নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

শঙ্খশব্দ

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২



সুন্দর ছিমছাম শব্দে গাঁথা একটা কবিতা পড়ার অনুভূতি, উঠানে পাওয়া অমরাবতী সম!

কেউ কবিতা লিখে, কেউ হৃদয় আঙিনা সাঁজায় শব্দেশব্দে, কেউ বা অন্তর বেদনার নৈবদ্য। ব্লগার দিশেহারা রাজপুত্র লিখেন জুঁইফুল!
কবি শুভ্র সরকার তার প্রথম কবিতার বই 'ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল' এ পাঠকদের জন্য জুঁইফুলের নৈবদ্য সাজিয়েছেন। 'ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল'— আমার প্রথম কবিতার বই এবং কিছু আলাপ এই পোস্টে বিস্তারিত পাবেন।

আমার কাছে চমৎকার একটা কবিতা শঙ্খের মত, ভোরের শিউলির মত! এর মত ! ওর মত !!
আমার কাছে একটা অপূর্ব কবিতা, ভালোলাগার শব্দমালা কী !! সে না হয় কবিতাতেই লিখলাম।


শঙ্খশব্দ
=========

অযাচিত কত যে শব্দ বুনে চলেছি প্রতিদিন ;
নিত্যকার গানে গল্পে কল্পনায় আর অপারগতায়।
কত অকুণ্ঠ অনুনয়, অভিযোগ অভিযোজন আর অনুরাগে বিরাগে।
শব্দে শব্দে সিঞ্জন কতই না আয়োজন!!!

তবু ও শঙ্খ শব্দের দেখা মেলে না নিত্য
যে শব্দ অভিমান ভাঙায় -
লুটুপুটি ডিগবাজী আনন্দে ছলকে উঠা
কাঁখের কলসের হিম কলজে জল ছিটায় ডাঙায়।

নিস্তার অচলিত আঁধারে ডুবে যাওয়া হতাশ মন কে
চমকিতে চৌকশ চাঁদোয়া দেয়, সেসব শব্দ।
মেঘ মাল্লারে ফটিক জল বর্ষায় মন মন্দিরে
নিমেষেই মরুর বুকে ফল্গুধারা আনে রিনঝিন দ্যোতনা।

শব্দেরা যে নিজেরাই দারুণ অভিমানী-
নুয়ে থাকা একরোখা আর অহংকারী
কিছুতেই কাউকে কাছে ,পাশে ঘেঁষতে দিতে চায় না
সবটুকুতেই চায় তার তার সুবাস, আশ্বাস দীর্ঘশ্বাস।

শঙ্খ শব্দেরা হৃদ ছুঁয়ে থাকা প্রেমিক;
জলে জলে জলতরঙ্গ, উন্মনা ভ্রমরের উচাটন মন।
পুঁইগোটা রঙে সাজা প্রেয়সীর পঁইছা ।
মগ্নচৈতন্যে মউমউ মঞ্জরা।

আকাঙ্ক্ষিত আবেশিত শব্দদল-
সন্ধ্যার বাতাসে ঘোরলাগা মৌলী সুবাস
ভালোলাগায় মরে যেতে চাওয়ার মত শূন্যতা ;
আর ভোরের শিশিরের আদরে আদরে ঝরে পরা শিউলি।

মনিরা
০১-১০-১৮




কবিতা' টি এই ব্লগের সমস্ত কবিদের উৎসর্গ করলাম!! আপনারা ও মন্তব্য লিখতে পারেন , আপনাদের কাছে অসাধারণ একটা কবিতা পাঠের আনন্দ কতটুকু !!!
সবাই কে সাপ্তাহিক ছুটির শুভেচ্ছা , আনন্দময় দিন হোক কবিতার সাথে , আলস্য মিশে থাকুক কবিতার ভাঁজে।




মন্তব্য ৯০ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ তা জানিনা প্রথম হতে পারব কিনা পরে আবার কমেন্টে আসছি।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের এই আন্তরিকতাটুকু অনন্য জানেন !! একদম মন ছুঁয়ে থাকে।
এভাবেই লেখার সাথে থাকুক , কবিতা' কে পাশে' ই রাখুন ।

ধন্যবাদ মাস্টার মশাই।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,

কবিতাটা আসলেই অসাধারণ। মুগ্ধতা রয়েছে এর প্রতিটি শব্দের মিলনমেলায়। আর বর্ণের নৃত্য ও শব্দের মিলন কবিতাকে দিয়েছে পূর্ণ যৌবন।
ভালোলাগা সকল প্লাস কবিতার জন্য

আপনার জন্য শুভকামনা

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

মনিরা সুলতানা বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম !!
কবিতাটা আসলেই অসাধারণ। মুগ্ধতা রয়েছে এর প্রতিটি শব্দের মিলনমেলায়। আর বর্ণের নৃত্য ও শব্দের মিলন কবিতাকে দিয়েছে পূর্ণ যৌবন।
অসাধারণ কাব্যিক বর্ণনায় মুগ্ধ করলেন কিন্তু; নিজের লেখার অতখানি নান্দনিক প্রকাশে যে কেউ আপ্লুত হবে। কৃতজ্ঞতা সহ ধন্যবাদ আপনাকে।

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

নজসু বলেছেন:



মুগ্ধতা।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নজসু;
আপনার শব্দ সিলেকশনের প্রশংসা করতেই হয় ! এক শব্দে মন ভালোহয়ে যায়।

অনেক অনেক ধন্যবাদ আমার কবিতার সাথে থাকবার জন্য।

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
অশেষ শুভকামনা!!

