নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

কিছু মনকথা একেবারেই নিজের গল্প

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

সোনাঝরা রোদের স্বর্ণালি সকাল। বছরের প্রথম প্রাণ হুহু করা কোকিলের ডাক। হিমহিম বুকে কাঁপন তোলা শীতল হাওয়া। প্রায় ছুঁইছুঁই ফালগুণের এই ঘোরলাগা মোহময় সময়টা আক্ষরিক অর্থেই 'মাহেন্দ্রক্ষণ' শব্দের প্রতিনিধিত্ব করে। এমন আবেশিত সময়টাতেই ইচ্ছে হল কিছু আনন্দ বিলাই। কিছু বার্তা দেই আপনাদের। কিছু দুঃখের, কিছু সুখের। আগে দুঃখের সংবাদ শুনাই, পরে সুখেরটা বলি। দুঃখের পরই তো সুখ। একসঙ্গে অম্লমধুর সংবাদ বলা যেতে পারে।

গুনেগুনে সপ্তাহ তিনেক আগে কাছের মানুষ, পাশের জনের ওমিক্রন পজিটিভ আসলো। সে সময়ের রেশ ধরে এলো আমার একেবারেই নিজস্ব কিছু সম্পদ জমা থাকার খবর। বেশ যত্নে আমারই আগ্রহে জমানো সম্পদ। আগ্রহ বলছি এ কারণে যে, নিশ্চয়ই যে খাদ্যাভ্যাসের জন্য যকৃৎ এর পিত্তকোষে পাথর জমেছে সে খাদ্যাভ্যাস আমার প্রিয় এবং লম্বা একটা সময় তার সাথে কাটিয়েছি। আগ্রহের সাথে সব খেয়েছি।

খেয়াল করলাম এই আমিটা শুধু আমার আমি নাই আর; আমার সন্তান, সহধর্মী সবটাতেই ভাগাভাগি হয়ে আছে। এরই মাঝে সেই যে আমার অজান্তে, অথচ যত্নে লালিত কয়েক জোড়া পাথর ছিল আমার ভেতরে, সেসবকে সাথে নিয়ে কিছু লেখালিখি করেছি। কলমের সান্নিধ্যে থেকে শব্দের সুরা পান করেছি। দিনশেষে এইতো একান্তই মনিরা সুলতানার বলা যায়।

শেষ দুয়েক বছর বাদে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বই মেলা দেখা আমাদের অস্তিত্বে মিশে আছে। কিন্তু এবারেও পৃথিবীর সেই অতিমারি অসুখ আমাদেরকে পিছিয়ে দিলো ঠিক। বইমেলা, ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ—এ শব্দগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসের সুবাদে আমার রক্তে নাচন ধরায়। বিহ্বলিত করে, আনন্দের মাত্রা হয় আকাশ ছোঁয়া। এবারের বই মেলাতে যদি ইনশাআল্লাহ্‌ সবকিছু ঠিকটাক থাকে কাছের কিছু প্রিয় মানুষের অনন্ত আগ্রহ, পরিশ্রম আর উৎসাহে বুকিশ প্রকাশনী' র ব্যানারে নিজের লেখালিখির চুম্বকাংশগুলো মলাটবন্দী করে আনতে যাচ্ছি। হ্যাঁ শুরু খবর আপাতত এটুকুই। হয়তো বইমেলার মতো কিছুটা পিছিয়েই। তবু এ আনন্দ অপার। ধমনিতে আনন্দস্রোত। শিরায় শিরায় বয়ে যাচ্ছে খুশির মৃদু হিল্লোল।

কবিতার বই এর জন্য অপূর্ব চিত্রকলাটুকু এঁকেছেন অমিত সম্ভাবনা নিয়ে এগিয়ে চলা গুণী তরুণ Tife Adnan আর গদ্য সংকলনের সুন্দর চিত্তাকর্ষক প্রচ্ছদটা এঁকেছেন বিশিষ্ট ব্লগার, কবি, শিল্পী Nirzhar Noishabdya
একজন শখের লেখকের ডিবডিব ! সবার শুভ কামনাটুকু ভীষণ ভাবে চায়। পাঠকের শুভ কামনাটুকু নিশ্চয়ই আনন্দের মাত্রা দ্বিগুণ করে। পথচলার পথে ছায়া হয়ে সঙ্গী হয়। তাই দোয়া করবেন সবাই। ভালোবাসা অবিরাম!


