নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
অত টাই রক্তিম টুপ করে ডুবে যাওয়া সূর্যকে
আমি ডাকি “অরুণাভ “
বছরের সুদীর্ঘ তম হিমায়িত রাত্রি'তে শিহরণ ;
আনন্দের ফল্গুধারা আর থাকে লজ্জার লালিমা হয়ে ।
টুপটাপ নিমগ্নতায় যখন লেবুপাতা আর চাঁপা'তে সখ্যতা হয়
সেও ঠিক নিঃশ্বাসে নিঃশ্বাস ডোবায় ,হয় অনুরণন।
শোন আমি তাকে ডাকি “অরুণাভ”।
অঁজলিতে কন্ঠের শব্দ শিশিরে চাতক জল তৃষ্ণা মেটায়
আঙুলের ভাঁজ পউসি ফুল সম বিহবল করে ;
সেই সে প্রথমের মত করেই অগোছালো দ্রুততায়।
আমি ভাসি আমি ডুবি অবগাহনে;
আশ্চর্য ঊর্মি ‘র সেই অরুণাভ তে।
অথৈ অচলে নরম হয়ে আসে আলো
নত হয় আকাশ সাথে আসে নিসচুপে কিছু গাঢ় অন্ধকার;
কতদিন ভেবে থাকা নোনতা বুকের গন্ধ লাগে নাকে
আজন্ম বিবাগী হয়ে ছুঁয়ে দেই কামনার মহুয়া।
ঘুঘু বুকে থাকে শুধু একটাই স্বর
উর্বশী রাতের মায়ায় ।
অই মুঠো ভরা নীল চুড়ি প্রেম বেঁধে রাখে তার নীল কেয়ূরে
কিছু শব্দ জলতরঙ্গ টুং টাং আবেশিত উইন্ডচাইম সুর ;
শুক্তি 'তে লুকানো খোয়াবের আঁচল মেলে ডেকে চলে সমুদ্র শয্যা
সহস্র কালের জমা কথকতার হিমবাহ নামে ঢালে বেয়ে;
আর ! ভৈরব পার হয়ে আশা-টোড়ি বাঁধে তার চুপিচুপি ঊষা।
সহ ব্লগার সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা !
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই ।
কবিতায় ভালোলাগা প্রকাশে কৃতজ্ঞতা ;
হাহাহা একদম ফাও ফাও না কিন্তু ধরে নিন শুভেচ্ছা জানাতেই কবিতায় ফিরলাম ।
শুভ কামনা ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: নতুন কবিতার সাথে নতুনের শুভেচ্ছা। নতুন বছর কাঁটুক সুখে ও সৌভাগ্যে।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
মনিরা সুলতানা বলেছেন: দারুন বলেছেন তো " নতুন কবিতার সাথে নতুনের শুভেচ্ছা " ঠিক তাই ।
অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য ।
শুভ কামনা ।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হে। হ্যাপি নিউ ইয়ার।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভেচ্ছা নতুন বছরের ।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
জাহিদ অনিক বলেছেন:
বিন্দু শিশিরের কি ক্ষমতা!
ডোবালো--- অবগাহন করালো---
তারপর--
শিশির;
হিমবাহ বেয়ে উঁচুতে- আরও উঁচুতে উঠে---
অরুণ রাঙা সূর্যের আভায় গাল রাঙিয়ে
নিজেকে নাম দিল ঊষা!
চমৎকার কাব্য।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
মনিরা সুলতানা বলেছেন: বিন্দু শিশির ই জমে জমে সিন্ধু হয়
কিছু জমে থাকা জল নিয়ে জলজ অবগাহন ।
চমৎকার মন্তব্যে ধন্যবাদ জাহিদ ।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
নিয়াজ সুমন বলেছেন: সুন্দর প্রকাশ। শুভেচ্ছা রইলো
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা প্রকাশে ধন্যবাদ নিয়াজ সুমন ।
আপনার জন্য ও শুভ কামনা ।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা !
যেন স্বপ্ন আর স্বপ্ন পূরণের মহা কাব্য!
