নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
অনুভূতির অনুভবে ছিল শুধুই নিঃসঙ্গতা
তারা জ্বলা ক্লান্ত রাতের ......
ভোরের স্নিগ্ধতা ছুয়ে উজ্জ্বল থেকে ক্রমশ উজ্জ্বলতর হয়ে উঠা যেন।
ইচ্ছে ছিল যুঁই সাদা বৃষ্টির স্নানে তোমার ইচ্ছের রানী হয়ে উঠার
বেলীর মাদকতাময় শহরে
কিন্তু .....
রক্ত রাঙা জবা'তে তোমার মোহ
আমাকে রক্ত জবা হতে শেখাল বুঝি পাখি
হ্যাঁ ,এভাবেই শুরু ঠিক এভাবেই হয়েছিল
আমাদের আমারা হয়ে উঠার কাব্য।
পাঁজর ভাঙার শব্দ শুনি
পূর্ণিমার শেষ আলো টুকু ও চলে যাচ্ছে আমার আঙিনা পেরিয়ে
এক দুই তিন ধাপ গুনে গুনে.........
আকন্ঠ পানের পর ও বিহঙ্গ হয়েছে বিবাগী জোছনা
অন্য কারো স্নানে মেতেছে
আমি না হয় জোনাকি তে ই রই ।
চকিত মুগ্ধ দৃষ্টি ,প্রশয়ের এক টুকরা হাঁসি আর অতলান্তিক ভালোবাসায় পারতে আমার অধিকার নিতে
আর ,আমি শুধু তোমার পদ্ম কোমল হৃদয়ের যত্ন নিতে চেয়েছি আজন্ম ভালোবাসায় ।
উদাসী দুপুরের মায়া তে
আজ ভুলে যাব শৈশবের পাতার বাশীর সূর
নাগরিক কোলাহল আর তোমার দেয়া আঘাত।
শরতের স্নিগ্ধ এই দুপুরে আমি সাদা মেঘ হয়ে ভাসতে চাই
একদিন দেখে নিও
ঠিক একদিন, আমিও ক্লান্তিহীন সাদা মেঘ হব।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক গুলি ধন্যবাদ বীথি ...
আপনার পোস্ট গুলো ও অনেক মিস করেছি
শুভ কামনা নতুন বছরের
হ্যাপি নিউ ইয়ার
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
দুর্ভাগ্যক্রমে অমানুষ বলেছেন: অসাধারণ
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত
মন্তব্যে কৃতজ্ঞতা
অনেক অনেক ভাল থাকুন
শুভ কামনা
হ্যাপি নিউ ইয়ার
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
মনিরা সুলতানা বলেছেন: প্রামানিক ভাই অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা ভাল থাকবেন
হ্যাপি নিউ ইয়ার
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২
প্লাবন২০০৩ বলেছেন: বাহ্ বাহ্, আপু, অসাধারণ, অসাধারণ
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
মনিরা সুলতানা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া
আশা করছি ভাল আছেন
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: একদিন দেখে নিও
ঠিক একদিন, আমিও ক্লান্তিহীন সাদা মেঘ হব।
আগের সেই চেনা স্বাদ। অনেক অনেক ভালো লাগল আপু।
আশা রাখি আগের মতো রেগুলার হবা।
আরো ভালো ভালো কবিতার অপেক্ষায়।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: প্রানপন চাচ্ছি রেগুলার হতে
সত্যি বলছি মনটা এখানে পরে থাকে , মাঝে কিছু সমস্যার জন্য আশা হয় নাই এর পর মন ই লাগছিল না ।
শুভ কামনা ভাল থাকিস
হ্যাপি নিউ ইয়ার
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭
ভারসাম্য বলেছেন: কবিতা খুব কম বুঝি ইদানীং।
অনেকদিন পর দেখলাম আপনাকে। ভালই ছিলেন আশা করি। ভাল থাকুন আগামীতেও।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:০৯
মনিরা সুলতানা বলেছেন: সুনাম ধন্য কবিরা এভাবে বললে লজ্জা পাই
আসলে সংসার নিয়ে একটু বেশী ব্যস্ত সময় পার করছি
ভাল আছি আলহামদুলিল্লাহ
শুভ কামনা ও ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:১০
মনিরা সুলতানা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার দাদা
অনেক অনেক ধন্যবাদ
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সে কি! আপা! ভুল দেখছি না তো!! কতদিন পর দেখলাম আপনাকে!!