প্রকাশ- অমর একুশে বইমেলা ২০২২
প্রকাশক - বুকিশ পাবলিকেশন্স
পরিবেশক - উড়কি
স্টল নম্বর ৫৭৮
অনলাইন পরিবেশক - http://www.rokomari.com/bookishpublications
মন সায়র

বাসি বকুলের ঘ্রাণ
প্রাপ্তিস্থানঃ অমর একুশে বইমেলা,
এবং বাতিঘর- ঢাকা চট্টগ্রাম ও সিলেট।

মন্তব্য ৬৯ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা আপু আপনাকে ও আপনার নয়া সৃষ্টিকে।
কিন্তু দুর্ভাগ্য আমার যে এবারও যাওয়া হচ্ছে না। সশরীরে উপস্থিত হয়ে প্রিয় ব্লগারদের বইগুলো কালেকশন না করা পর্যন্ত শান্তি নেই।দেখি কবে সব ঠিকঠাক হয়...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৮

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ পৃথিবী বেশ লম্বা সময় ধরেই বিপদে আছে, তৃতীয় বিশ্বের আমরা আবারেক্টু বেশি। এখন সবার জন্যে সবাই আন্তরিক ভাবে ভালো থাকার শুভ কামনা টুকু বেশি, প্রয়োজন এবং আশা ও করি। অবশ্যই আমাদের দেখা হবে সুন্দর কোন সময়ে। লেখায় সবসময় আপনাদের ভালোলাগার প্রকাশ ই আমাকে বই প্রকাশে উৎসাহিত করেছে। ব্লগাদের সাথে আপনার মহামিলনের অপেক্ষায় আমরা সবাই।

ধন্যবাদ একজন শখের লেখক'কে শুভচ্ছায় সিক্ত করার জন্যে।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।
আপনার লেখা যখন আশা করছি চমৎকার কিছু হবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মনিরা সুলতানা বলেছেন: ও দাদা আপনাদের এই এত এতে ভালোবাসাই মাঝে মাঝে ভয় লাগে, তবুও সাহস করেই ফেলেছি যখন। দোয়া করবেন।
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৫

জুন বলেছেন: শুভকামনা রইলো মনিরা । বইটি তোমার অনেক অনেক পাঠক প্রিয় হোক এই কামনায় ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপু ! ভালোবাসা আর দোয়ায় রেখো এভাবেই।
অনেক অনেক শুভ কামনা তোমার জন্যে ও

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪

ইসিয়াক বলেছেন: অবশ্যই সংগ্রহ করবো আপু।
শুভ কামনা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ কবি,
ভালোয় ভালোয় হাতে আসুক আপাতত এই চিন্তা, আপনাদের ভালোবাসা শুভ কামনা আমার শক্তি।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



প্রথমটি একটু দুঃসংবাদ হলেও
পরেরটা খুবই আনন্দ সংবাদ ।
জানতে পারলাম
রইবে না আর মনের কথা সামুর ঘরে,
সুপ্ত আশা এক পলকে আসবে সরে।
প্রহর ফুরাক, বাতাস বহুক বইমেলা জুড়ে
আমাদের লেখক, লেখকের পাঠক
ভাসুক সবাই আনন্দ হিল্লোলে ।

