নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

ছাপার অক্ষরের পাঠ বিলাস !! বই মেলা-২০১৭

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬



শেখ রানা ভাই এর সাথে আমার পরিচয় ২০০৭ সালের দিকে ,আমার জীবনের নিদারুণ খর সময়ে ;
অসম্ভব দ্রুত ঘটে যাওয়া রুপান্তর গুলো সামলাতে সামলাতে প্রায় ভুলে যাওয়া অন্য এক "আমি " জন্ম হচ্ছিলো তখন ।
রূপান্তরের ও সুক্ষচেরা রক্তক্ষরণের বেদনা আছে ;
প্রতিনিয়ত সেই যন্ত্রণায় আমি আমার জীবন সঙ্গী দুজনেই বিদ্ধ হতাম তখন আর নিজেদের মাঝে আগের সেই আমাদের খুঁজে
ক্ষরণ এর স্থায়িত্ব বাড়াতাম।
আমার চাইতে আমার সঙ্গীর যন্ত্রণা ছিলো একটু বেশী ;
গ্রামের বাটার স্যান্ডেল পরা ছেলে থেকে কর্পোরেট জুতার যন্ত্রণা, মাথায় সাইড সিঁথি থেকে ব্যাক ব্রাশ এর
মাঝ রাতে মা কে দেখতে ইচ্ছে করায় মাইলের পর মাইল হেটে সূর্যোদয়ে মায়ের দেখা পাওয়া ছেলে থেকে বোর্ডিং পাস আর পাসপোর্ট ভিসায় আটকে যাবার যন্ত্রণা ।
খুব খারাপ প্রবাস জীবনের বন্ধ্যা সময়ে ইন্টারনেট ঘেঁটে এক বাঙলা সাইটে পেয়েছিলাম "পরী " গান ;
এরপর আমাদের নিজেদের ফিরে পাওয়ার এক আখ্যান !
সামহুয়ার ইন ব্লগে পড়তে এসে পেলাম শব্দ পাখীর দেখা ,জানলাম একজন শেখ রানা কে ।
দোয়েল শালিকের জীবন কাটানো আমি এবারের মেলায় আমার প্রিয়তালিকার বই গুলো হাতে পেয়ে ই;
শুরু করলাম ভ্রমন কাহিনী তে
" রুল টানা খাতা "
উনিশ টি ভিন্ন শিরোনামে সাজানো গল্প গুলোর সাথে আমার ব্যালকনির ছোট্ট কোনে বসে চোখে সবুজ মাখি , মিশু আপু আর ভাইয়ার সাথ লাউয়া ছড়ার নির্জনতায় হাটি , এডিনবরা উড়াল দেবার জন্য গোছগাছ ।
পাবনায় লাল সবুজ বইঘড় গ্রন্থাগারের জন্য বই সংগ্রহ করার সাথে স্বপ্ন আঁকি বই পাগল গ্রামের ;
স্কটল্যান্ডের দুর্গ জয় করে, এলিফেন্ট ক্যাফেতে বসে জে, কে রাউলিং এর হ্যারী পটার লেখার গল্প শুনি ।
ইস্তানবুল , চিকেনশপ এ কাজের গল্প আর বাড়ির পাশে আরশি নগরের রুপকথা !!
আরো অনেক অনেক সবুজের শব্দ ঝংকার আর নস্টালজিক সুরের জন্য
"রুল টানা খাতা " !!

মন্তব্য ৫২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্যের জন্য আপনাকে ও ধন্যবাদ সুমন কর !!!
শুভ কামনা :)

২| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

খায়রুল আহসান বলেছেন: খুব খারাপ প্রবাস জীবনের বন্ধ্যা সময়ে ইন্টারনেট ঘেঁটে এক বাঙলা সাইটে পেয়েছিলাম "পরী " গান ;
এরপর আমাদের নিজেদের ফিরে পাওয়ার এক আখ্যান !
সামহুয়ার ইন ব্লগে পড়তে এসে পেলাম শব্দ পাখীর দেখা ,জানলাম একজন শেখ রানা কে
--
ভাল লাগলো। + +

