নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্র আলোয় জমা সুখ

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০


আরেকজন্মে রাজার ঘরে জন্মাব
রাজকন্যা হয়ে রাজপ্রাসাদের গলি ঘুপচিতে
গুমরে কেঁদে ওঠা বেদনার মহাকাব্য
তোমাদের জন্য উন্মুক্ত করে দেব।

আর একবার এই আলো হাওয়ায়
প্রাণখুলে ওড়ার সুযোগ পেলে;
প্রেইরীর ছোট্ট কুঁড়েঘরে হাঁটু গেঁড়ে বসব-
আদিগন্ত সবুজে ওড়াউড়ি করতে চাই
ঘাসফড়িং হয়ে।

ঘুলঘুলি'তে বেয়ে আসা রোদের মমতা
মায়ের ভালোবাসার যুগলবন্দীতে
ঘনসবুজ হয়ে বেড়ে উঠি কেমন আদরে
দেখো তুমি।
রেইন ফরেস্ট এ হাসির ফোয়ারা হয়ে ওঠা
চকচকে বৃষ্টি চুমুতে ভেজা কাঠ-বাদামের;
তরতাজা এক পাতা হয়ে উঠার মিষ্টি একটা আহ্লাদী স্বপ্ন
আমি আমার সত্তায় লালন করি আজন্ম।

তেঁতুল মাজা পিতলের কলসের মত ,
চকচকে মাতারিকির লক্ষী-তারা হয়ে ওঠা কে
আমি আমার নিয়তি ভাবতাম,যদিও -
হতে ও পারতো সেটা একজন বিবাগী
একজন না পাওয়ার বেদনার চিনচিনে
অনুভূতি বয়ে বেড়ানো প্রেমিকের "শুকতারা "

মাঝে মাঝে নির্জনে ভাবিঃ
নিঃসঙ্গ বালিকার একলা সময়ে খোলা ঘাড়ে
রোদ্দুর হয়ে ছুঁয়ে থাকবো বেশ-
বালকের চিরকালের প্রতিদ্বন্দ্বী হয়ে
নিজেকে খুঁজে দেখো বালক সেদিন আমার চোখে!
সে এক না বলা স্বপ্নের উপাখ্যান।
পায়ে পায়ে তেলকুঁচ লতা'র ভালোবাসায় বাঁধা মিনতি।

যেমন
শেষ বিকেলের হলদে মায়ায়
কালো ভ্রমর, নীলাভ কচুরিফুলের কানে
গুনগুন করে একটা অনুরোধই রাখে-
আমায় ভুল বুঝো না !!!








মনিরা সুলতানা
০৭-০৪-২০১৮

মন্তব্য ৯৪ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এর আগের কবিতায় "মন ভরে গেল"র জায়গায় ভুলে "মন ভাল হয়ে গেল" লিখে ফেলেছিলাম। সেজন্য দুঃখিত।

আজকেরটার ব্যাপারে মন্তব্যে পরে আসছি।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! চমৎকার !!
আপনি তো দেখছি মন্তব্যে ও বেষ্ট মি:বেষ্ট!!
অনেক ধন্যবাদ আপনার মত করে পড়ে নিলাম :)

২| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

সৈয়দ তাজুল বলেছেন: আক্ষেপ দিয়ে শুরু হওয়া কবিতা অনুরোধের সুরে শেষ করে এবং সেই সাথে উদাহরণের বিপুল সমাহার ঘটিয়ে কবিতাকে দিলেন এক প্রাণবন্ত তরুণী বানিয়ে।

অসম্ভব ভাল লাগার সাথে প্লাসগুলো আপনার জন্য আপু
++++++...

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: সৈয়দ তাজুল:
কবিতায় আপনার অনুভবে দারুন ভালোলাগা !!!
কত চমৎকার করেই না লিখলেন নিজের মনভাব টুকু।
অনেক গুলো +++++ এ কৃতজ্ঞতা :)

৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

নীল মনি বলেছেন: কত্ত সুন্দর প্রকাশ ভঙ্গি। মাশা আল্লাহ।

আপু ঘড় টাকে ঘর করে দিয়েন।
:)

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে নীলমনি !!
কবিতায় ভাবের প্রকাশ আপনার ভালো লেগেছে জানতে পেরে ভালো লাগলো।
অনেক অনেক শুভ কামনা।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতায় নিয়তির কথা বর্ননা করছে ;কেবলমাত্র কল্পনার স্তরে নয় বরং
মানুষের পারস্পরিক সম্পর্ক এমন সহজ অলক্ষ্য রুপ দেওয়া হয়েছে যা বিস্ময়কর বটে।
প্রতিটি মানুষের নিজস্বতা ও সীমাবদ্ধতা তার ব্যক্তিত্বের রুপ দান করে।


