নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

নুয়ে আসা প্রেম

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৬


একটা আকাশ
এক' ই চাঁদের আলো
অভিন্ন শহর-
অন্তর্জাল আয়নায় ভেসে উঠা তুমি
তবুও ছুঁয়ে দেয়ার ফুসরত নেই।

ঘুলঘুলি বেয়ে নেমে আসা নরম রোদ
থেকে শুরু-
একফালি চাদেঁর ছায়া
নিশ্চুপ হতে চাওয়া প্রহর
অথবা আয়েশি বৈরাগ্য!
সব আমিতে' ই তুমিতুমি নম্রতা
তুমিতুমি নুয়ে আসা প্রেম।


লেখা ও ছবি ©মন' সায়র

মন্তব্য ৫৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: তুমি তুমি বিরহ!
তুমি তুমি হাহাকার! :(

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২০

মনিরা সুলতানা বলেছেন: দারুণ উপভোগ্য :)

২| ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রিয়-বিরহের হাহাকার প্রকৃতির ব্যাপকতায় মিশে গেছে। নিজের অন্তর্জগৎ জুড়ে থাকা প্রিয়র কাছে নিজেকে সমর্পনের কবিতা ভালো লেগেছে।

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে তমাল ! এত সুন্দর মন্তব্য করলেন এত ছোট্ট ক'লাইনে !!!
আসলে ঠিক আলদা কবিতা না এটা আমার আগের একটা লেখা থেকে তুলে আনা। অনেকদিন পোষ্ট দিচ্ছি না, তাই ভালোলাগার ক' লাইন তুলে আনলাম আপনাদের জন্য।

শুভ কামনা।

৩| ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাই !

৪| ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫৪

মিরোরডডল বলেছেন:




এতো কাছে একি শহরে আমাদের বসবাস
তবু কারো দেখা নেই, চোখে চোখে কথা নেই
একি চাঁদরে পড়েনা নিশ্বাস
শূন্যতায় ঘিরে আছে শীতের বাতাস



মনিপু, লেখা আর ছবি দুটোই ভালো লেগেছে ।
মন’ সায়রে ঘুরে আসলাম, চমৎকার সব ছবি আর ভিডিও ক্লিপ দেখে এলাম আপু ।

১৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ডল ভালোলাগার প্রকাশে !
হাহা মন সায়র' আসলে আমার নাই কাজ খই ভাজার ফসল, চমৎকারিত্ব তোমার চোখে তোমার দেখায়।
ভালোবাসা নিও।

৫| ১৪ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: "অনেকদিন পোষ্ট দিচ্ছি না, তাই ভালোলাগার ক' লাইন তুলে আনলাম আপনাদের জন্য।"
এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।আপনার ভালোলাগার এই ক-লাইন আমাদের জন্য উপভোগ্য কবিতা হয়ে উঠেছে।

১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: ফিরতি মন্তব্যে আমার ভালোলাগা তমাল !
একজন লেখকের আনন্দ আপনার ভালোলাগায়, সেটুকু পেয়েছি। আসলে আমার সে লেখা টা এত বড় ছিল যে,সব লাইন বুঝে উপভোগ করা মুশকিল। তাছাড়া এ ক' লাইন আমি ফেসবুকে ও আলাদা স্ট্যাটাস দিয়েছি, সেভাবেই ব্লগে নিয়ে এলাম।

শুভেচ্ছা।

৬| ১৪ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১২

খায়রুল আহসান বলেছেন: 'কবিতা না আসার প্রহর' কে চমৎকারভাবে পরাস্ত করে আমাদের জন্য দু'স্তবক কবিতা এবং সেই সাথে স্নিগ্ধ ফুল ও সবুজ পাতার ছবি নিয়ে এলেন, এজন্য আপনাকে ধন্যবাদ।

শেষের দু'চরণ অনবদ্য।

১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আহসান ভাই !
লেখায় একাগ্রতা না থাকলে ঠিকঠাক লিখতে বসা যায় না। সে সময়টুকু কে আপনি কী দারুণ এক নাম দিলেন !! " কবিতা না আসার প্রহর " বাহ !!
এ মাসের' র শুরুতে রাজশাহী গিয়েছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বর, এদিক সেদিক ঘুরেঘুরে অনেক ছবি রেখেছিলাম মুঠোফোনে, সেসব তো এন্তার শেয়ার করেছি ফেসবুকে। এবারে ব্লগের পালা।

শুভ কামনা!

