নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
আমি জলের আয়নায় জলছাপ ছবি হয়ে রই -
তুমি খুঁজে ফিরবে।
আমি প্রিয়'র ছায়ার আড়ালে লুকাই-
শুধু তার প্রিয় হতে পারি নি!
আমি জল রঙ আলো হব -
রঙ আর আলো সব তারতরে বিলাবো বলে।
হেঁয়ালি তে বেখেয়াল হৃদয়
ফটিক জলেই তৃষ্ণা মেটায় অরন্য
জলভার নত মেঘ
জমে যাক জমে থাক আতলান্তিকে
যদি কোন কবি তার পায় সন্ধান
জেনো সেই ছুঁয়েছে বসন্ত তোমার।
মেঘ কে মেঘ ভাবা সহজ
ততোধিক হৃদয় ও
শুধু মরুভূমি যদি আজ
হৃদ মাঝে করে বসত
কি দিয়ে তাতে ফোটাবে কদম কেয়া
এই ঢল নামা আষাঢ়ে !
সব ফুলে সব ভুলে জেনে রেখো শুধু-
মাঝ রাতে’র গাঢ় ঘুমের মত
প্রগাঢ় তোমার অস্তিত্ব আমাতে।
জানো!
তোমার বিষন্নতাগুলো কে যদি ছোঁয়া যেত
ঘাস ফড়িং করতাম;
মুঠোয় পেলে দু’হাতে অজলায় নিতাম আদরে আহ্লাদে খুব
শৈশবের মেহেদী ঘ্রানে মাখামাখি হতো বেশ
দু:খ আর বিষন্নতাগুলো'র।
তারপর -
ঠিক ভোরে'র আলোর শিশিরে আলপনা হয়ে সাজাতো আমায়।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৫
মনিরা সুলতানা বলেছেন: নুর ভাই!!
আপনি কি জানেন,আমি আপনাকে রীতিমত ঈর্ষা করি! আপনার অত অত সহজ ঝরঝরে মুক্তাক্ষরে গদ্য লেখার চমৎকার গুনের জন্য।কী যে সাবলীল দক্ষতায় আপনি পাতারপর পাতা সাজান,মুগ্ধতা বাড়ে কেবল।
আপনার মত একজন সহজ সাবলীল লেখকের প্রশংসা সবসময়'ই আনন্দ দেয়।
২| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৫
কাওসার চৌধুরী বলেছেন: আপা, ভাল লাগলো কবিতাটি পড়ে। একদম মনটা ছুঁয়ে গেল।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী!
গুণী লেখকদের,মন ছোঁয়া অবশ্যই বেশ দারুন একটা অনুভূতি !!
কবিতা পাঠে এবং চমৎকার প্রকাশে শুভেচ্ছা।
৩| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৮
সনেট কবি বলেছেন: চমৎকার কবিতা।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৫
মনিরা সুলতানা বলেছেন: আপনি বেশ প্রাজ্ঞজন,আপনার সাবলীল সানেট রচনার দক্ষতা অবশ্যই প্রশংসার দাবিরাখে।
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ কবিতায় আপনার মন্তব্যের জন্য।
শুভ কামনা।
৪| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৪
সেলিম আনোয়ার বলেছেন:
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ!! কবিতা কে খুঁজে বেড়াচ্ছেন কবি!!
কবির এই অতৃপ্তটাই কবি'কে দিয়ে কবিতা লেখায় সব সময়।
৫| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
সব ভাবনা একদিন বাস্তবে রূপ নেবে, সব স্বপ্ন একদিন আনন্দ হয়ে জীবনের সাথে মিশবে।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১
মনিরা সুলতানা বলেছেন: নেয় তো,প্রায়শই ভাবনাগুলো জাদুমন্ত্রে বাস্তবে রুপনেয়,আমাদের কে আবেশিত করে।তাই আমরা ভাবতে ভালোবাসি স্বপ্ন দেখতে ভালোবাসি যা আনন্দ হয়ে জীবনের সাথে মিশে যায়।
৬| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৭
সিগন্যাস বলেছেন: প্রথম প্লাস কিন্তু আমি দিসি।যদিও কবিতার ১০% ও বুঝিনাই ।বাসায় বাংলা একাডেমির ডিকশনারি আছে।বাসায় গিয়ে আবার পড়বো নে
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৭
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ!! সত্যি'ই তো তাই ছয়জন পাঠকের মাঝে আপনি ষষ্ঠ হয়েও প্রথম হয়ে রইলেন।এই বা কম কিসে!!
আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলেন তো !
এই জীবনে এই জগতে কবিতা কে আবার বোঝার জন্য পড়ে ?
আমাদের মত কিছু আকাইম্যা লিখে ভাব নেয়,তাই জনতা বাধ্য হয়ে পড়ে
কোন দরকার নাই আপনার কষ্ট করে আবার পড়ার,আপনি বরং কথাকথি'র কিছু লেখা পড়ে চর্চা বাড়ান।দেখবেন এরপর বাকি সবার লেখা জলবৎতরলং ।
৭| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!
২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগত লাবন্য!
লেখার প্রশংসা মনছুঁয়ে গেলো।
শুভ কামনা।
৮| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতাটা পড়ে অনেকক্ষন চুপ করে রইলাম।
ভাবনার বুদবুদ শুরু করে আনাগোনা!
