নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

"করুনা" শব্দটি আমার অধিকারে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৮

জাহিদ অনিক কে পড়ছি এই সেদিন থেকে এর দায় আমার অনিয়মিত ব্লগিং ; লেখায় আমার প্রথম মন্তব্য ছিল মনেহয় " কবিতায় আমাদের সময় কে ফিরে পেলাম " ধরনের।তার মানে জাহিদ কবি হিসেবে সার্বজনীন হতে পেরেছে ,সবচাইতে ভাল লেগেছে লেখার বিষয় বস্তুর ভিন্নতা যা পাঠক কে আনন্দ দেয়।লেখার প্রশংসা কবির ব্লগভ্রমনে ই আমার মত অনিয়মিত ব্লগার রা বুঝতে পারবেন
নিয়মিত ব্লগারদের কাছে চেনা বামুনের পৈতা কখনো লেগেছে বলতে পারেন ?

সেদিন(০৩ রা সেপ্টেম্বর)জাহিদের লেখা "আমার মৃত্যু তোমার হাতে" শিরোনামে কবিতা টি পড়ে মনে হল কবিতায় এর উত্তর লিখি ; ভাবনা কে পাতায় নিয়ে এলাম হয়ে গেলো কবিতায় উত্তর আর প্রতিউত্তর সিরিজ ।
আমি মনিরা সুলতানা মেয়ের অংশটুকু লিখলাম আর ছেলেদের ভাবনা জাহিদ অনিক
জাহিদের লেখা পড়তে পারেন __
আমার মৃত্যু তোমার হাতে
আশা করছি আপনাদের ভালোলাগবে !


অসহ্য সুখের প্রতিশোধ নিতে পারার মহার্ঘ সময় আর আসেনি জীবনে
বুকে লক্ষ প্রজাপতির ডানা ঝাপটানো বেদনার জন্যই বেঁচে থাকা আনন্দের ;
সর্বস্ব বাজী হলেও " করুণা " শব্দটি আমার অধিকারে!

নীলাম্বরীর জোছনা আকণ্ঠ পানে জানিয়েছিলে, তুমি নেশাসক্ত
আমি তে' ই তোমার আসক্তি !
শুধু আমি শূন্যতাই পারে তোমার শ্বাস রোধ করতে ।

আজন্ম বুভুক্ষু বিশালতা ছড়ানো অশথ হতে চাইতে , খুব
আমার কার্বন ডাই অক্সাইড এর অধিকারের জন্য;
ঠোঁট চাঁপা অনুরাগ ,উচ্ছল হাঁসির সূর্যোদয়ে খুন হয়ে ভাবতাম ।

সত্যি ,এতখানি কার্পণ্য তোমাকেই মানিয়ে যায় অনায়েসে ।

বলতে বাঁধা নেই
বেশি খানিটা অহং প্রকাশ পেত তোমার ভালবাসার ইশতিহারে ;

তোমার ইলিশ ডিমের চচ্চড়ি উপভোগের আনন্দ ,কলমি শাকে চিংড়ি ভাজা
অথবা ধরে নাও ঘন মুগে কাতলা মাছের মুড়ো চিবানোর যে সুখ সমস্তটা জুড়ে __
তার সাথে "আমি আসক্তি " র আলাদা কোন নাম নেই !
তাই বলেছিলাম লাল পত্রের ইশতেহারে তুমি তোমার রাঙ্গামাটি ভ্রমণের ইচ্ছা টুকু ও সংযুক্ত করে নিও ।

হ্যাঁচকা টানে নক্ষত্র এঁকে ,বুঝিয়েছিলে আমার অপরাধ ;
ভালোবাসার মূল্যায়নে আমি নাকি ,তোমার করুনা পাবার ও যোগ্য নই ।

রিনরিন কাঁচের চুড়ি ভাঙার সুখ ছুঁয়ে মালশ্রীে বেজেছিল অন্তরের তানপুরায় ;
তবুও "করুনা "শব্দ'তে আমার ই অধিকার ।

তোমার আত্মার যত্ন নিয়েছি তুমি পাছে আমার আত্মা কে কস্ট দিয়ে ফেল
তোমাকে ভালোবাসতে শিখিয়েছি ,আমার ভালোবাসার বলে ;
শিশির অনুভবের মত তোমার প্রতিটি রোমকূপের অধিকার নিয়েছি।

সব ই ছিল তোমাকে "আমি শূন্যতায় " নিঃশ্বাস নেবার সহজ পাঠ শেখানো !

