নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
ঠিক বছরের শুরু'র দিন থেকে ফেসবুকে তিন চার লাইনে'র অনুকাব্যের মত করে স্ট্যাটাস দেয়া শুরু করেছিলাম রোজকেরে_ডাক নামে একটা দু'টো করে বেশ কিছু জমা হবার পর মনে হল;ফেসবুকের অন্য সব স্ট্যাটাসে'র মত একসময় খুঁজে পেতে সমস্যা হবে। তাই সব গুলো "রোজকেরে ডাক" এক পাতায় নিয়ে এলাম;আমার তোলা ছবি সহ।
শুরু থেকে দিনক্ষন সময়ের হিসেবেই সাজালাম, আশা করছি তাতে করে ঋতু পরিবর্তনে'র সুবাসটুকু পাবেনঃ
১-
হাসি:
হিমঝুরি ফুল
উচ্ছ্বাস:
অজানিতে ব্যাকুল
ছায়া :
বিকেল নামার আয়োজন
সন্ধ্যা :
ধুনচিতে ধুপের বিসর্জন !
২-
ফুল
জোছনার
গান
কনকনে হাওয়ার
কবিতা
লেবুপাতা ঘ্রান
উন্মন
আকাশ সমান !!!!
৩-
মন খারাপ হোক
প্রজাপতি আজ;
ঠিকঠাক গুছিয়ে নেই
বকেয়া কাজ।
দিন হোক-
আরমোরা ভাঙা মিষ্টি
পেতে চাই
দারুন কাব্য বৃষ্টি !!
৪-
তুমি
উদাসী সুর
মুগ্ধ
অবেলা দুপুর
হয়ে যাব
লুটপাট আজ
দেখ
রোদ ঝলমলে পাতার কারুকাজ!!
৫-
সহজ;
দূরে থাকা
নিরস;
বুঝতে চাওয়া
ভেবে নেয়ায়;
দারুন অনুভব
ভুলে থাকা;
একেবারেই অসম্ভব।.
৬-
রাত
নিসচুপ-
ফিরে আসে
মুছে যাওয়া ক্ষন।
সুকসারী;
কানে কানে কথা
ফুলফোটা
মহেন্দ্রক্ষন !
৭-
নীল কুয়াশার
মাঘের আকাশ
তোমায় জড়ায়
বুকের বাতাস
ভাসাক তোমায়
অভিলাষে
হোক বিন্যাস
কিছু বিনাশে।
৮-
উত্তরে হাওয়ায়
ফাগুনের মিঠে সুর
আলোকিত
এই পরন্ত দুপুর
খলসে বিলে
লুটোপুটি আনন্দ ঢেউ
কোলাহল কলরবে
ছায়া হয়ে রয় কেউ !!
৯-
শব্দ শিশির
কন্ঠে’র মায়ায়-
তৃষ্ণা’র জল
চাতক অপেক্ষায়;
বিষাদ উড়ুক
পাখির পাখায়
শুদ্ধ কোমল
নির্লিপ্ততায়।
রয়ে যায় রেশ
রোমন্থনে-
দূরে আরও দূরে
সাড়ে তিন হাজারে।
১০-
মুক্তো মানিক
তোমার সকাল
বৃষ্টি ভেজায়
একুল ওকুল
দিন কুয়াশায়
হিমহিম আদর
জড়িয়ে থাকুক
উষ্ণতার চাদর।
১১-
রুদ্র বিকেল
বন পলাশে
নয়ন পাতায়
ফাগুন ভাসে-
নোলক পায়েল আলতা চুড়ি
অরন্য তে হয় খেয়ালী
ডুব ডুব ডুব পান কৌড়ি
শ্যাওলা শালুক হয় সোহাগী।
আগুন লাগে বন পাহাড়ে
শুদ্ধ কোমল সান্ধ্য স্বরে
যেদিন সন্ধ্যা নামায়
মেঘলা দুপুর সুরমা নিয়ে চোখে
বলো এমন দিনে, উদাস কে না থাকে ?