অতপর: কিবোর্ডে ভাবনার কিলবিল -
আকাশের ছবি ভারে ক্লান্ত আমি, তুমি কই
জলায়নায় দেখবে একবার
জল হয়ে অপেক্ষায়-
শুধু তোমার দেখা পাইনি-
জল রঙের অফুরান বাহার লয়ে
তোমায় সাজাবো বলে অপেক্ষায় প্রতিটি নতুন সূর্যোদয়ে!
আলাভোলা আরণ্যক হৃদয়
নিত্য বর্ষায় তোমায় ছূঁয়ে রই
মিলন তিয়াসে ভার-
হতে হতে নেমে আসি তৃষ্ণাতুর;
হেয়ালি মিলনে উদার জমিন
ফোটায় ফুল বাসন্তি নিত্যতায়।
ভাবনার জানালা খুলে দাও
হৃদয়েরতো বটেই –দেখো
মরু হয় মরুদ্যান অনুভবে
ভালবাসা ছুঁয়ে র’লে
দাবদাহে ফোটে হৃদকদম, কেয়া
ঢল নামে মনের সূখাসরে।
নাহ। আর পারিনা বাপু
আজকে এটুকুই
+++
২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১৭
মনিরা সুলতানা বলেছেন: এই যদি হয় না পারা !!!
তাহলে পারা কাকে বলে !!
হুম বুঝেছি ,আপনার পোষ্ট গুলো কে বলে
চমৎকার কাব্যিক উত্তরে কৃতজ্ঞতা
৯| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ।
পড়ে ভাল লাগল।
২৫ শে জুন, ২০১৮ রাত ১০:২১
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনাকে পাঠক হিসেবে পেয়ে আনন্দিত!
উচ্ছ্বসিত প্রশংসায় ধন্যবাদ।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
১০| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: দুর্দান্ত!! আপু আপনি হলেন মিসেস পারফেকশন। বেশকিছু সময় নিয়ে পোষ্ট দেন। একেবারে মন ছুঁয়ে যাওয়া।
অনেক শুভ কামনা প্রিয় আপুকে।
২৫ শে জুন, ২০১৮ রাত ১০:২৯
মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা !!! এ যে দারুন এক পাওয়া!!
তবে আমি হয়ত যোগ্য নই তত'টা ;আপনাদের দরদী মন আমাকে অনন্য উচ্চাতায় দেখে তাই।
আপনার অতখানি ভালোলাগা'র প্রকাশ আমার লেখার অলঙ্কার হয়ে থাকল।
শুভ কামনা অনিঃশেষ।
১১| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সিগন্যাস বলেছেন:
@চাঁদগাজী
সব ভাবনা একদিন বাস্তবে রূপ নেবে, সব স্বপ্ন একদিন আনন্দ হয়ে জীবনের সাথে মিশবে
আমার মনে হয় আপনার সাড়ে চার বছরের ব্লগিয় জীবনে এত থেকে সুন্দর কথা বলেন নি।
২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৩১
মনিরা সুলতানা বলেছেন: আপনি মনে হয় অনেকদিন চাঁদগাজীর মন্তব্য অনুসরণ করছেন না;উনার আজকালের মন্তব্যগুলো অনেকটাই এমন।
ধন্যবাদ আপনাকে
১২| ২৫ শে জুন, ২০১৮ রাত ৮:৩০
সোহানী বলেছেন: কবিতায় ইনফিনিটি প্লাস, ছবিতে সুপার প্লাস আর গাজি ভাইয়ের মন্তব্যে কতগুলো প্লাস দিবো খুঁজে পাচ্ছি না
২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৩৮
মনিরা সুলতানা বলেছেন: এ ভারী অন্যায় আপু
অত অত কষ্ট করে দিনরাত এককরে লিখি,আর চাঁদগাজী ভাই এক লাইনেই এক মন্তব্য সুপার ডুপার সব হিট নিয়ে নেয়
ধন্যবাদ আপু সব সময় অত ভালোবাসার জন্য।
১৩| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:০৬
শায়মা বলেছেন: বসন্ত, হেমন্ত, বর্ষা, শীত, গ্রীস্ম সব এসে যাক কবিতায় কবিতায়....
২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৪৩
মনিরা সুলতানা বলেছেন: হুম হুম সাথে শায়মা ও এলো !!!!
আর সব তো কবিতায় ই হয়, কবিতাতে'ই হয়
১৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:২৬
মনিরুল ইসলাম বাবু বলেছেন: সহজিয়া ভাষায় অপরূপ কাব্যময়তা।
২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৪৭
মনিরা সুলতানা বলেছেন: শুভাশিস জানবেন চমৎকার ভালোলাগার প্রকাশে;
আমার লেখার সাথে থাকার জন্য ধন্যবাদ।
১৫| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৪০
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
......যদি কোন কবি তার পায় সন্ধান
জেনো সেই ছুঁয়েছে বসন্ত তোমার। .........
বসন্ত বাতাসের মতোই এ দু'টো লাইন দোলা দিয়ে গেলো ।
( একেবারে শেষ লাইনের শেষ শব্দ দু'টি -- " সাজতো আমায় " কেমন যেন লাগছে । সাজাতো আমায় হবে কিনা ভেবে দেখতে পারেন । )
২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৫৬
মনিরা সুলতানা বলেছেন: সব সময়ের মত আপনার মন্তব্য আজ ও বেশ শ্রাবনের ঝিরিঝিরি বৃষ্টি'র দমকা হাওয়ার আমেজ দিলো।
আপনার শুধরে দেয়ার এই প্রচেষ্টা প্রতিবার'ই আমার লেখা কে শুদ্ধকরে পূর্ণ করে ।
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইয়া।
১৬| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১৩
সুমন কর বলেছেন: চমৎকার মিষ্টি কবিতা। দারুণ লাগল।
+।
২৫ শে জুন, ২০১৮ রাত ১১:০৪
মনিরা সুলতানা বলেছেন: প্লাস এবং মন্তব্যে কৃতজ্ঞতা সুমন কর!