অজুত বাহানায় তুমি কয়েক কোঁটি বছর বেঁচে আছ সেই তোমাকে দেখব বলেই
পীলসুজ পিদিম জ্বালিয়ে প্রতীক্ষার পরগাছা হয়ে বেঁচে থাকা আমার ;
আমাকে ভালোবেসে ভয়ংকর কাপুরুষ হতে শিখিয়েছি ।

কারন "করুনা " শব্দটি আমার অধিকারে ই !

নিজের আয়নায় একটা পরাজিত প্রেমিকের অবয়ব
তোমার নিজেকে ঘৃণা করতে শেখাবে ;
জানা সব কবিতার উচ্চারণ হৃদপিণ্ডে ধারালো ছুরির আঘাত
তুমি ইশতেহারের অহং প্রকাশে বরংবার লজ্জিত হবে
সব শেষে সেই চিরকুট " আমার মৃত্যু তোমার হাতে " ।

আর তারপর
নিজের রক্তাক্ত হৃদয় খুঁড়ে চাতক তৃষ্ণা মেটাবো তোমার আজীবন ......

এখন ও "করুনা" শব্দটি আমার ই অধিকারে !

মন্তব্য ৯৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৩

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন:
জাহিদ অনিক আমিও কিছু দিন ধরে পড়ছি, জানছি, বুঝতেছি
খুব ভাল লিখে, এবং আপনার এই লেখাটাও খুব ভাল লেগেছে। :|

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৫

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত ফয়েজ উল্লাহ রবি !!
নিয়মিত ব্লগার রা অবশ্যই অনেক ভালোভাবেই ধারনা রাখেন জাহিদের লেখার ;
আমার লেখায় আপনার ভালোলাগা প্রকাশের জন্য ধন্যবাদ ।

ভালো থাকার শুভ কামনা ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৩

জাহিদ অনিক বলেছেন: মনিরা সুলতানা,

আমি আপাতত প্রিয়তে রেখে দিলাম। সবার মন্তব্য দেখে আমি বলব :-B

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১১

মনিরা সুলতানা বলেছেন: দারুন এক আইডিয়া এসছিল বলতে হবে আমার লেখা জাহিদ অনিকের মত কবির প্রিয় তে গেলো ; মি আনন্দিত ।
হুম আশা করছি সেই মন্তব্যে কবিতার প্রতিউত্তর পাবো ।

শুভ কামনা !

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:২৮

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লাগল অনিক ভাইয়ার কবিতার উত্তর :) বেশি ভালো লেগেছে কবিতার শিরোনাম....
শুভ কামনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ উম্মে সায়মা আপু !
ভালোলাগা নিজের করে রাখলাম ,আর বেশি ভালোলাগার শিরোনাম আপনাকে দিলাম ।
আপনার জন্য ও শুভ কামনা ভালো থাকার ।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৭

রাবেয়া রাহীম বলেছেন: জাহিদ অনিকের লেখা " ঝিলমিল ভাল আছে ?" এই কবিতাটি আমার মন কে নাড়া দেয়। কথার গভীরতা ভাষা বাক্য বিন্যাস এক কথায় দারুন! এটাই আমার পড়া তার প্রথম কবিতা। এর পর থেকে আমি তার নিয়মিত পাঠক অয়ে যাই। তার প্রতিটা লেখায় স্বাতন্ত্র্য আছে বিষয় বৈচিত্র্য আছে। এটাও ভাল লাগার অন্যতম কারন।
"নিখিলেশ চল! শেষবারের মত পাশা খেলি" এই কবিতা টিকে আমি বোলব একটি পরিপূর্ণ কবিতা বিষয়বস্তু ও কবিতার আবেগে।