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার প্রোফাইল ছবি আপনার ! দারুণ !

অনেক অনেক ধন্যবাদ হাসান জাঁকির ৭১৭১;
আপনার মন্তব্য আর শুভ কামনা লেখায় উৎসাহ হয়ে থাকল।

শুভ কামনা আপনার জন্য।

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসাধারণ লিখেছেন! কিছু নতুন শব্দের সাথে পরিচয় হল।

আসলে কবিতা একেকজনের কাছে একেকরকম আনন্দের উপকরণ। আমি বরাবরই কবিতাপিয়াসী। তাই কবিতা পেলেই পূর্ণরূপে তার রসাস্বাদনের চেষ্টা করি। আর আপনার কবিতাগুলো তো এমন উপকরণে পরিপূর্ণ থাকে।

ব্লগেই রাজপুত্রের কিছু কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে। তাঁর কবিতাগুলো একেবারেই ব্যতিক্রমী। বিদগ্ধ পাঠক ছাড়া তাঁর কবিতার ভেতরে ঢুকে সারবস্তু বের করে আনা কিছুটা দুরূহই। আর আমি তেমন পাঠক নই। তারপরও সবধরনের কবিতা পড়ার চেষ্টা করি। সামনেও তাঁর কবিতায় অনুপ্রবেশের চেষ্টা থাকবে।

শুভ্র সরকারের জন্য শুভকামনা রইল।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মিঃ বেস্ট!
বেশ কিছুদিন পর পেলাম আপনাকে আমার লেখায়। নতুন শব্দের সাথে পরিচয় কিন্তু সব সময়' ই আনন্দের! আমি প্রায়শই অন্যদের লেখায় শব্দ কুঁড়াতে ভালোবাসি। নতুন নতুন শব্দে আমার দারুণ আগ্রহ।

আসলে কবিতা একেকজনের কাছে একেকরকম আনন্দের উপকরণ। আমি বরাবরই কবিতাপিয়াসী। তাই কবিতা পেলেই পূর্ণরূপে তার রসাস্বাদনের চেষ্টা করি। আর আপনার কবিতাগুলো তো এমন উপকরণে পরিপূর্ণ থাকে।
আপনার দরদী আন্তরিক মূল্যায়নে মুগ্ধতা রাখলাম।

ব্লগেই রাজপুত্রের কিছু কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে। তাঁর কবিতাগুলো একেবারেই ব্যতিক্রমী। বিদগ্ধ পাঠক ছাড়া তাঁর কবিতার ভেতরে ঢুকে সারবস্তু বের করে আনা কিছুটা দুরূহই। আর আমি তেমন পাঠক নই। তারপরও সবধরনের কবিতা পড়ার চেষ্টা করি। সামনেও তাঁর কবিতায় অনুপ্রবেশের চেষ্টা থাকবে।

বেশ বিনয়ের সাথে নিজেকে প্রকাশ করলেও , আপনি কিন্তু নিঃসন্দেহে একজন লা জওয়াব পাঠক !! আশা করছি আপনার জন্য কবির কবিতা'র সারবস্তু তুলে আনা দুর্বোধ্য কিছু নয় ।

আপনার জন্য ও আন্তরিক অভিবাদন।

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা-একটা শব্দ, যেন কথামালার একটা পৃথিবী কিংবা তারচেয়ে সুন্দর কিছু।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

মনিরা সুলতানা বলেছেন: বাহ! এক লাইনে ই, এনে দিলেন অমরাবতী !

অনেক অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার; সব সময় অতখানি সুন্দর থাকুন, ভালো থাকুন।

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,
কিন্তু; নিজের লেখার অতখানি নান্দনিক প্রকাশে যে কেউ আপ্লুত হবে।

এটা ছাড়া সবই বুঝলাম ;)

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আচ্ছা ! আমি হয়ত দু এক শব্দ কম লিখেছি ; তাই আপনাকে বোঝাতে পারি নি।

আমার কবিতা নিয়ে আপনি এই যে ক'লাইন লিখেছেন,
কবিতাটা আসলেই অসাধারণ। মুগ্ধতা রয়েছে এর প্রতিটি শব্দের মিলনমেলায়। আর বর্ণের নৃত্য ও শব্দের মিলন কবিতাকে দিয়েছে পূর্ণ যৌবন।
ভালোলাগা সকল প্লাস কবিতার জন্য

এই প্রকাশ কে নানন্দিক বলেছি, বলতে চেয়েছি - যে কোন কবি বা লেখক ই তার নিজের লেখার ব্যাপারে অতখানি সুন্দর মন্তব্য বা ফিডব্যাক পেলে, আনন্দে আপ্লুত হবে।

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: আপুনি

ভাইয়া তো এক অসাধারণ কবি!!!

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম সে আর বলতে !! নিঃসন্দেহে দিশেহারা রাজপুত্র একজন অনন্য কবি।
আমার কবিতা নিয়ে দু এক লাইন ও যদি বলতে !! ভালোলাগত।

ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের জন্য।

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: ্খুব সুন্দর করে লিখেছেন।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই ;
কবিতা পাঠে এবং মন্তব্যে শুভেচ্ছা।

১০| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে আমার কাছে চমৎকার একটা কবিতা ওর মতো....

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

মনিরা সুলতানা বলেছেন: একদম' ই পরিপূর্ণতায় ওর মতো !! আলবৎ ওর মতো ......