অনেক অনেক ভালোথাকার শুভ কামনা।
১৭| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:২২
কথাকথিকেথিকথন বলেছেন:
জলছাপ ছবি! দারুণ। নিচ্ছিদ্র শিহরণ হয়ে বুনে যাওয়া স্বপ্নমুখর হৃদয়.....
২৫ শে জুন, ২০১৮ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: স্বপ্নতায় শিহরণ অনুরণিত হয় বলেই জলরঙে আলপনা হয়!
ছুঁয়ে যাওয়া মন্তব্যে ভালোলাগা নিন।
১৮| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় কবির জন্য প্রেম প্রত্যক্ষ ও জীবন্ত করে তুলেছে।
কবিতা ভালো লিখেছেন আপু।
২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা!!
আমি কি লেখা ভুলে গেলাম,নাকি শা ক বেশি বুঝতে শুরু করল
বেশ বেশ লেখক নিজের জন্য লিখে,আর পাঠক তার সুবিধে মত বুঝে নেয়।
লেখায় তোমার প্রশংসা ভালো লাগলো।
১৯| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: আন্তরিক সরি ....
নো অজুহাত।
কবিতার মর্মকথা জানতে আগ্রহী ।
২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৫১
মনিরা সুলতানা বলেছেন: আয়হায়!!
আজকাল কবিদে'র ও কবিতা ট্রান্সলেট করে দিতে হয়!!!
২০| ২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৪৮
শামচুল হক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ
২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৫৪
মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্যে আপনাকে ও ধন্যবাদ।
২১| ২৬ শে জুন, ২০১৮ রাত ১:৩৪
ওমেরা বলেছেন: কি যে বলি খুঁজেই তো পাচ্ছি না আপুনি !! শুধু বলে যাই আপনার জন্য আমার ভালবাসা আছে আপুনি।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:০৭
মনিরা সুলতানা বলেছেন: তোমার জন্য'ও ভালোবাসা অফুরান!!!
সব সময় এমন'ই লক্ষ্মী থেকো।
২২| ২৬ শে জুন, ২০১৮ রাত ১:৫৪
চঞ্চল হরিণী বলেছেন: আমি প্রিয়’র ছায়ার আড়ালে লুকাই-
শুধু তার প্রিয় হতে পারি নি !
জমে যাক জমে থাক অতলান্তিকে
যদি কোন কবি তার পায় সন্ধান
জেনো সেই ছুঁয়েছে বসন্ত তোমার।
এই চরণগুলো, কথাগুলো, আবেগগুলো মনকে খুব ছুঁয়ে গেলো আপু।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:১১
মনিরা সুলতানা বলেছেন: কিছু কিছু কবিতার চরণে হলে'ও আপনার মন ছুঁয়েছি-
এ অনেক খানি পাওয়া আমার কাছে!!
অনেক অনেক ভালো থাকার শুভ কামনা চঞ্চল হরিনী!
২৩| ২৬ শে জুন, ২০১৮ ভোর ৪:৩১
খনাই বলেছেন: আমার ভাবনাগুলোওতো দেখি কেমন যেন জলছাপ হয়ে আটকে গেলো বোধহয় আপনার কবিতায় প্রতিটা কথায় আর অক্ষরে | আপনার শাব্দিক এই স্বর্গ আয়োজনে আমার কিছু বলতে চাওয়া মানেই নিঃস্কলুষ স্বর্গীয় সৌন্দর্য হত্যার মতো ক্ষমার অযোগ্য অপরাঢের দায় নেয়ার ঝুঁকি নেয়া | তাই কবিতা পড়ার অপরিসীম ভালোলাগা আর মুগ্ধতা নিয়েও চুপ থাকলাম |
২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:১৯
মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য আমাকে আবেশিত করলো!!!!
অপূর্ব কথা মালায় সাজানো !!!
আমার লেখায় স্বাগত খনাই!
আর ভাবনার জলছাপ শব্দছাপ অনুরণিত হলে'ই আসে এমন অপরিসীম মুগ্ধতার কাব্যিক প্রকাশ,সে কথা জানেন নিশ্চয়'ই!!
এই মুহূর্তের সব শুভকামনা আপনার জন্য।
২৪| ২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নুর ভাই!!
আপনি কি জানেন,আমি আপনাকে রীতিমত ঈর্ষা করি! আপনার অত অত সহজ ঝরঝরে মুক্তাক্ষরে গদ্য লেখার চমৎকার গুনের জন্য।কী যে সাবলীল দক্ষতায় আপনি পাতারপর পাতা সাজান,মুগ্ধতা বাড়ে কেবল।
আপনার মত একজন সহজ সাবলীল লেখকের প্রশংসা সবসময়'ই আনন্দ দেয়।
আপনার মন্তব্য পড়ে আমি লজ্জায় মরে যাচ্ছি।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩২
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
আপনি অনেক আমায়িক,অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার পরিবারের জন্য শুভ কামনা।
২৫| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫
পবন সরকার বলেছেন: খুব ভালো লাগল।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: শুভেচ্ছা জানবেন পবন সরকার!