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:১৯
মনিরা সুলতানা বলেছেন: বাকি চাহিয়া থুক্কু এভাবে বলিয়া লজ্জা দিবেন না
না রে ভাই ভুল না ,খুব চেস্টায় আছি ব্লগে ফিরবার আফটার অল এই একটা নিজস্ব ভুবন ই এখন ও ধরে রাখতে পেরেছি সময় ও প্রয়োজন কে বাকি সব দিয়ে দিতে হয়েছে ।
নিউ ইয়ারের শুভেচ্ছা
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপা অনুভূতি ভাষায় প্রকাশ করবার মতো নয়। মনে হইতেছে সেই ১৯৫৩ সালে ফিরে গেছি।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:২২
মনিরা সুলতানা বলেছেন: প্রকাশ করবার মত না ,তারপর ও যা প্রকাশ করলি ভাই
আমি আপ্লুত
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯
রক্তিম দিগন্ত বলেছেন: অসাধারণ পদ্য। চমৎকার লাগলো পড়তে।
৫ম প্লাস।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:২৭
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত দিগন্ত
প্লাস এর জন্য কৃতজ্ঞতা
হ্যাপি নিউ ইয়ার
ভালো থাকবেন
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৩
সুলতানা রহমান বলেছেন: শেষের অংশটি অসাধারণ আপু +++
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:২৯
মনিরা সুলতানা বলেছেন: নিউ ইয়ারের শুভেচ্ছা রইল আপু
প্লাস এর জন্য ধন্যবাদ
শুভ কামনা
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।
//পাঁজর ভাঙার শব্দ শুনি
পূর্ণিমার শেষ আলো টুকু ও চলে যাচ্ছে আমার আঙিনা পেরিয়ে
এক দুই তিন ধাপ গুনে গুনে.........
আকন্ঠ পানের পর ও বিহঙ্গ হয়েছে বিবাগী জোছনা
অন্য কারো স্নানে মেতেছে
আমি না হয় জোনাকি তে ই রই ।//
ভাল থাকুন। সবসময়।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার প্রফাইল ছবি আপনার
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
শুভ কামনা নতুন বছরের
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
নুরএমডিচৌধূরী বলেছেন: অসাধারণ
অনেক অনেক ভালো লাগল আপু।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার চৌধুরী
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
ভাল থাকবেন
শুভ কামনা
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
.... আচ্ছা দেখে নেবো!
এতদিন পর কবিতা নিয়ে এলেন!
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪১
মনিরা সুলতানা বলেছেন: দেখে মাইর না দিলেই হয়
ড্রাফটে যে কতধরনের কতকিছু আছে ,কি আর বলব
শেষ তক দেখলাম কবিতাই সব চাইতে অল্প সময়ে দেয়া যায়
নতুন বছরের শুভেচ্ছা মইনুল ভাই
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
রিকি বলেছেন: মনিরা আপু উউউউউউউ কোথায় থেকে?? আছেন কেমন?? কতদিন পর আসলেন??
