নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

একদিন কবিতায় ফিরবো !

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২



কবিতায় ফিরতে ইচ্ছে জাগে খুব !

বেশ টলটলে দিঘী কালো জল
নিশ্চুপ বিকেলের গন্ধমাখা একটা কবিতা
ঠিক আমার ভাবনার চৌকাঠের ও'পারে
রাজ্যের বিষন্নতা মেলে অপেক্ষা করে আছে ...

তার সদ্য ফুরোনো দুপর ঝাঁঝের উত্তাপ নেই
শ্যাওলা জলজ ভালোবাসা মাখি
অজলায় ,কামনা গন্ধী মহুয়া সুখে ভাসি ;
আমার করে চাইলেই ফানুস উড়াল তার
উজানের পানে ...

খুব ছিমছাম এক কবিতার আজন্ম আক্ষেপ
বুনে রেখেছি ,লাল পাহাড়ী জবা বনের হৃদপিন্ডে ;
পুতুল বক্সের বাহারী জামা শাড়ী র রং
তুলতুলে পোষা বিড়ালের আহ্লাদে ।

দুরন্ত ডুব সাঁতারের বেলা
জোনাক জ্বলা রূপকথার সন্ধ্যা ;
সব, প্রহরের পরতে পরতে জমেছে
সেই কবিতা ছুঁয়ে দিতে না পারার দীর্ঘশ্বাস ।

একদিন আমি পথে কুড়ানো
বাসী বকুলের বঞ্চনার গল্প লিখব ;
হলুদ বনের সবুজ টিয়ার মন চুরি
অথবা কালো ভ্রমরের মালতী প্রেম !

সুহৃদ সহপাঠীর আজন্ম নরকবাস যারা নিশ্চিত করেছে
খেলার সাথীর সিঁথির সিঁদুর' মুছে দেয়া সামাজিক কিছু দানব ;
সাথে সময়ের সাত কাহন
সবটুকু নিয়েই লিখবো সে অগ্নিস্ফুরন।

গৃহস্থ বঁধুর অভিমান ধুয়ে ফেলা
যাদুকরী ডুবের তালপুকুর ;
আমাকে চৈত্র দুপুরের হু হু হাওয়ায় তার বুকে জমা গল্প শুনিয়েছে
আমার কবিতায় থাকবে বলে ।

শুকনো পাতার মল বাজনো কিশোরী ;
সাইতামার তুষার শুভ্র বালিকা ,অথবা _
যদি লিখি কৃষ্ণাভ তরুণীর হৃদয় নিয়ে
পার্থক্য র'বে রোদ মেঘ জল জঙ্গলে।

চলে যেতে পারি উত্তর হিমালয়ে
যেতে বাঁধা নেই যদিও_____

তারপর , আমার যখন মন খারাপ হয়
আমি অস্তাচলের বিষন্নতা দেখি
ঝড়ে উড়ে আসা শালিক ছানার অশ্রু জমা রাখি ...
শুধু কবিতায় ফিরব বলে !!!

কবিতায় ফিরব !!

মন্তব্য ১১০ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কবিতাটি পাঠে একরাশ মুগ্ধতায় ছেয়ে গেল হৃদয়। আপুনি অনেক শুভেচ্ছা আপনাকে।

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুজন !
আশা করছি ভালো আছেন ;
মুগ্ধতায় ভালোলাগা ,আপনার জন্য ও শুভ কামন ।

২| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: তারপর আমার যখন মন খারাপ হয়
আমি অস্তাচলের বিষন্নতা দেখি
- আমিও দেখি। এ নিয়ে কবিতাও লিখি।
সুন্দর কবিতা লিখেছেন। আরো লিখুন।
কবিতায় ভাল লাগা + +

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার অস্তাচলের কবিতা মন ছোঁয়া হয় সব সময় ।
উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ,আশা করছি সব সময় লেখায় পাশে থাকবেন ।
শুভ কামনা ।

৩| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৪

এখওয়ানআখী বলেছেন: শ্যাওলা জলজ ভালোবাসা মাখি
অজলায় কামনাগন্ধী মহুয়া সুখে ভাসি ------------- সত্যিই অসাধারণ। মনিরা সুলতানা কবিতায় ফিরে আসুন একদিন এই শুভকামনা রইল।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:২২

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আপনাক _
কবিতা পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা , শুভ কামনার জন্য ধন্যবাদ ।

ব্লগ ভ্রমন আনন্দময় হোক !

