নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

হেমন্তের চিঠি

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪১

প্রায় চলে যাওয়া হেমন্তে হলদেবনী মায়া লেপ্টে আছে মনে, এ আঘ্রাণ উত্তরে বাতাসে বয়ে এনেছে নিবিড় উদাসীনতা, পায়েপায়ে লতিয়ে উঠা লতা পারুলের মত নেমে আসে শিশির, আর আঁচল মেলে আজস্র ছড়ায় কুয়াশা ছতিমের যত্নে। মৌটুসি মউ ডাক, সিক্ত শিউলিতে যে প্রশান্তি- ক'দিন আগে ছুঁয়ে দেয়া নাগালিঙ্গম আর কুরচিতে ও মন ভিজেছে ততটাই ঠিক। পাতা ঝরার নৈবদ্যে, মনের হাহাকার হয়ে উড়তে থাকা শুকনো পাতার খামে লিখছি......

সাগর সাইক্লোন যে ভেজা ক' দিন দিয়ে গেলো- বর্ষা বিলাসে মত্ত হওয়া গেলো তাতে অল্পই, শ্রাবণের অঝোর ধারায় যে ঘোর, বাদল দিনের মাদল বাঁশির যে সুর, সে আর হেমন্তে কই বল ! পাওয়া হল শুধু অগ্রিম হিমহিম। বেশ অল্প হাওয়ায় উড়তে থাকা শুকনো পাতার জীবনের চিকন রেখায় ভালোবাসা রাখা আছে আমার, ঝরা পাতাদের দলে আমি ও চাই নাম লেখাতে। পরিযায়ী পাখি হয়ে যদি পৌষালী প্রহরে দেখা দাও, সেটুকুই জনমজনম লবঙ্গ এলাচ করে রেখে দেবো শক্ত করে আটকে রাখা কৌটায়।


পৌষ পূর্ণিমা যদি কেটে যায় হেলাফেলাতেই-
মাঘী পূর্ণিম স্নানে ঘিয়ের প্রদীপের পোড়া সুতালির বিশুদ্ধ ছাইটুকু আল্পনা রঙে জমা করবো। যেখানে অপেক্ষায় অপেক্ষায় ফুরায় চোখের শুকতারা আলো, সেখানে কোথায় পাবে তুমি পুঁইগোটা রাঙা অধর ? এমন বৈরাগ্য বিরহে লবঙ্গ ঝাঁজ হয়ে ছুঁয়ে যেয়ো। বর্ষা বিকেলে অবিরাম ঝরা বাদলের সন্ধ্যায় অবাধ্য লুটোপুটি বাতাসে যখন দেশি গোলাপ ঘ্রাণ ছড়াবে, লেবুপাতা দেবে সিক্ততা, দোলন চাঁপায় আর কদমে মাখামাখি বন্ধুতা রেখে আমি সেই এলাচ সুবাসে মগ্ন হব। উড়ি উড়ি মনটা পার্বণের ঘ্রাণে ছুটে যাচ্ছে ছুটিতে-
যেখানে সবুজে সবুজে হাতছানি দেয় গিড়িমাটি' র রাঙা ধুলো; শহুরে গ্লানি আর ক্লান্তি কে একলা ফেলে দুম করে মন চলে গেলো হিমকুঁড়ি' তে। ভোররাতে তার বনবাংলোর কাঠের জানালায়, শীত সুবাস এর ঠকঠক । হুট করে সন্ধ্যা নেমে আসা বন পাহাড়ে, রুক্ষ শীতের শুষ্ক পাতা হয়ে ভেসে বেড়াই আমি।


বর্ষায় ভেবেছিলাম পানসী যাবো অথবা নক্ষত্র, নাজিমগঢ়-
নীলগিরি নীলাচলে মেঘের আঁচলে খুঁজবো জলের দাগ জলোচ্ছ্বাস। বসন্ত বৃশ্চিক যদি পেয়ে যাই - খুব ঘুরবো মফস্বলের স্টেশনে স্টেশনে, উপচে উঠা চায়ের গ্লাস আর তেলেভাজার সখ্যতা দেখবো। ট্রেনের বাঁশি আর প্লেনের উড়ে যাওয়া চঞ্চল মন নিয়ে পঞ্চগড়ের টিলায় অথবা সিলেটের ছরায় ছায়া কল্প বুনে আসবো নকশিকাঁথা ফোঁড়ে। পৌষালী বতরে রাতাজাগা সেদ্ধধানের মিঠেল ধোঁয়া হব - না চাইলেও মগজের কোনে জমে যাব চুপচাপ। আসছে শীতে হলদে খামে, লেখার ভাঁজের দোলন চাঁপা হব আমি;
তুমি বুলবুল নাইটিঙ্গেল হয়ে পরিযায়ী হবার আগেই।

