নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
জায়গার মায়া থাকেনা মানুষের মায়া থেকে যায়; আবার কখনো কখনো মানুষ গুলির উজ্জ্বল উপস্থিতির মাঝে ফেলে আসা স্থানের প্রকৃতি ও মন কে উদাস করে দেয়। মুম্বাইয়ের বর্ষা আমাকে টানত,ঝুমঝুম সমস্ত দিনরাত টানা তিনচার দিন।গুরগাওয়ের রুক্ষ প্রকৃতি ও শীত কেটে যাওয়া মনোরম বাতাসে রঙিন হয়ে উঠে, নাম নাজানা কত ফুলফোটে সেখানে্!! বুকভরে নিঃশ্বাস নিলে মনেহয় আমার দেশের এক টুকরো বসন্ত বাতাস মায়া ছড়িয়ে গেল।সিংগাপুরে'র প্রকৃতি আবার দেশেজ আত্মীয় টানে আপন করে নিয়েছিলো।
আরব'দের এ শহরে এসছি বছর তিনেক হয়-
আবহাওয়া,ভাষা,পোশাক পরিচ্ছদ,জাতীগত ভিন্নতা সবকিছু ছাপিয়ে ভালোলাগার জায়গা টুকু দখল করে নিয়েছিলো,স্বল্প দূরত্বে হাতের নাগালে সর্বাধুনিক সুবিধা সহ চমৎকার সব মসজিদ।এখানে মসজিদ মানে "মেয়েদের প্রবেশ নিষেধ "নোটিশ ঝুলানো মসজিদ নয় ছেলেদের পাশাপাশি মেয়েদের আলদা করে রুম দেয়া মসজিদ সব।আর রামাদান মানে তো উৎসব,পথে পথে পথিকদের, সল্প আয়ের লোকদের জন্য ইফতার সেহেরি সবকিছু'ই উদার হস্তে বিলানো হয়।রামাদান মানে মুল্য বৃদ্ধির ভয় নয়,রামাদান মানে ইফতার আর যাকাতের কাপড় বিলানোর নামে আত্ম প্রচার নয়,মানুষ খুনে'র উৎসব নয়।
সে যাইহোক লিখতে বসেছি আমার আজকের মনের তৃপ্তটা নিয়ে,পরিপূর্ণতা নিয়ে।এখানে আসবার পর থেকে'ই মনের সুপ্ত ইচ্ছে ছিলো মসজিদে জামাতের সাথে তারাবি নামাজ আদায়ের,গেলো কয়েক বছরে সেটা সম্ভব হয় নি বেশ কিছু কারনে।এবারে বাসার সবচাইতে কাছের মসজিদে বাসার সব কাজ গুছিয়ে ঠিকঠাক সময়ে হাজির হয়ে জীবনে প্রথম তারাবি নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা অবশ্যই আল্লাহ'র।
বেশ একটু আলদা নিয়মে নামাজ আদায় করা হল,আমাদের শৈশব থেকে শিখে আসা নিয়ম থেকে ভিন্নতর খতম তারাবি নামাজ।যে কোন প্রথম কিছু'র আবেদন ই আলাদা! আর তা যদি হয় ইচ্ছেপূরন হবার মত আনন্দময় ঘটনা,সেটার আবেদন হয় আরও বেশি।
আমাদের দেশে এবং সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার কাছের জন প্রিয়জন বন্ধু আত্মীয়'দের রোজার মাস শুরু হয়ে মাঝামাঝি তে চলে এসছি যদিও; সবার জন্য রইলো মাহে রমজানের শুভ কামনা!!
আশা করছি আপনাদের সবার প্রার্থনায় আমাকে রাখবেন। হ্যাপ্পি রামাদান!!!
অগ্রিম ঈদ মোবারক !!!!!!
ছবিঃ- আমি নিজে;
যে মসজিদে নামাজ আদায় করছি সেই মসজিদের।
১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শাইয়্যান!
আমার জামাতে নামাজের অভিজ্ঞতা খুব বেশী নেই।শুক্রবার জুম্মা'তে মাঝে মাঝে যাই,আলহামদুলিল্লাহ এ আনন্দ একেবারেই আলাদা উপভোগ করছি।
রমজান মানে তো এখানে উৎসব! আমাদের এই মসজিদে প্রতিদিন প্রায় শ' দুয়েক শ্রমজীবিদের জন্য ইফতারের ব্যবস্থা হয়।তাছাড়া রাস্তায় ও থাকে ভলান্টিয়ার।লোকাল আরবদের প্রত্যকের প্রায় বাসার সামনে তাবু টানিয়ে এসময় সেহেরী ইফতারের ব্যবস্থা থাকে।
আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা।
২| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:৫৭
শিখা রহমান বলেছেন: নীরা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তোমাকেও আর আগাম ঈদ মোবারক।
ভালোবেসো আর ভালো থেকো। ভালোবাসা, আনন্দ আর সৌন্দর্য ঘিরে থাকুক তোমাকে সবসময়।
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৫৭
মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা জারুল মেয়ে !!
এমন'ই থেকো সুন্দর !! মোহনীয় !! আনন্দময়ী!
শুভেচ্ছা।
৩| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো লাগলো। ধর্ম আরো উদার হতে পারে।সবার জন্য। উগ্রতা নয়। উদার হলেই সুন্দর। সবাই জামাতে নামাজ পড়ছে । ভাবতেই ভালো লাগে।
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ!