শুভ কামনা তোর জুঁইফুলে।

১১| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহজবোধ্য, সুন্দর শব্দচয়নে কবিতা পরিপূর্ণ হয়ে ওঠে।

বেশ ভালো লেগেছে।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

মনিরা সুলতানা বলেছেন: সহজবোধ্য, সুন্দর শব্দচয়নে কবিতা পরিপূর্ণ হয়ে ওঠে।
খুব সত্যি বলেছেন " সহজবোধ্য, সুন্দর শব্দচয়নে কবিতা পরিপূর্ণ হয়ে ওঠে " সত্যি' ই তাই হয় কবিতা আমার কাছে ও।
আপনার ভালোলাগা আমার লেখার আনন্দ।

শুভ কামনা।

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফাঁকতালে প্রমোট করার জন্য থ্যাংকস :)

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

মনিরা সুলতানা বলেছেন: হুম অনেকটাই দিশেহারা রাজপুত্রের নামের ব্র্যান্ডের আড়ালে আমার নিজের লেখার প্রমোট :P

১৩| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

আরোগ্য বলেছেন: খুব সুন্দর কবিতা মনিরা আপা।
রূপক, উপমা ও চিত্রকল্পের দারুণ প্রয়োগ।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার প্রশংসায় মুগ্ধতা আরোগ্য!
চমৎকার মন ভালো করা মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

আখেনাটেন বলেছেন: শঙ্খ শব্দেরা হৃদ ছুঁয়ে থাকা প্রেমিক;
জলে জলে জলতরঙ্গ, উন্মনা ভ্রমরের উচাটন মন।
পুঁইগোটা রঙে সাজা প্রেয়সীর পঁইছা ।
মগ্নচৈতন্যে মউমউ মঞ্জরা।
-- শব্দকে নিয়ে আপনারা যেভাবে সৌন্দর্যমণ্ডিত চৌকশ ফুটবল খেলেন, চোখ থির রাখা দায়। :D

লেখায় ভালোলাগা। সাথে উত্তরাধুনিক কবি দিশেহারা রাজপুত্রের জন্যও রইল শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহাহা ফুটবল খেলা ! বেশ বলেছেন কিন্তু সৌন্দর্যমণ্ডিত চৌকশ ফুটবল!
আচ্ছা আমার খেলা কি আমার প্রিয় নেইমারের মত হচ্ছে ? নাকি বাংলাদেশ টিমের মত /:)

লেখায় আপনার ভালোলাগা, আমার ও ভালোলাগা করে' ই রাখলাম।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

আরোগ্য বলেছেন: আরোগ্যর আগমনে মনের আরোগ্য লাভ হোক,ইহাই আরোগ্যর কাম্য।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম !! আশা করছি ব্লগে আপনার আগমনে ব্লগে আনন্দের সুবাতাস বইবে , সমস্ত ব্লগারের মনের আরোগ্য লাভ হইবে ।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


অনেক সুন্দর শব্দের সমাহার, অনেক ভালোলাগার পরিবেশ; কিন্তু শেষ লাইন পড়ার পর, ১ম লাইনকে আর মনে পড়ছে না, কোন কাহিনী নেই!

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

মনিরা সুলতানা বলেছেন: এত নাটক নয় যে নাটকীয়তা থাকবে ! কাহিনী ও নয় যে আপনার মন কেড়ে নেবে।
আপনার মনে থাকা বেশ বিপদ জনক ব্যাপার, যে কোন সময় নিজের মনের মত সাজিয়ে গুছিয়ে কল্পনা প্রসূত কাহিনী বানিয়ে দিবেন। আপনার রাজনৈতিক পোস্ট গুলো তার প্রমাণ। সুতরাং আমার কবিতার প্রথম লাইন কেনো ! কোন লাইন ই আপনার মনে থাকার ইচ্ছে যাচে না।

লেখায় ভ্রমণে ধন্যবাদ নিন ।

১৭| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

আখেনাটেন বলেছেন: আচ্ছা আমার খেলা কি আমার প্রিয় নেইমারের মত হচ্ছে ? নাকি বাংলাদেশ টিমের মত --কিয়ের নেইমার। এক্কেরে বার্সেলোনার মেসি। অবশ্য আপনি ব্রাজিল... :P

২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মনিরা সুলতানা বলেছেন: না না আমি নেই মার ই যার মারে' র কোন সাবধান নেই :P
আমারে মেসি বানাইলে গেসি ;)

১৮| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসলে আপু, আমি কৃত্রিমভাবে কিছু বলতে পারি না, কারণ কৃত্রিমতা যে কথায় বাস করে সে কথা সম্পূর্ন মিথ্যা, সেই সুত্রে যে কৃত্রিম প্রশংসা করলো সে মিথ্যা বললো।

আমি পুরো অকৃত্রিমভাবে কবিতার প্রাপ্যটুকু বলতে চেষ্টা করেছি মাত্র।

তারপর আপনি ভাল আছেন তো?

