নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

অগোছালো শব্দজট

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১৪


বড্ড চুপচাপ রাত নেমে আসে আজকাল
ছিমছাম গুছিয়ে রাখা বিছানার মত;
পরিপাটি নিকানো রান্নাঘরের মেঝের আদলে
নি:শব্দে লতিয়ে উঠা ড্রয়িং রুমের মানিপ্ল্যান্টের ছেয়ে উঠায়।

প্রতি সন্ধ্যায়, অভিমানী ঝড় উঠে
মিঠাই রঙা বাগান বিলাসে ঘূর্নী ছোটায়
একটু সাহসী ছোট্ট ছানাটি ও মা পাখিটার কাছে মিশে থাকে
অক্ষম আক্রোশের বিজলী, হেচকী তোলা কান্না বর্ষায়।

ঠিক সে সময় কেমন এক অশ্রাব্য উচ্চারনে
দিনের একমাত্র মালগাড়ির ট্রেন টা স্টেশন ছোঁয়
পাড়ার বখাটে ছেলেটার হলদে হয়ে উঠা দাঁতের রঙ নিয়ে;
হয়ত কোনদিন মা মাসি' র যত্ন সোহাগে সেও ছিলো কাঠ বাদাম গাছের চকচকে পাতার আহলাদে,
অগুনিত যাত্রীর আরাধ্য হয়ে।

আজকাল সন্ধ্যের লালিমাটুকু ছুঁয়ে দেয়াই ভার!
ঝপ করে চলে যায় রাতের কোলে,
মিহি বাতাসে যেমন আঁচলে ঢেকে নেয় মা
বেশ জানি চন্দ্রিমা স্নানে যাবে বলেই না
বুক পকেটে চিঠির ঘ্রাণ নিয়ে আসে সে শরত বিকেলে।

যাপিত জীবনে ভিজে থাকা মনে,
বাসী বকুলের স্মৃতিকাতরতার বাস
মৌসুমের আদ্রতা গায়ে মেখে আছে
ফুলকাটা পিঠের মাখোমাখো চিনির রস
যেমন থাকে আশ্বিনের ঘ্রাণের তীব্রতা ঝাঁঝালো রৌদ্রে।

খুব চাই এইসব বেহিসাবি সময়ে দিনমান-
তোমার পছন্দের ফুলের ঘ্রাণ হয়ে মিশে রবো
রো’দে পোড়া ঘাসের যন্ত্রণা বুকে নিয়ে।
ব্যাল্কনিতে পরে থাকা নিউজ পেপারের আদলে।

সকালে' র পায়ে চুমুখায় ছাতিম সুবাস যত
চা' য়ের রঙ, ধোঁয়াউঠা পাঁচফোড়নের সবজি
ডানা মেলা ব্লুডেইজ আর অপরাজিতার ঢঙে আনন্দরত
পাবদা পিয়াজ, সর্ষে কিংবা ইলিশের তেলেমাখা।

উসকে দ্যায় ফেলে আসা দিন সেই মা মা ডাকা রোদ্দুর রঙে লেখা ।
আসে তেজপাতা লবঙ্গ এলাচ, একটা দোলন চাঁপায় সাজে ফুলদানী
আর মনে মনে ভাবি, আমি কি আমাকে আজ চিনি !
রোদপরে আসা বিকেলের হলদে মায়ায় যদি, ভুলে থাকো অভিমান
টুপ করে খুব ভোরে শবনম শিউলি হয়ে ঝরবো মন উঠোনে অবিরাম।


মনিরা সুলতানা
৪' অক্টোবর ২০২০

মন্তব্য ৪৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর সামুতে একটা সুন্দর কবিতা পড়লাম!

