নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
পরিচয়ের প্রথম মূহুর্তের মত করে মুগ্ধ হতে চাই !
মৌনতা মাখা কবিতার সন্ধ্যা বয়ে চলুক অবিরাম;
অসময়ের চৈতালি মেঘের ঢলে ভাসুক তিক্ত প্রহর সব
আলগোছে সাজানো চুপচাপ চাপারঙ পারুলে রোদের লুকোচুরিতে, টুকটাক আলাপন!
প্রভাতের স্নিগ্ধতা মেশা, গতকাল রাতের বৃষ্টিস্নাত আদুরে আলোর ফিসফাস কানে কানে;
সরষে ঝাঁঝ নিয়ে নুয়ে আসা দুপুরের আগাম কথকতা, অপেক্ষায় অপেক্ষায়
দিবসের মধ্যভাগ পেরুবে চালতা তলার আঙিনায়।
অমন সুঘ্রাণের উদাস মাতাল বাতাস বেতফলে- ঝুনঝুন ঝুমঝুম সুরের ঘোরলাগা কণ্ঠের অপরাধী হাসি;
শিমূল পলাশের মারদাঙ্গা চৈত্র দুপুর আমাদের কথকতায় মিশে থাকুক আহেলিয়া ঢঙে! রূপ ছোঁয়া প্রাণে।
জানি আমি জানি জানি প্রতীক্ষা কতখানি! র’ য়ে যায় রোজরোজ চা ‘য়ে
মুঠোফোনে টুক করে ভেসে আসে, মন ভেজে কোন সুর তাল আর ল’ য়ে !
ইশকুল আপিসে ধুরছাই প্রহর – টেনে আনে নিয়ন আলোর সন্ধ্যা
সাথে মনের ঢালবেয়ে নেমে আসা সান্ধ্যসোহাগ।
ফুরিয়ে যাওয়া দিনের রেশের মত, মুগ্ধতায় র’ য়ে যায় ক্ষণ
কফিমগে ঠোঁট ছোঁয়ালেই হুড়মুড় করে নেমে আসা স্মৃতিকথা যত;
আর থাকে ঝালঝাল ঝোলে।
অচেনা আগের মত কবিতায় আনবো উত্তাল সমুদ্র
লিখে রাখা পাট ভাঙা কবিতার ঘ্রাণে ঠিক বুঝে নেবো তুমি আমি
তারপর !!!
ফেলে রাখা চার লাইনের মুগ্ধতা নিয়ে নামবে প্রশান্ত রাত।
লেখা ও ছবিঃ মনিরা সুলতানা
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১
মনিরা সুলতানা বলেছেন: প্রথম মন্তব্য এবং ভালোলাগায় অনেক অনেক ধন্যবাদ হাবিব স্যার!
শুভ কামনা আপনার জন্য।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: বৃষ্টিস্নাত দুপুরের স্নিগ্ধতা ছুঁয়ে যাবে কবিতা পাঠের আসরে।
++
শুভকামনা প্রিয় আপুকে।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ! আপনি তো ঠিক কবিতার মত করেই কবিতায় মন্তব্য করলেন !! চমৎকার !
ধন্যবাদ পদাতিক চৌধুরী সুন্দর এক লাইনের জন্য।
ভালো থাকার শুভ কামনা।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
নার্গিস জামান বলেছেন: আপু, ভীষণ সুন্দর
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত নার্গিস জামান!
আমার লেখায় আপনার ভালোলাগা দীর্ঘজীবী হোক।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
মিরোরডডল বলেছেন: কিছু প্রতীক্ষার কোন শেষ নেই
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
মনিরা সুলতানা বলেছেন: কিছু প্রতীক্ষা শেষ হতে নেই,কিছু প্রতীক্ষা সুখের ভীষণ ।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
রমিত বলেছেন: খুব সুন্দর লিখেছেন!
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
আমার লেখায় স্বাগত আপনাকে, আশা করছি ব্লগে এবং লেখার সাথেই আছেন।
শুভ কামনা।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
বাংলার বুকে আরব্য-উপন্যাসের রজনী
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৬
মনিরা সুলতানা বলেছেন: ভীষণ জনপ্রিয়
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪১
ইসিয়াক বলেছেন:
রিমঝিম ঝিম ফেরারী বরষায়
সহসা মন মোর তোমাতে হারায়।
ছুঁয়ে যাও হৃদয়ের অচেনা বন্দর,
তুমিময় হোক জীবনের প্রতিটি প্রহর।।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ !
আপনার রেখে যাওয়া চার লাইনে মুগ্ধতা
অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা আপনার জন্য।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪২
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় সন্ধ্যা নামে, জোনাকি জ্বলে...
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩২
মনিরা সুলতানা বলেছেন: প্রিয় ব্লগার !
আপনার উপস্থিতি আমার লেখার আনন্দ !
অজস্র জোনাকি জ্বলুক আগোছালো সন্ধ্যা নামুক ব্লগের পাতায়।
শুভ কামনা।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৩
মলাসইলমুইনা বলেছেন: ফুরিয়ে যাওয়া দিনের রেশের মত, মুগ্ধতায় র’ য়ে যায় ক্ষণ
কফিমগে ঠোঁট ছোঁয়ালেই হুড়মুড় করে নেমে আসা স্মৃতিকথা যত;
আমাদের আজকের সকালটা চমৎকার ।অনেক শীতের মধ্যে ঝলমল সূর্য নিয়ে দিনের পথচলা শুরু হয়েছে । আমার মগ ভর্তি ধোয়া ওঠা ডার্ক কফিটাতে চুমুক দিতে দিতে জানিনা কেন যেন পুরোনো দিনের অনেক কথা মনে হচ্ছিলো । আর তখন আপনার কবিতা - ষ্মৃতির সাথে দ্বৈরথ বাড়িয়ে দিলো । সুন্দর ---আর ওপরের কোর্ট করা লাইনগুলো কানে এলব্যামের সুপারহিট কোনো গানের মতো বাজছে !
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: আপনার শুভ্র স্নিগ্ধ আদুরে আলোর সকাল, মন ছুঁয়ে যাওয়া সুখস্মৃতি' র যুগল বন্দী !!! আমার কবিতা কে করেছে অনন্য !