সর্বসত্ত্বঃ মনিরা সুলতানা

মন্তব্য ৩৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৪

গায়েন রইসউদ্দিন বলেছেন: আপনার লেখাটি পড়ে বেশ ভাল মনে হল। হেমন্ত'র উপস্থিতি ক্ষণিকের অতিথির মতো--যেন এই এল, এই গেল। তবুও 'হিমের রাতের ওই গগনের দীপগুলিরে', হেমন্তিকায় ভেসে ওঠে স্বপ্নিল আকাশে, সেই অপরুপ দৃশ্য। ভাল থাকুন, আরও লিখুন।

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ গায়েন রইসউদ্দিন !
আমার লেখায় স্বাগত, আপনার প্রশংসায় ভালোলাগা ও রেখেছি। সত্যি ই হেমন্ত'র উপস্থিতি ক্ষণিকের অতিথির মতো--যেন এই এল, এই গেল। অনেক অনেক ভালোলাগা আপনার চমৎকার মন্তব্যে।

২| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩১

মেহবুবা বলেছেন: কবিতা পড়ছি মনে হল!

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমি চেষ্টা করি কিন্তু আমার লেখা কবিতা গদ্য আলাদা নিজেই করতে পারি না :(
পাঠে এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৯

শায়মা বলেছেন: এটি একটি গদ্য কাব্যই :)

অনেক অনেক ভালোলাগা......

হিমেরও রাতের ঐ গগণের দীপগুলিরে......

২১ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শায়মা !
তোমার মন্তব্য সব সময় ই লেখার আনন্দ !


হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে॥

৪| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর লেখা।

২১ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৪০

মনিরা সুলতানা বলেছেন: জি সব সময়ের মত :)

৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: কি চমৎকার বর্ণনা!! মুগ্ধতা বরাবরের মতোই।

২১ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ গুলশান আপু আমার লেখার সাথে থাকার জন্য !
বর্ননায় আপনার মুগ্ধতায় ভালোলাগা রাখলাম,
শুভেচ্ছা সতত।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর কাব্যিক লেখনী! +

২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর লিখলাম, লেখায় আপনাদের পেয়ে ভালো লাগছে ;
আশা করছি ভালো আছেন, শুভ কামনা ভাইয়া।

৭| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হইছে আপু

২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপু :)

৮| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৩

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনার লেখা পড়লেই মন ভালো হয়ে যায়, ইচ্ছে করে আরেকটু পড়ি।
এত এত শব্দ ভান্ডার ; অবাক হয়ে যায়।

২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: এত সুন্দর করে বলেন যে মন ভালো হয়ে যায় আমার নিজের ও, ইচ্ছে করে অনেক অনেক লিখি !!!
শব্দে আমার মোহ আছে , একটু আলদা শ্রুতিমধুর শব্দ পেলে আমি জমা করি।
আপনার নয় ভালো থাকার শুভ কামনা সতত, লেখার উৎসাহ হয়ে থাকার জন্য ধন্যবাদ।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন মুক্ত গদ্য। ++++++

২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

মনিরা সুলতানা বলেছেন: শুভেচ্ছা রইলো মাইদুল ভাই !

১০| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

মনিরা সুলতানা বলেছেন: বেশ তো, জানুন মনে রাখুন।

১১| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গদ্য না পদ্য জানিনা, তবে পড়তে ভাল লেগেছে।

২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা তাতেই হবে, ভালোলাগাটাই রিয়েল :)

১২| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: এক স্বপ্নালু দৃশ্যপট!

