নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

শাব্দিক ভোর

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮




কার সাথে খেলো লুকোচুরি !!!!
বলো কাকে দেখে নি:শ্বাস লুকাও !
কে যে দেয় চোখে মিঠে হাসি
রক্তিম আভা ছোয়াঁ কেশে
কোন প্রানে দূরে যেতে চাও !!!


চুপচুপ করো নাতো স্নান
কোজাগর জোছনাতে ঐ
সব মিছে সবই শুধু ভ্রম
নার্গিস নিরবাস্ তুমি
পরবাসে সুখনিয়া কৈ!


শবনম ফোটা এই রাতে
শিউলিতে সুললিত মন
কেটে যাবে বসরাই ঘ্রান
কিছু রাত নিশ্চুপে থাক
শালিকের একলা জীবন !!

কার সাথে করো লুকোচুরি
বল কার সাথে মন মিথুনিয়া !!!
তুঁত পাতা ভালোবেসে গুঁটি
আলপনা আঁকা ঠোঁট
প্রজাপতি সুখজাগানিয়া ।


কে দিলো ডাক জোনাকির
কার বুকে তুমি বাজো ঢাক !!!
সবটুকু সব সব মৌ ,দিলে বুঝি সৈকতে ঢেউ
আদরিয়া তুমি তুমি সুখ
ঘুঘু বুকে ডিব ডিব থাক ।


ঝিংগে ফুল ঝিংগে ফুল শোন _
মঞ্জুরি মনচুরি তোর !!!!
তুমুলিত ঝঞ্ঝার বেগে
পিঞ্জর পয়গাম আনে
পয়জারে শাব্দিক ভোর ।


বলো কার সাথে খেলো মনচুরি
কে দেয় উস্কানি ডাক!!!
আহেলি আবেগে 'র মোহ
প্রগাঢ়িত নীল নিশ্চুপে
সুরে আনো মন্দ্রের সপ্তক ।




কবিতা টি আমাদের ব্লগের মিস্টি ছোট্ট আপ্পি কে উৎসর্গ করলাম
ওমেরা

ছবি -সংগ্রহ

মন্তব্য ১১০ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৩

জুন বলেছেন: লুকোচুরি খেলায় রক্তিম আভা ছোয়াঁ কার সাথে খেলো মনচুরি ...... আহা মনিরা যেমন কবিতাটি তেমনি বৃষ্টি ভেজা সরস ফুলটি । একি কামিনী যাতে কেটে যাবে বসরাই ঘ্রান ?
অপুর্ব
+

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

মনিরা সুলতানা বলেছেন: লেবুফুল আপু !!!
বসরাই ঘ্রাণ কে ছাপিয়ে উঠা মুশকিল যদিও ;তবে সজীবতার অন্ত নেই _
অনেক অনেক ভালোবাসা জুনা আপু কবিতা তোমার মন ছুঁয়েছে লেখা র সার্থকতা এখানে !!

অপূর্বতা আর ++ তোমার ভালবাসার নিদর্শন করে রাখালাম !!!

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা বেশ হয়েছে!:)

কবিতায় আসা ইমেজেরিগুলো আরো সুন্দর সুন্দর!:)

কয়েকটার কথা উল্লেখ করছি “ শবনম ফোটা রাত”, “সৈকতে ঢেউ ”, “শাব্দিক ভোর” ইত্যাদি ইমিজেরি গুলো!:)

++

২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

মনিরা সুলতানা বলেছেন:
ধন্যবাদ রহমান !!!
কিছু ভালোলাগা সার্বজনীন বলেই মনে হয় ; লেখকদের ও কিছু ভালোলাগার মিল থাকে ।

আপনার চমৎকার ভালোলাগার প্রকাশ আমাকে উৎসাহিত করলো !!!

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
বলো কার সাথে খেলো মনচুরি
কে দেয় উস্কানী ডাক!!!


কবিতা ভালো লাগল++++

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কবীর কবিতায় ভালোলাগা প্রকাশ এর জন্য !!
সবসময়ের মত লেখায় আপনাকে পেয়ে কৃতজ্ঞ ।

শুভ কামনা !!!

৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: কার সাথে খেলি বলবো না!!!!!


মরে গেলেও বলবোনা !!!!!!!!