কবিতায় পড়ে ভালো লাগলো আপু।।

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬

মনিরা সুলতানা বলেছেন: দারুন বলেছ তো !!
প্রতিটি মানুষের নিজস্বতা ও সীমাবদ্ধতা তার ব্যক্তিত্বের রুপ দান করে !!!
সব সময়ের মত আমার লেখার সাথে থাকার জন্য ধন্যবাদ।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৯

মিথী_মারজান বলেছেন: এত অসাধারণকরে কিভাবে ভাবেন আপুউউউ!!!
প্রতিটা লাইন পড়তে পড়তেই আলাদা আলাদা ভাবনায় ডুবে যেতে হয়।
এত স্পষ্ট! এত মায়াবী শব্দচয়ন!!!

রূপকথার গল্পের মত সুন্দর একটি কবিতা!
এত্ত এত্ত এত্তগুলা ভালোবাসা!!!!!!!

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক ভালোবাসা মিথীমনি !!
এত চমৎকার করে বল্লে নিজের লেখা কে ভালোবাসতে শেখালে!!!
হুম কিছু মানুষ কখনোই খুব বাস্তববাদী হতে পারে না, ভালো থাকার জন্য তাদের নিজস্ব একটা কল্পলোক থাকে।

অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৫

দিবা রুমি বলেছেন:
♥শুভ নববর্ষ ১৪২৫♥
এবারের বৈশাখে নিজের হাতে তৈরি পান্তা, ইলিশ ও সপ্তপদী ভর্তা নিয়ে এলাম সবার জন্য :`>

কবিতা ভাল লাগলো আপু, এতো সুন্দর কবিতা আবৃতির সুযোগ দেয়ায় আপনাকে আমার পক্ষ থেকে বৈশাখী দাওয়াত.
আগে আসলে আগে পাবেন; এই টাইপের প্রতিযোগিতা চলছে.. ;)



ইলিশ ভাজা


বেগুন ভাজা


ধনেপাতা ভর্তা

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
দাওয়াত কবুল কবুল !!
আশা করছি খানাপিনা শেষে আমাদের কেও কবিতা আবৃতি শোনাবেন !!!

আপনার জন্য ও শুভেচ্ছা নতুন বছরের।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৬

ইমরান আল হাদী বলেছেন: "তেঁতুল মাজা পিতলের কলসের মত ,
চকচকে মাতারিকির লক্ষী তারা হয়ে উঠা কে
আমি আমার নিয়তি ভাবতাম,"

চমৎকা.....

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ইমরান আল হাদী!
আমার কবিতায় স্বাগত আপনাকে!
আপনার পাঠ ভ্রমন আনন্দময় হোক।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা আপু!

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশের জন্য ধন্যবাদ মোস্তফা সোহেল!!
অনেক অনেক শুভ কামনা।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫

সুমন কর বলেছেন: না, আমরা আপনাকে ভুল বুঝতে পারি না .............

শুভ সকাল। কবিতা পড়তে ভালো লাগল। +।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা ঠিক ঠিক সুমন কর, ব্লগার রা আমাকে ভুল বুঝতেই পারে না।
শুভ দুপুর,আশা করছি ভালো আছেন !!
কবিতা পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে রাজীব নুর।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬

বিবেকহীন জ্ঞানি বলেছেন: মন টা ভোরে গেলো।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে-
আমার লেখায় স্বাগত!! আপনার এই ভালোলাগা দীর্ঘতর হোক।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪

আখেনাটেন বলেছেন: চমৎকার;

বিশেষ করে 'তেঁতুল মাজা পিতলের কলস' কথাটা বেশ মনে ধরেছে। ছোটকালে বাড়িতে এ জিনিস মনে কয় শুনেছি। :D

প্রেইরি-রেইন ফরেস্টের বুকে বালিকার সুপ্ত ইচ্ছেগুলো ডালপালা মেলুক বা না মেলুক; সবুজ ধানখেত কিংবা আগুন লাগানো সরষে ক্ষেতের আইলে বসে পুরনো দিনের স্মৃতিগুলোর জাবরকাটা নিয়ত ঘটুক এই কামনা।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আমি তো দেখেছি ও !!! কি যে ভালোলাগত আমার আমাদের সেই কলস টা চকচকে করে মাজতে।
স্বপ্ন বিলাসীদের আর কাজ কী বলেন !!! শত প্রতিকূলতার মাঝে ও তাদের সেই জাবরকাটা চলেই।