এমনি ছোটছোট ভালোলাগা সব আনন্দ করে রাখি আঁচলে বেঁধে।
এত এত সুন্দর করে লিখেছেন আপনার গল্প - আমি সেই ঘোরলাগা সময়য়ের সুবাস পাচ্ছি।
ধন্যবাদ মন ছোঁয়া মন্তব্যের জন্য।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৪
নীল আকাশ বলেছেন: আহ, শবনমের কবিতা! এই কবিতাটা আমার খুব প্রিয় একটা কবিতা। যারা জানেন না তাদের জন্য বলছি, এই কবিতা আমি আমার
"গল্পঃ শবনম কাহিনী ৪ - নূরে জেহান" তে ব্যবহার করেছি। শবনমের জন্য এরচেয়ে সুন্দর আর কোন কবিতা হতে পারে না।
লাইনগুলি আমি মাঝখানে ভেঙ্গে দিয়েছিলাম। একসাথেও দারূন লাগছে পড়তে।
কবিতা লাইকড এবং সোজা প্রিয়তে।
ব্লগ ডে তে কি দেখা হবে? আমি কিন্তু আসছি।
শুভ রাত্রী
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৬
মনিরা সুলতানা বলেছেন: আপনার শবনম আমার ভীষণ প্রিয় লেখা !!! শবনমের যে চরিত্র এঁকেছেন; বলা যায় একজন পরিপূর্ণ নারীর আদল। ঠিক সেই লেখায় আমার কবিতা রেখেছেন , আমি ভীষণ আপ্লুত ! কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার এই কথাটি আমার অনেকদিন মনে থাকবে "
শবনমের জন্য এরচেয়ে সুন্দর আর কোন কবিতা হতে পারে না।
লেখায় লাইক দেয়াতে অনুপ্রেরণা পেলাম, আর প্রিয়তে রেখে আমাকে আনন্দিত করলেন।
ব্লগ ডে' র জন্য শুভ কামনা।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৫
নীল আকাশ বলেছেন: আমার কাছে এই মাসের সেরা কবিতা!
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নীল আকাশ আপনার পছন্দের তলিকায় রাখার জন্য ! আমি সম্মানিত !
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৭
ফয়সাল রকি বলেছেন: চমৎকার। ভালো লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৫
মনিরা সুলতানা বলেছেন: আপনার এক লাইনের চমৎকার উপমা এবং ভালোলাগার প্রকাশ আমার লেখালিখির আনন্দ !
সব সময় ভালো থাকার শুভ কামনা
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩২
ওমেরা বলেছেন: পরিচয়ের প্রথম মূহুর্তটা আসলেই সুন্দর । সুন্দর কবিতায় ভালোলাগা।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
মনিরা সুলতানা বলেছেন: থ্যাংকু ওমেরা ! ভালোবাসা তোমার জন্য।
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: বোন খুব সুন্দর হয়েছে।
ভাষা সুন্দর। আবেগময়। প্রানবন্ত।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর ভাই ! ভাষা' র আপনাকে ছুঁয়ে গেছে, তাতেই প্রানবন্ত লেগেছে
শুভ কামনা আপনার জন্য।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। অনেক সুন্দর কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
মনিরা সুলতানা বলেছেন: মাহমুদুর রহমান সুজন ;
আমি নিজেই অনেকদিন ব্লগে অনুপস্থিত, তাই নতুন লেখা পোষ্টে ও অনেকদিন পর ই করেছি। লম্বা বিরতির পর ও আপনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।
ধন্যবাদ এবং শুভ কামনা।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: কবিতা আবার পড়তে এলাম।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! আপনার মত ব্লগপ্রেমী লেখক ও পাঠক অবশ্যই আমাদের জন্য প্রেরণা ।
ভালো থাকবেন।
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩
কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার লিখেছেন আপু!
আপনার লেখার শুরুটা পড়ে শ্যামল মিত্রের একটা গানের কলি মনে এলো!
"ভালবাসো তুমি শুনেছি অনেক বার,
তবু সেদিনেরও মতো লাগেনিতো কভু আর!"
অনেক অনেক ভালোলাগা আপু!
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: কামরুন নাহার আপু ! আপনার মন্তব্যে দারুন অনুপ্রেরণা পেলাম;
আমার এই ক্ষুদ্র লেখা আপনাকে অসম্ভব সুন্দর একটি গানের সুরেলা জগতে নিয়ে গেলো, সে আমার লেখার আনন্দ হয়ে রইলো।
ভালোবাসা আপু।
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৮
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখিখেন , ভাল লাগা রইল ।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা ;
মন্তব্যে ও পাঠে কৃতজ্ঞতা।
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
মনিরা আপা,
আপনার কবিতায় সবাই প্রশংসা করে আপনার লেখার মান কোথায় নিয়ে যাবেন আমার জানা নেই। আমার কাছে জানতে চাইলে আপা আমি বলবো কবিতা ভালো হয়নি। কবিতা মন ছোঁয়ে যাওয়ার মতো মনে রাখার মতো হয়নি। আমি কবি নই তবে আমি কবিতা বুঝি। আমি আপনার ভাই তাই সত্যি কথা বলেছি যাতে আপনার লেখা পরবর্তীতে ভালো হয়।
***আপা, যে কেনো কারণেই হোক কবিতাটি তেমন জোরালো বা ভালো হয়নি, কিন্তু একটি কথা অবস্যই অনস্বীকার্য আপনার লেখা অনন্য। আপনার কাছে অনন্য লেখাই চাই। তাছাড়া এটি জরুরী নয় একজন লেখক সব সময় অনন্য অসাধারন সর্ব কালের সর্বশ্রেষ্ট লেখা লিখবেন। সাধারণ লেখা হলে সবাই মন্তব্যও করবেন সাধারণ। সেখানে অসাধারণ মন্তব্য লিখে লেখার মানোন্নয়নের বাধা দেবেন না।
ব্লগের এমন কেউ কি আছেন যিনি চাইবেন তাঁর সাধারণ একটি লেখাতে সবাই প্রশংসা করে পঞ্চমুখ হোক? ব্লগে এই চর্চাটি কে আবিস্কার করেছে আমি জানি। সমস্যা হচ্ছে এই ধরণের অপচর্চা এটি একজন লেখকের লেখা হত্যা করতে সহযোগিতা করছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
মনিরা সুলতানা বলেছেন: মনিরা আপা,
আপনার কবিতায় সবাই প্রশংসা করে আপনার লেখার মান কোথায় নিয়ে যাবেন আমার জানা নেই। আমার কাছে জানতে চাইলে আপা আমি বলবো কবিতা ভালো হয়নি। কবিতা মন ছোঁয়ে যাওয়ার মতো মনে রাখার মতো হয়নি। আমি কবি নই তবে আমি কবিতা বুঝি। আমি আপনার ভাই তাই সত্যি কথা বলেছি যাতে আপনার লেখা পরবর্তীতে ভালো হয়।
শুরুতেই ধন্যবাদ নিন, চমৎকার ভাষায় উৎসাহ এবং অনুপ্রাণিত করা মন্তব্যে;
আসলে সবাই যে কবিতার প্রশংসা করেছে তা নয় - আপনি প্রথম মন্তব্য দেখুন হাবিব স্যার উনি লিখেছেন প্রথম লাইন টা দারুণ হয়েছে .........