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: পড়েছেন তাতেই আনন্দিত !!
সুন্দর কবিতা' র দলে ফেলেছেন উচ্ছ্বসিত :)

২| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫২

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ উপহারে। :) তোমার কবিতা পড়ে যাদের দাঁত ভেঙ্গে যায়,আশা করি এবার তা হবে না। :P

ভালো লাগছে।

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: এতদিন পর কোথা থেকে উদয় হলে ?
আজকাল লিখতে বসে খাটাখাটুনি করি না একদম; সহজ সরল মনে যা আসে। অগোছালো এক সময় যাচ্ছে। আর তাছাড়া ব্লগারদের দাঁতের উপর আমার মায়া আছে বৈকি :P

ভালো থেকো, লেখায় তোমাকে পেয়ে ভালো লাগলো।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৮

রাকু হাসান বলেছেন:

টুপ করে, হঠাৎ করে হারিয়ে যাই... :D
ব্লগের সাথে চোর পুলিশ খেলা হচ্ছে হাহাহা
যাক অগোছালো সময়েও কবিতা তো পেলাম।
আমার কবিতা পড়ে দাঁত যা থাকার থাকবে.. সমস্যা নাই। ;)

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: আহা এই না হলে পাঠক ;)
ব্লগের সাথে আমার ও আজকাল তাই। দেখা যাক ব্লগ ডে এর আগে ব্লগ কিছুটা রমরমা হয় কিনা।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


বসন্তের সন্ধ্যাগুলো গোধুলিকে বুকে জড়ায়ে নিজকে ধরে রাখে সিঁদুর মেঘের আড়ালে, শীতে রজনী আসতে জানে যেতে ভুলে যয়।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪১

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ যেমন শীত বিকেল গুলো ঝুপ করে সন্ধ্যার মায়ায় মিশে থাকতে চায়।

৫| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৮

স্থিতধী বলেছেন: ব্লগে পড়ার মতো কবিতা পাওয়া দুষ্কর । কিন্তু এটি সুখপাঠ্য কবিতা। বেশ লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৯

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্য মন ছুঁয়ে গেলো !
ধন্যবাদ।

৬| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৫

রামিসা রোজা বলেছেন:
টুপ করে খুব ভোরে শবনম শিউলি হয়ে ঝরবো মন উঠোনে অবিরাম ----কবিতা আমার মনের মধ্যে
গেথে রইলো । আপনাকে শুভেচ্ছা।

০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: ইশ কী যে মিষ্টি করে বলেন !! ঝুপ করে মন ভালো হয়ে যায়। ব্লগে আজকাল এত নীরবতা যে মন খারাপ হয়। আপনাদের উপস্থিতি আর আন্তরিক মন্তব্য ই ব্লগের প্রাণ।

ভালো থাকার শুভ কামনা।

৭| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপা,
মানুষের জীবন থেমে গেছে, স্থবির হয়ে গেছে মানুষের পথ চলা। প্রকৃতি যে এভাবে বিরূপ হবে মানবজাতি কখনো হয়তো কল্পনাও করেনি। আমারা তারপরও আশায় বেঁচে আছি স্বপ্ন দেখছি। কবিতা ভালো হয়েছে, কবিতায় প্লাস।

০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: একেবারেই বাস্তবতা তুলে এনেছেন ভাই! স্থবির এ সময়ে নান্দনিক ভাবনা মনে আসে না। কেমন বিসস্ত্র মনের আয়না।
তবে এটাই সত্যি, এরপর ও আমরা আসায় বেঁচে আছি স্বপ্ন দেখি।

প্লাসের জন্য ধন্যবাদ!! শুভ কামনা আপনার জন্য।

৮| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
৩য় প্যারায় ৪ নং লাইনে মসির জায়গায় মাসি হবে কি ?

৬নং প্যারার শেষ লাইনটা বারান্দায় পরে থাকা দৈনিক পত্রিকার আদেলে হলে বাংলা শব্দটাই মনে হয় শ্রুতিমধুর হতো।

শেষ প্যারায় ৪ নং লাইনে মায়ায় হবে।

যাপিত জীবন আর অতীত বর্তমানের মিশেলে কবিতা হয়ে উঠেছে সময়ের আয়না।

সুন্দর। ++++++++

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৯

মনিরা সুলতানা বলেছেন: ভীষণ মনযোগী পাঠে কৃতজ্ঞতা!
আশা করছি ভালো আছেন এই নিদানে?

