নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

অহর পহর

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৬




আমাকে তোর সূর্যোদয়ে
সুপ্রভাতের শব্দ সুখের ফিসফিসানী দিতেই হবে
সে মানে নেই;
প্রভাত রাগে জাগলে পরে আমায় শুধু ছুঁয়ে থাকিস তাতেই হবে।


মধ্যরাতে ভয়ের স্বপন যখন আমায় শীতল করে
লেপের আদর ওম মেশানো হাত টা শুধু মুঠোয় রাখিস;
ছোট্ট করে চার লাইনে যখন লিখি ডাকের চিঠি !
বুক ভরে তার সুবাস খুঁজিস।


নীল আকাশের নীল জোছনায়
একলা থাকিস
একলা রাখিস
খুব যতনে অন্তরাতে সুর' টা কেবল কোমল রাগে হালকা তুলিস।


চাইলেই তোর- পাহাড় চূড়ায় সূর্য উঠুক
মেঘ ছুঁয়ে যাক।
অরন্য তে জংলা ফুলের ঘ্রাণ মিশে থাক ।
আঙিনাতে একটা দুটো স্বপ্ন খেলুক।
মাচার ঝাড়ে ঝিঙের হলুদ পাখনা মেলুক।


শিন্জনে আর সুখের ভেলায় যার বুকে তুই সপ্ত ডিঙায় ঢেউ দিয়ে যাস
সেই তুমি কে বুকের ভাঁজে মেঘল ছোঁয়া মমতাতেই সামলে রাখিস।



অহর পহর
মনিরা সুলতানা
০৪-০২-২০১৯

মন্তব্য ৭৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৫

ডার্ক ম্যান বলেছেন: আবেগের জোয়ারে কবিতা হয়ে উঠেছে প্রাণবন্ত

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩১

মনিরা সুলতানা বলেছেন: আহা! সব কিছুর দায়ভার তো তাকেই নিতে হয়।
জোয়ারে প্রাণবন্ত ভাটা' তে নিষ্প্রাণ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩২

বলেছেন: ওহ,,,,এমন ভাবে লিখেছেন সত্যি কবিতায় মুগ্ধ হলাম।

এটা গানের লিরিক হতে পারে ---

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৯

মনিরা সুলতানা বলেছেন: পাঠের মুগ্ধতা আপনার এক লাইনের মন্তব্যে উচ্ছ্বাস হয়ে উঠে এসছে!!
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ কবি ।

আপনার জন্য আমার বেশ আগের লেখা একটা কবিতা তুলে আনলাম; আশা করছি আপনার ভালো লাগবে। শাব্দিক ভোর

৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১১

বলেছেন: আপনি আসলেই ছন্দের আর শব্দের রাণী।

তুঁতপাতা ভালোবেসে গুঠি
আলপনা আঁকা ঠোঁট
প্রজাপতি সুখ জাগানিয়া।

এমন আকুল আহবান কিভাবে করেন।।।।

শব্দ কবিতায় ভালো থাকুন।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫২

মনিরা সুলতানা বলেছেন: আহা ! আবেশিত পাঠকের এমন সব মূল্যায়নের পর একজন লেখক আর কি চাইতে পারে !!!
শব্দ' রা নিশ্চয়ই আপনাদের শুভ কামনায় শতদল হয়ে প্রস্ফুটিত হবে।

শুভ কামনা আপনার জন্য কবি।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৫

আরোগ্য বলেছেন: অহর প্রহরে অজস্র ভালোলাগা রেখে গেলাম।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: তোমার উপস্থিতি ই আনন্দের আরোগ্য !!
ভালোলাগার অজস্রতায় মুগ্ধতা থাকলো।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৪

নতুন নকিব বলেছেন:



মুগ্ধতা একরাশ!
ছোঁয়া রেখে যেতে
লগইন করলুম।

'পাখানা' না কি 'পাখনা' -কোনটা বলতে চেয়েছিলেন?

শুভকামনা এবং +++

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪০

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনার মুগ্ধতার রাশি আমাকে আপ্লুত করল নতুন নকিব ভাই !
অনেক ধন্যবাদ এতখানি মমতায় কবিতা পাঠের জন্য।

ঠিক করে দিয়েছে, পাখনা লিখতে চেয়েছিলাম :)

ভালো থাকার শুভ কামনা আপনার জন্য ভাইয়া।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিই তৈরী করে রঙিন জীবনের তৈলচিত্র......
আলতো ছোঁয়া বহন করে বিপুল অর্থ.....
সময় নদীতে জীবনের স্রোত বয়ে চলে.....
ছোট্ট কিছু হয়ে যায় অবিচ্ছেদ্য......

