নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
আমি অরণ্য প্রেমী আরণ্যক আর আরণ্যক মানেই গাছ ফুল লতা পাতা _
একজন সাধারণ নগর প্রেমীর কাছে ও হাজারো কারন আছে গাছ / বৃক্ষ কে ভালোবাসার । জীবনদায়ী অক্সিজেন থেকে শুরু করে ,রোদ বৃষ্টি থেকে রক্ষা করা তাছাড়া জীব জগতের বহু প্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল এই গাছ /বৃক্ষ ।
উইকিপিডিয়ায় বৃক্ষকে যেভাবে আমাদের কাছে তুলে ধরেছেন ;
বৃক্ষ বহুবর্ষজীবী কাষ্ঠবহুল উদ্ভিদ। বৃক্ষকে এভাবে সঙ্গায়িত করা হয়: কাষ্ঠবহুল উদ্ভিদ যার মাটি থেকে সুস্পষ্ট শীর্ষ প্রকটতা বিশিষ্ট একটি একক প্রধান কান্ড অথবা গুঁড়ি থেকে বহুধাবিভক্ত অপ্রধান শাখা বিকশিত হয়।কিছু লেখকের মতে পূর্ণ বিকশিত অবস্থায় বৃক্ষের ন্যূনতম উচ্চতা ৩ মিটার থেকে ৬ মিটার হওয়া উচিত। আবার কিছু লেখক গাছের কান্ডের ন্যূনতম ব্যাস নির্ধারণ করেছেন ১০ সেমি। অন্যান্য কাষ্ঠবহুল বৃক্ষ, যারা এই শর্তগুলো পূরণ করতে পারে না, যেমন শাখান্বিত প্রধান কাণ্ড অথবা ছোট আকৃতির গাছকে গুল্ম বলা হয়। অন্যান্য উদ্ভিদের তুলনায় বৃক্ষ দীর্ঘজীবী হয, কোন কোন গাছ হাজার বছরও বেঁচে থাকে এবং ১১৫ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
বৃক্ষ প্রাকৃতিক সৌন্দর্য্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এরা ভূমিক্ষয় রোধ করে এবং এদের পত্রপল্লবের নিচে আবহাওয়া-সুরক্ষিত বাস্তুসংস্থান তৈরি করে। বৃক্ষ অক্সিজেন তৈরি ও বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড দূরীকরণ এবং ভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ল্যান্ডস্কেপিং ও কৃষির উপাদানো বটে, যার কারণ হল তাদের সৌন্দর্যগত আবেদন ও বিভিন্ন ধরণের ফল। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ ঘরবাড়ি তৈরি সহ নানান কাঠামো তৈরিতে এবং জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয়। ২০০৫ সালের হিসাব অনুযায়ী পৃথিবীতে প্রায় ৪,০০০ কোটি গাছ ছিল, প্রতি মানুষে প্রায় ৬১ টি।
আজকাল ফেসবুক পাতায় ব্যক্তি পছন্দভেদে চমৎকার সব বিজ্ঞাপন ভীড় করে ,আমার সেই তালিকায় ফুল লতা পাতাই বেশি । তেমনি এক বিজ্ঞাপন নজরে আনল পৃথিবীর সবচাইতে সুন্দর কিছু গাছ এর এক তালিকা ছবি সহ। চট জলদি নিজের (সেভ তালিকায় )গুদাম ঘড়ে তুলে রাখলাম আর সময়ে অসময়ে মুগ্ধ নয়নে রূপ সুধা পান করতে থাকলাম ।অসাধারণ সুন্দর কিছু দেখলেই ইচ্ছা করে কাছের জন কে ডেকে ডেকে দেখাই । আর খুব কাছের জনের তালিকায় সামু ব্লগার রা ও আছেন _
কানাডার এই ১২৫ বছর বয়সী রডরেন্ড্রন ছিলো তালিকার প্রথমে ( A 125-year-old rhododendron, Canada)
ওয়েস্টেরিয়া মাত্র ১৪৪ বছর বয়স উনি এসেছেন সূর্যোদয়ের দেশ জাপান থেকে(A 144-year-old wisteria, Japan)
নিউজিল্যান্ড এর সর্ব দক্ষিণের এলাকায় যেখানে এন্টার্কটিকা থেকে দুহাজার মেইল বেগে দুরন্ত ঝঞ্জার বেগে বাতাস বয় সেই তুমুল বাতাসে দুমড়ে মুচড়ে যাওয়া এই সুন্দরীর নাম Windswept বাতাসের কান্না ! (Trees twisted by strong winds, New Zealand) ;
আমেরিকার পোর্ট ল্যান্ড এ জন্ম নেয়া জাপানিজ ম্যাপল (A Japanese maple tree, Oregon, USA)
আমেরিকার ওরেগণ স্টেটের শৈবালে ঢাকা southern beech tree (A moss-covered southern beech tree, Oregon, USA)
সুদূর জার্মান শহরে নিজ দেশের গর্বিত প্রতিনিধি জাপানী চেরী ফূলের গাছের সারি (Cherry trees in bloom, Germany) ;
সাউথ ক্যারোলিনা র ওক গাছ (The Angel Oak Tree,South Carolina);
ব্রাজিলিয়ান সুন্দরী কৃষ্ণচূড়া (Delonix regia, Brazi)
ইয়েমেনের ধ্বংসস্তূপ এ ড্রাগন ব্লাড (Dragon blood trees, Yemen) ;
ম্যাপেল গাছের সারি (A tunnel formed from maple trees, Oregon, USA);
রঙধনু রঙ এ ইউক্যালিপটাস ( Rainbow eucalyptus, Hawaii);
দক্ষিণ আফ্রিকার জাকারান্ডা ( Jacaranda trees, South Africa) ;
সাউথ ক্যারোলাইনা অঙ্গ রাজ্যের ওক (Oak Alley, South Carolina) ;
মাদাগাস্কারে থাকা বোয়াবাব গাছ ৪০০ বছরের বৃদ্ধ ( Baobab trees, Madagascar) ;
আয়ারল্যান্ড এ বিচ গাছের সারি ( An alley of beech trees, Northern Ireland)
আকাশ ঢাকা দৈত্য গাছ সেকোয়া ( The third largest tree in the world (a giant sequoia), California)
অনেকদিন দেখা হবে না তারপর ঠিক একদিন দেখা হবে এমনি কোন এক রূপসীর ছায়াতলে !
সুত্রঃ ব্রাইট সাইড
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
মনিরা সুলতানা বলেছেন: এ আর এমন কি, সবাই পরে
আপনি আপনার ক্যামেরা নিয়ে ওদের রুপের মহিমা আরও চমৎকার ভাবে তুলে ধরতে পারবেন বলেই আমার মনে হয় ধন্যবাদ জ্ঞানী মন্তব্যের জন্য ভালো থাকবেন, শুভ কামনা
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
সাহসী সন্তান বলেছেন: ইয়ে আপা, শিরোনামটা জানি কেমন কেমন! শিরোনাম দেখে ভাবছিলাম এখানে সম্ভাবত ভিন্ন কিছু দেখানো হইবেক! সেই ধরনের প্রিপারেশান নিয়াও আসছিলাম! তয় আইসা কিন্তু নিরাশ হই নাই! মানে সবই তো রুপবতি, কি কন?