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: আপনার প্রচেষ্টায় সাধুবাদ, কবিতা পাঠে এবং দরদ ছোঁয়া মন্তব্যে কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ! আমি ভালো আছি , আশা করছি আপনি ও বেশ আছেন।

শুভ কামনা আপনার জন্য।

১৯| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জনাব ;
অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।

২০| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: সব সময় আমার লেখার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে;
শুভ কামনা।

২১| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওনিতো প্রতিভাবান কবিই বটে তার কাব্যিক চিন্তাগুলো কবিতার ফুলজুড়িতে সুবিন্যস্ত। আমার পড়তে ভাল লাগে। আপনিও চমৎকার কবিতা লিখেন।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার ভাবনার সাথে দিশেহারা রাজপুত্র কে নিয়ে আমার ভাবনা মিলে গেলো ঠিক ; সত্যি' ই উনি প্রতিভাবান কবি। এবং আমার নিজের ও পড়তে ভালোলাগে উনার কবিতা।
ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন! আমার কবিতার প্রশংসার জন্য।

অনেক অনেক ভালোথাকার শুভ কামনা।

২২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতার শব্দচয়ন, গাঁথুনি আর ভাব সত্যি মুগ্ধতায় ভরা। +++ ভাল লাগা রইলো আপা।

২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই;
আপনার মুগ্ধতার প্রকাশ অনন্য।
ভালোলাগা আর +++ এর জন্য কৃতজ্ঞ।

২৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল আপু,

গতকাল একরকম পড়েছিলাম । পরে আবার পড়লাম। কবিতাটির যত পড়ছি ততই যেন মেলোডি লাগছে। সুন্দর সুন্দর শব্দ চয়ন ও তার বিন্যাসে কবিতাটি মনমুগ্ধকর লাগলো।

আপনার কবিতা' স্মৃতির ঘানিতে ' ,
" পুঁই ডাটাতে ইলিশ শোলে
মন রেখেছি মন বেঁধেছি। "

আজকে পেলাম,
" পুঁইগোটা রঙে সাজা প্রেয়সীর পঁইছা
মগ্নচৈতন্য মউ মউ মঞ্জরা। "

হা হা হা, আপু পুঁই দিয়ে সুন্দর বিরিয়ানি আরকি।


বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।


২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

মনিরা সুলতানা বলেছেন: হুম রাকু আসলে হিসাব নিয়ে বসবে দেখবেন ;
ফিরে এসে ভালোলাগার ডালি উপচে দিলেন পদাতিক চৌধুরি ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে লেখার সাথে অতখানি মুগ্ধ হয়ে থাকার জন্য।
বিনম্র শ্রদ্ধা আপনার জন্য ও ।

২৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগার কবিতা- নান্দনিক। অনেক ভাবনার আশ্রয়ে একঝাঁক জোনাকি শব্দের সম্মিলন- নৈবদ্য গাঁথুনি- অভিবাদন প্রিয় মনিরা আপু, প্রিয় কবি।

কবিতা আমার কাছে- অনেক বৃষ্টি ঝরে একমুঠো রোদের উষ্ণতা। শীতের শীতলের উম। শূন্যতায় হেলান দিয়ে পোয়াতি জোছনার প্রসবিত সুখের অবগাহন। হেঁটে দৌড়ে ক্লান্ত হয়েও- আবার চলার শক্তি। মায়ের ছেঁড়া আঁচলে হলুদের গন্ধ মাখা- নিশ্চিন্ত আদুরে সুখ। পিতার কমল জায়নামাজের- উদার জমিন। সমৃদ্ধ অতীত, সংগ্রামী বর্তমান, আশার ভবিষ্যৎ। কবিতাই আমি- আমার অস্তিত্বে লেপটে থাকা প্রেয়সীর মুখ। কবিতা মানে সমাজ নির্মাণের হাতিয়ার। কবিতাই আমার স্বদেশ- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...

২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব !! আপনার মন্তব্য লেখায় পূর্ণতা নিয়ে এলো!
ভাবনার প্রকাশে, ছোট্ট শব্দ সব সময় ই আমার প্রিয় ! আপনার ভালোলাগা, মুগ্ধতা আমায় অনুপ্রাণিত করল ।

একেবারেই অনন্য অনুভূতির প্রকাশ করলেন কবিতা নিয়ে; আপনি কবিতায় বাঁচেন, কবিতার কবি আপনি।
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ।

২৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

ওয়াহেদ সবুজ বলেছেন: শুভ কামনা রইলো।

২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা !
পাঠে এবং মন্তব্য কৃতজ্ঞতা।

২৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

পুলক ঢালী বলেছেন: প্রতিটা শব্দের মানে বুঝি । কিন্তু শব্দের গাথুনী দিয়ে যে জাল বুনেন বা নকশী কাঁথায় যে নকশা ফুটিয়ে তোলেন মনের গভীরে যদি সেই ছবিটা বা নকশাটা দেখতে পেতাম তাহলে কবিতা বোদ্ধা হয়ে যেতাম, তাই আমি কবিতা বুঝিনা, কবিদেরকে আমার কাছে ভয়ঙ্কর মানুষ বলে মনে হয়, যারা মুক্ত স্বাধীনভাবে শব্দের সন্নিবেশ করতে পারেন অল্প কথায় অনেক কথা বলে ফেলেন। শব্দ নামক ইটের গাথুনীতে প্রেম প্রীতির মশলা জুড়ে দিয়ে সুরম্য প্রমের অট্টালিকা গড়ে ফেলতে পারেন আপনারা ভীষন ভয়ঙ্কর মানুষ :P :D :)

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

মনিরা সুলতানা বলেছেন: কী ভীষণ অন্যায় অপবাদ বলেন তো !! উ হু একেবারেই মেনে নেয়া যায় না । কবি' দের মত সহজ সরল অ-বলা দের কে ভয়ংকর নাম দেয়া ? এ সব কিছু'ই হচ্ছে কবির কাছে আর একবার বর্ণনা আবদার! তাই তো !