৪| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৩

ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ কবিতা ,
পাঠে মুগ্ধ ,
প্রিয়তে গেল ।

সুহৃদ সহপাঠীর আজন্ম নরকবাস যারা নিশ্চিত করেছে
খেলার সাথীর সিঁথির সিঁদুর' মুছে দেয়া সামাজিক কিছু দানব ;
সাথে সময়ের সাত কাহন
সব টুকু নিয়েই লিখবো সে অগ্নিস্ফুরন।


সময়ের সাত কাহণের অগ্নিস্ফুরন দেখার অপেক্ষায় থাকলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪০

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনার নিঃশর্ত মুগ্ধতা ,আমাকে মুগ্ধ করে সব সময় ;

কিছু কিছু সময়ে আসলেই বাধ ভেঙে যায় ধৈর্যের ,সাম্প্রতিক কুমিল্লা বোর্ড এর ফলাফলের পর এক ছাত্রের আত্ম হননের পথ বেছে নেয়ার নোট দেখে , অসম্ভব মর্মাহত ।
আমার স্কুল জীবনের বন্ধুর সাথে এমন খুব খারাপ ধরণের সামাজিক অন্যায় হয়েছে ,ঠিক তেমন ভাবেই বিশ্ববিদ্যালয়ের বন্ধুর সাথে
সব দেখে শুনে অন্যায় মেনে নিতে কষ্ট হয় ।

অনেক অনেক ধন্যবাদ ,শুভ কামনা !

৫| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাপ্রে বাপ,এতো দেখি জাত কবি...................ফিরাই সেঞ্চুরি!!!

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪২

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের মত ছাড়কারের মন্তব্য পাবার জন্য এমন একটু আধটু না লিখলে চলে ;
আমার লেখায় স্বাগত ।

শুভ কামনা !

৬| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয়তে না নিলে মাকরূহ হৈবো..............

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৩

মনিরা সুলতানা বলেছেন: লেখা সার্থক :)

৭| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুব ছিমছাম এক কবিতার আজন্ম আক্ষেপ
বুনে রেখেছি ,লাল পাহাড়ী জবা বনের হৃদপিন্ডে ;
পুতুল বক্সের বাহারী জামা শাড়ী র রং
তুলতুলে পোষা বিড়ালের আহ্লাদে ।
অসাধারণ ! পুরো কবিতাটাই নানা বাহারি উপমায় ভরপুর!!
অভিনন্দন নিন কবি।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৯

মনিরা সুলতানা বলেছেন: " অসাধারন " উপমা টি নিজের কাছে রাখলাম লিটন ভাই ।
অনেক অনেক ধন্যবাদ পাঠে এবং মন্তব্যের জন্য !

৮| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

সোহানী বলেছেন: দারুনতো.............

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫১

মনিরা সুলতানা বলেছেন: আপু ধন্যবাদ কবিতা পাঠের জন্য ।
শুভ কামনা অনিঃশেষ !

৯| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: যা করো না তাই, কয়েকটা টাইপো আছে পু।
আমি ব্যক্তিগতভাবে তোমার কবিতার ফ্যান। কিন্তু তুমি লেখো না। যা লেখো এবং লেখো না; সবকিছুই আমার ভালো লাগে।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:০১

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা শুভ্র !!

১০| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, আপা ।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৭

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ শাহরিয়ার কবীর ।
প্রশংসায় ভালোলাগা !

১১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: চলে যেতে পারি উত্তর হিমালয়ে
যেতে বাঁধা নেই যদিও__


কবিতা ভালো লেগেছে +

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২

মনিরা সুলতানা বলেছেন: ভাললাগা এবং প্লাস এর জন্য ধন্যবাদ ফেরিওয়ালা ।
আমার লেখায় আপনাকে স্বাগত ; অনেক অনেক ভালোথাকার শুভ কামনা !

১২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পাঠ এবং ভালোলাগা প্রকাশে ধন্যবাদ সুমন কর
আশা করছি ভালো আছেন ।

অনেক অনেক শুভ কামনা !

১৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৪

গেম চেঞ্জার বলেছেন: দারুণ সময় কাটলো!

ঘুমের আগে এইরকম কবিতা পড়া!!

থ্যাংকস!!