তুমি তোমারটা বলো !!!!!! :)

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা তুমি বলার দরকার কি ,আমরা তো জানি তুমি কার সাথে খেলো :P

থাক মরে যাবার আগেই বলে দেই , তুমি জায়না মনির সাথে খেলো !!!

আমার টা ও সে জানে , যার মন চুরি করি ;)

৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



এখনো কি উতলা কৈশোর, এখন কি স্বপ্নে বিভোর?

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

মনিরা সুলতানা বলেছেন: শৈশব কৈশোর সব বেলাতেই স্বপ্নে বিভোর ;

৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২

পবন সরকার বলেছেন: ঝিংগে ফুল ঝিংগে ফুল সোনা
মন্জুরী মনচুরি তোর !!!!
তুমুলিত ঝন্জার বেগে
পিন্জরে পয়গাম আনে
পয়জারে শাব্দিক ভোর ।


চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পবন সরকার ;
আপনার মুগ্ধপাঠ আনন্দিত করলো !!

শুভ কামনা !

৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০

সায়ন্তন রফিক বলেছেন: কিছু ভুল শব্দ, কিছু ভুল বানান দৃষ্টি এড়ালে আরও ভালো লাগতো।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: অভিজ্ঞ এবং দক্ষদের জন্য যে কোন ভুল এড়ানো মুশকিল , এড়ায় না বলেই আমাদের জন্য সেটা আশীর্বাদ হয়ে দেখা দেয় ।
বানান ঠিক করে নেয়ার চেষ্টা করলাম ।

অনেক অনেক ধন্যবাদ পাঠে ও মন্তব্যে !

৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ছবিতা ও কবিতায় ভালোলাগা

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

মনিরা সুলতানা বলেছেন: কবিতা যেমন ই হোক ছবিতা যে আপনার নজর কেড়েছে ঢেঁড় বুঝেছি ভাইয়া !! আপনি যে ছবির ই মানুষ ,একজন সাদা মনের মানুষ ।

অনেক অনেক ধন্যবাদ !!!

৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল কবিতা।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার !
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য ।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

উম্মে সায়মা বলেছেন: বাহ আপু! খুব ভালো লাগলো।++

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: উম্মে সায়মা আপু প্রশংসা আমাকে সবসময় উৎসাহিত করে ,আর তা যদি হয় প্রিয় কেউ তাহলে ভালোলাগা ও হয় অনেক বেশী ।
ধন্যবাদ আপনাকে আমার লেখার সাথে থাকার জন্য ।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

মলাসইলমুইনা বলেছেন: লা জবাব হয়ে গেলাম আপনার কবিতা পরে | মাঝে মাঝে ব্লগে আপনাদের কবিতা পড়তে পড়তে নিজে নিজেই কবিতায় উত্তরে দেবার চেষ্টা করি,সে যে শ্রীরই কবিতা হোক না কেন |সেই উত্তরগুলো লেখা হয় না কিন্তু মনেই থাকে |কিন্তু আপনার এই কবিতাকে ম্যাচ করে এমন একটা লাইনও আজ আর মনে এলো না |এক্সিলেন্ট !! অনেক ধন্যবাদ নেবেন লা জবাব করে দেওয়া কবিতর জন্য |

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২

মনিরা সুলতানা বলেছেন: মনের কথা কীবোর্ড এ নিয়ে আসুন আমার ও মুগ্ধতা বিলাই ;
কেননা আপনার প্রকাশ সব সময় মার্জিত কাব্যিক এবং সৌহার্দ্য পূর্ণ হয়ে থাকে ।


শুভ কামনা !

১২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

ব্লগে নিয়মিত হচ্ছেন দেখে ভালো লাগছে।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর ,লেখায় ভালোলাগা প্রকাশের জন্য !
চেস্টা করে যাচ্ছি নিয়মিত হবার ,নিয়মিত হতে পারলে আমার ও ভালোলাগে ।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: " কোজাগরি" হবে না শব্দটা? কোজাগরি জোছনা

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু অনেকদিন পর আপনাকে পেলাম আমার লেখায় ।
আশা করছি ভালো আছেন ।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩

শায়মা বলেছেন: জায়নামনি!