নিরুপম কবিতায় বৃষ্টির টুপটাপ ধ্বনি তোলা ভালোলাগা.......

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আর্কি ও !
আশা করছি ভালো ছিলেন!

বাহ! কবিতার উপমায় ভালোলাগা :)

৭| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩০

আকতার আর হোসাইন বলেছেন: আহা! কি কবিতা।

মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম..

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আকতার আর হোসাইন;
আপনার চমৎকার মন্তব্য আমাকে লেখায় উৎসাহিত করবে।

শুভ কামনা।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: কোন বিশেষণই যথেষ্ট নয আপু। আপনি অনন্য! আপনি কবিতা সম্রাজ্ঞি । ++++

শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুনিকে।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:০৭

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের মত সুলেখকদের কাছে এমন আন্তরিক দরদি মন্তব্য পেলে তার রেশ রয়ে যায় বহুদিন।
আপনারা অতটুকু ভালোবাসা নিয়ে আমার লেখা পড়েন সেখানেই আমার লেখার আনন্দ, বিশেষণ সব কিছুই।

অনেক ধন্যবাদ মুগ্ধতায় মমতায় আমার কবিতা পাঠের জন্য।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কবিতা পাঠে মুগ্ধ হলাম আপুনি।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৭

মনিরা সুলতানা বলেছেন: আমার শুভ কামনা তোমার জন্য মাহমুদুর রহমান সুজন!
অনেক অনেক ভালো থেকো।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৩

কালো যাদুকর বলেছেন: অনেক ভাল লাগল

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৮

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ !!
আমার লেখায় জাদুকরের জাদুকরী মন্তব্যে আমি আনন্দিত।

সব সময় ভালো থাকবেন।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর ; আমার লেখার সাথে থাকার জন্য।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৭

অগ্নি সারথি বলেছেন: কবিতাটা সুন্দর লেগেছে মনিরাপা! কুমড়ো ফুলের সাথে কি কোন সম্পর্ক রয়েছে কবিতার?

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: না না পুঁইডাঁটা কুমড়া ফুল কিছুর সাথে সম্পর্ক নেই কবিতার।
কবিতার সম্পর্ক কেবল কবি' র সাথে ! কবি' র অনুভূতি আর ভাবনার সাথে।

ধন্যবাদ অগ্নি :)

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৮

করুণাধারা বলেছেন: শব্দগুলো ঝুমুর ঝুমুর করে ছবি এঁকে দিয়ে গেল..........

চমৎকার কবিতা।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য ও অনেক অনেক মিষ্টি আর রুমঝুম আপু !
শুভেচ্ছা নিবেন।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৮

মাহমুদুর রহমান বলেছেন: রাশি রাশি ভালো লাগা।

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান;
শুভ কামনা আপনার জন্য।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতার মতই চিচিঙ্গা ফুলের ছবিটা চমৎকার।

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

মনিরা সুলতানা বলেছেন: বাহ আপনি তো ফুল ও প্রায় চিনে ফেলেছেন ! তবে ফুলটা চাল কুমড়ার ফুল।
ধন্যবাদ আমার গাছের ফুল আর কবিতার প্রশাংসার জন্য ।

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

অজ্ঞ বালক বলেছেন: ড্যাম গুড কবিতা। খুবই ভাল্লাগসে। কবিতাটা মাথা নাড়াইয়া নাড়াইয়া তালে তালে পড়তে পারসি মানে ছন্দও ঠিক আসে। জোস। শান্তি পাইলাম। ভালো কবিতা পড়ার যেই শান্তি আর কিছুর সাথে সেইটার তুলনা চলে না।

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ওয়াও !! আপনার মন্তব্যে শুধুই মুগ্ধতা;
চমৎকার আপনার প্রকাশ ভঙ্গি ! আশা করছি নিয়মিত আপনাকে পাবো ব্লগে এখন থেকে।
ভালো বা পছন্দের কবিতা পাঠে আনন্দ পান, মানে আপনি একজন নিঃসন্দেহে লা জওয়াব পাঠক! আমার অভিনন্দন নিন।


শুভ কামনা বালক।

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

হাবিব বলেছেন:




নাম না জানা ফুলের মাঝে
সকাল দুপুর সন্ধ্যা সাঝে
ফুটুক তোমার হাসি......