আপনার ভালোলাগার প্রকাশে উৎসাহিত হলাম।
২৬| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অস্তিত্ব অস্তিত্বের সাথে মিশে গিয়ে একাকার হলেই সফলতা! খুব সুন্দর আর মন ছুঁয়ে যাওয়া অনবদ্য কাব্যকথা!
২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৪২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার বলেছেন তো !!!
অস্তিত্ব অস্তিত্বের সাথে মিশে গিয়ে একাকার হলেই সফলতা!
আপনার মন্তব্যে ভালোলাগা রাখলাম
২৭| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৪
তারেক ফাহিম বলেছেন: এতো দেখছি অনিদৃষ্ট কালের জন্য আড়াল
কোন কবিইতো খুঁজে পাবে না।
তবে হঁ্যা আপনার আড়াল হওয়ার কৌশল বড় অভিনব।
কবিতায় এত কঠিন ভাবনা
বেচারা কবিতো খুঁজেই বেহাল হবে
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:০৯
মনিরা সুলতানা বলেছেন: সহজকিছু খুব সহজে'ই খুঁজে পেলে সহজলভ্য হয়ে যায়।আর তাতে স্বস্তি থাকলেও শান্তি থাকে না রইলো'ই না হয় কিছু'টা আড়াল!
ভাবনাগুলো কিন্তু বেশ সহজ,কেবল সহজে তা বোঝা যায় না এই যা।আর কবি'রা কোনমতে'ই বেচারার আওতায় পরে না কিন্তু,কবি'দের কাজ ই হচ্ছে পাঠক কে বিভ্রান্ত করা।
চমৎকার উপাদেয় মন্তব্যে শুভেচ্ছা রইলো।
২৮| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে আপু।
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:১২
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগার প্রকাশে কৃতজ্ঞতা মোস্তফা সোহেল!
শুভকামনা রইলো।
২৯| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৭
কাছের-মানুষ বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা। আহা এরকম যদি লেখতে পারতাম!
শব্দচয়ন যথাযথ হয়েছে।
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:২১
মনিরা সুলতানা বলেছেন: আমি'ও সেটাই ভাবি ,আহা!! যদি আপনার মত আমার ইমাজিনেশন থাকত! অত সুন্দর করে ঝরঝরে কল্পগল্প সাইন্স ফিকশন লিখতে পারতাম!!! দারুন হত তাহলে
ধন্যবাদ কাছের-মানুষ! চমৎকার মন্তব্যে মন ছোঁয়া গেলেন।
৩০| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কল্পনা শক্তি দারুন, শব্দ চয়নও।
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:২৭
মনিরা সুলতানা বলেছেন: পাঠকের ভালোলাগায় সব সময়'ই অনুপ্রেরণা লুকিয়ে থাকে,আর সে পাঠক যদি হয় আপনার মত নিয়মিত শুভেচ্ছা ডালি সাজানো পাঠক,তবে সে লেখক ভাগ্যবান!! নিজেকে তেমন ই একজন ভাবায় অনেক আনন্দ!!!
ধন্যবাদ মোঃ মাইদুল সরকার সবসময় লেখার সাথে থাকবার জন্য।
শুভ কামনা অনিঃশেষ।
৩১| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
রাকু হাসান বলেছেন: বেশ কয়েকবার কবিতা টি পড়লাম । ব্লগে যেসব কবিতাগুলো অাসে প্রায়ই ,তাদের থেকে একদম আলাদা । লেখার মান উন্নত মনে হয়েছে । কবিতাটি বুঝার জন্যও ভাল পাঠক হওয়ার প্রয়োজন বলে মনে করি । ঠিক টা বুঝতে পারলাম না,তবে তাতে মন জয় করেছে আমার । এ রকম কবিতায় লাইক না দিলে কোনগুলো দিব ? তা না হলে তো নিজের ভাললাগার কাছে অপরাধী হয়ে যাব । ভাল একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩২
মনিরা সুলতানা বলেছেন: লেখক'রা এদিক দিয়ে বেশ ভাগ্যবান বলতে হবে,লিখে'ই পাঠকের মনজয় করে নিতে পারেন!
আপনি নিঃসন্দেহে একজন ভালো পাঠক !একজন শখের লিখিয়ে'র শুভেচ্ছা নিন।
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ পাঠে এবং চমৎকার মন্তব্যে।
৩২| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:১২
নাজিম সৌরভ বলেছেন: কবিতা লিখেছেন নিপুণ হাতে, কবিতার আবেগে যুবতী মনের ভালোবাসা যেন ছন্দবন্ধ রূপ পেয়েছে। ভালো লাগা জানবেন আপু।
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩৭
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত নাজিম সৌরভ!
ভালোলাগা প্রকাশের কৃতজ্ঞতা ,শুভ কামনা রইলো।
৩৩| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কবিতায় দেওয়া ছবিটা দেখে আমার ও এরকম কাছাকাছি একটি ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে। হয়তো একেও ফেলবো।
এর আগেও আপনার কবিতা থেকে ছবি দেখে এই ছবিটা একেছিলাম-
২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ!!!
এটা নিশ্চয়ই সেই প্রতিশ্রুত প্রজাপতি'রাকবিতার !!!!