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৩

মনিরা সুলতানা বলেছেন: অনুভূতির চমৎকার প্রকাশের জন্য ধন্যবাদ চেঞ্জার !!
শুভ কামনা ।

১৪| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২০

নাগরিক কবি বলেছেন: ভয়ংকর সুন্দর আপু।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

মনিরা সুলতানা বলেছেন: কবি র জন্য শুভেচ্ছা , কাব্য পাঠ এবং তার উচ্ছ্বসিত প্রশংসার জন্য !
ভালো থাকার শুভ কামনা !

১৫| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন আপু।
মুগ্ধতা রইল আপনার কবিতায় ফেরায়।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৯

মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা নিজের করে রাখলাম নাঈম জাহাঙ্গীর নয়ন !
লেখার প্রশংসায় ভালোলাগা ; অনেক অনেক শুভ কামনা ।

১৬| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২০

উম্মে সায়মা বলেছেন: ভীষণ ভালো লাগল কবিতাটি। অসাধারণ সব উপমা দিয়েছেন।
শুভ কামনা আপু।

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২০

মনিরা সুলতানা বলেছেন: খুব সাধারন কিছু উপমা উম্মে আপু ,আপনার ভালোলেগেছে জেনে খুব ভালো লাগলো আমার ; কবিতায় পাঠকের সরব উপস্থিতি সব সময় লেখকের লেখার সব চাইতে বড় প্রাপ্তি । পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা আপুনি ।

অনেক অনেক শুভ কামনা :)

১৭| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক ভালো লাগা আর শুভেচ্ছা। খুব খুব ভালো লাগলো। ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগত মোঃ মঈনুদ্দিন !!
আশা করছি আপনার ব্লগ ভ্রমন আনন্দময় হবে ; কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ !

১৮| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: শব্দগুলো যেন শব্দের সাথে করছে খেলা । বেশ কাব্যিক । ভাল লেগেছে ।

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশ আমাকে আনন্দিত করেছে !
শুভ কামনা ।

১৯| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: সুন্দর লাগলো । ++++

শুভকামনা ।

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬

মনিরা সুলতানা বলেছেন: নীলপরি র জন্য অনেক অনেক ভালো থাকার শুভ কামনা :)

২০| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ভালো লাগা +++

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার প্রোফাইল ছবি ধ্রুবক আলো ।
ভালোলাগার দীর্ঘায়িত হোক !!

২১| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩

শূন্য-০ বলেছেন: ভালো লাগলো +++++

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত শূন্য !
শুভ কামনা আপনার জন্য ।

২২| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

তপোবণ বলেছেন: আপনিও অনেকদিন পর ফিরলেন। তবুও ফিরেছেন ভাল লাগছে। এসে কবিতায় মুগ্ধতা ছড়ালেন। ভাল থাকুন।

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

মনিরা সুলতানা বলেছেন: বেশ কিছুদিন বিরতিতে ফিরলাম ,আশা করছি লেখাতেই আছেন ।
মুগ্ধতা অনুরণিত হোক !!!

২৩| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব উপমা দিয়ে ভালই ফিরেছেন কবিতায় । :)

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পাঠে এবং মুল্যবান মন্তব্য প্রদানে ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই ।
শুভ কামনা !

২৪| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,





" দুরন্ত ডুব সাঁতারের বেলা কবিতা না ছুঁয়ে দিতে পারার দীর্ঘশ্বাস ।" সুন্দর চিত্রকল্প ।
এমন অনেক - "গৃহস্থ বঁধুর অভিমান ধুয়ে ফেলা যাদুকরী ডুবের তালপুকুর.... " ।

ঝট করে যা চোখে বাজলো -
" দুপুড় " ( দুপুর )
"সেই কবিতা না ছুঁয়ে দিতে না পারার দীর্ঘশ্বাস ।" ( এখানে দুটো "না" হয়েছে, এমনটা হবে কি ! )

অনেক ভালো লেগেছে ।

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৫

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জী এস ভাই !
দুঃখিত পাঠে বিরক্তি ধরানো ভুল গুলোর জন্য ,ঠিক করার চেস্টা করেছি ।
অনেক অনেক ভালো থাকার শুভ কামনা !

