নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি\'র ঘানি

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭



মেহুল সুবাস রেশমি চুড়ি কুলফি মালাই
অনুরাগ আর ধ্যাত্তেরি ছাই-
দুই দ্বিগুণে দুই শালিকে কুড়ি ছুঁই ছুঁই
সাথে পদ্ম চাঁপা জুঁই।


রুঢ় বাতাস হতাশ সকাল
স্বপ্ন আঁকা দ্বিপ্রহরে স্নিগ্ধ আঁচল শাড়ির মায়ায়
সান্ধ্য বেহাগ বৃষ্টি ঝরায়
সব পেয়েছি তান সে বাঁজায়।


শ্রান্ত ঘুঘু স্বর্ণচাঁপায় উপন্যাসের মাঝের পাতায়
বইয়ের তাকের আবছা ধুলোয়।
গ্রন্থাগারে পড়তে বসে বিকেল ডুবে সন্ধ্যা আসে
পরিসংখ্যানে টেনে টুনে মনের খাতায় ডিস্টিংশনে।



দোলাচলে'র দিনগিয়েছে
আদ্র চোখে হাজার ফুলে;
আঁটকে থাকা বুকের বাতাস
নকশি কাঁথা মনের সে ভাঁজ;
তিন প্রহরে ব্যাকুল নত
শর্ত ছাড়াই সারাই ক্ষত।



দল বেঁধে সেই তুমুলিয়া
খুনসুটি আর আকুল চাওয়া;
হয়ত সবাই হাল ছেড়েছে
অযাচিত ভুল বকেছে;
ধান শালিকের কি আসে যায়
অজস্র সেই বৃষ্টি শিলায় !



ঠিক আকাশে পূর্ণ চান
শারদ সকাল শিউলি ঘ্রাণ;
হুট করে সব যাদুর ছোঁয়ায়
শখের সুখের দিন এসে যায়।
দুই দশকে ভাবতে বসে;
চোখের কো'নে স্বপ্ন আসে -



ঝাপসা চোখে আয়েস করে;
চশমা ফেলা ,দাওয়াই ভোলা
খুক খুক কাশ, জমিয়ে বকা।
তপসে মাছের লঙ্কা ঝোল
পুঁই ডাটাতে , ইলিশ শোলে
মন রেখেছি মন বেঁধেছি।



শেষ শরত ও এমন ই থাক
শালিক শালিক দুই'টা শালিক
এই প্রবাদে প্রেম হয়ে যাক -
হাতের মাঝে চাওয়া সে হাত
ছানা পোনা শালিক ঝাঁক।




ছবিঃ আমার নিজের :)

মন্তব্য ১১২ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


শ্রুতি মধুর, কিছুটা আত্মকথা; তবে, টেনেটুনে বেশী লম্বা করা হয়েছে কবিতাকে

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মনিরা সুলতানা বলেছেন: ভেলী চুইট গাজী ভাই !!!!
আপনার কাছে শ্রুতি মধুর !!!!! ওয়াও !
তার মানে অন্য মাত্রায় :)

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাকু হাসান বলেছেন:


খুব করে চাইছিলাম প্রথম কমেনটকারী হবো :( কিন্তু চাঁদগাজীসাব করে ফেলেছেন |-) লাইকার অবশ্যই না পড়েই হয়ে গিয়েছি । :)
মেহুল শব্দটি আমার জন্য নতুন ।
রুঢ় বাতাস হতাশ সকাল ---কি চমৎকার 8-|
আঁটকে থাকা বুকের বাতাস
নঁকশি কাঁথা মনের সে ভাঁজ----এ দুটি লাইন মন ছুঁয়ে গেছে !:#P

দুই দশকে ভাবতে বসে
চোখের কোনায় স্বপ্ন আসে ---------লাইনটি দিয়ে কল্পনা করা যায় অনেক কিছু । কাব্য অনুভূতি হয় :-B

পুঁই ডাটাতে ,ইলিশ শোলে
মন রেখেছি মন বেঁধেছি ----কবির এখানে এতটুকেই মনকে বেঁধে ফেলেছেন 8-| । এক সাধারণ সাদামাটা জীবনের কথা শুনতে পাই । এই লাইনটি কম করে হলেও ১০ বার পড়লাম :)
পুরো কবিতাটি পাঁচবার পড়লাম । :-B
এত সুন্দর কবিতা । আহ কবিতা যেন শান্তি দিল আমায় !:#P
মনিরা আপু আপনার কবিতার জন্য আমি কিন্তু অপেক্ষা করি । যখন ব্লগে থাকেন তখনি মনে হয় মে বি নতুন কোনো কবিতা পাব,যদি বেশ কিছু দিন ধরে না দেওয়া হয় ।

অ............নেক সুন্দর । সেই সাথে সহজ সরল সরল জীবনের কবিতা লাগছে । :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব !!!
আপনার চমৎকার বিশ্লেষণে , আন্তরিকতায় মুগ্ধতা রাকু হাসান! কী দারুণ নিপুণতায় লেখার ভালোলাগা পদ্যটুকু তুলে ধরলেন !!!

