নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
খেয়ালী দুপুর কে
খুঁজে নিচ্ছে গাঙচিল
ফাগুন বাতাসে হাওয়াই মিঠাই কলরোল !
চিরকুটে নীলাভ আলোর মায়া
এ বসন্ত কথা না রাখার ফাঁদ বুনেছে।
©️মন' সায়র
হাওয়াই মিঠাই কলরোল
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: জি কাঞ্চন ই ।
২| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: বসন্ত কেনো কথা রাখবে না আপুনি???
কি কথা তাহার সাথে ছিলো???
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:৫০
মনিরা সুলতানা বলেছেন: তাহার সাথে কি কথার অন্ত আছে !!!
আর সব কথা কি রাখা যায় ? নাকি রাখতে হয় !
৩| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: বসন্ত শেষের দিকে। সমস্যা নাই।
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:৫০
মনিরা সুলতানা বলেছেন: বলেন কি দাদা ! এ ক' দিনেই বসন্ত শেষ ?
৪| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১২:০৩
রামিসা রোজা বলেছেন:
প্রকৃতির নিয়মে বসন্ত আসে যায় কিন্তু বসন্ত কি সবসময়
উপভোগ করা যায় ?
০৫ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৮
মনিরা সুলতানা বলেছেন: বসন্ত কি সব সময় উপভোগ করা যায় ?
সেতো নয়’ ই সব সময় কি সবাই সবকিছু উপভোগ এর আছন্নতায় ডুবতে পারে বলেন! ব্যক্তিগত ভাবে আমার কাছে শরৎ ভালোবাসার, বসন্ত তো রঙের মেলা। বসন্ত সব পাবার পরও নেই নেই হাহাকার।
৫| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৩
নেওয়াজ আলি বলেছেন: শুধু পাঁচ লাইন তবে চমৎকার
০৫ ই মার্চ, ২০২১ সকাল ৯:৩০
মনিরা সুলতানা বলেছেন: শুধু পাচঁ লাইন ই দিতে ইচ্ছে করলো, যদিও আরও কিছু লেখা আছে। কিন্তু মনে হলো এ পাচঁ লাইন আলাদা এ পাঁচ লাইন নিজেই নিজেতে পূর্ন।
ধন্যবাদ ভালোলাগা প্রকাশের জন্য।
৬| ০৫ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৬
মলাসইলমুইনা বলেছেন: বসন্ত কথা না রাখার ফাঁদ বুনলো আর কোথায় ? খেয়ালি দুপুরের ফাগুন বাতাসে ভেসে আপনার কাছেতো আসলোই (মানে আপনার কাছে বসন্ত ধরা পড়লোই) এই ইট কাঠের ক্ষয়িষ্ণু শহরেও ! এই কঠিন করোনার নানা হা হুতাশনের মধ্যেও বসন্ত খুঁজে পাওয়া কাব্যের জন্য কবিকে কাঞ্চন জড়ানো বাসন্তী শুভেচ্ছা । এই লেখার মধ্যে দিয়ে আমার একটা ভয়াল আশংকা মিথ্যে প্রমান করার জন্য আরেকটা সেপ্শাল ধন্যবাদ আপনার পাওয়া হয়েছে । ঘন কালো আকাশের তারাদের গল্প পড়তে গিয়ে ত্যাক্ত আর বিরক্ত হয়ে কাব্য,সাহিত্যের অমরাবতীর বাগান ছেড়ে আপনি চির বনবাসে চলে গেলেন কিনা (বই পড়ার কথা জানাবার এতো দিন পরেও কোনো লেখা নেই ব্লগে !) সেই আশংকায় সত্যিই আমি শংকিত ছিলাম। সেটার থেকে নির্ভার করা আজকের কাব্যগাথার জন্য আরেকবার ধন্যবাদ । ফটোগ্রাফিও দারুন হয়েছে ।ভালো থাকুন ।
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫০
মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও ফাগুণ আগুণ শুভেচ্ছা ভাইয়া। যে কোন লেখায় এতটা ডুবে দিতে পারেন, সে এক বিস্ময় আমার কাছে !!!