দিবস প্রহর থাকুক কাজে
লোকজনেরা মরুক লাজে
তোকেই ভালোবাসি........

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৬

মনিরা সুলতানা বলেছেন: দারুণ !!
ধন্যবাদ হাবিব স্যার স্নিগ্ধ ক'লাইন আমার কবিতার মন্তব্যে রেখে যাবার জন্য।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো ছিলাম এবং আছি :)

আপনার আরেকটি পোস্টেও যথাশীঘ্রই কমেন্ট পাবেন।

২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ ! ভালোথাকা কিন্তু বেশ ভালোই !
আচ্ছা অপেক্ষায় আছি মন্তব্যের।

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

মুক্তা নীল বলেছেন:
প্রিয় মুনিরা আপা,
যে থাকে সূর্যোদয়ে 
সুপ্রভাতের, মাঝরাতে সপ্নের ভয় ভাঙিয়ে হাতটা শক্ত হাতে ধরে রাখার আহ্বান, চিঠির মাঝে গোলাপে পাপড়ির সুগন্ধি....
এটা অধিকারের দাবি রাখে।
নীল জোছনায় দুটো তারা তাদের মনের আনন্দে মান অভিমানের গানে ভাসিয়ে নিবে।
সূর্য আর মেঘের সম্পর্কটা অনেক আবেগের, সেই আবেগের সাথে অরণ্যও মিশেল যেনো একাকার ।
শেষের লাইনটা আপা, অনবদ্য ।
কি -যে -লেখেন , মনের ভেতরে একেবারে গেঁথে যায়।

কবিতায় অসম্ভব অসম্ভব ভালোলাগা এবং তা প্রিয়তে।

২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১০

মনিরা সুলতানা বলেছেন: মুক্তা নীল !! আপনি সত্যি ই একজন দারুণ পাঠক;
আমার লেখায় আপনার উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে ভীষণ; এত সুন্দর করে কবিতা সংশিস্ট মন্তব্য করেন যে লেখার অলংকার হয়ে থাকে, এক একটা মন্তব্য।

ভালোলাগা ভালোবাসা এবং প্রিয়তা সব কিছু তে আমার ভালোলাগা রাখলাম।

২০| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অহর মানে প্রতি বা সব, অহর্নিশি,অহরহ...
পহর/প্রহর মানে ক্ষণ

এমনি তো মানে? নয়!

দারুন আবৃত্তির ভিডিওটা বোনাস হিসেবেই যেন পাওয়া :)

অহর-পহর

২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৬

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা ! এত একদম ঘরের থুক্কু ফেসবুকের কথা ব্লগে জানলো কেমনে অবস্থা :P
ধন্যবাদ ধন্যবাদ খুঁজে খুঁজে ব্লগের অন্যদের দেখার সুযোগ করে দেয়ার জন্য। আসলে নিজের কথা ঢোল নিজে বলতে আজকাল লজ্জা পাই কিনা ;)

শিরোনামে আপনার বিশ্লেষণ একদম ১০০ !

২১| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৭

সুমন কর বলেছেন: মিষ্টি সুন্দর কবিতা। সুন্দর হয়েছে। +।

২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৮

মনিরা সুলতানা বলেছেন: হুম যেমন সুমন করের মন্তব্য সব সময় অনেক অনেক মিষ্টতা নিয়ে আসে লেখার আনন্দে।
ধন্যবাদ ধন্যবাদ :)

২২| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৮

মেঘ প্রিয় বালক বলেছেন: ইচ্ছেগুলো অাবেগময় ছিলো। হৃদয়ের রক্তিম শব্দচয়ন। আমার ব্লগের চিরকুট পড়ার আমন্ত্রণ রইলো।

২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২০

মনিরা সুলতানা বলেছেন: ইচ্ছের আবেগ ছোঁয়া ও কিন্তু বেশ ! শব্দচয়নে আপনার ভালোলাগা' র জন্য ধন্যবাদ।
আপনার ব্লগ ভ্রমণের আমন্ত্রণ আনন্দের সাথে গ্রহণ করলাম; দেখা হচ্ছে অপান্র চিরকুটে।

২৩| ২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১০

জুন বলেছেন: ছন্দে ছন্দে দুলো আনন্দে, তুমি বনফুলগো ও ----
আহা কি দারুন সব শব্দে গাথা কবিতা মনিরা।
ভালোলাগছে অনেক
+

