নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

কাব্য

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২১



কবিতা কি মধ্যদুপুর
হৃদ ছোঁয়া কোমল হাওয়ার পরশ !

তুমুল বর্ষার স্বচ্ছ জলে মুগ্ধ ধ্যানী বক এর প্রতিবিম্ব
শ্রাবণের ঢলে ষোড়শী তনুমনে শিহরণ জাগানিয়া আবেশ
এয়োতি' র ভাতঘুম লণ্ডভণ্ড করা দস্যুতা,
বাসী বকুলের ঘ্রাণ নিয়ে বুকের ভাঁজের ওম
আর নোনা ঘাম মুছে নেয়া আঁচল ?


প্রিয় হয়ে উঠা পংক্তিমালা সব, ক্লান্ত পথিকের মরুদ্যান
দূরহতে ডাকা কনেদেখা আলোর বিকেলের ঘ্রাণ।
ঠাসবুনটের নকশীপাড় চিত্ররুপ নিয়ে নামা সন্ধ্যা কে
- আমি কবিতা নামে ডাকি।
সে রাতগুলো হয় তুলির আচড়ে আলতো আদরের ক্যালিগ্রাফী
কোন শিল্পির একাগ্র চিত্তে ভাবনার রঙে বোনা তৈলচিত্র ।


ধান শালিকের শখ ছুঁয়ে, সুখ নিয়ে এমন সব মাহেন্দ্রক্ষণ
আকাশের বুকে তারাদের লুকোচুরি কে আমি কাব্য নামে ডাকি
যা শাশ্বত সুস্থির আর সোহাগী-
কচুরিপানার বর্ণীল উজ্জ্বলতা নিয়ে কাছে ডাকে জীবন কে।


বইয়ের ভাঁজের দাগের উপর, খেরো খাতার পাতার ভেতর
খুব র'য়ে যায় যত্ন নোঙর;
হ্যাঁচকা টানের সুতোয় সুতোয় বর্ষা নামায় একলা প্রহর
ফুলতোলা ঐ জামার ভেতর।
সুক্ত পায়েশ মায়ের হাতের, রেশ রেখে যায় শুদ্ধাচারের।


কিছু কবিতা দীর্ঘ শীতের না ফুরনো রাত
শালুক প্রহরের কান্না ;
আধোভেজা বনটিয়ার জুবুথুবু শোক প্রস্তাব।
চুইয়ে পরা রক্ত জবার মাদকতা
কাঁটা গোলাপের ঝাড় !
বেলা অবেলায় আলগোছে ঝরা-
মালা ছেঁড়া শব্দ শতদল ই কবিতা।
আর !
মগ্নচৈতন্যে ডুব সাতারুর নাম কবি

মন্তব্য ৭৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:





অনেক অনেক দিন পর মনিরা বুবু’র লেখা পেলাম মনে হচ্ছে।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

মনিরা সুলতানা বলেছেন: শুভ দুপুর !
অনেকদিন পর ফিরেছি যে ব্লগে; লেখায় এখন ও ফিরতে পারিনী :(
অনেকদিন পোস্ট দিচ্ছি না, তাই যতটুকু আছে তা নিয়েই ফিরলাম।

ভালো আছ নিশ্চয়ই !

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

হাবিব বলেছেন: নোনা ঘাম মুছে দেয়া আঁচলের মতোই শীতল কবিতা.......... ২নং মুছে দিয়েন

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! বেশ বলেছেন তো -
ধন্যবাদ স্যার চমৎকার মন্তব্যে উৎসাহিত করার জন্য।

শুভেচ্ছা আপনার জন্য।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

নীল আকাশ বলেছেন: ব্লগের কবিতা সম্রাজ্ঞীর ফিরে আসার জন্য অভিনন্দন রইল।
যাক, অবশেষ সময় বের ক রতে পারলেন তাহলে!
কবিতার স্বরূপ বিশ্লেষন!! কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা রইল।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ নীল আকাশ !
হুম অনেক অনেক দিন পর ফিরলাম , অনেক অনেক লেখা জমে আছে ; সময় করে বিসমিল্লাহ বলে যেহেতু পোষ্ট দিয়ে ফেলেছি আশা করছি সবার লেখায় ও ফিরবো ।