উদারতা সব সময়'ই শোভনীয় বাঞ্ছনীয়।
শুভ কামনা।
৪| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: আপু তাহলে বোম্বে, গুরগাঁও, সিঙ্গাপুরের পর আপনি এখন আরব দেশ। হ্যাঁ মুম্বাই এর বর্ষার রুপে আপনি মোহিত হয়েছিলেন, ঠিক ততটাই মনের কোমলতাকে ম্লান করে দিয়েছিল গুরগাঁওএর শুষ্কতা। আবার সিঙ্গাপুরের সাজনো গোছানো তারউপর তার প্রকৃতির সঙ্গে দেশজ সম্পর্ক খুৃজে পেলেও মনে যেন একরা অপূর্ণতা রয়ে গেছিল। উপরওয়ালা যেটা সৌদীতে পূরণ করালেন।
আমাদের এখানে ঈদের নামাজ অবশ্য জামাতে হয় বীরভূমে। যাক বাকি রমজান আপনার ভালোই কাটুক, এই কামনা রইল, প্রিয় আপুকে।
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:১১
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার গোছানো মন্তব্যে ভালোলাগা চৌধুরি ভাই!
বাহ! জানতে পেরে ভালো লাগলো ঈদের জামাতের কথা;আপনাদের ওখানে জুম্মার নামাজে এমন জামাত হয়! আমি যখন গুরগাও ছিলাম খোলা জায়গায় শুক্রবারে জামাতের ব্যবস্থা হত।কিছুদিন আগে দেখলাম খবরে দেখলাম সব বন্ধ করে দিয়েছে।
আপনার জন্য ও শুভ কামনা
৫| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: বোন অনেকদিন পর আপনার লেখা পেলাম। এত দিন কোথায় ছিলেন? কেমন আছেন?
আপনি কি সৌদি থাকেন? আপনার পেশা কি ডাক্তার?
যে দুঃখ পাওয়ায় তা দূর করার কোনো ইচ্ছেই জাগে না, সেটা দুঃখ না, বিনোদন।
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:২৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর ভাই !!
আমার খবর নেয়ার জন্য;আমি আসলে লিখি অনেক কম পড়ি বেশী। মন্তব্য করি মোটামুটি ,তাই হয়ত খেয়াল করেন নাই। তবে রমজানের কিছু ব্যস্ততা ও আছে'ই থাকে'ই।
না ভাই আমি সাধারন গৃহবধূ আর সৌদি নয় আরব আমিরাতে আছি আপাতত।
অনেক অনেক ভালোথাকার শুভ কামনা আপনাদের জন্য।
৬| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কি চাকুরী করেন, নাকি অন্য কিছু করেন?
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:২৯
মনিরা সুলতানা বলেছেন: উ হু চাকুরী করি না।
৭| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর,
অগ্রিম ঈদ-উল-ফিতর-এর শুভেচ্ছা রইল প্রিয় আপুর জন্য,
সুস্থ সবল থাকার কামনা স্রষ্টায়
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৫৯
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভাশিস নয়ন!
আশা করছি ভালো আছেন !!!
৮| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৩৭
কাওসার চৌধুরী বলেছেন: আপা চমৎকার লেখেছেন। আপনি অনেক লাকি, কারণ আরব দেশে থাকায় জামাতে তারাবীহ পড়তে পারছেন। আবার চাইলে জুম্মার নামাজও মসজিদে গিয়ে পড়েন। দেশের মহিলাদের এ সুযোগ নেই। মানুষ দেশ বিদেশে যত বেশি ঘুরাঘুরি করবে তত বেশি জানার পরিধি বাড়বে। আপনারও তাই হচ্ছে।
আপা, শুভ কামনা আপনার জন্য। অগ্রীম ঈদ মোবারক।
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:০৩
মনিরা সুলতানা বলেছেন: রমজানের প্রথমদিনের ফেসবুক স্ট্যাটাস ছিল এটা, সেখানে দেখলাম এক আপু মন্তব্য করেছেন "আজকাল ঢাকায় ও চমৎকার মেয়েদের জামাতে নামাজের ব্যবস্থা আছে" শুনে অনেক ভালোলেগেছে।
লেখায় ভালোলাগা প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ কাওসার চৌধুরী!
শুভ কামনা।
৯| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ++++++
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:০৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই!!
শুভ কামনা আপনাদের জন্য।
১০| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৪৬
মিরোরডডল বলেছেন: সুন্দর লিখেছেন ।
আপনাকেও শুভেচ্ছা । ভাল থাকবেন ।
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:০৬
মনিরা সুলতানা বলেছেন: হ্যালো ডল !!!
আশা করছি ভালো আছেন!
লেখার প্রশংসার জন্য ধন্যবাদ আপনাকে-
শুভ কামনা অনিঃশেষ।
১১| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৪৯
লাবণ্য ২ বলেছেন: অনেক ভালো লাগলো আপি।
০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:১১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ!!
আমার লেখায় স্বাগত লাবন্য ২
অনেক অনেক শুভ কামনা
১২| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৪৮
উম্মে সায়মা বলেছেন: আপনার যাপিত জীবনের গল্প পড়তে ভালো লাগছে আপু। আরো পাবার আশায় রইলাম........
০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:১৯
মনিরা সুলতানা বলেছেন: থ্যাঙ্কু!!!
গল্প তো অনেক থাকে কিন্তু লেখার ধৈর্য ই নাই।
অনেক অনেক শুভ কামনা তোমার জন্য।
১৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:০৯
মিথী_মারজান বলেছেন: বাহ্! আপু,
আপনার তো তাহলে বিভিন্ন দেশে থাকার দারুন অভিজ্ঞতার ঝুলি!