সে তো এখন বড় হয়ে অন্য ক্লাসে চলে গেছে! ! :(

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা ,তাই বলো ;
কিন্তু তাতে কি ,অনেক অনেক কচিকাঁচা তোমাকে ঘিরে থাকে সাথে সারাক্ষন ।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো +++

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ধ্রুবক আলো !!!
কবিতা পাঠ এবং মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য ।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটির প্রতিটি স্তবকেই ভাল লাগার উপাদেয় বিরাজিত। অনেক ভাল লেগেছে কবিতাটি পাঠে।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের মুগ্ধপাঠ আমাকে সবসময় আনন্দ দেয় ।
ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

আখেনাটেন বলেছেন: কার সাথে করো লুকোচুরি
বল কার সাথে মন মিথুনিয়া !!!
তুঁত পাতা ভালোবেসে গুঁটি
আলপনা আঁকা ঠোঁট
প্রজাপতি সুখজাগানিয়া ।
--- অাহা! অাহা! মনভুলানিয়া।

*কোজাগর মানে কী?

কবিতায় টাকডুমাডুমাডুম ভালোলাগা<<<<<<<<<<

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

মনিরা সুলতানা বলেছেন: কোজাগর [kōjāgara] বি. আশ্বিন মাসের পূর্ণিমা তিথি ।

আশ্বিন মাসের পূর্ণিমা তিথি'র জোছনায় মন ভেজানো বুঝিয়েছি এখানে _

আহা !! আহা!!
টাকডুমাডুমাডুম ভালোলাগার প্রকাশে
আমি ভালোলাগায় , তাক ধিনাধিনা ধিন !!!!

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

জেন রসি বলেছেন: রোমান্টিক সব প্রশ্ন নিয়ে অভিমানের সুরে বেশ মিষ্টি স্বাদের কবিতা।

এবং অবশ্যই তৃপ্তিকর। প্লাস।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর রসি ভাই ; বেশ আপ্লূত করলেন আমাকে মন্তব্যে !!!
শুভ কামনা !!

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

কথাকথিকেথিকথন বলেছেন:




এত প্রশ্ন কেন প্রেমের নামে অবাক হয়ে ! যেখানে অনুভবে সব কথা বলে ।

কবিতা ভাল লেগেছে ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৩

মনিরা সুলতানা বলেছেন: অনুভব কথা বলে বলেই অবাক হয়ে খুনসুটি প্রশ্ন হয়ে ধরা দেয় ।
কবিতা ভালোলাগা আমার ভালোলেগেছে ।

২০| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬

জাহিদ অনিক বলেছেন:








সূর্যের মৃদু রশ্মি যেন অদ্ভুত অদৃশ্য উত্থাল তরঙ্গ
শিশিরের শীর্ষে ঝিলমিল করছে বর্নালী আভা;
একটি কাঙ্খিত ঊষার জন্য কত আয়োজন!


শবনম, একা একা কোথায় ছিলে এতগুলো রাত?
রোজ সকাল হলেই বা লোকলজ্জার ভয়ে কোথায় উবে যাও ?
কার সাথে খেলছ এ ঐকান্তিক হিম শীতল খেলা ?


কতগুলো রাত পরে এলে তুমি নীহার ?
কতগুলো শব্দের পরে এলো একটি শব্দ, "ভোর" !





১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪২

মনিরা সুলতানা বলেছেন:

দারুন কথা মালায় লেখা কে সমৃদ্ধ করলে !!
শুভ কামনা ।

২১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪

জীবন সাগর বলেছেন: দারুণ রোমান্টিক কবিতা, ভালো লাগলো আমার।

মুগ্ধতা জানিয়ে গেলাম

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: তেমন করে নিজেকে ভাবা হয়নি , সার্বজনীন ভাবেই লিখেছি ;
আপনার ভালোলেগেছে তার প্রকাশে আমি আনন্দিত ।

শুভ কামনা জানবেন ।

২২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন আপু, খুব রোমান্টিক মোডে ছিলেন মনে হচ্ছে । মুগ্ধতা রইল কবিতার কথা মালায়।

মনে হল গান লিখেছেন, অথবা কোন এক সুরে সুরে।
খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন আপু ....

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫০

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখার ধাঁচ সবসময় একরকম , যা আমার একেবারেই পছন্দ না ;
রোমান্টিক মুড ? কৈ না তো !

তবে সার্বজনীন ভাবে ভেবেই লিখেছি অনেক টা ।

এই লেখায় অন্তমিল রাখাতে ছন্দবন্ধতা একটু বেড়েছে _
ধন্যবাদ নয়ন !!!

২৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০

ওমেরা বলেছেন: আমি আর কি বলব আপুনি সবাই তো সব বলে ফেলছে , এগুলোই সব আমার কথা মনে করবেন আপুনি ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫১

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!
সত্যি !!!
তাহলে এই লেখা তোমাকে উৎসর্গ করলাম আপুনি ।

ভালোবাসা অনেক !!

২৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:




শব্দের বাহারে ঝকমকে ঝলকিত কবিতা! চমৎকার কবিতায় বিমোহিত করে গেল কবিতার প্রতিটি স্তবক! খুব ভাল লিখেছেন কবি!

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় লেখকের মন্তব্য সব সময় আনন্দ দায়ক !

২৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৮

সোহানী বলেছেন: সত্যিই অসাধারন....... তোমার লিখার হাত আসলেই চমৎকার..........++++++++

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: ইশ রে সোহানী আপু আপনারা এভাবে বলেই আমাকে নিয়মিত ব্লগার বানাচ্ছেন ,এখন নিয়িমিত এসব অখাদ্য কিভাবে সহ্য করবেন ভেবে দেখেন । অনেক ধন্যবাদ আপু আপনার সদয় মন্তব্যের জন্য ।

শুভ কামনা ও ভালোবাসা !

২৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৬

মোঃ রাশেদুল ইসলাম বাদল বলেছেন: অসাধারণ কবিতা।

শব্দের প্রয়োগ ও উপস্থাপনায় মুগ্ধ হলাম খুব

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত মোঃ রাশেদুল ইসলাম বাদল !
লেখায় আপনার ভালোলাগার প্রকাশ আমাকে উৎসাহিত করলো ।


শুভ কামনা ।

২৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৪

সুলতানা সাদিয়া বলেছেন: বেশ মিষ্টি। ছন্দময়।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: সুলতানা সাদিয়া আপু ধন্যবাদ আপনাকে ;
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা ।

২৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কার সাথে করো লুকোচুরি
বল কার সাথে মন মিথুনিয়া !!!
তুঁত পাতা ভালোবেসে গুঁটি
আলপনা আঁকা ঠোঁট
প্রজাপতি সুখজাগানিয়া ।

গহীন অনুভব আর প্রাজ্ঞ দৃষ্টি সাধারনেকও অসাধারন করে তোলে!

ভাললাগা অনেক অনেক

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনার গহীন অনুভব মন ছুঁয়ে গেলো ;
একজন শখের লিখিয়ের জন্য এমন পাঠক লেখার সার্থকতা ।


গুঁটি পোকা আজন্ম ভালোবাসায় তুঁত পাতাকে জড়িয়ে ধরে বাঁচে, ঠোঁটে ঠোঁটে আলপনা এঁকেই পাতা খেয়ে জীবন ধারন করে আর তারপর ই আমরা সুখজাগানিয়া প্রজাপতির দেখা পাই ।

অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য ।

২৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২

নীলপরি বলেছেন: বাহ ! খুব ভালো লাগলো । +++++++

শুভকামনা ।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০০

মনিরা সুলতানা বলেছেন: নীলপরি লেখায় আপনাকে পেয়ে ভালোলাগছে !
ধন্যবাদ !!

৩০| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতাটি অনেক ভাল লাগল আপু।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে ভালোলাগা মোস্তাফা সোহেল !!
শুভ কামনা অনিঃশেষ ।

৩১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: সুন্দর কবিতা! ভালোলাগা রইল।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত দ্বিতীয়ার চাঁদ !!
ভালোলাগা পরবর্তী লেখার অনুপ্রেরণা করে রাখলাম ।


শুভ কামনা ।

৩২| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪

জলপাতা বলেছেন: চমৎকার লেখা।তেমনি ছবি খানা।ঈর্ষা করতে মন চাইলো পারলাম না।এসব আসে না কেন জানি। ভাল থাকবেন।আপনি কি অনেক দিন থেকে ব্লগে?