ভালোলাগার প্রকাশে আমার ভালোলাগা রইলো।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

আরাফআহনাফ বলেছেন: "কিছু কবিতা দীর্ঘ শীতের না ফুরনো রাত
শালুক প্রহরের কান্না ;
আধোভেজা বনটিয়ার জুবুথুবু শোক প্রস্তাব।
চুইয়ে পরা রক্ত জবার মাদকতা
কাঁটা গোলাপের ঝাড় !
বেলা অবেলায় আলগোছে ঝরা-
মালা ছেঁড়া শব্দ শতদল ই কবিতা।
আর !
মগ্নচৈতন্যে ডুব সাতারুর নাম কবি"


কী অসাধারন বলে গেলেন - আমি অভিভূত,মুগ্ধ!!!
ভালো লাগা জানিয়ে গেলাম।

++++++++

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা আপনার চমৎকার আন্তরিক মন্তব্যে !
ব্লগে থাকুন , লেখায় থাকুন।

শুভ কামনা :)

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতায় বুঁদ হয়ে গেলাম ! ++

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা দীর্ঘস্থায়ী হোক !
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ; শুভ কামনা আপনার জন্য।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২

বাকপ্রবাস বলেছেন: কবি যা দেখেন এবং যা ভাবেন সবই কবিতা, সবকিছু যেন কবিতারই উপকরণ।
সুন্দর।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: কবি' রা অনুভব করে দেখার চেয়ে বেশি; ভাবনাও পাখামেলে নিত্য।
হয়ত তাই সবকিছুই কবিতার হয়, কবিতায় প্রকাশিত হয়।


শুভ কামনা বাকপ্রবাস !

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:





মনিরা বুবু ভালো আছি। আমিও আপনার জন্য দোয়া করি আপনার প্রতিটি দিন হোক সুন্দর স্বচ্ছ নির্মল। বুবু “দিন যায় কথা থাকে” তাই লেখালেখি করি থাকুক কিছু লেখা। বয়ষ হয়েছে তাই অবসরে যাওয়ার চিন্তা করছি। দোয়া করবেন।।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: খুব খুব ভালো থাকার শুভ কামনা !
অনন্য শুভেচ্ছায় আপ্লুত হলাম।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫

নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর :)

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

মনিরা সুলতানা বলেছেন: দারুণ এক লাইনে উৎসাহ দিয়ে গেলেন লেখায় ।
আমার লেখায় স্বাগত !

নিশ্চয়ই কথা হবে ব্লগিয় মিথস্ক্রিয়ায় ;
ভালো থাকার শুভ কামনা।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

সোনালী ডানার চিল বলেছেন:

আলাদা কোন অংশ উল্লেখ না করেই বলছি, পুরো কবিতাটাই অনবদ্য!
শুভকামনা রইল কবি!

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখার মতই চমৎকার সাবলীল আপনার মন্তব্য ;
অনেক অনেক ধন্যবাদ!
প্রিয় লেখকদের ভালোলাগা সব সময়ই আনন্দের।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা তুমি উদাসী দুপুরে
বটের ঝিলিমিলি পাতা।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

মনিরা সুলতানা বলেছেন: যেমন ইচ্ছ লেখার আমার কবিতার খাতা _
ধন্যবাদ মোঃ মাইদুল সরকার!
আপনার উপস্থিতি সবসময়ই উৎসাহ আনে লেখায়।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি আর কবিতা ।

সুন্দর+

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

মনিরা সুলতানা বলেছেন: হুম সব সময় ই কবি আর কবিতা সুন্দর।
ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর লিখো আপি
হিংসে হয় হিংসে :)
ভালোবাসা নিয়ো