সময় সুযোগ করে সেগুলোও শেয়ার করবেন আশা করছি।
আর, মধ্যপ্রাচ্য অর্থাৎ এ্যারাবিয়ান দেশগুলোতে রোজার মাস যেন পুরোটাই এক উৎসব।
খুব ভালো লাগলো আপনার প্রার্থনার জন্য মনমতো পরিবেশ আর সেইসাথে মনের তৃপ্তির কথা জানতে পেরে।
একদম মন থেকে করা প্রার্থনার মাঝে যে সুখতৃপ্তি আছে সেটা আসলেই আর অন্য কোথাও পাওয়া সম্ভব না।
আপনাকেও পবিত্র রমজানের শুভেচ্ছা।
আমাদের জন্য দোয়া করবেন আপু।
ভালোবাসা প্রিয় মন আপু আমার।
০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:৪০
মনিরা সুলতানা বলেছেন: একদম মন থেকে করা প্রার্থনার মাঝে যে সুখতৃপ্তি আছে সেটা আসলেই আর অন্য কোথাও পাওয়া সম্ভব না।
এত সুন্দর করে বলছ!!! একদম সত্যি বলেছ মন থেকে করা প্রার্থনার মাঝে যে সুখতৃপ্তি তা অন্য কোথাও পাওয়া মুশকিল।
তোমাদের জন্য ও অনেক অনেক ভালোবাসা মিথীমনি।
১৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:১৩
ধূূূূলিকণার অনুনাদ বলেছেন: সুন্দর লিখেছেন ।
০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:৪৫
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত অনুনাদ!
বাহ চমৎকার একটা নিক এর মালিক আপনি!!!
শুভ কামনা আপনার জন্য।
১৫| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: শিরোনামে ইংরেজী ডু হয়ে গেছে ইচ্ছাকৃত না হলে ঠিক করে দিন।
মসজিদে তারাবী পড়তে পাড়ার আনন্দ অন্যরকম অত্যন্ত নারীদের ক্ষেত্রে।
আপনি ভাগ্যবতী।
ভাল থাকুন।
০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:৪৯
মনিরা সুলতানা বলেছেন: শিরোনাম টা অমন ইচ্ছেকৃত ভাবেই করা; ধন্যবাদ নোটিশ করার জন্য।
এখানে তো দেখলাম মোটামুটি এইটা কালচার ,মসজিদের চলে আসছে সবাই বাচ্চাদের নিয়ে। আমার অনেক ভালো লেগেছে চমৎকার এই অভিজ্ঞতা নিঃসন্দেহে।
আপনার জন্য শুভ কামনা।
১৬| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:০৩
পদ্মপুকুর বলেছেন: প্রথম কথা হলো- জায়গার মায়াও থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করার বিশ বছর পার হয়ে গেলেও এখনও অদ্ভুত মায়ায় আটকে আছি।
দ্বিতীয়ত: রামাদান মানে ইফতার আর জাকাতের কাপড় বিলানোর নামে আত্মপ্রচার নয়-- পারফেক্ট বলেছেন।
যাই হোক আপনার দিনযাপন পড়তে ভালোই লাগে। ভালো থাকবেন।
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১
মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলেছেন জায়গার মায়া'ই দেখছি আমার কাছে বেশি মনে হয় মাঝে মাঝে।আমি নিজেও সেই ৯৯ তে ক্যাম্পাস ছেড়েছি বিশ বছর হতে চলেছে ,আমরা দু'জনের কেউ ই মায়া কাটাতে পারি নি।দেশে গেলে ক্যাম্পাসে'র জন্য একদন রাখতেই হয় হাতে তাতে অন্য কোথাও যেতে পারি বা না পারি।আমার বাচ্চারা তো জসীম উদ্দিন হল আর রোকেয়া হল এর রাস্তার নিখুঁত বর্ণনা দিতে পারে,তবে আজকাল ওদের আর নেই না।
এখানে রমাদানে সব কিছু'তে দাম কমানো হয় ,এমন কি সেদিন দেখলাম রামাদান উপলক্ষে হেলথ চেক আপে ও কিছু ছাড় দিচ্ছে।
আর আমাদের দেশে তো জানেন ই রামাদান মানেই মুল্যবৃদ্ধি।
বাহ!! চমৎকার একলাইনে উৎসাহ দিয়ে গেলেন পদ্ম পুকুর!
শুভ কামনা।
১৭| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১৩
মোস্তফা সোহেল বলেছেন: আপু আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোস্তাফা সোহেল!