মিলনাবেশেষে মুগ্ধতায় বুঁদ
অরুনাভের ডুব সাতারে
উষাগমনের শুভ লগ্ন ফিরে ফিরে আসে
আমরাও হাসি,কাঁদি বাঁচি-
আবারও অরুনাভে হারাব বলে
উষার স্বপ্নে
মুগ্ধ কাব্যে মুগ্ধ বর্ষবরণে কৃতজ্ঞতা। কাব্য পাঠের তৃপ্তিটুকু ছূঁয়ে রইল হৃদঅলিন্দ
হ্যাপি নিউ ইয়ার
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২
মনিরা সুলতানা বলেছেন: স্বপ্ন পূরণের মহা কাব্য রাত ই ছিল সেটা ,আধো আলো ছায়ায় ।
চমৎকার কাব্যিক মন্তব্যে ভালোলাগা বিদ্রোহী ভৃগু ভাইয়া ।
আপনার মন্তব্যের রেশ ও রয়ে যাবে মনে ।
শুভ কামনা ।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা, মন ভরে গেল। শেষে উপরি পাওনা নতুন বছরের জন্য শুভেচ্ছা।
আপনার জন্যও শুভেচ্ছা রইল, নতুন বছর নিয়ে আসুক যা কিছু শুভ আর শান্তির।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার কোমল মন্তব্য ও আমার কাছে বেশ অনেক খানি ই পাওয়া আপু ।
আশা করছি ভালো আছেন !!!
অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা ।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
কবিতার শেষ লাইনের উপরের লাইনে "হিমবাহ" নাকি অন্য শব্দ হবে? তরুণীদের আবেশী কথাকৈ
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
মনিরা সুলতানা বলেছেন: বলেন আপনি ই বলেন কি হতে পারে ?
আজকাল বেশ কবিতা বোঝেন দেখছি তাই আপনার কাছেই জানতে চাইলাম ।
শুভ কামনা
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
এটা কী প্রেমের কবিতা ? তাই তো মনে হলো । সুন্দর শব্দের একটা সুর কর্ণে এসে বিঁধে....
নতুন বছরের শুভেচ্ছা ।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
মনিরা সুলতানা বলেছেন: তাই !!!!
সত্যি ই কি তাই !!!!
তাহলে তো প্রেমের ই মনে হচ্ছে
ধন্যবাদ কথা এক লাইনের কবিতার জন্য !!!
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
নীলাভ চুড়ির রিনিঠিনির মতো আশা-টোড়ির ঝংকার তুলে শব্দের হিমবাহ যেন নেমেছে কবিতার ঢাল বেয়ে !
সে হিমবাহ পুরোনো দিনের গন্ধ মেখে নেমে গেছে কবিতার প্রান্তর ছাড়িয়ে আসছে নতুন প্রভাতের আঙিনায় !
শুভ নববর্ষ ।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
মনিরা সুলতানা বলেছেন: আহমেদ জী এস ভাই ;
দারুন কথায় কবিতাকে নিয়ে গেলেন অরুণাভ তে "অ" তে।
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা ।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১
আটলান্টিক বলেছেন: আপনার কবিতা বুঝতে হলে আমাকে বাংলা একাডেমী ডিকশনারি নিয়ে বসতে হবে।এতো জটিল কবিতা কিভাবে লেখেন?
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
মনিরা সুলতানা বলেছেন: আপনি মনে হয় কবিতার নতুন পাঠক !!!!!!
আমার লেখায় স্বাগত একটি আটলান্টিক !
ব্লগে নিয়মিত কবিতা পাঠে আপনাকে পাবো আশা করি।
শুভ কামনা ।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা রয় !
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২
বিজন রয় বলেছেন: অতটাই হবে বোধহয়।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
মনিরা সুলতানা বলেছেন: কতটাই !!!!!!
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
জুন বলেছেন: সুন্দর কবিতায় প্লাস মনিরা । আমার মত এক অগা বগা লিখিয়ে না পারি লিখতে কবিতা না বুঝি সাহিত্যের অ আ ।
তাইতো শুধু লিখে যাই ভালোলাগলো অনেক। তবে আমার এই ভালোলাগাটা কিন্ত ১০০% ভালোলাগা
+
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
মনিরা সুলতানা বলেছেন: ইশ রে জুন আপু ...
তুমি তো তোমার গল্পেই সেরা , কি সুন্দর করে আমাদের কত্ত কত্ত নতুন ভ্রমনের আনন্দ দাও ।
ভালোবাসা আপু !
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিতা কি বুঝি ছাই
পুলা অতি নস্যি;
সাহিত্যে আমরণি
তোমা তরে বশ্যি।
স্রেফ জানি যা লিখবে
তা-ই অনবদ্য;
ছোঁয়ালেই সোনা যেনো
গদ্য কি পদ্য!!!
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
মনিরা সুলতানা বলেছেন: জানি জানি সব জানি ছড়াকার ভাই টি
ছন্দের যাদুতে মন কেড়ে সারাক্ষন
আমাকে ও উৎসাহ দিয়ে জাস হররোজ ।
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো +।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো !
আপনার ভালোলাগা এবং +++ অনুপ্রাণিত করে গেলো ।
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: আপা,আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা রইল।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১
মনিরা সুলতানা বলেছেন: তোমার জন্য ও শুভেচ্ছা ও শুভকামনা ।
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে+++
শুভ কামনা রইল আপা।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪
মনিরা সুলতানা বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের ধন্যবাদ
+++++ এর জন্য ও ।
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন কবিতা, সুন্দর সুন্দর শব্দের সমাহার, পাঠে মুগ্ধ
পউসি ফুল আমের মুকুল সম কবিতায় ঝরে ।
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলীভাই !
সব সময়ের মত চমৎকার মন্তব্যের জন্য ।
আপনার জন্য ও শুভেচ্ছা ।
২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা শতত।
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুজন !
তোমার জন্য ও অনেক অনেক শুভ কামনা ।
২১| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৭
ওমেরা বলেছেন: নাক ফুড়াইনি, কান ফুড়াইনি হাতে কখনো লাল-নীল চুড়িও পড়িনি, সত্য কথা বলি আপুনি আপনার কবিতাও বুঝিনি । আমি যে কত্ত বোকা!!
আপুনি কেমন আছেন ? দেশে কেমন ছিলেন ? আমাদের সবাই যাবে, ভ্যাকসিন নিয়ে সবার হাত ব্যাথা,কিন্ত চিকুনগুনিয়ার ভ্যাকসিন নেই তাই টেনশনও আছে সবার মাঝে । অনেক ধন্যবাদ আপুনি ।
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহাহাহা
তোমার সত্যি কথা বেশ পছন্দ হয়েছে ওমেরা !
বোকা কেন হবে , কবিতা কারো লেখা কেউ পুরোপুরি কখনোই বোঝে না ;নিজের মত ভেবে নেয় । তুমি ভেবে নিয়েছ বোঝ নি ব্যাস সেটাই ঠিক
দেশে আনন্দেই ছিলাম ,কেবল শেষের দিকে কিছু সর্দি কাশি । আমি আসলে এত ফ্রিকোয়েন্ট যাই দেশে যে এমন সব ভ্যাকসিনের চিন্তা ও থাকে না ,পানি ও লোকাল ; তবে খুব বেশিদিন অতটা কেয়ারলেস থাকতে পারব কিনা
এন্টি মস জেল সাথে নিও , কি আর করা ।
অনেক অনেক আনন্দে কাটুক দেশের দিন গুলো ; নতুন বছরের শুভ কামনা ।
২২| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪
অন্তরন্তর বলেছেন: আপু আমার কেন যেন মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত কবিতা কম বুঝতে পারছি। আপনার কবিতায় একমুঠো ভাললাগা। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৯
মনিরা সুলতানা বলেছেন: আমি কি তাহলে লিখতে ভুলে গেলাম !!!!!
বেশ সাধারন শব্দে ই তো লেখা ;কিছু প্রিয় মুহূর্তের গল্প বলেছি ।
মুঠোভরা ভালোলাগায় মুগ্ধতা অন্তরন্তর !
আপনার জন্য ও শুভ কামনা ।
২৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩
অন্তরন্তর বলেছেন: ব্লগে যে দু চারজন ভাল কবিতা লিখে আপনি তাদের একজন। আপনি কবিতা লিখা ভুলে যাননি আমি আমার সীমাবদ্ধতার কথা বলেছি। বয়স বাড়ছে তাই মস্তিষ্ক কম কাজ করছে। শুভ কামনা নিরন্তর।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪
মনিরা সুলতানা বলেছেন: আসলে সব কবি র সব লেখা ও যে একই মাপের হয় তাও কিন্তু নয় ; সুতরাং দু তরফেই কিছু হয়ত বাকি রয়ে গেছে ।
আপনার চমৎকার মন্তব্যে ভালোলাগা ।
শুভ কামনা রইলো ।
২৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:৩১
সুমন কর বলেছেন: নতুন কিছু শব্দ ছিল। একটু কঠিনও ছিল। +।
নতুন বছরের জন্য রইলো শুভ কামনা.....
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৭
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা সুমন কর কি যে বলেন আপনার কাছে কঠিন !!!!!
আমি আসলে সব সময় কিছু নতুন শব্দে লিখতে চাই ,সব সময়ে যে তা খুব ভাল শোনায় বা পড়তে ভালোলাগে তা নয় ;তবে একটু আলাদা হলে আমার ভালোলাগে ।
আপনার জন্য ও নতুন বছরের শুভ কামনা ।
২৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার প্রতিটি লাইনে বিমোহিত.....