দক্ষিণ আফ্রিকার জাকারান্ডার গাছের সারির মত, আমাদের এলাকার রাস্তার পাশের গাছের সারি গুলোও অনেকটা একই রকম! দেখতেও সেইম! তবে সেগুলো বাবলা গাছ!
পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০
মনিরা সুলতানা বলেছেন: আমিও তাই জানতাম ,পুলাপান রে কেমনে আনতে হয় পোষ্ট এ
দেখতে কিছু কিছু সেইম বলেই ভালোলাগাটা ও বাড়ছে আমার, আপন আপন লাগছে
সবাই রূপবতী, হয়ত সবাইকে সবার পছন্দ না ।
অনেক ধন্যবাদ সাস
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ, মনোমুগ্ধকর । ইসস এই গাছগুলা যদি সব একসাথে আমার বাড়িতে পেতাম !!!
অসংখ্য ধন্যবাদ মন ভালো করা একটা পোস্ট দেয়ায় ।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
মনিরা সুলতানা বলেছেন: আমি তো প্রায় প্রতিদিন একবার করে দেখি অসম্ভব ভালোলাগে !
সব একসাথে পাওয়া তো যাবেই ,তবে ছবিতে
আপনাকে ও ধন্যবাদ চমৎকার অনুভূতি প্রকাশের জন্য ।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২১
জেন রসি বলেছেন: উইকিপিডিয়া দেখি আমার মতই বেরসিক! উইকিপিডিয়া পড়লে সুন্দরীরা কনফার্ম মাইন্ড করবে! তাদের দরকার প্রকৃতিপ্রেমী কবি।
সুন্দর পোস্ট আপু। সুন্দরীরা ভালো থাকুক। পৃথিবীকে সুন্দর রাখুক।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ,আপনার মত একটু আধটু হইলে মেনে নেয়া যেত কিন্তু এযে সব বেরসিকদের ছেড়ে ছুঁড়ে নাম্বার ওয়ান দখল করে আছে কে জানত
সুন্দরীদের উইকিপিডিয়া না আপনার কবিতা পড়ায় উৎসাহ দিচ্ছি,প্রকৃতি আমাদের মত বাস্তবতা বর্জিত কিছু অর্বাচীনদের জন্যই না হয় থাকল !
ধন্যবাদ রসি ; হুম আমাদের প্রয়োজনেই সুন্দরীদের সুন্দরতম থাকতে হবে
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
কানিজ ফাতেমা বলেছেন: কয়েকবার দেখলাম, মুগ্ধতা আর মুগ্ধতা । সকাল বেলায় এমন একটি চমৎকার পোষ্ট খুব ভাল লাগলো ।
শুভ কামনা ।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফাতিমা জান্নাত !
আমি যে কতবার বার বার দেখি ,প্রথমবার দেখে বাচ্চাদের ডেকে এনে দেখিয়েছিলাম ।মনে হচ্ছিলো সবাই কে দেখাই তাই লিখতে বসে গেলাম ।
পোষ্ট এ চমৎকার মন্তব্যে ভালোলাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা !
শুভ কামনা
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৩
সুমন কর বলেছেন: আপনার প্রিয় তালিকার রূপবতীদের দেখে খুব ভালো লাগল।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১০
মনিরা সুলতানা বলেছেন: আশা করছি রুপবতী দের সাথে আপনার সাক্ষাত আনন্দঘন ছিল!
শুভ কামনা
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ততদিন ভাল থাকুন, আনন্দে থাকুন।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১২
মনিরা সুলতানা বলেছেন: ততদিন =কতদিন লিটন ভাই
অনেক অনেক ধন্যবাদ শুভ কামনার জন্য
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৮
সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: বাংলাদেশের দু’একটা গাছ দিলে আরো ভালো লাগত। তারপরও পোষ্টে +++++++++++++++++
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে সাগ্বতম সত্যের ছায়া!
আমাদের দেশের পুরাতন বট গাছ গুলো ও অনেক ই সুন্দর।
শুভ কামনা
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: রূপবতীরা গাছ হোক।আর না হোক গাছগুলো রূপবতী নিঃসন্দেহে।
প্রথমে শুধু দেখলাম।
তারপর পড়লাম।
কমেন্ট করলাম।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা তাই তো বলি পঠিত এতবার কিন্তু মন্তব্য এত কম ক্যান ।
রূপবতীরা গাছ হলে রাজপুত্র রা কবিতা লিখবে কিভাবে ?
শুভ কামনা শুভ্র !
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
পুলহ বলেছেন: মহামতি কনফুসিয়াস বলেছিলেন যে- সৌন্দর্য সবকিছুরই আছে, শুধু সেটা আবিষ্কার করবার দৃষ্টি থাকতে হয়।
সে কারণেই বুঝি- সমুদ্র মানে কারো কারো কাছে একগাদা পানি, আবার কারো কাছে জীবন্ত নীল রত্ন-পাথর, নীলকান্তমণি।
পাহাড় বলতে কেউ বোঝেন উচু মাটির দলা, অন্যদিকে কেউবা দেখেন তাকে বিশাল আকাশের সন্তান হিসেবে!
অরণ্য কারো কাছে শুধুই জঙ্গল, আর কারো কারো কাছে যেন রহস্যময়, নিমগ্ন বনভূমি- যার গভীরে অনন্তকাল ধরে আড়াল হয়ে আছে সৃষ্টির অমেঘ কোন মহাসত্য!
আপনার মত আমিও অরণ্যপ্রেমীদের দলে, তাই পোস্টে লাইক, প্রিয় ইত্যাদি আরো যা যা কিছু আছে !!
ড্রাগন ব্লাড, বাওবাব দেখে বিস্মিত হয়েছি; রঙ্গিন ইউক্যালিপ্টাস দেখে হয়েছি মুগ্ধ।
আর জাপানিজ ম্যাপলকে দেখে মনে হচ্ছে রংতুলির কোন অপূর্ব ছবি...
শুভকামনা জানবেন আপু !
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
মনিরা সুলতানা বলেছেন: আপনার পর্যবেক্ষণ কে সাধুবাদ !
ভরা পূর্ণিমায় কেউ মরন চায় আনন্দে আবার কেউ ঝলসানো রুটি ভাবে ।প্রয়োজন মানসিকতা আর পছন্দের সাথেই দৃষ্টিভঙ্গী পালটায় ।
আর একজন আরণ্যকের পরিচয় পেয়ে ভালোলাগলো ,প্রিয়তে নেয়া লাইক দেয়া সকল কিছুর জন্যই কৃতজ্ঞতা প্রিয় ব্লগার ।
ড্রাগন ব্লাড , বাওবাব ,ইউক্যালিপটাস ,জাপনিজ ম্যাপল এ আপনার উপমায় মুগ্ধতা !!!!!
অনেক অনেক ভালোথাকবেন শুভ কামনা
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বুড়ো বয়সেও রুপবতীদের প্রেমে পড়ে গেলাম। হাঃ হাঃ হাঃ। চমৎকার! প্রিয়তে নিয়ে রাখলাম।
ধন্যবাদ বোন মনিরা সুলতানা।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনার পদচারণায় আনন্দিত প্রিয় গল্পকার !!