আপনি হাবিব স্যারের আমার অন্য লেখায় মন্তব্য পড়লেই বুঝতে পারবেন, উনি চমৎকার ভাষায় পজিটিভ ভাবে বুঝিয়ে দিয়েছেন লেখা কেমন হয়েছে; আর জানেন তো আকেলমন্দ রা ইশারাই দিয়ে থাকেন
সেক্ষেত্রে আপনার মন্তব্যের ধরন এবং উনার মন্তব্যের ধরনের পার্থক্য আছে ঠিক ই কিন্তু উভয় মন্তব্যের প্রতি ই আমার শ্রদ্ধা রয়েছে।
কবিতা আপনার মন ছুঁয়ে যাওয়ার মত হয়নি- স্বাগত! দারুণ ভাবে সত্যি বলার জন্য।
কিন্তু যাদের মন ছুঁয়েছে তাদের ভালোলাগার প্রকাশ কে অযথা প্রশংসা এবং আমার লেখার নামের নিম্নমুখী হবার সংশয় প্রকাশ সঠিক নয়। আপনার সমালোচনা যেমন আমার নিজেকে শুদ্ধ করতে সহায়ক ততটাই অন্যদের অনুপ্রেরণা। প্রত্যেকের নিজস্ব ধারা রয়ে যায় নিজেকে প্রকাশের।
***আপা, যে কেনো কারণেই হোক কবিতাটি তেমন জোরালো বা ভালো হয়নি, কিন্তু একটি কথা অবস্যই অনস্বীকার্য আপনার লেখা অনন্য। আপনার কাছে অনন্য লেখাই চাই।। সাধারণ লেখা হলে সবাই মন্তব্যও করবেন সাধারণ। সেখানে অসাধারণ মন্তব্য লিখে লেখার মানোন্নয়নের বাধা দেবেন না।
তাছাড়া এটি জরুরী নয় একজন লেখক সব সময় অনন্য অসাধারন সর্ব কালের সর্বশ্রেষ্ট লেখা লিখবেন এটা সর্বৈব সত্য বলেছেন, আপনার এই লাইনের সাথে আমি সম্পূর্ণ সহমত। ধন্যবাদ চমৎকার উক্তির জন্য।
আর ভালোলাগা সবসময় ই আপেক্ষিক, তাছাড়া অনেকেই লেখার মান নিয়ে চিন্তা করার চাইতে ভালোলাগার গুরুত্ব বেশি দিয়ে থাকে; সেক্ষেত্রে লেখা সাধারণ বা অসধারন ব্যক্তি বিশেষের দেখার ভিন্নতার উপর নির্ভরশীল অবশ্যই।
ব্লগের এমন কেউ কি আছেন যিনি চাইবেন তাঁর সাধারণ একটি লেখাতে সবাই প্রশংসা করে পঞ্চমুখ হোক? ব্লগে এই চর্চাটি কে আবিস্কার করেছে আমি জানি। সমস্যা হচ্ছে এই ধরণের অপচর্চা এটি একজন লেখকের লেখা হত্যা করতে সহযোগিতা করছে।
একজন লেখক সবসময় ই তার লেখার প্রকৃত মূল্যায়নে বিশ্বাসী, আর ব্লগের মত এমন একটা ওপেন প্ল্যাটফর্মে আমি তো আশা ই করি না সবাই আমার লেখার প্রশংসায় পঞ্চমুখ হবেন।
*** ব্লগে এ চর্চা বা আপনার ভাষায় অপচর্চা কে আবিষ্কার করেছেন আমার জানা নেই; তবে নতুন লেখক বা ব্লগারদের আত্মজ সম লেখায় যদি দুএকজন উৎসাহ দেন সেক্ষেত্রে এই চর্চায় আমার সমর্থন থাকলো।
ধন্যবাদ অতখানি যত্নে মন্তব্য করে ;
সাধারণ লেখা কে সাধারণ উল্লেখ পূর্বক আমার লেখার মান উন্নয়নে সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা হোক এমনই ..........।
কবি যেমন চান।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: হুম কবিতা তেমন ই হয়ে থাকে; কারন কবিতা একজন কবির নিজস্বতার প্রকাশ।
অনুপ্রাণিত
২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু। আপনার কবিতার স্বাদ সবসময়ই অন্যরকম। কবিতায় চুমুক দিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
মনিরা সুলতানা বলেছেন: হ্যালো মিঃ বেষ্ট !!!
লেখায় অনেকদিন পর পেলাম, আশা করছি ভালো ছিলেন ব্লগে অনুপস্থিতির দিন গুলোতে?
আপনার মন্তব্য সবসময় ই উপভোগ্য ! স্বাদ অবশ্যই অন্যরকম ভালোলাগার।
২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর
মুগ্ধতা লাইনে লাইনে
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
মনিরা সুলতানা বলেছেন: কাজী ফাতেমা ছবি আপু !!
ভালোবাসা নিবেন
২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছে তা দেখতে এলাম।
মন্তবভ্যের উত্তর কখন দিবেন?
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
মনিরা সুলতানা বলেছেন: দাদা একটু ব্যস্ত ছিলাম ব্লগে আসাই হয় নাই।
২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে আপু।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ;
ভালোলাগার প্রকাশ দীর্ঘ হোক ।
২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,
ধুর ছাই প্রহরের পাট ভাঙা কবিতা। পাট ভেঙেছে বলেই কড়া ইস্ত্রি চলে গিয়ে ম্যাড়ম্যাড়ে হয়েছে।
এমন ভাবে লিখবো কি লিখবোনা দ্বিধায় পড়েছিলুম যখন তখন দেখি ঠাকুরমাহমুদ তেমনটাই বলেছেন। হুড়মুড় করে অতিরিক্ত শব্দের ব্যবহার কবিতার সুন্দরতায় জট পাঁকিয়ে দিয়েছে। চার লাইনেই মুগ্ধতা হতো, চব্বিশ লাইনের কারনে ঝোলে মাখামাখি।
আপনার শক্তিশালী হাতেও এই কবিতাটা বেশ নাজুক মনে হয়েছে।
শেষে ঠাকুরমাহমুদ এর বলাটাই আবার অন্যভাবে বলি - ব্লগে কেউ লেখা দিয়েই আশা করেন যে তাঁর লেখাতে সবাই প্রশংসা করে পঞ্চমুখ হোক । সেটা না হলে মনঃক্ষুন্ন হন। ব্লগে এরকম আশা করার চর্চাটি ঠিক নয়। সমস্যা হচ্ছে এই ধরণের অপচর্চা একজন লেখকের লেখা হত্যা করতে সহযোগিতা করে, লেখার মানোন্নয়নের মূল বাঁধা হয়ে ওঠে।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আমি সবসময় ই একটা গল্প বলার চেষ্টা করি; এবারের কবিতার যে গল্প সেটা চার লাইনে শেষ করা সম্ভব ছিল না বলেই হয়ত শব্দের কাটিম সুতোর জট ছুঁয়েছে। শব্দে আমার দুর্বলতা হয়ত তাই হুড়মুড় করে চলে এসছে। নিশ্চয়ই পরের লেখায় আপনার বলা কথাগুলো মনে রাখবো
এমন ভাবে লিখবেন কি লিখবেননা আপনার এই দ্বিধা আমাকে কষ্ট দিয়েছে ! অবশ্যই লিখবেন মন খুলে বলবেন। আমার আগের বেশ কয়েকটি লেখায় আপনার এভাবে পরিশুদ্ধি সহ মন্তব্য আছে, এবং আমি আনন্দের সাথেই তা গ্রহণ করেছি- পরিবর্তন এসেছে কিনা পাঠক বলতে পারবেন।
আপনার শক্তিশালী হাতেও এই কবিতাটা বেশ নাজুক মনে হয়েছে। আপনার বলা এই কথাটি আমি আজীবন মনে রাখবো। যতটা নাজুক মনে হওয়া ঠিক ততটাই শক্তিশালী হাত
ব্লগের মত একেবারে খোলা একটা মাধ্যামে আমার লেখা সর্বজন প্রশংসিত হবে এমনভাবে কখনোই ভাবি নাই, সব ধরনের মন্তব্য আমার স্বাগত।
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইয়া আমার লেখার সাথে ভালোমন্দে থাকার জন্য।
২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আহমেদ জী এস ভাই,
ব্লগে ভালো মন্দ গতানুগতিক শব্দগুলো দিন দিন আত্মহত্যা করছে থার্ডক্লাস প্রশংসা লেখার মান নিম্নে নিয়ে যাচ্ছেন। এগুলো করার কারণ কি? ব্লগে হাতে গোনা যে কয়েকজন ভালো লেখেন তাদের লেখা কতোটুকু খারাপ পর্যায়ে চলে যাবে একবার ভেবেছেন? এসব ভুল প্রশংসা বন্ধ হোক। মনিরা আপা যথেষ্ট ভালো লেখেন তাঁর আজকের এই কবিতা somehow ভালো হয়নি। যারা মন্তব্য করেছেন তারা কবিতার ক লাইন পড়েছেন? নাকি না পড়ে এই ধরণের মন্তব্য দিয়ে লেখকের ক্ষতি করে গেলেন? আমার মতে এই ধরণের মন্তব্য করে ক্ষতি করার চেয়ে মন্তব্য না করা ভালো।
আমি মন্তব্য করা থেকে বিরত ছিলাম যখন দেখেছি কবিতা ভরাডুবি করে ছেড়েছেন সবাই মিলে, তখন মন্তব্য করতে বাধ্য হয়েছি।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১২
মনিরা সুলতানা বলেছেন:
২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৮
মুক্তা নীল বলেছেন:
মনিরা আপা ,
পরিচয়ের প্রথম মূহুর্তের মত করে মুগ্ধ হতে চাই !