৯| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৮

নেওয়াজ আলি বলেছেন: বেশ চমৎকার

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি !
আমার লেখায় আপনার সময়গুলো সুন্দর হোক।

১০| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ সুন্দর হয়েছে আপি

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! ধন্যবাদ আপু :)

১১| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



খুবই সুন্দর হয়েছে কবিতা । পাঠে মুগ্ধ । মাথা আগোছালো হয়ে শব্দ স্বাভাবিক ব্যপার । তবে সৃজনশীলদেরই তথা লেখক লেখিকা কবিরাই বেশী মাত্রায় সৃজনশীল,তারা একটু আগোছালো ও বটে ।শব্দ জট তাই তাদেরই বেশী হওয়ার কথা।তা না
হলে কি শব্দজট হতে এতো সুন্দর কবিতা বেড়োয় । তবে গবেষণায় দেখা যায় যাদের নিয়মিত শব্দজট, কবিতার জনম দেয়া পাজল সমাধান,স্ক্রাবল বা সুডোকো মেলানোর অভ্যাস রয়েছে তাদের মস্তিষ্ক অন্যদের তুলনায় অনেক বেশি কর্মক্ষম । যখন লেখালেখি করা হয় বা কবিতা লেখা হয় তখন মস্তিস্কের সমস্ত স্নায়ুগুলো সক্রিয় হয়ে ওঠে, যা কিনা স্মৃতি বৃদ্ধিতেও সহায়তা করে। এছাড়াও তাঁদের স্মৃতিশক্তির দুর্বলতাজনিত সমস্যাও হয় না।

প্রায় সকল বিখ্যাত আগোছালো ব্যক্তিদের জীবনী থেকে জানা যায় যে তাঁদের প্রত্যেকের মধ্যে একটি বিষয় কমন ছিল, তা হলো তারা সবাই প্রচুর বই পড়তেন, ও লেখালেখি করতেন । বই পড়া কিংবা লেখা হচ্ছে মস্তিষ্কের সবচাইতে ভালো ব্যায়াম। বই পড়া বা লেখালেখি মস্তিষ্কের স্নায়ু সচল রাখতে সহায়তা করে। এমনকি খবরের কাগজ, ম্যাগাজিন, কবিতা, গল্প উপন্যাস যাই হোক না কেন, অবসর সময়ে তা লিখলে বা পড়ে নিলে মস্তিষ্কের বেশ ভালো ব্যায়াম হয়। এতে করে স্মৃতিশক্তিও উন্নত হয়। এমনতর আগোছালো শব্দ জটে জনম দেয়া কবিতার কবির নিজের আত্মবিশ্বাস যেমন বাড়ে তেমনই কমে যায় স্মৃতিশক্তি দুর্বল হওয়ার সম্ভাবনা। নতুন একটি বিষয় চর্চা , বোঝা এবং প্রয়োগ করার মাধ্যমে মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়ে যা স্মৃতিশক্তিকে দুর্বল হতে বাধা দেয়।আগোছালো শব্দ জটের কত যে সুবিধা তা বলে শেষ করা যাবেনা । আগোছালো শব্দ জট হতে বেড় হোক এমনতর আরো সুন্দর সুন্দর কবিতা এ কামনাই রইল ।

আগোছালো কিছু ভাবনা ও কথামালা নিয়ে আমিউ আজ কালের মধ্যে একটি পোষ্ট দেয়ার আশা রাখি ।

সুন্দর কথামালা ও ভাবনা সমৃদ্ধ কবিতাটি প্রিয়তে গেল ।
শুভেচ্ছা রইল

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫০

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা ডঃ এম এ আলী ভাই !
মনে হচ্ছে প্রায় এক যুগ পর আপনাকে পেলাম আমার লেখায়, এবং বরাবরের মত অসাধারণ উৎসাহ মূলক মন্তব্য সহ। আপনি এত চমৎকার ভাবে সাধারণ আমাদের কে অসাধারণ এর সাথে মিশ্রণ করেন যে নিজেকে অনন্য মনে হয়! নিঃসন্দেহে এ ধরনের প্রশংসা বাক্য নতুন সৃষ্টির আগ্রহ উদ্দীপক। ব্লগে সব সময় আমাদের সাথে অতখানি মমতায় থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনার আগোছালো ভাবনা নিশ্চয়ই আর একটা মাইল ফলক পোষ্ট হবে সামুর। অপেক্ষায় রইলাম।

১২| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছে সেটা দেখতে আবার এলাম।
ডঃ এম এ আলী মন্তব্য ভালো লেগেছে।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ !

১৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,




অগোছালো শব্দজটই বটে।
গুছিয়ে রাখা বিছানার মত রাত - সন্ধ্যায় অভিমানী ঝড় - দিনের একমাত্র মালগাড়ির বখাটে ছেলেটা - বুক পকেটে চিঠির ঘ্রাণ নিয়ে শরত বিকেলে - বেহিসাবি সময়ে দিনমান কারো গন্ধ হয়ে থাকা , এসবই বিকেলের হলদে মায়ায় আগোছালো এক চিত্রকল্পের জটেরই অবিরাম ভেলকি দেখিয়ে গেলেন।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:১০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই !
বেশ লেখালিখির মন্দা চলছে, কবে যে ট্র্যাকে ফিরতে পারবো। আশা করছি সব সময় আপনার শুভকামনায় রাখবেন আমার লেখা কে।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩

আখেনাটেন বলেছেন: রোদে পোড়া ঘাসের যন্ত্রণা বুকে নিয়ে দেশের আপামর জনতাও এখন জীবন যাঁতাকলে পিষ্ট হওয়ার অপেক্ষায় আছে করোনাকালে। এর শেষ কবে কে জানে?

বরাবরের মতোই চমৎকার পঙক্তিমালা।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:১২

মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই পৃথিবী বাসি অপেক্ষায় আছি কবে যে এই যাঁতাকলের মুক্তি মিলবে।
ধন্যবাদ আপনাকে লেখার সাথে থাকার জন্য।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৬

সোহানী বলেছেন: তুমি সত্যিই উঁচু দরের কবি ;)

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:১২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা আপু দারুণ এক কমপ্লিমেন্ট !

১৬| ০২ রা ডিসেম্বর, ২০২০ ভোর ৪:০৬

কালো যাদুকর বলেছেন: শ্রদ্ধা ও ভাললাগা রইল।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৪

মনিরা সুলতানা বলেছেন: আপনার ভালোলাগার প্রকাশে আমার ভালোলাগা।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৭

মিরোরডডল বলেছেন:



চন্দ্রিমা স্নানে যাবে বলেই না বুক পকেটে চিঠির ঘ্রান নিয়ে আসে সে শরত বিকেলে
তোমার পছন্দের ফুলের ঘ্রাণ হয়ে মিশে রবো রোঁদে পোড়া ঘাসের যন্ত্রণা বুকে নিয়ে
টুপ করে খুব ভোরে শবনম শিউলি হয়ে ঝরবো মন উঠোনে অবিরাম


মনিপু এক কথায় দারুণ !!!!!!

এরকম লেখা পড়ে একটা গান না দিলে হয় !!! তাই তোমার জন্য :)




০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৬

মনিরা সুলতানা বলেছেন: তোমার ভালো লেগেছে !!! যাক মনে শান্তি পেলাম।
আমার তো নিজের কাছেই কেমন অগোছালো, লিখেছই বেশ অনেকদিন কিন্তু ব্লগে দিতে ই ইচ্ছে করছিল না।
দারুণ গান আর মন ভালো করা মন্তব্যের জন্য ভালোবাসা ডল।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১:১০

ঢুকিচেপা বলেছেন: শুরুটাই হয়েছে চমৎকারভাবে।
আপনার জন্য

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ! শুরু চমৎকারিত্ব আপনার মন ছুঁয়েছে, এটুকু জানতে পেরে ভালোলাগলো !!
চমৎকার শুভ্র সুন্দর ফুলের জন্য ধন্যবাদ।


অটঃ সাধারণত আমার এমন ভুল হয় না, তারপর ও আপনার মন্তব্য উত্তর যে দেয়া হয় নি এটুকু আমার চোখ এড়িয়ে গিয়েছিলো। আমি দুঃখ প্রকাশ করছি এ অনিচ্ছাকৃত ভুলের জন্য। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