প্রেমের কি আর বয়স আছে হেনা ভাই ? নির্দিষ্ট বয়স মেনে ও প্রেম হয় না ।তবে আপনার এই পতিত হওয়া তে আমার পোষ্ট এর মান উন্নত হল ।
প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতা !!!
শুভ কামনা
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন! অনন্য! বিস্ময়কর!!!!!
অনেক অনেক ধন্যবাদ শেয়ারে
++++++++++++
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভাই !
আপনার বিদ্রোহী মনের বিস্ময় দেখে ভালোলাগলো !
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ +++++ এর জন্য
শুভ কামনা
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৯
ক্লে ডল বলেছেন: রূপবতীদের রূপের সাথে সাথে কয়েকজনের বয়সও মুগ্ধ করল! আর Windswept এর আগ্রাসী মূর্তি ত দূর্দান্ত!!
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২২
মনিরা সুলতানা বলেছেন: আসলেই দেখে মনে হল উনারা বয়সের সাথে সাথে রূপের বন্যায় ভেসেছেন !!!
সত্যিই দুর্দান্ত আর নাম টা ও দেখুন বাতাসের কান্না ,মানে দুরন্ত বাতাস এর কাছে হার মেনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।
শুভকামনা ডল
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২
ধ্রুবক আলো বলেছেন: অসাধারন, চমৎকার একটি পোস্ট! খুবই ভালো লাগলো.,,,
বিশেষ করে এই জায়গাটাতো পুরো সপ্নের মতো...
আয়ারল্যান্ড এ বিচ গাছের সারি ( An alley of beech trees, Northern Ireland)
অনেক শুভ কামনা
পোস্ট খানি প্রিয়তে রাখলাম
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭
মনিরা সুলতানা বলেছেন: প্রথমবার দেখে আমার ও অনুভূতি আপনার মতন ,মনে হয় যেন স্বপ্ন ঘোরে আছি !!!
ধন্যবাদ আমার লেখায় আপনাকে সুস্বাগত ধ্রুবক !!!
অনেক ভালোথাকবেন
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কি আর বলবো। বিস্ময়ে আমি বাকরুদ্ধ। অসাধারণ! চোখ জুড়িয়ে গেলো।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শামীম !!!
প্রশংসা মন ছুঁয়ে গেল
১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫০
ডঃ এম এ আলী বলেছেন: প্রিয় তালিকার রূপবতীদের দেখে শুধু মুগ্ধতাই মুগ্ধতা ।
প্রিয়তে গেল । যাওয়ার আগে জিনাইদহের শতবর্ষী
বিশ্ববটবৃক্ষটিকে রেখে গেলাম যদিও এটা তত
রূপবতী নয় ।
শুভেচ্ছা রইল
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগলো আপনার উপস্থিতি !!!!
হাহাহাহ ঠিক বলেছেন উনাদের দেখে মুগ্ধতা শুধু বাড়েই , প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞ আমি ।
শতবর্ষ ধরে কালের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা বিশ্ববটবৃক্ষে মুগ্ধতা !!
নিজ র যা তাই বেশী আপন ।
শুভ কামনা
১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১২
রোকসানা লেইস বলেছেন: আপনার রূপসিদের শেষের দুজন ছাড়া সবার সাথে দেখা হয়েছে আমার । বয়সি নয় যুবতিদের সাথে। এছাড়া আরো ভিন্নরূপের যাদুকরি অনেকের সাথে দেখা হয়েছে। অপেক্ষায় আছি শেষের দুজনকে দেখার।
ডঃ এম এ আলী র ছবির বট বৃক্ষের মতন একটি বৃক্ষ দেখেছিলাম কলকাতার অদূরে। এখন ঢাকাতেও অনেক ঝুড়ি বের হওয়া বটবৃক্ষ হচ্ছে সময় লাগবে এবং পরিবেশ লাগবে তাদের শতবর্ষি হতে দেওয়ার জন্য।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!! আপনি তো অনেক সৌভাগ্যের অধিকারী বলতে হবে আপু ! সাথে গুনী একজন ও ! !!
কিছু গল্প কি আমাদের সাথে শেয়ার করা যাবে ? ভালোলাগত আপনার লেখায় তাদের কথা ।
শেষের দুজনকে দেখার অপেক্ষার অবসান ঘটুক সেই কামনা ।
আপনার শেষ কথার সাথে সুর মিলিয়ে বলছি " সময় এবং পরিবেশ লাগবে তাদের শতবর্ষি হতে দেবার ।
শুভ কামনা আপু
১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২৪
ইমরান আশফাক বলেছেন: খুবই চমৎকার।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত ইমরান আশফাক !!!!!!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রশংসা মূলক মন্তব্যের জন্য ।
ভালোথাকবেন শুভ কামনা
১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৩
ইমন হাসান007 বলেছেন: আমি আরণ্যক।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগতম ইমন হাসান !!!
খুব ভালোলাগলো আপনার আরণ্যক পরিচয় পেয়ে ।
শুভ কামনা আপনার জন্য
২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
দৃষ্টিসীমানা বলেছেন: প্রিয়তে নিলাম এবং আপনার জন্য অনেক শুভ কামনা ।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
মনিরা সুলতানা বলেছেন: প্রিয়তে নেয়া এবং শুভ কামনার জন্য কৃতজ্ঞতা !
পাঠে এবং মন্তব্যের জন্য ধন্যবাদ ,অনেক অনেক শুভ কামনা ;
লেখায় আপনাকে স্বাগতম দৃষ্টিসীমানা
২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
আমি তুমি আমরা বলেছেন: অসাধারণ পোস্ট। প্রিয়তে নিতে বাধ্য হলাম
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬
মনিরা সুলতানা বলেছেন: রূপবতীদের নেশা বড্ড ভয়ংকর ভাই
অনেক ধন্যবাদ প্রিয়তে নেয়া আর অসাধারন বলার জন্য !!!
শুভ কামনা , ভালোথাকবেন
২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো!
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর !!!!
পোষ্ট দেখে ভালোলাগা প্রকাশের জন্য
২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
হাসান মাহবুব বলেছেন: সব গুলোই সুন্দর। তবে ম্যাপেল গাছের সারি'র প্রতি ক্রাশ খায়া গেছি গা!
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৯
মনিরা সুলতানা বলেছেন: আমি জারকান্ডায় খাইছি
আসলেই সুন্দর নিজস্ব অনন্য আপনি ঠিকই বলেছেন !!!
শুভ কামনা হাসান মাহবুব ভাই
২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১০
এডওয়ার্ড মায়া বলেছেন: পৃথিবীর সব সুন্দরীদের সামুতে নিয়া আসছেন
আমি যে তাহাদের প্রেমে পড়ে গেলাম
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
মনিরা সুলতানা বলেছেন: হুম পৃথিবীর সুন্দরীরা সামু এসে নিজেদের জনম সার্থক ভাবছে !!!