এলিয়ে খোঁপা কাজল আঁকা পথে
দূর হতে কেউ ডাকছে যেনো তাকে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ তারেক মাহমু৩২৮!
শুভ কামনা আপনার জন্য
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: ফুলের ছবিগুলো খুব সুন্দর হয়েছে!
লেখা পড়ে ভাল লেগেছে আপা ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শাহারিয়ার কবীর!
ভালোলাগা প্রকাশ দীর্ঘতর হোক।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪
বিজন রয় বলেছেন: কি বলবো, মনিরা আপা!
এটা আমার দোষ বলবেন কি না জানিনা, আমি আসলে এই কবিতা লেখার সময় আপনার মনের নিজস্ব স্তরটা কোথায় ছিল তা ধরার চেষ্টা করছি! মনটা কোন উপলব্ধিতে থাকলে এমন ভাব, শব্দ আর অভিব্যক্তির প্রকা্শ হতে পারে!
একটু বুঝিয়ে বলবেন??
কবিতা নিয়ে না হয় পরে কথা হবে!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫
মনিরা সুলতানা বলেছেন: লেখার সময় আমার তো মনে হয় সব কবিকেই তার ভাবনার অতলান্তিকে যেতে হয়;
আমার স্তর'ট ঠিক আপনাকে বোঝাতে পারব কী না জানি না,তবে প্রকৃতি আমাকে টানে প্রতি'টা ঋতুর আলাদা সুবাস,হাওয়ার পরিবর্তন আমাকে বেশ দোলায়।
আপনার মন্তব্য সবসময় আমাকে আরও একটু লেখায় উৎসাহ দেয়
ধন্যবাদ রয়
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: এতটুকুতে মন ভরল না।মন বলে আরও চাই আরও চাই।
ছোট ছোট কাব্যে অনেক ভাল লাগা মনিরা আপু।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
মনিরা সুলতানা বলেছেন: প্রত্যেকটা কাব্য'ই আমার এককে সময়ের মনের ভাব প্রকাশ;বলতে পারেন প্রতিদিনের মনের চিঠি।চিঠি তো আর রোজ আসে না তাই যেটুকু জমানো তাই রাখলাম ব্লগ পাতায়।
ধন্যবাদ মোস্তাফা সোহেল!
আপনার আন্তরিক ভালোলাগার প্রকাশ মন ছুঁয়েছে।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২
বিলিয়ার রহমান বলেছেন:
স্নিগ্ধ সকাল থেকে রুদ্র বিকেলের আসা,
ফাগুনে রোদ থেকে শীতের কুয়াশা।
হে কবি সব কিছুই কাব্যে তোমার সুরভী ছড়াক।
বাহ!! বেশ এভাবেই চলুক রোজকেরে_ডাক।
++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
বেশ ঋতুর আবেশ টুকু বুঝে নিয়েছেন;
অনেক ধন্যবাদ বিলিয়ার রহমান মন্তব্যে অনুপ্রেরণা রেখে যাবার জন্য।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬
শায়মা বলেছেন: ফাল্গুনী ফুলেল শুভেচ্ছা আপুনি!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
মনিরা সুলতানা বলেছেন: তোমাকে ও শায়মা;
অনেক শুভেচ্ছা!
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪
ওমেরা বলেছেন: অণুকাব্য ছবি মিলিয়ে চমৎকার হয়েছে আপুনি। তবে আপুনি এবার ধন্যবাদ নয় আমার ওমেরা সুইটের জাব্বা থেকে একটু সুইট দিয়ে গেলাম আপুনি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! বাহ ! সুইটের ডাব্বা থেকে সুইট পেয়ে মি আনন্দিত!!!!
অনেক অনেক ভালোবাসা।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪
নীলপরি বলেছেন: ছবি ও লেখা দুটোই ভালো লাগলো ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নীলপরি !!
অনেক অনেক শুভ কামনা।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের গুলো সুন্দর হয়েছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার!
