নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
বসবাসের জন্য সবসময় আমার পছন্দ একটু শহরতলী ;যেখানে নিজের মত নিজের করে নিজেকে কাছে পাওয়া যায়।প্রতিদিনের পরিবর্তনের প্রাকৃতিক সুবাস আমাকে আমার করে'ই পেতে হয় আর তাতেই ঘুমাবার আয়োজনের পূর্ণতা।
বছর কয়েক আগে যখন এই শহরে বাস করতে একটা বাসা পেলাম ভাবনার চাইতে নিজেকে বেশী ভাগ্যবান মনে হল ;বেশ যত্নে সাজানো কয়েক টুকরো সবুজ আমাকে ঘিরে থাকে ; শরত ছুঁয়ে কাশ, বসন্তের কৃষ্ণচূড়া হাত বাড়ালেই হাতে মেলে,আর সাথে থাকে মরুর দুলালী কিছু কাছের কাঁটা আপনজন হয়ে।
এসব ই এক আরণ্যকের যা আছে তাই নিয়ে ভালো থাকার বিলাসিতা।
সব কিছু ছাপিয়ে , এখানে আর যা শহর বিলাসীদের আনন্দ হয়ে থাকে তেমন একটা বড় সর শপিং মল ও কেমন করে আমার পায়ে হাটার দূরত্বে পেয়ে গেলাম।
আজকের এই লেখা সেই শপিং মল আর তার ব্ল্যাক ফ্রাইডে শপিং কে নিয়েই
ছোট বেলায় জোলা আর জোলার বউ এর গল্পে রাঙা শুক্রবারের কথা শুনেছিলাম কয়েক বছর থেকে পশ্চিমা ধাঁচে এখানে কালো শুক্রবারের দেখা মিলল ।থ্যাংকস গিভিংয়ের রাত থেকেই শুরু এই কালো শুক্রবার। একটি দিনের জন্য কম দামে জিনিসপত্র বিক্রির মহোৎসব প্রায় ।
বাসার সবচাইতে কাছের মসজিদ হিসেবে ,শপিং মলের মসজিদে ই জুম্মা র জন্য যাই । আজ মনে হল সেখানে আমরাই আগন্তুক । শপিং এ ৩০% থেকে ৭০% প্রায় সব পণ্যে ছাড় এ সুযোগ ,কেবল আমার মত অথর্ব শপিং হেটারস ছাড়া কে ছাড়াতে চাইবে !!!!!!!! এমন কি আমার কন্যা ও নয়। আজকের বাসা থেকে মল এর রাস্তা যেন গাড়ির মেলা সমস্ত দুবাই ভেঙে সবাই আসছে ব্ল্যাক ফ্রাইডের শপিং এ ।
আমার ব্যালকনি থেকে এদিক সেদিক তাকিয়ে সুখিসুখি চেহারার পরিবারের কর্তা গিন্নী আর ছটফটে শৈশব ,সব মিলিয়ে অন্যরকম একটা দিন,অন্য রকম এক শুক্রবার।
ফিরে যাবার সময় টাও আলাদা আধা মাইল দূরে গাড়ি পার্ক করে এসে শপিং ট্রলি এক হাতে অন্য হাতে বাচ্চার প্যারাম্বুলেটরের ঝক্কি কিন্তু পরিতৃপ্ত মুখ। মাঝে মাঝে এমন সব ছোট খাট ঝক্কি ঝামেলা নিয়েই সুপার সনিক গতিতে চলা মিলিনিয়ামের এই জীবন আনন্দময়।
এই লেখাটা আমার গতকালের ফেসবুক স্ট্যাটাসঃ ব্লগে দিলাম এই ভেবে যে বড়সর পাঠক গোষ্ঠীর কাছে থেকে ফীডব্যাক নেয়াঃ
মন্তব্য আপনারা আপনাদের ব্ল্যাক ফ্রাইডে নিয়ে গল্প শেয়ার করতে পারেন ।এই জন্যই এ সিরিজের নাম দিলামঃ
শেয়ারিং ইনফরমেশন ইম্প্রুভিং লাইভস (sharing information improving lives)
এই পেজে চমৎকার একটি ভিডিও আছে যা ,আমার মন্তব্য বিশ্ববিদ্যালয় জীবনের এক সিনিয়র ভাই শেয়ার করেছেন
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২
মনিরা সুলতানা বলেছেন: এই রে এসছেন একজন শপিং রানী !!!!
আমার ছোট বোন তো আমাকে আজব নামে ই অভিহিত করলো , আর বলল ও নাকি সারাদিন ঘুরে কেবল শপিং ই করত তোমার মত । হোপ বাংলাদেশে ও হ্যালুইন এর মত এই কালো শুক্রবার তোমারদের জন্য রাঙা হয়ে চলে আসবে।
২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন, দুবাইতেও ব্ল্যাক-ফ্রাইডে নামক ঠকানোর ব্যবসা চলছে?
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
মনিরা সুলতানা বলেছেন: এ আর নতুন কি ভাইয়া !!!
দুবাই অন্যতম মেট্রো সিটি , এখানে মানুষের ভিন্নতা তো অনেক বেশি ।আপনি আমেরিকাতে এলাকা ভেদে আধিক্য পাবেন ।কিন্তু দুবাই তে চমৎকার মিশ্রন দারুন বোঝাপড়া ।
হাহাহা না ঠকালে আমাদের মত রা আনন্দিত হব কিভাবে আর বিজনেস ই বা চলবে ক্যামন করে ।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩
শায়মা বলেছেন: কালো লাল নীল হলুদ সবুজ যা ইচ্ছে তা হোক শপিং ইজ শপিং!!!!!!!!!