অনেক ধন্যবাদ আখেনটান।

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন আপু। সেরকম হয়েছে। তবে মাতারিকি শব্দের অর্থটা বুঝতে পারলাম না। :(

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২

মনিরা সুলতানা বলেছেন: সুকুমার রায়ের "ভাঙা তারা "নামে একটা গল্প আছে সেখানে মাতারিকি নামে এক আকাশের পরী আছে তার নিজস্ব একটা তারা ছিল যেটাকে সে রোজ শিশির দিয়ে ধুয়ে চকচক ক'রে সাজিয়ে রাখত।
অনেক ধন্যবাদ মিঃবেষ্ট ভালোলাগা প্রকাশের জন্য।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

নতুন নকিব বলেছেন:



কবিতা পড়লাম। আপনার শব্দচয়ন মন কাড়ে।

শুভকামনা।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭

মনিরা সুলতানা বলেছেন: শব্দচয়নে আপনার ভালোলাগার প্রকাশ ,অনুপ্রেরণা হয়ে রইলো।
অনেক অনেক ধন্যবাদ নতুন নকিব।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমায় ভুল বুঝনা
দূরে যেওনা-
আমার বুকের ভিতরে
আমিতো নীলাভ আকাশ রেখেছি;
তোমাকে দেব বলে,
তোমাকেই করেছি আমার নিয়তি।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ মোঃ মাইদুল সরকার !!
চমৎকার লিখেছেন :)

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহহ

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

মনিরা সুলতানা বলেছেন: যাহ... :`>

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চকচকে মাতারিকির লক্ষী তারা হয়ে উঠা কে
আমি আমার নিয়তি ভাবতাম,


মাতারিকি কি?

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

মনিরা সুলতানা বলেছেন: জুন আপু জানে মাতারিরি কে
একদম ব্যক্তিগত ভাবে,বিশ্বাস না হয় উনার ব্লগে দেখ মাতারিকি কে নিয়ে লেখা আছে।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উত্তর পেয়েছি ১৩নং কমেন্টের প্রত্যূত্তরে.............
কিছুই শিখলাম না জীবনে, আফসোস

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

মনিরা সুলতানা বলেছেন: এমনিতেই তুই জ্ঞানের ভারে নুহ্য !!!
আর শেখার দরকার নাই , যা আছে কয়েক জেনারেশন চলব।

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

শাহারিয়ার ইমন বলেছেন: নক্ষত্র আলোয় জমা সুখ কি ধরা দিবে কখনও

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৯

মনিরা সুলতানা বলেছেন: নক্ষত্র আলয় যে সুখ জমা থাকে সে ধরা না দিয়েই সুখি করে সবাই কে।কিছু কিছু সুখ কে ছুঁয়ে দিতে নেই।
ধন্যবাদ শাহরিয়ার ইমন!!

২০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

সোহানী বলেছেন: আর ভুল বুঝবে কে তোমাকে... সে উপায় আছে ??? ;)

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

মনিরা সুলতানা বলেছেন: উপায় ছিলো না গোলাম হোসেনের উপায় ছিল না সিরাজগ্দৌলার ;)
ভালোবাসা আপু !

২১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা অনেক ভালো লাগলো আপু। শুভেচ্ছা।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের মত গুনী লেখকদের কবিতায় পেয়ে আনন্দিত ভাইয়া!!
অনেক ধন্যবাদ ভালোলাগা প্রকাশের জন্য।

২২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় মুগ্ধতা। একদম অনবদ্য, খুব সুন্দর লিখেছেন।
শব্দ চয়ন খুব সুন্দর, কবিতায় ভালোলাগা।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের মত পাঠক আমার লেখার সব চাইতে বড় অনুপ্রেরণা!!
কৃতজ্ঞতা ধ্রুবক আলো,লেখার সাথে থাকবার জন্য।

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


সবাই আবার ফিরে আসতে চায়। পদ্য ভালো লেগেছে

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: মায়া কাটানো বড্ড কঠিন যে -
ধন্যবাদ আপনাকে।

২৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার!
শুভ কামনা।

২৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

কাতিআশা বলেছেন: খুব সুন্দর আপু তোমার অনুভূতিগুলো!