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

মনিরা সুলতানা বলেছেন: আপনার মত প্রচুর লিখতে পারি কোথায় ! এত এত সুন্দর ছবি ও তোলেন। অনেক গুণী আপনি।
ভালোবাসা আপু ।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ !
অনেক অনেক শুভ কামনা।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা পাঠের সঙ্গে অসম্ভব ভালোলাগাতে হৃদয় দুলে উঠলো। মুগ্ধতার আবেশ চোখ বুঁজে এলো। অসম্ভব ভালোলাগা আপু ++++

সীমাহীন শুভেচ্ছা আপনাকে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য সবসময় ই আপনার লেখার মত মার্জিত মধুর এবং আন্তরিক !
ভালো থাকার শুভ কামনা আপনার জন্য পদাতিক চৌধুরী :)

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

কিরমানী লিটন বলেছেন: গভীরের উপলব্ধি - অতল ছুঁয়ে গেলো আপু - অসাধার.....

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কবি !
কবিতায় শব্দে হৃদয়কে স্পর্শ করাটাই আনন্দের ।

শুভকামনা !

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

জাহিদ অনিক বলেছেন: কবিতা, কবি যা লিখেন তাই কবিতা। আর কবি? সে তো বলেই দিলেন শেষ লাইনে।
ব্লগ কবিতায় ছেয়ে যাক। আর কবিদের লেখা আসুক।
অনেকদিন পর কবিতায় ফেরা হলো আপনার। শুভেচ্ছা কবি।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর লেখা কবিতা তারও অনেকদিন পর আলোর মুখ দেখেছে ;
আশা করছি দুর্দান্ত এক কবি' র শুভ কামনায় ফিরতে পারবো কবিতায় আজকাল।

ভালো থেকো, আমাদের জন্য অনেক অনেক লিখ।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪

আরোগ্য বলেছেন: বহুদিন পর প্রকৃতিপ্রেমী কবির আগমন ঘটলো ব্লগে। পুনরায় স্বাগতম।
আশা করি ভালো আছেন মনিরা আপা।
কবিতায় অজস্র ভালোলাগা রেখে গেলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

মনিরা সুলতানা বলেছেন: বহুদিন লিখতে না পেরে আমিও ক্লান্ত; আর প্রকৃতি' তে সবাইকেই ফিরতে হয়।
ভালোলাগায় আন্তরিক ধন্যবাদ আরোগ্য।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬

আসোয়াদ লোদি বলেছেন: অলঙ্কার সমৃদ্ধ রূপসী কবিতা
রেখে গেলাম পাঠকের মুগ্ধতা।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আসোয়াদ লোদি!
লেখায় আপনার প্রশংসা বাক্য ফুল হয়ে ফুটুক।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৪

সোহানী বলেছেন: অনেকদিন পর মনে হয় লিখলা মনিরা........।

কবিতায় ভালোলাগা। তোমার কবিস্বত্ত্বা সত্যিই অসাধারন।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১১

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু !
অনেকদিন পর লিখতে পেরে আমিও আনন্দিত; সাথে তোমাদের ভালোলাগার প্রকাশ আমাকে উৎসাহিত করে।
ভালোবাসা আপু।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,




কবিতা নিয়েই করে গেছেন ফুলতোলা জামার মতো এক কাব্য।

আসলে, ব্যাখ্যাতীত এক সন্ধ্যেয় অব্যক্ত কথাগুলোর শ্রুতিময় রূপই হলো কবিতা ।
কবিতা যে কি আর কি নয় তা দেখুন এখানে--তাহলে কবিতা কি ? কাহাকে বলে কবিতা ?