মেহুল শব্দটা একটু আলদা, আমার মনে মহুল মহুয়া ছিল ; পরে খুঁজে দেখলাম মেহুল মানে মেঘ মহুয়ার চেয়ে মেঘের সুবাসে আমার আকর্ষণ বেশি। তাই মেহুল ই আসলো কবিতায়। সেই হিসেবে কিন্তু মেহুল শব্দ টা আমার কাছে ও নতুন।


এত মায়া নিয়ে বললেন !!
মনিরা আপু আপনার কবিতার জন্য আমি কিন্তু অপেক্ষা করি । যখন ব্লগে থাকেন তখনি মনে হয় মে বি নতুন কোনো কবিতা পাব,যদি বেশ কিছু দিন ধরে না দেওয়া হয় ।
মন ছুঁয়ে গেলো আপনার কথা !!

সত্যি বলতে কি , আমি হচ্ছি শখের লিখিয়ে - খুব কম লিখি ; তবে যতটুকুই লিখি এই ব্লগেই থাকে সব ।


কৃতজ্ঞতা সহ ধন্যবাদ আপনাকে আমার লেখার আবেশিত পাঠক হবার জন্য।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

শামচুল হক বলেছেন: অনেক সুন্দর কথামালা। ধন্যবাদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শামচুল হক !!
কথামালায় ভালোলাগা প্রকাশের জন্য।

শুভ কামনা।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

ওমেরা বলেছেন: কবিতায় ছন্দ আছে পড়তে বেশ ভাল লেগেছে আপুনি ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

মনিরা সুলতানা বলেছেন: হ্যালো আপু !!
আশা করছি ভালো আছো !
ছন্দে তোমার মন ছুঁয়েছি !! আমি আনন্দিত :)

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: ঢেই খেলা কথামালা। পড়ে আন্দোলিত হয়েছি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মনিরা সুলতানা বলেছেন: কথার ঢেউ এ আন্দোলিত হওয়া কিন্তু মোটেও সহজ নয় মেহেদী !
আপনার জন্য শুভ কামনা।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! স্মৃতিময় হয়ে রবে জীবনভর।

"" ঝাপসা চোখে আয়েস করে
চশমা ফেলা দাওয়াই ভোলা.....

শেষ শরত ও এমনই থাক
শালিক শালিক দুইটা শালিক
এই প্রবাদে প্রেম হয়ে যাক। ""

কবিতায় মুগ্ধতা আপু।

শুভকামনা নিরন্তর ।


২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

মনিরা সুলতানা বলেছেন: চৌধুরি ভাই !!!
আপনার কাব্যিক মন্তব্য ও আমার ভালোলেগেছে !!!
মুগ্ধতা রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

আপনার জন্য ও শুভ কামনা।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: কিছু স্মৃতির ঘানি টানতে ক্লান্তি লাগেনা ।

কবিতায় স্মৃতিচারণ ভালো লেগেছে মনিরা আপু ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম খুব ঠিক বলেছেন কথার ফুলঝুরি!
কিছু স্মৃতি তে আবেশ থাকে ,ভালোলাগার ,ভালোবাসার ,আনন্দের। তাই সেই স্মৃতির ঘানি টানা ও স্বপ্ন সৌরভে থাকে।

ভালোলাগার প্রকাশে কৃতজ্ঞ ।
শুভ কামনা আপনার জন্য।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: কাব্যেকথায় মিষ্টিমধুর স্মৃতি। ভালো লেগেছে আমার।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! সাধু !!
অনেকদিন পর পেলাম আপনাকে , আশা করছি ভালো আছেন !
ধন্যবাদ আপনাকে কাব্য পাঠের জন্য !
শুভেচ্ছা নিন ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

করুণাধারা বলেছেন: কি সুন্দর কথামালা! কি স্নিগ্ধ ছবি, একের পর এক এঁকে যাচ্ছে.....