আহা !! সবাই পরে সমস্যা কি সুন্দরের প্রতি এই পতন ঠেকানো সম্ভব না
২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১২
সায়েদা সোহেলী বলেছেন: লেখক বলেছেন: আমিও তাই জানতাম ,পুলাপান রে কেমনে আনতে হয় পোষ্ট এ হা হা হা ্ তুমি একটা জিনিয়াস
রূপবতীদের রুপের ঝলকে আমি সব সময়ই মুগ্ধ ্, কত সুন্দর করেই না তিনি এই পৃথিবীটাকে আমাদের জন্য সাজিয়েছেন !!!
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: বল কি জিনিয়াস ,সারা জীবন এই উপাধি শুনতে চাইছি আহা আইজ ধন্য আমি
সত্যি গৃহিণীরা কত প্যাশন নিয়ে নিজেদের গৃহ সাঁজায় আমারা মুগ্ধ হই , আর সৃষ্টিকর্তা যে প্রতিটি ধুলি কণা ও কত যত্নে আমাদের জন্য সাজিয়েছেন যেন মুগ্ধতার শেষ নেই তাতে ।
তোমার জন্য ও শুভকামনা আর ভালোবাসা
২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮
গোফরান চ.বি বলেছেন: দারুণ পোস্ট।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ গোফরান !!!
শুভ কামনা আপনার জন্য
২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৩
কয়েস সামী বলেছেন: ওয়াও! গ্র্যাট!
০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৯
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশের জন্য ধন্যবাদ সামী !!!
শুভ কামনা
২৮| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি মন্তব্যের জন্য । উপরের ১৬ ও ১৭ নং মন্তব্যের প্রতি উত্তর ও ১৭ নং মন্তব্য ও প্রতি উত্তরের কথা মালার সাথে সহমত । আমাদের দেশের এই রূপবতীদের পরিচর্চার জন্য সকলের এগিয়ে আসতে হবে আরো সচেতনভাবে । গত ৮ই মার্চ ২০১৫তে ডেইলী স্টারে আসা এই প্রতিবেদনটির মুল কথা একটু দেখা যেতে পারে ।
FAMOUS BANYAN TREE ON THE VERGE OF RUIN
A famous banyan tree lies on twenty bighas of land, height is ninety six feet and has one thousand four hundred and six sub-trunks are on the verge of ruin due to the lack of maintenance and care. While visiting the place this correspondent talked to a good number of visitors and locals and came to learn that most of its wings and branches are gone.
The largest banyan tree of Asia, spread over 20 bighas of land and ninety six feet tall, is located at Jhenidah near Kaliganj upazila town. PHOTO: STAR
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩
মনিরা সুলতানা বলেছেন: শুধু কি বৃক্ষের ব্যাপারে আলী ভাই ? আমাদের ঐতিহাসিক ভবন গুলোর কি অবস্থা বলেন ,কোন পরিকল্পনা নেই ,নেই কোণ পরিচর্যা , আমাদের রূপবতীরা ক্যাবেল শ্রী হারাচ্ছে দিন দিন ।
বেশ অনেকটা সময় পর মন্তব্য প্রতি উত্তরের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ।
ভালোথাকবেন শুভ কামনা
২৯| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭
শাব্দিক হিমু বলেছেন: মনযোগ দিয়ে দেখলাম। বিচিত্র। ভালো লাগলো।
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
মনিরা সুলতানা বলেছেন: আসলেই প্রকৃতি বিচিত্র সমাহারে সাজানো !
ধন্যবাদ মন্তব্যের জন্য ,শুভ কামনা
৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
অরুনি মায়া অনু বলেছেন: কি অপূর্ব এই সৃষ্টি। কি মহান সেই কারিগর। যত দেখি ততই দেখতে মন চায়। আহা থাকত যদি আমাদের দেশেও চেরি ফুলের সমাহার। তাতে কি আমাদেরও আছে কৃষ্ণচূড়া, সোনালু,শিমুল,পলাশ।
কিন্তু চেরি ফুলগুলো যেন স্বর্গীয় অনুভূতি দেয়। জাপানকে মনে হয় স্বর্গরাজ্য। খুব সুন্দর পোস্ট। মন ছুঁয়ে গেল।
১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৬
মনিরা সুলতানা বলেছেন: জাপান কে আমার ও স্বর্গ রাজ্য মনে হয় !!
তবে ওরা এত চমৎকার পরিকল্পনা মাফিক সব সাজিয়ে রাখে যে আপ্রুপ প্রকৃতি আরো মোহনীয় হয়ে ধরা দেয় ।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ অনু
৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৮
প্রবাসী পাঠক বলেছেন: প্রতিটিই যথেষ্ট রূপবতী! শত বর্ষ বয়সীরাও যথেষ্ট ফিট এবং রূপবতী।
১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
মনিরা সুলতানা বলেছেন: সহমত প্রবাসী ভাই!!!!
অনেক ভালোথাকবেন শুভ কামনা
৩২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭
অপ্সরা বলেছেন:
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু!!!!!!!!!
আহারে আপু এত সুন্দরী রুপবতীদেরকে আনলে অথচ আমাদের আসল সুন্দরী রুপবতী সুন্দরবনের সুন্দরীকে ভুলে গেলে কেমনে!!!!!!!!!
১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫০
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে পরীমনি কিছু ই ভুলি নাই , আমাদের রুপসীদের সাথে সবাই যেন তুলনা করে দেখতে পারে আর নিজেদের গর্বিত হতে পারে ,তাই এই পোষ্ট ।
ধন্যবাদ সুন্দর ছবির জন্য !
৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩
বাংলাদেশী দালাল বলেছেন: দিদি সালাম। কেমন আছেন? আবার ফিরে আসলাম ব্লগে।ব্লগ ডেতে। প্রথম কমেন্ট আপনাকে।
পোস্টা দেখে গেছি আগেই। খুব ভালো লেগেছে।ভাল থাকবেন।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
মনিরা সুলতানা বলেছেন: ওআলাইকুম আস সালাম ভাই ,বহু বহু বহু দিন পর আপনাকে দেখে আনন্দিত হলাম ! এবং অনেকদিন পর মন্তব্য প্রতিউত্তরের জন্য দুঃখ প্রকাশ করছি ।
হাহাহা ব্লগে ডে তে প্রথম মন্তব্য পেয়ে আমি যারপরনাই উচ্ছ্বাসিত ,আশা করছি নিয়মিত ভাবে আপনার মন্তব্যে ধন্য হবে আমারে লেখা গুলো ।
পোষ্ট ভালোলেগেছে জানতে পেরে আরো ভাললাগলো !!!
অনেক অএঙ্ক শুভকামনা
৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
দেখতে এসেছিলাম আপুমনির নতুন কোন পোস্ট মিস হয়ে গেল কিনা
নতুন কিছু না পেলেও রেখে গেলাম দুনিয়ার সবচেয়ে সুন্দর গাছটি
মনে হল এটা আপুমনির এই রূপবতিদের ব্লগেই মানায় ।
In the Ashikaga Flower Park in Tochigi, Japan sits an incredibly gorgeous wisteria tree that's often referred to as the most beautiful in the whole world.
