নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

আর জনমের দায়

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৯



আজকে সামু ব্লগের জন্মদিন, আজ ১৫ ডিসেম্বর ! আজ বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগের, জন্মদিন। তাই আজকে সকল বাংলা ব্লগারদের জন্মদিন, এবং খুব করে বলি আজ এই আমি আজকের আমার দ্বিতীয় সত্ত্বা' র ও জন্মদিন। যেটুকুই আজ শব্দেশব্দে নিজেকে ভালোবাসতে পারি, ভালোবাসার প্রকাশ করতে পারি সবটুকু' র জন্মই এই ব্লগে।


আঙুলের ভাঁজে গুনেগুনে বেহিসেবী কাটানো দিনগুলো তে ব্লগের সাথে পরিচয় আমার! জীবনের নিদারুণ খর সময় অথচ সবচাইতে পাললিক সময় সেটা। দূর্বাঘাসে ঘাসফড়িঙ এর দিন কাটানো এই আমি তখন গুটিসুটি মেরে গৃহকোণে। জীবনের এই বাঁকে অসম্ভব দ্রুত ঘটে যাওয়া রুপান্তর গুলো সামলাতে সামলাতে প্রায় ভুলে যাওয়া অন্য এক আমি জন্ম হচ্ছিলো তখন। রূপান্তরের ও সূক্ষ্ম চেরা রক্তক্ষরণের বেদনা আছে ! আছে নিত্য নতুনে আনকোরা আনন্দ! প্রবাস জীবন ! পরবাসী জীবন ! রোদ মেঘ ছায়া, আনন্দ আবদার আর স্বজন প্রিয়জন ছেড়ে নদী ভাঙা বসতি জীবন। ডুবতে থাকা সময়ে বাংলা হরফ দেখে খড়কুটো আঁকড়ে ধরার মত তখন ব্লগ কেই আঁকড়ে ধরেছিলাম।


২১ শে ফেব্রুয়ারী, সে মাসেই মুম্বাই থেকে গুরগাঁও এসেছি। পরিবেশ, বাসস্থান, আপনজন প্রিয়জন সবকিছুই অপরিচিত। সবতাতেই হয়ত আমার নয় হাহাকার। বাচ্চারা বেশ ছোট, একমাত্র আত্মার আত্মীয় তখন অফিসিয়াল ট্যুরে অন্য শহরে। নতুন ফোন নাম্বার ও নেয়া হয় নি।মা ভাই বোন বন্ধুদের সাথে একমাত্র যোগাযোগ স্কাইপ। ২১শের প্রথম প্রহরে দেখলাম ব্লগের ব্যাকগ্রাউন্ড পাল্টে রঙধনু বেলুনে সেজেছে। সেখানে আমার নামের বাংলা উচ্চারণে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ব্লগ। আহা সে অযাচিত আনন্দ অনুভূতি কাউকে বুঝাতে পারবো না। সে আনন্দের ভাগ করে নেয়ার জন্যে ও কাছে শুধু ব্লগার' রাই সেদিন। সমস্ত দিন ল্যাপটপে ব্লগ পাতা টা খুলে রেখেছিলাম
সে দিন, আবেশিত আনন্দে ছিলাম ভেসেছিলাম সেদিন।


ব্লগের শুরুর দিকের দিনগুলো ছিল পালাই পালাই আমার, ব্লগ জমজমাট তখন গল্প কবিতা ভ্রমণ গল্প ! এবং মন্তব্যে ও বেশ চেতনা মননের পরিচয় মেলে। সব দেখে মনে হচ্ছিল অন্য কোন জীবনের অংশ সেটা, যে হেলেঞ্চা কলমির ভেসে থাকা জীবন আমি জমা রেখে এসেছি শৈশবের মোরগ ফুলের ঘন লাল রঙে, নির্লিপ্ত মমতায়। ব্লগ ব্লগার বাংলায় লিখতে পারা, এসব কিছুই ধীরে ধীরে আমাকে শব্দ জমা করেকরে ফিরিয়ে নিয়ে গেলো সেই হিজল তলার হাওয়াই মিঠাই পাটিতে, হিজল গোটার ফেনায় স্বপ্ন বুদবুদে। এক্কাদোক্কা' য় আমি নতুন করে লিখতে শিখলাম। আজকের এই জলেজলে শব্দজমা করে কবিতায় গাঁথা মনিরা সুলতানা' র সবটুকু কৃতিত্ব ই এই ব্লগ আর ব্লগারদের।


