নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

নৈশব্দের নৈবদ্যে কবি ও কবিতা

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৮



প্রতিদিন ফুরিয়ে যাওয়া এক ছোট্ট জীবনে

আমি জীবনানন্দের কবিতায় রয়ে যেতে চাই
পৃথিবীর সব চাইতে রূপবতী দীঘিতে কলমির গন্ধ ভরা জলে আঁচল মেলে গল্প
চৈতা দুপুরগুলো খলসে মাছের আনন্দে লুটুপুটি আর ওদের রূপ মোহগ্রস্থ হওয়া ।

একটু হাওয়াতেই ভেসে বেড়ানোর শুকনো বাঁশ পাতার মত নিরিবিলি নির্জনএকটা জীবন চেয়েছিলাম আমি
কচুরিপানা হেলেঞ্চার মত স্বচ্ছ জলে ভেজা শেকড় নিয়ে !

পুঁই গোঁটা র রঙে উঠোন আলপনা করব ভাত ঘুমের আলসে দুপুরে
চমকানো তক্ষকের ডাক ও থাকা চাই তাতে
কখনো বা অজানা এক স্টেশনে নেমে যাব নির্জন এক ট্রেন হয়ে
শ্রাবণের ভেজা উথাল বাতাসে চাদিয়াল ভাসিয়ে অপেক্ষায় থাকা কিশোরের মন ছুঁয়ে ।

সকল প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হতে চাওয়া আবুল হাসানের কবিতাই চাই আমার মন পিদিমের মাটি তেল করে
যেমন সে লিখেছিল
“ চলে গেলে তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবো আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি "

হাসানের কবিতার চরণে হাত রেখে
ঝিনুক এর কাছে নীরবে সয়ে মুক্তা ফলাবার মন্তর শিখে যাব নিরন্তন
জীবনের জয়গানের ডম্বরু বাজাব আর হব বহুদিন আগের বুক ভরে নেয়া বাসী বকুলের ঘ্রাণে মোহিত।

রোদে ভেজা চুলে আমি ই হতে চাই কবি আবুল হাসানের প্রেমিকা

অসহ্য সুন্দর এই পৃথিবীতে হেলাল হাফিজে কবিতার সাথে সখ্যতা করে
আমি শিমূল মুস্তাফার কন্ঠে র জাদুতে অন্তত একটা রাতের ভোর দেখবো
যুঁই চামেলি হাস্নেহেনায় মগ্ন থেকে তোমাকে উপেক্ষা করে
জলে জলে শব্দ তুলে লাজুক চঞ্চুতে রাখতে চাওয়ার ইচ্ছার গল্প শুনে তুমুল এই বর্ষা টা কাটাবো ।

ব্যাকুল শর্ত বিহীন নত হতে চাই আমি ও ভালোবাসায়



মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩২

ভ্রমরের ডানা বলেছেন:

কবিদের ব্যাথাতুর কথা মালায় কি অদ্ভুত সুর কি ঝংকার। মনের গভীরের জলের ভেতরে যেন ঘুর্ণি তোলে। প্রকৃতির গন্ধেভরা সুনিপুণ ছোট ছোট কথায় ফুটিয়ে তোলে জীবনের গান, প্রেম বিরহ মিলনের গান, এক অদ্ভুত বন্ধন। যেখানে শুধুই মেলে এক অনাবিল স্বাদ, কাছে টানে বারবার মোহগ্রস্ত করে।


এমনি একটি কবিতা পাঠে ধন্য হলাম আপু! কবিতা লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ! অপেক্ষার অবসান হল!

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২২

মনিরা সুলতানা বলেছেন: এই সব ছোট ছোট আনন্দের জন্যই ব্লগে ফিরে আসা বার বার । আমার কবিতার চাইতেই ও সুন্দর আপনার বিশ্লেষণ আর ভালোলাগার প্রকাশ !
মন্তব্যে অনেক অনেক ভালোলাগা :)

২| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



খুব সুন্দর লিখেছেন ।
কবিদের খাতায় গেঁথে তোলা অসহ্য সুন্দর একটি পৃথিবীর নকশায় মোহগ্রস্থ হয়ে অনেক কিছু চেয়ে গেছেন মগ্ন নৈশব্দে । আর এই চাওয়াগুলো পুঁই গোঁটার রঙে রাঙিয়ে গেছে কবিতাটি।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন মন্তব্য আহমেদ জী এস

লেখার বক্তব্য ধরে চমৎকার ভাষায় আপনার মন্তব্য গুলো আমার কবিতার অলংকার হয়ে থাকে ।
অনেক ধন্যবাদ :)