--- কবিতাটা আমার কাছে ভালো লেগেছে এবং
আমিও মুগ্ধ হয়েই গেলাম ++
০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩
মনিরা সুলতানা বলেছেন: আপনার মুগ্ধতায় ভালোবাসা ভালোলাগা মুক্তা নীল !
শুভেচ্ছা
২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবি ও কবিতা পাস্পরিক বন্ধনে সিক্ত
তাই কবিতা কেমন হবে, তা ভাবতে বসলে আর কবিতা হবে না,
কবিতা চলতে চলতে একদিন বেগবান হবে,
...................................................................................
তখনই সবাই নড়ে চড়ে বসবে !!!
চলতে থাকুক প্রানের স্পন্দন কবিতার মাঝে ...
১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল ;
চমৎকার বলেছেন আপনি !! কবি ও কবিতা পাস্পরিক বন্ধনে সিক্ত
তাই কবিতা কেমন হবে, তা ভাবতে বসলে আর কবিতা হবে না!
দারুন ভাবে শুভ কামনা জানালেন; আমার শুভেচ্ছা নিন ।
২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার প্রথম লাইনটাই শুধু নজর কাড়লো।কবিতা লেখা অনেক অনুভবের বিষয়। গভীরতা দরকার আরো। যা পড়লে মনে হবে - আরেহ আমি তো ঠিক এই লেখাটাই পড়তে চাচ্ছিলাম।
১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ অপর্ণা মম্নয় ;
শুরুর এক লাইনে ভালোলাগা প্রকাশে কৃতজ্ঞতা!
শুভেচ্ছা নিন ।
৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রিয় মনিরা আপা,
আপনার ছবিটি ফ্রেম বন্দী করার চেষ্টা করেছি। সামান্য উপহার আপনার জন্য।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১০
মনিরা সুলতানা বলেছেন: প্রিয় ব্লগার ঠাকুর মাহামুদ
ধন্যবাদ ধন্যবাদ !
চমৎকার হয়েছে ছবি, আমি আনন্দিত
৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩১
উম্মে সায়মা বলেছেন: কবিতায় আপনার ইমেজারির ব্যবহারে বরাবর মুগ্ধ হই আপু। খুব ভালো লেগেছে কবিতাটি।+++
ভালোবাসা নেবেন......
১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬
মনিরা সুলতানা বলেছেন: তোমার মুগ্ধতায় ভালোলাগা উম্মে সায়েমা !
এমন কিছু মুগ্ধ পাঠকের জন্যই যেমন ইচ্ছে তেমন করে লিখে ফেলি।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে এতগুলি ভালোলাগার জন্য।
তোমার জন্য ভালোবাসা সবসময়।
৩২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
মোঃমোজাম হক বলেছেন: আপা আপনার কবিতা পড়ে মুগ্ধ হলাম।
১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোঃমোজাম হোক ভাইয়া ;
পাঠে এবং মন ভালো করা মন্তব্যে কৃতজ্ঞতা।
আপনার জন্য সব সময় ভালো থাকার শুভ কামনা।
৩৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৫
জাহিদ অনিক বলেছেন: ফেলে রাখা চার লাইনের মুগ্ধতা !