শুভেচ্ছা রইলো।
১৮| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২১
আখেনাটেন বলেছেন: চমৎকার। তবে অার একটু বিস্তারিত লিখলে ভালো বেশি ভালো লাগত।
আপনাকে অনেকদিন পর দেখলাম মনে হচ্ছে মনিরাপা। দুবাই নিয়ে আরো লিখুন।
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
মনিরা সুলতানা বলেছেন: আসলে এই প্রথমবার পড়ছি তো তেমন করে বিস্তারিত লেখার কিছু পাই নি;
এখানে আট রাকাত করে পড়াচ্ছেন তারাবী নামাজ ,প্রতি দু,রাকাতে সালাম ফেরাচ্ছে্ন।তারাবীর পর তিন রাকাত বিতর নামাজে প্রথম দু'রাকাতের পর কোনদিন সালাম ফেরানো হয় আবার কোনদিন আত্তাহিয়াতু শেষে উঠে শেষ এক রাকাত নামাজ সহ মোট তিন রাকাতে সালাম ফেরানো। শেষের এক রাকাতের মাঝে রুকু'র পর উঠে দাঁড়িয়ে'ই মোনাজাত ধরছেন তবে নিয়মিত নয়।
গতকাল ঘোষণা দিলেন ১৯শে রামাদানের রাত থেকে বিতর নামাজ আর সন্ধ্যা রাতে জামাতে পড়াবেন না,মুসুল্লীদের সাথে আলোচনা সাপেক্ষে শেষ দশ রাত তাহাজ্জুদ নামাজ শেষে বিতর নামাজ পড়াবেন।
আমি আজীবন বাসায় সুরা তারাবী তো বেশ একটু আলদা ভাবে আদায় করে এসছি।
আগ্রহের জন্য ধন্যবাদ আপনাকে ,আপনারা পড়েন বলেই লিখব হয়ত।
শুভ কামনা।
১৯| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২৯
ধ্রুবক আলো বলেছেন: মসজিদের ছবিটা দেখে মনে প্রশান্তি এসে যায়। এতো সুন্দর করে তৈরি।
মক্কা মদিনায় আসলে আলাদা নামাজ কায়েম করা হয় না, ওখানে সুন্নত একদম বিশুদ্ধ ভাবে পালন করা হয় যেটা আমাদের দেশে আমরা খুবই কম দেখতে পাই। তাই এমন টা মনে হয় যে তাদের নিয়ম আলাদা।
আপনি আরবে আছেন সেখানে নামাজ কায়েম করছেন, অনেক সৌভাগ্যের বিষয়।
"অগ্রিম ইদের শুভেচ্ছা"
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
মনিরা সুলতানা বলেছেন: আবুধাবী শেখ জায়েদ মসজিদ তো মনে হয় আরেক তাজমহল!
এত চমৎকার করে করা এত সুন্দর!!! সর্বাধুনিক সব সুবিধে সহ দেখার মত একটি স্থাপনা।
আমি আসলে আমাদের শেখা নিয়ম থেকে আলদা বুঝিয়েছি ,ওদের টা বিশুদ্ধ হবে সেটাই স্বাভাবিক শামিম।
অনেক অনেক শুভ কামনা।
২০| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩০
ধ্রুবক আলো বলেছেন: ওহ সরি, কথাটা হবে, "ইদের অগ্রিম শুভেচ্ছা"
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আচ্ছা অগ্রিম ঈদ হোক ইদের অগ্রিম হোক।
বুঝতে পারলেই হইলো, শুভেচ্ছা ঠিকঠাক পেলেই হলো।
তোমার জন্য ভালো থাকার শুভ কামনা।
২১| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নুর ভাই !!
আমার খবর নেয়ার জন্য;আমি আসলে লিখি অনেক কম পড়ি বেশী। মন্তব্য করি মোটামুটি ,তাই হয়ত খেয়াল করেন নাই। তবে রমজানের কিছু ব্যস্ততা ও আছে'ই থাকে'ই।
না ভাই আমি সাধারন গৃহবধূ আর সৌদি নয় আরব আমিরাতে আছি আপাতত।
অনেক অনেক ভালোথাকার শুভ কামনা আপনাদের জন্য।
মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।
০৫ ই জুন, ২০১৮ রাত ৩:১১
মনিরা সুলতানা বলেছেন: সব সময় অনেক অনেক ভালো থাকার শুভ কামনা আপনার জন্য
২২| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর অভিজ্ঞতা।
আমাদের দেশেও বড় বড় মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে।
ফেনী জামে মসজিদে একদিন বউকে নিয়ে দেখি, দ্বিতীয় কোন মহিলা নাই ।
০৫ ই জুন, ২০১৮ রাত ৩:২৬
মনিরা সুলতানা বলেছেন: হুম লিটন ভাই নিউ মার্কেট এমন কিছু কিছু মসজিদে অনেক আগে থেকেই মেয়েদের জামাতের ব্যবস্থা আছে;কিন্তু আমাদের দেশীয় কালচার সে ব্যবস্থা কে সমর্থন করে না।একজন মা একজন গৃহবধূ ইফতারের পর সব গুছিয়ে তারবীতে যাবার মত পরিস্থিতি কি হয়েছে আমাদের দেশে!!!
হুম আমি নিজেও দেশের কোন মসজিদে যাই নি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ছাড়া ।
২৩| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:৩৯
ওমেরা বলেছেন: আপুনি খুবই ভাল লাগল আপনার যাবিত জীবনের কথা শুনে ।
আপুনি ছোট বোন হিসাবে আমার জন্য একটু খানি দোওয়ার আবেদন রইল এই রামাদানে ! প্রতি বছর তারাবিতে প্রতিদিন না যাইলেও মাঝে মাঝে যেতাম , এবার এখনো একদিনও যেতে পারি নাই সামনেও মনে হয় না যেতে পারব।
অনেক ধন্যবাদ আপু ।
০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৪৪
মনিরা সুলতানা বলেছেন: ফিআমানিল্লাহ ওমেরা! অবশ্যই দোয়া করি!!!