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত জলপাতা ! আপনার উচ্ছ্বসিত প্রশংসা মন ছোয়াঁ হয়ে রইলো ।
আপনার জন্য ও শুভকামনা অনি:শেষ ।


আমি অনেকদিন থেকে ব্লগে কি না ???!
দিন মাস বছর হিসেবে তো বছর পাঁচ এর বেশি ,মানে অনেক দিন তার চাইতে বেশি ঘন্টা , তার ও চাইতে বেশি মিনিট গুনে বলা যাবে ; তবে অমি অনিয়মিত ব্লগার ভালোলাগায় ব্লগে বসবাস করি ।।

৩৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৩

জলপাতা বলেছেন: আমিও ভীষন অনিয়মিত ব্লগার।২০০৭/৮/৯ এর দিকে খুব থাকা হোত। শুভ অপরাহ্ন

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: শুভ অপরাহ্ন জলপাতা !!!
আপনি অনিয়মিত হলেও অনেক পুরনো ব্লগার ; খুব ভালোলাগলো আপনাকে আমার লেখায় পেয়ে ।

৩৪| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১০

মাহবুবুল আজাদ বলেছেন: আহা মিষ্টি কবিতা মিস্টি ছোট্ট আপ্পি কে দেয়া হচ্ছে, আর আমরা করল্লা ভাজি নিয়ে বসে আছি :(

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

মনিরা সুলতানা বলেছেন: করল্লার মজা যে পেয়েছে ,তার কাছে রসগোল্লা মিছে ;

ওমেরার খুব পছন্দের ছিল লেখাটা ,তাতেই ওর করে রাখালাম ।
তাছাড়া আপনি নিজেই তুমুল ভালো লিখেন ,আপনাদের নাম আমার লেখায় সংযুক্ত করতে দুর্দান্ত সাহসী হতে হবে ।

শুভ কামনা কবি !

৩৫| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,





শব্দ করেই ভোরটি আজ ভোর হলো আমার কাছে ।
শব্দে শব্দে মনচুরির খেলা ! কার জন্যে ? কিন্তু কোজাগর জোছনাতে সবই যে মিছে ভ্রম ............

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

মনিরা সুলতানা বলেছেন: : বেশ রিমঝিম হতে পারত অবশ্য আজ , টুং টাং তো রোজ ই হয় , শিঞ্জনে আপনি অভ্যস্ত ঝংকারেই না হয় আজ সুপ্রভাত ভাইয়া।
লেখক তো তার পাঠকের জন্যই শব্দ সাঁজায় , পাঠক ই জানে কার সাথে ,আর কার মন চুরির খেলা সে ভালোবাসে !

কোজাগর পূর্ণিমার অপার্থিব আলোর পার্থিব সমস্ত কিছুই ভ্রম বলে মনে হয় , নয় কি ?

৩৬| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল কাব্য।

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনাকে পেয়ে ,আমার ও ভালোলাগল !
শুভ কামনা ।

৩৭| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইরকম তোমায় আগে পড়ি নাই পু। দারুণ লাগছে। তুমি সবসময় সুখপাঠ্য।

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: হুম একটু আলদা লিখতে চাইলাম , নিজের লেখার ধাঁচে নিজেই বোর হচ্ছিলাম ।
তোর ভালোলাগার প্রকাশ আমাকে কিছুটা আনন্দিত করল ।

ভালো থাকিস ।

৩৮| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:




কার সাথে খেলো লুকোচুরি !!!!
বলো কাকে দেখে নি:শ্বাস লুকাও !
কে যে দেয় চোখে মিঠে হাসি
রক্তিম আভা ছোয়াঁ কেশে
কোন প্রানে দূরে যেতে চাও !!!


চুপচুপ করো নাতো স্নান
কোজাগর জোছনাতে ঐ
সব মিছে সবই শুধু ভ্রম
নার্গিস নিরবাস্ তুমি
পরবাসে সুখনিয়া কৈ!


শবনম ফোটা এই রাতে
শিউলিতে সুললিত মন
কেটে যাবে বসরাই ঘ্রান
কিছু রাত নিশ্চুপে থাক
শালিকের একলা জীবন !!

কার সাথে করো লুকোচুরি
বল কার সাথে মন মিথুনিয়া !!!
তুঁত পাতা ভালোবেসে গুঁটি
আলপনা আঁকা ঠোঁট
প্রজাপতি সুখজাগানিয়া ।


কে দিলো ডাক জোনাকির
কার বুকে তুমি বাজো ঢাক !!!
সবটুকু সব সব মৌ ,দিলে বুঝি সৈকতে ঢেউ
আদরিয়া তুমি তুমি সুখ
ঘুঘু বুকে ডিব ডিব থাক ।


ঝিংগে ফুল ঝিংগে ফুল শোন _
মঞ্জুরি মনচুরি তোর !!!!
তুমুলিত ঝঞ্ঝার বেগে
পিঞ্জর পয়গাম আনে
পয়জারে শাব্দিক ভোর ।


বলো কার সাথে খেলো মনচুরি
কে দেয় উস্কানি ডাক!!!
আহেলি আবেগে 'র মোহ
প্রগাঢ়িত নীল নিশ্চুপে
সুরে আনো মন্দ্রের সপ্তক ।---------------------অসাধারণ হয়েছে।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩

মনিরা সুলতানা বলেছেন:
দায়িত্বের সাথেই যেহেতু বলেছেন
আনন্দের সাথেই গ্রহন করলাম আপনার প্রশংসা !