মুগ্ধ নয়নে চেয়ে রই!
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০
মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যে মুঠোভরা স্নিগ্ধতা ছড়ালেন !!!
অনেক অনেক ধন্যবাদ ।
২৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৫
সোহানী বলেছেন: আরে বাপরে..... দাড়াও বাংলা ডিকশেনারীটা নিয়ে বসি। হাহাহাহাহা
সত্যিই ভালোলেগেছে। শুধু অরণাভ নিয়ে এতো বড় কবিতা লিখে ফেললে।++++++
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪
মনিরা সুলতানা বলেছেন: সোহানী আপু ,এভাবে আর লজ্জা দেয়া চলবে না ;আপনার লেখা ও পড়ে ফেলেছি এখন আপনি এবং আপনার পার্মানেন্ট বয়ফ্রেন্ড দু'জনেই এই কাক কবিদের দলে নাম লিখিয়েছেন ।
আপনার ভালোলাগার প্রকাশ সব সময়ের মত আনন্দিত করলো !
নতুন বছরের শুভ কামনা ।
২৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫২
রাবেয়া রাহীম বলেছেন: আবেশিত কথা মালার কবিতায় অপূর্ব ভাল লাগা
পৌষ --
নিশ্চুপ
বানান গুলো দেখে নিও
অই মুঠো --ঐ মুঠো ভাল লাগবে
ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা রইল
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রাবেয়া বুবু !
আপনার ভালোলেগেছে এ ও এক দারুন পাওয়া আমার জন্য ;
পউসি
নিসচুপ
একটু কোমল আদর ছড়াতে ইচ্ছে করেই মুখে উচ্চারনের মত করে ই লিখেছি ।
আর স্তবকের শুরু করতে চেয়েছি "অ" দিয়ে সেই ধারাবাহিকতায় "অই" মুঠো লিখেছি ,যদিও আপনার বলা ঐ সত্যি ই ভালোলাগছিলো ।
আপনার জন্য ও নতুন বছরের শুভেচ্ছা ।
২৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৪
কথাকথিকেথিকথন বলেছেন:
শুভ ভোর ২০১৮ !
জীবন হোক আনন্দময়....
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬
মনিরা সুলতানা বলেছেন: শুভ দুপুর কথা !
আপনার জন্য ও শুভেচ্ছা ।
২৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩
সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো, চমৎকার লিখছেন।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত সৈয়দ ইসলাম !
আপনার ভালোলাগা প্রেরনা করে রাখলাম ।
শুভ কামনা নতুন বছরের ।
৩০| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নতুন বছরের প্রথম দিনে সুন্দর কাব্য উপহারে কৃতজ্ঞতা রইল
নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় প্রিয়
সুন্দর সুস্থ জীবন বয়ে আনুক অনাবিল সুখসমৃদ্ধি আর আনন্দ,
শুভ হোক প্রতিক্ষণ।
শুভকামনা জানবেন সবসময়।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শুভ কামনায় ভালোলাগা রাখলাম নাঈম জাহাঙ্গীর নয়ন !
আপনার জন্য ও নতুন বছরের শুভেচ্ছা ।
৩১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা-
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার !
আপনার জন্য ও নতুন বছরের শুভেচ্ছা ।
৩২| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬
শায়মা বলেছেন: রেশমী চুড়ির সিঞ্জীনিতে .....
নতুন বছরের শুভেচ্ছা আপুনি!!!!!!!!!
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
মনিরা সুলতানা বলেছেন: তোমার জন্য ও অনেক অনেক ভালোবাসা শায়মা !!
৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপু।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোস্তাফা সোহেল !
আপনার জন্যও নতুন বছরের শুভ কামনা
৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩
আনু মোল্লাহ বলেছেন: চমৎকার কবিতা, যেন নতুন বছরের উপহার।
আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা প্রিয় কবি
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক টাই তাই ,কেউ একজন চাইলো দিলাম ;কেমন করে যেন নতুন বছরের উপহার হয়ে গেলো ।
আপনি সহ আমার সকল পাঠকদের জন্য ও অনেক অনেক শুভ কামনা নতুন বছরের ।
ভালো থাকবেন
৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০
তারেক ফাহিম বলেছেন: একটু দেরিতে হলেও অষ্টদশ শতকের শুভেচ্ছা জানতে ভুলবেনা অাপু।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮
মনিরা সুলতানা বলেছেন: একদম দেরি হয় নি চমৎকার সময়ে ই শুভেচ্ছা নিলাম ।
আপনাকে ও শুভেচ্ছা "তারেক ফাহিম "
৩৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতায় শুধু দেখি শব্দের কারিশমা, কবিতাখানি পড়িয়া অতীব মুগ্ধ হইয়াছি।
নতুন বছরের শুভেচ্ছা রইল,সমুর বয়-বৃদ্ধা আপা।
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
মনিরা সুলতানা বলেছেন: ছি: ছি: কুঁড়ে ভাই !!!!!!!!!!