৭| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১১

শাহিন-৯৯ বলেছেন:


ছন্দময় কবিতা পড়ে বেশ ভাল লাগল।

কবিতায়, +++
লিখতে থাকুন, সাথে আছি
শুভকামনা নিরন্তর।

১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শাহিন -৯৯ !
আপনার জন্যে ও শুভ কামনা।

৮| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমারও দেখি হে লুতুপুতু প্রেমে ডুব,
ঠিকাছে ডুবো, কবিতায় মজি খুব।

১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: মারাত্মক ভুল হয়ে গেছে, তোদের মত ছোট ভাই ব্লগে আছে মনেই ছিল না, যাইহোক পরেরবার ইগ্নোর করিস।

৯| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১০:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে লগ ইন না করে কমেন্ট করার শক্তি হারিয়ে ফেলেছি।কি কমেন্ট করবো মাথায় আসছেনা। তবে কবিতা বরাবরের মতই ভালো হয়েছে। "নিশ্চুপ হতে চাওয়া প্রহর অথবা বৈরাগ্য আয়েশি"তে নুয়ে আসা প্রেমের অভিব্যক্তি ভালো লেগেছে।++

১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ আপনাদের মত পাঠকের ভালোবাসায় লেখার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
ভালোলাগায় মুগ্ধতা রাখলাম।

১০| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,




অন্তর্জাল ছেড়ে যখন ঘুমুতে যাই , স্বপ্নেরা আসে। স্বপ্ন এলেই তুমি আস। আর তুমি এলেই না ঘুম আসে, না স্বপ্ন! আসে শুধু নুয়ে আসা প্রেম......

১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৪

মনিরা সুলতানা বলেছেন: দারুণ এক লাইনের কাব্য ভাইয়া !!!
অনেক অনেক ধন্যবাদ লেখার সাথে থাকার জন্য।

১১| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ভালো লাগা রইলো...

১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নন্দিনী :)

১২| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আজকের আকাশে অর্থচন্দ্র দৃশ্যমান।

১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৬

মনিরা সুলতানা বলেছেন: একদম :)

১৩| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৬

মনিরা সুলতানা বলেছেন: শুভেচ্ছা নুর ভাই।

১৪| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা ও ছবি

১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি, আপনার মন্তব্যে আনন্দিত আমি।

১৫| ১৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: সুন্দর।

১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

১৬| ১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।

১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৮

মনিরা সুলতানা বলেছেন: কি দেখলেন ?

১৭| ১৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৭

নতুন নকিব বলেছেন:



বিরহকাতর অনুভূতির অপূর্ব প্রকাশ! +

১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৯

মনিরা সুলতানা বলেছেন: নকিব ভাই আমি তো আপ্লুত হয়ে গেলাম, আপনি কবিতায় মন্তব্য করেছেন !!!!
ধন্যবাদ এবং শুভ কামনা ভাই।

১৮| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৬

সোহানী বলেছেন: তুমি মনে হয় ইদানিং আমার আর ভুয়া মফিজের কথা চিন্তা করে কবিতা লেখো ;) । একবারেই সব বুঝতে পারি!!!!!... হাহাহাহা

১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৭

মনিরা সুলতানা বলেছেন: আমি আনন্দিত আপু :P

১৯| ১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৮

ওমেরা বলেছেন: এত বিরহ ব্যাথা কার জন্য , ভাবছ তোমার জন্য !!
না, আমি আমাকেই ভালোবাসি, আমাতেই প্রেমে মজি ।
কবিতায় অনেক ভালোলাগা আপুনি ।

১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ওমেরা !
অনেকদিন পর তোমাকে পেলাম লেখায়, আশা করছি ভালো আছো।

২০| ১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

মুক্তা নীল বলেছেন:


আমার হৃদয়ে তুমি ...
আমার ছোঁয়ায় তুমি ...
আমার চাওয়া এ তুমি ..
আমার কষ্টে তুমি ....