২৫| ২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আপনাদের মত ছাড়কারের মন্তব্য পাবার জন্য এমন একটু আধটু না লিখলে চলে ;

অপমানিত বোধ করুম না খুশি হমু বুঝতাছিনা তয় দিশেহারার রাজপুত্রের মতন আমারো তুমি যাই কও তা-ই ভাল্লাগে...............দিশেহারার থিক্কা বেশীই ভাল্লাগে। :D :P :-B

ওহহো,,,ভালা কথা।এক্টা কথা কৈতে ভুইল্যা গেছি...............অতি জরুরী

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই খুশি হবেন ছড়াকার ভাই !
ভালোলাগা ,ভালোবাসা এ সবই অনুরণিত হয় সব সময় ।
হুম আর্জেন্ট কথা টা ও ......

২৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:



দেখছি, বিশ্বের সব কষ্টকে এক পদ্যে নিয়ে এসেছেন!

৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:১৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা ,যা বলেছেন !!!
কষ্ট না লিখলে কষ্ট কাটবে কীভাবে ।।

২৭| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: এই কবিতাটি আমি আগে দুবার পড়ে গিয়েছি।

আমি আপনার কবিতা পড়ি আর আপনার কবিত্বের স্তরটা আবিস্কার করার চেষ্টা করি। ভাবি কবিতার প্রতি, জীবনের প্রতি, প্রকৃতির প্রতি, হৃদয়ের আস্তরণটি কোথায় আপনার, এখনো আবিস্কার করতে পারিনি।

হয়তো মরীচিকা।

৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মনিরা সুলতানা বলেছেন: মাটির সোঁদা গন্ধ পাবেন ; মরীচিকা তো নয় !!

২৮| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯

জাহিদ অনিক বলেছেন: একদিন কবিতায় ফিরবেন । নিশয়ই ফিরবেন ।
মস্ত করে কবিতা হবে । মস্ত মস্ত কথা হবে । কবির সেই কবিতায় ফেরার দিনের অপেক্ষায় অধীরভাবে আগ্রহিত ।

কবিতায় ভাললাগা ও মুগ্ধতা ।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:২০

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যে মুগ্ধতা প্রকাশের জন্য ধন্যবাদ কবি !
শুভ কামনা ।

২৯| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতা জীবন
কবিতা দর্পন
কবিতা বেঁচে থাকার আরেক নাম।

আমি কবিতা খুঁজে পাই যাপিত জীবনে
পলে অনুপলে প্রতিটি অনুভবই কবিতা
সূখ, দু:খ, আনন্দ-বিরহ,
প্রকাশ্য অপ্রকাশ্যের পুলসিরাতে বন্দী!

কবিতা জন্ম কবিতা মরণ
কবিতা পুন:জন্মের চক্রাবর্তন!
কবিতা নিত্যতা
কবিতা চলমানতা

কবিতায় যে ফিরতেই হবে :)

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ!
আপনি সত্যিকারের কবিতাকে ধারন করেছেন ।
শুভ কামনা :)

৩০| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬

তামান্না তাবাসসুম বলেছেন: খুব ছিমছাম এক কবিতার আজন্ম আক্ষেপ
বুনে রেখেছি ,লাল পাহাড়ী জবা বনের হৃদপিন্ডে ;
পুতুল বক্সের বাহারী জামা শাড়ী র রং
তুলতুলে পোষা বিড়ালের আহ্লাদে ।


চমৎকার কবিতা। মুগ্ধতা রেখে গেলাম কবি।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:২২

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত তামান্না ...
অনেক অনেক ভালোলাগা মন্তব্যে
শুভ কামনা :)

৩১| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত এক সৌন্দর্যের মাঝে ডুবে গিয়েছিলাম।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য ।
শুভ কামনা !

৩২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

জেন রসি বলেছেন: আপনি কবিতার মাঝেই আছেন। অথবা কবিতারা আপনার মাঝে। :)

++

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ রসি ভাই !
আশা করছি ভাল ছিলেন ; শুভ কামনা আপনার জন্য :)

৩৩| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:





অগ্নিস্ফুলিঙ্গ দেখছি কবিতায় ঠিক যেন বসন্তের কালে ডালে ডালে লাল গালিচার মতন....... শ্রদ্ধেয় কবি..... কবিতাটি যথেষ্ট হৃদয়গ্রাহী.... তবে কবিতায় যা কিছু লেখতে চেয়েছেন তার অপেক্ষায় শিহরণ........ শিহরণ.....

১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৫

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনার উপস্থিতি অনুপ্রাণিত করে ।
শুভ কামনা !