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আহসান ভাই শুভেচ্ছা আপনার জন্য !!
ভাললাগা প্রকাশ এবং প্লাসের জন্য ধন্যবাদ :)

৩| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য ধন্যবাদ। বইটা সংগ্রহ করার চেষ্টা করবো।

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ মন্তব্যের জন্য !!
ভ্রমন প্রিয়দের অবশ্যই ভালোলাগবে আশা করছি ।
শুভ কামনা :)

৪| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

পুলহ বলেছেন: "খুব খারাপ প্রবাস জীবনের বন্ধ্যা সময়ে ইন্টারনেট ঘেঁটে এক বাঙলা সাইটে পেয়েছিলাম "পরী " গান ;
এরপর আমাদের নিজেদের ফিরে পাওয়ার এক আখ্যান ! "-- জানি না কেন আপনার লেখায় এ দুটো লাইন পড়ে নীচের লাইনদু'টির কথা মাথায় এলো-
"জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার !"
সেটা কি ছন্দ/ লয়ের সাদৃশ্যের কারণে? নাকি অন্য কিছু!
অভিনব একটা পাঠ প্রতিক্রিয়া পড়লাম। শৈল্পিক এবং সৃষ্টিশীল!
কিছু কিছু টাইপো আছে মনিরা আপু, সুযোগ মত ঠিক করে নিতে পারেন।
আপনার এই লেখাটাও নিশ্চিতভাবেই এক অপূর্ব শব্দপাখি। রংধনু ভর করে যে পাখির ডানায়...
শুভকামনা সব সময়ের জন্য!

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৫

মনিরা সুলতানা বলেছেন: আসাধারন এক মন ভালো করা মন্তব্যের জন্য কৃতজ্ঞতা পুলহ !!
দুজন ভালোবাসায় থাকা মানুষ যখন প্রাত্যাহিক কঠিন সময়ে আটকে যায় তখন খুব প্রয়োজন ছোট ছোট সুখ নিজেদের মত খুঁজে নেয়া ,আর সেই সুখের নিয়ামক হয় হয়ত ,কখনো অপার্থিব কোন পাশের আরশি নগর ,অথবা গান ,কবিতায় নিজেদের খুঁজে পাওয়া
আমার আর আমার স্বামীর বেলায় অনেকটাই ছিল এই "পরী " গান ।
প্রথম বার শুনেই আমার মানস পটে চলে আসে এমন করে ক্যাবল আমার জন্য সব সাঁজায় প্রিয় সঙ্গী প্রিয়জন !
আমরা আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা এই গানের মাধ্যমেই অনেকটা প্রকাশ করি নতুনভাবে ।

টাইপো আমার পিছু ছাড়ে না :( চেষ্টা করব ঠিক করে নেয়ার ।

আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা :)

৫| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: বাহ আপুনি!!!!!!!!!

পরী গান আর গানের গীতিকার নস্টালজিক ওরফে শেখ রানা আমাদের অনেক অনেক প্রিয় একজন মানুষ! তার বই কথন অনেক অনেক ভালো লাগলো! :)

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শায়মা !!!
সত্যি ই উনি আমাদের সবার অনেক প্রিয় !
বই কথন এ ভালোলাগা জানিয়েছ , আমার ও ভালোলাগলো ।

শুভ কামনা তোমার জন্য :)

৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


আপনি নিজের লেখার কারুকার্য্য, অলংকার দেখালেন, নাকি বইটির উপর রিভিউ লিখলেন? এটা বুঝতে পারলে, দুটোর যে কোন একটার উপর মনোনিবেশ করবো।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা গাজী ভাই এত সুন্দর বই এর রিভিউ তো সাদা বাঙলায় লেখা অপরাধের শামিল , তাই কিছুটা কারুকাজ করতেই হল ;)
আর আমার লেখার কারুকার্য্য, অলংকার বোঝানোর জন্য তো আমার লেখা কবিতাই আছে ব্লগে ।

সুতরাং বেশি টেনশন না করে এইটা একটা সাদাসিধা বই কথন বুঝে নিন ,এবং তাতেই মনোনিবেশ করুন B-))

মন্তব্যের জন্য ধন্যবাদ ,শুভ কামনা :)