"আমার মৃত্যু তোমার হাতে" এটা খুব আবেগী হৃদয় ছোঁয়া কবিতা । প্রতিটা শব্দ যেন হৃদয় নিঃসৃত । এক কথায় অপূর্ব ।
তার এই কবিতার উত্তর কাব্য আপনি চমতার লিখেছেন । আবেগ কে যথার্থ ফুটিয়ে তুলেছেন । ভাল হয়েছে অএঙ্ক। মানব মানবীর চাওয়া পাওয়া , আশা আকাঙ্ক্ষা এমনি হয়। না পাওয়ার বেদনা দুজনার তরফ থেকে ভীষণ আকুতি নিয়ে ফুটিয়ে তুলেছেন আপনি । সাধুবাদ জানাই

খুব ভাল লাগার লাইন "অজুত বাহানায় তুমি কয়েক কোঁটি বছর বেঁচে আছ সেই তোমাকে দেখব বলেই
পীলসুজ পিদিম জ্বালিয়ে প্রতীক্ষার পরগাছা হয়ে বেঁচে থাকা আমার ;
আমাকে ভালোবেসে ভয়ংকর কাপুরুষ হতে শিখিয়েছি ।
"


শুভ কামনা দুজনার জন্য ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

মনিরা সুলতানা বলেছেন: রাবেয়া আপু বিদগ্ধ মন্তব্যে ভালোলাগা জানালাম !


সত্যি ই আপু স্বাতন্ত্র্যতা আর বিষয় বৈচিত্র্য লেখা কে অনন্য করে নিঃসন্দেহে ;ভালোলাগায় ভরিয়ে রাখে পাঠকে ।
" নিখিলেশ চল ! শেষ বারের মত পাশা খেলি " আমার পড় হয়নি ,আপনি এত চমৎকার করে বললেন পড়তে হবে ।
"আমার মৃত্যু তোমার হাতে " এই ধরনের আবেগী কবিতাগুলো সব সময় সার্বজনীন হয়ে থাকে ,লেখা পড়ে মনে হয় এত আমার ভাবনার প্রতিরূপ । ঠিক তেমনি ভাবে আসলে উত্তর লিখতে বসে যাওয়া ।
আপনার মন্তব্য মন ছুঁয়ে গেলো ।

অনেক ধন্যবাদ এবং শুভ কামনা !

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



জাহিদ অনিকের লেখা পড়ে দেখতে হবে, কি লিখছে টিকছে!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা পড়া টরা শেষ হইলে
ধন্যবাদ আবার আসবেন ।

শুভকামনা !

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

মৌমুমু বলেছেন: সুন্দর উত্তর লিখেছেন আপু।
অনেক শুভকামনা ও ভালোলাগা রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগার প্রকাশ এবং প্রশংসার জন্য ধন্যবাদ মৌমুমু !
আপনার জন্য শুভ কামনা অনিঃশেষ ।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

সামিয়া বলেছেন: অসাধারণ আইডিয়া। দারুন ।। ভালোলাগা রইলো।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সামিয়া !!
তোমার জন্য ও অনেক শুভ কামনা ।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

সোহানী বলেছেন: তোমার লিখার হাত অসাধারন, মনিরা.........। আর জাহিদ.......... ও এক অন্য ভুবনের কবি...........

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা জানবেন আপু !
অনেক ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে ।

হুম জাহিদ অন্য ভুবনের কবি ,তাই কবিতার উত্তর দিয়ে আমাদের ভুবনে ফিরিয়ে আনলাম :)


ভালো থাকার শুভ কামনা আপু !

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০

জাহিদ অনিক বলেছেন: চাঁদগাজী বলেছেন:



জাহিদ অনিকের লেখা পড়ে দেখতে হবে, কি লিখছে টিকছে!


আমার জানামতে ব্লগে আমার প্রায় সব লেখাই উনি পড়েছেন =p~
অবশ্য উনি সব লেখাই পড়েন ব্লগের। উনি মারাত্মক একটিভ ব্লগার।


লেখক বলেছেন, " নিখিলেশ চল ! শেষ বারের মত পাশা খেলি " আমার পড় হয়নি - হায় হায় ! এখনো পড়া হয় নি! B:-) B:-) =p~

সোহানী বলেছেন: তোমার লিখার হাত অসাধারন, মনিরা.........। আর জাহিদ.......... ও এক অন্য ভুবনের কবি........... - অসংখ্য ধন্যবাদ সোহানী আপুকে B:-)




০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: আসলেই মারাত্মক লেভেলের একটিভ ,কিন্তু আমার লেখা উনি পড়েন না ।
দেখি তোমার লেখা টেখা ,পড়া টরা শেষ টেশ হলে আসে টাসে কিনা ,আমার লেখা পড়তে B-))

কী ভাবে পড়া হবে শুনি ? তোমার লেখার স্পিড আমার পাঠের স্পিড থেকেও বেশি যে :P

সোহানী আপু কে ধন্যবাদ জানিয়ে দিলাম !