৩৪| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ কবার পড়লাম। অনেক ভালো!

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশে কৃতজ্ঞতা আপুনি !!
ভালোথাকার শুভ কামনা :)

৩৫| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

বিদগ্ধ বলেছেন: অনেক সুন্দর। কিন্তু আরও ঘনঘন ফেরা যায় না? :)

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: এই তো কবির ডাকে ফিরে এলাম .....
সত্যি বলছেন তো , সুন্দর ?

৩৬| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪০

বিদগ্ধ বলেছেন: সত্যি গো সত্যি! কবিতা সবসময়ই সুন্দর। কবিতা নিয়ে নরকবাসেও সৌন্দর্য্য আছে।

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৯

মনিরা সুলতানা বলেছেন: হুম সাথে থাকবে প্রিয় কিছু সুর !

৩৭| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: অনেক খুশী হয়েছি আমার ব্লগে গিয়ে কুশল জিজ্ঞেস করার জন্য ।
গত মাস খানেক যাবত শরীরটা বিশেষ ভাল যাচ্ছেনা, তাই লেখায়
সময় দিতে পারছিনা । ব্লগেও বিচরন কম হচ্ছে । দোয়া করবেন
শীঘ্রই যেন লেখার জগতে ফিরতে পারি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৩

মনিরা সুলতানা বলেছেন: আলী ভাই চমৎকার ভাবে গুছিয়ে নিজের বক্তব্য প্রকাশ করতে হয় আমি আপনাকে দেখে শিখি ;
আপনার মত একজন এক্টিভ ব্লগার যখন পোষ্ট দেয়া কমিয়ে দেয় ,তখন ধরেই নেয়া যায় কিছু সমস্যা রয়েছে ,ঠিক আমার ধারনায় সত্যি হলো ।
অনেক অনেক শুভ কামনা রইলো ,আপনার জন্য ; খুব জলদি সুস্থ্য হয়ে লেখায় ফিরুন ব্লগে ফিরুন আমাদের কাছে ফিরে আসুন ।

ভালো থাকার শুভ কামনা !

৩৮| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

জুন বলেছেন: মনিরা তুমি এত অসাধারন কবিতা লিখতে পারো তারপর ও দিনের পর দিন পাঠকদের বঞ্চিত করে চলেছো । এ তোমার অন্যায় ।
বলতে পারি একরাশ মুগ্ধতা নিয়ে তোমার কবিতাটি আমার পরানের গহীন কন্দরে ঠাই করে নিলাম ।
+ প্রিয়

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৬

মনিরা সুলতানা বলেছেন: জুনাআপু আমি মুগ্ধ অভিভূত এবং সম্মানিত বোধ করছি তোমার প্রিয় তালিকায় নিজের লেখার স্থান পেয়ে ;
সত্যি বলতে কি আপু এর বেশি হয়ত আমি পারি না ,দেখা যাবে লিখতে বসেছি সামনে অন্য কাজ এসে পরল ,আমার লেখার ইচ্ছে চলে যায় ;রাত জাগে লিখতে বসলে সকালের ফজর নামাজ মিস হয় । আর সবচাইতে বড় অজুহাত আমি আসলেই এর বেশি পারি না হয়ত ।
তোমার মুগ্ধতা আমাকে অনেক বেশি আনন্দিত করল ।
ভালোবাসা নিরন্তর !

৩৯| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিদের অভিমান বেশি। সমস্যা হলো সামান্য একটু হাসি অথবা এক চিমটি সুখ পেলে সব ভুলে আলাভোলা হয়।



২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আব্দুলহাক ভাই !
সত্যি বলেছেন সামান্য ফুলের ঘা তেই এরা মূর্ছা যায় ,আবার এক চিমিটি সুখে আহলাদে ভাসে ।

অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য !