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯
মনিরা সুলতানা বলেছেন: হুম তুম্রা হচ্ছ শপেল্কহলিক !!
আমার মেয়ে কে ও তোমাদের সাথে দিয়ে দিবো পরের বার ।বেচারার দুঃখ ওর মা উইন্ডশপিং পছন্দ করে না ।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯
নীল-দর্পণ বলেছেন: শপিং করা খুবই ঝামেলার কাজ মানুষ কী আনন্দ পায় এতে বুঝি না!
এর চাইতে খাওয়া-দাওয়া খুব ভাল ।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২২
মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক বলেছি নীলু !!!
অত্যাধিক ঝামেলার আমার আব্বা বলতেন " কিনতে পাগল আর বেচতে ছাগল হতে হয় " তাহলেই লাভবান হওয়া যায় ।
তবে শপিং হোক না হোক শপিং উপলক্ষে বাইড়ে খাওয়া কিন্তু মন্দ না
৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
শামচুল হক বলেছেন: শপিংয়ে গিয়ে কোন কিছু কিনতে ইনডিসিশনে ভুগতে হয়।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৪
মনিরা সুলতানা বলেছেন: বলেন কি হক ভাই !!!!!
একটু আগে নিলু কে বললাম না " কিনতে পাগল " !!! সব সময় কিনবেন খুব পছন্দ করে পাগল হয়ে ।ডিসিশনের অভাব তো একেবারেই না ।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
শায়মা বলেছেন: ওকে ওকে দিয়ে দিও । ওকে এই অপ্সরা খালাম্মা উইন্ডশপিং, ডোর শপিং, জানালা দরজা বাড়ি ঘর সব শপিং শিখায় দেবে।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা দিও !!!
আমি আবার ওর কাছে শিখে নিবো
৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন:
আমার কাছে কোন ইনফোরমেশন নাই । ফেলে জানিয়ে দেবো !
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আচ্ছা !!!
আপনার কাছে শব্দ বেচা কেনার তথ্য আছে তো ? তাতেই চলবে ।
শুভ কামনা ।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮
শায়মা বলেছেন: ৭. ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩ ১
কথাকথিকেথিকথন বলেছেন:
আমার কাছে কোন ইনফোরমেশন নাই । ফেলে জানিয়ে দেবো !
দেখলে আপুনি!!! কথাকথি ভাইয়া নোয়াখাইল্লা! কেমনে ধরলাম বলোতো!!!!!!!!
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১১
মনিরা সুলতানা বলেছেন: আহা সে ইনফরমেশন পেলে ই এখানে এসে ফেলে দেবে !!!!!
সেই তথ্য টা এক শব্দে জানিয়েছে
তোমারা না সব কিছু ধর এটা ঠিক না
আর হ্যাঁ
নোয়াখালী বিভাগ চাই
৯| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
শায়মা বলেছেন: হা হা হা আরে তোমার আই কিউ তো দেখি পরীর দেশেরও সাত আসমানের উপরের দেশের!!!!!!!!!!!!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহাহা
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
মনিরা সুলতানা বলেছেন: আই কিচ্চি আই কিচ্চি !!!!
১০| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯
অপ্সরা বলেছেন: মনিরা আপু আমার পোস্টে তোমার মূল্যবান মতামত কাম্য!!!!!!
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২২
মনিরা সুলতানা বলেছেন: আমি মন্তব্য করে এসছি
আবার উত্তর সহ ফিরবো তোমার কাছে ।
১১| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: না, আমার এ কোন ধরনের গল্প নেই। বরং বাসার কেউ যদি বলে, ওটা (যে কোন পণ্য) নিয়ে এসো, ফ্রিতে সাথে কিছু দেবে। জানে, ঝারি খাবে। আমার পছন্দের না হলে, বাদ।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
খুব খারাপ সুমন কর এই একটা জায়গায় তো ছাড় সে পেতে পারে।রাজিব নুর ভাইয়ার অভিজ্ঞতায় দেখেন না তাকে সবাই ঠকায় !!!!
আসলেই ফ্রি মানেই বাসায় আনবার পর মাথার চুল ছেড়া ।
১২| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩১
জাহিদ অনিক বলেছেন:
শেয়ারিং ইজ কেয়ারিং।
ব্লাক ফ্রাইডে নিয়ে আমার কোন অভিজ্ঞতা নেই। থাকলে শেয়ার করা যেত।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
মনিরা সুলতানা বলেছেন: একেবারেই নেই !!!!!
এট লিস্ট কারো কাছে শোনা গল্প ও না !!!!!
হুম
শেয়ারিং ইজ কেয়ারিং ।
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫০
ডঃ এম এ আলী বলেছেন: আরে কি কান্ড ।
সুযোগ যখন পেলাম অভিজ্ঞতা কথাটা শেয়ারটা করিনা কেন
গিন্নীকে নিয়ে ব্ল্যাক ফ্রাইডেতে শপিং করতে গিয়ে কেমন একটা ধরা খেলাম ।
পছন্দের জিনিস মাপমত কিনতে না পেয়ে অনলাইনে শপিং করে রিষ্ট চিত্তে
ঘরে ফিরে এলাম । মাগরেবের নামাজের পরে কম্পিউটার খুলে ইমেইল
মেসেজে দেখি দু:খিত সেটা নাকি এই মহুর্তে তাদের স্টকে নাই ।
কার্ড পেমেন্টের টাকা ফেরত কখন আসে কে জানে , সে বিষয়ে কিছু বলে
নাই । ব্লাক ফ্রাইডে সত্যি সত্যিই ব্ল্যাক হয়ে গেল ।
লিংকটা ফলো করে দেখে আসলাম ভাল লাগল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ব্লগার রা দেখি সবাই একই ধাঁচের সবাই গিন্নী কে শপিং কারাতে নিয়ে যায় , কেউ গিন্নীর সাথে যায় না হাহাহা ।
এর চাইতে ছাত্র জীবন ই ভালো ছিলো , বন্ধুদের আইসক্রিম , ফুচকার নিদেনপক্ষে এক প্লেট তেহারীর বিনিময়ে শপিং এর বাড়তি ব্যাগ বহন করানো যেত ।
হায়রে ব্ল্যাক ফ্রাইডে হায় হায় !!