লেখার চেয়ে আপনাদের মন্তব্য ই বেশি আকর্ষণীয় হয়ে উঠে সব সময়।
হাহাহা নেইনেই কোন দরকার নেই আপনার স্পেশাল ধন্যবাদের, তারাদের গল্পে আমার ভ্রমণ বিস্তারিত নিয়ে ফেরার পর ই কথা হবে। সত্যি বলতে কি, দেশে স্থায়ী হবার পর মি সময় একেবারেই কমে গেছে ব্লগিং লেখালিখি সব সময়েই ভাগ বসাচ্ছে পরিচিত পরিবেশ, পরিস্থিতি। এর সাথে মাঝেমাঝেই যোগ হয় আমার লেখায় বৈরাগ্য ! সবমিলিয়ে বনবাস না হলেও শঙ্কিত শহরবাস তো বটেই।
ফটোগ্রাফি তে ভালোলাগা টুকুতে
৭| ০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বলেন কি দাদা ! এ ক' দিনেই বসন্ত শেষ ?
আজ তো ফালগুন মাসের ২০ তারিখ।
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৩
মনিরা সুলতানা বলেছেন: জি দাদা, মাত্রই ২১ তারিখ ফাল্গুনের, চৈত্র তো পুরোটাই বাকি। তাছাড়া মনে' র বসন্ত তো বারোমাসি
৮| ০৫ ই মার্চ, ২০২১ রাত ৯:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম। তাহার সনে অন্য কোন বসন্তে কাথা হবে।
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: তবে তাই হোক !
৯| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১১:০৫
ওমেরা বলেছেন: আপুনি বসন্ত আপনার কথা নে রেখে আমার কাছে রওনা হয়েছে । চিন্তা করিয়েন না আপুনি আমি বসন্তকে চেপে ধরে আপনার কাছে আবার ফেরত পাঠিয়ে দিব ! হি হি হি
চার লাইনের কাব্যে অগনিত ভালোলাগা রেখে গেলাম আপুনি।
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৮
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা সেটাই ঠিক হবে বসন্তের জন্য! তুমি দারুণ সব প্রকৃতি আর ফুলের ছবি ব্লগ নিয়ে আসবে, আমি বসন্ত তুলে নেব।
ভালোলাগায় ভালোবাসা ওমেরা।
১০| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৮
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মেহেদি_ হাসান !
ভালো থাকার শুভ কামনা।
১১| ০৬ ই মার্চ, ২০২১ রাত ১২:২৮
ঢুকিচেপা বলেছেন: পাঁচটা লাইনে একটা সময় এবং চিত্র তৈরী হয়েছে।
“ফাগুন বাতাসে হাওয়াই মিঠাই কলরোল !”
০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৯
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ সেটুকুই চেয়েছি, আপনি চিত্ররূপে ভ্রমণ করতে পেরেছেন সেটুকু ও লেখার সার্থকতা।
আপনার জন্য-
হাওয়াই মিঠাই কলরোল!
১২| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৫
নীল আকাশ বলেছেন: মন সায়রের লিঙ্ক ঠিকমতো হয়নি। এটা ঠিক করে দিন।
০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ
১৩| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৪৬
উম্মে সায়মা বলেছেন: অল্প ক'টা লাইন আর ছবির কি দারুণ মেলবন্ধন!
ভালোবাসা মনি আপু
০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:০২
মনিরা সুলতানা বলেছেন: তোমার জন্যে ও ভালোবাসা মিষ্টি মেয়ে
১৪| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৯
মা.হাসান বলেছেন: এর্ষাদ কাকু চলে যাবার পর বসন্ত প্রেমীদের কষ্ট বেড়েছে। ফুল ফুটুক আর না ফুটুক, ওনার ৩৬৫ দিনই বসন্ত ছিলো (লিপ ইয়ারে ৩৬৬ দিন)। এখন পত্রিকায় ''ফুল ব্যবসায়ীদের মাথায় হাত'' জাতীয় খবর পড়ে বুঝতে হয় বসন্ত এসে গেছে।
নীল চিরকুট পেলে গোলাপী পাঠাতে হয়। তাহলেই তো বসন্তের কথা না রাখার দুর্নাম আর থাকে না।
ভিডিওর ফুলটা কি বিস্কুট ফুল?