১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সেলিব্রেটি কবি
৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা পাঠে অনুভুতির প্রকাশের জন্য
বাছাই করা কিছু কিছু কথামালা দিয়ে
ছন্দহীন একটি ছোট্ট স্বরচিত কবিতাতেই
এখানে হালকা করে তুলে দিয়ে গেলাম ।
অশ্রুত কিছু শব্দ ছড়ায় যেন দ্বৈরথের পরশ
নব শৈলীতে গাথা শব্দ গুলিও হয়েছে সরস
বোধি পর্ব এগিয়ে চলে নিয়ে পাঠের আবেশ
কবিতায় দ্বৈরথ সর্বদাই এমনতরই হয় ।
দ্বৈরথ কোন দিন স্তব্ধ হবে নাকো জানি
এই নদী অরণ্য আর নক্ষত্রের তলে
দুপুর গরিয়ে সন্ধাতক দেখবে তারা কতই না স্বপ্ন
দ্বৈরথের সাধ এ পৃথিবীতে বল শেষ হয়েছে কবে।
চালতা তলে যাবে বলে চালতা ফুল আশায় থাকে
ভিজবে বলে শিশির সিক্ত ভালবাসার অথৈই জলে
চালতা তলায় হয়ত ঝড়েনি পাপড়ি সেদিন সকালে
আদুরে বাতাসে হয়ত দুলেছিল নরম গন্ধের ঢেওয়ে।
মনে বাজে সন্ধায় জ্বলেছিল জোনাকীর আলো
চারিদিকে ছিল শান্ত বাতি আর ভিজে সব গন্ধ
রাতের মিটি মিটি তারাগুলো এসে দেখেছিল চেয়ে
দ্বৈরথের তৃপ্তিমাখা প্রশান্ত কোন এক মৃদু কোলাহল।
তবে আমিও আগা হতে গোড়া দেখেছি সকলই
কবি যা রচে তাতে ভাল লাগার আবেশ কিছু থাকেই
কবিতার প্রথম প্রকাশটা সর্বদাই নব্যতার এক থিসিস
পরে এন্টিথিসিস হতে হতে পরিনতি পায় সিনথিসিসে।
একরাশ শুভেচ্ছা রইল
২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬
মনিরা সুলতানা বলেছেন: অশ্রুত কিছু শব্দ ছড়ায় যেন দ্বৈরথের পরশ
নব শৈলীতে গাথা শব্দ গুলিও হয়েছে সরস
বোধি পর্ব এগিয়ে চলে নিয়ে পাঠের আবেশ
কবিতায় দ্বৈরথ সর্বদাই এমনতরই হয় ।
দ্বৈরথ কোন দিন স্তব্ধ হবে নাকো জানি
এই নদী অরণ্য আর নক্ষত্রের তলে
দুপুর গরিয়ে সন্ধাতক দেখবে তারা কতই না স্বপ্ন
দ্বৈরথের সাধ এ পৃথিবীতে বল শেষ হয়েছে কবে।
চালতা তলে যাবে বলে চালতা ফুল আশায় থাকে
ভিজবে বলে শিশির সিক্ত ভালবাসার অথৈই জলে
চালতা তলায় হয়ত ঝড়েনি পাপড়ি সেদিন সকালে
আদুরে বাতাসে হয়ত দুলেছিল নরম গন্ধের ঢেওয়ে।
মনে বাজে সন্ধায় জ্বলেছিল জোনাকীর আলো
চারিদিকে ছিল শান্ত বাতি আর ভিজে সব গন্ধ
রাতের মিটি মিটি তারাগুলো এসে দেখেছিল চেয়ে
দ্বৈরথের তৃপ্তিমাখা প্রশান্ত কোন এক মৃদু কোলাহল।
কৃতজ্ঞতা ডঃ এম এ আলী ভাই ! আপনাদের এই যত্ন দরদ টুকু 'র জন্য ই ব্লগ জীবন আনন্দময়।
সব সময় ভালোথাকার শুভ কামনা।
৩৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর প্রতি মন্তব্যে আপ্লুত ।
এতদিনকার সুপ্রিয় আপুমনিকে ব্লগ দিবসে উপস্থিত দেখতে পেয়ে
খুবই উৎফল্ল হয়েছি । অনুষ্ঠানে সপরিবারে হাজির থাকার জন্য নিবন্ধিত
হয়েও নিউইয়র্কে শাশুরীমাতা গুরুতর অসুস্থ থাকায় দেশে আসতে
পারিনি বলে দু:খ থেকে্ই গেল । অনুষ্ঠানের সচিত্র বর্ননা দিয়ে ব্লগে আসা
পোষ্টগুলি দেখেছি।
এই মহুর্তে দেশের বাইরে আছি বলে ব্লগ ডে উপলক্ষ্যে প্রকাশিত স্মরনীকার
কোন কপি সংগ্রহ করা বেশ দুরুহ কাজ । তাই ব্লগ ডের অন্যতম আকর্ষন
এই স্মরনীকার একটি ছোট রিভিউ দিতে পারলে খুবই ভাল লাগত ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০২
মনিরা সুলতানা বলেছেন: ফিরতি মন্তব্যে ধন্যবাদ ভাইয়া !
ব্লগ ডে তে উপস্থিত হতে পেরে আমি নিজেও আনন্দিত, অনেক অনেক প্রিয়মুখ ! তবে আপনাদের মত গুণী ব্লগারদের সানিধ্য না পাওয়ার আক্ষেপ কখনোই যাবে না। জীবনের বাস্তবতা আসলে আলদা হয় আমরা যা ভাবি সবসময়ে তা সম্ভব হয়ে উঠে না। মহান আল্লাহর দরবারে আপনার শাশুড়িমাতার দ্রুত আরোগ্য কামনা করছি। ইনশা আল্লাহ নিশ্চয়ই কোন এক ব্লগ ডে তে একত্রিত হতে পারব , প্রিয়মুখ গুলোর সাথে।
ব্লগ ডে উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন " বাঁধ ভাঙার আওয়াজ গতকাল আতে পেয়েছি ; সময় স্বল্পতায় খুব ভালোভাবে রিভিউ লেখার মত পড়া হয়ে উঠে নাই, তবে আপনার প্রকাশিত লেখা নজরে এসছে; নিঃসন্দেহে আপনার ব্লগে প্রকাশিত অন্যান্য লেখাগুলোর মতোই মাস্টার পিস তথ্যের ভাণ্ডার। পরিচিত অল্প পরিচিত অনেকের লেখা ই এসছে।
৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
তরিত গতিতে উত্তর দানের জন্য ধন্যবাদ ।
আশা করি আগামীতে দেখা হবে।
স্মরনীকার বিষয়ে সচিত্র তথ্য পেয়ে খুশী হলাম ।
সম্ভব হলে সুচী পত্রের বাকিটা দিতে পারলে
দেখে নিতে পারতাম ।
লেখাটি ব্লগে দেয়ার জন্য তৈরী করতে ছিলাম
এর মাঝে স্মরনীকার জন্য লেখা চাওয়ায়
কোন রকম কাটছাট না করে সেখানেই
পাঠিয়েছিলাম।সামুর সম্পাদক মন্ডলীকে
ধন্যবাদ লেখাটিকে নির্বাচন করার জন্য ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০৯
মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই দেখা হবে কোন এক ব্লগ ডে মহা সম্মেলনে।
ব্লগ ডে ম্যাগাজিন
ভাইয়া আপনি এ লেখাটি দেখতে পারেন। আমি সময় নিয়ে বসবো ।
৩৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
জুন বলেছেন:
ফুরিয়ে যাওয়া দিনের রেশের মত, মুগ্ধতায় র’ য়ে যায় ক্ষণ
কফিমগে ঠোঁট ছোঁয়ালেই হুড়মুড় করে নেমে আসা স্মৃতিকথা যত;
আহা মনিরা আমি যে ঘন দুধ দিয়ে বানানো চা ভালোবাসি , আমার কি হবে ! আমার স্মৃতিরা কি তাহলে হুড়মুড় করে নামবে না !!
অসাধারন অসাধারন সব শব্দের ব্যবহারে অনন্য সুন্দর কবিতায় ভালোলাগা রেখে গেলাম । নিয়মিত না হওয়ায় অনেক প্রিয় লেখকের লেখাই চোখ এড়িয়ে যাচ্ছে যার জন্য দুঃখিত আমি মনিরা ।
ব্লগ দিবসে সবাইকে দেখে খুব খুব ভালোলেগেছে
+
৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০০
মনিরা সুলতানা বলেছেন: ইশ ... আপু যে কী বলে !!
তুমি দুধ চা ভালোবাসো তোমার স্মৃতি আর দুধ চায়ের দ্বৈরথে, ডঃ এম এ আলী ভাইয়ের জন্য র' চা যে যাকে ভালোবাসে আর কি !