অসম্ভব মায়া জড়ানো মিঠেল সুখের অনুভবের জন্য যেমন আমার পরিবারের কাছে রয়ে গেছে দায়, একটা নির্ভার দুরন্ত শৈশব, একটা মায়াময় স্বপ্নবোনা কৈশোর! তারুণ্যের জারুল উজ্জ্বলতার জন্য যেমন আমি মাতৃভূমির কাছে, এই বাংলার প্রকৃতির, প্রতিটা ঋতুর কাছে ঋণী। এই যে পায়েপায়ে আলতো আদরে দূর্বাঘাসের প্রেম, গেরুয়া শালিক চঞ্চুর বিরাগ্যে উদাসীনতা ! ফটিক জলে চাতক ছায়া !!! সবনিয়েই নৈর্ঝত আর অষ্ট দিক সবার কাছেই আছে আমার আর জনমের দায় তেমনি আমার একান্ত অনুভব, মন কথা যত, মনের সব কথা পাতায় তুলে আনার, প্রকাশ করার এই সারল্যটুকুর জন্য ও বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগের কাছে কিছু দায় আছে।

বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগের ১৫ তম জন্মদিনে আমি ধন্যবাদ জানাচ্ছি ব্লগ, ব্লগার এবং যে কোনভাবে এর সাথে যুক্ত আছেন তাদের। কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ সৈয়দা গুলশান ফেরদৌস জানা এবং আরিল্ড ক্লোক্কেরহৌগ কে। চমৎকার এই প্ল্যাটফর্মটি আমাদের কে শত ঝঞ্ঝার মাঝে ও মাথা উঁচু করে মাতৃভাষার চর্চা করার সুযোগ দিয়ে যাচ্ছে। বেঁচে থাক নান্দনিকতা চলুক সুকুমার বৃত্তির চর্চা, ভাষা হোক উন্মুক্ত । স্বপ্ন স্বদেশ গড়ায়, ভাবনায় ব্লগাদের থাক সবচাইতে বেশি অবদান।


শুভ শুভ জন্মদিন সামহোয়্যারইন।

মন্তব্য ৭০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

ভুয়া মফিজ বলেছেন: জায়গা বুকিং দিলাম। আপনের লেখা তো একবারে বুঝি না, কয়েকবার পড়তে হইবো। তাই টাইম লাগবো। :P

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১০

মনিরা সুলতানা বলেছেন: স্বাগত আপনাকে ; আমার লেখার মাঝেই থাকুন :)

২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন ব্লগবাড়ী

ধন্যবাদ আপুনি

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১২

মনিরা সুলতানা বলেছেন: প্রাণঢালা ধন্যবাদ ছবি আপু আপনাকে ও
ব্লগিং কে এত ভালোবাসায় রাখার জন্য।
আশা করছি ব্লগের জন্মদিন বা ব্লগ ডে তে আপনার চমৎকার ব্লগিং এ গল্প ও আমাদের সাথে শেয়ার করবেন।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



সামু ১৫ বছরে বিশাল অবদান রেখেছে বাংগালী ব্লগারদের জীবনে, সামুর মালিকানা ও ব্লগারদের অভিনন্দন।
আপনার ৮ বছর কেটেছে ব্লগে, সময়ের সাথে, লেখক হিসেবে আপনার আত্মবিশ্বাস কি রকম বেড়েছে?

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

মনিরা সুলতানা বলেছেন: একজন টিকে থাকা চমৎকার ব্লগার হিসেবে শুভেচ্ছা নিন!

হ্যাঁ এ কথা অনস্বীকার্য সামু বিশাল অবদান রেখেছে বাঙালী ব্লগারদের জীবনে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক আন্দোলন বাংলা সাহিত্যে ও। বর্তমান যুগের প্রতিষ্ঠিত কবি , সাহিত্যিক , রাজনৈতিক বিশ্লেষক , অনেকেই ব্লগিং করেছেন, অনেকের ই হাতেখড়ি এখানে।
আমি আমার পুরো লেখায় এই একটি বিষয় ই লেখার চেষ্টা করেছি, লেখক হিসেবে আত্মবিশ্বাস !!! হ্যাঁ এই শব্দটাই। আমি যে কিছু লিখতে পারি, বা দু একজন যে আমার লেখায় ভালোলাগা রাখবে। এ ব্যাপারগুলো ব্লগিং এ না এলো হয়ত শুরুই হত না। এখন আমি আমার নিজেকে একজন লেখক একজন কবি ভাবতে পারি। এবং বিগত সবসময়ের চেয়ে সবচাইতে বেশি আত্মবিশ্বাসী এখন আমি।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



৮ বছর আগে, যাঁদের সাথেআপনি শুরু করেছিলেন, তাঁদের লেখা, ভাবনায়, কেমন পরিবর্তন দেখছেন?