অনেক অনেক শুভ কামনা।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১
সাহসী সন্তান বলেছেন: ফেসবুকে মাঝে মধ্যে গুডমর্নিং, গুডনাইট সহ বিভিন্ন দিবস উপলক্ষে আপনার শেয়ারকৃত ছবি আর লগে কিছু অনুকাব্য আমার টাইমলাইনে ভেসে ওঠে। বেশ ভালই লাগে, আপনাদের মত কবিদের সাথে থাকতে পেরে!
পোস্টে ভাললাগা মনিরা'পু! শুভ কামনা জানবেন!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
মনিরা সুলতানা বলেছেন:
তোমারে ছোট ভাই ভাবছিলাম
শেষতক তুমিও !!!!
যাক কিছু মনে করলাম না
ধন্যবাদ সাহসী!
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন:
ছোট্ট কিন্তু ঝাঁঝ কড়া ! ২, ৪, ৯, ১১ বেশী সুন্দর ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
মনিরা সুলতানা বলেছেন: আপনার মত পাঠক সব লেখকের জন্য অবশ্যই আনন্দের !!!
ধন্যবাদ কথা!
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭
শাহ আজিজ বলেছেন: চমৎকার । খুব ভাল লাগছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে লেখায় পেয়ে অনেক ভালো লাগোলো ভাইয়া !
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে।
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকাশের ভিন্নতাইতো লেখকের অনন্য মাত্রা
দারুন ভিন্নতায় মুগ্ধ
+++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২
মনিরা সুলতানা বলেছেন: আহা ! আহা! ভিন্ন মাত্রার কবি বিদ্রোহী ভাই !
অনেক ধন্যবাদ
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
সৈয়দ ইসলাম বলেছেন: সব ছবিগুলোই অসাধারণ
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সৈয়দ সাহেব !
নিজের কাছেই মাত্রা অতিরিক্ত মনে হওয়াতে একটা ছবি ই রাখলাম।
শুভ কামনা
১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
সৈয়দ ইসলাম বলেছেন: ভাই, এই বিষয়ে আপনি স্বাধীন।
এই স্বাধীনতার জন্যই যুদ্ধ হয়েছিল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
মনিরা সুলতানা বলেছেন: ইশ কেনো যে তখন ছিলাম না
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ২ ৫ ৯ অসাধারণ লাগল। যদিও সবগুলোই টাচি তবে এই তিনটে যথেষ্ট ইম্প্যাক্ট পড়ার পর মাথার মধ্যে রাখতে পারছে। ফেসবুক একেবারে অকাজের না, তাই না?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
মনিরা সুলতানা বলেছেন: আমি তো সব সময় ফেসবুকের পক্ষের লোক
আমার এই কয়টা বেশ প্রিয় সাথে ১ ও ।
ভালো থাকিস!
১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০০
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
শিরোনাম "রোজেকেরে_ডাক"য়ে "রোজেকেরে" শব্দটি কি "রোজকার" ( মানে নিত্যদিন ) শব্দটি থেকে এসেছে নাকি এর অন্য অর্থ আছে , ঠিক বুঝতে পারিনি । আর ছবি তো একটি মাত্রই দেখছি, শুরুরটা । আমার দিকের সমস্যা ?
সময়ের ব্যবধানে ফেবু থেকে অনুকাব্যগুলি হারিয়ে যেতে পারে বলে ভয়ে আছেন ? তাহলে বলি ---
হন্তারক কাল
খুলে পাল
উড়ে যায়
অজানায় ।
যদি রয়েই যায় রেশ রোমন্থনে , তবে তো বলতেই হয় --
চোখ মেলি
জল ফেলি
স্মৃতি কাতরায়
বেদনায় ।
ছায়া হয়ে যদি রয়ে যায় কেউ ? তাহলে এটা লাগসই ---
এই অবেলায়
জানালায়
নেই কারো কায়া
শুধু ছায়া ।
সবটুকু সুন্দর আর রোদ ঝলমলে ভাবের কারুকাজ ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৩
মনিরা সুলতানা বলেছেন:
আমি দুঃখিত কীবোর্ড বিড়ম্বনায় এই কনফিউশন;
ভাইয়া এটা রোজকার থেকে'ই রোজকে'রে ডাক নিয়েছি। আর শুরুতে প্রতিটি কাব্য কণার সাথে ছবি সহ ছিলো। পরে আমার মনে হলো আমার লেখা গুলো 'ই থাক । ছবি বড্ড দৃষ্টি আকর্ষণ করে।
আমার কাব্য কণার মেজাজে'র সাথে তাল মিলিয়ে আপনার গুলো অপূর্ব !!!!