আচ্ছা ঠিক আছে ঠিক আছে , হাতের লেখা যেহেতু খারাপ; কবিতা তো আমাকে বুঝিয়ে বলতে হবে। আপনি শুধু একটু যদি আমাদের সাথে " একটা চমৎকার কবিতা " পড়ার অনুভূতি কি সেটা শেয়ার করতেন। দারুণ উপকৃত হতাম। অবশ্যই আমার কবিতা না , আপনার পছন্দের যে কোন কবিতা।

অনেক অনেক ধন্যবাদ :)


২৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

করুণাধারা বলেছেন: অসাধারণ একটা কবিতা পড়ার আনন্দ কতটুকু! [/sb

অসাধারণ এক কবিতা পড়ার পর যে আনন্দ হয়, তা পুরোপুরি প্রকাশ করা যায় না। শব্দ দিয়ে কি সব অনুভূতিই প্রকাশ করা যায়? যায় না! তাই কখনোই বলা যাবেনা, অসাধারণ কবিতা পড়ার পর কিভাবে মনের ভিতর নানা অনুভূতি আসে আর চলে যায়...........
'শঙ্খশব্দ' কবিতা পড়ার পর মনে হয়েছে, অসাধারণ কবিতা পড়লাম; কারণ পড়তে খুব ভালো লেগেছে;  কেন ভালো লেগেছে, তা তো বুঝিয়ে বলতে পারবোনা!

পোস্টে লাইক!

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

মনিরা সুলতানা বলেছেন: বাহ আপু !!
অনেক সুন্দর করে অনুভূতির প্রকাশ করলেন! এবং সেসব কিন্তু শব্দেই, আপনি যে গদ্যের যাদু জানেন তাই।
আমার কবিতা নিয়ে এত দরদ নিয়ে বললেন, ভালোলাগার আপ্লুত হলাম!

অনেক অনেক ভালোবাসা আপু।

২৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:




রাজপুত্র এবং জুঁইফুলের জন্য শুভ কামনা।

আপনার কবিতায় শব্দের ঘ্রাণ প্রকট। যেন সদ্য উনুন থেকে তুলে এনেছেন কোন সুস্বাদু তরকারি!

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

মনিরা সুলতানা বলেছেন: আমি নিজেই শব্দের ঘ্রাণ ভালোবাসি , হয়ত এ জন্য প্রয়োজনের অতিরিক্ত কিছু শাব্দিক অলংকার আথকে আমার লেখায়। হুম নিঃসন্দেহে কারো জন্য উপাদেয় কারো কারো কাছে বিরক্তিকর।

আপনার উপমায় আশ্বস্ত হলাম; আর ভালোলাগা নিজের করে রাখলাম।

২৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ :)

৩০| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

জাহিদ অনিক বলেছেন:



কবিরাই শব্দ নিয়ে কারুকাজ করতে পারদর্শী, কবিতা ভালো লেগেছে।
সুন্দর শঙ্খশব্দ, কবি।

রাজপুত্র'র কবিতার বইএর জন্য অশেষ শুভেচ্ছা ও শুভকামনা। তার জুঁইফুলের ঘ্রাণে মাতাল হোক কবিতাপড়া

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! সুন্দর মন্তব্যে ভালোলাগা রাখলাম কবি জাহিদ অনিক ।
আশা করছি তোমার শুভ কামনা শুভ্র বুঝে নিয়েছে।

৩১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

পুলক ঢালী বলেছেন: আপনি শুধু একটু যদি আমাদের সাথে " একটা চমৎকার কবিতা " পড়ার অনুভূতি কি সেটা শেয়ার করতেন। দারুণ উপকৃত হতাম। অবশ্যই আমার কবিতা না , আপনার পছন্দের যে কোন কবিতা।
হায় হায়! কাকে কি বললেন! :D
কবিতা পড়ার চমৎকার অনুভূতি কি সেটা যদি জানতেম তাহলে কি আর কবিতা আর কবিদের ভুই পাইতাম? :D
কবিতা ভীষন জটিলস ব্যাপার মাথার দশহাত উপ্রে দিয়া পলায়ন করে।
ছুডোকালে কবিতার সঠিক ব্যাখ্যা লিখিতে না পারার কারনে পেতে রাখা হাতে স্যারের কঞ্চির মারের স্মৃতি এখনো তাড়া করিয়া ফেরে। :D (ফাঁকিবাজ ছিনু)
এমন অর্বাচীনকে এমন চ্যালেঞ্জ ছুড়িয়া মারা ঔচিত্য কর্ম হইলো কি ? ;)
যান! কবিরা শব্দ প্রয়োগে ভয়ঙ্কর এমন বাক্য প্রত্যাহার করিয়া লইলাম । হে হে হে =p~
ভাল থাকুন প্রিয় মনিরা ম্যাডাম। :)

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম বুঝে ফেলেছি ......।
আপনার কাছে চমৎকার একটা কবিতা পাঠের আনন্দ হচ্ছে !!
এক একটা ভ্রমণের আনন্দের সম পর্যায়ে ;)

আপনি ও ভালো থাকুন ; আনন্দে ভ্রমণ করুন।

৩২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,



অযাচিত কতো শব্দ দিয়েই তো কবিতার মালাখানি গেঁথে গেলেন! তবুও শব্দের দেখা মেলেনি বলে আফসোস করতেও দেখলুম।