ও কথা বলো না, দুঃখ প্রকাশের ও কিছু নেই , তুমি যখন ই আমার লেখায় আসবে তখন সেটাই নতুন পোষ্ট তাছাড়া আজকাল ব্লগে কম বেশি আমরা সবাই অনিয়মিত।
হুম ব্লগ দিবসে তোমরা যারা আমাদের সাথে উপস্থিত ছিলে না , তারা সবাই আমাদের আড্ডায় ছিলে, তোমাদের কে মিস করেছি।
ধন্যবাদ আপু আমার লেখার সাথে থাকার জন্য।
৩৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২
ডঃ এম এ আলী বলেছেন:
নতুন পোষ্ট দেখতে এসেছিলাম
যাহোক এখানে জুনা'পুর দেখা পেলাম ।
@ জুন আপু
ঘন দুধের সাথে চিনি মিশলে চায়ের কাপে শক্ত প্রলেপ পরে , ধোয়ার সময় সহজে উঠেনা
তেমনি এটা স্মৃতির ঘরে ( হার্টে) প্ললেপ দিয়ে স্মৃতিকে হুড়মুড় করে নামতে দেয়না
তাইতো আমি দুধ ছাড়া রং টি পান করি যাতে স্মৃতি হুড়মুড় করে বেরোতে পারে
স্মৃতিকে বের করতে না পারলে লেখালেখী হবে করে?
৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: দুঃখ প্রকাশ করছি ভাইয়া, নতুন লেখা না দিতে পারার। আপনাদের অতখানি আন্তরিক আগ্রহ আমাকে সব সময় মুগ্ধ এবং অনুপ্রাণিত করে। কৃতজ্ঞতা সহ ধন্যবাদ।
এই যাহ্ !!!! আমি নিজেও ঘন দুধের চা পছন্দ করি, সে জন্যই মনে হয় লেখার জট খোলে না কিন্তু ভাইয়া জুন আপু ব্লগ যে পরিমাণ সমৃদ্ধ তাতে তো মনে হয় ঘন দুধের চা জিন্দাবাদ
৩৯| ০১ লা জানুয়ারি, ২০২০ ভোর ৫:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
সকালে ঘুম হতে উঠে লেপটপ খুলে বসেছি মাত্র । ব্লগে গিয়ে পোষ্টের বাকীটুকু পড়ুনে ক্লিক দিতে যাব ঠিক সে সময় দরজায় ভিজিটরের কলিং বেল । তাই তাড়াহুড়া করে বাকী টুকু পড়ুনের নীচে থাকা ড্রাফটে নিন বাটনে যে চাপ দিয়েছি তার খেয়াল নেই। লগ আউট করে ঘরের বাইরে গিয়ে দিন শেষে ঘরে ফিরে দেখি পোষ্ট টি আছে ড্রাফটের ঘরে। লাইক বাটনে এখন চাপ দিয়ে দেখি আপনি সম্ভবত সে সময় আমার পোষ্টে পাঠে রত ছিলেন । বুঝতে পেরেছি কত বড় ভুল করেছি। এ ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী ।
যত কথাই বলি মেয়েদেরকে ঘন দুধ চা পান থেকে ফেরাতে পারছিনা । আমার মেয়ে ও তার মাকে তো পারছিইনা , ছেলে আরো এক ডিগ্রী উপরে, সে চা খায় না তবে সে এক কাপ কফির সাথে খায় আধা কাপ ডাবলক্রীম দুধ । যাহোক, জয় হোক ঘন দুধের চায়ের ,কামনা করি ঘন দুধের চা পান করে লেখা সমৃদ্ধ হোক , সামু সমৃদ্ধ হোক, আর আমরা পাই শক্তিমান কবি ও লেখক ।
শুভেচ্ছা রইল
০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫০
মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া কী যে বলেন !!! এটা কোন ভুল ই না, অনেক সময় ই এমন হয় আমাদের সাথে আমরা অদেখা মনভাবে ই থাকি। আপনি মহৎ প্রাণ তাই এই সামান্য ব্যাপারে এত সুন্দর করে ব্যাখ্যা দিলেন। আপনি সবসময়ই নমস্য এবং অনুকরণীয়। আমি অবশ্য পড়ে নিয়েছি অফলাইনে আপনার পোষ্ট কিন্তু মন্তব্য করা হয় নি। আশা করছি আপনার লেখায় ফিরবো।
হাহাহা আমি কিন্তু ভাইয়া চা মুডের উপর নেই, সবুজ চা থেকে শুরু করে বিভিন্ন ফ্লেভার। তবে কফি'র বেলায় একদম আমেরিকানো আমার পছন্দের, তাতে কফির স্ট্রং সুবাস পাওয়া যায়।
দেখেছেন কান্ড !!! এতসব চেঞ্জের কবলে পড়েই না আজ আমার লেখার এ অবস্থা হাহাহাহা
দেখি শুধু মাত্র ঘন দুধের চা' য়ের নেশা ধরানো যায় কিনা।
শুভ কামনা ভাইয়া।
৪০| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ !
০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৪
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জনাব !
প্রিশু নিন।
৪১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা!
আপনি যা কিছু নিয়েই কবিতা লিখেন না কেন,
প্রকৃতি আপনার সব কবিতায়-
মুক্ত বিহঙ্গের মত পাখা মেলে উড়ে বাড়ায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯
মনিরা সুলতানা বলেছেন: বেশ লম্বা বিরতির পর ব্লগে কারো মন্তব্য পেলাম, ব্লগে অষ্টম বর্ষপূর্তির পর প্রথম মন্তব্যে আপনাকে স্বাগত !
ব্লগের আপনার মন্তব্যে নিজস্বতা বেশ সুস্পষ্ট ভাবেই উঠেই আসে, চমৎকার মার্জিত উচ্চারণ, অনুভবের প্রকাশ; পাঠে আপনার গভীর আসক্তি এবং যত্নের পরিচায়ক। সবার লেখায় আপনার এ যত্ন আমাকে মুগ্ধ করে। সাথে আমার লেখায় আপনার দরদী মন্তব্যে কৃতজ্ঞতা।
লেখায় বা চিন্তায় আমি কখনোই প্রকৃতিকে পাশ কাটাতে পারি না, বিশেষ করে অরণ্য ! সত্যকার অর্থে আমি একজন অরণ্য প্রেমী একজন আরণ্যক ! এই অনুভব অনেক পাঠকের মতে আমার দুর্বলতা, তাদের ভাষায় একঘেয়ে বোরিং। মাঝে মাঝে চেষ্টা করি এই এক ঘেয়ে ব্যাপার থেকে দূরে থাকতে, ফলাফল গোঁট ছয়মাসে আমার নতুন কোন লেখা নেই।
ব্লগারদের প্রশংসা সবসময় ভীষণভাবে অনুপ্রেরণার যোগায়; এ মন্তব্যে ও আমি অনুপ্রাণিত।
ধন্যবাদ লেখার সাথে থাকার জন্য।
৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৩৯
খায়রুল আহসান বলেছেন: যুগ যুগ ধরে প্রকৃতির মায়া কবিকূলের হৃদয়ে ছায়া ফেলে এসেছে। আপনিই বা তার ব্যতিক্রম হতে যাবেন কেন?