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১

মনিরা সুলতানা বলেছেন: ব্যাখ্যাতীত এক সন্ধ্যেয় অব্যক্ত কথাগুলোর শ্রুতিময় রূপই হলো কবিতা ।

কী অসাধারণ আপনার প্রকাশ!! আপনি আক্ষরিক অর্থেই অনুসরণীয় অগ্রজ।
কৃতজ্ঞতা আমার লেখার সাথে থাকার জন্য।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪

রুমী ইয়াসমীন বলেছেন: কবিতাটা যেমন সুন্দর ফুলের ছবিটাও তেমন সুন্দর।
অনেক মুগ্ধ হয়েছি কবিতাটা পড়ে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: থ্যাংকু রুমী ইয়াসমীন ! আশা করছি ভালো আছেন !
কবিতা আপনার ভালোলেগেছে, এ আমার লেখার আনন্দ !
আমার মোবাইলে তোলা চন্দ্রপ্রভা'র ছবি।

অনেক অনেক ভালো থাকুন সব সময়।

২২| ২৯ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৩

ডঃ এম এ আলী বলেছেন:
পাঠে মনে হল এটি হয়েছে যেন অপরূপ শব্দসম্ভারে এক অনুপম অলংকারশাস্র ।
শুধু কি কবিতা, প্রচ্ছদের ফুলের ছবিটাও হয়েছে অতি সুন্দর , ফুলের সাথে কবিরও যেন রয়েছে এক নিবীর অন্তরঙ্গতা । শুধু ধরনীর ফুল কেন ধান শালিখ হয়ে ফুলের মত ফুটে থাকা তারাদের সাথে লুকোচুরী খেলার কথা ও উঠে এসেছে কবিতাটিতে। আরো আছে কাব্য কাকে তা নিয়ে কথা ।

তবে আমার মনে হয় ভাল একটি কবিতা পাঠে কাব্যের সংজ্ঞা খুঁজার কোনো দরকার পড়ে না যেমনটি এই কবিতা পাঠেই দেখতে পাই, কবিতায় থাকা কিছু কথা দিয়েই না হয় একটি উদাহরণ দেই:
ধান শালিখের সখ ছুঁয়ে, সুখ নিয়ে এমন সব মহেন্দ্রক্ষনে
আকাশের বুকে তারাদের লুকোচুরিকে আমি কাব্য নামে ডাকি

কবিতার কথাগুলোর সরলার্থ ও গুঢ়ার্থ কত ভাবে্‌ইতো উপলব্দি করা যায়, জানি কবির নীজস্ব অনুভবের সাথে মিলবেনা তবু এভাবেওতো উপলব্ধি করা যায়- ধান শিড়ি নদীটির তীরে গাছের ডালে নীজ নীড়ে আনমনে বসে আছে একটি বিরহী নারী শালিখ। এমনি ক্ষনে একটি পুরুষ ধান শালিক আনন্দের স্পর্শ দিল তাকে। সে সুখেই নারী শালিখটি মাটির শ্পর্শ ছেড়ে আকাশে উড়াল দিল একসাথে। আর এই আনন্দ সুখকে ধরে রাখার জন্য হতে চায় তারা বাধনহীন। তাইতো মহাবিশ্বের সাথে ঐক্য গড়ে আকাশের বুকে ফুলের মত ফুটে থাকা তারাদের সাথে লোকোচুরি খেলে জন্ম দিল মনোমুগ্ধকর এক কাব্য সুধার। এই কাব্য সুধা পানে আমরাও হলাম মত্ত।
এর চেয়ে বেশি আর কোনটিকে কাব্য বলে ডাকা হবে তা বলতে পারিনা।

ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।

এত সুন্দর কাব্য খানি প্রিয়তে তুলে রাখলাম ।

শুভেচ্ছা রইল

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

মনিরা সুলতানা বলেছেন: কবিতা নিঙরে চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন ডঃ এম এ আলী ভাই !
অনেক অনেক ধন্যবাদ আমার লেখায় অতটাই আন্তরিক ভাবে থাকার জন্য। প্রিয়তে নিয়েছেন!! কৃতজ্ঞ আমি।