৩| ২০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন।
পড়ে ভালো লাগলো।

২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: আপনার ভালোলাগা পরবর্তী লেখার উৎসাহ হয়ে রইলো !
অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর :)

৪| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটা ব্যক্তিগত কবিতা হবে তোমার। খলশে মাছে আনন্দে হুটোপুটি করা দুপুরগুলো জীবনানন্দেদের কবিতায় সন্ধ্যে হবে।
প্রতিটি শব্দ গেঁড়ে বসবে এক একটা শুদ্ধ প্রেমিক মনে। সেখানেই জন্ম কবিতার। একটা দুটো করে অগণিত। আমার মুগ্ধতা তখন থাকবে যেমন এখন আছে।

পু।

২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মনিরা সুলতানা বলেছেন: কবিতাগুলো ব্যক্তিগতই জীবনানন্দ, হাফিজ ,হাসান,মাকিদ,রফিক আজাদ ,পত্রী এমনভাবেই আমাতে থাকে যে খলশে বিলে র দুপুরগুলো তাদের জন্যই নৈবদ্য ।

মুগ্ধতা গুলো সবসময় আমার লেখার প্রেরণা :)

৫| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর! চমৎকার লাগলো মনিরা আপা! তবে সত্যি বলতে লেখাটা আমার কাছে ঠিক কবিতা না হয়ে মুক্ত গদ্যের মত লাগলো! তারপরেও লেখার প্রত্যেকটা শব্দই অসাধারণ!

শুভ কামনা আপা!

২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

মনিরা সুলতানা বলেছেন: আমি এর চাইতে বেশি কবিতা করতে পারি না :(
আউলা আমি আরও আউলা হয়ে যাই কবিতার ছন্দ আর নিয়মনীতি র বেড়াজালে ।

অনেক অনেক ধন্যবাদ অসাধারন শব্দচয়ন উল্লেখ করার জন্য !

শুভ কামনা সাহসী :)

৬| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

আলোরিকা বলেছেন: খুব সুন্দর আপু ! জীবনানন্দ , আবুল হাসান আমারও খুব প্রিয় ।

“ চলে গেলে তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবো আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি "


২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আলোরিকা পড়ে মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য !
এক একটা লাইনের গভীরতা অপরিমেয় সত্যি ।

শুভ কামনা :)

৭| ২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

নেক্সাস বলেছেন: ভাল লাগলো কবিতা

২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা নেক্সাস :)

৮| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি পাঠে আমাদের মনের কিছুটা পরিবর্তন হবে নিশ্চয়ই। এই কবিতার ভাষা-বিন্যাস, তার ভাব-ভঙ্গি, রচনা প্রণালী, পূর্বেকার বাংলা কবিতা হতে কতই তফাত। কবিতাটির অস্থিমজ্জায় নতুন আলোর দিশা দেখতে পাচ্ছি , বেশ কিছুদিন পর মেহন্নত করে আমাদের আধুনিক কবিদের নিয়ে একটি সুন্দর বিবরণ আমাদের সম্মুখে খাড়া করে দিয়েছেন , এটি দেখে মনে হচ্ছে এটায় রয়েছে হৃদয়ের সহজ বিকাশ, ভাষার সহজ অভিব্যক্তি । মনে হলো কবিতার হৃদয় রয়ে গেছে কবি ও কবিতাদের কাছে , এটা কারো কোন ভ্রূকুটির ধার নাহি ধারে , মায়া হাসিময় মিছে কোন মমতার ছায়া লাগেনি কবিতাটিতে , সুন্দর সাবলিল নিরপেক্ষ কবি ও কবিতার কথা অনুরনিত হয়েছে এ কবিতার ছত্রে ছত্রে । কবি ও কবিদের নিয়ে এমন সুন্দর কাব্যময় ভাব ইদানিংকার বাংলা কবিতায় বিশেষ দেখা যায় না।

অনেক ক্ষেত্রেই দেখি রমণীয় কিছু কবিতার হৃদয় কতক পুরাতন কবিদের হাতে কলঙ্কিত হয়েছে! যে কলঙ্ক আধুনিক কবিদের দ্বারা অপসারিত হয়েছে । আমাদের বৈষ্ণব কবিরা যে প্রেমের প্রবাহ বর্ণনা করেছেন তাতে কোন্‌ কুল অবশিষ্ট ছিল? সমাজ-উচ্ছেদকারী শাসন-বিরহিত প্রেমের কথার ছড়াছড়ি তাতে দেখা যায় । বিদ্যা এবং সুন্দরের যে প্রেম তাতে কলঙ্কের বাকি কী কিছু ছিল ! সচরাচর প্রচলিত আমাদের দেশীয় প্রেমের কবিতা গানে সমাজ-বিরুদ্ধ ভাব কিছুটা দেখতে পাওয়া গেলেও তাতে রুচি-বিরুদ্ধ বীভৎস ভাব তেমনটা দেখা যায়না । যেমনটি দেখা যায় এখানে হয়েছে বলা:

সকল প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হতে চাওয়া আবুল হাসানের কবিতাই চাই আমার মন পিদিমের মাটি তেল করে
যেমন সে লিখেছিল
“ চলে গেলে তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবো আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি "


মনে হয় যেন তিনি বলে গেলেন কবিগুরুর সেই কথাটিই
আমার হৃদয় আমারি হৃদয়
বেচি নি তো তাহা কাহারো কাছে
ভাঙাচোরা হোক, যা হোক, তা হোক,
আমার হৃদয় আমারি আছে


এমনিতেই সমাজের উপর দিয়া সহস্র বৎসরের পরিবর্তন গিয়েছে বহে , এক সমাজ ভেঙ্গে আর-এক সমাজ গঠিত হচ্ছে , ধনী গরীবের ব্যবধান বাড়ছে , প্রেমিক প্রেমিকার উপর নির্যাতনের চরম পরিনতি হচ্ছে , যখন চারি দিকে সকলই ভাঙতেছে গড়তেছে, সেরূপ একটি সময়ে এই নৈশব্দের নৈবদ্যে কবি ও কবিতায় জীবনানন্দ, আবুল হাসান, হেলাল হাফিজদের কস্টময় প্রেমের কবিতার কিছু কথা ভেসে উঠেছে দীপ স্তম্ভের ন্যায় সমুদ্রের মধ্যে অটল ভাবে দাঁড়িয়ে থাকার একটি দৃপ্ত প্রত্যয় নিয়ে ।

ধন্যবাদ ভাবগাম্ভির্যময় সুন্দর কবিতাটির জন্য ।
শুভেচ্ছা রইল

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যগুলো সব সময় আমাকে আলোড়িত করে ।
শুভ কামনা :)

৯| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৫

কাশফুল মন (আহমদ) বলেছেন: সুন্দর হয়েছে

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০২

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আহমেদ !
পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ :)

১০| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার কবিতাটি পাঠে একজন কবির ইচ্ছার লাগাম থেকে বেরিয়ে আসার আরাধোনা আর মনের মধ্য যতনে লালিত স্বপ্ন বুনন তট এতই নিপুন হয়েছে ... বাহ বাহ অসাধারণ কবিত্ব স্বত্তার বহি:প্রকাশ । ভাল থাকবেন সবসময় এবং এমন করেই যেমননি আপনার চাওয়া।

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৪

মনিরা সুলতানা বলেছেন: আপনার অসাধারন মন্তব্যে কৃতজ্ঞতা !
এমন সব মন্তব্য লেখার অনুপ্রেরনা
সব সময়ের মত আপনার শুভাশিসের প্রত্যাশা রইল ।

অনেক অনেক ভালো থাকবেন :)

১১| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬

হাসান মাহবুব বলেছেন: মুঠো ভরা স্নিগ্ধতা। খুব ভালো লাগলো।

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !
অনেক ভালো থাকবেন :)

১২| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: কিছু কিছু কবিতা পড়ে একটা ভাল লাগার ঘোর তৈরী হয়। যেমন আপনার এই কবিতা পড়ে হল। বেশীর ভাগ সময় ভাল লাগার ব্যাখ্যাটা আমি দিতে পারি না। শুভ কামনা রইল আপনার জন্য

২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০০

মনিরা সুলতানা বলেছেন: মন ছুঁয়ে গেলো আপনার মন্তব্য !
সব সময় ভালোলাগার ব্যাখ্যা দেবার জন্য অনেক কিছু লেখার প্রয়োজন হয় না ।

লেখায় স্বাগত আপনাকে
অনেক অনেক শুভ কামনা :)

১৩| ২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্যাকুল শর্ত বিহীন নত হতে চাই আমি ও ভালোবাসায় সুন্দর বলেছেন।

এক জীবনে অনেক কিছুই হতে চাওয়া'গুলো থেকে যায় অধরা, তবুও কত কিছুই হতে মন চায় আমাদের, সকলের। অদ্ভুত সুন্দর কবিতায় ভাললাগা রইল। উপমার ব্যবহারে বরাবরের মত মুগ্ধতা রইল। ভাল থাকুন সবসময়, শুভকামনা জানবনে।