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্যে'র জন্য।
১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাব্য কনাগুলো চমৎকার আপুনি। শুভকামনা রইলো।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৫
মনিরা সুলতানা বলেছেন: মাহমুদুর রহমান সুজন!
ধন্যবাদ পাঠে এবং ভালোলাগা প্রকাশে ; আশা করছি ভালো আছেন।
আপনার জন্য ও অনেক শুভকামনা।
১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
শিরোনাম "রোজেকেরে_ডাক"য়ে "রোজেকেরে" শব্দটি কি "রোজকার" ( মানে নিত্যদিন ) শব্দটি থেকে এসেছে নাকি এর অন্য অর্থ আছে , ঠিক বুঝতে পারিনি ।
এই "রোজকেরে_ডাক" কথাটা আমিও বুঝতে পারছি না।
- দয়া করে আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করবেন আশা করি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭
মনিরা সুলতানা বলেছেন: জী এস ভাইয়া একদম সঠিক অনুমান করেছিলেন;
রোজকার মানে নিত্যদিনে'র থেকে ই রোজকেরে ডাক বা চিঠি এসছে।
ধন্যবাদ পাঠে প্রশ্নে এবং মন্তব্যে।
২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৩
সোহানী বলেছেন: তুমি এমনিতেই অসাধারন লিখো তবে আমার মতো কম বুঝা পাবলিকের জন্য তোমার কবিতাগুলো একটু দূর্বোধ্য। কিন্তু এ ছোট ছোট রোজনামচা সহজবোধ্য.. অনেক ভালো লেগেছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪
মনিরা সুলতানা বলেছেন:
হুম আপু এই বেশ বলেছ !!!
কম বুঝা পাবলিক !!!
ভাগ্যিস কিছুদিন হলেও পেয়েছিলাম সিনিয়র হিসেবে; না হয় আরো কতকিছু যে আষাঢ়ে গল্প শোনাতে আমাদের।
কবিতাগুলো দুর্বোধ্য আমার লেখার দুর্বলতা নিঃসন্দেহে ,তবে আমি হ্যাপি এই কাব্যকনা তোমার ভালোলেগেছে আপু
ধন্যবাদ আপু সব সময়ের মত ভালোবাসার প্রকাশে।
২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০০
উম্মে সায়মা বলেছেন: কোনটা ছেড়ে কোনটার কথা বলব আপু! সবগুলোই এত সুন্দর হয়েছে!
আর ছবিটাও অসাধারণ!+++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ সায়মা !!!
ছবি 'টা এই শীতে দেশে ভ্রমনের স্মৃতি।
ভালোবাসা তোমার জন্য।
২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
অনুকাব্য শব্দটা ভুল, এক লাইন দুই লাইনের পদ্যে খনার বচন শোভা পায়, কোন কবিতা লেখা হয় না ২/৪ লাইনে। রুবাইয়াত ছিল ততকালীন ইরানের জন্য, আজকে রুবাইয়াতেরও পাঠক নেই।
ভাবনা, কথা, ছন্দ দিয়ে পুর্নাংগ কবিতা লিখুন, কাব্য লেখার চেষ্টা করেন; শিশুর মুখের ২/১ শব্দ শুনতে ভালো লাগে, কবির মুখে নয়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!! আচ্ছা!!!!