ক্লান্তি শেষ, প্রফুল্লতা আসুক হৃদয় জুড়ে
যুদ্ধ শেষ, মুদ্রনের ভূমি যেন না রয় চেয়ে,
নিষ্পলক, এক শ্বাসে পড়ব আমরা
মনিরা'পু‌র জোড়া দু‌'বই একসাথে ।

অভিনন্দন রইল

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: আলী ভাই আপনি এখন আমাদের ছন্দের কবি হয়ে যাচ্ছেন ! দারুণ !!!
তারুপর আবার আমার লেখা বই প্রকাশ উপলক্ষে এতটা শিল্পিক প্রকাশ ? আমি ও আমার লেখা ধন্য !!! অন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা সহ সব সময় আমার লেখা কে শুভ কামনায় রাখবার জন্যে।
আপনার শুভেচ্ছা অভিনন্দন এ ভালোলাগা রাখলাম ভাইয়া।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দু:খগুলো মুছে যাউক আনন্দের ঢেউয়ে।
অভিনন্দন সহ আপনার বই দুইটির বহুল প্রচার কামনা করছি।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার!
শুভ কামনার জন্য কৃতজ্ঞতা।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:



অভিনন্দন।
গদ্যগুলো কোন ধরণের বিষয়বস্তুর উপর?

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে!
আমার লেখাগুলো বেশির ভাগ ব্লগের লেখাই, যাপিত জীবন অভিজ্ঞতা।
ভালো থাকার শুভ কামনা।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, আরো রইলো অশেষ শুভকামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ দস্যু ভাই !
খুবখুব প্রয়োজন এই মুহূর্তে আপনাদের সবার শুভ কামনা টুকু;
ব্লগের এই আন্তরিকতা সবসময় মন ছুঁয়ে থাকে।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩২

স্প্যানকড বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো থাকবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ স্প্যান!
শুভ কামনায় ভালোলাগা রাখলাম।
আপনার জন্যে ও ভালো থাকার শুভ কামনা।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,




এমনি করেই এক একটা স্বর্ণালি সকাল, প্রাণ হুহু করা কোকিলের ডাক, বুকে কাঁপন তোলা শীতল হাওয়ারা কিছু মনকথা হয়ে থেকে যাক ব্লগারদের মনমলাটে বন্দী হয়ে।

প্রাপ্তি এটাই - চলে গেলে তবু কিছু থাকবে আপনার! আপনার একলা ছায়া, চিবুক, চোখ সবই রোদ্দুরের মতো প্রতিদিন সোনাঝরা রং ছড়াবে ব্লগের জানালায়!

শুভেচ্ছা থাকছেই ................

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২২

মনিরা সুলতানা বলেছেন: প্রাপ্তি এটাই - চলে গেলে তবু কিছু থাকবে আপনার! আপনার একলা ছায়া, চিবুক, চোখ সবই রোদ্দুরের মতো প্রতিদিন সোনাঝরা রং ছড়াবে ব্লগের জানালায়!
এত সুন্দর শব্দমালা !! আমার সামান্য লেখালিখি সত্যি ই ধন্য।

সব সময়ের মত আমার লেখার উৎসাহ হয়ে থাকার জন্য, কৃতজ্ঞতা সহ ধন্যবাদ।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন।
অনেক অনেক শুভ কামনা রইলো, আপা।
অবশ্যই সংগ্রহ করবো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৮

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন আপনাকে ব্লগে পেলাম চৌধুরী ! আশা করছি ভালো আছেন।
ধন্যবাদ, আপনার আন্তরিকতা ভালো লেগেছে।
ভালো থাকবেন।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৫

আখেনাটেন বলেছেন: এতদিনে মনিরাপা কহিল হরষে....শুভকামনা রইল আপনার বইয়ের জন্য....আপনার লেখা ভালো....সংগ্রহ করতে হবে অটোগ্রাফসহ কিন্তু....ঢাকায় না পেলে বদলগাছি গিয়ে নিয়ে আসব মনিরাপা....বললুম কিন্তু...... :D