৪০| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভেবেছিলাম বকা দেবেন। ইদানিং আমার কী যে হয়েছে, কিছু বললে খালি বকা খাই। কয়কেবার মন্তব্য করতে চেয়েও মন্তব্য করিনি, পরে সাহস করে মন্তব্য করেছিলাম।


কবিতা লিখতে হলে কবি হতে হয়, কবিরা আসলে আত্মসাধক। কবিতায় আত্মশুদ্ধি হয়। কারণ, কবিতা লিখতে হলে চিন্তা করতে হয়।

ধন্যবাদ আপা। আপনার মঙ্গল কামনা করি।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:৫১

মনিরা সুলতানা বলেছেন: কি যে বলেন ! আপনার মুল্যায়ন সঠিক ,আর সত্যি কে মেনে নিতে আমার কোন সমস্যা নেই ।
কৃতজ্ঞতা পাঠে এবং মন্তব্যে ;

আমি হয়ত আত্মসাধক হতে পারিনি ;কবিতা হয়ত ফেরা সেভাবে হবে না ,বড্ড সাধনার ব্যাপার সে । আমার লেখা গুলো শুধুই আমার মনে উচ্ছ্বাস বা ভাব প্রকাশের হয় ,কবিতার তেমন কোন নীতিমালায় তা পরে না । আপনার মন্তব্য অনেক অনেক ভালো লাগলো ; কী চমৎকার করে বলেছেন " কবিতা লিখতে হলে কবি হতে হয়, কবিরা আসলে আত্মসাধক। কবিতায় আত্মশুদ্ধি হয়। কারণ, কবিতা লিখতে হলে চিন্তা করতে হয় " মন ছুঁয়ে গেলো ।


মঙ্গল কামনায় কৃতজ্ঞতা পাশে বাঁধলেন ।
শুভ কামনা !

৪১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৩:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাধিকা হতে হলে সাধনা করতে হয় এবং কিছু শুরু করলে তা শেষ হয়, মানে এখন না হলেও সত্বর সাধিকা হবেন।

আপনার সাধনা সাধিত হোক এই কামনা।

দোয়া কাম্য। আপনার মঙ্গল হবে।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার কিছু আশাজাগানিয়া গল্প এবং শুভ কামনার জন্য ধন্যবাদ আপনাকে !

৪২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিতাটি অনেক ভালো লেগেছে। বলি কি... মাঝেমাঝে এভাবে ফেরা যায় না?


কবিতাটি দেখেই মনে হলো, এ তো আগেই পড়েছি। মন্তব্যও করেছি। এখন দেখি মন্তব্যটি নেই!

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার চমৎকার সব মন্তব্যের আশাতেই ফিরে ফিরে আসি মইনুল ভাই .....
অনেক অনেক ধন্যবাদ আমার কবিতায় মন্তব্যের জন্য ।

নেট প্রবলেম হতে পারে ভাইয়া । এই লেখায় তো আপনাকে একবার ই পেলাম ।
ভালো থাকার শুভ কামনা ।

৪৩| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১

আখেনাটেন বলেছেন: খুব ছিমছাম এক কবিতার আজন্ম আক্ষেপ
বুনে রেখেছি ,লাল পাহাড়ী জবা বনের হৃদপিন্ডে ;
পুতুল বক্সের বাহারী জামা শাড়ী র রং
তুলতুলে পোষা বিড়ালের আহ্লাদে ।
--- মনে হচ্ছে তা লিখেই ফেলেছেন।

এত চমৎকারভাবে মনের ভাব প্রকাশ করেছেন। পড়ে অামোদিত হলুম। সহজ, সাধারণ কথার ঝিরিঝিরি কলতানে কবিতার পঙক্তিগুলো পাহাড়ী ঝর্ণার মতো নিচে নেমে এসেছে। রাশি রাশি ভালোলাগা।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৩

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আখেনটেন !!
আপনার অসাধারন কথামালায় সাজানো মন্তব্যে অনেক অনেক ভালো লাগা ।

শুভ কামনা আপনার জন্য ।

৪৪| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১

বিজন রয় বলেছেন: আপনার নতুন কবিতার প্রতীক্ষায় আছি, মনিরা আপা।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রয় !!
আমিও চেষ্টায় আছি :)

৪৫| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
একদিন আমি পথে কুড়ানো
বাসী বকুলের বঞ্চনার গল্প লিখব ;
হলুদ বনের সবুজ টিয়ার মন চুরি
অথবা কালো ভ্রমরের মালতী প্রেম!


একদিন কবিতায় ফিরবেন কী, আপনি তো অলরেডি কবিতায় ডুবে আছেন দেখছি। চমৎকার লাগলো আপু।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৩:২২

মনিরা সুলতানা বলেছেন: বেশ অনেকদিন পর আপনাকে পেলাম ; আশা করছি ভাল আছেন ।
বেশ উৎসাহিত হই প্রতিষ্ঠিত অগ্রজদের মন্তব্যে ;
অনেক ধন্যবাদ ভাইয়া পাঠে এবং মন্তব্যে ।

ভালো থাকার শুভ কামনা ।

৪৬| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭

হাসান মাহবুব বলেছেন: খুব ছিমছাম এক কবিতা

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ছিমছাম মন্তব্য র জন্য !