০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:১৭
মনিরা সুলতানা বলেছেন: নাহ ! জাতীয় নিউজে আপনার এই অজ্ঞতা মানতে পারলাম না কাক্কু চলে গেছে কিন্তু রেখে গেছেন কাকা। ফেসবুকে প্রতিদিন লাল গোলাপ হাতে প্রফেশনাল ফটোগ্রাফার ছবি আপ দিয়ে থাকেন। ফুল ব্যবসায়ীরা করোনা কাল কাটাইয়া ব্যবসায় ফিরিয়াছেন।
না না এ বসন্তে দুর্নাম ই থাক, আসছে ফাগুনে না হয় দ্বিগুণ চিরকুট লেখা হবে।
আচ্ছা এইটা তাহলে বিস্কুট ফুল !! আমি ভেবছিলাম লতা ইয়ে মানে মাধবী লতা।
১৫| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৪
মিরোরডডল বলেছেন:
মনিপু, প্রিয় ঋতু বসন্তকে নিয়ে তোমার ছোট্ট লেখাটি ভালো লেগেছে ।
ভিডিওটাও সুন্দর । পাখির কলরব আর মাধবীলতা ।
বসন্ত ছুঁয়েছে আমাকে
ঘুমন্ত মন তাই জেগেছে
এখন যে প্রয়োজন তোমাকে
নিঃসঙ্গ এ হৃদয়ে
১২ ই মার্চ, ২০২১ রাত ১২:০৫
মনিরা সুলতানা বলেছেন: থ্যাংকু ডল !! লেখায় ভালোলাগা প্রকাশের জন্য।
এই গানটা সত্যি ই ক' দিন থেকে মাথায় নিয়ে বসে আছি
১৬| ১৯ শে মার্চ, ২০২১ রাত ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: "ফাগুন বাতাসে হাওয়াই মিঠাই কলরোল" - খুব সুন্দর একটা পংক্তি, হিল্লোলিত ফুলগুলোর মতই সুন্দর।
"কিন্তু মনে হলো এ পাচঁ লাইন আলাদা এ পাঁচ লাইন নিজেই নিজেতে পূর্ন" (৫ নং প্রতিমন্তব্য) - ঠিক বলেছেন, এ পাঁচ লাইনই একটা পরিপূর্ণ কবিতা।
কবিতায় ভাললাগা + + ।
২২ শে মার্চ, ২০২১ রাত ১২:৩১
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
আপনাদের ভালোলাগা ! চমৎকার মন্তব্য ! সব সময় লেখার অনুপ্ররনা।
লাইক এবং ++ এ কৃতজ্ঞতা।
১৭| ২৩ শে মার্চ, ২০২১ ভোর ৫:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
শহুরে ফাগুন বেশ সুন্দর নাম!
শহরে ফাগুনের শুরু হতেই কঞ্চনের শুকনো পাতা ঝরল যত
তারা কেবলি কেঁদে শুধায় তত, সেই ডালে ফুল ফুটল কি গো,
গাঙচিলেরা কয়, হঠাৎ হাওয়ায় এল বুজি ফাগুন ঝড়া কাব্য খানি
আজ কি তবে এত ক্ষণে সারি সারি ইট পাথরের মাঝখানে
যে গান ছিল মনে মনে সেই বারতা কানে নিয়ে এলো পায় পায় ।
সুন্দর কবিতাটিতে মুগ্ধ
শুভেচ্ছা রইল
২৩ শে মার্চ, ২০২১ দুপুর ২:২৭
মনিরা সুলতানা বলেছেন: ডঃ এম এ আলী ভাই !
আপনার চমৎকার কাব্যিক মন্তব্যে মুগ্ধ !
বিনম্র শদ্ধা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: কঞ্চন