দু' তিন বার পড়লাম, খুব ভালো লাগলো মনিরা।

দোলাচলে'র দিনগিয়েছে-
আদ্র চোখে হাজার ফুলে
আঁটকে থাকা বুকের বাতাস
নকশি কাঁথা মনের সে ভাঁজ।
++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মনিরা সুলতানা বলেছেন: আপু !!!
আপনার মন্তব্য মানে অনেক কিছু , আপনি আসলেই করুণাধারা।

হুম কিছু সময়ের ছবি ই আঁকতে চেয়েছি আপু; কবিতা টা আমার ১৯তম বিয়ে বার্ষিকীতে লেখা। আপনাদের ভালোবাসা এবং ভালোলাগার প্রাপ্তি তাই বিশেষ কিছু।

লেখায় আপনার ভালোবাসার প্রকাশে মুগ্ধতা নিন।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

রাকু হাসান বলেছেন: এত সুন্দর মেহুল শব্দটির সর্ম্পকে বলার জন্য অশেষ কৃতজ্ঞতা । কবিতা মন ছুঁয়ে গেল ,তারপর মন্তব্য ---প্রতি উত্তরও :)
চমৎকার :) । আবেশিত পাঠক হয়ে থাকার প্রত্যয় থাকবে ইনশাআাল্লাহ্ । :-B !:#P
শখের কবিতাগুলো বন্ধী হোক বইয়ের পাতায় বা আলোচনায় সেই কামনা । অনেক বেশি শুভকামনা আপু :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

মনিরা সুলতানা বলেছেন: আপনার দারুণ শুভকামনার বর্ষণে সজীব হোক সুন্দর সময় !!
ধন্যবাদ :)

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বিষয় নিয়ে দারুন ভাবনা

তবে বেখেয়ালে কিনা মাত্রাটা এলোমেলো হয়ে যাওয়া মাঝে মাঝে লয় কেটে যাচ্ছিল।
প্রথ দু প‌্যারায় ৬-৪/৬-৪ ৪-৮/৪-৪ দারুন ছন্দময়।
পরে রিদম ভেঙেছেন কি ইচ্ছে করেই?
একটু সাজিয়ে দিলে আমার মনে হয় অনন্য এক সৃষ্টি হয়ে বেঁচে থাকবে।

দারুন লাগলো রাকু হাসানের মতোই :)

+++

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার কাছে লয় কেটে যাচ্ছিলো !! আর আমার কাছে সব সময় মনে হয় অত গুণাগুণতিতে একঘেয়েমি চলে আসে।
ইচ্ছে করে না হলে ও বলতে চেয়েছি যেভাবে সেভাবে পাতায় এনেছি ।
তবে আপনার বলা অনন্য সৃষ্টি হবার মোহ ও কিন্তু কম নয় !!!!
আমি আর একবার বসব, আপনার ৬-৪/৬-৪ ৪-৮/৪৪ ছন্দে ফিরে আসার চেষ্টায়।

হাহাহাহা আপনার দারুণ লাগা কিন্তু আপনার মতোই হয়েছে :)

অনেক অনেক ধন্যবাদ সব সময়ে লেখার সাথে থাকার জন্য।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী শ্রুতিমধুর বলেছেন।
গানের ক্ষেত্রে শ্রুতিমধুর বলা যায়। কিন্তু কবিতা পড়ে কিভাবে শ্রুতিমধুর হয়? যদি আবৃত্তি হতো তখনও শ্রুতিমধুর বলা যেতে পারে।
আমি কি বেশি পাকনামি করছি? অবশ্য আমারও ভুল হতে পারে।

টেনে খুব বেশি লম্বা করেছেন। তবে সব কিছু মিলিয়ে সুন্দর হয়েছে। ভাষা সহজ সরল। আবেগ আছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

মনিরা সুলতানা বলেছেন: হয়ত উনি নিজেই কবিতা পরার সময় শব্দ উচ্চারণ করে করে পড়ছেন, উনার ভালো লেগেছে তাই বলেছেন শ্রুতি মধুর। আবার কী বোর্ড বিড়ম্বনা ও হতে পারে । যাই হোক সেটা চাঁদগাজী ভাই ই বলতে পারবেন।

টেনে লম্বা করা ছাড়া তো উপায় ছিল না, সময় টা যে লম্বা বেশ। আর টানলে লম্বা করা যদি যায়, এবং সব মিলিয়ে আপনাদের মত পাঠকদের কাছে ভালো , সরল ,আবেগময় মনে হয় ; তাহলে সেটাই সই ।


ধন্যবাদ আপনাকে।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮

জাহিদ অনিক বলেছেন: বাহ ! চাঁদগাজী যেমন বললেন, শ্রুতিমধুর।
আসলে শ্রুতিমধুর তো সম্ভব নয়, কেনান আপনি আবৃত্তি যোগ করেননি। তাই বলতে বাধ্য পাঠ-মধুর।

জীবনান্দ তার কবিতায় বলেছেন, আবার কুড়ি বছর পরে--------
আর আপনি যেন সেই কুড়ি বছরের পরেই, একটা দিগন্তকে পেছনে ফেলে এসে জয়ের পতাকা উঁচিয়ে, কুড়ি বছরের স্মৃতিচারণ করলেন। মুগ্ধকর।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০

মনিরা সুলতানা বলেছেন: চাঁদগাজী ভাই তো সব সময় অম্লমধুর !!!
তাই শ্রুতি বা পাঠ যেমন মধুর ই হোক আমি আনন্দিত !