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৫

মনিরা সুলতানা বলেছেন: এ প্রশ্নের উত্তর টা অনেক বেশি মনোযোগ দাবী করে। আমি এই প্রশ্নে ফিরবো ......
এর মাঝে যদি আপনি আমার লেখায় আরও কিছু প্রশ্ন যোগ করতে পারেন , যা ব্লগিং কে আরও উন্নত করবে।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর ভাই !

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: শুভ জন্মদিন। সবাইকে শুভেচ্ছা ❤️

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা ব্লগার।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

জুন বলেছেন: অনেক সুন্দর করে সামহোয়্যারইন ব্লগকে স্মরণ করেছো মনিরা। হাজার হলেও কবি :) আমিও তোমার সাথে গলা মিলিয়ে বলি শুভ জন্মদিন সামু আমার বড় আদরের জায়গা। যখন সামুর কন্ঠরোধ করার চেষ্টা করেছিল সে সময় এক দম আটকানো ভাব ঘিরে ধরেছিল। এতেই বোঝা যায় উনি আমাদের ব্লগারদের জীবনে কতখানি জায়গা জুড়ে আছেন। !:#P

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ভালোবাসা নিও জুন আপু ! তোমাদের ব্লগিং দেখেই কিন্তু আমার একপা দুইপা চলা শুরু। সব সময় এত মায়ায় জড়িয়ে রেখেছ, এখন ও তেমন ই।
হ্যাঁ মনে আছে কতটা হতাশ সময় পার করেছি, ফেসবুকে বারবার সবাইকে খুঁজেছি। তবে এখন ও সে ভাব কিছুটা আছে, এখন ও আমরা মুক্ত নই আপু।
সত্যি ই ব্লগিং আমাদের জীবনের আনন্দের সাথে মিশে আছে।


৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

মিরোরডডল বলেছেন:



শুভ জন্মদিন সামু !
মনিপু তুমি সেসময়ের কথা খুব সুন্দর করে শেয়ার করেছো ।
ভালো লাগলো জেনে । সামু এবং সামুতে তোমার যাত্রা আরও দীর্ঘ হোক ।




১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫১

মনিরা সুলতানা বলেছেন: আমার আনন্দময় ব্লগিং এ চমৎকার একজন সাথী হবার জন্য ভালোবাসা।
সামু তে তোমার সময় গুলো ও হোক অনন্য অসাধারণ আনন্দপূর্ণ।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

মোস্তফা সোহেল বলেছেন: সামু আমাদের ভালবাসার জায়গা।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫১

মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই তাই।
ধন্যবাদ মোস্তাফা সোহেল। শুভ কামনা

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫

রামিসা রোজা বলেছেন:

আর জন্মের দায় --শিরোনাম যথোপযুক্ত হয়েছে
একটা অদ্ভুত মায়া জন্মেছে আপনাদের সাথে এই ব্লগের
মাধ্যমে । ব্লগ-এর জন্মদিন উপলক্ষে আপনার লেখাটা
এতোটাই নান্দনিক হয়েছে মনে গেঁথে রইলো ।
আপনাকে এবং ব্লগ কর্তৃপক্ষ সহ এ পরিবারের সকলকে
শুভেচ্ছা ।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৬

মনিরা সুলতানা বলেছেন: আসলে এইমায়া টুকুই ব্লগের প্রাণ !
লেখায় আপনার চমৎকার প্রশংসা আমাকে আনন্দিত করেছে।
একজন দারুণ ব্লগার হিসেবে আপনাকে ও শুভেচ্ছা ব্লগ এর জন্মদিনের।
শুভ কামনা।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন সিনিয়র!
শুভকামনা সামু,শুভকামনা 'বয়োবৃদ্ধা' ব্লগার

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা আমাদের চির নবীন ব্লগার।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পদ্মা পারের জীবন বড় সংগ্রামর জীবন।পরাজিত হয়ে ৭০ বছর আগে চলে যাই পদ্মার নাগালের বাইরে।তার পরও ফিরে ফিরে আসি নাড়ীর টানে।তখন আমার কিইবা বয়স,বাবার হত ধরে পদ্মার পার ঘেষে হাটতে হাটতে চলে যেতাম দিঘিরপার বাজারে।
সেই সব স্মৃতি মনে হলে চোখে জল চলে আসে।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২১