ধন্যবাদ "অনন্য দায়িত্বশীল আমি"
শুভ কামনা !

৩৯| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

সামিয়া বলেছেন: ভালোলাগা +++

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশের জন্য ধন্যবাদ ইতি সামিয়া !!

৪০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৯

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার কথা , ছন্দ , তাল লয় ও মাত্রা নিয়ে কথা বলা আমার কর্ম নয় , কবিতাটি পাঠে মুগ্ধ সে কথাই শুধু বলতে পারি কবিতা বিষয়ে জ্ঞানের সীমাবদ্ধতাটুকু নিয়ে । তবে কবিতার শিরোনাম হতে শাব্দিক কথাটি নিয়ে দু একটি কথা শেয়ার করতে চাই কবি ও সকলের সাথে । সুন্দর সুন্দর বেশ কিছু প্রমিত শব্দকোষ দেখা গেল কবিতাটিতে । কবিতাটি হতে ধরে নিয়ে আসা কিছু শব্দ যথা খেলো ,বলো ,কেশে , কোজাগর , নিরবাস্ , সুখনিয়া ,নিশ্চুপে , মিথুনিয়া , বাজো ,আদরিয়া , ডিব ডিব
তুমুলিত পয়জারে ও মন্দ্রের
মতো কিছু শব্দের সাথে প্রমিত শব্দ নিয়ে কথা বলা যায় এ সাথে । এটা আমরা সকলেই জানি ও মানি যে প্রমিত শব্দকোষ নিয়ত পরিবর্তনশীল, প্রমিত শব্দকোষ স্থির কিছু নয়। স্থির নয় প্রমিত ভাষাও। যে শব্দটি এখন প্রমিত, এমন দিন আসতে পারে যেদিন সেটি হয়তো আর প্রমিত থাকবে না । কালের প্রবাহে সময়ের পরিবর্তনের ফলশ্রতিতে নতুন কোনো শব্দ প্রমিত হিসেবে গৃহীত হবে। । মনে হলো এমনো দিন আসবে শব্দকোষ ও ব্যাকরণ প্রতিযোগিতা করবে আজকের প্রমিত শব্দকোষ ও ব্যাকরণের সাথে । উচ্চারণে ও শব্দ ব্যবহারে ‘খাইল’ এবং ‘বললো’ এর স্থলে যথাক্রমে ‘খেলো ’, ‘বলো ’ বলে সবাই ব্যবহার করতে করতে এগুলো এক সময় ‘খাইল ’ এবং ‘বলল ’ রূপটিকে নির্বাসিত করতে পারে একেবারে । তখন ‘খাইল ’ এবং ‘বলল ’ শুনলে মনে হবে বক্তা অনর্থক ‘আঁতলামী’ করছে।