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

জাহিদ অনিক বলেছেন: আমার প্রথম মন্তব্য ছিল মনেহয় " কবিতায় আমাদের সময় কে ফিরে পেলাম " ধরনের।


এই মন্তব্যটি করেছিলেন আপনি,

আমাদের সময়ে এমন কথপোকথন বেশ জনপ্রিয় ছিল ;
অনেকদিন পর সেই অনুভব ...
লেখায় ভালোলাগা ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে তাই তো তাই তো _ _
ধন্যবাদ তুলে আনার জন্য

হুম অনুভবের কথা লিখেছি ,মানে সেই সময় কে ফিরে পেয়েছিলাম ।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর রসায়ন।।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহাদাৎ হোসাইন !
লেখা পাঠে এবং মন্তব্যের জন্য !


অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা ।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

নীলপরি বলেছেন: আর তারপর
নিজের রক্তাক্ত হৃদয় খুঁড়ে চাতক তৃষ্ণা মেটাবো তোমার আজীবন ......


খুব ভালো লাগলো কবিতা ।

জাহিদ অনিকের লেখা আমারও ভালো লাগে । খুব ভালো লেখেন ।

দুজনকেই শুভকামনা ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: নীলপরি কে শুভেচ্ছা আমার ।

ভালোলাগা প্রকাশ এবং মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১১

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার লিখলেন !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার !!!
শুভ কামনা আপনার জন্য ।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন.....

চলুক উত্তর কবিতার সৃষ্টিশীলতা :)

ভাল লাগল ++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা আর +++
এর জন্য ধন্যবাদ !!!
চলুক কিছু সময় , আশাকরছি আপনাকে ও দেখতে পাব কারো সাথে এমন যুগলবন্দী কবিতায় ।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

মনিরা সুলতানা বলেছেন: ছবি আপু কবিতায় আপনাকে পেয়ে খুব ভালো লেগেছে ;
ভালো থাকার শুভকামনা আপু !

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

ফয়সাল রকি বলেছেন: জাহিদ অনিক ভাই কি উত্তরের আরেকটা প্রতি-উত্তর লিখবেন?
+++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

মনিরা সুলতানা বলেছেন: +++++ পেয়ে আনন্দিত ফয়সাল রকি !!
আমার লেখাল স্বাগত ..

আশা করছি অনিকভাই আমাদের জানাবেন উনার ইচ্ছা ।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: বেশ এবং চমৎকার।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

মনিরা সুলতানা বলেছেন: শুভেচ্ছা সুমন কর!
ভালোলাগা প্রকাশে ধন্যবাদ ।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই সুন্দর ও সাবলীল লেখা আপু। জাহিদ অনিক অনেক ভালো লেখেন।

শুভেচ্ছা দুজনকেই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা আশেষ ভাইয়া ,আপনার সদয় মন্তব্যের জন্য
আপনাকে লেখায় পেয়ে খুব খুব ভালোলাগছে !


ভালোথাকার শুভ কামনা ভাইয়া ।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হুম... কবি যে কোথা থেকে প্রেরণা পায়, বলা কঠিন B-)
আইডিয়াটা দারুণ!
ভালো গেলেছে কাব্যকথন :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২

মনিরা সুলতানা বলেছেন: হইতাছি কী মইনুল ভাই ,দেখলাম ফ্রি ফ্রি কিছু ক্রেডিট নেয়া যায় ,বেচারা কারো হাতে নিজের মরন সঁপে দিচ্ছে ।
ভাবলাম এই তো সুযোগ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ক্রেডিট আমি ই নেই :P :P


ধ্যন্যবাদ ভাইয়া ভালোলাগা প্রকাশে !