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা আপু !!

২৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১২

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার সুন্দর লিখেছেন । কথাগুলো খুব মনে ধরলো ।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নূর !
আপনার জন্য শুভেচ্ছা।

২৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০৮

শিখা রহমান বলেছেন: কি অপূর্ব সুন্দর শব্দমালা!! কবির জন্য এত্তো ভালোবাসা ও শুভকামনা।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

মনিরা সুলতানা বলেছেন: আহা !!
আমার প্রিয় কবি প্রিয় লেখিকার কাছে থেকে প্রিয়তা পাওয়া !!!!
ভালোবাসা।

২৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একটু ভিন্ন রকমের। ভালো লেগেছে।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ!!!
আপনার ভালোলাগা থাক লেখার প্রেরণা!!
ধন্যবাদ আপনাকে অনন্য দায়িত্বশীল।

২৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজকন্যা, ঘাসফড়িংম বৃষ্টির চুমুতে ভেজা কাঠবাদামের সবুজ পাতা,
ঘুলঘুলি বেয়ে আসা রোদের মমতা, রেইন ফরেষ্টে হাসির ফোয়ারা - - -

পরতে পরতে মুগ্ধতা

শেষটায় বাজিমাত
কালো ভ্রমরের নীলাভ কচুরীর কানে গুনগুন অনুরোধ!

ওয়াহ!

হ্যাটস অফ কবি :)

++++++

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা !!!
একদম শুরু থেকে শেষ !!!!!
আপনার মন্তব্যের ও পরতে পরতে মুগ্ধতা বিদ্রোহী ভাই।

৩০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩

জাহিদ অনিক বলেছেন:

বাহ !!! চমৎকার কবিতা।
আপনার কবিতা অনেক ভালো হয়, পড়তে ভালো লাগে।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক গুলো ধন্যবাদ হে কবি !!
কবিতায় তোমাকে পেয়ে ভালো লাগলো।

৩১| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৭

ওমেরা বলেছেন: কেমন আছেন আপুনি ? আমার আম্মুকে পিতলের চামুচ তেতুল দিয়ে মাজতে।
সুন্দর কবিতা !! ধন্যবাদ আপুনি।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০

মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি আপু !!
অনেক ধন্যবাদ কবিতা পাঠে :)

৩২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬

মিরোরডডল বলেছেন: অসাধারণ!!!!!!!!

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডল !!!!!
আশা করছি ভালো আছেন !!
শুভ কামনা।

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

খায়রুল আহসান বলেছেন: "তেঁতুল মাজা পিতলের কলসের মত" - সুন্দর উপমা! শেষের স্তবকটা যেন আইসিং অন দ্য কেইক!
কালো ভ্রমর, নীলাভ কচুরীর কানে গুনগুন করে একটা অনুরোধই রাখে - এ কথাটাও ভাল লাগলো।
সৈয়দ তাজুল ও মিথী_মারজান এর মন্তব্যদুটো ভাল লেগেছে।
১৩ নং প্রতিমন্তব্যটি ভাল লেগেছে।
কবিতায় ভাল লাগা + +

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

মনিরা সুলতানা বলেছেন: খায়রুল আহসান অনেক ধন্যবাদ বরাবরের মত চমৎকার মনোযোগী পাঠ এবং তার ততোধিক দারুন প্রকাশের জন্য।
সৈয়দ তাজুল সত্যি ই কবিতার মত মন্তব্য করেছে!!!!!!
আর মিথী তো সব সময় ই মায়াবতী !!!!! অত অত মায়া দিয়ে চমৎকার কাব্যিক মন্তব্য করে সবাই কে।
ভালোলাগার প্রকাশ এবং ++++ এর জন্য কৃতজ্ঞতা।

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরাই পড়ে মন্তব্য করি। মন্তব্য গুলিও পড়লাম তাই মাতারিকি পরীর সাথে পরিচিত হতে পারলাম! :P

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

মনিরা সুলতানা বলেছেন: আপনি একজন গুড পাঠক !!!
আমি জানি মূল পোষ্ট ছাড়া বাকি সব ই আপনি পড়েছেন :P

৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২

সাহসী সন্তান বলেছেন: যতই দিন যাচ্ছে আপনার কবিতা লেখার হাত আরো শক্তিশালী হয়ে উঠছে মনিরা'পু! আমি বিস্মৃত হওয়া ভুইলা যাইতাছি মনেহয়! যদিও কবিতার অখাদ্য পাঠক হিসাবে আমার কিছুটা দূর্নাম আছে। তবে সম্ভবত বহুদিন পর ব্লগে একটা দারুণ কবিতা পড়লাম...