অনেক সুন্দর!!! আপনি অনুমতি দিলে আমি সেই কবিতায় ছবি'টা রেখে দিতে পারি;গুগুল সংগ্রহের চাইতে ব্লগারদের আঁকা ছবি অনেক আকর্ষণীয় হবে।
আশা করছি এই কবিতার জন্য ও চমৎকার একটা ছবি পাচ্ছি।
শুভকামনা!
৩৪| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই আপু। অনুমতি দেওয়া হলো।
আপনার কবিতায় আমার আঁকা ছবি থাকবে এতো আনন্দের ব্যাপার।
নতুন ছবিটা আঁকলে আপনাকে দেখাবো।
ধন্যবাদ।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে!!
শুভ কামনা
৩৫| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩
কাইকর বলেছেন: দারুণ একখানা কবিতা পড়লাম
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মামুন!
শুভ কামনা
৩৬| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪১
আখেনাটেন বলেছেন: সব ফুলে সব ভুলে জেনে রেখো শুধু-মাঝ রাতে’র গাঢ় ঘুমের মতপ্রগাঢ় তোমার অস্তিত্ব আমাতে। - আহ, কী ওমান্টিসিজম। নেফেরতিতির কথা স্মরণ করায়ে দিলেন।
দুর্দান্ত হয়েছে লেখা মনিরাপা।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:১২
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহাহা
দারুন বলেছেন !!
ফেয়ার এনাফ! নেফারতিতি কে মনে'ই রাখুন
শুভকামনা।
৩৭| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় মন ছেয়ে আছে! মেঘের মতন বিস্তৃত কবিতার জাল!
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪২
মনিরা সুলতানা বলেছেন: মেঘ তো সহজেই সুরমা পড়ায় চোখে,
মনের ঘুলঘুলিতে নিত্য স্বপ্ন আবীর মাখে!
৩৮| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২
সিগন্যাস বলেছেন: সদ্য একটা ভূতের গল্প লিখেছি।আনাড়ি হাত তাই বুঝতে পারছিনা।আপনি একটু পড়বেন?
২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
মনিরা সুলতানা বলেছেন: জ্বি জ্বি অবশ্যই!!
আনন্দ নিয়ে পড়ব।
ধন্যবাদ আমন্ত্রণে ।
৩৯| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতার মান দিনে দিনে উন্নত হচ্ছে।
শিরোনাম, ছবি ও কবিতা, তিনটেই অনুপম, অনবদ্য হয়েছে। তাই ১৭তম + + রেখে গেলাম।
পুরো কবিতায় প্রথম স্তবকটা প্রথম হওয়ার মতই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আরো সঠিকভাবে বলতে গেলে, কবিতার প্রথম দুটো চরণই কবিতার আয়না- এ দুটো পড়েই কবিতার সবকিছু দেখা যায়, সব ভাব বোঝা যায়।
কবিতায় আদর, মায়া, প্রেমানুভূতি ও প্রেমবাসনা- এইসব ভাললাগার বিষয়গুলো সবই আছে। তাই বলতে পারি, আপনার এই সুন্দর কবিতাটি আরও বহুদিন ধরে বহুবার পঠিত হবে, আরো অনেক বেশী পাঠক কর্তৃক সমাদৃত হবে।
শুভকামনা---
২৭ শে জুন, ২০১৮ রাত ১০:৩০
মনিরা সুলতানা বলেছেন: দারুণভাবে মন ছোঁয়া শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ আহসান ভাই!
সবসময়ের মত আমার লেখায় আপনার দরদী মুল্যায়ন ও ভালোলাগার প্রকাশ আমাকে আনন্দিত করলো!!!
আপনি অনেকটাই ঠিক বলেছেন প্রথম দু'চরণেই কবিতার মূলভাব;কিন্তু সেই আরও আরও বারবার শুনতে চাওয়া,এক'ই ভালোবাসার পরিমান।কিভাবে ,কতটুকু,কার চাইতে বেশি! সবচাইতে বেশি কিনা!! সেই চিরায়ত সবকিছুর আলাপন।
কৃতজ্ঞতা লেখায় অতখানি উৎসাহ হয়ে থাকবার জন্য।
৪০| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর খুব পরিমার্জিত কবিতা। মনের সুপ্ত কথাবলি কবিতায় ফুটে উঠেছে।
খুব ভালো লাগলো +
শেষের স্তবকটা একটু বেশি ভালো লেগেছে।
২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো!
খুব সুন্দর খুব পরিমার্জিত কবিতা ভালোলাগলো তোমার কমপ্লিমেন্ট!!!!
হুম সে ভালোলাগার কারন ও আছে সব প্রেমিক'ই তার নামের মেহেদী তে প্রেমিকা'রা সাজুক চায়।তুমি ই বা ব্যতিক্রম হবা কেন!!