আসলে আজকালকার কবিতার জন্যে নতুন শব্দ চাই । খেমটার মতো জোরের শব্দ চাই । বখে যাওয়া তারুন্যের মতো নষ্ট শব্দ চাই । খাপে খাপ যাতে মিলে যেতে পারে আজকের খিস্তি-খেউড় খোলামেলা ভাষার সাথে ।
তাই শব্দেরও হাত বদল করতে হবে , আলো জ্বেলে খুঁজে নিতে হবে ধ্রুপদী বর্ণমালা । শব্দের ভান্ডারে টানলাগার আগেই মগজের অলিন্দ থেকে টেনে তুলতে হবে ঘুমছাপ চোখের কিছু কিছু ত্যাদোড় শব্দকে, তবেই না কবিতায় তার পুরো ছাপ ফুটবে!
তাতেও যদি শব্দের শরীর খুঁজে না পান , একটা শরীর বানিয়ে নিন, সাজিয়ে নিন তাকে । তার আগে বুঝে নিন, ঐ শব্দের শরীর ছিলোনা কোথাও আগে।

একটি অন্যরকম কবিতা পাঠে ভালোলাগার শঙ্খনিনাদ করে গেলুম ।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

মনিরা সুলতানা বলেছেন: আপনার ভালোলাগার শঙ্খনিনাদ আমার ভালোলাগার প্রান্ত ছুঁয়ে গেলো !!

হুম আপনার এ কথাগুলো সত্যি বলেই মনে হয়, আমার কবিতাগুলো সে অর্থে আজকালের কবিতার মান স্পর্শে ব্যর্থ। আলো জ্বেলে ধ্রুপদী শব্দই খুঁজে চলেছি নিরন্তর। শব্দ আর শব্দের শরীর এ সাজানোই জরুরী বলে মনে হচ্ছে।
চমৎকার বাক্য বিন্যাসে সব সময়ের মত উৎসাহ দিয়ে গেলেন।

ধন্যবাদ আপনাকে।

৩৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! কবি হইলে 'উৎসর্গে' আমিও ঢুকে পড়তে পারতাম।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আপনি পাঠক ক্যাটাগরি তে নিয়েন।

৩৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! চমৎকার একটি কবিতা লিখেছেন ম্যাডাম। আপনাকে জানাই অনেক অনেক শুভ কামনা।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ কবিতা পাঠে এবং মন্তব্যের জন্য ।
আপনার প্রশংসা মন ছুঁয়ে গেলো ।

৩৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১২

অপু দ্যা গ্রেট বলেছেন:



আসলেই শব্দেরা অভিমানী । আমার সাথে অভিমান করেছে । কয়েক দিন ধরেই কোন কিছু লিখতে পারছি ।

কোন একজন বলেছেন যে প্রতিদিন লিখতে । তাই চেষ্টা করি ।

কবিতা তো ছুয়ে গেল মন ।

কবি অনেক শুভ কামনা ।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

মনিরা সুলতানা বলেছেন: কোন একজন কে কথা যেহেতু দিয়েছেন, কিছু না কিছু লিখে ফেলেবেন; দেখবেন ঠিকঠাক কিছু একটা লেখা হয়ে গেছে।
ছুঁয়ে যাওয়া কবিতায় মুগ্ধতা প্রকাশের জন্য ধন্যবাদ গ্রেট অপু।

আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা।

৩৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

অগ্নি সারথি বলেছেন: কবিতাটা সুন্দর!

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৩৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

মিথী_মারজান বলেছেন: বাহ্! আপু!
যে কবিতা পাঠে এত সুন্দর কাব্যিক অনুভূতি চলে আসে সেই কবিতাটি না জানি কত সুন্দর!
আর এমনিতেও তো দিশেহারা রাজপুত্র অর্থাৎ শুভ্র সরকার ভাইয়ার কবিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই।
অসম্ভব সুন্দর লিখেন ভাইয়া তাই নিঃসন্দেহে বিশ্বাস করা যায় বইটি হবে পাঠকদের জন্য দারুন লোভনীয়।
বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।:)

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে না না, এই শঙ্খশব্দ কবিতা বেশ আগের লেখা;
এই কবিতা টি লিখেছিলাম, আমার পছন্দের, আমার প্রিয় কবি' দের কবিতাগুলো কেমন! সেসব কবিতা পাঠে আমার ভালোলাগাই বা কতটুকু। এর মাঝে শুভ্র'র বই এলো, একসাথে পোস্ট করলাম। এই কবিতা কে কোনমতে' ই জুঁইফুল পড়ার পাঠ প্রতিক্রিয়া বলা যাবে না।
হ্যাঁ দিশেহারা রাজপুত্র সত্যি' ই অসম্ভব ভালো লিখে, এবং পাঠকদের জন্য দারুণ আনন্দ পাঠ হবে নিঃসন্দেহে।

তোমার শুভকামনা দিশেহারা রাজপুত্রের জন্য শুভ হয়েই আসুক!

ভালোবাসা তোমার জন্য।

৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০

শিখা রহমান বলেছেন: নীরা ব্লগে কয়েকদিন ব্যস্ততার জন্য আসা হয়নি আর তার মাঝেই এই কবিতার সুনামি। :)

প্রথমে বইয়ের কথা ও কবি দিশেহারা রাজপুত্রের কথা বলি। বেশীদিন হয়নি ওনার লেখার সাথে পরিচিত হয়েছি। কিন্তু যে কয়েকটা লেখাই পড়েছি মুগ্ধ হয়েছি, কিন্তু আবেশিত হয়েছি। রেশ থাকে যায় অনেক অনেকক্ষণ। মাথায়, হ্রদয়ে শব্দেরা, উপমারা মৌমাছির মতো গুনগুন করে। ওনার বইটা আমি অবশ্যই সংগ্রহ করবো। আমি অবশ্যই এই কবির লেখণী ক্ষমতায় ঈর্ষিত, কিন্তু ওই যে উনি ঈর্ষার পাশে জুঁইফুলের সুবাস রাখতে পারেন। এমন কবির কবিতাকে ভালো না বেসে উপায় আছে। বইয়ের সাফল্য ও পাঠকপ্রিয়তা কামনা করছি।