ছয়মাসে আমার নতুন কোন লেখা নেই - আপনি প্রকৃতি, অরণ্য ইত্যাদি নিয়ে লিখতে থাকুন, কখ্খনো তা একঘেঁয়ে মনে হবেনা পাঠকের কাছে।
৯, ২৮, ৩১ নং মন্তব্যগুলো ভাল লেগেছে।
৪, ৬, ৯, ১৯, ২৫, ৩৫, এবং ৩৯ নং প্রতিমন্তব্যগুলো ভাল লেগেছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৬
মনিরা সুলতানা বলেছেন: অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ;
লিখতে শুরু করলে অরণ্য উঠে আসে শব্দেশব্দে।
৪৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চোখ এড়িয়ে গেল কিভাবে ? অনেকদিন আগের পোস্ট । আগে পড়া হয়নি !
মন দিয়ে পড়লাম। মন্তব্য গুলো গুরুত্ব সহকারে নিলাম। কাজে লাগবে।
কবিতা ভালো লেগেছে মনিরা আপু । ++
ভালো থাকবেন। শুভকামনা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! বেশ লম্বা সময় পর এমন মন্তব্য পেয়ে ভালোলাগায় আপ্লুত হলাম;
অনেক অনেক ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ ! ভালোলাগা প্রকাশের জন্য।
হ্যাঁ ব্লগের এই মন্তব্য ব্যাপার টা ব্লগ কে অনন্য করেছে, লেখক দের লেখক হয়ে উঠার জন্য বেশ সাহায্যকারী।
আপনার জন্য ভালো থাকার শুভ কামনা।
৪৪| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কোনো নতুন কবিতা আসে না কেনো আপা
১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪
মনিরা সুলতানা বলেছেন: লেখা লিখি ছেড়ে দিছি গো আপু
৪৫| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সর্বনাশের কথা । এটা আমি বিশ্বাস করবো না। এবং আপনাকে ছাড়বো না লিখতেই হবে এমন কথা আর বলবেন না আপি
১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০০
মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলছি আপু , লেখায় মন ই বসছে না
গত কয়েক মাসে এক লাইন ও লিখি নাই; লিখতে বসতেই পারি নাই। দোয়া করেন , মন শান্ত হোক লেখায় মন বসুক।
৪৬| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ লেখা আবার ফিরে আসবে আপনার হাতে। ফিরে আসুক মনে প্রাণে চাই
১৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৮
মনিরা সুলতানা বলেছেন: আপনার মমতামাখা শুভ কামনার জন্য ধন্যবাদ আপু
৪৭| ১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৪
নিভৃতা বলেছেন: কথা ও ছবি দুটোই মনকে ছুঁয়ে গেলো। এত ভালো কবিতা যিনি লিখেন তার কোন নতুন কবিতা অনেক দিন ব্লগে নাই। মোটেই ভালো কথা না এটা।
নতুন কবিতা চাই শীঘ্রই।
আমাদের দাবী মানতে হবে।
১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু চমৎকার উৎসাহ পূর্ণ মন্তব্যের জন্য!
পাঠে ও লাইকের জন্য কৃতজ্ঞতা।
চলে আসবো কোনদিন এলেবেলে লেখা নিয়ে
৪৮| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন কোনো কবিতার দেখা পাচ্ছি না যে...
০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:১৪
মনিরা সুলতানা বলেছেন: লেখা হচ্ছে না
আশা করছি ভালো আছেন ! ছিলেন .........
৪৯| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো ছিলাম এবং আছি
আশাকরি আপনিও ভালো আছেন।
লিখে ফেলুন... পাশে আছি ☺
০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:৫২
মনিরা সুলতানা বলেছেন: লেখার পাশে এবং সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব !
৫০| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৪
আমি তুমি আমরা বলেছেন: মনিরা সুলতানা
পোস্ট করেছি: ৭৬টি
মন্তব্য করেছি: ১১৯৮৪টি
মন্তব্য পেয়েছি: ৭৪৮১টি
ব্লগ লিখেছি:৮ বছর ২ মাস
অনুসরণ করছি: ১ জন
অনুসরণ করছে: ৩৭৫ জন
অষ্টম বর্ষপূর্তির লেট অভিনন্দন প্রিয় ব্লগার
১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জনাব !
আশা করছি ব্লগে নিয়মিত হচ্ছেন।
শুভ কামনা সব সময়।
৫১| ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫২
জাফরুল মবীন বলেছেন: বাহ!
২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !!
অনেক অনেক ভালো থাকবেন। ব্লগে আমাদের সাথেই থাকুন।
৫২| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: একজন কবিকে লেখার তাগিদ দেয়াকে আমি অসৌজন্য বলে মনে করি। কামনা করছি, আপনার কলম ও মন পুনরায় একাট্টা হয়ে নতুন কাব্যের ফুল ফোটাক।
০২ রা মে, ২০২০ রাত ১২:০৮
মনিরা সুলতানা বলেছেন: আপনার এই চমৎকার শুভ কামনা ফিরে আসুক কবিতায়।
অনেক অনেক ধন্যবাদ দরদী মন্তব্যের জন্য।
৫৩| ০৫ ই মে, ২০২০ দুপুর ১২:২৬
মলাসইলমুইনা বলেছেন: আপনি কোথায় ? কবিতাকে লক ডাউনে পাঠিয়ে শুধু ব্লগ ভ্রমণ করলেতো হবে না কবিতার সুলতানা ! কবিতার সাথে দ্বৈরথ কাটিয়ে কবিতার দুর্বার রথ দ্রুত ছুটুক আবার অনুকরণীয় ছন্দে ছন্দে (হাহাহা ---কবিতা সুলতানাকে কবিতার নিমন্ত্রণ জানাতে একটু সাহিত্য করতেই হলো তা সেটা যতই অখাদ্য হোক না কেন !!) ।
০৫ ই মে, ২০২০ রাত ১১:২২
মনিরা সুলতানা বলেছেন: মাই আল্লাহ ! এ যে তথ্য ভাণ্ডার স্বয়ং আমার কবিতাকে সমৃদ্ধ করতে চলে এসছেন !!!
.কবিতা সুলতানাকে কবিতার নিমন্ত্রণ জানাতে একটু সাহিত্য করতেই হলো তা সেটা যতই অখাদ্য হোক না কেন !!)
আ হা হা হা ........ বিনয় কাকে বলে !!! কই আপ সে শিখে গুরু !
অনেক অনেক ধন্যবাদ দাদা এই ক্রান্তিকালে খোঁজার জন্য; আশা করছি কিছু না কিছু নিয়ে ঠিকঠাক চলে আসব আপনাদের কাছে।
আশা করছি ভালো আছেন ! অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য।
৫৪| ০৮ ই মে, ২০২০ সকাল ১১:০২
অন্তরন্তর বলেছেন: মনিরা আপু (সেই ভিক্টোরিয়া পার্কের পাশের ছোটবেলার আপু) অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। কবিতা ভালই লেগেছে। মন্তব্য পড়ে জুন আপু আর আলী ভাই এ দুজনের চা পানের কথা শুনে এখন আমার কি হবে তা চিন্তা করছি। আমি গ্রিন চা খাই। তাই আমার ব্লগ বাড়ি ফাঁকা । এ করোনা ক্রান্তিকালে সকলে সকলের প্রার্থনায় রাখুন। শুভ কামনা।
১১ ই মে, ২০২০ দুপুর ১২:২৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকৃত হলাম আপনার মন্তব্যে !! আপনার দেখছি সব মনে আছে ।
অনেক অনেক দিন পর আপনাকে ও আমার লেখায় পেয়ে আমি আনন্দিত ! ভালো লাগর প্রকাশে কৃতজ্ঞতা।
আশা করছি ভালো ছিলেন!