ধন্যবাদ জাহিদ মুগ্ধতার রেশ মন্তব্যে রেখে যাবার জন্য।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খণ্ড খন্ড স্মৃতির কাব্যিক উপস্থাপন। ভাল লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই !
শুভ কামনা আপনার জন্য।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

নীল আকাশ বলেছেন: আমি আপনার কবিতা আজ প্রথম পড়লাম । আপনার ছন্দের কারুকাজ দেখে তো আমি রীতিমতো মুগ্ধ! চমৎকার কবিতা।
জোড়া শালিক দেখলে কি হয় জানেন তো?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম জানি তো জোড়া শালিকে প্রেম হয় !!!

শালিক শালিক দুই'টা শালিক
এই প্রবাদে প্রেম হয়ে যাক


আমি ও আপনার মত দারুণ এক পাঠক পেয়ে অভিভূত!!! লেকার সাথেই আছেন আশা করি।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আসলে আমি ভাবতে পারছিনা, কেও এতো সুন্দর করে কবিতা পাঠকদের কাছে উপস্থাপনা করতে পারে কি?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০

মনিরা সুলতানা বলেছেন: হুম সত্যি ই পারে না কেউ এত সুন্দর করে পাঠকদের কাছে উপস্থাপন করতে ;
এ কৃতিত্ব পুরোটাই পাঠকের !!! পাঠক যখন সুন্দর করে ,মায়া নিয়ে ভালোবাসায় একটা লেখা পড়ে তখন ই সেটা অত সুন্দর ভাবে তাদের চোখে ধরা দেয় !!!!

ভালোবাসা ফারিয়া প্রভা !!! আমার লেখায় মুগ্ধতা রেখে যাবার জন্য।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



লেখার উপর ফুলের ছবি
একটা,দুইটা ,তিনটা ফুল ?
যদি না হয় গোনায় ভুল
তাইলে সে ফুল ভুলছে কবি !

সেইদিনেরই স্মৃতির ঘানি
শুধু শুধু কেন যে টানি !
শাপলা লতায় কদম ফুল
বাতাসে ওড়ে কানের দুল !

এক শালিখে হয়না জোড়া
দুঃখে তার জীবন ভরা ,
আর একটা যদি পায়
প্রেমের নৌকা বায় !

( চেষ্টা করেছি আপনার মতো লিখতে :| )


২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ভাইয়া !!!
বাজিমাত করেছেন !! দারুণ দারুণ।

কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইয়া সব সময় আমার লেখার সাথে থাকার জন্য।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

আখেনাটেন বলেছেন:


দুই দশকে ভাবতে বসে
চোখের কোনায়, স্বপ্ন আসে -
--- শরৎ; শালিক; ইত্যাদি ইত্যাদি শুনলে তো আমারও চোখের কোণায় স্বপ্ন চলে আসে। ফিরে ফিরে যাই ডিঙি ভাসাতে সবুজ ধানক্ষেতের সমুদ্রে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

মনিরা সুলতানা বলেছেন: আসলেই ঘাস ফড়িং ,ছোট্ট নদী ,শিশির এমন কিছু শব্দ আছে যা আমাদের কে আমাদের ছেলে বেলায় নিয়ে যায় ।
সবুজ ধানক্ষেতের সমুদ্রের উজানে স্মৃতির ডিঙি ভাসায়।

ধন্যবাদ আখেনাটেন, শুভ কামনা।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০

সূর্যালোক । বলেছেন: কবির ভাবনার সুন্দর বহিঃপ্রকাশ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত সূর্যালোক।
মন্তব্যে অনেক ধন্যবাদ, শুভ কামনা আপনার জন্য।

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪২

সুমন কর বলেছেন: সুন্দর ছন্দময় মিষ্টি কবিতা। অনেক কিছুই তুলে ধরেছেন। ভালো লাগা রইলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

মনিরা সুলতানা বলেছেন: বেশ অনেকখানি সময় কে বাঁধতে হলো, তাই অনেক কিছুই চলে এসছে ।
প্রশংসায় ভালোলাগা।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



আপা,
শুভেচ্ছা রইল। দারুন আবেগী একটি অনুভবের কবিতা। মুগ্ধ করলো আমার এ চিত্ত। +++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার মুগ্ধতায় ভালোলাগা রাখলাম :)

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১০

শিখা রহমান বলেছেন: দুই দশকের স্মৃতির ঘানি,
খুঁড়লে শুধুই ভালবাসার খনি।
ঝোলে ঝালে অম্বলে,
ফুলতোলা বালিশে আর কম্বলে,
থাকুক ভালোবাসা বাঁধা
অনন্তকাল তোমার শাড়ীর ওই আঁচলে!!