এক্ষুনী যাচ্ছি ভাবনা আর ছন্দ কে খুঁজেতে;পেলেই লেখা শুরু করে দিব শিউর।
২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২০
রানার ব্লগ বলেছেন: অল্প কথায় ব্যাপক অর্থ !! চমৎকার !!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
মনিরা সুলতানা বলেছেন:
লেখায় স্বাগত আপনাকে !!
ধন্যবাদ আপনার প্রশংসার জন্য;এমন মন্তব্য মন ভালো করে দেয়, লেখায় উৎসাহ আনে।
শুভ কামনা আপনার জন্য।
২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৯
মলাসইলমুইনা বলেছেন: মুনিরা সুলতানার অনুকাব্য
মুগ্ধ না হয়ে কি আর ভাববো ?
আমাদের এখানে গত কয়েক সপ্তাহ একটানা স্নো, বৃষ্টির পর আজ চমৎকার রোদ |সেই রোদেলা দুপুরে একবার পড়তে যেয়েই মন উদাস চার নং অনুকাব্য | আট নংয়ের অনুকাব্যেও জড়ানো থাকা উদাসী ভালোবাসাটা টের পেলাম কেন যেন আজকের দুপুরে | কিন্তু আপনি শুধু একটা ফটো দিলেন কেন ? মনে হলো লিখছেন ফেসবুকে সবগুলোর সাথেই ফটো আছে আপনার তোলা ? তাহলে এখানেও সবগুলোর সাথে দিতেন সেই ফটোগুলো ? অনুকাব্যে মহাকাব্যিক ভালোবাসা জড়িয়ে দিলাম আমার |
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০
মনিরা সুলতানা বলেছেন: ওয়াও !! দারুন আবহাওয়া তো!!!!!! বৃষ্টির পর রোদ অনেক মিষ্টি হয় নিঃসন্দেহে ।
দেশে ও গতকাল বৃষ্টি হয়েছে ফেসবুকের হোমপেজে দেখলাম; কেবল আমি ই পরে আছি মরু তে ।
আসলে শুরুতে সবগুলো র সাথে ই ছবি ছিলো ,লেখক হিসেবে মনে হচ্ছিল ছবি গুলো আমার লেখার চাইতে বড্ড বেশি নজর কেড়ে নিচ্ছে; কয়েকঘন্টা পর এডিট করে একটা ছবি রেখে বাকি গুলো কেটে দিয়েছি।
অনু কাব্যে আপনার মহা মহা সুন্দর মন্তব্যে মহাকাব্যিক শুভেচ্ছা ।
২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫
ধ্রুবক আলো বলেছেন: ফেসবুকে বেশ কিছু পড়েছি, এক সাথে অনুকাব্য গুলো পেয়ে আরও ভালো লাগলো।
অনুকাব্যগুলো সত্যি খুব সুন্দর, ভালো লাগা রেখে গেলাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২
মনিরা সুলতানা বলেছেন:
ধন্যবাদ ধ্রুবক আলো পুনঃ পুনঃ পাঠে 'র জন্য;
সেখানেও বেশ কয়েকটা'তে আপনার চমৎকার মন্তব্য ছিলো।
শুভ কামনা।
২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফুল আর কাব্যের অপূর্ব সমন্বয়! কী বলব? এ যেন সোনার সাথে সোহাগা! যুগ যুগ জিয়ো আপু। উইশ ইউ বেস্ট অভ লাক।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিঃ বেষ্ট !!!