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৯

মনিরা সুলতানা বলেছেন: কী করিবো দাদা, সমাজ আর জাতি তো হামক মেনে লিচ্চে না।
আপনাদের এই শুভ কামনার ভরসা টুকু ছিল বলেই হয়ত সাহস করে এই পদক্ষেপ নিয়ে ই ফেলেছি।
ধন্যবাদ ধন্যবাদ প্রশংসা তো সবার মন ছোঁয়াই হয়, ইনশাল্লাহ সংগ্রহ করবেন, আর বদলগাছি তে ও আপনার জন্য থাকবে কপি।
এই বই উপলক্ষে যদি আপনার দেখা পেয়ে যাই ;)

অপেক্ষায় রইলাম ফারাও ভাই।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৬

অপু তানভীর বলেছেন: বইয়ের জন্য শুভ কামনা !

লিংক তো কাজ করে না !

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ অপু !
আসলে লেখাটা লিঙ্ক আলাদা করে লিঙ্ক সংযোগ করার কথা মনে ছিল না, ফেসবুকে যে পোষ্ট দিয়েছি সেটা কপি পেস্ট এনেছি, দুঃখিত । আর বই তো এখন ও রকমারি তে যায় নি যাবে।

সাথে থাকার জন্য ধন্যবাদ :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: মন সায়র
বাসি বকুলের ঘ্রাণ

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৫

মুক্তা নীল বলেছেন:

মনিরা আপা ,

নতুন বইয়ের জন্য শুভকামনা এবং প্রতি অবশ্যই আমি সংগ্রহ করবো ।

অ,টা : উপরের মন্তব্যটি মুছে দিয়েন

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মুক্তা নীল আপু !
ভালো লাগছে সংগ্রহের ইচ্ছা পোষণের জন্য, ইনশাআল্লাহ্‌ সফল হবেন আশা করছি।
ভালোলাগা রাখলাম চমৎকার মন্তব্যে।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৮

শায়মা বলেছেন: বাহ!!

অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আপুনি!!!!!!! :)

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২১

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসায় রেখেছ আমার লেখালিখি' র আনন্দ কে সেই প্রাপ্তি অনন্য।
ফিরতি ভালোবাসা শায়মা।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১২

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন ও সাফল্য কামনা করি। বইয়ের নামটা খুব পছন্দ হয়েছে আপুনি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩০

মনিরা সুলতানা বলেছেন: আমার আন্তরিক শুভেচ্ছা সহ ধন্যবাদ নেওয়াজ আলি;
বইয়ের নামে ভালোবাসার প্রকাশ টুকু ও আমাকে আনন্দ দিয়েছে! লেখার সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অভিনন্দন আপু। বইয়ের খবর দিতে এসে বলা দু'চারটা কথার মাঝে যে শব্দের খেলা দেখালেন; আশা করি বইয়ের মাঝে এর চাইতে শতগুণ বেশী কিছু থাকবে। ইচ্ছে আছে বইটি সংগ্রহ করে পড়ে ফেলার।

সুস্থতার জন্য দোয়া রইলো, আর ভালো থাকুন সবসময়। এত্তগুলান শুভকামনা জানবেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: বোমা ভাই আপনার ইচ্ছেতে মুগ্ধতা রাখলাম, বাকি আল্লাহ ভরসা।
আপনাদের শুভ কামনা আমাদের জীবন কে সুন্দর করবে, এটুকু আমার বিশ্বাস। শুভকামনায় রেখেছেন এ আমার লেখালিখির প্রাপ্তি।

আপনার জন্যে ও সব সময় ভালো থাকার শুভেচ্ছা।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: বাসী বকুলের ঘ্রান।
নামটা সুন্দর।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর !
শুভ কামনা।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে একটা বই নীচে আরেকটা বই। দুইটা বই মনে হচ্ছে। দুইটার জন্যই শুভ কামনা রইল।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫২

মনিরা সুলতানা বলেছেন: জি সাচু দুইটা বই।
আপনার শুভ কামনা আমাকে ঋদ্ধ করুক, ভালোলাগায় রেখেছি তা।
ধন্যবাদ।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: অভিনন্দন ও শুভকামনা, অজস্র।
বকুল বাসি হয়, তার ঘ্রাণ ও স্মৃতিদল থেকে যায়...