এই মুহূর্তে বলা যাবে না কোন শব্দ কেমন করে উচ্চারণ নিয়ে জুড়ে বসবে অদূর ভবিষ্যতের প্রমিত বাংলায় কোন শব্দটা তখন ব্যবহৃত হবে? ‘খাইল ’ নাকি ‘খেলো’? শব্দ পরিশোধিত হোক বা না হোক, বাংলা ভাষা কি চিরজীবী হবে? যে প্রমিত ভাষার পবিত্রতা রক্ষার জন্য আজ এত হাহুতাশ সে ভাষার শব্দকোষও এক দিন সমদ্ধ হবে তাতে কোন সন্দেহ নাই । যদিও চর্যাপদের যুগের ভাষার মৃত্যু হয়েছে, শ্রীকৃষ্ণকীর্তনের ভাষার মৃত্যু হয়েছে, আজকের বাংলা ভাষারও মৃত্যু হবে কিনা কে জানে । কোনো মানবভাষার কোনো বিশেষ একটি রূপ পাঁচশো বা খুব বেশি হলে হাজার বছরের বেশি বোধগম্য থাকে না। এর মানে হচ্ছে, যে কোনো জীবিত ভাষার আয়ুষ্কাল সর্বোচ্চ এক হাজার বছর । সংস্কৃত বা ল্যাটিনের মতো কিছু ভাষা অবশ্য তাদের লিখিত রূপে মমি হয়ে বহু হাজার বছর বেঁচে আছে । তবে কামনা করি শক্তিমান কবি সাহিত্যিকদের হাতে পরে আমাদের পরম প্রিয় এই বাংলা ভাষা তার পরিবর্তনশীল শব্দকোষ নিয়ে বেঁচে থাকুক হাজার হাজার বছর ধরে সগৌরবে, বাংলার প্রমিত শব্দগুলিকে পরিশিলিত করে শাব্দিক ভোর কবিতাটিতে ব্যবহৃত শব্দের মত করে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল সুন্দর কথামালায় রচিত কবিতাটির জন্য । কবিতাটি প্রিয়তে গেল ।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২

মনিরা সুলতানা বলেছেন: আলী ভাই !
আপনার মন্তব্যগুলো সবসময় আমার লেখার লাইফসেভিং মানে লেখালিখির জীবনদায়ী হয়ে থাকে ।
প্রমিত শব্দ নিয়ে আপনার চমৎকার বক্তব্য আমি সহ ব্লগের অনান্য কবিদের জন্যও সমভাবে প্রেরনা জোগাবে,হাতখুলে নিজের মত করে লিখতে । ভাষা যখন স্রোতস্বিনী ,চলমান পরিবর্তনশীল তখন তার ব্যবহার ও আয়ুষ্কাল বাড়ে অন্যথায় মমি হয়েই বেঁচে থাকতে হয় ; খুব ই সত্যি বলেছেন ।


আপনার মত করেই বলিঃ
তবে কামনা করি শক্তিমান কবি সাহিত্যিকদের হাতে পরে আমাদের পরম প্রিয় এই বাংলা ভাষা তার পরিবর্তনশীল শব্দকোষ নিয়ে বেঁচে থাকুক হাজার হাজার বছর ধরে সগৌরবে

কৃতজ্ঞতা সহ ধন্যবাদ লেখা প্রিয়তে নেয়ায় !!

৪১| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য ।
শুভেচ্ছা রইল ।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা !!

৪২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: লেখাটিও মিষ্টি। অনেক ভালো লাগলো।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কঙ্কা !!!
আপনার জন্য ভালোবাসা ।

৪৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

পার্থ তালুকদার বলেছেন: বাহ !! মিষ্টি কবিতা !

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার !!!
আপনার অনুভবে ভালোলাগা ।

৪৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ওমেরা ফিরে আসুক ব্লগে। আবার নিয়মিত লিখুক ।শুভকামনা থাকলো ।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে কেমন যেন অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটছে ;
আমরা ও চাই ,আমাদের আদরের "ওমেরা " ফিরে আসুক নিয়মিত লিখুক ।

ধন্যবাদ ভাইয়া !

৪৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৭

নীহার দত্ত বলেছেন:

বেশ বেশ সুন্দর কবিতা।
কবিতায় প্রেম আছে, মিষ্টি একটা সকালের স্বপ্ন আছে। অনেক অনেক ভাল লাগা রইলো।
আর একটু পরেই সকাল হবে। শাব্দিক ভোর আসুক। কি সুন্দর করে লিখেছেন।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৩

মনিরা সুলতানা বলেছেন: লেখার চমৎকার বিশ্লেষণে ধন্যবাদ নীহার দত্ত
আপনার শুভ কামনা এবং লেখায় ভালোলাগার প্রকাশ আমাকে মুগ্ধ করেছে ।

আপনার ব্লগ ভ্রমন আনন্দময় হোক ।

৪৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: স্বপ্ন এবং প্রেমের চমৎকার কবিতা। ধন্যবাদ

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ প্রামানিক ভাই !!!
শুভ কামনা জানবেন ।