মনিরা সুলতানা বলেছেন: স্মৃতি যতই চোখে জল আনুক স্মৃতি কাতরতা সবসময় ই উপভোগ্য।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৪

নতুন বলেছেন: সামু বড় একটা নেশা। জানার আগ্রহ যাদের আছে তারা নতুন লেখা পড়তে অবশ্যই সামুতে থাকবে সারাটা সময়।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ সামু খুব মিষ্টি এবং উপভোগ্য নেশা। খুব চাই আগের মত সকল ব্লগার রা ফিরে আসুক আমাদের মাঝে, নতুন সব ব্লগারদের মাঝে।
শুভেচ্ছা রইলো।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৪

মুরাদ বেগ বলেছেন: শুভ জন্মদিন সামহোয়্যারইন।

আপনি দারুন লিখেছেন ম্যাম, জয় হোক বাংলা ভাষার, জয় হোক সামু ব্লগের।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০১

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত মুরাদ বেগ !
লেখায় ভালোলাগা প্রকাশে ধন্যবাদ।
জয় হোক বাংলা ভাষার, জয় হোক সামু ব্লগের।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৯

ডঃ এম এ আলী বলেছেন:


প্রকৃতির ভাষায় সুন্দর করে সাজানো কথামালায় সামু ও আপনার মুল্যবান স্মৃতিচারণ পাঠে মুগ্ধ ।
জয় হোক সামুর । সমৃদ্ধ হোক সামুসহ এর সকল কলাকুশলী ও ব্লগারদের জীবন ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৪

মনিরা সুলতানা বলেছেন: একজন দায়িত্বশীল, নির্ভরযোগ্য এবং জনপ্রিয় ব্লগার হিসেবে আপনি ও শুভেচ্ছা গ্রহণ করুন সামু ব্লগের জন্মদিনের।
সমৃদ্ধ হোক ব্লগ ব্লগার। শুভ কামনা ভাইয়া।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫

ঢুকিচেপা বলেছেন: খুবই সুন্দর হয়েছে গোছানো লেখা।
জন্মদিনে শুভেচ্ছা রইল।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

মনিরা সুলতানা বলেছেন: লেখায় মন্তব্য এবং প্রশংসার জন্য ধন্যবাদ!
আপনার জন্য ও রইলো শুভ কামনা।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




মনিরা সুলতানা আপা, আপনার স্মৃতিগুলো অতীতকে উজ্জলভাবে জীবন্ত করেছে। আমার নিজের কাছেও খুবই ভালো লাগে অতীতের স্মৃতিচারণ করতে। আপনার জন্য শুভ কামনা রইলো।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭

মনিরা সুলতানা বলেছেন: স্মৃতি আসলেই সবার অন্তরে লুকায়িত এক রত্নের নাম, আনন্দ বেদনা সব স্মৃতি ই আমরা রোমন্থন করতে ভালোবাসি। আশা করছি আপনার কাছে ও ভাললাগের ব্লগ নিয়ে কিছু মহার্ঘ্য স্মৃতিচারণ পাবো। আপনার লেখার অপেক্ষায় রইলাম ভাইয়া।

শুভ কামনা।

১৮| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৯

সোহানী বলেছেন: চমৎকারভাবে তোমার অনুভূতির প্রকাশ। অনেক অনেক ভালো লাগলো।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু, আপনার জন্য ও অনেক অনেক শুভ কামনা।

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:০২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর স্মৃতি তুলে ধরেছেন। শুভেচ্ছা আপনাকে ও সামুকে

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৪

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা !
লেখায় ভালোলাগার প্রকাশ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

২০| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন: শুভ জন্মদিন সামু

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ইসিয়াক!
শুভ কামনা।

২১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১

ভুয়া মফিজ বলেছেন: আজ ১৫ ডিসেম্বর ! আজ বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগের, জন্মদিন। তাই আজকে সকল বাংলা ব্লগারদের জন্মদিন মানতে পারলাম না আপনের তাই আজকে সকল বাংলা ব্লগারদের জন্মদিন কথাটা। সেই একই কারনে এবং খুব করে বলি আজ এই আমি আজকের আমার দ্বিতীয় সত্ত্বা' র ও জন্মদিন এইটাও ঠিক না। আজকের এই দিনে আপনের ব্লগিংয়ের বয়স ৮ বছর ১০ মাস। আপনের দ্বিতীয় সত্ত্বার জন্ম হইছে সামু'র জন্মের আরো অনেক পরে। তয় যেটুকুই আজ শব্দেশব্দে নিজেকে ভালোবাসতে পারি, ভালোবাসার প্রকাশ করতে পারি সবটুকু' র জন্মই এই ব্লগে এইটা ঠিক কইছেন। =p~