এখন বলি তোমার কবিতার কথা। তুমি কবি, তবে তুমি শব্দশিল্পীও। সব কবি শব্দশিল্পী নন, আবেগের জন্যেও অনেক কবিতা মন ছুঁয়ে যায়। শব্দেরা মাদল বাজায় তোমার কবিতায়। তুমি শব্দকে যেমন অনেক রূপে, যেমন বহু ছাঁচে গড়তে পারো তেমন খুব কম কবি-লেখকই পারে। কবিতা বরাবরের মতোই দুর্দান্ত হয়েছে। তোমার কবিতারা রোমাঞ্চকর ভ্রমনের মতো, শব্দের বাঁকে বাঁকে আশ্চর্য সব অনুভূতি অপেক্ষা করে থাকে।

ভালোবাসা কবিতার মেয়ে। তোমার সাথে পথ চলাও আনন্দময়, তোমার কবিতারা শব্দের উৎসবে নিয়ে যায়।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

মনিরা সুলতানা বলেছেন: প্রথমেই তাহলে তোমার শুভকামনা জানিয়ে দিলাম রাজপুত্র কে !

আর আমার কবিতা !!
তুমি বলেই অমন করে টের পাও আমার শব্দে শব্দে শিল্প, তুমি বলেই আমার কবিতায় ভ্রমণ রোমাঞ্চ !! এবং পাঠক যখন তুমি তখন আমার কবিতায় শব্দের উৎসব।

ভালোবাসা আগুণের ফুল।

৩৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

বলেছেন: অসাধারণ।ভালো লাগলো কবি।

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনাকে পেয়ে খুব ভালোলাগছে! কোন কবি যখন কবিতা পড়ে, মুল্যায়ন ও কবিতার আঙ্গিকেই হয়।

কবিতা পাঠে এবং ভালোলাগার প্রকাশে ধন্যবাদ।

শুভ কামনা কবি।

৪০| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১

রাকু হাসান বলেছেন:

সকাল সকাল এমন সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালো লাগছে আমার । শব্দের খেলা দারুণ লাগলো । মেলায় বই পাচ্ছি তাহলে, পাতায় কবিতা বন্ধি হওয়ায় আমি খুব আনন্দিত । অভিনন্দন । :)

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম তোমার আনন্দ দেখে ভালোলাগছে ;)
প্রচ্ছদ আর নাম দেখে রাখো, মেলায় গেলে, হাতে একটা চাই।

অভিনন্দন নিলাম :P

৪১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

নজসু বলেছেন:



আপনাকে আগেও বলেছি আপনার কবিতা আমাকে টানে।
আপনার কবিতার ভিতরের কিছু লাইন, কিছু শব্দ আরও নিবিড় করে টানে।
শব্দের নতুনত্বের খেলার সম্ভার আপনার কবিতাতেই খুঁজে পাই।

যখন এই পোষ্টটা দিয়েছিলেন তখন কোন এক কারণে কাজের ব্যস্ততা ছিল।
তাইতো একটামাত্র শব্দে মুগ্ধতা লিখে দায় সেরেছিলাম। :)

আজকে আমাকে টেনেছে প্রেয়সির মণিবন্ধের গয়না পুঁইগোটা রংয়ে সাজা।
ভাবতেই কেমন উদাস উদাস লাগছে।

মৌমাছি মুকুলের রূপ গন্ধে চারদিকে উড়ছে। তাতে বসে সোহাগ করছে।

সন্ধ্যার বাতাসে ঘোরলাগা মৌলী সুবাস আমি এখান থেকেই পাচ্ছি যেন।
এতো ভালো লাগা সহ্য করা সত্যি কঠিন। আমারও মরে যেতে ইচ্ছে করছে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে আগেও বলেছি আপনার কবিতা আমাকে টানে।
আপনার কবিতার ভিতরের কিছু লাইন, কিছু শব্দ আরও নিবিড় করে টানে।
শব্দের নতুনত্বের খেলার সম্ভার আপনার কবিতাতেই খুঁজে পাই


ওরে ওরে এত্ত সুন্দর করে বললে তো এই বলা নিয়েই আবার কবিতা লিখতে বসে যাবো !! ধন্যবাদ ধন্যবাদ ! আপনারা কেউ কেউ এমন করে না বললে আমার হয়ত নতুন কিছু অপরিচিত শব্দে আধো আধো বোলে এভাবে কবিতা লেখা হত না। হয়ত কবিতা' ই লিখতাম না। আপনাদের জন্য ই আমার লেখা লিখি; অন্তরের অন্তঃস্থলের শুভেচ্ছা নিন।

যখন এই পোষ্টটা দিয়েছিলেন তখন কোন এক কারণে কাজের ব্যস্ততা ছিল।
তাইতো একটামাত্র শব্দে মুগ্ধতা লিখে দায় সেরেছিলাম। :)


ব্যাপার না , আমি নিজে ও সেলফোনে ব্লগে আসলে দেখা যায় শুধু পড়ছি। মন্তব্য করা খুব কম হয়।

আজকে আমাকে টেনেছে প্রেয়সির মণিবন্ধের গয়না পুঁইগোটা রংয়ে সাজা।
ভাবতেই কেমন উদাস উদাস লাগছে।

মৌমাছি মুকুলের রূপ গন্ধে চারদিকে উড়ছে। তাতে বসে সোহাগ করছে।


আরেয়ে বাহ !! কী চমৎকার আমার লেখার রূপকল্প এঁকে ফেললেন মনে মনে; আপনার মন্তব্য পড়ে আমি নিজেও আবেশিত হলাম নতুন করে।