লিংক টা লন্ডনে থাকা এক ভাইয়া ই দিয়েছিলেন, কেননা উনি আগের মন্তব্যে লিখেছিলেন ধাক্কা ধাক্কি সব এমেরিকাতে হয় সেখানে পিপল বেশি ক্রেজী ।
ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য ।
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৮
অন্তরন্তর বলেছেন: আফসোস। এত বছর দেশের বাইরে তবু ব্ল্যাক ফ্রাইডে তে শপিং করলাম না। গত বছর দেখলাম এক টিভি ৫ জন ধরে টানছে। আমার সত্যিকারঅর্থে জ্বর আসে এইসব ব্ল্যাক ফ্রাইডে শপিং দেখে।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আমি তো পারত পক্ষে শুকবার আর শনিবারে ক্যারফোরে ও ঢু দেই না এই ধাক্কার ভয়ে ।
আপনার এই এক টিভি পাঁচ জন টানাটানি দেখেতাম জাপানী একটা কার্টুন ছিলো সিংচ্যান নামে সেখানে ;অদ্ভুত পাগল সব ।
ধন্যবাদ সাথে থাকার জন্য ।
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাহহহহ.............লিখেই ফেললুম একখান। পড়বানা সে জানি। পড়লেও পিত্তি জ্বালাইন্যা হাসবা সেও জানি।
''শেয়ারিং ইনফরমেশন ইম্প্রুভিং লাইভস (sharing information improving lives)'' পার্ট টু (পোংটা ভার্সন)
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: আগে দেখি তারপর !!!
তোরে বিশ্বাস নাই কইলাম
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩
মনিরা সুলতানা বলেছেন: পড়ছি ! মন্তব্য ও করছি
আর হাসি নাই তুই বেষ্ট !!!
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সরকার !!!
ভালো সত্যি ই অনেক ভালো ।
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২
জুন বলেছেন: আমার ঘরের পাশেই বিশাল মল, প্রচুর লোকজনের আনাগোনা কেনাকাটা খাওয়া দাওয়া তবে সব কিছুই ভারী নিঃশব্দ নীরবে। শনি রবি ছুটি থাকায় এই দুটো দিন মানুষের ভীড় দেখা যায় কিন্ত চিৎকার চেচামেচি, ক্রেতাদের দর কষাকষি বা বিক্রেতাদের হাতে তালি দিয়ে শেষ দর ঘোষনা চোখে পরেনি ।
মোবাইল হাতে থাকলেও সরব চিৎকারে ফেটে পড়ছে না, তারা টেক্সট করছে চুপচাপ। এখানে ঘরে রান্নার প্রচলনটা মনে হয় কম। ১১টা বাজতেই জোয়ান মর্দ বুড়োবুড়িরা লাঠিতে ভর দিয়ে এসে কুপন কেটে নিঃশব্দে ফুড কোর্টে বসে খেয়ে চলে যাচ্ছে মনিরা । আমরাও সেখানে অথবা সামনে টেসকো লোটাসের ফুডকোর্টে মাঝে মাঝে খেয়ে আসি। অথবা সিজলারে সালাদ ।
টেসকো ফুডকোর্টে
তাছাড়া ঘরের পাশেই বিশাল এই অশথ গাছ ডালপালা ছড়িয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে । একটু বাতাসেই চারিদিক আছড়ে পরে সর সর শব্দ করে ওঠে । খুব ভালোলাগে ।
অনেক ভালোলাগলো লেখাটি মনিরা ।
+
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
মনিরা সুলতানা বলেছেন: এখানে ও চিৎকার চেচামেচি ক্রেতাদের দরকষাকষি এসবের প্রশ্নই আসে না । সব কিছুই ভারী শান্ত ;শুধু মাত্র লোকাল কিছু উঠতি বয়সের ছেলে পিলে ছাড়া গাড়ির হংক ও অনেক কম এখানে ।
সিংগাপুরে ও দেখেছি ছুটির দিনগুলো তে এশিয়ান রা গুটিগুটি পায়ে হেটে এমন কোথাও বসে যায় ,আর অন্য দিনগুলো তে বিকেলেই ডিনারে বসে আশেপাশে বাচ্চারা খেলে আর ওরা সন্ধ্যে সাতটার আগেই সেরে নেই রাতের খাবার।
কি চমৎকার করে লিখলে তোমার ঘরের পাশের আরশিনগরের কথা !!!!
তাছাড়া ঘরের পাশেই বিশাল এই অশথ গাছ ডালপালা ছড়িয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে । একটু বাতাসেই চারিদিক আছড়ে পরে সর সর শব্দ করে ওঠে । খুব ভালোলাগে
আপু পারলে এই গাছের ছবি দিও দেখব ।
অনেক অনেক ভালোবাসা আপু ।
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬
ধ্রুবক আলো বলেছেন: শপিং খুব ধৈর্যের একটা কাজ। ধৈর্য আমার যথেষ্ট আছে কিন্তু শপিং করার ক্ষেত্রে আমি খুবই অলস।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!! আপনার তাহলে সত্যি ই অনেক ধৈর্য !!!!