আপনার জন্য অনেক অনেক ভালো থাকার শুভ কামনা।

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১০

শের শায়রী বলেছেন: অনেক দিন পর লিখলেন। কবিতা খুব একটা বুজি না, তবে আপনার প্রতি শ্রদ্ধা সব সময়ের মত।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

মনিরা সুলতানা বলেছেন: লেখায় আপনাকে পেয়ে ভালোলাগছে ভাইয়া!
হ্যাঁ বেশ কিছুদিন পর লিখলাম;
আপনি /আপনারা আশা করছি ভালো ছিলেন।
আপনার জন্য সতত শুভ কামনা।

২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:১২

মুক্তা নীল বলেছেন:

মনিরা আপা ,
অনেকদিন পর আপনাকে পেয়ে কিযে ভালোলাগছে,,

বেলা-অবেলার অব্যক্ত অনুভূতির অনুভবগুলো বিভিন্ন
ধরনের হয় ঠিক যেন জীবনের এপিঠ ওপিঠ।
অনেকদিন পর আমার প্রিয় কবিরানীর কবিতা
পড়লাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: মুক্তা নীল !!
আমার শুভেচ্ছা নিন; ব্লগে বা লেখায় ফিরতে পারলে আমার নিজের ও অনেক ভালো লাগে। সাথে আপনাদের আন্তরিকতা আমাকে অভিভূত করে।

শুভ কামনা :)

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !!
আমার লেখায় আপনাকে স্বাগত , শুভ কামনা আপনার জন্য।

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫

মিরোরডডল বলেছেন: আপনার লেখা অদ্ভুত সুন্দর ।
আমার অনেকি প্রিয় শব্দের সম্ভার ।
কনে দেখা রোদ , কচুরিপানা , ধান শালি্ক,
ডুব সাতারু , একলা প্রহর
Excellent!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য এই অগ্রহায়ণের মিষ্টি শীতের সন্ধ্যার মায়া ছাড়ালো!
আমাকে ভালোলাগায় মাতালো!

অত মমতা নিয়ে লেখা পড়ছেন, আপনার জন্য অন্তরের অন্তস্থলের শুভেচ্ছা; আপনার চমৎকার প্রকাশে ভালোলাগা।

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

মিরোরডডল বলেছেন: আর ফুলের ছবিটাও সেইরকম!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

মনিরা সুলতানা বলেছেন: চন্দ্রপ্রভার এই ঝুমকো দোল আমাকে ও আপ্লূত করে।
অবিরাম শুভেচ্ছা।

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

বিজন রয় বলেছেন: আপা, প্রথম তিন লাইন পড়ে এস চতুর্থ লাইনে এসে আমি বাঁধা পেলাম।
তার পরের থেকে আবার সচল।

আপনি মাটির এক কাছে পৌঁছান কি করে।
আপনার কবিতার কাব্যতা অনেকক্ষন আচ্ছন্ন করে রাখে।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য সবসময় আমাকে কবিতা নিয়ে ভাবতে শেখায়; আপনি কবিতা নিয়ে কাজ করেন বলেই হয়ত।
চতুর্থ লাইনে বাঁধা টা কিসের !!! ছন্দের নাকি ভাবার্থের? জানতে পারলে ভালোলাগত।

প্রকৃতি আমাকে সব সময় আবেশিত করে, আমার সবকিছুর প্রকাশ ই প্রকৃতিতে।
আপনার আছন্নতায় আমার ভালোলাগা।

শুভ কামনা রয়!

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: আপা, ধন্যবাদ।
আমি আসলে বাঁধা পেয়েছি ছন্দে বা শব্দে।

লাইনটি যদি আমি এভাবে বলতে পারতাম.........
শ্রাবণ ঢলে ষোড়শী মনে শিহরণ জাগানো আবেশ.... তাহলে আমার কাছে অনেক ছন্দময় হতো..... বিশেষ করে আগের তিন লাইনের ধারাবাহিকতায়!