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা মনে হয় না এত সহজে মিস হবে ,কারন হচ্ছে আমার খামখেয়ালী লেখার অভ্যাস এই মুহূর্তে যা একেবারেই নেই ।
আহা ! কি রূপের মোহনীয়তা ,মনে প্রশান্তি দেয় এমন এক এক জন রূপবতী । অনেক অনেক ধন্যবাদ আপনার রেখে যাওয়া উপহারের জন্য !!!!
ছুটিতে দেশে গিয়েছিলাম ব্যস্ততার জন্য ব্লগে মন্তব্যগুলোর প্রতিউত্তরে বেশ কিছুদিন সময় লাগলো দুঃখিত অনাকাঙ্ক্ষিত অপেক্ষার জন্য ।
অনেক অনেক ভালোথাকবেন ,শুভ কামনা
৩৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:০৭
সোহানী বলেছেন: ওয়াও দারুন সব গাছতো...........
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭
মনিরা সুলতানা বলেছেন: সত্যই দারুন আপু !!!!
অনেক ভালোথাকবেন ,শুভ কামনা
৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
কেমন আছেন?
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৩
মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যের জন্য ও অনেক অনেক ধন্যবাদ শোভন !!!
আলহামদুলিল্লাহ ভালো আছি
৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
স্নিগ্ধ শোভন বলেছেন:
Sequoia Sempervirens
৩৭৯.৭ ফিট।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬
মনিরা সুলতানা বলেছেন: বাপ রে এত্তবড় !!!!!!
ব্লগে নিয়মিত হতে দেখে অনেক ভালোলাগছে ,শুভ প্রত্যাবর্তন
৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪
আমিই মিসির আলী বলেছেন: কি চমৎকার সবগাছপালা!!
স্রষ্টার সৃষ্টির আসলেই কোন তুলনা হয় না।
+++
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১
মনিরা সুলতানা বলেছেন: যথার্থ বলেছেন সত্যই তুলনাহীন !!!
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
গাছের নিচে মানুষ এর সাইজ দেখেন
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮
মনিরা সুলতানা বলেছেন: এই জন্যই দানব লিখছিলাম ।
মনে হচ্ছে ছোট্ট একটা চার আনার মুদ্রা
৪০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ , প্রতি মন্তব্যের কথামালায় মুগ্ধ । নতুন পোস্ট না সহসা না দিলেও রেখে যাওয়া পোস্টের লিখ ও ছবি বার বার দেখেও সাধ মিটেনা । ছুটিতে দেশে কাটিয়ে আসা দিন গুলি আশা করি ভালই কেটেছে এবং আমাদের জন্য অনেক সুখকর অনুভুতির অভিজ্ঞতা নিয়ে আসা হয়েছে ।
শুভেচ্ছা রইল ।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭
মনিরা সুলতানা বলেছেন: ডঃ এম এ আলী ভাই , আপনাদের আন্তরিকতা আর উৎসাহ আমি আপ্লূত !!!
আসলেই সুখকর হয় সবসময় ই দেশের সময়গুলো ,অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারব কিনা জানি না ,তবে বেশনেকদিন চমৎকার ভাবনায় স্মৃতি রোমন্থন করতে পারবো ।
অনেক অনেক কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় দান ও আন্তরিকতায়
৪১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
জুন বলেছেন: তোমার রূপবতীদের দেখেছি কিন্ত নেটের সমস্যায় মন্তব্য করে উঠতে পারি নি মনিরা । তোমার দেয়া নীচের এই গাছের কৃত্রিম রূপ দেখেছি ঘরের পাশে মলে। সেখানে জাপান ফেষ্টিভ্যাল হচ্ছিল, সেখানে এমন করে চাদোয়া বানিয়েছিল এই ফুল দিয়ে । তোমার রূপসীর কথা ভেবে তার একটা ছবি তুলে এনেছি । দেখো
ওয়েস্টেরিয়া মাত্র ১৪৪ বছর বয়স উনি এসেছেন সূর্যোদয়ের দেশ জাপান থেকে(A 144-year-old wisteria, Japan)
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩২
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপু এত সমস্যা কাটিয়ে চমৎকার মন্তব্য আর মন ভালো করা ছবির জন্য !!!!
এই ফুলের রঙটাই আমাকে মোহিত করে কি আশ্চর্য সুন্দর তাই না ।
অনেক অনেক ভালোবাসা আপু উপহারের জন্য
৪২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
অপরূপ পোস্টটি ।
অপরূপা গাছগুলো ।
আর আরণ্যক এর গ্রন্থনাকারিনী .......................
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮
মনিরা সুলতানা বলেছেন: আপনার অপরূপা বিশেষণে বিশেষায়িত মন্তব্যে দারুন ভালোলাগা ভাইয়া !!!!
৪৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫২
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভকামনা নিরন্তর!!!
৪৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮
প্রামানিক বলেছেন: দারুণ লাগল রুপবতী পোষ্ট। ধন্যবাদ
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই !!
৪৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
মনিরা সুলতানা বলেছেন: আমি আপ্লূত আপনাদের সবার আন্তরিকতায় !!!
অনেক ধন্যবাদ আলীভাই শুভ কামনার জন্য ,আপনার ও আপনার পরিবারের সবার জন্য রইলো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা
৪৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫৩
সচেতনহ্যাপী বলেছেন:
দেশের পরিচিত গাছগুলিকে দেখতে পলে কতই না ভাল লাগতো।।
ধন্যবাদ।। এবং নূতন বছরের শুভেচ্ছাও রইলো।।
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখছি ,যদি ও আমি নিজেই অনেক বেশি অনিয়মিত ।
দেশের পরিচিত গাছ এর সেরা রূপবতী হয়ে উঠার জন্য আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে বলেই মনে হয়
আপনার জন্য ও নিউ ইয়ারের শুভেচ্ছা ভাইয়া
৪৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সামিউল ইসলাম বাবু !!!
আপনার জন্য ও রইলো শুভেচ্ছা
৪৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৭
পিকাচু বলেছেন:
মনিরান্টি ই ই ই ই ই ই
হ্যাপ্পু নিঊ ইয়ারু
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪
মনিরা সুলতানা বলেছেন: হ্যাফি নুয়ার পিকা পিকাচু !!
অনেক ভাল্লাগসে তোমারে ব্লগে ফিরতে দেখে
শুভ কামনা !!
৪৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫
বিজন রয় বলেছেন: মনিরা আপা কেমন আছেন?
নতুন লেখা নিয়ে হাজির হন।
০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪
মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি রয় , কৃতজ্ঞতা মনে রাখার জন্য !!
মনে আছে লেখা ,পাতায় আসলে হাজির হয়ে যাব
৫০| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: মনিরাপু কিছু কইবার চাইছিলাম তয় আফনের হাতের অস্র খানার ভয়ে সাহস পাইতেছি না !
আম্মের রূপবতীগুলার আমার খুব পছন্দ হইছে। তাই একটা লাইক দিয়া গেলাম!
০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা অস্র সব সময় কামে লাগে না ভাই ,ভয় পাইয়েন না ।
আপনার লাইক এর জন্য ধন্যবাদ রূপবতীদের রূপের ঝলক থেকে বাঁচা মুশকিল
শুভেচ্ছা
৫১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
ভালো হলো, আপনি সংগ্রহ করাতে, দেখা হলো মনোরম এসব বৃক্ষকে।
০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ গাজীভাই !!