চমৎকার শুভকামনার জন্য ।
আপনি ও ভাল থাকুন আমাদের কে সুন্দর সুন্দর লেখা উপহার দিন।
২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫
জুন বলেছেন: মনিরা কাল থেকে নানা কাজের ফাকে ফাকে মনিটরে সাম্প্রতিক মন্তব্যের ঘরে এই ব্যতিক্রমী শিরোনামটি দেখছিলাম। ভাবছিলাম লেখক হয়তো রোজগেরে লিখতে গিয়ে রোজকেরে লিখেছে এটাযে তোমার লেখা তা বুঝেছি রাতে যখন তোমার অনাবদ্য টুকরো কবিতার পোষ্টে ঢুকলাম। দারুন দারুন সব কবিতায় মুগ্ধ আমি ৫ নং রে অভিভুত ।
অনেক ভালোলাগা জেনো মনিরা আর কারো কথা না শুনে এমনি সহজ সরল কবিতা আমার মত সাধারন পাঠকের জন্য লিখো ।
+
প্রিয় ব্লগার চাঁদগাজীর অসাধারন মন্তব্যটি দেখে ভাবনা ছন্দ খুজতে গিয়ে হারিয়ে যেওনা যেন
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা কি যে বলো আপু , তবে হ্যাঁ মোটামুটি এখন একেই রোজগার বলা চলে;সারাদিন'র ব্লগিং
বেশ বুঝেছি আপুনি তোমার পক্ষে আমাকে ভুলে যাওয়া অসম্ভব বলেই পাঁচ এ অভিভূত হয়েছ । চমৎকার মায়া ভরা কথনে ভালোলাগা প্রকাশের জন্য অনেক অনেক ভালোবাসা তোমায় আপু।
না না বলেছি তো চাঁদগাজী ভাই কে "ভাবনা, কথা, ছন্দ "এদের কে খুঁজতে যাচ্ছি যদি বাই লাক পেয়ে যাই তবেই কবি হতে পারব, উনার পছন্দ মত লিখব না হয় বেচারা কে আমার এসব শিশুদের বলা এক দুই শব্দ'ই সহ্য করতে হবে।
অনেক অনেক ভালো এবং আনন্দে থাকার শুভ কামনা আপু।
২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪
সুমন কর বলেছেন: ছোট ছোট কথাগুলো সুন্দর হয়েছে। কিছু আগে ফেবুতে পড়েছিলাম।
+।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭
মনিরা সুলতানা বলেছেন: হুম ভাইয়া ,আমার ফেসবুকে যারা আছেন এবং আমার পোষ্ট দেখেন তাদের দেখার কথা ।
অনেক ধন্যবাদ লেখায় +++++ এবং ভালোলাগা প্রকাশের জন্য।
২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ। আপনার লেখা চোখে পড়লে মিস করিনা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
মনিরা সুলতানা বলেছেন: জুনায়েদ বি রাহমান
আপনার চমৎকার আন্তরিক মন্তব্যে অনুপ্রাণিত।
ভালো থাকার শুভ কামনা আপনার জন্য।
৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩২
কালীদাস বলেছেন: আমি পুরান আমলের মানুষ, আমার কাছে কয়েকটা কবিতা বেশি ভাল লাগেনি অতিরিক্ত ছোট লাইনের কারণে। অবশ্য হাল জামানার কাব্যচর্চার রীতিনীতি তেমন ভাল বুঝিও না
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মহাকবি !
আপনি আমার কাব্য পোষ্টে মন্তব্য করেছেন সেই ঢের আমার কাছে।
এগুলো ঠিক কবিতা না,ফেসবুক স্ট্যাটাস ছিল;ঐ যে হোয়াট'স অন ইউর মাইন্ড !!!