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: বকুল বাসি হয়, তার ঘ্রাণ ও স্মৃতিদল থেকে যায়

খুব সত্যি তা, বইয়ের পাতার কালির অক্ষরের মত অমোচনীয়।
আপনাকে অনেক দিন পরে পেয়ে ভালো লাগলো অক্সিজেন কবি। ধন্যবাদ সাথে থাকছেন তাই।

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০২

ফারহানা শারমিন বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপু।ইনশাআল্লাহ সংগ্রহ করবো।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: শারমিন আপু, ভালোবাসা জানবেন! এই আন্তরিকতা টুকু সত্যি ই ব্লগিয় প্রাপ্তি।
শুভ কামনায় রাখবেন।

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৪৬

জটিল ভাই বলেছেন:
জটিলভাবে শুভ কামনা রইলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: চলবে দাদা, জটিলতায় ভালোবাসা রেখেছি যে।
ধন্যবাদ ভাই।

২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১১

কথাকথিকেথিকথন বলেছেন: নামগুলো খুব সুন্দর । শুভকামনা রইলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: কথাকথিকেথিকথন আপনাকে তো আমরা হারিয়ে ই ফেলেছিলাম, আশা করছি নিয়মিত হচ্ছেন এখন ব্লগে।
শুভ কামনায় রয়েছি জেনে ভালো লাগেছে। ধন্যবাদ আপনাকে।

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫

এম এ হানিফ বলেছেন: অভিনন্দন ও শুভকামনা বইয়ের জন্য। মেলায় যাব ইনশায়াল্লাহ।





বইটি সংগ্রহ করে পড়ার অপেক্ষায় রইলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৮

মনিরা সুলতানা বলেছেন: এম এ হানিফ !
অনেক ধন্যবাদ আপনার শুভ কামনা মন ছুঁয়ে গেলো। আপনার ইচ্ছা প্রকাশে ভালোলাগা।
সব সময় ভালো থাকবেন।

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৯

সোহানী বলেছেন: অভিনন্দন জানালাম না কারন এটি একটি প্রায়োরিটি জব ছিল যা তুমি এতোদিন করোনি। এবং পাঠকদের বঞ্চিত করেছো।

বইটি অবশ্যই পাঠক প্রিয়তা পাবে এটি আমার বিশ্বাস।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৯

মনিরা সুলতানা বলেছেন: আপু আপনাদের এই বিশ্বাস আর ভালোবাসাটুকু আমার লেখালিখির প্রাপ্তি! আর এ জন্যে লেখালিখি আমার ভীষন প্রিয়।
দোয়া ও শুভকামনাৎ রাখবেন।

ভালোবাসা আপু।

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

মলাসইলমুইনা বলেছেন: মনিরা সুলতানা,
খুবই খুশি হলাম বইয়ের নিউজটা শুনে । সোহানীর কথাই ঠিক এই কাজটা করা একবারে মাস্ট হয়ে গিয়েছিলো আপনার জন্য। অনেক আগেই আসলে হয়েছিল। বইটা যথা সময়ে হাতে পাবার আশা রাখছি । কিন্তু আপনার লেখাতো অসম্পূর্ণ মনে হচ্ছে । উড়কি-র স্টলে কোন কনফিগারেশনের সাউন্ড সিস্টেম থাকবে আর দেশ সেরা কোন কোন আবৃত্তিকার আপনার দারুন দারুন কবিতা আর মুক্ত গদ্যগুলো কে বইমেলার ইথারে বিথারে ছড়িয়ে দেবে বই মেলার ভিজিটরদের মুগ্ধতার জন্য সেই তথ্যগুলো কোথায় ? সাপ্লিমেন্টারি একটা পোস্টে সেগুলো ডিটেইলস জানান কোন প্রহরে কে কোন ববিতা আবৃত্তি করবে সেই সব তথ্যসহ। এবারের বইমেলা স্বার্থক করে আপনার বইয়ের হাজার কপি বিক্রি হোক পাঠকদের মুগ্ধতা কিনে সেই চাওয়া সব সময়। ভালো থাকুন ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৬