৪৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩১

রায়হানুল এফ রাজ বলেছেন: অসাধারণ কবিতা। পাঠে মুগ্ধ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রায়হানুল এফ রাজ ;পাঠে এবং মন্তব্যের জন্য ।
অনেক অনেক ভালো থাকার শুভ কামনা !

৪৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:



অনেক প্রিয় একটি কবিতা! অনেক পড়েছি আবার পড়লাম!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ডানা ভাই ; মন্তব্য না করলে ও বুঝতে পারি
কেউ কেউ আমার কবিতায় বার বার ফিরে আসে !

ভালোথাকার শুভকামনা ।

৪৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

নুসরাত অনি বলেছেন: খুব ছিমছাম এক কবিতার আজন্ম আক্ষেপ
বুনে রেখেছি ,লাল পাহাড়ী জবা বনের হৃদপিন্ডে ;
পুতুল বক্সের বাহারী জামা শাড়ী র রং
তুলতুলে পোষা বিড়ালের আহ্লাদে



খুব ভালোলাগা রইল।
আপনি অনেক সুন্দর লিখেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নুসরাত অনি !
আপনার আন্তরিক মন্তব্য মন ছোঁয়া;
ভালোলাগা প্রকাশে কৃতজ্ঞতা ।

৫০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১১

রোদেলা বলেছেন: তারপর , আমার যখন মন খারাপ হয়
আমি অস্তাচলের বিষন্নতা দেখি
ঝড়ে উড়ে আসা শালিক ছানার অশ্রু জমা রাখি ...
শুধু কবিতায় ফিরব বলে !------------------------

এ যেন মধ্যরাতে কবিতা জলে মুগ্ধ স্নান।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৩

মনিরা সুলতানা বলেছেন: তোমাকে লেখায় পেয়ে ভলো লাগলো খুব ;
প্রিয় কিছু মুখ সব সময় খুঁজি লেখার পর ।

শুভ কামনা !!

৫১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৮

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: অসাধারন

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ,আপনার মন্তব্য মন ছুঁয়ে যায় !!

৫২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

অর্ক বলেছেন: অসাধারণ কবিতাটি পাঠে প্রাণ ভরে উঠলো আপা। সত্যি একেবারে ছিমছাম নরম পলিমাটির স্নিগ্ধতা, কোমলতা প্রতি ছত্রে ছত্রে। কেমন যেন এক শূন্যতায় ভরে উঠলো মন!
জানি না কেন!
আপনি তো শুধু কবিতায় ফিরে আসতে চেয়েছেন!
ভীষণ ভালো একটি কবিতা পড়লাম।
আন্তরিক শুভেচ্ছা আপা।
সবসময় কুশলে থাকুন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগত অর্ক !!!
খুব খুব ভালোলাগে যখন দরদ দিয়ে পড়ে ততোধিক দরদিয়া মন্তব্য দেয় ।

আপনার জন্য ও শুভ কামনা !!

৫৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতার বুকখানি বিশাল , সবুজ- আদিগন্ত প্রান্তর
ভালোবাসা বাসির......কথকতা, প্রেম ভালোবাসার ঘৃনার বন্দর
তবুও ডাক দিয়ে যায় মগ্নচৈতন্যে শিশ্
নীলকন্ঠির হিমালয়সম কম্পমান
গভীর প্রতীক্ষার চুম্বনের বিষ ।।।.......................................................................................................................

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত শঙ্খচিল !!!
সেই বিশালতা , সবুজ আদিগন্ত ....
এমনি সব সব কিছুতেই ফিরতে চাই ।

৫৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হৃদয়ের আঙিনায় ঘাসফুল হাসে
স্মৃতি জাগানিয়া মুখগুলি অকারনে ফিরে ফিরে আসে...............................................

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

মনিরা সুলতানা বলেছেন: মনে করে নাও এইটুকু হলো সুখ
গ্লানিময় দিনে বৃষ্টির মত প্রিয় বন্ধুর মুখ !!

৫৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাহ বাহ বাহ
চমৎকার............................................................ :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.