সন্ধ্যার বাতাসে ঘোরলাগা মৌলী সুবাস আমি এখান থেকেই পাচ্ছি যেন।
এতো ভালো লাগা সহ্য করা সত্যি কঠিন। আমারও মরে যেতে ইচ্ছে করছে।


সন্ধ্যার এমন ঘোরলাগা মউমউ মৌলী সুবাসে সত্যি সত্যি ই নিশ্বাস নিতে ইচ্ছে করে না, ইচ্ছে করে ঐ সময় টুকু মুহূর্ত গুলো থমকে যাক।


আবেশিত করা অসম্ভব চমৎকার মন্তব্যে মুগ্ধতা রাখলাম।

৪২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

হাবিব বলেছেন:




দাবী আমার একটাই
নিত্যনতুন লেখা চাই।
কবিতা হলে ভালো হয়......... :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
কবিতা তো ভয়েই ছুটি নিয়েছে , কবিদের উপর সবাই ক্ষ্যাপা।

দেখি কিছু একটা লিখে ফেলবো। ধন্যবাদ এমন চমৎকার দাবী দাওয়ার প্রকাশের জন্য। ব্লগারদের আন্তরিকতা সব সময় মন ছুঁয়ে যায়। রাইটার্স ব্লকে আছি মনে হয়; লেখায় একেবারেই মন নেই :(

আপাতত আপনাদের সবার চমৎকার লেখায় ডুবছি ......

৪৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেকদিন ব্লগে নিয়মিত হয়না বিচরণ।
তাই দেখা হয়ে উঠেনি এই সুন্দর কবিতাখানি ।
আজ নির্বাচিত পাতায় আপনার লেখাটি দেখে এখনে চলে এলাম ।
যদিউ আমি কবি নই তারপরেও কবিদের সাথে
সাধারণ পাঠকেরাও এখানে নাক গলাতে পারবে দেখে
সাহসে বুক বেধে মন্তব্যের ঘরে ঢুকে গেলাম নিমেষে ।
যে কোন কবিতারই আমি এক অতি নিরস পাঠক
সব কবিতা্ও পাঠ করা হয়ে উঠেনা সহজে ,
প্রথম দু এক চরন পাঠে মনের মাঝে টোকা খেলে
কিছুটা তার ভিতরে হয় প্রবেশ । কোন কোনটার
গহীনে ডুকে দিশা হারিয়ে কুল কিনারা খুঁজি
বেরিয় আসার তরে । কিন্তু বেরতো হতেই পারিনা
বরং বাধা পরে যাই বিবিধ ধরনের নব নব শব্দ ও ভাবের কাছে ,
কবিতায় থাকা ভাবের সাথে শব্দ সম্ভারের অতলে পরে তালগুল পাকিয়ে
কবিতাটিকে নীজের অজান্তেই নিয়ে যাই অসাধারণের কাতারে ।
কোন কোন সময় একান্তেই হারিয়ে যাই কবিতায় মিশে থাকা
ঘাস, ফুল, নদ, নদী ,জীবজগত ও মানুষের কথা মালার সাথে ।
যাহোক, এই অসাধারন কবিতাটির বিষয়ে কথা আর না বাড়িয়ে
আপনার নতুন পোষ্টেই ফিরে যেতে চাই , সেখানেই
না হয় আরো কিছু কথা বলা বেশী সমীচিন হবে ।
যাবার বেলায় এটাকে প্রিয়তে নিয়ে গেলাম ।

শুভ কামনা রইল ।


০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: আপনি কবিদের আজীবনের উৎসাহ ! আপনার কথায় ,আপনার মন্তব্যে আপনার বিশ্লেষণে একজন লেখক খুঁজে পায় তার গন্তব্য !
আমার লেখালিখি জীবনে আপনাকে সব সময় অনন্য আসনে রাখব। অনেক ধন্যবাদ ভাইয়া সব সময় দরদী মন্তব্যে; আমার সমস্ত ভুল ভ্রান্তি কে পাশ কাটিয়ে।

আপনাকে ব্লগে পেয়ে ভালোলাগছে , অনেক অনেক ভালোথাকার শুভ কামনা আপনার জন্য।

৪৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। শেষের স্তবক দুটো অসাধারণ হয়েছে।
কবিতায় ভাল লাগা + +

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় আপনাকে পেয়ে ভালোলাগলো ! আপনার মত গুণীজনের প্রশংসা সবসময় ই কাঙ্ক্ষিত।
শেষের দু' ই স্তবকে আপনার মুল্যায়ন নিজের লেখা কে নিজের কাছেই অসাধারণত্ব দিলো। কবিতার ভালোলাগা লেখার প্রেরণা হয়ে থাকলো।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার লেখার সাথে থাকবার জন্য।

৪৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন:
কবিতা মানব হৃদয়ের শুদ্ধতম উচ্চারণ। একটা ভাল কবিতা পাঠ শেষে ভাবতে ভাল লাগে, লিখতেও ভাল লাগে।
ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল - কিনেছি। আশাকরি, পরে কোন একদিন পাঠ প্রতিক্রিয়া জানাবো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৩

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব শব্দের ঝংকারে সাজালেন নিজস্ব অনুভূতির ডালা;
আপনার সাথে আমিও বলি " কবিতা মানব হৃদয়ের শুদ্ধতম উচ্চারণ " ধন্যবাদ খায়রুল আহসান ভাই চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল - পড়ে আপনার প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.