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের স্নেহ, ভালোবাসা' র আমাকে আত্মবিশ্বাসী করেছে ভাইয়া। মেলায় এখন ও বই টি বই হয়ে আসে নি, ইনশাআল্লাহ আসলে জানাবো সবাই কে। আপনার এই হাতে পাবার আশা রাখার ইচ্ছেটুকু তে শ্রদ্ধা।

হাহাহা , কী যে বলেন ভাইয়া তেমন কিছু কেবল আপনারা যারা আমাকে ক্ষমা ও উদারতার দৃষ্টিতে দেখেন তারাই ভাবেন। হ্যাঁ এই ভাবাভাবির দলে আমার দু একজন বন্ধু ও আছেন, যারা চমৎকার আবৃত্তি করেন। হয়ত শখে আমাকে উৎসাহ দিতে দু একজন ফেসবুকে নিয়ে আসবেন, এইটুকু ই।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া আমার লেখা, আমাকে দোয়ায় শুভকামনায় রাখার জন্যে।

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৭

নান্দনিক নন্দিনী বলেছেন: অত্যন্ত আগ্রহের সাথে সানন্দে প্রিয় খাদ্যাভ্যাসের কারণে যে সম্পদ আপনি নিজের মধ্যে জমিয়েছেন; তা ভীষণ লক্ষ্মী মেয়ের মতন নির্ভরযোগ্য চিকিৎসা ঘরে গিয়ে বিসর্জন দিয়ে আসবেন। নিজের যত্ন নিবেন।

'বাসি বকুলের ঘ্রাণ' এর জন্য শুভকামনা আপা। ভালোবাসা জানবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা এ কষ্ট বিলাসিতা বিসর্জনের পরের ইতিহাস নন্দিনী !
সেদিন ই চিকিৎসা ঘরে নাম লিখিয়ে, পরের সকালে বিসর্জন হয়েছিল।

ধন্যবাদ সোনার মেয়ে, তোমার জন্যে ও ভালোবাসা অফুরান।

২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৪

প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩০

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! অনেকদিন পর কেউ এ লেখায়, ভালো লাগলো আপনাকে পেয়ে।
অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরণা রেখে যাবার জন্যে।

২৯| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন:




মনিপু, আশা করি তুমি এখন ভালো আছো ।
দুটো বইয়ের নামই সুন্দর আর মন সায়রের প্রচ্ছদ পছন্দ হয়েছে ।
অনেক অভিনন্দন মনিপু !


০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৪৭

মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়ায়।
অনেক অনেক ধন্যবাদ ডল, তোমার ভালোলাগার প্রকাশের জন্য। তোমার প্রশংসায় আনন্দ থাকে।
শুভ কামনার জন্য কৃতজ্ঞতা, ভালোবাসা ডল।

৩০| ১২ ই মার্চ, ২০২২ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: শেষের অনুচ্ছেদটা খুব সুন্দর লিখেছেন, হৃদয়স্পর্শী! নাম না দেখেও বলে দেয়া যায়, এটা কার লেখা। আমি নিশ্চিত, আপনি যথেষ্ট ঐশ্বর্যশালী, আপনার পাঠকের শুভকামনার ঐশ্বর্যে।