রেগুলার ছাত্র বা জব হোল্ডারদের জন্য একটু সমস্যাই জামাতে নামাজ আদায়ে;আমি ও গত তিন বছর পারি নাই সব সময় ইফতার পার্টি বাসায় মেহমান লেগেই ছিলো। এবারে আলহামদুলিল্লাহ্ নিজের মত করে গুছিয়ে নিয়েছি।দোয়া করো বাকি রামাদানে যেন সুন্দর ভাবে শেষ করতে পারি।
তোমার জন্য ও অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা।
২৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৯
সোহানী বলেছেন: আসলে দেশের বাইরেই এ ব্যবস্থা আছে তবে আরব কান্ট্রিতে নিশ্চয় আরো ভালো সুবিধা আছে। আমাদের এখানে ও দারুন ব্যবস্থা আছে। তবে দেশেও আমি যেতাম কারন আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা ছিল মসজিদ এ। সব ছাড়িয়ে অনেক ভালোলাগে এভাবে সবার সাথে জামাতে দাড়াঁতে।
তোমার যাপিত জীবন ভালোলাগছে....চলুক।
০৫ ই জুন, ২০১৮ রাত ৩:৫৯
মনিরা সুলতানা বলেছেন: হুম আপু আরব কান্ট্রিগুলোতে অনেক সুন্দর ব্যবস্থা;আমি তো আজকাল সৌদি বা আমিরাতে যারা বহু বছর ধরে আছেন তারা সবাই সবসময় ই জামাতে আদায় করেন।আপনাদের ওদিকে ও তো সাবাই যায় গল্প শুনি।তবে দেশে থাকতে আমি এক বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ছাড়া অন্য কোথাও যাইনি।
লেখায় ভালোলাগার প্রকাশের জন্য ধন্যবাদ আপু
২৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০৮
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। কিন্তু রমজানকে ডিজিটাল যুগে রামাদান পড়তে ভালো লাগে না !!!
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০৪
মনিরা সুলতানা বলেছেন: আসলে হয়েছি কি ডিজিটাল যুগের কারনে কিছু কিছু উচ্চারন আমারা ওদের মত করে করা শুরু করেছি,তাই আজন্ম লেখা শোনা বলা রমজান এখন রামাদান লেখা হয়।
ধন্যবাদ সুমন কর!
শুভ কামনা আপনার জন্য।
২৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০৮
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
রাতের আধো আলো আধারিতে মায়াবী এক মসজিদ, আর তার বিচ্ছুরিত আলোর মতো ধর্মপোলব্ধির সুন্দরতা নিয়ে মায়াবী এক লেখা ।
সংযমের মাসের শিক্ষা নিয়ে আপনার সকল রিপু সংযত থাকুক সারাটি বছর জুড়ে ।
আসছে ঈদের মোবারকবাদ আপনাকেও ।
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শুভ কামনা জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন ভাইয়া!
লেখায় ভালোলাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকার শুভ কামনা।
২৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:২৩
ভুয়া মফিজ বলেছেন: মসজিদটা সুন্দর। একটা পুর্নাঙ্গ ছবি দিতেন!!
আমাদের দেশের ঈদ মানেই ধান্দাবাজদের মহোৎসব! আর সাধারনের ভোগান্তি। এর অবসান যে কবে হবে!
যাইহোক, আল্লাহ আপনার মনের একটা আশা পূর্ণ করেছেন, এভাবেই আল্লাহ সবার মহৎ আশা পূর্ণ করুন।
অগ্রীম ঈদ মোবারক।।
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৩২
মনিরা সুলতানা বলেছেন: একদিন রাতে হেটে বাসায় ফেরার সময় এক বন্ধুকে দেয়ার জন্য হুট করে এই ছবি টা তুলেছিলাম।পোষ্ট টা লেখার পর তাই এ ছবিটাই দিলাম ওভাবে দিনের বেলা মসজিদের ছবি উঠানো হয় নি।
আসলে নিয়ম আছে নিয়মের জন্য কোঠর ব্যাবস্থাপনা আর আইন নাই ,তাই সাধারনের এত ভোগান্তি
আল্লাহ আপনার মনের একটা আশা পূর্ণ করেছেন, এভাবেই আল্লাহ সবার মহৎ আশা পূর্ণ করুন।
আমীন।
আপনার জন্য ও শুভ কামনা।
২৮| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৪৭
সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমেই অগ্রীম ঈদ মোবারক জানাই আপনাকেও মনিরা আপু!
সত্যিকার অর্থে রমজানের ভাবনা ও শিক্ষাকে ধারণ করেছে দেশটি।
মায়াময়, সাবলীল একটি লেখার জন্যে ধন্যবাদ।
ভীষন ভালো থাকবেন।
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৩৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সামু পাগলা!
ভালোবাসা আর ভালো থাকার শুভ কামনা।
২৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:০৭
সনেট কবি বলেছেন: পোষ্ট আর মন্তব্য মিলে অনেক উপভোগ্য পোষ্ট।
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৩৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সনেট কবি!
শুভ কামনা অনিঃশেষ।
৩০| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩১
তারেক ফাহিম বলেছেন: অগ্রিম ঈদের শুভেচ্ছা জানবেন।
পোষ্ট বেশ উপভোগ্য ছিল।
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৩৯
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা তারেক ফাহিম!
লেখা পাঠে এবং মন্তব্যে ভালোলাগা রাখলাম।
ঈদ আপনার জীবনে বয়ে আনুক সাফল্য আর পরিপূর্ণ আনন্দ।
৩১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:১৬
প্রামানিক বলেছেন: পোষ্ট পড়ে আর মন্তব্য পড়ে খুব ভালো লাগল। অগ্রিম ঈদের বা ইদের শুভেচ্ছা রইল।
০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৪৬
মনিরা সুলতানা বলেছেন: বাহ!!