ফটিকলাল বলেছেন: অসাধারন কবিতা

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে !
আমার লেখায় আপনার সময় হোক আনন্দপাঠ।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৯:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক দিন পরে আবার একটা কবিতা নিয়ে এলেন। বরাবরের মত কবিতা ভালো লেগেছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ নিন সাড়ে চুয়াত্তর !
হ্যাঁ বেশ লম্বা সময় পর ফিরলাম কবিতায়,
ভালো থাকার শুভ কামনা আপনার জন্য।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৩১

ওমেরা বলেছেন: কবিতাও এত সুন্দর হয়!!
সত্যি অনেক সুন্দর হয়েছে আপুনি কবিতাটা

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৩

মনিরা সুলতানা বলেছেন: হু হু তোমার মত সুন্দর মনের ও হতে হয়, এত সুন্দর কবিতা কে ধারণ করতে।
শুভেচ্ছা নিও ওমেরা।

২২| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

পুলক ঢালী বলেছেন: উহ্ মাগো !
একটা কবিতায় এত হাজার হাজার উপমা পান কোথায় ? আপনার ব্রেইন এত ক্রিয়েটিভ কেন? পক্ষপাতিত্বের জন্য স্রস্টার কাছে সুবিচারের জন্য আবেদন (আপিল) করবো কিনা ভাবছি। :D
আপনার মত পিচ্চি মেয়ের বয়ো বৃদ্ধার ব্লগ কথাটা মানায় না ওটা পরিবর্তনের জন্য আবেদন নিবেদন প্রার্থনা অনুরোধ পেশ করা হলো B-)
এলোমেলো শব্দজটে গুছানো কথা গুছানো ভাবনার প্রতিফলন দেখে এই কবিতা অবোদ্ধা টাসকি খেয়ে গেছে। ;)
(কবিতা বুঝলে আমনের কবিতার পোষ্টমর্টেম করতাম হে হে হে =p~ )

ইস্ কোন কবিনী যদি আমার প্রেমে পড়তো তাহলে আমার অমর হওয়াটা ঠেকাতো কে ?? :D
হাডা (ফাটা) কপাল আর কারে কয়?? X((
ভাল থাকুন হুর বান্ধবী। :)


১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: ইশ আপনি রোজ আসবেন আমার ব্লগে, প্রায় ই আবেদন নিবেদন অনুরোধ করবেন। নাম পরিবর্তন করতে না পারলেও মনে র বয়স কমে যাবে :P
ভাগ্যিস কবিতা বুঝেন না ;) না হয় আমার লেখা কেউ কি আর পড়ত ! আপনার মন্তব্য ই সবাই পছন্দ করত। আর বেঁচে গেলো আমার লেখা কাটাছেড়ার হাত থেকে B-))

আহ লেখা আছে রাইটার, আপনি নিজে ও তো লেখক আপনি ই পরুন না, তাহলে সে অমর হয়ে যাবে নির্ঘাত।

ধন্যবাদ জনাব মাঝেসাজে লেখায় এসে আনন্দ বিলানোর জন্য।

২৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: বাহ, অগোছালো শব্দজট দিয়েই তো কত সুন্দর একটা কবিতা রচিত হয়ে গেল! + +
শেষের লাইনদুটো খুব সুন্দর হয়েছে। চাঁদগাজী এর মন্তব্যটাও।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৭

মনিরা সুলতানা বলেছেন: হুম অগোছালো সময়, মন সাথে শব্দজট ! সেসব নিয়েই সাজালাম লেখা ! আমার সৌভাগ্য যে আপনাদের ভাললাগে সে সব লেখা। আমি অনন্দিত। শেষের দু' লাইন আলাদা ভাবে তুলে আনার জন্য ধন্যবাদ ভাইয়া !

আর চাঁদগাজী ভাইয়ার মন্তব্য !! ওহ সে বহু সাধনায় পাওয়া ! এবং সেজন্যই আলাদা এবং অনন্য।

২৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: উপমাগুলো অন্য লেভেলের হয়েছে...!
মুগ্ধ হলাম আপনার কবিতা পড়ে...

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৮

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে পাঠক পেয়ে আমার ও ভালো লাগছে !! যদিও আজকেই আপনার লেখা প্রথম পড়লাম। তবুও বেশ লেগেছে।
ধন্যবাদ লেখার প্রশংসার জন্য।

স্বাগত আমার লেখায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.