পোস্টে ভাললাগা। + +

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪২

মনিরা সুলতানা বলেছেন: মন ভালো করা মন্তব্য আহসান ভাই, বেশ লম্বা সময় পর এ লেখায় মন্তব্য পেলাম।
আপনার বলা এই যে দু লাইনের শুভকামনা সেটুকু লেখার আনন্দ হয়ে থাক, আপনার শুভ কামনাটুকু জীবনে চলার পথে ফুল হয়ে ফুটুক।

৩১| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৪

মুক্তা নীল বলেছেন:

প্রিয় মনিরা আপা ,
বাংলা নববর্ষের শুভেচ্ছা সবার প্রথমে আপনাকেই দিলাম ।
বাসি বকুলের ঘ্রাণ আর মন সায়ন এই দুটো বই পড়ে আমি ভীষণ আনন্দিত হয়েছি । খুব ভালোলাগার মানুষের সৃষ্টির কাছে নিজেকে মনে হলো সমর্পণ করেছি ।
বাসি বকুলের ঘ্রাণ বইটিতে মনে হলো আপনাকে খুব কাছ থেকে পেলাম । আর মন সায়র কবিতার বইয়ের কথা নতুন করে বলার কিছুই নেই কারণ প্রিয় সব কবিতাগুলো একত্রে সংগ্রহে রাখলাম । শেষ পরানির কড়ি কবিতার শেষ দুটো লাইন নিয়ে উৎসর্গ ভীষণ ভালো লাগলো ।
আপনার ও বইগুলোর জন্য অনেক শুভকামনা রইলো ।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: আহ নতুন বছরের প্রথম দিন ই মন ভালো করে দিলেন মুক্তা নীল ! আপনার কাছ থেকে বাংলা নব বর্ষের প্রথম শুভেচ্ছা প্রাপ্তিটুকু ও আমাকে আপ্লুত করেছে।
আপনার পাঠ প্রতিক্রিয়াটুকুতে আন্তরিকতা , মমতা , একাগ্রতা , নিমগ্ন পাঠের সুগন্ধ লুকিয়ে আছে! ভালোবাসার আবেশটুকু ও !
এমন কিছু ঘোরলাগা অনুভব ই ব্লগের মায়া, ব্লগারদের পারস্পারিক হৃদ্যতা।

অনেক অনেক ভালো থাকার শুভ কামনা মুক্তা নীল। নতুন বছরের শুভেচ্ছা নিন, ভালোবাসা ও !

৩২| ১৯ শে জুন, ২০২২ রাত ১:৪১

নাহিদ০৯ বলেছেন: আপনাকে এবং আপনার বইকে গুডরিডস এ যোগ করে দিয়েছি।

https://www.goodreads.com/book/show/61313712

২০ শে জুন, ২০২২ দুপুর ১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ নাহিদ ০৯ !
সম্মানিত বোধ করছি, অনেক অনেক শুভ কামনা আপনার জন্যে।

৩৩| ৩০ শে জুন, ২০২২ রাত ১১:২৪

ফারহানা শারমিন বলেছেন: আপু, আপনার বই সংগ্রহ করেছি। শুভকামনা রইলো।

০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩৪

মনিরা সুলতানা বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ প্রিয় !
আশা করছি আপনার সুন্দর সময় কাটবে বই এর সাথে।
ভালোবাসা জানবেন।

৩৪| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার লেখালেখি আরোও প্রাণবন্ত হোক এই কামনা করছি। বইগুলোর জন্য শুভ কামনা। ধন্যবাদ।




০৩ রা অক্টোবর, ২০২২ রাত ৯:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই !!!
অনেক দিন পর হলেও নিজের গল্পে আপনাকে পেয়ে ভালোলাগলো।
শুভ কামনা আমাকে লেখায় উৎসাহ দিলো।


আপনার জন্যে ভালো থাকার শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.