অনেক অনেক ভালোথাকুন ,শুভ কামনা
৫২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৫
চাঁদগাজী বলেছেন:
"নিউজিল্যান্ড এর সর্ব দক্ষিণের এলাকায় যেখানে এন্টার্কটিকা থেকে দুহাজার মেইল বেগে দুরন্ত ঝঞ্জার বেগে বাতাস বয় সেই তুমুল বাতাসে দুমড়ে মুচড়ে যাওয়া এই সুন্দরীর নাম Windswept বাতাসের কান্না ! "
-এখানে তথ্যে ভুল থাকার সম্ভাবনা, প্রকৃতিতে ২০০০ মাইলে বেগে বাতাস বইতে ( বা সৃস্টি করার মত বল নেই) পারে বলে মনে হয় না; কারণ ইহা "সুপারসোনিক" থেকেও অনেক বেশী।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২
মনিরা সুলতানা বলেছেন: হতে পারে গাজী ভাই !
৫৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:১২
চিন্তক মাস্টারদা বলেছেন: কয়েক বার দেখলাম তা না, বরং দেখতে বাধ্য হলাম।
ধন্যবাদ রূপবতীদেরকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
পরিচয় হওয়ায় মঝেমধ্যে আড্ডা দেওয়া যাবে! যদিও বয়স্কা! তারপরও যে রূপবতী
০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯
মনিরা সুলতানা বলেছেন: জী মাস্টারদা বার বার দেখার মত রূপ নিয়েই উনারা জন্মেছেন !!!
চিন্তা করার পর ও যদি আড্ডা মারার সময় থাকে আপনার হাতে , তাহলে তো রূপবতীরা রইলই ।
শুভ কামনা এবং আমার লেখায় স্বাগত
৫৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮
খায়রুল আহসান বলেছেন: আর খুব কাছের জনের তালিকায় সামু ব্লগার রা ও আছেন _ - খুশী হ'লাম, ধন্যবাদ!
Windswept কে দেখে একটা কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে!
রঙধনু রঙে ইউক্যালিপটাস - এর ছবিটা অপূর্ব!
অনেকদিন দেখা হবে না তারপর ঠিক একদিন দেখা হবে এমনি কোন এক রূপসীর ছায়াতলে! - মায়ায় ভরা এ কথাটা স্পর্শ করে গেল! The journey is short but the destination long!
সুন্দর পোস্ট। + +
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০
মনিরা সুলতানা বলেছেন: সামু ব্লগার রা সব সময় ই প্রিয় তালিকায় রয়ে গেছে ,আপনাকে ও ধন্যবাদ !
লিখে ফেলুন আহসান ভাই ,আপনার কবিতার অপেক্ষায় থাকলাম ।
চমৎকার মন ছোঁয়া মন্তব্যে ভালোলাগা !! আপনার জন্য রঙধনু ইউক্যালিপটাস এর আর একটা ছবি
৫৫| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৩
শোভন শামস বলেছেন: লাবণ্যময় রঞ্জিন প্রকৃতি, নানা রঙের খেলা , প্রকৃতি এভাবেই মানুষের মনকে প্রশান্ত করে, অপূর্ব ছবির সমাহার, ধন্যবাদ
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য
৫৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১
জসীম অসীম বলেছেন: লেখা খুব ভালো লাগলো। ধন্যবাদ। ভালো থাকবেন।
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২০
মনিরা সুলতানা বলেছেন: আপনি ও অনেক অনেক ভালো থাকুন এই শুভ কামনা !
আমার লেখায় স্বাগত জসীম অসীম
৫৭| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
অভিলাষ মাহমুদ বাকলিয়া বলেছেন: আমি ব্লগে নতুন । আপনাদের পোষ্ট পড়ি আর মুগ্ধ হই ... আপনাদের মত তো আর আমার দ্বারা সম্ভব না ... ভালো থাকুন । ভালো লিখুন ।
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত আপনাকে !
ব্লগের পরবর্তী দিনগুলো তো আপনাদের ই ...
অনেক অনেক শুভ কামনা , ভালো থাকবেন
৫৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:০৮
ডঃ এম এ আলী বলেছেন: এসেছিলাম নতুন কিছু আছে কিনা দেখতে , যাহোক পোস্টের প্রথম ছবিটাকে একটু স্মরণ করে ভাল লাগা জানিয়ে গেলাম
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০
মনিরা সুলতানা বলেছেন: লেখার আগ্রহ পাচ্ছি না আলীভাই
আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা ,আমাদের জন্য চমৎকার সব লেখা নিয়ে ব্লগ মাতিয়ে রাখুন সব সময়ের মত
৫৯| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৪
ডঃ এম এ আলী বলেছেন: প্রতি মন্তব্যটি দেখে গিয়েছিলাম যথাসময়েই , এর প্রক্ষিতে অনেক কথা বলার ছিল তাই ভেবেছিলাম পরে সময় নিয়ে আসব । লিখায় আগ্রহ হারানোর কথায় ব্যতিত হলাম। আপনি আগ্রহ হারালে আমরা যাব কোথায়। সত্যি কথা বলতে গেলে দীর্ঘদিন ইংরেজী দেশে বসবাসের কারনে বাংলা লিখা একেবারেই হয়ে উঠেনি। বাংলা লিখা হতে দীর্ঘদিন বিরত থাকার পরে এই সামুর পাতায় লিখা লিখি শুরু করার প্রাথমিককালে বানান ভুল ভ্রান্তিতে ভরা ছিল আমার লিখা । সেসময়ে হাতের কাছে বাংলা ডিকশনারী না থাকায় অনেক শব্দের বানান ও লিখা শৈলী দেখার জন্য বিচরণ করা হতো আপনার লিখায় । কতভাবে উপকৃত যে হয়েছি তা শুধু বুঝি আমিই ।
আপনার লিখা পোস্টগুলি মহুর্তেই ছড়িয়ে পরে অগনিত পাঠকের মাঝে , হৃদয়ে বরন করে নেয় আনন্দিত মনে । প্রতিটি লিখায় থাকে নন্দন শৈলী নির্বাচিত প্রাসঙ্গীক ভাষা ও প্রকৃতির নির্মল ছোয়া । জীবনাশ্রয়ী ও মানুষের মননশীলতার কথামালায় সমৃদ্ধ লিখাগুলি আমাদের সামুর পাঠকের নিকট সবসম্ই হয় হৃদয়গ্রাহী । সেই আপুনিই যদি বলেন লেখায় আগ্রহ পাচ্ছিনা তাহলে তা আমাদেরকে কতটুকু ব্যথাতুর করতে পারে তা কি ভেবেছেন একটুও । আশা করি শত ব্যস্ততার মাঝেও লিখা করবেন শুরু ।
আর একটি কথা এখানে অতি বিনয়ের সাথে বলতে চাই , এ মন্তব্যের ঘরে আসার পথে চাদগাজীর একটি মন্তব্য ও আপনার প্রতি মন্তব্য নজরে পরে । আপনার দেয়া লিংকটি ফলো করে দেখে এলাম, মনে হল বিষয়টি আপনি আবার একটু দেখতে পারেন ।
ভাল থাকার শুভ কামনা রইল
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০
মনিরা সুলতানা বলেছেন: আপনার কাছে বিভিন্ন ভাবে কৃতজ্ঞ আলীভাই !!