আমার নিজের ই এতটা নেই , আর অলসতার কথা বলছেন ?? সে পছন্দের কাউকে পেলে আর থাকবে না ।
শুভকামনা ধ্রুবক
১৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জানা হলো কিছুটা আপনার লেখা পড়ে, এর আগে কিছুই জানতাম না এই সম্পর্কে।
তবে আলী ভাইয়ের মন্তব্যে অবাক হলাম! সবদেশেই তাহলে দুইনম্বরি বহাল তবিয়তেই চলে!!
২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
মনিরা সুলতানা বলেছেন: হুম বাংলাদেশে এখন ও এর ঝক্কি শুরু হয় নি ,দেখা যাবে বছর না ঘুরতেই হ্যালুইনের মত বুড়াবুড়িদের উৎসব হিসেবে পালন শুরু হবে । কিছুটা জানার জন্যই এই লেখা অন্যরা ও সুন্দর নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছে ।
দুই নাম্বারি পৃথিবীর সব জায়গায় আছে , তবে পার্থক্য হচ্ছে সেখানে আইন আছে আইনের প্রয়োগ ও আছে ।
শুভ কামনা নয়ন ।
২০| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
সোহানী বলেছেন: যাক তোমার লিংকটায় কানাডার অবস্থা দেখে ভালো লাগলো। সত্যিই এখানে খুবই সুশৃংখল সব.... যা ছাড় দেয় তা নিয়ে কোনই অভিযোগ মারামারি কিছুই নেই।
আমার এক্সপেরিয়েন্স... গতকালই মেয়ের জন্য একটা উইন্টার বুট কিনলাম ৫০% এ তারপর তার মাপ হয়নি বলে আজ গেলাম চেইন্জ করতে। কিন্তু মেয়ে অন্য ডিজাইন চুজ করাতে ওইটা ফেরত দিলাম ও দ্বিগুন দামে আরেকটা কিনলাম........হাহাহাহা
যাহোক আমার ছাড়ের লিখাটা কি পড়েছিলা.........জীবন এখানে যেমন ............. আমার প্রবাস জীবনের ডায়রী...ছাড় ছাড় ছাড়
২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা আপু আমার অভিজ্ঞতা ও সেইম সেল টেলে যা কেনা হয় বছর খানেক ঘরে পরে থাকে এরপর দুবাই কেয়ার হয় ওদের ঠিকানা । লেখা পড়েছিলাম আপু ,সেই ছাড় আর ধর এর কাহিনি মনে করে কিছুক্ষন হেসে এসছিলাম ।
২১| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শপিং এর জন্মই হয়েছে মেয়েদের জন্য। পুরুষরা তো শুধু বাজার আর মার্কেটিং করে।
২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
মনিরা সুলতানা বলেছেন: তাই তো তাই তো !!!!
পুরুষেরা বাজারে বাজার করে আর মার্কেটে মার্কেটিং ,আর মেয়েরা শপ এ শপিং করে
২২| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিজ্ঞতা নাই, শুধু পড়লাম, মন্তব্য সহ।
২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন লিটন ভাই !!!!
মানে আপনি মন্তব্য ও পড়ে ফেলেছেন তাই
২৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
তার ছিড়া আমি বলেছেন: ব্লাক ফ্রাইডে হোক আর রেড ফ্রাইডে হোক, শপিং করা ভালো বটে প্রয়োজনের বাইরে অতিরিক্ত শপিং ভাল নয় বলে মনে করি।
২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
মনিরা সুলতানা বলেছেন: আমার ও তাই মত ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
২৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
মলাসইলমুইনা বলেছেন: অনেক বছর পর এবার আমারও যেতে হলো | শীতের জন্য জ্যাকেট কিনতে | একটা নর্থ ফেসের জ্যাকেট কিনবো ভেবেই রেখেছিলাম |মেসিজে যাওয়া হচ্ছিলো না | ব্ল্যাক ফ্রাইডেতে ফজরের নামাজ পরে গেলাম | একটু পরে গেলেও অবাক কান্ড জ্যাকেটটা পেয়েও গেলাম ! গতবার পর্যন্ত খুবই বকেছি এই হুজুগে আচরণের | এবারের ব্ল্যাক ফ্রাইডে খুব ভালো !!
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
বেশ তো জুম্মার দিন ফজরের নামাজের পর গিয়েছেন ভালো হতে বাধ্য তাছাড়া আমার এই লেখায় পজিটিভ কিছুর অভাব ও আপনার অভিজ্ঞতা পূরণ করে দিলো ।
আমি কিন্তু বকাবকি করি নাই ,আমার বেশ লেগেছে সবার আনন্দিত মুখ !!! বিরক্ত ! টেনশনে কেমন বেশ উৎসব উৎসব ভাব ছিল ।
শুভ কামনা ।
২৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার লেখা পড়ে বক্সিং ডে'র কথা মনে পড়ে গেলো।
পশ্চিমাদের এই জিনিসগুলো খুব অবাক করে। বড় বড় দোকানগুলো স্পেশাল ডিসকাউন্ট দিয়ে একদিনে পুরো দোকান খালি করে ফেলে!!! মানুষ লাইন ধরে দোকান খোলার ৩-৪ ঘণ্টা আগে।
সত্যিই মজার জীবন!