আমি তনু শব্দটি বাদ দিয়েছি আর জাগানিয়া শব্দটি পরিবর্তন করেছি।

কিছু মনে করবেন না আপা। পাঠক হিসেবে আমার অমন মনে হতেই পারে। তবে আমি জোর করছি না।
আসলে ভাষা, শব্দ কিংবা ছন্দ সবই কবির নিজস্বতা বা স্বাকীয়তা।

আপা, আপনায় কবিতায় অনেক আগে থেকেই আমি আমার 'মায়ের' সুগন্ধ পাই। এটা আপনাকে কখনো বলিনি, আজ বললাম।

শুভকামনা সবসময়ের।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! দারুন মিস্টি করে বললেন তো !!! "মায়ের সুগন্ধ"

অবশ্যই পাঠক হিসেবে আপনার মতামত আমার কাছে সুস্বাগত; লেখকের আগ্রহ সবসময়েই পাঠকের প্রতিক্রিয়ায়।
অনেক অনেক ধন্যবাদ কবিতার সাথে থাকার জন্য।

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০৪

ওমেরা বলেছেন: অপরূপ সুন্দর শব্দগুলো নান্দনিক ছন্দে গেথেঁছেন কাব্যমালা তাতে রেখে গেলাম আমার হৃদয়ের ভালোলাগা।
অনেক ধন্যবাদ আপুনি।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: তোমার কোমল হৃদয়ের ভালোলাগা আমার জন্য প্ররণা হয়ে রইলো!
ভালোবাসা নিও।

৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

মলাসইলমুইনা বলেছেন: কিছু কবিতা না, আপনার সব কবিতাই দীর্ঘ শীতের রাতের মতো ----কবিতার লাইনগুলোই শুধু শেষ হয় কিন্তু তার রস সুর ছন্দ শব্দশৈলীর গুঞ্জন আর শেষ হয় না । এই কবিতাতেও তাই হলো । মিররডডল, আর সোহানী মনে হয় তাদের মন্তব্যতে আমার কথাগুলো বেশি প্রিসাইস আর কনসাইস করে বলে দিয়েছেন । আর আপনার কবিতা পড়ে যেই ভাবনা আসে সব সময়ই কিন্তু লেখাজোখার আজন্ম সীমাবদ্ধতায় যা বলা হয় না সেই ভাবনাগুলো কমপিউটারের কি বোর্ড চেপে ঠিক ঠিক শব্দসম্ভারে বলেছেন আলী ভাই আর আহমেদ জিএস ভাই ।

একাহিক কবিতার কাব্যকর্ম করে যে দীর্ঘ ডুব দিয়েছেন তারপর দীর্ঘ শীতের রাতের মতো এই কবিতা না লিখেল অভিজ্ঞ করতেই হতো । এখন আর তা লাগছে না ।কবিতায় ভালো লাগা অনেক অনেক ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

মনিরা সুলতানা বলেছেন: খুঁজে খুঁজে পারফেক্ট শব্দচয়নে করা মন্তব্যে অনেক ভালোলাগা !
আপনার মন্তব্যে সবসময় ই দারুন প্রেরণা লুকিয়ে থাকে;
অনেক ধন্যবাদ চমৎকার ভাবে লেখার সাথে থাকার জন্য।

৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পেলাম ব্লগে। ২০ তম ভাললাগা।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! সত্যি বেশ অনেকদিন পর পেলাম আপনাকে আমার লেখায়, নিজেই তো ব্লগে থেকে দূরে ছিলাম।
ভালোলাগলো কবিতায় আপনার চমৎকার মন্তব্য পেয়ে।