মনিরা আপা ,
এবার আমি আমি নিয়ে একটা কবিতা লিখেন , এই তুমি
গুলো বড়ই স্বার্থপর হয় । শুভেচ্ছা রইলো ।

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:০১

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা, আমি তুমি নিয়ে লিখি বলেই না সে আমাকে নিয়ে লিখে ;)
যাইহোক মজা করলাম, আমার আমি নিয়ে ই সব আমি আছি বলেই না তুমি তুমি করতে পারি। আমার আমি নিয়ে ও প্রচুর লেখা আছে আমার। তবুও প্রিয় কেউ আগ্রহ প্রকাশ করেছে বলে কথা, চেষ্টা করবো অবশ্যই।

ভালো থাকার শুভ কামনা, শুভ কামনা।

২১| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩২

জাহিদ অনিক বলেছেন: অনেকদিন পরে আমি পড়লাম, অথবা আপনিও লিখলেন।

সিগনেচার পোয়েট্রি!

১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: আমি ই অনেকদিন পড় লিখলাম, তুমি পড়েছ ! সেতো আনন্দ !!

২২| ৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১০

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা ও প্রচ্ছদ ছবি সবই সুন্দর,
নুয়ে আসা প্রেমের সাথে গাছ ফুলের
বাহারী মনোরম ছবি, মনে বাজে
ডাল যে নুয়ায়ে ধরে সেই না সাথী
জবা কুসুম ফুল তুলে সঙ্গের সাথী ।

কোন একদিন তুলি ফুল মালা গাথি তায়
সেইনা মালা দিয়ে নুয়ে আসা প্রেমকে
পুর্ণতা দিবে সহসাই, একামনা রেখে যাই।

শুভেচ্ছা রইল

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১২

মনিরা সুলতানা বলেছেন: স্বাগত এম আলী ভাই ! অনেকদিন পর আপনাকে লেখায় পেয়ে ভালো লাগছে। আশা করছি পরম করুনামোয়ের ইচ্ছায় ভালো আছেন সবাই কে নিয়ে।
সব সময়ের মত চমৎকার এক মন্তব্যে আমাকে কৃতজ্ঞতা পাশে বাঁধলেন, শুভ কামনা।

২৩| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৫

প্রত্যাবর্তন@ বলেছেন: অল্প কথায় চমৎকার প্রকাশ।

১৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন !
বেশ অনেকদিন পরে কেউ এ লেখায় মন্তব্য করলো। শুভ কামনা অনিঃশেষ।

২৪| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব–
ফুরায়ে ফেলে আবার ভরেছো, জীবন নব নব।।

কবিতায় +

২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইয়া,
মন্তব্য উত্তরে দেরীতে করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
আশা করছি ভালো আছেন।

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:২০

ডঃ এম এ আলী বলেছেন:
দেখতে এসেছিলাম নতুন কিছু আছে কিনা ।
শুভেচ্ছা রইল

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই !
আসলে লেখায় একেবারেই মন লাগছে না। নতুন কিছু ই নেই।

শুভ কামনা।

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

ANIKAT KAMAL বলেছেন: অনিন্দ্য সুন্দর

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ!
ভালো লাগলো অনেকদিন পর এ লেখায় মন্তব্য পেয়ে, শুভ কামনা।

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯

মলাসইলমুইনা বলেছেন: মনিরা সুলতানা,
কবিতায় নুয়ে আসা ভালোলাগা

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
অনেকদিন পর এই লেখায় কারো মন্তব্য পেয়ে ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.