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা
সিটি সেন্টারে গত এক বছর থেকে Pierre Cardin ৯০% সেল !!!! আজব !!!
এরপর কি বলে ক্লিয়ারেন্স সেল ,বাই ওয়ান গেট ওয়ান । কত্ত কত্ত যে নাম ।
বিরক্ত না থাকলে আমার এসব ভালই লাগে ; জীবন সত্যি ই মজার !
২৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
জৈনক পণ্ডিত এবং বিশিষ্ট গবেষক অপসরানন্দ্রনাথের গবেষণালব্ধ মন্তব্য পাঠ শেষে আমি খুঁজতে খুঁজতে আমার এক নোয়াখালীর বান্ধবীকে খুঁজে পেলাম । তাকে আমার মন্তব্য দিয়ে বললাম এর নোয়াখালী ভাষা কী হবে ? সে বললো,
'আমার কাছে কোন ইনফোরমেশন নাই । ফেলে জানিয়ে দেবো !'<< 'আঁর কাচে কোন ইনপরমেশন নাই । হাইলে কই দিমু !' -ইয়া মাবুদ !!
উক্ত ট্রান্সলেশনের সাথে মিলিয়ে দেখলে উক্ত গবেষকের মন্তব্য প্রশ্নবিদ্ধ হয়ে যায় । ফুউউ...
২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
ইয়া মাবুদ !!!
মাবুদ মাওলা !!!
২৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
জেন রসি বলেছেন: শপিং আমি উপভোগ করিনা। খুব একটা করিওনা। করলেও খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে এখন পর্যন্ত আমার শপিং বিষয়ক হালচাল। তবে ভবিষ্যতে উপভোগ করতেও পারি। মাঝেমাঝে ইউ টার্ন নিতে ভালো লাগে।
২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: সে কি এক প্লেট চটপটি বা ব্যান্সনের বদলে বন্ধুদের ব্যাগ হাতে হাটাহাটির ও অভিজ্ঞতা নেই বলছেন !!!
আপনার ঢাঃবিঃ র সার্টিফিকেট পেয়েছেন তো ?!!!!!!
শপিং এ দ্রুত সিদ্ধান্ত সব সময় কার্যকর
২৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২২
উম্মে সায়মা বলেছেন: আমাদের এখানেও পশ্চিমাদের দেখাদেখি ব্ল্যাক ফ্রাইডে তে ছাড় দেয়া শুরু করেছে। তবে তারা এটাকে নাম দিয়েছ হো্য়্যাইট ফ্রাইডে(কত কী যে দেখবো আরো!) সেদিন ফ্যামিলি পিকনিকে যাওয়ার কারণে চাইলেও শপিংয়ে যাওয়া হত না। তবে ফেরার পথে একটা সুপারশপে নেমেছিলাম। অবশ্য মনেও ছিলনা। অনেক লোক সমাগম দেখে মনে পড়ল ও আচ্ছা আজ তো কি জানি থ্যাঙ্কসগিভিং ডে! আমি কিছু কসমেটিকস কিনে ফিরে এসেছি
২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০
মনিরা সুলতানা বলেছেন: হুম উম্মে সায়মা আরব রা এর নাম হোয়াইট ফ্রাইডে রেখেছে , সুক ডট কম গত এক মাস থেকে আমাকে মেসেজিং করেই চলছে । বাহ!! দারুন তো পিকনিক !!!! কোথায় !!! কনো ছবি তো দেখলাম না ?
হাহাহাহা তাহলে অজানিতে তোমার শপিং হয়েই গেলো ।
শুভ কামনা !
২৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪৯
ফেরদৌসা রুহী বলেছেন: ব্ল্যাক ফ্রাইডে একটা গিফট কিনতে গিয়েছিলাম কিন্তু এত বেশি ভীড় ছিলো যে কিনতে পারিনি, চলে এসেছিলাম।
আজকে কিনলাম কিছু। ছাড় এই মাস পুরাটাই চলবে।
২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা আপু সকালে কাঁথা বালিশ নিয়ে ওয়েট করা ছাড়া ভীড় এড়ানো অসম্ভব । হুম ক্রিসমাস আছে সামনে বেশ উৎসব উৎসব থাকবে । ভালো থাকার শুভেচ্ছা আপু ।
৩০| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:০১
ওমেরা বলেছেন: ব্লাক ফ্রাইডেতে শপিং এ যাইনি বলে আমার এক বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে , আমাকে বোকা বলেছে ।বলেনতো আপুনি আমার কিছু কেনার না থাকলে ও আমি শুধু কেন শপিং এ যেয়ে সময় অপচয় করব ।
২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: হুম আমাকে আবার ছোট বোন বলেছে আমি "আজিব " এমনি তেই শপিং এর নামে জ্বর আসে ,এরপর আবার এমন ভীড় এ শপিং প্রশ্নই আসে না । তার উপর যদি কেনাকাটার কিছু না থাকে ! এর চাইতে ব্লগে ই আনন্দের তাই না !! তাই তো !!!
ভালোবাসা ওমেরা !
৩১| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫০
এম এ কাশেম বলেছেন: আমার মাত্র ১১৫০ ডলার গেলো।
মেয়ে খুশি
তবে মেয়ের মা খোশ কি নাখোশ বুঝতে পারছি না ,
সারাদিন শুধু বকবক করতেছে - ওটা চেন্জ করতে হবে,
এটার সাইজ বদলাতে হবে, ওটা ফেরত দিতে হবে .......