আমিও জী এস ভাইয়ের মতো চেষ্টা করলাম। :( নিজগুণে ক্ষমা করে দিও।

শুভেচ্ছা নীরা। ভালো থেকো আর ভালোবেসো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

মনিরা সুলতানা বলেছেন: ছেলেটি খোঁড়ে নি মাটিতে মধুর জল! মেয়েটি কখনো পরে নাই নাকছাবি।
তোমার জন্য প্রিয় কবির দুলাইন।

এত সুন্দর ছন্দবন্ধতায় মুগ্ধতা শিখা :)

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন স্মৃতির দিন পড়লে মনে
মন কি আর আমার মাঝে থাকে
মন ছুটে যায় অন্যখানেে
একদা প্রেম ছিল, হৃদয় ছিল যেখানে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মনিরা সুলতানা বলেছেন: আরেয় !! দারুণ দারুণ।
চমৎকার কাব্য কথায় মন্তব্য করলেন , অনেক ভালোলাগা।

শুভ কামনা।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: হুম হুম জানি তো জোড়া শালিকে প্রেম হয় !!!
শালিক শালিক দুই'টা শালিক
এই প্রবাদে প্রেম হয়ে যাক
আমি ও আপনার মত দারুণ এক পাঠক পেয়ে অভিভূত!!! লেখার সাথেই আছেন আশা করি।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।


"জোড়া শালিক ডাকলে নাকি যাত্রা শুভ হয়" এই নামে খুব সুন্দর একটা বাংলা গান আছে। সম্ভবত ফেরদৌস আরা গেয়েছিলেন। শুনেছেন কি?
লেখার সাথেই আছি তবে কি লিখি সেটা জানিনা!
আমার ব্লগে পড়ার আমন্ত্রন রইল।
আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা ! ফেরদৌস আরার গান 'টা শুনি নাই ; তবে শাকিলা জাফরের একটা গান আছে শুনেছি শালিক নিয়ে।
আপনার লেখা পড়ে এসছি , বেশ লেখার হাত আপনার।

শুভ কামনা অনিঃশেষ।

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

এ.এস বাশার বলেছেন: মনিরা আপু আপনার কবিতা পড়ে সুখ পেলাম,,,,,
অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম....

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে এ এস বাশার;
স্বাগত আমার লেখায় ! শুভ কামনা :)

২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

তারেক ফাহিম বলেছেন: কবিতায় কিছু কিছু শব্দে ছেলেবেলায় ফিরে গেলাম।


বরাবরের চেয়ে একটু বেশি ভালোলাগা ++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগলো তারেক ফাহিম;
বরাবরের চাইতে একটু বেশি ভালোলাগা পেয়ে :)

২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

অন্তরন্তর বলেছেন: শীত আসছে তার আভাস বেশ টের পাওয়া যাচ্ছে, সকালের চা সাথে আছে মনিরা আপুর কবিতা। সকালটাই বেশ আচ্ছন্ন করে দিলেন। আপু সেই পূরানো ঢাকায় শালিক ঠিকই ছিল আগে। এখন নেই, আফসুস। আপনার লিখা খুব ভাল লাগল। ১৯তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। শুভ কামনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মনিরা সুলতানা বলেছেন: দারুণ করে বললেন কিন্তু !! , শীত আসি আসি শরতের এই সসময়ের সকাল এবং সন্ধ্যা , দুটোতেই আছন্নতা প্রচুর। হুম এখন পুরানো নতুন কোন ঢাকাতেই শালিক পাওয়া মুশিকিল :(

শুভেচ্ছা এবং চমৎকার মন্তব্যে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

জুন বলেছেন: স্বৃতি সব সময় বেদনা নয় অনেক মধুরও হতে পারে তারই প্রমান তোমার মধুময় কবিতা মনিরা । অনেক ভালোলাগা জেনো ।
+

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু !
ভালোবাসা তোমার জন্য।

৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

উম্মে সায়মা বলেছেন: ঘানি টানা যদি এমন আনন্দময় আর মোহময় হয় তবে আরো যুগ যুগ ধরে, সারাজীবন চলুক এমন স্মৃতির ঘানি টানা।
অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা আপু।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০