৭| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩২

নেক্সাস বলেছেন: একবার বই মেলায় দেখা হয়েছিল। এমন দারুণ লোক খুব কম হয়। লাভ ইউ রানা ভাই

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫০

মনিরা সুলতানা বলেছেন: অনেকের গল্পেই উঠে আসে উনার চমৎকার ব্যক্তিত্ব ,যদিও আমার ব্লগের মন্তব্য বিনিময় ছাড়া কখনো কথা বলার সুযোগ হয় নি ।
শুভ কামনা নেক্সাস :)

৮| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



অপূর্ব লেগেছে শুরু থেকে শেষটা । শব্দ বিন্যাস রুলটানা খাতার মতোই নিপাট । দিনযাপনের হাতিয়ারগুলো ঝেড়ে মাঝে মাঝে
কী-বোর্ডের পিয়ানোতে হাত দেয়ার অভ্যেস, এই মুগ্ধ পাঠের সুর সপ্তকে এসে যেন ঠাঁই গাড়লো ।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:০০

মনিরা সুলতানা বলেছেন: আহমেদ জী এস ভাইয়া আপনার প্রতিটা মন্তব্য অসাধারন হয়ে থাকে ;এটাও ব্যতিক্রম নয় !
আমার লেখায় আপনার মুল্যবান মন্তব্যগুলো সবসময়ই অলঙ্কার !!!

এই মুগ্ধ পাঠকের সপ্তক সুরে ঠাই লেখার অনুপ্রেরণা হয়ে রইলো ।

৯| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। আপনার পোষ্ট পড়তে পড়তে নিজেও স্তব্ধ মনোযোগী হয়ে পড়লাম। কতটা ভালো লাগলে একটা বই সম্পর্কে এভাবে বলা যায়!!!

রুল টানা খাতা'র প্রতি শুভকামনা রইল।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগত নাঈম জাহাঙ্গীর নয়ন !!
চমৎকার ভাষায় নিজের ভালোলাগা এই মন্তব্যে তুলে ধরেছেন আপনি ।
আসলে ভ্রমন কথা আমার সবসময় ই প্রিয় তাই ভালোলাগার প্রকাশ টা হয়ত আপনার ভালোলেগেছে ।

আপনার জন্য ও শুভ কামনা :)

১০| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ও মননশীল গোছানোর কথায় বলে দিলেন এক অপূর্ব দর্শন। ভাল লাগা অফুরাণ।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

মনিরা সুলতানা বলেছেন: সুজনের জন্য শুভেচ্ছা!!!
ধন্যবাদ ভালোলাগার নান্দনিক প্রকাশের জন্য :)

১১| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: আমি হয়তো লেখার কিছুই বুঝি নি।। মন্তব্য বাহুল্যও হতে পারে।। তবু বলতে হচ্ছে, হাহাকার, দেশের জন্য।। একটু কথাতেই, ভাব প্রকাশ।।
প্রবাসে থাকায় মিস করছ।।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মনিরা সুলতানা বলেছেন: একদমই বাহুল্য নয় ভাইয়া , মূল অনেকটাই আপনার কথা হাহাকার দেশের জন্য !
আর দেশ বলতে তো কেবল জায়গাই বোঝায় না সাথে থাকে আত্মীয় পরিজন ,বন্ধু ,পরিচিত জন ।


ভালো থাকবেন ,শুভ কামনা :)

১২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: স্যরি টাইপো, মিস করছেন।।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ বুঝে নিয়েছি :)

১৩| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৪

খেয়া ঘাট বলেছেন: জানলাম। বাহঃ খুব সুন্দর করে লিখেছেন। বইটি পাঠের জন্য মমতা বাড়লো।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আরিফ !! অনেক অনেক দিন আমার লেখায় পেলাম ।
আশা করছি ভালোলাগবে :)

১৪| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন:
কষ্ট পেলাম প্রবাস জীবনের যন্ত্রণার কাহিনী পড়ে!!
তেমনি ভাল লাগল বইটির চমৎকার উপস্থাপন!!
বইটির প্রতি আকর্ষণ অনুভব করছি।

অনেক শুভকামনা আপু!!