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য
৬০| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪
নতুন নকিব বলেছেন:
"প্রিয় তালিকার রূপবতীরা" না কি "তালিকার প্রিয় রূপবতীরা"- সত্যি করে বলুনতো আপনি কোনটা লিখতে এবং বুঝাতে চেয়েছেন?
ভাই, আমরা সরল সোজা মানুষ। আমরাতো প্রিয় মনে করি আপনি যে রূপবতীদের কথা বলেছেন তাদের। কিন্তু 'তালিকা' -কে যখন আপনি 'প্রিয়' বলে 'রূপবতী' -দের দূরে সরিয়ে রাখেন তখন কেমনে মেনে নেই?
বিরক্ত করলাম।
এরকম একটি সুন্দর পোস্টের জন্য আন্তরিক মোবারকবাদ।
ভাল থাকবেন, বোন।
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা চমৎকার বলেছেন নাকিব ;
আচ্ছা আপনার জন্য শিরোনাম পাল্টেই দিলাম ;
"প্রিয় তালিকার প্রিয় রূপবতীরা "
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ !!
শুভ কামনা
৬১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগল বোন
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত সরদার !
ধন্যবাদ মন্তব্যের জন্য , অনেক অনেক ভালো থাকুন শুভ কামনা
৬২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫
শামীম সরদার নিশু বলেছেন: আপনার জন্যও শুভকামনা।
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ
৬৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৭
প্রথম স্পর্শ বলেছেন: অসম্ভব ভাললাগা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬
মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ স্পর্শ !!!
শুভ কামনা
৬৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
টুনটুনি০৪ বলেছেন: দারুন সুন্দরী!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত টুনটুনি ০৪
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ,শুভ কামনা আপনার জন্য
৬৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:১০
ডঃ এম এ আলী বলেছেন: ইদানিং সামুতে মন্তব্য ও প্রতিমন্তব্যের কোন নোটিফিকেশন পাওয়া যায়না । আমার ইংরেজী নববর্ষ পোস্টে আপনার জানার বিষয়ে কিছু তথ্য দেয়া হয়েছে। এছাড়া বেল পোস্টের মন্তব্যেও প্রতি উত্তর দেয়া হয়েছে ।
শুভেচ্ছা রইল ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০১
মনিরা সুলতানা বলেছেন: কিছু সমস্যা সব সময়ে ই থেকে যাচ্ছে , অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য প্রতিউত্তরের জন্য !!
আপনার জন্য ও অনেক শুভ কামনা
৬৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭
অপু দ্যা গ্রেট বলেছেন: আপুর পোষ্ট মানেই নতুন কিছু ।
যদিও আমি নিজেই অনেক দিন পর ব্লগ এ এলাম ।
ভাল আছেন?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০১
মনিরা সুলতানা বলেছেন: ভাল আছি গ্রেট অপু
অনেক ধন্যবাদ লেখা পড়ে মন্তব্যের জন্য !
৬৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০১
আনোয়ার হুসাইন খান বলেছেন: ভালো লাগলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত খান !
আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত ।
শুভ কামনা
৬৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩
অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার লাগলো। সুন্দর সংগ্রহ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম হৃদয়!!!
ধন্যবাদ মন্তব্যের জন্য, শুভ কামনা
৬৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১
বিজন রয় বলেছেন: আপা কেমন আছেন?
নতুন পোস্ট আসছে না তো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩
মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি রয় !!
আপতত বই মেলার বই পড়া নিয়ে বিজি
৭০| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫৪
ধানিলংকা বলেছেন: ভালো লাগলো। আপনার বৃক্ষ নিয়ে ভাবনাটা সত্যিই চমৎকার।
১৫ ই জুন, ২০১৭ রাত ১০:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশে ধন্যবাদ লংকা আপু অথবা ভাইয়া ?
আমার বৃক্ষ ভাবনা আপনার মন ছুঁয়েছে জানতে পেরে আনন্দিত !
আরেয়ে আপনার ব্লগ্ননিক এর প্রোফাইল ছবি তো দেখছি আমার তোলা ছবি ; বাহ !!
এটা আমার ফেসবুকের প্রোফাইল পিকচার ও ।
অনেক অনেক ভালোথাকুন শুভ কামনা ।
৭১| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:৫৩
ঘুড্ডির পাইলট বলেছেন: তথ্যবহুল পোস্ট পড়ে অনেক কিছূ জানতে পারলাম , জাপানিজ ম্যাপল এর একটা পেইন্টিং করে সেল করছিলাম গত বছর রমযানে। বিডি সাইক্লিস্টের একজন সদস্য কিনছিলো
১৫ ই জুন, ২০১৭ রাত ১১:০৯
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত পাইলট ভাই !
আপনার করা কাজ গুলো অনেক চমৎকার হয় ;আপনি এইটার কথা বলছেন ?
এই রমজানে আমার জন্য একটা করেন ;
শুভ কামনা
৭২| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:০৩
ধানিলংকা বলেছেন: ধন্যবাদ আপনার প্রতিউত্তরের জন্য। আমারতো জানা ছিলনা এটা আপনার পি. পিক। তাহলেতো আপনার ছবি তোলার হাতেরও প্রশাংশা করতে হয়, জদিও এটা আমার ফেবু এর পি. পিক এও আছে। আপনার আপত্তি থাকলে বদল করে দিতে পারি।
১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: কী যে বলেন আপত্তি কেন থাকবে আপনি প্রোফাইল এ ব্যবহার করলে ; আমি তো আনন্দিত !!!
শুভ কামনা ।
৭৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩
ধানিলংকা বলেছেন: আপনাকেও আন্তরিক অভিনন্দন।
আমার তরফ থেকে আপনার জন্য একটা গান
https://youtu.be/h-5GQvOLrls?t=408
১৬ ই জুন, ২০১৭ রাত ১:০৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
ধন্যবাদ এবং শুভ কামনা
৭৪| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:১৮
ধানিলংকা বলেছেন: পনাকেও অশেষ ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেয়ার জন্য।
১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৭
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা
৭৫| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০
নক্ষত্র নীড় বলেছেন: ভালো থেকো সুন্দর!
ভালো থেকো রূপসী-স্মৃতি!!
পৃথিবীর অপরূপা তুমি!!!
২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬
মনিরা সুলতানা বলেছেন: পৃথিবীর সবচাইতে ভালো কাজ হচ্ছে ভালো থাকা ; ভালো রাখা !!
শুভ কামনা নক্ষত্র ।
৭৬| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১
নক্ষত্র নীড় বলেছেন: এই প্রথম কেউ আমাকে 'নক্ষত্র' নামে ডাকলো। চুপি চুপি বলি 'আহা কী আনন্দ আজ অাকাশে বাতাসে!'