কেনার ঝামেলা শেষ, এখন ফেরত আর বদলানোর ঝামেলা শুরু।
আল্লাহ সহায়। আমার জন্য দোয়া করবেন এই ঝামেলা শেষ করতে পারি।
২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ! আপনি তো মাত্রাতিরিক্ত মাত্র তে পার পেয়ে গেলান ,বেশ বেশ । আর মেয়ে খুশি হলেই হবে মেয়ে'র মা ' তো এমনিতেই সবসময় খুশি
আপনার একটা মন্তব্য এই ব্ল্যাক ফ্রাইডে নামক যন্ত্রণার চিত্র ভালোভাবে উঠে এসছে ।
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য ।
৩২| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪
জুন বলেছেন:
মনিরা অশথের পুরো ছবিটা তুলে পরে দেবো বাসায় গিয়ে। এখন আমার ঘরের জানালায় টাঙানো ফুটন্ত অর্কিডের পেছনে উকি দিয়ে আছে অশথের ছায়া এটাই দিলাম। এক ঢিলে দুই পাখি আরকি
২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব !!!!
একদম তোমার মত উজ্জ্বল প্রাণবন্ত আর আনন্দ ছাড়ানো রঙ ।
ভালোবাসা আপু !
৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
জাহিদ অনিক বলেছেন:
লেখক বলেছেন: একেবারেই নেই !!!!!
এট লিস্ট কারো কাছে শোনা গল্প ও না !!!!!
--- নাআআআআআআআআআ কোন গল্পই নেই আমার জানা এই বিষয়ে !!!!!!!!!!!
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
মনিরা সুলতানা বলেছেন: জাহিদ অনিক বলেছেন:
শেয়ারিং ইজ কেয়ারিং।
এই রে .......
কি কান্ড দেখ !!!!!!!!
কেউ কবি ‘র সাথে শেয়ার করে নি !!!!!
কেউ জাহিদ অনিক এর কেয়ার করে না !!!!
৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬
জাহিদ অনিক বলেছেন:
কেউ কবি ‘র সাথে শেয়ার করে নি !!!!!
কেউ জাহিদ অনিক এর কেয়ার করে না !!!! ------------------- সেটা এতক্ষণে বুঝলেন !
২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
মনিরা সুলতানা বলেছেন: বয়ো: বৃদ্ধার কাছে বুঝে ফেলার সুপার সনিক গতি আশা করলে চলবে !!!!!!
৩৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
প্রামানিক বলেছেন: কেনাকাটার ভিতরও একটা আনন্দ আছে।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই ভাইয়া !
গ্রামের মেলায় শপিং আমার খুব পছন্দ ।
শুভ কামনা প্রামানিক ভাই ।
৩৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
নিয়াজ সুমন বলেছেন: আমার আছে খারাপ অভিজ্ঞতা। প্রথম দেখায় যা ভালো লাগে এরপর আর হাজারটা দেখলেও মন ভরে না্। চোখ যে ঐ প্রথম ভালোলাগায় আটকে থাকে। আর তাই শফিংএ েগেলে নিজেকে নিজের উপর বিরক্তি লাগে।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০২
মনিরা সুলতানা বলেছেন: বিরক্ত হবেন কেন !!!
শুরুতে যা পছন্দ হবে কিনে ফেলবেন , সময় শক্তি দুইটায় বাঁচবে !
শুভ কামনা ভাইয়া ।
৩৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০
তার ছিড়া আমি বলেছেন: অনেকেই দেখছি তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। আমারও ইচ্ছা হইলো অভিজ্ঞতা শেয়ার করতে, কিন্তু ব্লাক ফ্রাইডে আর হোয়াইট ফ্রাইডের কোন অভিজ্ঞতা আমার নেই। কেননা আমি বাংলাদেশে থাকি। তবে আমার quran teaching bangladesh এর অনলাইন স্টুডেন্টদের একজন একটা এইচপি ল্যাপটপ কিনেছে ১৫০ ডলার মূল্য হ্রাসে। আরেকজন কিনেছে xbox ৯০ ডলার ছাড়ে। তবে তারা কেউই ধাক্কা ধাক্কির মধ্যে যায়নি, অনলাইনে অর্ডার করে কিনেছে। তারা এটাকে ইনজয় করেছে।
এই হল আমার অন্যের ধার করা অভিজ্ঞতা শেয়ার করা। সবাই ভালো থাকবেন।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫
মনিরা সুলতানা বলেছেন: গ্লোবাল দুনিয়ায় যেখানেই থাকেন ভাইয়া তথ্য যে চলেই আসে সেটা আপনার মন্তব্য প্রমানিত হলো ।
আপনাদের চমৎকার গ্রুপের সাফল্য কামনা করছি ।
৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫
সামিয়া বলেছেন: ভাললাগলো অভিজ্ঞতা
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ইতিমনি !!!!
অনেক অনেক ভালোবাসা ।
৩৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
কালীদাস বলেছেন: ইউরোপে ব্ল্যাক ফ্রাইডে জিনিষটার আমদানি খুব বেশি দিন হয়নি, লোকালরা তাই বলে। আমেরিকার শপিং মলগুলোতে যে টাইপের কেওটিক সিন দেখি, আমার নিজের এই কারণে খুব একটা আগ্রহ হয়না। এবার খানিকটা খেয়াল করলাম; আসলেই কিছু জিনিষের দাম অনেক কমিয়েছে। অনলাইনে কিছু জিনিষের দাম দেখলাম বাড়াবাড়ি রকম কমিয়েছে বিভিন্ন অফারে।
তবে মজা পেয়েছি অন্য কারণে। আমি এই ব্লাক ফ্রাইডে আর এই উইকেন্ডটা পার করেছি অসলোতে। হোটেলের রিসেপশনেই বলছিল ব্লাক ফ্রাইডেতে পুরাই ঠাডা পড়ে দোকান এবং মলগুলোতে। বাস্তবেও তাই দেখলাম। নরওয়ে খুবই, খুবই এক্সপেন্সিভ একটা দেশ; সব কিছুর দাম জার্মানি বা ইটালির তুলনায় অন্তত তিনগুণ বেশি। স্বাভাবিকভাবেই লোকজন সুযোগ নেবেই!!