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ বীথি আপু দরদ দিয়ে বোঝার জন্য !!
আমাদের প্রবাস জীবন আসলে অনেকটাই সংগ্রামের ,ঘড়ে বাইড়ে আমরা দুজনেই অনেক বেশি ভুক্তভোগী । আলহামদুলিল্লাহ্‌ আমার হাসবেন্ড এর সাধনা অনেকটাই সফল ।
"নস্টালজিক " এর ব্লগ পড়েছেন আশা করছি , ভালো লাগবে সেই কামনায় ।
শুভেচ্ছে অফুরান :)

১৫| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

শুভকামনা রইল।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই লেখক কে অভিনন্দন রয় !!
আপনার জন্য ও শুভ কামনা :)

১৬| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৩

কানিজ ফাতেমা বলেছেন: বইটি সংগ্রহের এবং পড়ার আগ্রহ তৈরী হলো । বেচেঁ থাকার জন্য নিজের মত অনেক কিছুই আসলে আবিস্কার করে নিতে হয় অথবা প্রাকৃত আশির্বাদে আবিস্কার হয়ে যায় ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার বলেছেন জান্নাত !!!
ভালো থাকাটা আমার হিসাবে অনেকটাই নিজেকে খুঁজে নিতে হয় ।
আপনার জন্য ও অনেক শুভেচ্ছা !
আশা করছি বই আপনার ভালোলাগবে :)

১৭| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২০

প্রামানিক বলেছেন: অভিনন্দন জানাই।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ , আশা করছি ভালোলাগবে আপনার !

১৮| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:




রুল টানা জীবনের খাতায় নিয়ে এলেন লাইন টানার আনন্দ । সামুর বাড়ীর
বাধ ভেঙ্গে আছড়ে পড়ল লিখায়, যা ছিল শক্ত তাই হল সোজা,যা ছিল কিছুটা
অজানা তাও গেল জানা। যেখানে ছিল বদ্দ কপাট সেখানে বইতে লাগল গল্পের
হাওয়া । ছোটরা পড়ল , বড়রা পড়ল, পড়ল গোটা দেশ । বাঙা্লীর পড়ার
পরিমান গেল বেড়ে , বাড়ল জীবনের আয়ু , বাড়ল সাহিত্যের আয়ু ।
শেখ রানা যেমন শেখ রানা , মনিরা সুলতানা তেমনি মনিরা সুলতানা,
যেমনি রুল টানা খাতার নেই কোন জোড়া তেমনি মনিরার বুক রিভিউ,
কোন কালে এমন সুন্দর রিভিউ হয় তা স্বপ্নেও ভাবিনি । রুল টানা খাতায়
সে যে শুধু গল্প নয় সে যে শব্দে গাথা সাহিত্য । যেমন আশ্চর্য ভাষা,
আশ্চর্য ছন্দময় কথামালা, তেমনি আশ্চর্য বিষয় । ঢাকার রাজপথ ছুঁয়ে
দূর্গ আর পাহাড় ঘেরা শান্ত এডিনবরা, হাঁটাপথে হান্টলি ধরে রুজ আর
সুজের সাথে গুপ্তধন খোঁজা ক্যান্টারবুরি, স্মৃতির শহর লন্ডন হয়ে পাখির
পাহাড় বারউইক আপঅন টুইড। চিকেন শপে কিচেন নিয়ে হুমাহুমি কিংবা
হাটঁতে হাঁটতে একটা স্টারবাকস খুঁজে পাওয়া কি নেই তাতে , এ শুধু ভাবা
ও হাসায়ই না চোখ ফোটায় । কথার হুল ফুটিয়ে চোখ ফোটায় ।
কোন কালে কোন দেশে কেও লেখেনি এমন লেখা , বিশ্বাস
না হয় যে কেও পাঠে দেখতে পারে তা ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! চমৎকার রুলা টানা খাতা বই কথনে আমি যা কিছু উহ্য রেখেছি আপনি তার অনেক গুলোই ছুঁয়ে গেলেন ;
দারুন এক লেখক হবার সাথে সাথে আপনি খুব ভালো মানের একজন পাঠক ও !!