আর 'পৃথিবীর সবচাইতে ভালো কাজ হচ্ছে ভালো থাকা ; ভালো রাখা !!' দারুণ বলেছেন!তাই থাকবেন।তাই যেন পারি।
২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা আমিও আনন্দিত আপনাকে আনন্দ দিতে পেরে ।
নামটা সত্যি ই সুন্দর !!
অনেক অনেক ভালো থাকার শুভ কামনা !
৭৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
মিথী_মারজান বলেছেন: কি চমৎকার সব রূপবতীর দেখা মিলল আপনার ব্লগে এসে।
চোখ, মন সব জুড়িয়ে গেল।
আচ্ছা, কৃষ্ণচূড়া কি ব্রাজিলিয়ান ফুল!
এত আপন লাগে যে দেশীয় অথবা বড়জোর এই উপমহাদেশের হবে এমনটা ভাবতাম।
মুগ্ধতা রইল।
১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবান মিথী মনি
পুরনো লেখায় খুঁজে পড়ার জন্য !!!
তোমার চোখের ,মন জুড়াতে পেরে প্রায় সপ্তাহ খানেক কষ্ট মিষ্টি মিষ্টি লাগছে !
না ব্রাজিলীয়ান না মোটামুটি অনেক দেশেই হয় তবে অরিজিন দেখলাম মাদাগাস্কার
হুম অনেক আপন একটা ফুল ,আমি শুরুতে দুবাই এসে কৃষ্ণচূড়া দেখে আবাক ঠিক আমাদের ক্যাম্পাসের মত ; তবে গাছগুলো ছোট ছোট ।
মুগ্ধতা!!!!! মুগ্ধতা !!!!ভালোবাসা !!!ভালোবাসা !!!
৭৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
রাকু হাসান বলেছেন:
একজন প্রকৃতি প্রেমী বলেই তাইতো বারবার প্রকৃতি নানা রঙে রঙ্গিত হয় কাব্যিক ভাব । এক বছর আগের পোস্ট ,আজই বিদায় দিব এই বছর কে তাই ব্লগ বাড়িতে হানা দিচ্ছি । বোয়াবাব গাছ ৪০০ বছরের ! এত বছর একটি গাছ টিকে আছে,ভাবতেই অবাক হচ্ছি খুব ,তারচেয়ে বেশি অবাক হচ্ছি গাছের নিচে গরুর গাড়ি দেখে । প্রত্যেকটি ছবি আমি মুগ্ধ নিয়ে দেখেছি । আর ভেবেছি কোনো দিন সেই গাছের সাথে কোনো এক বিকলে কাটাতে পারতাম । নয়নাভিরাম ,মনোমুগ্ধ কর । প্রকৃতির এই অপার সৌন্দর্যের শেষ কোথায়? আর কতই বা অজানা রয়ে গেছে । গাছ ,উদ্ভিদ সম্পর্কে জানা যাবে এমন বইয়ের নাম জানা থাকলে সাজেস্ট করলে খুশি হবো । আমার ইচ্ছা আমি অনেক কিছু চিনবো ,জানবো ,কেউ জিজ্ঞেস করলেই হলফ করে বলে দিতে পারবো এটা এই কাজ ,এই হলো এটার বৈশিষ্ট্য । ব্লগ বাড়িতে এসে অতি ভালোলাগার পোস্ট পেয়ে খুশি লাগছে ।
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা !! এতদিন আগের লেখায় এসেছ !!
হুম আমি একজন অরণ্য প্রেমী! একজন আরণ্যক। প্রথমবার দেখে আমি নিজেও মুগ্ধতায় নয়ন ফেরাতে পারি নাই। তোমার মত আমার ও কে সন্ধ্যার আগ্রহ ছিল এদের সাথে। বেশ চর্চিত টুরিস্ট প্লেস এসব, অনেকেই যাচ্ছে দেখলাম; আশা করতেই পারি একদিন আমরা ও !!! কি বল !!!
না রে অত প্যাশান নিয়ে আরণ্যক হবার সময় সুযোগ নেই অনলাইন গুগুল মামা ই ভরসা।
নিশ্চয়ই জানবে অনেককিছু , আগ্রহ যেহেতু আছে ; অবশ্যই সফল হবে। অনেক শুভ কামনা।
ধন্যবাদ রাকু আমার লেখায় ভ্রমণের জন্য।
৭৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
কালীদাস বলেছেন: টাইটেল দেইখ্যা সরল মনে ঢুইক্কা ধোঁকা খাইলাম পয়লা লাইন কয়টা পৈড়া ভাবতাছিলাম মনে হয় সুন্দরীদের ফটুশুট করা হৈসে জঙ্গলের ব্যাকগ্রাউন্ডে। কিয়ের কি?!
নিউজিল্যান্ডেরটা আর ইউক্যালিপ্টাসটা ভাল লাগছে
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহাহা
আজকাল সরলদের জন্য পোলাও রান্না হয়, ভাত একেবারেই নাই
তবে আজকালের ছেলে পিলেদের সেভিং ক্রিমে রূপবতী, লুঙির বিজ্ঞাপনে রূপসী দেখে অভ্যাস খারাপ হয়ে গেছে, বনবাদাড়ের বিজ্ঞাপনে ও ফুল লতা পাতার দাম নাই।
নিউজিল্যান্ডের গাছগুলিরে আমার মনে হইছে, মাথা নত না করার প্রতীক মনে হইছে !!
৮০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০
স্রাঞ্জি সে বলেছেন:
প্রকৃতির এই অপরুপ রূপবতীদেরকে আপনার পছন্দের গুদাম থেকে যদি তুলে নিয়ে না আসতেন। তাহলে আমরা সবাই এমন চোখ জোড়ানো সব রূপবতীদের দেখতে পারতামনা।
সামুর সব যে আপনার কাছের তা জেনে খুব খুশি হলাম। না হলে তো_____
ঠিক মনে নাই কোন মুভিতে। হয়ত এভেটর মুভিতে ওয়েস্টেরিয়া মত গাছ দেখছিলাম। এই রূপবতীর ছায়াতলে একবার যেতে খুব ইচ্ছা করতেছে।
বাইশতম ভাল লাগা জানিয়ে গেলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০২
মনিরা সুলতানা বলেছেন: আজকাল কি কোনকিছু আর অধরা , অদেখা বলেন !! আগ্রহ নিয়ে গুগুল মামার কাছে আবদার করা কেবল
যাইহোক আমি নিজেও যথেষ্ট উচ্ছ্বসিত আপনাদের সবাই কে রূপবতীদের রূপ সুধা পান করাতে পেরে। আর আপনাদের ভালোলাগা গুলো সে উচ্ছ্বাসে পূর্ণতা দিয়েছে।
হুম হুম আমার কাছে জাদু আছে
তাই সামুর সব আমার কাছের
আচ্ছা ! না হলে কী !! সেটা না হয় বলেই ফেলেন।
আর একদিন নিশ্চয়ই হবে আপনার আশ্রয় এমন কোন রূপবতীর, ছায়াতলে। অগ্রিম শুভ কামনা জানিয়ে রাখলাম।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৪
নিরব জ্ঞানী বলেছেন: রূপবতীদের প্রেমে পড়ে গেলাম আপু।
চমৎকার পোস্ট। ++