শুভ কামনা।

৩৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: যাক, অনেকদিন পরে আপনার দীর্ঘ শীতনিদ্রা ভাংলো তাহলে!
"মগ্নচৈতন্যে ডুব সাঁতারুর নাম কবি" - 'কবি'র যথার্থ সংজ্ঞা দিয়েছেন, কবি। দারুণ সব উপমা দিয়ে কবি ও কবিতার স্বরূপ উন্মোচন ও বিশ্লেষণ চমৎকার হয়েছে।
মিরোরডডল এর ছোট্ট মন্তব্য ভাল লেগেছে। আপনার প্রতিমন্তব্যও।
চতুর্থ স্তবকের প্রথম লাইনে "মহেন্দ্রক্ষণ" শব্দটি মাহেন্দ্রক্ষণ হবে।
ফুলের ছবিটা খুব সুন্দর। +
কবিতায় ভাল লাগা ---- + +

০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলতে কি ! শীতনিদ্রাতেই আছি এখন ও ; এই কবিতা গুলো কয়েকমাস আগের লেখা। ব্লগ ব্লক ছিল, লগইন জটিলতা সব মিলিয়ে পোষ্ট করা হয়নি। বুঝতে পরছি না ঠিক কবে লেখায় ফিরতে পারবো অগোছালো এই আমি। তবুও ধন্যবাদ আপনাদের শুভকামনায় যদি ফিরতে পারি।
মাহেন্দ্রক্ষণ ঠিক করে নিচ্ছি, কৃতজ্ঞতা।

শুভকামনায় আছেন সতত।

৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৪

রাকু হাসান বলেছেন:

একাহিক এর পর কাব্য আসলো তারপর আবারও দ্বৈরথ ও আসলো আমি নেই । :( তবে তুমি আ্যাক্টিভ হয়েছ জানলে কবিতা পড়ার জন্য হলেও সাত সাগর পাড়ি দিয়ে চলে আসতাম ;) । মিস করেছি কবিতা ।

কনে দেখা আলোর বিকালের ঘ্রাণ ....... 8-| জানি না কেন প্রত্যেকটি লাইন মন ছোঁয়ে যায়।যেন আমারই ভাবানার কবিতা । প্রকৃতিটাকে খুব ভাবুক মন নিয়ে নিশ্চয় দেখা হয় তাই তো এত সুন্দর কবিতা পাই। সুন্দর চিত্রকল্প অঙ্কনের জন্য ধন্যবাদ শিল্পী :)

১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

মনিরা সুলতানা বলেছেন: হ্যালো হ্যালো বিজি ব্লগার !!
হু হু সাত সাগর পাড়ি দিয়ে সৈকতে চিল কর ;)

ব্লগের সবাই আপনাকে মিস করছি .........

ধন্যবাদ এবং ধন্যবাদ মন ছোঁয়া মন্তব্যের জন্য।

৩৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা.. ... কাগজের ক্যানভাসে জীবনের তৈলচিত্র।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর বলেছেন , কবিতা ......। কাগজের ক্যাবভাসে জীবনের তৈলচিত্র।
সত্যি ই তা।
ধন্যবাদ লেখার সাথে থাকার জন্য ।

৩৬| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

এম ডি মুসা বলেছেন: কবিতার এতো ধরন তাও আপনার কবিতার ।।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ এম ডি মুসা লেখায় মন্তব্যের জন্য !ভালো থাকার শুভ কামনা।

৩৭| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩০

এম ডি মুসা বলেছেন: চমত্কার ।।

২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

মনিরা সুলতানা বলেছেন: :)

৩৮| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: মগ্নচৈতন্যে ডুব সাতারুর নাম কবি! বাহ! শব্দের কারুকাজ আর ঝনঝনানি শেষে অপেক্ষা করেছিল এই লাইন। ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা রইলো।

২৭ শে জুলাই, ২০২০ রাত ৯:৫২

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় যখন অন্য কোন কবি মন্তব্য করেন, তার ধরনটাই হয় অনন্য , ভালোলাগার !
কী চমৎকার করেই না নিজের ভালোলাগা প্রকাশ করলেন।

আপনার জন্য ও শুভেচ্ছা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.