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০

জাহিদ অনিক বলেছেন: রবি ভাইয়া ও সোনাবীজ ভাইয়াকে এবং মাঈনউদ্দিন মইনুল ভাইকে, বিদ্রোহী ভৃগু-কে , কাজী ফাতেমা ছবি আপুকে আন্তরিক মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা এবং রাবেয়া বুবুকে একপেষে মন্তব্যের জন্য গভীর তিরস্কার জানাই B:-)

বুবু শুধু আমার সুখ্যাতিই করেছে হুদাই হুদাই !! #:-S




ফয়সাল রকি বলেছেন: জাহিদ অনিক ভাই কি উত্তরের আরেকটা প্রতি-উত্তর লিখবেন?
+++
রকি ভাই, হ্যাঁ আর একটা জবাব দিয়েছি । আমার ব্লগে দেখতে পাবেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া।





০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬

মনিরা সুলতানা বলেছেন: বুবু তোমাকে অনেকবেশি পড়ছে তাই অবশ্যই মুল্যায়ন যৌক্তিক ;
কবি জাহিদ অনিক কে ও ধন্যবাদ !

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: হইতাছি কী মইনুল ভাই ,দেখলাম ফ্রি ফ্রি কিছু ক্রেডিট নেয়া যায় ,বেচারা কারো হাতে নিজের মরন সঁপে দিচ্ছে ।
ভাবলাম এই তো সুযোগ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ক্রেডিট আমি ই নেই :P :P
=p~ =p~ =p~

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৪

মনিরা সুলতানা বলেছেন: =p~ =p~ আহা সেও এক ধরনের মোটিভেশনই ছিল B-))

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৭

শায়মা বলেছেন: জাহিদ অনিক ভাইয়ু এই বছরের সেরা কবি!

সাথে তুমিও আমাদের সেরা পুরান কবি আপুনি!!!!!! :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা বয়স্ক কবি বেশি মানায় :P
ধন্যবাদ শায়মা ,আমার কবিতা তোমাকে পেলাম তাই :)

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

নুসরাত অনি বলেছেন: আপনাদের দুইজনের লেখাই পড়েছি খুব ভালো লাগল।


পাগলার পক্ষ থেকে +++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ অনি !!
আমার লেখায় স্বাগত আপনাকে ।

অনেক অনেক ভালো থাকবেন ।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

নুসরাত অনি বলেছেন: পাগলির পক্ষ থেকে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

মনিরা সুলতানা বলেছেন: ++++++ গ্রহন করা হইলো ।
শুভ কামনা :)

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: কবির বয়স নাই আপুনি!!!!!!!!!!


পরীদের তো বয়স বলে কোনো কথাই নাই!!!!!!! :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১

মনিরা সুলতানা বলেছেন: হুম পরীদের বয়স নাই ঠিক আছে ;
কবিদের কিছুটা আছে B-)

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২

জাহিদ অনিক বলেছেন: শায়মা বলেছেন: জাহিদ অনিক ভাইয়ু এই বছরের সেরা কবি!
- এ পোড়া মুখ আমি কোথায় লুকাই !!!! B:-)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা চশমা ফেলে সানগ্লাস নিতে হবে :)

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৩

জাহিদ অনিক বলেছেন: না ! না ! তাহলে একদম কানাবাবা হয়ে যাব !!! B:-)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৫

মনিরা সুলতানা বলেছেন: তাহলে বোরখা B-))

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৪

শায়মা বলেছেন: ২৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২ ১
জাহিদ অনিক বলেছেন: শায়মা বলেছেন: জাহিদ অনিক ভাইয়ু এই বছরের সেরা কবি!
- এ পোড়া মুখ আমি কোথায় লুকাই !!!! B:-)


হা হা হা লুকাতে হবে না ........