নিজের নাম ডুবাচ্ছেন দেখি !!!!!!
এত এত জলদী কবিতা পড়লেন , আবার চমৎকার মন্তব্য ও !!!!
আপনার জন্য ও শুভকামনা ( কুঁড়ে বলার আর উপায় নেই) তাই এখন থেকে বাদশা ভাই
৩৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা !
নতুন বছরের শুভেচ্ছা
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তাবাসসুম !!!!
কবিতা পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা ।
নতুন বছরের শুভ কামনা
৩৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চুড়িগুলা আমার চাই! শুভেচ্ছা রইলো নতুন বছরের!
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা রে আচ্ছা সব সব তোমার !!!
তোমার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা ।
৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নতুন বছরের নতুন উপহারে খুব ভাল লাগল আপু। ফ্যান্টাসটিক কবিতা। পাঠে মুগ্ধ হলাম। শুভেচ্ছা সবসময়।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: হ্যালো মিঃ বেষ্ট !!!!!!
আপনার মন্তব্য ও দারুন হয় সবসময় ; মন্তব্যে ভালোলাগা ।
আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা ।
৪০| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৪
মলাসইলমুইনা বলেছেন: মুঠো ভরা রাশি রাশি মুগ্ধতা ছড়িয়ে জড়িয়ে দিলাম ভালোলাগা কবিতায় | প্রিয় মুনিরা সুলতানা (আমার লেডি উইথ দ্যা ল্যাম্প অনেক ভালো লাগলো কবিতা | অনেক শুভেচছা রইলো নবববর্ষের |
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭
মনিরা সুলতানা বলেছেন: কবিতায় আপনার ভালোলাগা প্রকাশ বরাবরের মতই মুগ্ধ করলো আমাকে !
চমৎকার প্রকাশে ধন্যবাদ ; আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা ।
চমৎকার থাকুন সতত ।
৪১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৭
অর্ধ চন্দ্র বলেছেন: নীল বিষের পিয়ালা অমৃত হয়ে চিরসহচর যখন।
দারুন লিখেছেন,ধন্যবাদ
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ !!!!
আমার লেখায় স্বাগত অর্ধ চন্দ্র :
শুভ কামনা
৪২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০০
অজানিতা বলেছেন: আপুউ, কবিতায় মুগ্ধতা। অনেক ভালো থাকবেন।
০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫
মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা প্রিয় করে রাখলাম অজানিতা !!!
আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা
৪৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮
খায়রুল আহসান বলেছেন: একটা চমৎকার নতুন শব্দ শিখলাম- 'কেয়ূর'।
অসাধারণ একটা কবিতা লিখেছেন। কখনো মনে হলো শব্দচিত্র, কখনো জলরঙ ছবি, আবার কখনো নিঃশব্দ রাতে দূর থেকে ভেসে আসা কোন চেনা গানের সুর। পুরো কবিতাই ভাল হয়েছে, তবে তৃতীয় স্তবকটা একটু বেশী। + +
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৭
মনিরা সুলতানা বলেছেন: প্রতিদিন ই আপনাদের মত গুণীজন দের কাছে কতকিছু শিখছি ;সব সময় এত চমৎকার ভাবে আপনাদের মত প্রকাশ করা ই হয় না ।পাঠে এবং মন্তব্যে দারুন প্রকাশে কৃতজ্ঞতা "আহসান " ভাই।
৪৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভ নববর্ষ
০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া !!!
৪৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫
সাদা মনের মানুষ বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২
মনিরা সুলতানা বলেছেন: দারুন ফুলের প্রজাপতি সম রঙিন হোক আপনার জীবন ।
৪৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪০
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামচুল হক ভাই !
আশা করছি ভালো আছেন ?অনেক অনেক শুভ কামনা আপনার জন্য
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কবিতা
সাথে ফাও নতু্ন বছরের শুভেচ্ছা
এ যেন সোনায় সোহাগা।
ভালো থাকুন কবি!