইটা ঠিক করে নিয়েন! চোখে পরছে, বলে দিলাম আরকি!
"চিৎকার কর তোমাকে ভালোবাসি বলার মাঝে ও সুখ আছে ।"

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ
দুক্ষ কে পাত্তা দিলেই মাথায় উঠে, তাই এরে রাখতে হয় দৌড়ের উপরে।

টিনের চালে কাক
দুক্ষ তুই দৌড়ের উপ্রে থাক :P

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পরে এলাম , আল্লা জানে হাজিরা খাতায় নাম আছে কিনা ?
কাব্য থেকে চমৎকার ধারনা লাভ করলাম , '' সুখে থাকতে চাইলে , সর্ব অবস্থায়ই সুখী হওয়া যায় ।''

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

মনিরা সুলতানা বলেছেন: হাজিরা খাতায় নাম ভাল ভাবে উপরের দিকে ই আছে লিটন ভাই


প্রথম পোষ্ট এ করা আপনার এপিক মন্তব্যের মাঝেই আমি এখন ঘুরপাক খাচ্ছি ;)
যাকে আপনারা রাইটার্স ব্লক বলেন :P

জি এটাই সত্যি সুখে থাকতে চাইলে সর্ব অবস্থায় সুখে থাকতে হয়

শুভ কামনা :)

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

সুমন কর বলেছেন: আর সব শেষে
আমাকে সুখি করার প্রানান্তকর চেষ্টায় সুখি হয়েছি আমি ।


ভাল লাগল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: :) আবোল তাবোল মনের আনন্দে লেখা , পাঠকের ভালো লাগা মোণ ছূয়ে যায় ।

শুভ কামনা সুমন কর ।

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

দুঃখী__ বন্ধু বলেছেন: আহ ! সুখ ! তোমার সংগে কথার প্যাঁচা প্যাঁচিতে ও সুখ থাকে
তোমার কাছে সুখী মানুষের জামা চাওয়াতে সুখ থাকে
যত দূরে থাক , তুমি আছ ভাবতেই সুখ থাকে
অভিমানে গলার স্বর ভারী করাতেও সুখ থাকে
আরু আর ইকু কে বেশী ভালবাস আমার থেকে এই কথা বলাতেও সুখ থাকে
একসাথে ফোনে ফোনে কবিতা পড়াতেও সুখ থাকে
যা ইচ্ছা তাই বলাতেও সুখ থাকে



০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

মনিরা সুলতানা বলেছেন: হিহিহিহি

তোমার হিংসা দেখাতেও সুখ থাকে
তোমার অভিমানী চোখে ও সুখ থাকে
বকা দিয়ে তোমাকে কাদাতে ও সুখ থাকে ... :P :P :P

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

জুন বলেছেন: অনেক দিন আগে টিভিতে ববিতা অভিনীত কি একটা ম্যুভিতে নায়ক গান গেয়েছিল ..।
সুখে থেকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী

সুখ সুখ লেখাটি পড়ে সেই গানটা আবার মনে পরে গেল মনিরা :)
+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

মনিরা সুলতানা বলেছেন: জেনে রেখো প্রাসাদের বন্দিনী
প্রেম কভু মরেনী ।।

আপা এই সব সুখ কামনা করা প্রিয়জন থাকে বলেই তো সুখে থাকা যায় :P :P

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন: ভালো লাগা আপু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: বেশকিছু দিন ব্লগে দেখি না ।।
ধন্যবাদ পাঠে ...

শুভ কামনা এহসান সাবির :)

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

এহসান সাবির বলেছেন: একটু ব্যাস্ত ছিলাম আপু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

মনিরা সুলতানা বলেছেন: এখন আমাদের কিছু চমৎকার পোস্ট উপহার দিন।
শুভ কামনা :)

২৯| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭

সাদাসিধা মানুষ বলেছেন: আহারে সুখ! :-/ :-/ :-/ ভাললাগা দিয়ে গেলাম....

১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৪

মনিরা সুলতানা বলেছেন: হায় রে সুখ....
ধন্যবাদ ভালো লাগা তুলে রাখলাম :)

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: সুখময় পদ্যপাঠে সুখ পেলাম। তবে----
তোমার অবহেলায় উন্মাদ হয়ে তোমার আমি কে যাতনা দেয়ার মাঝে ও এক নির্মম জ্বালা ধরা সুখ থাকে ... - এমন সুখটা না পেলেই ভাল হয়!

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা ধন্যবাদ আহসান ভাই !!!
কিন্তু জনাব মাঝে মাঝে এমন সুখ নিতে হয় ,না হয় রাডারে কিছু ধরা পরে না অন্য পক্ষের :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.