২০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৬

মনিরা সুলতানা বলেছেন: যেমন ই লিখি আপু, আপনার মন্তব্যে সেটা হয়ে উঠে অনন্য ! ছুঁয়ে যায় ভালোলাগার আনন্দ।
অনেক ধন্যবাদ আপু সাথে থাকার জন্য সব সময়ে :)

২৪| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১২

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




হলুদ ঝিঙেফুলের মতোই নেচে নেচে, ছন্দে ছন্দে, দুলে দুলে কিছু বাসনারা খেলা করে গেছে। সুন্দর।

এমন করেই মনিরার হাতে কবিতা খেলুক
অহর পহর সবখানেতেই তার ছন্দ দুলুক
নীল আকাশে সূর্য্যের মতোই শব্দ জ্বলুক।

২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাইয়া !
আপনার মন্তব্য সব সময় ই একটুকরো ফাল্গুনী হাওয়া; অসম্ভব মমতায় আঁকেন আপনি মন্তব্য।

ভালো থাকার শুভ কামনা।

২৫| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



সামুর বুকে চিহ্ন ফেলে ছুটে চলা;
চোখের পাতায় ভাসে ছোট
এক কবিতা অহর পহর
আলতো করে দেখে যাই তাকে
সন্বিত ফিরে তার কথার বাঁকে
এযে আমারই চেনা মনিরা’পা ।

চমৎকার হয়েছে কবিতা
সরাসরি প্রিয়তে ।

শুভেচ্ছা রইল

০২ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

মনিরা সুলতানা বলেছেন: দারুণ ক'লাইনে ভালোলাগা ডঃ এম এ আলী ভাই !
আশা করছি ভালো ছিলেন, আপনার মন্তব্য সব সময় ই অনুপ্রাণিত করে লেখায়।
ভালোলাগা প্রকাশ এবং প্রিয় তে রাখার জন্য ধন্যবাদ।

২৬| ০১ লা মে, ২০১৯ রাত ১০:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন :)

০২ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

মনিরা সুলতানা বলেছেন: গতকাল কিছুক্ষণ ঘুরে এসছি, অবশ্যই যাবো।

২৭| ০২ রা মে, ২০১৯ রাত ৮:৪২

মুক্তা নীল বলেছেন: আপা
কেমন আছেন ?অনেকদিন পর ব্লগে এলেন । একটা সত্যি ঘটনা লিখেছিলাম । সময় পেলে পড়ে দেখবেন । আমার ভালো লাগবে।

০২ রা মে, ২০১৯ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: সময় নিয়ে অবশ্যই যাবো মুক্তা নীল!
অনেক ধন্যবাদ।

২৮| ০২ রা মে, ২০১৯ রাত ১১:৪৩

রাকু হাসান বলেছেন:

কবিতা আমাকে প্রশান্তির চাদরে মুড়ে দিয়েছে । এত সুন্দর করে কিভাবে ভাবে আরও কিভাবেই বা লিখে জানি না । অনেক দিন পর তোমার কবিতা পড়লাম । এর মাঝে দুটি কবিতা মিস হয়ে গেছে । মন ভালো হয়ে যাওয়া কবিতা । শুভরাত্রি ।

০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: তোমার মন্তব্য ও আমাকে প্রশান্তির চাদরে আবৃত করলো; এত এত মায়া !! মন ভালো হয়ে থাকে।
আচ্ছা সব লেখা যে পড়তেই হবে এমন না, মাঝে মাঝে না এলে কেবল খুঁজি, ভালো আছো নিশ্চয়ই!!

শুভ কামনা অফুরন্ত।

২৯| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৮

অর্পিতা মন্ডল বলেছেন: খুব আবেগী ও ছন্দময় লেখা। মন ছুঁয়ে গেল।

০৮ ই মে, ২০১৯ সকাল ১১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

৩০| ০৮ ই মে, ২০১৯ সকাল ১১:৪৭

নজসু বলেছেন:



আপনার কবিতার শব্দ আমাকে অন্য এক জগতে নিয়ে যায় যেন।

ফুলটা কি কুমড়ো ফুল?