অনেক অনেক ধন্যবাদ লেখায় আপনার মুল্যবান স্বতঃস্ফূর্ত এবং সুন্দর মন্তব্যের জন্য !!
শুভ কামনা নিরন্তর !

১৯| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক সুন্দর করে লেখেছেন, নিজের ঢঙে :)
চাঁদগাজি ভাইয়ের মন্তব্যের উত্তরটি এর সাথে পড়ে নিলাম।

দারুণ!............

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

মনিরা সুলতানা বলেছেন: মইনুল ভাই কৃতজ্ঞতা সুন্দর করে লিখেছি বলার জন্য !
দ্যা গ্রেট গাজী ভাই এর মন্তব্য ইগনোর করি ক্যামন করে বলেন :)

২০| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১

হাসান মাহবুব বলেছেন: আমিও কিনেছি। এখনও পড়ি নাই অবশ্য। তবে কিছু লেখা আগেই পড়া। সুন্দর গদ্য নিঃসন্দেহে।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১

মনিরা সুলতানা বলেছেন: হুম কিছু লেখা আমি নিজেও ব্লগে পড়েছিলাম ;
ভ্রমন কাহিনী বলেই আমি আগে এটাই পড়েছি ।
ধন্যবাদ মন্তব্যের জন্য হাসান ভাই :)

২১| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , আশ্বস্ত হওয়া গেল,
হয়নি কিছুই টা্ইপের বড় একটা গুতা আসেনি বলে ।
বেশি কথনের ফলে ইদানিং কিছু পাচ্ছি তবু বলে যাচ্ছি ।
খুশী হলাম সুন্দর প্রতি উত্তরে ।

শুভেচ্ছা রইল ।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: সব সময় ই আপনার মন্তব্যে সম্মানিত বোধ করি আলী ভাই !!
অনেক শুভ কামনা :)

২২| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১২

জুন বলেছেন: প্রিয় ব্লগারকে নিয়ে আরেক প্রিয় ব্লগারের কাব্য কথামালার স্মৃতিচারন যেন সুন্দর সংগীতের মতই সুর তুলে গেলো কানে । অসাধারন লিখেছো মনিরা। তোমার এমন একটি রিভিউর জন্যই ভাবছি একটা বই প্রকাশ করতে হবে :)
ভালোলাগা রইলো অনেক ।
+

১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২২

মনিরা সুলতানা বলেছেন: দারুন হবে আপু ,ভ্রমন আমার সব সময় অনেক অনেক প্রিয় !
ভালোলাগা আর চমৎকার মন্তব্যের আর সর্বপরি বই প্রকাশের ইচ্ছা প্রকাশের জন্য ধন্যবাদ আপু।

২৩| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

রফিকুলইসলাম বলেছেন: প্রবাস জীবনের কাহিনী বড়ই যন্ত্রণারৰ"""'

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

মনিরা সুলতানা বলেছেন: অনেকটাই সত্যি !
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ,শুভ কামনা ।

২৪| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা একটি অসাধারণ পুরনো পোস্ট পড়ে এলাম- ইচ্ছে হয়ে লুকিয়ে ছিলি মনের মাঝে রে ( আমার মা হবার গল্প ) -২।
খুব চমৎকার লিখেছেন, প্রাঞ্জল ভাষায় নিজের কিছু ব্যক্তিগত অনুভূতির কথা।

১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ব্লগিং সময় এর কথা মনে পরে গেলো আপনার এই মন্তব্যে ,আহা ! দারুন সময় কেটেছে ব্লগে ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ,শুভ কামনা :)

২৫| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১

এম ডি মুসা বলেছেন: সুন্দর

১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৭

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত MdMusa
প্রশংসার জন্য ধন্যবাদ :)

২৬| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:৩৮

ধানিলংকা বলেছেন: বইটিকে নিয়ে আপনার লেখাটা ভালো লাগলো। বইটা পরার ইচ্ছা রইল, যদিও আমার বই পরায় তেমন আগ্রহ নেই, তবুও বইটাকে নিয়ে আপনার লেখা পরে আসলেই বইটা পড়ার ইচ্ছা জাগল।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি পাঠে আনন্দ পাবেন !!
শুভ কামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.