বিশেষ করে যখন প্রিয়'র দুঃখ আর বিষণ্ণতা গুলো ও নিজের করে চাইছে,সেই রঙে নিজেকে সাজাতে চাইছে।
অনেক অনেক শুভ কামনা।
৪১| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:০৮
মলাসইলমুইনা বলেছেন: আপনার কবিতা পড়তে যে কি ঝামেলা লাগে ! প্রতিবার আপনার একটা করে ফেভারিট কবিতা আছে আমার জেনেই নতুন কবিতা পড়তে বসি আর প্রত্যেকবারই সেটা ভেঙে যায় নতুন কবিতা পড়ার পরেই I পুরোনো কবিতা ভুলিয়ে নতুন কবিতাটাই সবচেয়ে ফেভারিট হয়ে যায় Iপুরো মন জলরঙের আল্পনায় রঙিন সুন্দর মানে ভালো হয়ে গেলো আপনার এই কবিতাটা পড়ে I এতো সুন্দর হয়েছে প্রত্যেকটা লাইন I আর শব্দগুলো এত্ত এপ্রোপ্রিয়েট লাগছে যে কি বলবো আর ! এটাতো কবিতা হয়নি ! শব্দের মণি মুক্ত ভরা কবিতার একটা স্বর্ণ মন্দির হয়ে গেছে ! অনেকদিন পড়ে এসে আপনার কবিতাটা খুঁজে বের করে পড়লাম আর তাতেই ব্লগের নোংরা কাদাগুলোর মন থেকে ঝরে, পড়ে, ধুয়ে, মুছে মন আবার ভালো ! তাইতো আমাদের প্রিয় মনিরা সুলতানার ব্লগে কবিতা পড়তে আসা আবার -বার বার I একটা বিরাট ধন্যবাদ কিন্তু নিতেই হবে মন ভালো করা জাদুকরী কবিতার জন্য I ভালো থাকবেন I
২৮ শে জুন, ২০১৮ রাত ১১:০৪
মনিরা সুলতানা বলেছেন: আহা!! আমি আনন্দিত ,মুগ্ধ! আবেশিত! মলা ভাইয়া!!!
এতদিন পর ফিরে এসেই মুগ্ধতা'র সুবাস ছড়ালেন !!!!
আমি জানি আপনার কাছে জাদুকরী সব শব্দের ভান্ডার আছে,আমাদের লেখার প্রশংসা করার জন্য।আপনি ব্লগে ফিরে এসেছেন এর চাইতে বড় সেলিব্রেশন আর কি হতে পারে!!!
ইয়ে এ এ এ এ এ !!!! আপনার নদীত আত্মীয় কে ডেকে আনছি , খুঁজে এনে সেলিব্রেশন হবে। ঈদের পর এখন ও সবাই ঠিকমত ব্লগে ফিরে আসে নাই।
আর নোংরা কাদা তো সব খানেই ছড়ানো ছিটানো বাস্তবে ও থাকে ,ওসবে মন দিতে নেই।ব্লগের সবার চমৎকার সব লেখা পড়ার ই সময় হয় না,কেমন করে বাকি সব দেখি!
আপনি এতদিন পর ফিরেছেন বলেই অতিযত্নে আপনার ধন্যবাদ তুলে নিলাম।অনেক অনেক অনেক ভালোথাকার শুভ কামনা ভাইয়া।
৪২| ৩০ শে জুন, ২০১৮ রাত ৩:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনবদ্য কবিতা হয়েছে আপু।
৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মামা!
আপনার প্রশংসা মন ছুঁয়ে গেলো।
৪৩| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৬
উম্মে সায়মা বলেছেন: খুব... খুব সুন্দর মনি আপু।
ভালোবাসা.......
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৮
মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা উম্মে সায়মা!
অনেকদিন পর তুমি ব্লগে,আশা করছি খুব শিগগির ই তোমার লেখা পাবো।
ভালো থেকো।
৪৪| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:৩৬
জাহিদ অনিক বলেছেন:
একবিংশতম প্লাস দিয়ে কবিতাটিকে ভালো লাগা জানালাম।
দারুণ কবিতা সবসময়ের মতই।
চমৎকার
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:৫২
মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা তুমি আজকাল প্লাস ও গুনাগুনতি শুরু করেছ !!!!!
বেশ বেশ!!
ধন্যবাদ তোমার দরদী মন্তব্যে।
৪৫| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৮:৩৫
শিখা রহমান বলেছেন: নীরা তুমি কবিতাকে ধারন করো নাকি কবিতা ধারন করে তোমাকে!! কিভাবে এমন লেখো বলতো। তোমার সব কবিতা আর কবিকে একদিন ঠিক ঠিক চুরি করে ফেলবো দেখো।
এত্তো ভালোবাসা আর মুগ্ধতা রইলো। ভালো থেকো প্রিয় কবি আর বন্ধু।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৫৮
মনিরা সুলতানা বলেছেন: আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥
তোমার জন্য কেবল ই ভালোবাসা!
৪৬| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪
সাহসী সন্তান বলেছেন: প্রথম কথা হইল ধরে নেন সোহানী আপুর মন্তব্যটা এইখানে কপিপেস্ট করলাম। আর দ্বিতীয় কথা হইল, আমরা বাচ্চা মানুষ আপু। দয়া করে এমন কবিতা রচনা কইরা এইভাবে ইমোশনাল কইরা দেবেন না...
শেষটায় দেখা যাবে ফেলুদার জটায়ুর মত 'হৃদয়ে হৃদকম্পন' নিয়া কবিতার ভারে বেবাগী হইয়া বইসা রইলাম! বলেন সেইটা কি খুব বেশি ভাল দেখাইবে?
সত্যিই একটি অনবদ্য কবিতা রচনা কইরা ফেলাইছেন! খুব সুন্দর হইছে! শুভ কামনা জানবেন আপু!
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:২৭
মনিরা সুলতানা বলেছেন: হুম ধরে নিলাম,তুমি ও ধরে নাও সেইম উত্তর তোমারে দিছি।একদম লাইন বাই লাইন
আর শোন!!!