তোমাকে একদিন ভুলে যাওয়া মানুষদের গল্প শুনাবো! :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৭

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আচ্ছা তোমার কাছে গল্প শুনে ,আমাকে বললেই হবে ।

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০

জাহিদ অনিক বলেছেন: শায়মা বলেছেন, তোমাকে একদিন ভুলে যাওয়া মানুষদের গল্প শুনাবো! :)

বেশ বেশ, গল্প শুনতে আমি এক পায়ে রাজি।



লেখক বলেছেন: আচ্ছা আচ্ছা তোমার কাছে গল্প শুনে ,আমাকে বললেই হবে ।
- নিশ্চয়ই বলব।



লেখক বলেছেন: তাহলে বোরখা B-))
B:-) B:-) :-<

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২

মনিরা সুলতানা বলেছেন: মুখ লুকাতে চাইলা যে ; এর চেয়ে ভাল আর কি দিতে পারি ?
ও হ্যা ফেস মাস্ক দিতে পারি :#)

৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩

জাহিদ অনিক বলেছেন: না, থাক। আমি মুখ লুকাতে পারি নক্ষত্রের বিপরীত আঁধারে ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৭

মনিরা সুলতানা বলেছেন: ধ্রবতারা ই ভালো যে খুঁজবে দৃষ্টি ভস্ম হবে ।

৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

জাহিদ অনিক বলেছেন: তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: পথহারা পাখি কেঁদে ফিরে একা

৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১

জাহিদ অনিক বলেছেন: নজরুল সঙ্গীত আমার ভীষণ ভীষণ প্রিয় । ধন্যবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা :)

৩৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা ,
একরাশ মুগ্ধতা রেখে গেলাম,
যাওয়ার বেলায় প্রিয়তে নিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আলীভাই !
মন্তব্যে ভালোলাগা প্রকাশ করছি ; প্রিয়তে ঠাই দেয়ায় কৃতজ্ঞতা ।

৩৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

শায়মা বলেছেন: ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৭ ০
লেখক বলেছেন: আচ্ছা আচ্ছা তোমার কাছে গল্প শুনে ,আমাকে বললেই হবে ।


তোমাক বলা যাবেনা আপুনি!!!!!!!!!!! :) :) :) :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

মনিরা সুলতানা বলেছেন: হুম জানি তো ; তোমার বলার দরকার নেই ,যার কানে কানে বলবে সে এসে আমাকে বললেই হবে :P

৩৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + দারুন !!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

মনিরা সুলতানা বলেছেন: সেলিম আনোয়ার ভাই শুভ কামনা আপনার জন্য ;
অনেক অনেক ভাল থাকবেন :)

৩৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫০

তপোবণ বলেছেন: অনিকদার কবিতার প্রতিউত্তর। চমৎকার সব কথার মালায় সাজিয়েছেন কবি। আপনার কবিতার আবৃত্তি রেকর্ড করলে কেমন শোনাবে আমার ভাবনায় সেটা ঘুরপাক খাচ্ছে।

"অজুত বাহানায় তুমি কয়েক কোঁটি বছর বেঁচে আছ সেই তোমাকে দেখব বলেই
পীলসুজ পিদিম জ্বালিয়ে প্রতীক্ষার পরগাছা হয়ে বেঁচে থাকা আমার ;
আমাকে ভালোবেসে ভয়ংকর কাপুরুষ হতে শিখিয়েছি ।"

আবৃত্তি নেই কিন্তু মনে হচ্ছে কানে বাজছে। প্রিয়তে আছেন কবি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: প্রিয়তে রেখে প্রিয় হয়ে রইলেন 'তপোবন '
সব সময় ভালোথাকার শুভ কামনা !!!

৩৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২

জাহিদ অনিক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ তপোবণ আপনাকে।

কৃতজ্ঞতা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: :) :) :)

৩৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

শেরজা তপন বলেছেন: আপনি এত ভাল কবিতা লেখেন-জানতাম না!!!
অসাধারন!এমনতর আরো দুর্দান্ত সব সৃষ্টিশীলতায় মেতে উঠুন এই প্রত্যাশা রইল...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আমার আজকের সকাল টা আলাদা ;আপনার মন্তব্য পেয়ে !
কতদিন পর ফিরলেন বলেন তো ? তারপর ও ফিরেছেন তাইতেই ভালোলাগা ।

আশা করছি আবার সব এডভেঞ্চার নিয়ে ফিরছেন ,আলকাশ এর জন্য এখন অপেক্ষা করে আছি ।
অনেক অনেক শুভ কামনা ফিরে আসায় !!