মূল কথা হইলো, যে যখন জন্ম নেয়, তার জন্মদিন তখন। আমার মা আমাগো সব ভাই-বোইনেরে জন্ম দিছেন, তাই বইলা উনার জন্মদিন তো আমাগো সবার জন্মদিন হইতে পারে না। প্রথম মন্তব্যেই কইছি, আপনের লেখা একবারে বুঝি না। এহন দ্যাহেন, আমার আলোচিত লাইনগুলি কয়েকবার পইড়াও বুঝি নাই!!! :((

এরপরে কঠিন কঠিন শব্দ প্রয়োগে যা কইছেন, তা কয়েকবার পইড়া বুঝছি। খুবই ভালো লাগছে। তারপরেই আবার ধাক্কা!!

ফটিক জলে চাতক ছায়া!!! এই ফটিক জল আবার কি? ফটিক লাল নামে এক ব্লগার আছেন, সেইটা জানি। কিন্তু ফটিক জল তো চিনলাম না। যাউক গা, আপনের লেখার শতভাগ বোঝা আমার দ্বারা হইতো না।

আজকের এই জলেজলে শব্দজমা করে কবিতায় গাঁথা মনিরা সুলতানা' র সবটুকু কৃতিত্ব ই এই ব্লগ আর ব্লগারদের। এই কথাটা খুবই পছন্দ হইছে। মনে হইতাছে, এই ব্লগারদের মইদ্দে আমিও আছি......হে হে হে!!!

সুকঠিন শব্দমালায় গাথা লেখাটা চমৎকার লাগলো। সামু র বয় বৃদ্ধা ব্লগারকে অভিনন্দন! আর সামু'র জন্মদিনে সামুকে অনেক অনেক শুভেচ্ছা এমন একজন ব্লগারকে জন্ম দেয়ার জন্যে।

শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ!!!

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ইচ্ছে হয়ে লুকিয়ে ছিল মনের মাঝে রে ..
যেদিন সামু র জন্ম সেদিন থেকে ইচ্ছে পূরণের জন্ম। রবীন্দ্রনাথ কইলে মানতেন :P
আচ্ছা আচ্ছা আপনার না বুঝাবুঝির জয় হোক জনাব ;)

ফটিক-জল জল হচ্ছে স্বচ্ছ জল। ডিস্টিল ওয়াটার ! আবার ফটিকজল নামে বাংলায় একটা পাখি ও আছে।

চাতক পাখি স্বচ্ছ , ফটিক জল ই কেবল পান করে, তাই চাতকের ছায়া সেখানেই মেলে, উপমা হিসেবে দিয়েছি ব্রো। শতভাগ বোঝার দরকার নেই, যতটুকু বুঝেন আত্মস্থ করেন সেই ঢের!

আলবৎ আছেন, খুব ভালোভাবে উইথ ডিস্টিংকশন এবং সে জন্য আমি আমার পাঠক/ ব্লগাদের কাছে কৃতজ্ঞ।

আপনাকে ও শুভেচ্ছা সামুর মুকুটে নতুন পালক যোগ করার জন্য।

২২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: একটা পোষ্ট দিয়ে হারিয়ে যান। মন্তব্যের উত্তরও দিচ্ছেন না।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

মনিরা সুলতানা বলেছেন: দাদা ছুটির দিন একটু ব্যস্ত ছিলাম, হালকা পাতলা ফ্রি তে ফেসবুকের মন্তব্য উত্তর দেয়া যায়।কিন্তু ব্লগ আরও পূর্ণ মনোযোগ দাবী করে। তাই সময় নিয়ে ই ফিরলাম। তাছাড়া মোবাইলে ব্লগ ওপেন হয় না :(
দুঃখিত অনাকাঙ্ক্ষিত এই দেরি করার জন্য ।

২৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অসম্ভব ভালো লেগেছে লেখাটি। এজন্যই যে এখানে অনেকের অনুভূতি আপনি নিজের করে লেখেছেন।
মনিরা সুলতানা আপা, আপনার নামটি অনেক পরিচিত এবং ঘনিষ্ঠ ব্লগারের একটি নাম।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা ভাই, শত ব্যস্ততার মাঝে সময় করে চমৎকার মন্তব্য রেখে গেছেন।
আপনি নিঃসন্দেহে একজন চমৎকার ব্লগারের উদহারন। ফিরে আসুন ব্লগে, আপনাদের অপেক্ষায় রয়েছে ব্লগ এবং ব্লগার রা।