২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আপনার দেখা পেয়ে ভালোলাগলো !
মুগ্ধতা ছুঁয়ে গেলো । অনেক অনেক ভালোথাকবেন শুভ কামনা :)

১৪| ২১ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

আনু মোল্লাহ বলেছেন: কবিতা তো কবিতাই :)

যে সব কারনে কবিতা পড়ি তার সবই উপস্থিত এই কবিতাই। অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন আপু :)

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০২

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোল্লাহ ভাই !
আপনার প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো ।
আপনার জন্য ও শুভ কামনা :)

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:০৯

সোহানী বলেছেন: আরে দারুনতো......

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু মন্তব্য আপনার ভালোলাগা প্রকাশের জন্য !!!
শুভ কামনা আপনার জন্য :)

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কবিতার হাতটা দারুন!:)


এই বিষয়ে সময় দিলে নিঃসন্দেহে ভালো করবেন!:)

কবিতায় লাইক!:)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রহমান !!!
মন ভালোকরা মন্তব্যের জন্য :)

১৭| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৩

তারুন্যের দামামা বলেছেন: অনেক ভালো লাগা|

১২ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত তারন্য !!
ভালোলাগা প্রকাশে কৃতজ্ঞতা ।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

খায়রুল আহসান বলেছেন: এ কবিতাটি পড়ার সময় মনে হচ্ছিল, এটা হয়তো আগেও আমি একবার পড়েছি। স্ক্রল করে মন্তব্যের ঘরে নিজের নামটা খুঁজলাম, পেলাম না। লাইকের ঘর খুঁজলাম, সেখানে সোহানী আর বিলিয়ার রহমানের আগে নিজের নামটা পেলাম। বুঝলাম, কবিতাটি আগেও পড়েছি, 'লাইক'ও দিয়েছি, কিন্তু হয়তো মন্তব্য করতে বেমালুম ভুলে গেছি।
রোদে ভেজা চুলে আমিই হতে চাই আবুল হাসানের প্রেমিকা - কবিতা পড়ে আমার মনে হলো, কবি আবুল হাসান বেঁচে থাকলে এ কবিতা পড়ে হয়তো সত্যি সত্যিই আপনার প্রেমে পড়ে যেতেন! :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩

মনিরা সুলতানা বলেছেন: আমার ও অনেকের অনেক লেখায় এমন হয় ,বিশেষ করে যেসব লেখা অনেক ভালোলাগে সেই লেখা বারবার পড়ি ; মনে হয় মন্তব্য করেছি হয়ত। তাছাড়া খুব প্রিয় কিছুতে ভালোলাগা'র প্রকাশ সহজে করা যায় না ।

রোদে ভেজা চুলে আমিই হতে চাই আবুল হাসানের প্রেমিকা - কবিতা পড়ে আমার মনে হলো, কবি আবুল হাসান বেঁচে থাকলে এ কবিতা পড়ে হয়তো সত্যি সত্যিই আপনার প্রেমে পড়ে যেতেন! :)

দারুন কমপ্লিমেন্ট আহসান ভাই !!!
একদম উড়ছি !!!
কৃতজ্ঞতা কৃতজ্ঞতা , মন ভালো করা মন্তব্যের জন্য।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: ছবিটা খুব সুন্দর। কোথা থেকে নিয়েছেন/তুলেছেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

মনিরা সুলতানা বলেছেন: ছবি’টা আমার তোলা ২০১২/১৩ র দিকে হবে -
নওগাঁ , বদলগাছী’র গ্রামের ঈদ গা মাঠ সংলগ্ন পুকুরে ।
ডিভাইস - আইফোন-৪

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

চাঙ্কু বলেছেন: একটু হাওয়াতেই ভেসে বেড়ানোর শুকনো বাঁশ পাতার মত নিরিবিলি নির্জন একটা জীবন চেয়েছিলাম আমি
কচুরিপানা হেলেঞ্চার মত স্বচ্ছ জলে ভেজা শেকড় নিয়ে !


এই রকম অস্থির সময়ে, অসহিষ্ণু পৃথিবীতে নিরিবিলি নির্জন একটা জীবন পাইবেন না। আপনার জন্য আফসুস ;)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মনিরা সুলতানা বলেছেন: আফসুস ছাড়া উফায় কি /:)

তয় ননাফসুসিত ব্যাফার হইতাছে !!!!
আপনি আমার কবিতা পড়ে ফেলেছেন !!!
আমি আনন্দিত !! অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.