৩৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

শেরজা তপন বলেছেন: প্রিয় মনিরা, আপনার প্রতিউত্তরে হৃদয়টা আদ্র হয়ে উঠল। ভাবছি মনের খোরাক বলে কি কিছু আছে?
ব্যাবসার পাশাপাশি লেখালেখির চর্চা করাটা বেশ কঠিন! বিশেষ করে আমার মত ব্যাবসায়ী- যে দীর্ঘ কুড়ি বছরের অধিক-কাল ব্যাবসা করে সফলতার অর্থ বোঝেনি!! আমার চারপাশের আত্মীয়,আত্মজ,পরিজন, বন্ধুরা আড়া-ঠাড়ে কিংবা খোঁচা দিয়ে মনে করিয়ে দেয়, সফলতা অর্থ হল; অর্থনৈতিক সচ্ছলতা। (ব্যাপক বিশ্লেষনের প্রয়োজন নেই)
আমি তথাকথিত সেই 'সফলতা' নামক সবার আদুরে একটা ঘোর-টোপে বন্দি হয়ে নিরন্তর সংগ্রামে ব্যাস্ত! মনটা হাঁসফাঁস করে বাঁচবার জন্য। তাইতো' মাঝে মাঝে মনে হয়-জীবনটা অন্য রকম হবার কথা ছিল'!
ভাল থাকুন -সুন্দর থাকুন সবসময়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ব্যাপক বিশ্লেষণের সত্যিই প্রয়োজন নেই ;এমন সব না পাওয়া কে মনে করিয়ে দেবার শুভাকাঙ্ক্ষী আমাদের সবার জীবনে সংখ্যায় অনেক বরাবরই ।
অনেক অনেক শুভ কামনা !!!

৪০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: ব্লগে অনিয়মিত বলে জানিনা এখন অনেককেই।
আপনি সব সময় ভালো লিখেন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মনিরা সুলতানা বলেছেন: রুহী আপু অনিয়মিত ভাবে ই হোক আপনার মূল্যায়নে মন ভালো হয় !
শুভ কামনা ; আশা করছি নিয়মিত হবেন ।

৪১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: আহা !!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত !!!
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১

কথাকথিকেথিকথন বলেছেন:




পরাজয়হীন কবিতা যুদ্ধ ! চমৎকার কবিতা । ভাল লেগেছে ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার বলেছেন কথা ; পরাজয়হীন মানে জয় পরাজয়হীন __
ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে
শুভ কামনা !

৪৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১

কথাকথিকেথিকথন বলেছেন:





না, জয় আছে- দু'দিকেই জয় ! কোন পরাজয় নেই ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

মনিরা সুলতানা বলেছেন: হুম জয় হয়েছে সৃজনশীলতার জয় অবশ্যই সৃষ্টিশীলতার জয় কবিতার !!
শুভ কামনা অনিঃশেষ ।

৪৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ । সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, কবিতা, কবিত্ব ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৩

মনিরা সুলতানা বলেছেন: আমিও তাই বলি ____

হ্যাঁ । সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, কবিতা, কবিত্ব ।

৪৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

হুয়ায়ুন কবির বলেছেন: এখন ও "করুনা" শব্দটি আমার ই অধিকারে ! - চমৎকার !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশের জন্য ধন্যবাদ কবির !!
শুভ কামনা আপনার জন্য ।

৪৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: তবুও "করুণা" শব্দতে আমারই অধিকার" - একটা বাক্যে একটা ব্যথার সাগর লুকিয়ে আছে যেন!
চমৎকার কবিতা! +
শেরজা তপন এর মন্তব্যটা (৩৯ নং) ভাল লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬

মনিরা সুলতানা বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বিলম্ব মন্তব্য উত্তরের জন্য;
মন্তব্যে আপনার অনুধাবনে ভালোলাগা। মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ লেখার সাথে থাকার জন্য।

৪৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই সুন্দর কবিতাটি আগে পাঠ করিনি!!!

সেই অধিকারেই থাকুক জড়িয়ে করুণা শব্দটি চিরকাল
প্রেমিক মনে অনুরণন তুলবে থাকবে অম্লান।

+++++

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৭

মনিরা সুলতানা বলেছেন: দেরিতে হলে পড়েছেন তাতেই আমার আনন্দ !
আপনার প্রশংসা লেখার প্রেরণা হয়ে থাক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.