এমন কবিতা রচনা করি বইল্লাই তো আশায় আশায় থাকবা, যে একদিন তুমিও !! মানে তোমার জন্য'ও কেউ একদিন এমন লিখবে।
তবে খবরদার জাটায়ুর মত নিজে চেস্টা করতে যেয়ো না
অনেক অনেক ধন্যবাদ সাহসী!
৪৭| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় কবি
নিশ্চয় ভাল আছেন।
অনেক দিন নেটে আসতে পারছিনা। অফিসে কাজের ফাঁকে ছবি একটা একেছি। কিন্তু আমার মন মতো হয়নি।
এই ছবিটা অনেক সুন্দর তাই এই কবিতায় এই ছবিটাই রেখে দিন।
নতুন ছবিটা নতুন লেখায় ব্যবহার করবেন যদি ভাল লাগে।
বিদ্র: ছবিটি আমার কলিগের ফেসবুকেও আসতে পারে।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:৩৫
মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি ভাইয়া! আশা করছি আপনি ও ব্যস্ততা নিয়েই ভালো আছেন!
বাহ!! চমৎকার এঁকেছেন !!! আমার বেশ ভালো লেগেছে ;অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সহ।
আপনার কলিগের ফেসবুকে শেয়ারে, আশা করছি সবার প্রশংসা কুড়িয়েছেন!
আচ্ছা ভাইয়া পরবর্তী কোন কবিতায় বা লেখার সাথে মিল আছে এমন কিছুতে অবশ্যই আপনার আঁকা এই চমৎকার ছবি'টা যোগ করে দিব।আবার ও অনেক ধন্যবাদ ব্যস্ততায় মাঝে ও মনে রেখেছেন ছবি আঁকার কথা সেজন্য।
শুভ কামনা অনিঃশেষ।
৪৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২
সিগন্যাস বলেছেন: আপনিতো আমার ব্লগে আসা ছেড়েই দিয়েছেন
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৪৪
মনিরা সুলতানা বলেছেন: হুম অনলাইনে আপনার ব্লগে যাওয়া মনে হয় ছেড়ে দিছি
৪৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৪২
নীলাদ্রী হীমান বলেছেন: ভেতরে কি নিদারুণ ক্ষোভ, তবুও কি সাবলীল বিক্ষোভ। দারুণ লিখেছেন বৈ কি।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৫৫
মনিরা সুলতানা বলেছেন: দারুন হয়েছে বলছেন!!! ধন্যবাদ।
বিক্ষোভ তো সাবলীল ই হবার কথা,ভেতর থেকে আসে জে,আরোপিত নয় যে মোটেও।
৫০| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:০০
নীলাদ্রী হীমান বলেছেন: সাবলীলভাবে কি যায় সব বিক্ষোভ প্রকাশ? এই যে আমাকেই ধরুন যে ক্ষোভ তাতেও প্রকাশ করতে কত দ্বিধা, কি সংকোচ।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:২৪
মনিরা সুলতানা বলেছেন: মনে দ্বিধা থাকলে কি আর লেখক হওয়া যাবে!!!
মনের সবকিছু'ই পাতায় নিয়ে আসুন,সংকোচ নয় কোন।
লিখুন আমরা পরব। অগ্রিম শুভ কামনা কবি
৫১| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
মিথী_মারজান বলেছেন: আপু! আপু!! আপু!!!
কি যে বিপদে ফেলতে পারেন আপনি আর শিখা আপু!!!
এত সুন্দর লেখায় ভালো লেগেছে/ সুন্দর এগুলো বলেই দায়সারা অনুভূতি প্রকাশ করা যায়না।
আবার কত বেশি যে ভালো লাগলো সেটা প্রকাশ করার মত উপযুক্ত শব্দ পেতেও আমার সীমিত শব্দ ভান্ডার হিমশিম খায়।
কবিতাগুলো আর প্রিয় কবির জন্য অনেক অনেক ভালোবাসা জমছে দিনকে দিন।
অদ্ভুত মায়ার এক কবিতা।
কোট করার মত অনেক লাইন মনে গেঁথে রাখলাম।
যেগুলো গানের মত একান্তে গুণগুণ করবে আমার মনে।
ওহ! ভালো কথা!
৪১ নং মন্তব্যে এ কাকে দেখলাম আমি!!!
হোয়াট এ্যা প্লেজেন্ট সারপ্রাইজ!!!
এত সুন্দর কবিতার সাথে আরেকটি বোনাস ভালোলাগা।
আশাকরি ভালো আছেন প্রিয় নদীতো আত্মীয়।
আমি জানি, আপনি আমাদের ছেড়ে কিছুতেই থাকতে পারবেন না।
ফিরতে আপনাকে হবেই।
দূর থেকে বসে বসে আমাদের মিস্ করাটা ভালোই উপভোগ করছেন, না!!!
তবে না বলে কয়ে হুট করে চলে যাবার জন্য একটা পেন্ডিং ঝগড়া আছে আপনার সাথে আমার।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২১
মনিরা সুলতানা বলেছেন: একদম ঠিক বলেছ, শিখা’র লেখা পড়ে কি বলবো বুঝে পাই না;তাই অফলাইনে পড়ি
কবিতা’টা খুব’ই ব্যক্তিগত হয়ে গেছে তাই হয়ত মায়া, অভিমান চলে এসছে।
অনেক ভালোবাসা অতটা মায়ার জন্য!!