২৪| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২২

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার একটি লেখা। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য এবং সামুর জন্য রইলো লক্ষ্য কোটি ভালোবাসা।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা আপু !
লেখার প্রশংসা আমাকে আপ্লুত করলো। ব্লগেই থাকুন আমাদের সাথে।
সামুর জন্য আমাদের সবার ই রয়েছে অযুত ভালোবাসা।

২৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

নীল আকাশ বলেছেন: দেরি করে হলেও এখানেও শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলাম।
ইদানিং খুব ব্যস্ততায় দিন কাটছে আমার।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

মনিরা সুলতানা বলেছেন: আপনার শুভেচ্ছা ফেসবুকে পেয়েছি সবার প্রথম !
ধন্যবাদ ব্যস্ত সময়ে মন্তব্য রেখে যাবার জন্য। আপনাদের মত বর্তমানে নিয়মিত ব্লগার রা নিজেদের অভিজ্ঞতার পোষ্ট দিলে আমাদের ও ভালো লাগতো।

শুভ কামনা সতত।

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

উম্মে সায়মা বলেছেন: ভালোবাসা আপনাকে। ভালোবাসা সামুকে !:#P

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২২

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা স্যাম !
তোমাদের লেখায় ব্লগ হয়ে উঠুক মুখরিত।

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,



রূপান্তরেরও যে সূক্ষ্ম চেরা রক্তক্ষরণ হয় তা কম বেশী সকল ব্লগারদের বেলাতেই ঘটে ! তখন কেউ কেউ নতুন করে জন্ম নেয় কেউবা খসে পড়া দেয়ালে নতুন করে পলেস্তারা লাগায় ।

বাংলা ভাষার প্রথম ব্লগ "সামহোয়্যারইন" ব্লগের ১৫ তম জন্মদিনে আপনার সাথে আমিও ধন্যবাদ জানাচ্ছি ব্লগ, ব্লগার এবং যে কোনভাবে এর সাথে যুক্ত আছেন তাদের সবাইকে।
"জানা" এবং "আরিল্ড" কে কোনও শব্দ দিয়েই কৃতজ্ঞতা প্রকাশ মনে হয় সম্ভব নয়।

শেষে বলি " ভাষা হোক উন্মুক্ত" , দিনে দিনে আরও প্রস্ফুটিত হোক ব্লগখানি।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

মনিরা সুলতানা বলেছেন: রূপান্তরেরও যে সূক্ষ্ম চেরা রক্তক্ষরণ হয় তা কম বেশী সকল ব্লগারদের বেলাতেই ঘটে ! তখন কেউ কেউ নতুন করে জন্ম নেয় কেউবা খসে পড়া দেয়ালে নতুন করে পলেস্তারা লাগায় ।

অসম্ভব সুন্দর করে লিখলেন !! অনেক ভালো লাগলো।

"জানা" এবং "আরিল্ড" কে কোনও শব্দ দিয়েই কৃতজ্ঞতা প্রকাশ মনে হয় সম্ভব নয়।
হ্যাঁ উনাদের জন্য সবসময় মন থেকে শুভ কামনা।

আপনার জন্য ও শুভকামনা ভাইয়া।

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

ওমেরা বলেছেন: কত চমৎকার করে লিখেছেন আপুনি । সামহোয়ারইন ব্লগ বেঁচে থাকুক যুগ যুগ ধরে আপনিও দীর্ঘজীবি হন চমৎকার সব কবিতা এ গদ্য আমাদের উপহার দিতে থাকুন ।
অনেক ধন্যবাদ আপুনি ।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

মনিরা সুলতানা বলেছেন: হ্যালো ওমেরা ! আশা করছি ভালো আছো।
তোমার চমৎকার শুভ কামনা মন ছুঁয়ে গেলো !!!
তোমার জন্যে ও অনেক অনেক শুভেচ্ছা।