ওহঃ মাতারিকি'রে কিন্তু আমি অনেক আগের থেকেই চিনতাম! প্রিয় কবির প্রিয় শব্দকে কি আর অত সহজে ভোলা যায়?

আমার ধারনা সুকুমার রায় আপনারও প্রিয়! আর নয়তো অমন একটা শব্দ মনে কইরা কবিতায় প্রয়োগ করাটাও তো বিরল ইন্টেলিজেন্সির জ্বলন্ত পেরমান! আহা, ব্রেশ... ব্রেশ... ;)

কবিতায় ভালোলাগা! শুভ কামনা মনিরা'পু!

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা !!! দারুন বিশাল প্রাপ্তি সাহসী !!
পাঠক ই নাই তা আবার খাদ্য অখাদ্য ;) তবে আমার কবিতায় তুমি সব সময় ই একটু বেশি উদার :) বড় বোনের আবদার টাইপ আর কি !!!

আসলে বাল্যকাল থেকে এ পর্যন্ত যা ইনপুট হইছে মানে পড়ছি সে সব ই তো ঘুরেফিরে চলে আসে কবিতায়;আর সুকুমার কার না প্রিয় বল তো !!! চমৎকার এক বাল্যকাল কাটিয়েছি সুকুমারে।

ধন্যবাদ সব সময়ের মত ফিরে আসার জন্য আমার লেখার দারুন পাঠক হয়ে।

৩৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া !!!
শুভ কামনা অনিঃশেষ।

৩৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা আপনার কোন লেখা কি প্রথম আলোয় বেরিয়েছিল? আমি কিন্তু সিরিয়াস!!
যাহোক একটা গল্প লিখেছি, আপনার মতামত একান্ত কাম্য
শহুরে গাছ

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: না তো ,আমি প্রথম আলো তে কখনো লেখা জমা দেই নি।
পড়ে মন্তব্য রেখে এসছি প্রান্ত, ভালো লেগেছে লেখা!!!

অনেক ধন্যবাদ আমার কবিতা পাঠে এবং মন্তব্যের জন্য।

৩৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




পাঠকেরা হয়তো আপনাকে ভুল বুঝবেনা । তারা জানে, একজন কবি যখন যা ইচ্ছে তখন তাই-ই হয়ে উঠতে পারেন ।
কিন্তু আপনাকে ভুল বোঝার অনেক কিছুই আছে কবিতার বালকের । একজনার পক্ষে একসাথে এত্তোকিছু হয়ে ওঠা কি করে সম্ভব , তা নিয়ে দুঃশ্চিন্তায় পরে যেতে পারে সে ! বয়স কম তো , বুঝে উঠতে পারবেনা । :|

একেলা সময়ে খোলা ঘাড়ে ঘাসফড়িঙ হয়ে উড়ে উড়ে গেছেন বেশ । অতি দূর নক্ষত্রের আলোয় জমা করছেন কবিতাময় তাবৎ সুখ ।

ভালো লাগলো ।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

মনিরা সুলতানা বলেছেন: দারুন বলেছেন ভাইয়া !!!
বালকের আমাকে বোঝা বা ভুল বোঝার দরকার নেই কেবল বালিকা কে বুঝলেই হলো ;)
কবিদের তো কোনকিছু হতে বা কোথাও হারিয়ে যেতে মানা নেই,কারন লেখক রা অগণিত পাঠকের স্বপ্ন ইচ্ছেকে উড়ানপাখা দেয়।


একেলা সময়ে খোলা ঘাড়ে ঘাসফড়িঙ হয়ে উড়ে উড়ে গেছেন বেশ । অতি দূর নক্ষত্রের আলোয় জমা করছেন কবিতাময় তাবৎ সুখ । কী যে সুন্দর করে বললেন !!!! আসলেই তাই,এবং একলা থাকা এ জন্যই আমার ভীষণ প্রিয়!!!!