মনিরা সুলতানা বলেছেন: কী যে সুন্দর করে বল!!! অনেক ধন্যবাদ সায়মা।
ভালোবাসা :)

৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা আমি বরাবরই কম বুঝি। তবু কিছু কথা নষ্ট্যালজিক করে মনকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪

মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া আপনি প্রকৃতির কবিতা বেশ বোঝেন কিন্তু , এমন শব্দ অক্ষরের কবিতা কম বুঝলেও ক্ষতি নেই।
শুভ কামনা ভাইয়া।

৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর এবং মিষ্টি কবিতা +++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

মনিরা সুলতানা বলেছেন: লেখায় ছোট্ট কিন্তু দারুণ এক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
সব সময়ের জন্য ভালোথাকার শুভ কামনা ধ্রুবক আলো।

৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: আপু এমন করে কেমনে লেখ
পড়তে গেলে পাই যে সুখ
তোমার লেখা পড়ে আমার
পালিয়ে যায় বুকের দুখ


দারুন কবিতা আপু।+++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ !
দারুন কাব্যময় মন্তব্য মোস্তাফা সোহেল ।
কবিতায় ভালোলাগা প্রকাশের জন্য ধন্যবাদ।

৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে অনাবিল প্রশান্তি পেলুম সুপ্রিয় কবি! ছবিটাও মনকাড়া!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য ও ততধিক প্রশান্তিময় ভ্রমরের ডানা !
আশা করছি ভালো আছেন :)

৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

প্রামানিক বলেছেন: স্মৃতিময় কাব্য কথা। খুবই ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪০

মনিরা সুলতানা বলেছেন: সুপ্রভাত প্রামানিক ভাই ;
কবিতা পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ :)

৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

মিথী_মারজান বলেছেন: মনেহল একটা বায়োস্কোপ দেখলাম।
সুখ, দু:খ, ধৈর্য আর সেই ফলাফলে হ্যাপি এন্ডিংয়ের একটা সুন্দর সংসারচিত্র।
ঝড় ঝাপ্টা উপেক্ষা করেও শালিক দম্পতির ভালোবাসার জয়গান।
অন্তরের অন্ত:স্হল থেকে প্রার্থনা আপু, শেষ শরত ও এমনই থাক।

অনেক অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় মন আপুর জন্য।:)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১

মনিরা সুলতানা বলেছেন: দিনগুলি অমন বায়স্কোপের মতই ঢাকনা খুলে দেখতে দেখতে চলে গেলো !!!
তোমার মন ছোঁয়া মন্তব্য মন ছুঁয়েই রইলো।

ভালোবাসা।

৩৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩১

বলেছেন:

একজন মানুষের সুখী হতে বেশী কিছুর দরকার পড়ে না।
অঢেল অর্থ-বিত্ত বা অপরিসীম ক্ষমতারও দরকার হয় না।

চমৎকার লেখনী।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আপনাকে;
আমার ও মনে হয় ,একজন মানুষের সুখী হতে বেশী কিছুর দরকার নেই :)

চমৎকার মন্তব্য এবং অকুণ্ঠ প্রশংসায় ভালোলাগা রাখলাম।

শুভ কামনা আপনার জন্য।

৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

মলাসইলমুইনা বলেছেন: স্মৃতির ঘানি দুই দশকের ! তারপরে আবার দুইটা শালিক আরো কি কি জানি ? ব্যাপারটা কি ? কোন খাবার দাবার আমার মিস হলো ? কবিতা নিয়ে আমার কথা নদীতো আত্মীয় বলে দিয়েছে তাই আর বললাম না I অবিশ্বাস্য সুন্দর হয়েছে কবিতা ওপরে বলা সবার মতো আমার কাছেও সেটাই বিশ্বাস্য (এতটুকুই বললাম) I

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা না না ভাইয়া শালিক নিজেই খুঁটে খায় তাই খানা দানার কাহিনী নেই ।
আচ্ছা আচ্ছা বইলেন না, আমি মিথীর মন্তব্য কপি পেস্ট করলাম মনে মনে :)

ধন্যবাদ ভাইয়া , শুভ কামনা।

৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৯

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, বেশ ভালো লাগলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আকতার আর হোসাইন।
লেখায় স্বাগত আপনাকে; আশা করি সাথেই থাকবেন।

শুভ কামনা :)

৪০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

আবু মুহাম্মদ বলেছেন: খুব সুন্দর লেখা।ভাল লাগলো

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে আমার লেখায় পেয়ে আমার ও ভালো লাগলো আবু মোহাম্মদ !
সব সময় ভালোথাকার শুভ কামনা।

৪১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

প্রথমকথা বলেছেন: ভাল লাগল। খুব ছন্দময় কবিতা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রথম কথা !
ছন্দময়তায় আপনার ভালোলাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা।

শুভ কামনা।

৪২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:২৬

সৈয়দ ইসলাম বলেছেন:

অফিসে কাজের ফাঁকেফাঁকে কবিতা পড়ার মজাই আলাদা; তবে কবিতা হতে হবে কবিতার মত।

কবিতায় বিপুল ভালোলাগা প্লাস++....