২৯| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই ভালো লেগেছে আপু। দারুণ অভিজ্ঞতা তুলে ধরেছেন। আমরা যারা নুতন তাদের কাছে শুরুর দিনগুলো খুবই আকর্ষণীয়।++
আপনি ঐসময় গুরগাঁওতে ছিলেন? যতদুর জানি পরে আবার কলকাতাতেও এসেছিলেন। আপনার কলকাতার অভিজ্ঞতা জানার অপেক্ষায় রইলাম। সাথে সাথেই জানাই অন্তরের শুভেচ্ছা আমাদের প্রাণপ্রিয় সামু ব্লগের জন্মদিনে। একদিন দেরিতে আসায় লজ্জিত।
শুভেচ্ছা জানবেন আপু।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ চৌধুরি !
ভাললেগেছে আপনার চমৎকার প্রাণখোলা প্রশংসায় মন্তব্য, হ্যাঁ আপনাদের অবশ্যই ভালো লাগবে সামুর প্রথম দিকের স্মৃতিচারণ। যদিও আমি মাঝামাঝি সময়ে এসেছি, দেখছি দেখেছি প্রায় শুরু থেকে।
না আমার কলকাতায় কখনো থকা হয়ে উঠে নি। শুরুতে ২০০৫ এর দিকে যখন মুম্বাই তে সপ্তাহে ঢাকা থেকে দুইটা বা একটা ফ্লাইট যেত; তখন সময় না মিললে কলকাতা হয়ে যেতাম/ আসতাম। কলকাতার অভিজ্ঞতা এটুকুই।

আপনারা যারা এখন ব্লগে নিয়মিত লিখছেন, যারা ব্লগের প্রাণ ! তাদের জন্য ও ব্লগের জন্মদিনে অনেক অনেক শুভ কামনা।
আপনাদের লেখার আনন্দে মুখরিত হোক ব্লগ।

৩০| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭

ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন সামু

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো!
তোমার জন্য ও শুভ কামনা।

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০০

শায়মা বলেছেন: ভালোবাসা আর শুভকামনা সামু আর সামুর প্রতিটি মানুষের জন্য.......

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৪

মনিরা সুলতানা বলেছেন: তোমার জন্য ও ভালোবাসা।

৩২| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আর জনমের দায় থাকুক বুকের গহীন কোনে
অবহেলা নয় রাখিও তারে সযতনে।

আপনার সামু নিয়ে সাত কাহন ভাললাগলো।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার !
চমৎকার বলেছেন, সামু থাক আমাদের ভালোবাসায়।

শুভ কামনা।

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

ফয়সাল রকি বলেছেন: শুভ জন্মদিন সামু

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় সামুর জন্মদিন আর ব্লগ ডের র শুভেচ্ছা ফয়সাল রকি।

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

মলাসইলমুইনা বলেছেন: চমৎকার সামু বন্দনা হয়েছে সামুর পনেরতম জন্মবার্ষিকীতে । সামুর কথা বলতে বলতে নিজের জীবনের যে কথাগুলো জড়িয়ে দিয়েছেন তাতেই সবাই বুঝবে সামুর জন্য আপনার আন্তরিক ভাবনার কথা । আর শেষে একটা কথা, এই লেখাটা ক্যাটাগরি হিসেবে ব্লগের বিষয় ভিত্তিক পাতায় কবিতার অংশেই জায়গা পেতে পারে । কবিতার ছন্দের মতোই ছান্দসিক ভঙ্গিতে বলা হয়েছে সবটুকু আর জনমের দায়ের কথা --সামুর জন্য আপনার ভালোলাগা ভালোবাসার কথা । বিউটিফুল এজ অলওয়েজ ।

২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৮

মনিরা সুলতানা বলেছেন: মাই আল্লাহ ! মলা ভাই ইজ ব্যাক !
আপনাকে দেখে আনন্দিত !!!
শুভেচ্ছা শুভ কামনা আপনার ও প্রাপ্য। খুব খুব মনখোলা প্রশংসায় ভালোলাগার আবেশে থাকলাম।
আপনার প্রকাশনার জন্য অভিনন্দন ও শুভ কামনা।

৩৫| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০০

খায়রুল আহসান বলেছেন: আর জনমের দায় --শিরোনামটা চমৎকার এবং যথার্থ!
"জীবনের সবচেয়ে খর সময় অথচ সবচেয়ে পাললিক সময় সেটা" - সেই সময়টাকে কত সুন্দর করে বর্ণনা করলেন এই একটা ছোট্ট বাক্যে!
পুরো লেখাটায় আপনি হাজারো ব্লগারের মনের কথাগুলো সুন্দর করে সাজিয়ে লিখেছেন এবং সেই সাথে প্রতিমন্তব্যগুলোও অনেক যত্নের সাথে করেছেন, এটা বিশেষ লক্ষ্যণীয়ভাবে ফুটে উঠেছে। এ চমৎকার নৈবেদ্য'র জন্য অভিবাদন!
সামু দীর্ঘজীবি হয়ে বেচে থাক, মানুষের অন্তরে অন্তরে!