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
মনিরা সুলতানা বলেছেন: অসলো' র নামেই কেমন অন্য রকম ভালোলাগা ,সেই যে নিশীথ সূর্যের দেশ -নরওয়ে !!!
আমার অভিজ্ঞতায় রোজকেরে কিছু জিনিস এ সাশ্রয় হয় ,বাট পছন্দের ব্র্যান্ডের কিছু র কপালে আসলেই ঠাডা
এই জন্য ঠেলাঠেলি তে যাই না ।
ধন্যবাদ মহাকবি চমৎকার শেয়ারের জন্য ।
৪০| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১১
আখেনাটেন বলেছেন: বাংলাদেশেও কিছু অনলাইন পোর্টাল এই জিনিস চালু করেছে।
ইতিমধ্যেই আমি ধোঁকাও খেয়েছি এদের খপ্পরে পড়ে। কিছুদিন আগে অনলাইনে বই বিক্রির সাইট রকমারীতে বেশ ভালো একটি অংকের বইয়ের অর্ডার দিলাম। সে সময় এদের ঐ ফ্রাইডে-ট্রাইডে ছিল মনে হয় যা শেষে অামার জন্য ড্রাইডে হয়েই থেকে গেল। অর্ডারে বই ঠিকই অাসল মাগার বইয়ের সাথে টই দেওয়ার কথা ছিল তা অাসল না। পরে মেইল করলে উত্তর আসে সমাধান হবেক। এরপর আর খবর নেই।
এ দেশে এগুলো থেকে যতই দূরে থাকা যায় ততই মঙ্গল।
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
মনিরা সুলতানা বলেছেন: রকমারী যে দারুণ সব চটকদার মেইল পাঠায় ,আমি মুগ্ধ !!! বলা যায় না যে কন দিন আমিও এদের খপ্পরে পড়ে যেতে পারি
মনে হয় না এগুলো থেকে খুব বেশি দিন দূরে থাকা যাবে ; ঢেউ দেশে ও লেগেছে দেখলাম !!
শুভ কামনা আখেনাটেন
৪১| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
মিথী_মারজান বলেছেন: আপু! আপনি শপিং হেটার্স!!!
কি লক্ষ্মী মেয়ে আপনি!
আমিতো শপিংয়ের পাগল!
উল্টা পাল্টা অনেক কিনি এমনটা না তবে শপিংয়ে যেতে খুব ভাল লাগে।
আর শপিং শেষে ফেরার সময় খাওয়া দাওয়া, ওয়াও কি দারুণ মজা!
আমাদের তো ব্ল্যাক ফ্রাইডে ফেসিলিটিজ নেই। কিন্তু তারপরও ভাল দোকানগুলোতে সেল চললে আমি কখনো মিস্ করিনা।
তবে সেল দেওয়া প্রোডাক্ট আমি সবসময় খুব খেয়াল করে কিনি যেন কোন ডিফেক্ট না থাকে।
এমন অনেক সেল দেয়া প্রোডাক্টে আমি বহুবার ছক্কা মেরেছি এজন্য আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে শপিংয়ে যেতে চায়। হা হা।
২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা খুব লক্ষ্মী না ; আমার আসলে ধৈর্য অনেক কম কেনাকাটায় কিন্তু ঐযে শপিং শেষে খাওয়া দাওয়া সে দারুন মজার নিঃসন্দেহে !!!!!
আমার ছোট বোন ও খুব খেয়াল করে কিনতে পারে ,অল মোস্ট সারাদিন রাত ।
হাহাহাহা এমন অভিজ্ঞ কে , কে না নিতে চাইবে বল !!!!
চমৎকার শেয়ার মিথী !! অনেক অনেক ভালোবাসা ।
৪২| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
বিলিয়ার রহমান বলেছেন: ব্লাক ফ্রাইডে নিয়ে আমার কোনো গপ্প নাই আপি!!!
এর লাই সরি!!!
২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
মনিরা সুলতানা বলেছেন: যাদের গপ্প নাই তারা বাকিদের গুলো পড়ে জ্ঞান অর্জন করবে , সরি হবে কেনো !!!!
আচ্ছা এ বছর পড়ছ তো নেক্সট ইয়ার আমার পোষ্ট এ শেয়ার করবা , কি পড়ছিলা
৪৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
ব্লাক কিম্বা হোয়াইট -ই হোক, বছরের তিনশো পয়ষট্টি দিনই শপিং করতে হয় । কোনও ছাড় নেই উল্টো আছাড় খেতে হয় ।
বঙ্গবাসীকে এই ইনফরমেশন শেয়ার করতে বলুন, দেখবেন ঈদ, কোরবানী, পুজা, পহেলা বৈশাখ সহ নববর্ষের লাল-নীল-হলুদ-কমলা দিনগুলিতে শপিং করতে গিয়ে কিভাবে আছাড় খেতে হয় এবং আ-ছাড় কতো প্রকার ......................