হাহাহাহা আমার ও এখন গ্রিন আর লেবু চায়ের মৌসুম চলছে , তাই আমার ব্লগ ও এ বছর ফাঁকা
হ্যাঁ এই করোনা ক্রান্তিকালে আমাদের সবার ই সবার শুভ কামনা র বড্ড প্রয়োজন। অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা।
৫৫| ১৬ ই মে, ২০২০ বিকাল ৫:৩৬
শোভন শামস বলেছেন: চমৎকার। ভালো লাগলো।
১৭ ই মে, ২০২০ রাত ৮:০১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে !
ব্লগে দেখে ভালো লাগছে; আনন্দময় হোক ব্লগিং !
৫৬| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
আপুমনি ও পরিবারের সকলের প্রতি
২৮ শে মে, ২০২০ দুপুর ১২:০৯
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কৃতজ্ঞতা সহ !!
আশা করছি ভালো আছেন পরিবার সহ সবাই ? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, ঈদ ও আপনাদের দোয়ায় ভালো কেটেছে ! ঈদ শুভেচ্ছার আপনাদের জন্য ও।
ভালো থাকার শুভ কামনা আপনাদের জন্য।
৫৭| ২৮ শে মে, ২০২০ বিকাল ৪:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
বেশী ভাল ছিলামনা । স্বামী স্ত্রী দুজনেই করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসায় থেকে আল্লার অশেষ রহমতে
ও সকলের দোয়া সেসাথে সেখানকার নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মীদের একনিষ্ট সেবার কল্যানে সপ্তাহ তিনেক আগে দুজনেই
গৃহে প্রত্যাবর্তন করেছি । বিষয়টি একটু বিস্তারিতভাবে আমার সর্বশেষ পোষ্টে কয়েকজন পাঠকের মন্তব্যের জবাবে
জানিয়েছি। যদিউ দেহের উপর দিয়ে বয়ে যাওয়া করোনার ধকল এখনো কাটিয়ে উঠতে পারিনি তারপরেও এই
বিশ্বজনীন নিরানন্দের মাঝেও আমাদের ঈদের দিনটি মোটামোটি ভালই কেটেছে।
আপনারা সকলেই সুস্থ থাকুন এ কামনাই রইল ।
২৯ শে মে, ২০২০ বিকাল ৪:১৯
মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ ! আল্লাহ মেহেরবার ! যে আপনারা এখন সম্পূর্ণ সুস্থ্য ।
আপনার মন্তব্যের পর , আপনার পোষ্ট এ দেখে এসছি বিস্তারিত মন্তব্য উত্তর।
অনেক অনেক শুভ কামনা আপনাদের দুজনের জন্য, আপনার পরিবারের সবার জন্য।
৫৮| ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৮
রাকু হাসান বলেছেন:
মনিপু কবিতা দিলো আর রাকুর মন্তব্য নাই ,এটা কেমনে হয় । কবিতায় সেই দূপুর আসলো ভাতঘুম আসলো কেন । হাহাহা । পরিচয়ের প্রথম মূহুর্তের মত মুগ্ধ হতে চাও ,ভালো কথা না করছে কে ,কবিতার সন্ধ্যার মত দিনেও চলুক ,সমস্যা নাই তো । হ্যাঁ প্রথম লাইনটি অন্য রকম হয়েছে । এটা মজা না এটা সত্য বলছি । তারপর সরষে ঝাঁঝ নিয়ে ..লাইনটি কে রাখবো । ইশকুল,আপিস --আমার মতো পোলাপানদের জন্য একটু কষ্টের ,সমিস্যা নেই ...তবে ।ফেলে রাখা চার লাইনের মুগ্ধতা বলতে কি প্রথম চার লাইন বুঝবো নাকি বিশেষ কিছু ? বিশেষ কিছু থাকলে সেটা কি ? নাকি গোপনীয় প্রকাশ করা যাবে না .. হ্যাঁ ... । জবাব চাই
০১ লা জুন, ২০২০ রাত ৯:১১
মনিরা সুলতানা বলেছেন: সময় নিয়ে ফিরছি ............।
সব উত্তর পাবা
১১ ই জুন, ২০২০ রাত ৮:৩৮
মনিরা সুলতানা বলেছেন: মনিপু কবিতা দিলো আর রাকুর মন্তব্য নাই ,এটা কেমনে হয় ।
উ হু একদম ই ঠিক হয় না; তাই রাকু'র মন্তব্য আসা তক অপেক্ষা করছিলাম পরবর্তী পোষ্টের জন্য।
কবিতায় সেই দূপুর আসলো ভাতঘুম আসলো কেন ।
চলো আজথেকে কাচ্চিঘুম
পরিচয়ের প্রথম মূহুর্তের মত মুগ্ধ হতে চাও ,ভালো কথা না করছে কে ,কবিতার সন্ধ্যার মত দিনেও চলুক ,সমস্যা নাই তো )
তাই তো ! তাই তো !! না করার মত দুঃসাহস কে দেখিয়েছে কবে ?
আর কবিতা চলুক সারাদিনমান, কারোনা কাল এলাক সেকাল সব কাল
হ্যাঁ প্রথম লাইনটি অন্য রকম হয়েছে । এটা মজা না এটা সত্য বলছি । তারপর সরষে ঝাঁঝ নিয়ে ..লাইনটি কে রাখবো ।
ধন্যবাদ ধন্যবাদ জনাব এভাবে কবিতার কাটাছেড়া করার জন্য।
ইশকুল,আপিস --আমার মতো পোলাপানদের জন্য একটু কষ্টের ,সমিস্যা নেই
পুলাপান দের আবার সমস্যা কিসের ? সব ই সুবিধা
ফেলে রাখা চার লাইনের মুগ্ধতা বলতে কি প্রথম চার লাইন বুঝবো নাকি বিশেষ কিছু ? বিশেষ কিছু থাকলে সেটা কি ? নাকি গোপনীয় প্রকাশ করা যাবে না .. হ্যাঁ ... । জবাব চাই
যখন যে চার লাইন পাঠকের জন্য লিখে প্রকাশ করবো, সেই চার লাইনের কথা ই বুঝিয়েছে হে !!!!
অখন তুমি যদি প্রথম চাইর লাইন এ মুগ্ধ হও, তাতেই সই
৫৯| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২১
নক্ষত্র নীড় বলেছেন: আমি যেন কবিতা পাঠ শুনছিলাম । মুগ্ধতাটুকু দিতে চাই !
৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য সব সময় ই অনন্য সবসময় ই ভালোলাগার !!
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
হাবিব বলেছেন: প্রথম লাইনটা দারুণ হয়েছে...... কবিতাতে লাইক