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:১২

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আচ্ছা আমরা কাউকে বলবো না কিন্তু ;) আপনি অফিস ফাঁকি দিচ্ছেন।
বিপুল ভালোলাগায় মহা ধন্যবাদ সৈয়দ সাহেব।

৪৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:২৮

সৈয়দ ইসলাম বলেছেন:

পদ্যটি আসলেই অসাধারণ হয়েছে।

"শেষ শরত ও এমন ই থাক 
শালিক শালিক দুই'টা শালিক 
এই প্রবাদে প্রেম হয়ে যাক - 
হাতের মাঝে চাওয়া সে হাত 
ছানা পোনা শালিক ঝাঁক। "

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:২২

মনিরা সুলতানা বলেছেন: আপনার নিয়ে আসা ভালোলাগার অংশটুকু আমার জীবনে সত্যি হোক এমন কামনায় সতত।
আপনাদের শুভ কামনা সহ।

অনেক অনেক ধন্যবাদ সৈয়দ ইসলাম।

৪৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:২০

সূর্যালোক । বলেছেন:

হ্যাঁ,শুভকামনার পাশাপাশি একটু শেখালে ভালো হয় ।
পড়ার অনুরোধ

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:০১

মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই পড়ব , শেখাতে পারব কিনা জানি না।
শুভ কামনা।

৪৫| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

রাকু হাসান বলেছেন: মনিরা আপু --আমার মনে হচ্ছে তাড়াতাড়ি নতুন পোস্ট পোস্ট গন্ধ পাচ্ছি ঘটনা কি সত্যি ? :P :P ;) :)

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫

মনিরা সুলতানা বলেছেন: সব ই মিডিয়ার চক্রান্ত :P

৪৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


শুরুতে, জালান উদ্দিন রুমির মত প্রকৃতিকে টেনে এনে, পরে নিজের কথা বলাটা একটি ভালো ধারা

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: আনন্দ ধারা বহিছে ভুবনে :)

৪৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনিতো খুব ভাল ছবি তুলতে পারেন

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ হাসিব, অনেক অনেক শুভ কামনা :)

৪৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৯

নজসু বলেছেন: স্মৃতি।
কখনও আনন্দের।
কখনও বেদনার।

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

মনিরা সুলতানা বলেছেন: হুম
কিন্তু স্মৃতিচারণ !!! সব সময়েই আনন্দের :)

৪৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০

বিজন রয় বলেছেন: আপনার এখানে অনেকদিন আসা হয়নি।

আমি কবিতা সংকলন শুরু করেছি ২৪ সেপ্টেম্বর থেকে, সেজন্য এই সুন্দর কবিতাটি নিতে পারিনি।

নতুন কবিতার অপেক্ষায়।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

মনিরা সুলতানা বলেছেন: আপনার সংকলনের জন্য শুভ কামনা :)

৫০| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮

রাকু হাসান বলেছেন:

মাসে একটা পোস্ট দিবেন বুঝি :( । কবে গন্ধ পেলাম মনে হচ্ছিলো । মিথ্যা গন্ধ ছিল সেটা : B:-)

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: না না গন্ধ মিথ্যে ছিল না , কিছু একটা লিখেছি ।
এক কাজ করো ভাইয়া , তুমি আমাকে একটা টপিক দাও লিখে দেই খেটে খুঁটে।

৫১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

রাকু হাসান বলেছেন:

খুব ভালো । :)
পাচ্ছি কবে !
টপিক কি বলি ? B:-) । একটি ছোট মেয়ে ফুল বিক্রি করে বিক্রি করে ঢাকার রাস্তায় ,সে সংসারের একমাত্র উপার্জনকারী। তার সুখ দুঃখ ,খারাপ বা ভালো লাগা দিয়ে লেখা যাই কি ? :)
দেখ ভেবে হয় নাকি ।এখন এটাই মাথায় আসছে |-) অবশ্য টপিকটা একেবাড়ে মৌলিকও লাগছে । যা ভালো মনে করো আপু !:#P
কবিতার জন্য অপেক্ষায় থাকি :-B