২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া !!! হাহাহাহা
আপনি আসলে কেবল আছাড়ের খবর ই রেখেছেন , মিথী দেখেন ঠিক ছাড়ের খবর জানে ।
ধন্যবাদ ভাইয়া ।
৪৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: পোস্ট আর সকলের মন্তব্য দারুন উপভোগ্য।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!!
বেশ তাহলে তাই ;
কিন্তু মন্তব্য প্রতি উত্তর কেমন হয়েছে তা তো জানা হলো না ।
৪৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: আপু, এবার আমি এ পোষ্টের শেষের পাঠক ! চা কপি কিছু নাই ।।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭
মনিরা সুলতানা বলেছেন: মনিরা সুলতানার ব্লগ ধূমপান থুক্কু সকল ধরনের খাদ্য পানিয় বিবর্জিত ব্লগ মানে মুক্ত ব্লগ । চা কপি চাওয়া আপনি ই প্রথম আশা করছি আপনি ই শেষ পাঠক
এখন বলেন শপিং এর অভিজ্ঞতা কি কি !!!!!!
৪৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯
ইমরাজ কবির মুন বলেছেন:
মনিরান্টি নেক্সট ব্ল্যাক ফ্রাইডে সেল এ আমার জন্য ১টা মোবাইল কিনে পাঠায়েন।আমারটা পুরান হয়ে স্লো হয়ে গেসে, কিসু করতে পারিনা
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯
মনিরা সুলতানা বলেছেন: ঠিক আছে ঠিক আছে ,নেক্সট যে সেল এ মোবাইল এর সাথে প্লেন ফ্রি দিবে তক্ষন ই কিনে ফেলব , যাতে করে মুন যখন ইচ্ছা স্টার সিনেপ্লেক্স এ Avengers: Infinity War অথবা পছন্দের সিনেমা দেখতে ঢাকা আসতে পারো ।
৪৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
মগের মুল্লুকেও ঐ অফার কক্ষনো দিবেনা
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: দিবে দিবে ততদিন ধইজ্য ধর !!
অনেকদিন পর ব্লগে তোমাকে দেখে ভালোলাগলো ।
৪৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
ইমরাজ কবির মুন বলেছেন:
ইনফিনিটি ওয়ার এর ইনফিনিট পিরিয়ড ও শেষ হয়ে যাবে, তবুও ঐ অফার আসবে না - বলে দিলুম হ্যাঁ
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আচ্ছা না আসুক তুমি এই ফ্রাইডে তে আগে স্টারে আসো!!!
৪৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
অাকাশে তো নাকি লক্ষ তারা, আপনি কোনটায় যাইতে বলতেসেন!
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা !!!!
কোথাও না ব্লগে নিয়মিত হও ।
৫০| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ।+
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই ।
শুভ কামনা ।
৫১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
শামছুল ইসলাম বলেছেন: শপিং একজনের জন্য (স্ত্রী) বেশ মজার, অন্য জনের (স্বামী) জন্য ততোটা নয় । আপনার সহজ বর্ণনায় লেখাটা উপভোগ্য হয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১০
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ব্যাপার টা ঠিক সব সময় কিন্তু এমন না ; অনেক স্বামী 'রা ও শপিং উপভোগ করে ।
লেখায় ভালোলাগা প্রকাশে ধন্যবাদ
শুভ কামনা !
৫২| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
খায়রুল আহসান বলেছেন: পোস্টে এবং পাঠকের মন্তব্যে শপিং সংক্রান্ত উপভোগ্য আলোচনা। ভাল লাগলো + +
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই !
শুভ কামনা ।
৫৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৩
কুঁড়ের_বাদশা বলেছেন: আপু, আগে শপিং করার জন্য কিছু টাকা দেন। কিছু শীতের কাপড় কিনে নিয়ে আসি, তারপরে শপিং অভিজ্ঞার কথা বলি।।
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫২
মনিরা সুলতানা বলেছেন: ইনভেস্ট বুঝেন ?
আগে শপিং করে অভিজ্ঞতা লিখেন ,তারপর চিন্তা করে দেখব আপনাকে শপিং এ পাঠাইলে ধরা খাবো নাকি ?
অপ্সারা আর মিথী নাম্বারে এগিয়ে আছে কিন্তু
৫৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
কুঁড়ের_বাদশা বলেছেন: ইনভেস্ট এর মানে বুঝিতে গেলে, এখন বিবিএ এর স্টুডেন্ট হইতে হইবে!!!!
এতো সুন্দর করে, আপু বলে একখানা ডাক দিলাম তারও কিছু মূল্য আছে ? না, একজন মূল্যহীন!! আর, অপ্সরা আপায় কিছুদিন ব্যস্ত আছেন তাই, তাকে যা কিছু দিবেন, তা আমার কাছে দিতে বলেছেন। এখন কিছুৃ নগদ প্রদান করুন। তারপরে শপিং করে,তখন আবার নতুন করে শপিং অভিজ্ঞার কথা বলে যাবো।
০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
মনিরা সুলতানা বলেছেন: বাকি কেউ তো খালা ডাকে নাই
সবাই মিষ্টি কইরা আপুই ডাকছে .,,.
অপ্সরা শুনলে দৌড়ান দিবো আপনারে
জলদি শপিং এর অভিজ্ঞতা শেয়ার দেন
না হয় ডিসকোয়ালি করমু , এই খেলা থেকে কুঁড়ে সকল বাদ !
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯
শায়মা বলেছেন: আহা কি আনন্দ!
শপিং তো আমার সবচাইতে প্রিয় কাজের একটি।