প্রামানিক ভাই আগ্রহ নিয়ে লেখা এবং মন্তব্য পাঠে এবং ভালোলাগা'র প্রকাশের জন্য,অনেক অনেক ধন্যবাদ।
আপনার জন্য ও শুভ কামনা।
৩২| ০৫ ই জুন, ২০১৮ রাত ৩:১৩
জাহিদ অনিক বলেছেন:
কবিতা ভালো হয়েছে কবি।
অহ !!! সরি সরি ! কবিতা না !
দুবাই এর যাপিত জীবন ভালো লাগলো পড়ে।
ঈশ্বর শান্তি স্থাপন করুক।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৬
মনিরা সুলতানা বলেছেন: হুম বুঝলাম এতদিন থেকে আমার কবিতা না পড়েই মন্তব্য করেছ !!
শান্তি তো স্থাপিত হয়ে'ই আছে হে-
এখন কেবল অনুভব করা।
৩৩| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৫
জুন বলেছেন: মনিরা তোমার লেখাটি অনেক ভালোলাগলো। এখন ঢাকাতেও অনেক মসজিদে মেয়েদের ঈদের জামাত এবং তারাবী নামাজ আদায়ের সুব্যবস্থা হয়েছে। এটা ভালো একটা দিক যাই বলো।
ব্যাংকক এর মসজিদগুলোতেও নারী পুরুষ একসাথে তারাবী ও ঈদের নামাজ পড়ছে। মেয়েরা বসে উপরে ব্যলকনীতে অনেকটা সিনেমা হলের ডিসি স্টাইলে তৈরি। ঈদের দিন অনেকেই বাসা থেকে প্রচুর খাবার নিয়ে আসে, বাচ্চা কাচ্চা সহ সবাই আনন্দ উল্লাসে সে খাবার ভাগ করে খায়। কারন হয়তো অনেকেরই অনেক বাসায় যাবার সুযোগ হয় না। তাই মসজিদেই শেয়ার করে সবাই।
আশাকরি আমাদের দেশেও এমনটি হবে অদুর ভবিষ্যৎ এ
অগ্রিম ঈদের শুভেচ্ছা রইলো পরিবারের সবার জন্য।
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ! চমৎকার ! অভিজ্ঞতা তাহলে ব্যাংককের;
ব্যাংককের আদলে আমি শুনেছি এমেরিকা ,কানাডা ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশিরা ও ঈদ উদযাপন করে।এ আলদা এক রকম দারুন ব্যাপার।গত ঈদে আমি দেখেছি এখানে ঈদের দিন মেয়েরা নামাজ শেষে বাসা থেকে আনা চকলেট বিলায় বাকাল্ভা বা এই ধরনের ফিঙ্গার ফুড মিষ্টি (জাতীয় আর কি) এর ঝুড়ি নিয়ে ছোট ছোট বাচ্চারা ঘুরে ঘুরে সবাই কে দিচ্ছে। এত ভালোলাগলো ওদের দেখে !!!
ঈদের জামাত আর তারাবীর এই ব্যাপারটুকু যদি আমাদের কালচারে চলে আসে ,সে এক রকম ভালোই হয়।তবে ঈদের ব্যাপারটা আমাদের মতই থাক আপু সেই রকম ই আনন্দে কাটুক।
ভালোবাসা আপু লেখায় তোমার ভালোলাগা প্রকাশের জন্য।
৩৪| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাল লাগলো আপু। আমাদের দেশেও এরকম মেয়েদের জামাতে নামাজের ব্যবস্থা হবে প্রতিটি এলাকায়, এই কামনা করি
রমজানের ফযিলত, বরকত-রহমত-মাগফেরাত সকলের নসীব হোক, এই কামনা করি।
ভাল থাকুন সবসময়।
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা!! বো-মা ভাই!!!
অনেকদিন পর আপনাকে ব্লগে পেলাম;আশা করছি ভালো ছিলেন!
চমৎকার শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
৩৫| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১১
বৃষ্টি বিন্দু বলেছেন: আমার বাসার পাশে একটি নির্মান স্থগিত বিল্ডিং এ মেয়েদের জামাতের ব্যবস্থা করা হয়েছে।যদিও অসুস্থতার কারনে আমার যাওয়া হয়না তথাপি ঠিক জানালার পাশেই এই ব্যবস্থা। প্রতিদিন এই জামাত এর আয়োজন দেখতে ভীষণ ভালো লাগে।
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
মনিরা সুলতানা বলেছেন: আশা করছি এখন ভালো আছেন!!
তবে ব্যাপারটা কিছু চমৎকার !! ঠিক আপনার জানালার পাশে মানে আপনি তেলোয়াত শুনতে পান!
অনেক অনেক শুভ কামনা বৃষ্টি বিন্দু
৩৬| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ২য় পর্ব খুঁজে পেলাম না! মনে হয় বেশ অনেক কিছু মিস করে ফেলেছি। আপনার এই লেখাটা পড়ে আমাদের দেশের কালচার আর আমাদের নিজেদের আচার-আচরণের দৈন্যতা ফুটে উঠল। আমরা আসলে খুবই স্বার্থপর জাতি! আমাদের এখানকার রমযানের চিত্র আর আপনার বর্ণনার দুবাইয়ের চিত্র তুলনা করে নিজেকে খুবই হীন মনে হয়। আমরা আর কবে আমাদের স্বার্থান্ধতা থেকে বেরিয়ে এসে সৌহার্দ্যময় অবস্থান গড়ে তুলতে পারব?