০৮ ই মে, ২০১৯ সকাল ১১:৫০

মনিরা সুলতানা বলেছেন: কবিতার পাঠক হিসেবে তোমাদের কে পাওয়া আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা! অনুপ্রেরণা !
অনেক ধন্যবাদ লেখার সাথে থাকার জন্য।

হুম কুমড়ো ফুল ই এটা জালি কুমড়ো বা চাল কুমড়োর ফুল।

৩১| ০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৪

জাহিদ অনিক বলেছেন:
চমৎকার সুন্দর কবিতা 'অহর পহর '

০৮ ই মে, ২০১৯ দুপুর ১:১৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ !
প্রশংসায় আনন্দিত আমি।

৩২| ১৪ ই মে, ২০১৯ ভোর ৫:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনারা তো ব্লগে আসতে পারছেন, আমাদের কষ্টটা কে বুঝবে বলুন ?
দীর্ঘ প্রতিক্ষার পর আজ আসতে পারলাম,
তাও জানিনা কতক্ষন, কতদিন বা কত ঘন্টা ???
.........................................................................................
অনেক অনেক শুকরিয়া,রমজান মাসের শুকরিয়া
আমার প্রিয় ব্লগে আজ প্রবেশ করতে পারলাম ।

১৪ ই মে, ২০১৯ রাত ১০:১২

মনিরা সুলতানা বলেছেন: আমারা ব্লগে আসতে পারলেও, কয়েকজন এসে কি করবো ! আপনাদের সবাই কে মিস করি ; আশা করছি আবার আগের মত আনন্দময় ব্লগিং করতে পারবো, সবাই মিলে।

অনেকদিন পর পরিচিত মুখ দেখে ভালো লাগছে ! আপনাকে ও রমজানের শুভেচ্ছা।

৩৩| ১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:৫২

আখেনাটেন বলেছেন: ওম মেশানো হাত টা শুধু মুঠোয় রাখিস -- হুম; এরকম ওম ছড়িয়ে পড়ুক বিশ্ববিধাত্রীর আনাচে কানাচে।

ভালোবাসায় সিক্ত হোক সকল...; :D


ভালো লাগল লেখা।

১৬ ই মে, ২০১৯ দুপুর ২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম ছড়িয়ে যাক সব খানে :)

৩৪| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার পোস্টে লাইক দিলেও কমেন্ট পাচ্ছি না যে......

১৬ ই মে, ২০১৯ রাত ১০:২২

মনিরা সুলতানা বলেছেন: আমি অধিকাংশ সময় কি যে মন্তব্য করবো বুঝে উঠতে পারি না :(
আপনি তো অব সময় ই ভালো লিখেন।

৩৫| ১৬ ই মে, ২০১৯ রাত ১১:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি সাধারণ একজন ব্লগার মাত্র। আপনার যা মনে হয় তা-ই মন্তব্য করবেন। এক্ষেত্রে সমালোচনা করা আমি বেশি প্রেফার করবো। আর মন্তব্য করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার লেখা পড়েন এটাই আমার কাছে প্রেরণার। আশাকরি ভুল বুঝবেন না।

শুভকামনা বয়ে চলুক আজীবন.....

১৭ ই মে, ২০১৯ দুপুর ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: সমালোচনা !!!
আমার নিজের ই এত ভুল থাকে ; তাছাড়া কাউকে পড়তে গেলে আমার চোখে ভালোলাগা টাই ধরা দেয়।
হুম আমি পড়তে পছন্দ করি, পড়ার ব্যাপারে অনেকটাই সর্বভুক।

ভালো থাকুন।

৩৬| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে মে, ২০১৯ রাত ১০:২৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার !
আশা করছি ভালো আছেন, এবং ব্লগে ফিরেছেন।

শুভ কামনা।

৩৭| ০৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:১২

খায়রুল আহসান বলেছেন: "আঙিনাতে একটা দুটো স্বপ্ন খেলুক" - আমার মনে হয়, সুন্দর কবিতাটির সুন্দরতম লাইন এটি। আর তার পরেরটি হচ্ছে"
"ওম মেশানো হাত টা শুধু মুঠোয় রাখিস"
চমৎকার কবিতায় প্লাস + +

১১ ই জুন, ২০১৯ দুপুর ১:৫১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্যে এবং পছন্দের লাইনগুলো তুলে আনার জন্য কৃতজ্ঞতা;
আপনার প্রশংসা সব সময় ই দারুণ অনুপ্রেরণার !!
ধন্যবাদ লেখার সাথে থাকার জন্য।

৩৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৫

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় কত শত ফুল ফুটেছে......
ভাল লাগাবেই প্রিয় কবিতা

২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

মনিরা সুলতানা বলেছেন: কবি !!
কবিতায় কত শত ফুলের সৌরভ একজন কবিকেই টানে, কবি বলেই ভালো লাগার প্রকাশে শিশির ঝরায়।

ধন্যবাদ ভ্রমর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.