মুম্বাই, গুরগাঁও এবং দুবাই- এ ছাড়াও কি আর কোন শহরে প্রবাসী হয়ে বাস করেছেন?

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৫

মনিরা সুলতানা বলেছেন: আর জনমের দায় --শিরোনামটা চমৎকার এবং যথার্থ!
শিরোনামে আপনার ভালোলাগা' র প্রকাশ আমাকে আরও একটু আগ্রহী করে লেখালিখির ভুবনে!

"জীবনের সবচেয়ে খর সময় অথচ সবচেয়ে পাললিক সময় সেটা" - সেই সময়টাকে কত সুন্দর করে বর্ণনা করলেন এই একটা ছোট্ট বাক্যে!

আমি তো আমার মতোই বলার চেষ্টা করি আপনাদের মত পাঠকের ভালোলাগা টা লেখা কে দেয় অনন্যতা!!


পুরো লেখাটায় আপনি হাজারো ব্লগারের মনের কথাগুলো সুন্দর করে সাজিয়ে লিখেছেন
আমার মাঝে মাঝে মনে হয়, ব্লগ আমাদের মত ব্লগারদের যতটুকু পাশে থেকেছে আমরা হয়ত ঠিক সেভাবে পারছি না বলেই - অনেক অনেক অভিযোগ উঠে আসে ব্লগ নিয়ে। এই যে আজকের বাংলাদেশের উদীয়মান লেখক কবি থেকে শুরুর করে প্রতিষ্ঠিত অনেকেই ব্লগ থেকে কত ভাবেই ই পরিচিতি পেয়েছেন। এখন ও বই প্রকাশিত হলে অনেক বই শুধু ব্লগার পরিচয়েই সংগ্রহ করি। সেই বাংলা ব্লগাটার জন্মদিন চলে গেলো, হাতে গুনে দুই বা তিনটি শুভেচ্ছা পোষ্ট এসেছে। সে হিসেবে যদি আমার ছোট্ট এ লেখায় হাজারো ব্লগারের প্রতিনিধিত্ব করা হয় !! আমি আপ্লুত আবেশিত আনন্দিত নিঃসন্দেহে।

এবং সেই সাথে প্রতিমন্তব্যগুলোও অনেক যত্নের সাথে করেছেন, এটা বিশেষ লক্ষ্যণীয়ভাবে ফুটে উঠেছে।

মাঝে মাঝে মনে হয় আমার এই মন্তব্য প্রতিউত্তর বা অন্য ব্লগারদের লেখায় মন্তব্য করা নিয়ে আলদা একটা পোষ্ট দেই। সত্যি ই আমি অনেক অনেক বেশি সাধারণ এবং অনানুষ্ঠানিক, বা এলেবেলে। এবং ঠিক সে কারণেই হয়ত এই লেখার মন্তব্য আপনার নজরে এসেছে। তবেঁ আমি চেষ্টা করি সব সময় ই - বাকি রইলো আমার মুড :| আমাকে আমার লেখা বা ব্লগের মন্তব্য এবং প্রতি মন্তব্যের জন্য নির্ভার হতে হয়, পূর্ণ মনোযোগ দিতে হয়। সব সময় সেটুকু সম্ভব হয় না বলেই হয়ত দায়সারা গোছের হয়ে যায়। আশা করছি আমার এই অপারগতা টুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


এ চমৎকার নৈবেদ্য'র জন্য অভিবাদন!
সামু দীর্ঘজীবি হয়ে বেচে থাক, মানুষের অন্তরে অন্তরে!


একজন একনিষ্ঠ দায়িত্বশীল ব্লগার হিসেবে আপনি ও শুভেচ্ছা নিন আমার মত একজন ইন -ফর্মাল ব্লগারের কাছে থেকে। আর সামুর আমাদের অন্তরে বেঁচে থাকার শুভকামনা টুকু আমাদের সবার অন্তরের ইচ্ছা।

মুম্বাই, গুরগাঁও এবং দুবাই- এ ছাড়াও কি আর কোন শহরে প্রবাসী হয়ে বাস করেছেন?

জি আমি পরিবার সহ দ্বিতীয় বার গুরগাঁও প্রবাসী হবার আগে কিছুদিন সিংগাপুর ছিলাম!


কৃতজ্ঞতা সহ অনেক অনেক ধন্যবাদ আপনার যত্ন মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.