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলছি এক রকম অস্থির হয়েই ফিরে এসছি ব্লগে
মাঝে কিছু ঝামেলার জন্য সময় দিতে পারি নাই , এর পর আর মন লাগছিল না অথচ সবার লেখার পড়ার জন্য অন্য রকম আকুলতা কাজ করছিল ।
আলহামদুলিল্লাহ ভাল আছি
নতুন বছরের জন্য শুভ কামনা রিকি মনি
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। জুঁই ফুল সাদা নাকি? আমি ভাবতাম লাল।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৮
মনিরা সুলতানা বলেছেন: জুঁই ফুল লাল নাকি ? আমি ভাবতাম সাদা
ধন্যবাদ ভাইয়া
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক। অনেক।
শুভকামনা অনিঃশেষ।
নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৩
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও নতুন বছরের শুভেচ্ছা
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভাল থাকবেন
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাপি নিউ ইয়ার আপুউউ।
https://m.facebook.com/redoy.sarkar.714
ফেবুতে এড দিও তো।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৫
মনিরা সুলতানা বলেছেন: নামের ভেরিফিকেশনে ফেবু আই ডি আর ফিরে পাই নাই
চেস্টা চলছে
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
আমি তুমি আমরা বলেছেন:
উদাসী দুপুরের মায়া তে
আজ ভুলে যাব শৈশবের পাতার বাশীর সূর
নাগরিক কোলাহল আর তোমার দেয়া আঘাত।
শরতের স্নিগ্ধ এই দুপুরে আমি সাদা মেঘ হয়ে ভাসতে চাই
একদিন দেখে নিও
ঠিক একদিন, আমিও ক্লান্তিহীন সাদা মেঘ হব।
সুন্দর
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৮
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
হ্যাপি নিউ ইয়ার
শুভ কামনা
২০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:২৯
নান্দনিক নন্দিনী বলেছেন: অনেক দিন পরে দেখলাম আপনাকে!
কেমন আছেন আপু?
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:০০
মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর ই ফিরলাম ব্লগে নন্দিনী
আশা করছি আপনারা ও ভালো ছিলেন
আলহামদুলিল্লাহ ভাল আছি .।।
নতুন বছরের শুভেচ্ছা
২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৮
মাসূদ রানা বলেছেন: সুন্দর কবিতা বোন
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:০২
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
নতুন বছরের শুভেচ্ছা রইল
ভাল থাকবেন
২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৮
রুদ্র জাহেদ বলেছেন:
চকিত মুগ্ধ দৃষ্টি ,প্রশয়ের এক টুকরা হাঁসি আর অতলান্তিক ভালোবাসায় পারতে আমার অধিকার নিতে
আর ,আমি শুধু তোমার পদ্ম কোমল হৃদয়ের যত্ন নিতে চেয়েছি আজন্ম ভালোবাসায় ।
আপুনি, অসম্ভব সুন্দর কবিতা।
+++
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
মনিরা সুলতানা বলেছেন: প্লাস এর জন্য অনেক অনেক ধন্যবাদ রুদ্র
শুভ কামনা নতুন বছরের
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
নীলপরি বলেছেন: পাঁজর ভাঙার শব্দ শুনি
পূর্ণিমার শেষ আলো টুকু ও চলে যাচ্ছে আমার আঙিনা পেরিয়ে
এক দুই তিন ধাপ গুনে গুনে.........
আকন্ঠ পানের পর ও বিহঙ্গ হয়েছে বিবাগী জোছনা
অন্য কারো স্নানে মেতেছে
আমি না হয় জোনাকি তে ই রই ।
অসাধারণ লিখেছেন । খুব ভালো লাগলো । শুভেচ্ছা রইল ।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
মনিরা সুলতানা বলেছেন: নিউ ইয়ারের শুভেচ্ছা নীলপরী
ধন্যবাদ অনেকগুলি
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
খেয়ালি দুপুর বলেছেন: অনেকদিন পর.. সেই চেনা সরলতায় ভরা মায়া মায়া কথামালা... ভেতরটা প্রশান্তিতে ভরে যায় তোমার কবিতা পড়লে সত্যি বলছি!