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৫

মনিরা সুলতানা বলেছেন: মন ভালকরা মন্তব্যের জন্য ধন্যবাদ হাসান !
শুভ কামনা।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



কাব্যের ফল্গুধারা বইছে যেন হেমন্তের চিঠিতে ।
এ চিঠি পেলে সে নিশ্চয়ই আসবে চলে হিমেল শীতল বনতলে
শুভ্র পূজারিণী বেশে কুন্দ করবী মালা গলে। আসবে প্রভাতের
শিশির মেখে শুভ্র বলাকার তরনী বেয়ে । দোয়ারে রাখবে
চরণ শতদলে । নীলগিরি হতে বিবিধ প্রকরনে বয়ে আসা জলধারা
বইবে ভরা নদীর কূলে কূলে, বুলবুলি নাইটিঙ্গেল হয়ে পরিযায়ী
হওয়ার আগেই সচকিতা চখাচখি বেশে হিল্লোল তুলবে গভীর
অনুরাগে ।

শুভেচ্ছা রইল


২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: আহা ! চমৎকার ক' লাইনে শুভ কামনা রেখে গেলেন!
অনেক অনেক ধন্যবাদ আলী ভাই, শুভ কামনা অনিঃশেষ।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: খুবই কাব্যিক, মায়াময় লেখা। + +

২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আহসান ভাই !
শুভ কামনা আপনার জন্য।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:০৩

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,




হেমন্ত হোক কিম্বা বসন্ত, চিঠি আজকাল আর কেইবা লেখে!
তবুও যখন লিখেছেন তখন সাগর- সাইক্লোনে ভিজে আর বর্ষার মাদল বাঁশির সুর নেই শুনে, এই লবঙ্গ এলাচের টাইট করা চিঠির কৌটোয় ঢুকতে দেরী হয়ে গেলো বেশ! ঢুকেই দেখি, লেখার ভাজে ভাজে সেদ্ধ ধানের মিঠেল ধোঁয়া উড়ছে। জমিন জুড়ে অবাধ্য বাতাসের লুটোপুটি!

কেন যে এমন জলোচ্ছাস আগে দেখা হলোনা........

২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর ব্লগে পোষ্ট দিলাম, আবার অনেক অনেকদিন পর আপনি আমার লেখায় মন্তব্য করলেন !!!
কী সুন্দর করেই না লেখার নির্জাস তুলে আনেন ভাই !!!
মন্তব্য উত্তরে সময় লাগলো বলে দুঃখ প্রকাশ করছি।

শুভ কামনা।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০১

নান্দনিক নন্দিনী বলেছেন: 'জীবনের চিকন রেখায় ভালোবাসা রাখা আছে আমার...'
মায়াবী লেখিকা আপা, ভালোবাসার যত্নে অনেক ভালো থাকবেন।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: তোমার জন্যে ও শুভ কামনা !
এভাবেই লিখো অবিরাম, থাকো আদরে আহলাদে।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩২

মিরোরডডল বলেছেন:



মনিপু তুমি সামু ব্লগের বুদ্ধুদেব গুহ ।
কি অদ্ভুত সুন্দর প্রকৃতির বর্ণনা !
অনুভব করার মতন ।

তোমার জন্য একটা ঝরা পাতার গান ।

ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়
একা একা ফিরে দেখা
দক্ষিণ হাওয়ায়







৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২২

মনিরা সুলতানা বলেছেন: ইশ কী নামেই না তুমি আমাকে ডাকালা !!!
বুদ্ধুদেব গুহ আমার মননে ও মস্তিষ্কে বিরাজ করেন, যে মহা কাব্যিক জীবন উনি কাটিয়েছেন বন পাহাড়ে অরণ্যে - কয়েক শত জনমে কি আর সম্ভব !!! আমার তো মনেহয় যেটুকু ভাবি বা লিখি সেটুকু হয়ত বুদ্ধদেব গুহ' র চোখে। গুহের ভাবনা থেকে ধার করে কয়েক লাইন লিখে যাচ্ছি। আমার ছাতিম তলার সুর, কুরচি বনের সৌরভ, টুই পাখির টুইট আর লালমাটির পাহাড়।
বুকের নিঃশ্বাস টুকু কে দীর্ঘ নিশ্বাস করে দিয়ে গেলেন উনি। আমাকে আর বন পাহড়ে অরণ্য বিবাগী আরণ্যক হওয়া কে শেখাবে:(

ভালোবাসা ডল।

১৮| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার পোস্টে মন্তব্য করে আপনি আমার উপকার করেছেন।

You are a true poetess.

দয়া করে সদয় আমার লেখা পড়ে মন্তব্য করলে উপকৃত হব।
এখানে আমার সকল ই-বই আছে

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

মনিরা সুলতানা বলেছেন: জি অবশ্যই চেষ্টা করবো।
সব সময় ভালো থাকার শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.