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০১

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম খুব যায়, চমৎকার থিম !!!
কিন্তু আমার লেখায় তো আর জুঁই ফুটবে না /:) হুম বড়জোর জংলা গন্ধী আকন্দ। চলো তাই সই এবারে।
মৌলিক টপিক কই পাবো আমরা !!! বড় বড় লেখক রা কি ঘাস কেটেছেন এতদিন ? তবে উপস্থাপন ভাষা সময় এবং লেখক অনুযায়ী মৌলিক ই হয় , আনলেস আমরা লেখার ছায়া অবলম্বনে কিছু লিখি।
ছায়া অবলম্বনে লেখা যে কোন সাহিত্য দোষের কিছু নয় অবশ্যই। কিন্তু লেখক কে সেটুকু স্বীকার করার মত মহত্ব অবশ্যই দেখানো দরকার বলে মনে হয়। কিন্তু দুনিয়া পিত্তল দি রে ব্রো ;)

৫২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৩

চাঙ্কু বলেছেন: স্মৃতিপা সব সময়ই বেদানা!! আফসুস
ফুলডা পছন্দ হইছে!! ;)

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: হইতারে বেদানা, কিন্তু বেদানা ই যদি বুকে চিপ দিয়া না ধরল তাইলে আর তারে স্মৃতি'পা ক্যামনে বলি :-B
ফুলডা ফুললি জাতের ফুল, নাম হইতাছে - রক্ত করবী। পছন্দ না হইলে চাকরি নট ;)

৫৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

জুন বলেছেন: মনিরা তোমার কবিতায় কেন জানি বড্ড স্মৃতিকাতর কিছু কথামালার সন্ধান পাই। সেই শিলা বৃষ্টি, শিউলি ফুল, পুই ডাটা সাথে এক শালিকে দুখী, দুই শালিকে সুখী । অনেক ভালোলাগা রইলো তোমার কবিতায়।
+

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

মনিরা সুলতানা বলেছেন: জুন আপু ;
এসব শব্দমালায় যে সেই সোঁদা মাটির গন্ধ নিয়ে আসে এই শহুরে ইট পাথরের জীবনে। যে আলো সজনে ডাটার চিরল পাতার ভাঁজে খেলা করে ; সে আলো নিয়ন বাতিতে কোথায় ?

ভালোবাসা তোমার ভালোলাগার প্রকাশে।

৫৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৬

নক্ষত্র নীড় বলেছেন: ''প্রেম হয়ে যাক''-এই কামনা আমারও ।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শুভ কামনায় ভালোলাগা ;
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৫৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার নামকরণটি যথার্থ হয়েছে। সারা কবিতার শরীর দিয়ে একটা স্নিগ্ধতার নদী বয়ে গেছে।
জীবনের ঘানি টেনে ক্লান্তি আসে। স্মৃতির ঘানি টেনে সে ক্লান্তি দূর করা যায়।
মেহুল মানে মেঘ - আমিও একটা নতুন শব্দ শিখে গেলাম আপনার এ কবিটাটি পড়তে এসে।
১৯তম বিয়ে বার্ষিকীর জন্য রেখে গেলাম বিলম্বিত অভিনন্দন!
কবিতায় ২৩তম ভাল লাগা রেখে গেলাম। + +


২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

মনিরা সুলতানা বলেছেন: কবিতার শরীরে স্নিগ্ধতার নদী বয়ে গেছে !!! উফফফ কী যে দারুণ করে বললেন ! মন ভালোহয়ে গেলো। কবি বলেই আসলে পারেন অতখানি সুন্দর করে দেখতে , বলতে।

খুব ঠিক বলছেন স্মৃতির ঘানি' তে ক্লান্তি নেই অবসন্নতা নেই।


বিলম্বিত হলে ও অভিনন্দন ও শুভেচ্ছায় অনেক ধন্যবাদ। সাথে লেখায় ভালোলাগা ও ++ এর জন্য কৃতজ্ঞতা।

৫৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

নাজমুল হক সাগর বলেছেন: আপনার লেখার ফ্যান আমি

২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

মনিরা সুলতানা বলেছেন: শুভ সন্ধ্যা !
চমৎকার সন্ধ্যার হলদে আলোয় মন ভালো করার জন্য এমন একটা মন্তব্য ই অনেক কিছু।

আপনাকে লেখায় পেয়ে আনন্দিত আমি; আশা করছি সব সময় ই মুগ্ধতা নিয়ে পাশে থাকবেন।

সব সময় ভালো থাকার শুভেচ্ছা আপনার জন্য নাজমুল হোক সাগর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.