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
মনিরা সুলতানা বলেছেন: আর তোমার মন্তব্যে মন ভালো হয়ে যায়
নতুন কিছু লেখার ইচ্ছা জাগে
শুভ কামনা নতুন বছরের
২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
মনিরা সুলতানা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্য ও
অনেক অনেক ভালো থাকুন
ধন্যবাদ
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একদিন দেখে নিও
ঠিক একদিন, আমিও ক্লান্তিহীন সাদা মেঘ হব।
হোন সাদা মেঘই হোন ! আমি আর ভায়রা ভাই যেখানে আছি সেখান থেকে মেঘ টেঘ কিন্তু দেখা জায় না
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
মনিরা সুলতানা বলেছেন: সিন্দাবাদের ভূত গুলির থেকে দূরে যাবার জন্য ও মেঘ হতে চাই
আপনি আর আপনের ভায়রা ভাই বিশ্বজয়ে নামেন আনন্দে
২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
অভ্রনীল হৃদয় বলেছেন: মুগ্ধপাঠ! অসাধারণ!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা অভ্রনীল হৃদয়
অনেক অনেক শুভ কামনা
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৭
বৃতি বলেছেন: বাহ আপু, সুন্দর রোম্যান্টিক কবিতা! অনেকদিন পর তোমাকে দেখছি।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন ব্লগছাড়া ছিলাম
ধন্যবাদ বৃতিমনি ভালো আছ নিশ্চয়ই
২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৫
বৃতি বলেছেন:
অনেক ভালো আছি আপু, থ্যাংকস আশা করি তুমিও সুন্দর সময় কাটিয়েছো মাঝেমাঝে ব্লগ থেকে ব্রেক নেয়া ভালো
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো ছিলাম
হুম তা সত্যি তাতে ব্লগারদের প্রতি টান বাড়ে
৩০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮
সায়েদা সোহেলী বলেছেন: চকিত মুগ্ধ দৃষ্টি ,প্রশয়ের এক টুকরা হাঁসি আর অতলান্তিক ভালোবাসায় পারতে আমার অধিকার নিতে
আর ,আমি শুধু তোমার পদ্ম কোমল হৃদয়ের যত্ন নিতে চেয়েছি আজন্ম ভালোবাসায় ।
ওয়েলকাম ব্যাক মনিরা আপু
একদিন দেখে নিও
ঠিক একদিন, আমিও ক্লান্তিহীন সাদা মেঘ হব।
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সোহেলী .....
মেঘ হওয়াই ভাল কি বল
ছানারা কেমন আছে?
শুভ কামনা
৩১| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
না পারভীন বলেছেন: তুমি কি সুন্দর লেখ! ভালবাসা! খুব প্রিপারেশন নিয়ে! পাশ তো করবেই। পড়ালেখার চিন্তায় সব কিছুতে পাশ ফেলের চিন্তা চলে আসে!
আচ্ছা শুন! তোমার আমার প্রেমের একটা কিছু হওয়া সম্ভব? না হয় একটু বাড়িয়ে টাড়িয়ে ই লিখ! আমার মনে হচ্ছে মানে জানতে ইচ্ছে হচ্ছে হাও উ ডিফাইন আওয়ার ফ্রেণ্ডশীপ? লাভ উ বন্ধু
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০
মনিরা সুলতানা বলেছেন: আমার কাজ সব নন প্রোডাক্টিভ তাতেই আমার প্রিপারেশন আর আমি পাস ।
তোমার মত সুন্দর করে মানুষের উপকারে আসে এমন কিছু পারি না ।অনেকদিন পর আমার লেখায় তোমাকে পেলাম নাপা মনি
আমাদের ব্লগ টাইম মিস করি ,প্লিজ ফিরে আস আবার তোমার দায়িত্ব শীল ব্লগিং এ কিছু মানুষের উপকার হোক ।
বাড়িয়ে লিখতে হবে না লিখলে সত্যিটাই লিখে শেষ করা যাবে না ।
লাভ উ টু থ্রি টেন.......