বলেছিলাম সেলিব্রেশন হবে তুমি ফিরলে, এরপর আমি’ই উধাও, এখন আবার মলা ভাইয়া নেই।
যাই হোক নিজ নিজ সময়ে পার্টি করে নিবো
৫২| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১
বৃষ্টি বিন্দু বলেছেন: কবিকে আর কি মন্তব্য করবো?
ভাষা খুঁজে পাচ্ছিনা।
ভালো লাগলো অনেক...
+++++
০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগার প্রকাশ কম শব্দের সমান আবেদন রাখে!!
অনেক অনেক ধন্যবাদ বৃষ্টিবিন্দু!!
সবসময় ভালোথাকার শুভকামনা
৫৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৯
শামচুল হক বলেছেন: নতুন লেখা দেন না কেন?
১২ ই জুলাই, ২০১৮ রাত ১:০২
মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া আমি তো অনেক কম লিখি -
পড়ি বেশি;আমি পড়ুয়া ।
আজকাল একটু ব্যস্ত আছি ব্লগে ও সময় কম দিচ্ছি।
ধন্যবাদ ভাইয়া খবর নেয়ার জন্য; চেস্টা করব লিখতে।
৫৪| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ সুন্দর শব্দ ও কথা মালায় রচিত কবিতাটি পাঠে একটি কথাই মনে বাজে, দুকুল ছাপিয়ে কবিতা যেন এখন বর্ষনে বর্ষনে করে সঞ্জীবিত বন ও মন , কবিতায় সিক্ত করে শুস্ক হৃদয় , মরুভুমি হয় স্নিগ্ধ শান্ত জলাশয়, ঘন মেঘে ঢেকে যায় আমাদের এই আকাশ, পোড়ামাটি ফিরে পায় পত্রপুষ্পঘাস । হৃদয়ে প্রশান্তির জন্য যেখানে চাই মাত্র ছোট্ট একটি নদী, কবিতাটির বানী সেখানে এনে দেয় অসীম সমুদ্র । এত সুন্দর কবিতা পাঠে কার না লাগে ভাল, যত করি পাঠ ততই যেন তৃষ্ণা বাড়ে, তাইতো যাবার বেলায় প্রিয়তে নিয়ে যাওয়া হল একে ।
অফুরন্ত শুভেচ্ছা রইল ।
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ব্লগে নিয়মিত হতে দেখে,অনেক ভালোলাগছে ভাইয়া!
পরিচিত অনেক মুখ ই নেই,ফিরে আসায় ধন্যবাদ; আশা করছি ভালো আছেন!
আমার কবিতায় আপনার চমৎকার সদয় এবং প্রাজ্ঞ মন্তব্য সব সময়ের মত আমার লেখায় অনন্যতা এনেছে।
প্রিয়'তে নেয়ার জন্য ধন্যবাদ।
৫৫| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত
চমৎকার, ভাল লাগা রইল আপু।
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১
মনিরা সুলতানা বলেছেন: একলাইনে মন ভালো করে দিলেন !!
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা।
৫৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ২:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার কাছে যাব এ তৃষ্ণা- আকাক্ষ্মায়
খুঁজে নেব, শিখে নেব, আছে গভীর প্রত্যয়
যদিও তন্ময় কাল এখন আমার
তোমাকে দেখার.........................................................................................................অতীব চমৎকার..................
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৪
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
সব সময়ের জন্য শুভ কামনা
৫৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর লিখেছেন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত Mehedi Hasan Hasib
বেশ আগের লেখা'টি খুঁজে পড়েছেন এবং ভালোলাগা জানিয়েছেন ; কৃতজ্ঞতা রইলো।
আমার লেখার সাথে আপনার ভ্রমন আনন্দময় হোক।
৫৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: দিদি ভাই শুভ কামনা রইলো।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা আপনার জন্য ও ।
৫৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আরে বললা দিদি ডাকতে। এখন আপনি আপনি কর কেন দিদি। দিদি কি ভাইকে আপনি আপনি করে???
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৬
মনিরা সুলতানা বলেছেন: হুম হুম !
ভাইদের আপনি ,তুই ও বলা যায়।
শুভ কামনা
৬০| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কোন সমস্যা নাই।। ডাকতে পারো।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১১
মনিরা সুলতানা বলেছেন:
৬১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:১০
ল বলেছেন: নান্দনিক ভাবে কবির নিজস্ব ধারায় কবিতায় প্রাণের রূপ ----
কবিতায় ধরা দিচ্ছে নতুন নান্দনিকতায়, নতুন রূপে। সন্ধান দিচ্ছে আমাদের শিকড়ের, সম্পৃক্ততা প্রকাশ করছে নাড়ির সম্পর্কের---তোমার কাছে যাব এ তৃষ্ণা- আকাক্ষ্মায়
কবিতায় আদর, মায়া, প্রেমানুভূতি ও প্রেমবাসনা
বাঙালির নিজস্ব ধারা এই আলপনা হয়ে সাজাতে আমায় --------
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:২১
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ছন্দবন্ধতায় মুগ্ধতা রাখলাম !
আমার লেখালিখি আমার জন্য অনেকখানি যত্নে লালন করা সময়; একেবারেই নিজের কিছু সাধারণ কথা র প্রকাশ। সেসব লেখায় যখন আপনাদের মত গুণীজনদের অতখানি আন্তরিকতায় লেখা মন্তব্য পাই !!! নিজের লেখক সত্ত্বাকে নিয়ে গর্বিত হই ।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমার এই শখের সাথে থাকবার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: এক কথায় অনবদ্য।