৪৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

খায়রুল আহসান বলেছেন: যেমন চমৎকার হয়েছে কবিতা, তেমনই সুন্দর জুন এর প্রথম মন্তব্যটা!
কবিতার তৃতীয় স্তবকটা খুব সুন্দর হয়েছে, তবে সবচেয়ে ভাল লেগেছে পঞ্চম স্তবকের শেষ দুটো চরণ।
শায়মা'র মন্তব্য এবং আপনার উত্তর, দুটোই ভারী চমৎকার! তবে সব মন্তব্যের ঊর্ধ্বে আমি স্থান দেব চাঁদগাজী এর মন্তব্যটিকে।
করল্লার মজা যে পেয়েছে ,তার কাছে রসগোল্লা মিছে - কি নিদারুন সত্য কথাটাই না বলে দিলেন! করল্লাভাজি আমার খুবই প্রিয়।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো আপনার আন্তরিক মন্তব্য খায়রুল আহসান ভাইঃ
সত্যি বলতে কি এত সব চমৎকার মন্তব্যে 'র জন্যই ব্লগিং ;নিজের একটা প্রকাশনা পাঠক ফলোয়ার নির্বাচিত পাতা কিছুই টানে না সেভাবে "ব্লগারদের মন্তব্য "আমাকে আনন্দ দেয় ।

করল্লা আমার ও প্রিয় !!

৪৮| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো কি সুন্দর । দারুন

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর !!!!
অনেক অনেক শুভ কামনা ।

৪৯| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

তামান্না তাবাসসুম বলেছেন: আহা ! অনেক মিষ্টি কবিতা !

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ!! কি আদুরে মিষ্টি মন্তব্য !!!!!!
অনেক অনেক ধন্যবাদ তামান্না তাবাসসুম ।

৫০| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট দিল্লী দর্শন-১ পড়ে একটা মন্তব্য রেখে এলাম।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
দেখে মন্তব্য প্রতিউত্তর করে এসছি :)

৫১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আপনার ব্লগে প্রথম এলাম আজই।অসাধারণ কবিতা ।
ভাল লাগা রইলো।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত মাইনুল ইসলাম আলিফ
বেশ আগের একটা লেখায় মন্তব্য করে ভালোলাগা প্রকাশ করে আমাকে বেশ আনন্দিত করে গেলেন !!
আমার ব্লগে আপনার ভ্রমন আনন্দময় হোক !

৫২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

অলিউর রহমান খান বলেছেন: ইউনিক একটি কবিতা। পাঠে মুগ্ধ হলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগত অলিউর রহমান !!

আপনার প্রশংসা মন ছোঁয়া হয়ে থাকল ।

৫৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৩

রাকু হাসান বলেছেন:


বাহ,প্রশান্তিময় কবিতা 8-| । আজকের রাতের কবিতার পর্বটা তোমার কবিতা দিয়েই শেষ করলাম :-B । আছ কেমন :)
শুভরাত্রি ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মনিরা সুলতানা বলেছেন: শুভ সন্ধ্যা
ধন্যবাদ ধন্যবাদ .....
এত আগের লেখা পড়লা !! মনভালো হয়ে গেলো :)


আছি ভালো’ই , ভ্রমনে থাকায় ব্লগে কম থাকছি আজকাল। অনেক ভালোথাকো আনন্দে থাকো ।

৫৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ!!! ইউ আর গ্রেট ইন দিজ ফিল্ড। +++++

আশা জাগানিয়া কবিতায় স্পেলবাউন্ড। ‌

শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুনিকে।

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১৭

মনিরা সুলতানা বলেছেন: অসম্ভব আন্তরিকতা আর মমতায় কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে ফেলেছেন চৌধুরী ভাই;
সব সময় অতখানি অনুপ্রাণিত করেন যে মুগ্ধতা ঘিরে থাকে।

অসাধারণ মন্তব্য লাইক এবং প্লাসে ধন্যবাদ।

৫৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৭

রাকু হাসান বলেছেন:

কবিতাটি আবারও পড়তে আসলাম । ভালো লাগা যায় নি । কোথায় আছ ? একটু সাড়া দাও । :(

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৭

মনিরা সুলতানা বলেছেন: বেশি না মাত্রই এক বছর পর সাড়া দিলাম :``>>
ব্লগে নোটিফিকেশনের সমস্যা, অনিয়মিত লগ ইন সব মিলিয়ে লম্বা সময় পর এই মন্তব্য দেখতে পেয়েছি।
অনেকদিন তুমি ও ব্লগে নেই, ফিরছ কবে ? জানান দাও ।

ভালোলাগার প্রকাশে মুগ্ধতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.