৩২| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৯
গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার সুন্দর অনুভূতি দিয়ে শব্দের মালা গেঁথেছেন । ভীষণ ভালো লাগলো কবিতা ।
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত গুলশান
চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ,অনেক অনেক ভাল থাকবেন
শুভ কামনা
৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
সাজিল বলেছেন: //একদিন দেখে নিও
ঠিক একদিন, আমিও ক্লান্তিহীন সাদা মেঘ হব। //
দারুন লাগল। লেখায় মিশে আছে ভাললাগা। ঠিক যেন ধূসর শাড়ী মিশে আছে সবুজ ধান ক্ষেতে!
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫
মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা দারুন উপমা দিয়েছেন
ধন্যবাদ আপনাকে
শুভ কামনা
৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
কল্লোল পথিক বলেছেন: পাঁজর ভাঙার শব্দ শুনি
পূর্ণিমার শেষ আলো টুকু ও চলে যাচ্ছে আমার আঙিনা পেরিয়ে
এক দুই তিন ধাপ গুনে গুনে.........
আকন্ঠ পানের পর ও বিহঙ্গ হয়েছে বিবাগী জোছনা
অন্য কারো স্নানে মেতেছে
আমি না হয় জোনাকি তে ই রই
বাহ!চমৎকার কবিতা।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত পথিক
মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকবেন শুভ কামনা
৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
শাহাদাত হোসেন বলেছেন: একদিন দেখে নিও
ঠিক একদিন, আমিও
ক্লান্তিহীন সাদা
মেঘ হব।
অসাধারণ ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা হুসাইন
লেখায় স্বাগত আপনাকে
শুভ কামনা
৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
বনমহুয়া বলেছেন: উদাসী দুপুরের মায়া তে
আজ ভুলে যাব শৈশবের পাতার বাশীর সূর
নাগরিক কোলাহল আর তোমার দেয়া আঘাত।
শরতের স্নিগ্ধ এই দুপুরে আমি সাদা মেঘ হয়ে ভাসতে চাই
একদিন দেখে নিও
ঠিক একদিন, আমিও ক্লান্তিহীন সাদা মেঘ হব।
খুব ভালো লেগেছে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
মনিরা সুলতানা বলেছেন: মহুয়া অনেক ভাল লাগলো আপনাকে আমার লেখায় পেয়ে
অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা
৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
রোদেলা বলেছেন: একদিন দেখে নিও
ঠিক একদিন, আমিও ক্লান্তিহীন সাদা মেঘ হব।
কিচ্ছু বলার নাই,সরাসরি প্রিয়তে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
মনিরা সুলতানা বলেছেন: হবোই তো ঠিক একদিন ......
কেমন আছ আপু ?
শুভ কামনা অনেক অনেক ভাল থাক
৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় কষ্ট খুঁজে পেলাম। মনটা বিষাদে ভরে গেল।
আপনার লেখায় জাদু আছে আপু। এত দরদ মাখিয়ে লেখাও কি সম্ভব!
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
মনিরা সুলতানা বলেছেন: বলেছেন: বিষাদের কিছু নাই এগুলি ক্ষণিকের মন ক্যামেন করা অনুভবের প্রকাশ ।
মন্তব্যে ভালোলাগা
৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
ভ্রমরের ডানা বলেছেন: জি ঠিক আছে। বুঝেছি।সরি।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে সরির কি আছে
পাঠকের স্বাধীনতা বুঝে নেয়াতে
শুভ কামনা
৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
ইশতিয়াক ফাহাদ বলেছেন: ভাল লেগেছে ।।শুভকাম না রইল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত ফাহাদ
আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো
অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা
৪১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৩:২২
অচল জ্ঞানী বলেছেন: দারুন..... ধন্যবাদ
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য
আমার লেখায় স্বাগত জ্ঞানী
৪২| ০৮ ই মে, ২০১৬ রাত ৩:০২
ডঃ এম এ আলী বলেছেন: পাঁজর ভাঙার শব্দ শুনি
পূর্ণিমার শেষ আলো টুকু ও চলে যাচ্ছে আমার আঙিনা পেরিয়ে
এক দুই তিন ধাপ গুনে গুনে.........