০৭ ই জুন, ২০১৮ রাত ১:০৮
মনিরা সুলতানা বলেছেন: ঠিক অতচিন্তা করে পর্ব হিসেবে লেখা হয় নি,তাই খুঁজে পেতে সমস্যা হয়েছে,কিছুক্ষন আগে নতুন করে পর্বের নামকরন করেছি।আশা করছি খুব বেশিকিছু মিস করেননি তেমন তথ্যপূর্ণ কিছু নয়।
কিছুকিছু ব্যাপারে আমরা সত্যি'ই দৈন্য হয়ত পরবর্তী প্রজন্মের মাঝে সেই দৈন্যতা কাটবে!!!
শুভ কামনা আপনার জন্য।
৩৭| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৬:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: ভাললাগা রেখে গেলাম । আগের পর্বগুলি দেখে আবার আসব ।
শুভেচ্ছা রইল ।
০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
মনিরা সুলতানা বলেছেন: ব্লগে আপনার সরব উপস্থিতি সব সময় ই আনন্দদায়ক!
অনেকদিন পর ব্লগে এসে লেখা পাঠে এবং ভালোলাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা ভাইয়া!
সব সময় ভালোথাকার শুভ কামনা।
৩৮| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
নতুন বলেছেন: ঈদে দাওয়াত রইলো... ভাইয়াকে বলেন... আমাদের এখানে বেড়াতে চলে আসুন..
আমরা কয়েকটা বাংলাদেশী পরিবার আছি দুবাইয়ের এক কোনাতে...
০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!
আপনাদের জন্য ও অনেক শুভ কামনা ঈদ মোবারক
৩৯| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:০১
সাহসী সন্তান বলেছেন: শিরোনামে ক্রিয়েটিভিটি আছে। অবশ্য আপনি যে আমার ক্রিয়েটিভ আপু সেটা তো সবাই জানে। সুতরাং নতুন কইরা কইয়া আর আপনারে লুইজ্জায় ফেলাইতে চাই না...
আমি জীবনে একবারই মেয়েদের সাথে জামাতে তারাবি পড়ছিলাম। তাও দেশে না, বৈদেশ। সব থেকে মজার বিষয়টা হইল, নামাজ পড়তে পড়তে খুব কাহিল হইয়া গেছিলাম। তার উপরে চোখে ঘুম। ওদিকে হুজুর গুলোও এমন, একবার আয়াত পড়া শুরু করলে আর শেষই করতে চায় না!
তো এই অবস্থায় ভাবছি থাক আর দরকার নাই। এমন সময় সালাম ফিরায়া পাশের জনরে জিগাইলাম ভাই মসজিদের ওপাশটায় পর্দা খাটানো ক্যান? তো সে কইল, বেগানা আওরাত! আহা, লগে লগে শরীর মন দুইটাই চনচনে হইয়া গেল...
এনিওয়ে, পোস্ট ভাল হইছে! শুভ কামনা আপু!
০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:২২
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ সাহসী!
তুমি মাঝে মাঝে কই হারায়ে যাও !!!
ভালো থাইকো
৪০| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:৩৪
শামচুল হক বলেছেন: কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় করে পড়বেন।
১১ ই জুন, ২০১৮ রাত ১:৪২
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামচুল হক ভাই!
৪১| ১১ ই জুন, ২০১৮ রাত ১:৩৭
রাকু হাসান বলেছেন: পড়ে ভাল লাগলো ।েএই অধমকেও দোয়ার সময় মনে রাখার আবেদন জানাচ্ছি । ভাল থাকবেন আপু .প্রিয়জনদের নিয়ে ঈদ ভাল কাটুক
১১ ই জুন, ২০১৮ রাত ১:৪৪
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত রাকু হাসান!!!
দোয়া সার্বজনীন!অবশ্যই মনে থাকবে আপনার কথা;
আপনি ও অনেক ভালো থাকুন প্রিয়জনদের নিয়ে
৪২| ১১ ই জুন, ২০১৮ রাত ৩:১৭
রাকু হাসান বলেছেন: ঠিক আছে আপু .।ঈদের দাওয়াত দিচ্ছি...আসলে বই উপহার দিব
১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৬
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা ধন্যবাদ রাকু হাসান!!
নিঃসন্দেহে বেশ লোভনীয় অফার,বই উপহার বলে কথা
অনেক অনেক ভালো থাকেন,শুভ কামনা।
৪৩| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৭
কাওসার চৌধুরী বলেছেন: আপু, এখানে ক্লীক করুন! আপনার জন্য একটি সারপ্রাইজ আছে!!
১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৮
মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ !!!
সারপ্রাইজে আমি আনন্দিত চৌধুরী ভাই।
অনেক অনেক শুভ কামনা।
৪৪| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৬
জোকস বলেছেন: ঈদ মোবারক।
১৫ ই জুন, ২০১৮ রাত ৯:০২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ!!!
ঈদ শুভেচ্ছা আপনার জন্যও ।
৪৫| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:০৬
মনিরুল ইসলাম বাবু বলেছেন: সূচনা-প্যারা এই ঝরঝরে লেখাটির সবচেয়ে বেশি আকর্ষণীয় অংশ।
২০ শে জুন, ২০১৮ রাত ১:২৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ!! দারুন করে বললেন তো মনিরুল ইসলাম বাবু!!
অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যে।
৪৬| ২১ শে জুন, ২০১৮ রাত ১২:০২
আমি তুমি আমরা বলেছেন: মাশা আল্লাহ, জামাতে নামায আদায়ের তৃপ্তিই আলাদা।
লেট ঈদ মুবারাক
২১ শে জুন, ২০১৮ রাত ১২:০৫
মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ!!
আপনার জন্য ও ঈদ পরবর্তী শুভেচ্ছা।
৪৭| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: জীবনে এই প্রথম জামাতে তারাবীর নামায পড়ার সাফল্য ও তৃপ্তি অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশাকরি বাকী জীবনেও এমন তৃপ্তি পেতে থাকবেন।
আমাদের এলাকার মাসজিদেও জুম্মা ও তারাবীর সময় মহিলাদের জামাতে নামায পড়ার সুব্যবস্থা আছে। অন্যান্য ওয়াক্তিয়া নামাযেও অল্প একটু জায়গা ঘেরা দেয়া আছে, যেখানে দাঁড়িয়ে ১৫/২০ জন মহিলা জামাতে অংশ নিতে পারেন।
"একদম মন থেকে করা প্রার্থনার মাঝে যে সুখতৃপ্তি আছে সেটা আসলেই আর অন্য কোথাও পাওয়া সম্ভব না" - ১৩ নং মন্তব্যে মিথী_মারজান এর এ মন্তব্যটার জন্য তাকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল 'আ-লামীন সর্বশ্রেষ্ঠ শ্রোতা। তাঁর সমীপে মন থেকে দোয়া করলে তা বিফলে যায় না। কোন কোন ক্ষেত্রে দোয়া কবুল হয়নি বলে বাহ্যতঃ মনে হতে পারে, কিন্তু আল্লাহতা'লা প্রার্থনাকারীকে অন্যভাবে পুরস্কৃত করেন, যা সে দেরীতে হলেও বুঝতে পারে। তাঁর উপরে ভরসা করাটাই সবচেয়ে বড় প্রার্থনা।
পোস্টে ভাল লাগা + +
২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
মনিরা সুলতানা বলেছেন: দোয়া করবেন ভাইয়া,এ অন্য রকম এক অনুভব!
ছাত্রজীবনে তো এমন কথা ভাবার ই সুযোগ ছিল না,তবে জুম্মা নামাজে অনেকদিন থেকেই অংশগ্রহণের চেষ্টা করি।আর বাইড়ে গেলে যখন যে সময় পাই আদায় করে নেই নামাজ মসজিদে।
গত দুই রমজানে ইচ্ছে থাকলে ও হয়ে উঠে নাই,বাচ্চাদের স্কুল পুরোদমে ক্লাস তাদের বিভিন্ন প্রয়োজন,সব মিলিয়ে ঠিক সময়ে জামাত ধরা মুশিকিল।এবারে যখন সময় পেয়েছি বাচ্চাদের নিয়ে অথবা ওদের বাসায় রেখে তারাবী এবং শেষের দশদিন রাত দুটোয় তাহাজ্জুদ ও জামাতে আদায় করেছি আলহামদুলিল্লাহ।
তাঁর উপরে ভরসা করাটাই সবচেয়ে বড় প্রার্থনা। এ আমার জীবনের একপরম বিশ্বাস !!
ধন্যবাদ চমৎকার মন্তব্যে।
৪৮| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:২৭
খায়রুল আহসান বলেছেন: শেষের দশদিন রাত দুটোয় তাহাজ্জুদের নামাযকে "ক্বিয়ামুল লাইল" (রাত্রে দাঁড়ানো) বলা হয়ে থাকে। আমাদের এখানেও রমজানের শেষ দশ দিনে এই নামায জামাতে পড়ানো হয়ে থাকে। ক্বিরাত পাঠ করার সময়ে ইমাম সাহেব মাঝে মাঝে কেঁদে কেটে অস্থির হয়ে যান। মুনাজাত সহ ৮ রাকাত নামায পড়তে মোট ৪০/৪৫ মিনিট সময় লাগে। আমিও এ নামায পড়ে মনে অবর্ণনীয় প্রশান্তি লাভ করেছি।
২৪ শে জুন, ২০১৮ রাত ৯:২৭
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা এই নামটা জানতাম না;ধন্যবাদ।
আমাদের ও তাই সাথে বেতেরের নামাজে শেষ এক রাকাত আলাদা পড়াতেন,রুকু দেয়ার পর মোনাজাত ধরতেন।আশে পাশে বেশির ভাগ ই আরব দেশের মেয়েরা থাকত,অনেকসময় সুরা'র মাঝে ওরা ও কান্নাকাটি করত।আমি তো ক্কিরাত রেকর্ডিং করে রেখেছি একদিনের সম্পূর্ণ নামাজের ক্কিরাত।মাঝরাতে বিশেষ করে এত অপূর্ব শোনাত!!!! আহা !!
আমাদের পড়ায় দেড় ঘন্টার মত সময় নিত ,কোনদিন দু'ঘন্টা।
আলহামদুলিল্লাহ এবারের রমজান আমার জীবনের অন্যতম।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৪:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: মাশা-আল্লাহ। জামাতে নামাজ পড়ার আনন্দই আলাদা।
রমজান মাসে ঐখানের মসজিদ্গুলোতে কি ইফতারের আয়োজন করা হয়?
রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম মোবারকবাদ আপনাকেও।