আমার মাইন্ডে সেই সময়ে যা ছিল সেটাই তুলেছিলাম।
ভালো থাকার শুভ কামনা।
৩১| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৩:০৯
ডঃ এম এ আলী বলেছেন: দিন কয়েক ব্যস্ত ছিলাম একটি লেখার তরে , তাইতো সময় মিলেনি অনেক ভাল লাগার লেখাগুলি দেখতে তেমন করে । কোন ফাকগলে এমন সুন্দর অনুকাব্য সম্ভাব গেল যে দেখার অগোচরে , ভাবতে গেলে নীজেকেই কষ্টে আকরে ধরে । যাহোক বিলম্বে হলেও আজ কাব্যিক ছন্দে কিছু প্রিয় শব্দ খুঁজে পেলাম রোজকেরে_ডাকে । রোজকেরে_ডাকের অনুকাব্যে মোরানো শব্দ গুলি আমার খুবই প্রিয় , যা মনে হল নীল আকাশের আভায় মোরে কাগজী লেবুর গন্ধে ভরে যেন এসে দাঁড়িয়েছে আমার দোয়ারে ।
এখন আমার এখানে মেঘ বৃস্টির দমাল হাওয়া , অতি ঠান্ডা তুষারের আসা যাওয়া , এর মাঝে তাই পাখী ,পাতা ফুল আর শিশিরের ছোঁয়া নিরোদ্দেশের পথে । এমনি এক হিমেল করা সময়ে আদর, ভালবাসা আর সোহাগ ভরা রোজকেরে-ডাকে পাওয়া কাব্য ভান্ডারটি সংগোপনে প্রিয়তেই গেল যে চলি । রাতের ক্লান্ত আধার পেরিয়ে শেষ রজনীতে একলা সকালের অবসর মহুর্তে রোজকেরে_ডাকের শব্দ গুলিকে নামিয়ে এনে কেটে ছিঁড়ে নিঙরে পিষে দেখবো তাতে কেমন কাব্য রস আছে । তবে এটা নিশ্চিত যে শব্দগুলির বুকে খুঁজে পাব আমারো অনামা অনেক ভুলে যাওয়া শব্দের সুমিষ্ট নির্যাস ।
ধন্যবাদ সুন্দর এই অনুকাব্য মালার জন্য , উল্লেখ্য সবগুলিই খুব সুন্দর হয়েছে, এর পরেও আমার কাছে ভাল লেগেছে ৫ নং অনুকাব্যটি;
সহজ;
দুরে থাকা
নিরস ;
বুঝতে চাওয়া
ভেবে নেয়ায়;
দারুন অনুভব
ভুলে থাকা;
একেবারেই অসম্ভব
বুঝা যাচ্সছে সহজে আর ভুলে থাকা যাবেনা
অনেক অনেক শুভেচ্ছা রইল
০৩ রা মার্চ, ২০১৮ রাত ৩:২৫
মনিরা সুলতানা বলেছেন: অনুকাব্যে আপনার দারুন ভালোলাগার প্রকাশ আমাকে মুগ্ধ করলো আলী ভাই !!!!
চমৎকার ছন্দময় মন্তব্য আপনার; আপনি নিজেও দারুন লিখেন সব সময়।
শুভ কামনা।
৩২| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: সবগুলোই ভাল, তবে সবচেয়ে বেশী ভাল লেগেছে ১২৫৯। আর তার মধ্যে সবচেয়ে ভাল লাগা দুটো লাইনঃ
বিষাদ উড়ুক
পাখির পাখায়।
জুন এবং ডঃ এম এ আলী এর মন্তব্য ভাল লেগেছে। চাঁদগাজীরটা তার স্বভাবসুলভ তীর্যক হলেও তার মধ্যে কিছুটা আন্তরিকতার ছোঁয়াও অনুভব করলাম।
হোয়াট'স অন ইউর মাইন্ড মাঝে মাঝে আমাদের অনেক না বলা কথাকে আপন মনে আপনাকে বলার সুযোগ করে দেয়। এজন্য ফেইসবুক কে ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আহসান ভাই!
সত্যি বলেছেন ফেইস বুক আমাদের অনেক কে লেখক বানিয়েছে;
আলী ভাই সব সময় এত চমৎকার বিশ্লেষণ করেন সবার লেখার,অন্য পাঠকের জন্য খুবই হেল্পফুল হয় সেটা। জুন আপু তো আরেক মায়াবতী সবসময় আমার লেখায় আপু 'র এত মমতা পাই,মন ভালো হয়ে যায়।
যেভাবেই বলেন আমি গাজী ভাই এর মন্তব্য বেশ উপভোগ করি" যেমন উনাকে বলেছি ভাবনা ,কথা আর ছন্দ এদের কে খুঁজে পেলেই উনার মত করে লেখা শুরু করব
আপনার উদ্ধৃত দু লাইন এ ভালো লাগ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯
তারেক_মাহমুদ বলেছেন: লেখা এবং ছবি অসাধারণ।