আকন্ঠ পানের পর ও বিহঙ্গ হয়েছে বিবাগী জোছনা
অন্য কারো স্নানে মেতেছে
আমি না হয় জোনাকি তে ই রই ।
খুবই কঠিন শব্দের ব্যাঞ্জনা ও দ্যোতনা একসাথে অপুর্ব সমাহার । খুব ভাল লেগেছে । আনেক ধন্যবাদ সুখপঠনীয় কবিতাখানির জন্য ।
০৮ ই মে, ২০১৬ রাত ৯:৪১
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ডঃ
আমার খেয়ালী লেখা গুলো এতদিন পর দারদ দিয়ে পড়ে চমৎকার সব মন ভালো করা মন্তব্যের জন্য ।
আমার সামান্য লেখা গুলো মুল্যায়িত হতে দেখে ভালো লাগছে
শুভ কামনা
৪৩| ০৮ ই মে, ২০১৬ রাত ৯:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: প্রায় এক যুগ ধরে বাংলা লিখা থেকে ছিলাম একেবারে দুরে । মেইল বার্তাও হত ভিন্নভাষে । এখন লিখতে গিয়ে দেখি তালগোল পেকে যায় বানান রীতিতে, লিখার গতি ও ষ্টাইল সেতো আরো হয় বিচ্ছিরি গুলমেলে । তাই মাঝে মাঝে শুদ্ধ বানান খঁজে পাই তব লিখাতে, ভাব ও ভাষার সৌন্দর্য সে তো অপরিসীম, তাকে আনবনা টেনে আমার প্রকাশের অক্ষম সীমানাতে । শুধু শ্রদ্ধায় মন যায় ভরে সব তার পারিনা জানাতে ।
অনেক ভাল থাকুন ।
০৮ ই মে, ২০১৬ রাত ১০:১০
মনিরা সুলতানা বলেছেন: আমার ও ঠিক তাই হয়েছিলো শুরুতে যখন ব্লগে আসি ..।
আমি কিছুটা হলে ও মনে হয় বুঝতে পারছি ।
আমার লেখার প্রতি আপনার করুনাধারা বর্ষিত হোক এমনি করে
শুভ কামনা আপনার জন্য
৪৪| ০৮ ই মে, ২০১৬ রাত ১০:৪০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রানিত হলাম ভীষনভাবে । ভাল থাকুন নিরন্তন এ কামনা থাকল ।
০৯ ই মে, ২০১৬ রাত ১:২৬
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও এক রাশ শুভেচ্ছা
৪৫| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫
পুলহ বলেছেন: বঞ্চনা কিংবা প্রত্যাখ্যানের বেদনা আর হাহাকারের এক অপূর্ব গল্প পড়লাম! যে বেদনার অশ্রু বাষ্প হয়ে আকাশের গায়ে উড়ে যেতে চায়... সব দুঃখস্মৃতি পেছনে ফেলে।
...ফোটায় ফোটায় বুনে তৈরি করতে চায় ক্লান্তিহীন, শরুতে সাদা মেঘ !
ভালো লাগা জানবেন আপু কবি!
"পূর্ণিমার শেষ আলো টুকু ও চলে যাচ্ছে আমার আঙিনা পেরিয়ে
এক দুই তিন ধাপ গুনে গুনে......... "-- এ দুইটা লাইন মনের গভীরে জোতস্না তৈরি করার মতই বিষণ্ণ সুন্দর!
২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০২
মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব কথা মালায় সাজানো চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা !
কিছু বিশেষ মুহূর্তের কাব্যময় অনুভূতি ই আসলে কবিতা ,আমি নিজেও হয়ত ভুলে গিয়েছি কখন ঠিক কোন অপ্রাপ্তি আমাকে বিষন্ন করেছিলো , অথবা কাছের কারো ণা পাওয়া আমাকে ছুঁয়েছিল কিনা ?
অনেক দিন পর নিজেই পড়লাম এই লেখা ,আপনার বিশ্লেষণ মুগ্ধ করলো ।
অনেক অনেক ভালোথাকবেন ,শুভ কামনা
৪৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: আমাদের আমরা হয়ে ওঠার কাব্য - বাহ, বেশ তো!
লেখাটা ডিসেম্বর মাসে প্রকাশিত হলেও, শেষের স্তবকটা পড়ে মনে হচ্ছে কবিতাটা শরতকালে লেখা হয়েছিল। আর আমিও সেটা পাঠ করলাম এই শরতকালেই।
আপনার ক্লান্তিহীন সাদা মেঘ হবার ইচ্ছের কথা জেনে দুটো মেঘের ছবি দিচ্ছি। ছবিগুলো আজই বিকেলে তোলা, বিকেল সাড়ে চারটায়।
২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা প্রকাশের জন্য ধন্যবাদ!
চমৎকার ছবি দু'টোর জন্যে ও _
এমন কোন এক বিকেলেই মনে হয় ইচ্ছে জেগেছিলো ক্লান্তিহীন সাদা মেঘ হবার , মেঘ আর মেঘের ভেলা সব সময় ই আমাকে দারুন অনুভব দেয়।
শুভ কামনা
৪৭| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: পুলহ এর মন্তব্যটা (৪৫ নং) ভাল লেগেছে।
ওনাকে অনেকদিন ধরে ব্লগে দেখছিনা। কেউ কি ওনার সন্ধান জানেন?
২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮
মনিরা সুলতানা বলেছেন: পুলহ আমার ফেসবুকে বন্ধু তালিকায় আছে, আপনার মন্তব্য পড়ে আর একবার দেখে আসলাম-
প্রায়শই বন্ধুদের সাথে দেশের বিভিন্ন প্রান্তের ছবি আপলোড দেয়। পুরো রমজানে ওর অনুবাদ করা কোরআনের সুরা গুলো ভালো লেগেছে খুব।
৪৮| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯
খায়রুল আহসান বলেছেন: পুলহ এর প্রতি শুভেচ্ছা জানাচ্ছি।
পুরো রমজানে ওর অনুবাদ করা কোরআনের সুরা গুলো ভালো লেগেছে খুব - জেনে খুব ভাল লাগলো; এবং সেগুলো আমারও পড়তে ইচ্ছে হচ্ছে। এ ব্লগে সেগুলো পোস্ট করলে পড়তে পারতাম।
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৮
মনিরা সুলতানা বলেছেন: হুম তা সত্যি আপনি সহ অনেকেই পড়তে পারত। তবে বেশিরভাগ ই উস্তাদ নোমান আলীর লেকচার ছিল, হয়ত আপনি ও শুনে থাকবেন ইংরেজীতে ।
সুজোগ পেলে আপনার শুভেচ্ছাবার্তা জানিয়ে দেব পুলহ কে ।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: ইচ্ছে ছিল যুঁই সাদা বৃষ্টির স্নানে তোমার ইচ্ছের রানী হয়ে উঠার
বেলীর মাদকতাময় শহরে
কিন্তু .....
রক্ত রাঙা জবা'তে তোমার মোহ
আমাকে রক্ত জবা হতে শেখাল বুঝি পাখি
হ্যাঁ ,এভাবেই শুরু ঠিক এভাবেই হয়েছিল
আমাদের আমারা হয়ে উঠার কাব্য। ------//
ভাল লাগল, অনেক অনেক শুভেচ্ছা আপু!!