আপনার ভালোলাগার প্রকাশ,আমার লেখার প্রেরণা রাখলাম।

৩৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

জুন বলেছেন: মনিরা তুমি যেন সেই ছুয়ে যাওয়া খেলার মতই লরা ইংগলস হয়ে আদিগন্ত বিস্তৃত প্রেইরীর প্রান্তর ঘুরে ফিরে এলে সেই অপুদের জীর্ন কুটিরে। পথের পাচালীর সেই ভেংগে পড়া ঘুলঘুলি আর সেখান থেকেই আমারো প্রিয় হয়ে ওঠা তেলকুচা লতাকে টেনে নিয়ে আসলে কবিতায়। বড় ভালোলাগলো আমার। কয়েকবার করে পড়লাম সেই দুরন্ত শৈশব এর কাব্য।
রাতের শুভেচ্ছা যেনো আর ভালোলাগা নিও কবিতায়।
+

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর তোমাকে ব্লগে পেলাম আপু!!! আশা করছি ভালো ছিলে,আছো ও।
শৈশবের এসব সাধারন কিছুই অনেক বেশি আবেশিত করে আমায়।ছোট বেলায় টি ভি তে লরা ইংগলস এর এই সিরিজ টা "লিটল হাউস অন দ্যা প্রেইরী" এত ভালোলাগত প্রকৃতি দেখতে !!!

তোমার জন্য ও ভালোবাসা।

৪০| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪

উম্মে সায়মা বলেছেন: মায়াময় কবিতায় অসম্ভব ভালো লাগা আপু।
দেরীতে এসে লেইট লতিফ হয়ে গেলাম :P

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মনিরা সুলতানা বলেছেন: সব সময়ে স্বাগত সায়মা !!!!
ভালোবাসা তোমার জন্য।

৪১| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: আরেক জনমে রাজার ঘরে জন্ম নেয়ার ইচ্ছা আমারো, কিন্তু হবে কিনা জানিনা। সুন্দর আকাংখামূলক কবিতা।

০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩২

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!! আপনার আকাঙ্ক্ষা ও জানা হয়ে গেলো প্রামাণিক ভাই !!!
ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে :)

৪২| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:১৭

কাওসার চৌধুরী বলেছেন: তিন সপ্তাহ চলছে........!........... নতুন কবিতা কই!!!

০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাইঃ
আমি মূলত পাঠক ,তাই লিখি অনেক কম;
আপনাদের লেখায় আনন্দ পাই সাথে মাঝে মাঝে নিজে ও কিছু লিখে ফেলি।
চেষ্টা করব দ্রুতই লেখা নিয়ে ফিরতে।

৪৩| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আপু কেমন আছেন?
দয়া করে ব্লগার দোলার এই গল্পটি পড়ে আপনার মতামত দিন
click

০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৬

মনিরা সুলতানা বলেছেন: যথাআজ্ঞা মাহামান্য :)

৪৪| ০৬ ই মে, ২০১৮ সকাল ৮:১৭

কাওসার চৌধুরী বলেছেন: কবিতাটি পড়লাম। এক কথায়, চমৎকার। নতুন কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।

০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:১৫

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা কাওসার চৌধুরী!!!
আমি লিখি অনেক কম; অনেক ধন্যবাদ চমৎকার প্রেরণা হয়ে থাকার জন্য।

৪৫| ০৭ ই মে, ২০১৮ রাত ১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: রাতটাই মিষ্টি করে দিলো কবিতাটি। ধন্যবাদ, আপু।

শুভেচ্ছা রইলো অফুরান।

০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩২

মনিরা সুলতানা বলেছেন: মন ভালো করা মন্তব্য সত্যপথিক শাইয়্যান!
অনেকদিন পর আমার লেখায় পেলাম আপনাকে ,আশা করছি ভালছিলেন !!
আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা।

৪৬| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:২০

সফেদ বিহঙ্গ বলেছেন: কিছু ভালো লেখার প্রশংসা না করে পারা যায় না।আপনার এই লেখাটি ছিল তেমনি সুন্দর একটি লেখা।

০৭ ই মে, ২০১৮ রাত ১০:৩৮

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় আপনাকে পেয়ে ভালো লাগলো বিহঙ্গ!!!
আপনার ঋদ্ধ প্রশংসা মন ছুঁয়ে গেলো !!!

অনেক অনেক শুভ কামনা।

৪৭| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৫

মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: আমি বেদুঈন হতে চেয়েছিলাম!

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫০

মনিরা সুলতানা বলেছেন: হুম ইহার চেয়ে হতেম যদি আরব বেদুঈন !!!!
আপনার হতে চাওয়ায় মুগ্ধতা মোহাম্মদ আবির মাহমুদ
আমার লেখা স্বাগত আপনাকে ! সব সময়ের জন্য শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.