নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
আমার সাথে মোখলেস ভাইয়ার যখন পরিচয় তখন উনি ইয়ুথ আইকন ! সৃজনশীলতা সৃষ্টিশীলতা'র যতরূপ কল্পনা করা যায় সবকিছুই এলোভেরার মত সকাল সন্ধ্যা পুষ্টিকর শরবত হিসেবে পান করেন। বিতর্কের কর্মশালায় যশোর যাবার ক্লান্তিকর বিরক্তিকর মুহূর্ত ও যাদুর ছোঁয়ায় পাল্টে দিলেন শব্দের খেলায়। দুইদিনের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে রইলেন।
যার মুক্তবুদ্ধি চর্চা সৃজনশীলতা আর মায়াময় আলোকিত ভুবনের দিকপাল হয়ে উঠার কথা দেশে, ঠিক সে সময়ে পরবাসে শিক্ষকতা করছেন। এ ব্যাপার টা নিয়ে ও আমার দুঃখ আছে, ভাইয়ার মত মানবিক গুন দারুণ রসবোধ আর গল্প বলা' র মানুষগুলো' র সাহচর্য আমাদের দেশের শিশু কিশোর দের বেড়ে উঠার সময়ে ভীষণ প্রয়োজন বলে। কেন এ কথা বলেছি সেটা গতবারের বইমেলায় প্রকাশিত কিশোর সাহিত্য " অমিয়' র একদিন " পড়লে আশা করছি বুঝতে পারা যাবে।
এবারের বই মেলায় অনেকবছর পর আমি সেই বিশ্ববিদ্যালয় শুরুর জীবনের মত করে উপভোগ করছি - সে মেলায় অন্যতম আকর্ষণ হিসেবে ভাইয়ার অতিপ্রাকৃত ছয়টি গল্প নিয়ে " এখানে সময় রুদেলান্তির " বই টি আছে আমার প্রিয় তালিকায়।
বইমেলার চলতি' র এর ব্যস্ত সময়ে ও গোগ্রাসে গেলার মত করে পড়া শেষ করেছি আজ ক'দিন। " এখানে সময় রুদেলান্তির " এ আমার সবচাইতে প্রিয় গল্প ওডে আর কাৎলাসেন সহ, রুদাই ইকারুস আর ইকবাল সাহেবের কালো বাক্স গল্পগুলোর ঘটনা এত সুন্দর করে বয়ান করেছেন যে ঘোর লাগে, শেষ না করে উঠা যায় না। বাস্তব এই যে জগত তার সাথে প্যারালালে চলা আমাদের নিজেদের গড়া যে বিশ্বাস অবিশ্বাসের পরাবাস্তব কল্পনার জীবন। সে গল্পই অতিপ্রাকৃত গল্পে বিশ্বাসের বুদ্ধির অতীতের মিলন ঘটিয়েছেন। লেখার কাহিনী কৌশলে মনস্তাতিক আর অলৌকিকতার মিশেল রহস্য বাড়িয়ে আগ্রহ কে ধরে রেখেছে দুর্দান্ত ভাবে।
এ ধরনের লেখা গুলোর পাঠক প্রিয়তা এবং প্রচার ভীষণ জরুরী এ সময়ের প্রেক্ষাপটে। আশা করছি তুমুল পাঠক প্রিয় হবে " এখানে সময় রুদেলান্তির " বই টি পাওয়া যাচ্ছে একুশের বই মেলায়,
জাগৃতির স্টলে (৪৪২-৪৪৩-৪৪৪)।
হ্যাপি রিডিং
০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০৪
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা
আমার বেশ কয়েকটি লেখায় আপনি নাম্বার ওয়ানে আছেন, ধন্যবাদ আপনাকে।
২| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০৫
গেঁয়ো ভূত বলেছেন: এত সুন্দর আর শৈল্পিক রিভিউ, বইটা পড়ার লোভ হয়তো সামলাতে পারবোনা...
০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০৮
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত গেঁয়ো ভূত !
এই একটা ব্যাপারে লোভ না সামলানোই ভালো। আশা করছি রুদেলান্তির সাথে চমৎকার সময় কাটবে।
৩| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০৫
জ্যাকেল বলেছেন: পড়িবার ইচ্ছা হয় কিন্তু ত সময় নাই।
০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১০
মনিরা সুলতানা বলেছেন: ইচ্ছা থাকলে উপায় হবেই হবে ব্রো !
৪| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: মোখলেস ভাইয়ার 'অমিয় একদিন' ও 'এখানে সময় রুদেলান্তির' ছোট্ট স্মৃতিচারণা মূলক পর্যালোচনা আগেই পড়েছি। পরের বছর বইদুটি সংগ্রহ করতেই হবে।
০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৩
মনিরা সুলতানা বলেছেন: আশা করছি সংগ্রহ করে পড়ার সময় আপনার সুন্দর সময় কাটবে।
চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৫| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৪
জুল ভার্ন বলেছেন: মনিরা সুলতানা আপু,আমি এখন আপনার কবিতার বই মন সায়র পড়ছি...... চমৎকার লিখেছেন।
০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই,
আপনার সদয় পাঠের জন্য ধন্যবাদ।
আশা করছি ভালো মন্দ মিলিয়ে আপনার পাঠের অনুভব টুকু আমাদের সাথে শেয়ার করবেন।
৬| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৮
সোনাগাজী বলেছেন:
"অতিপ্রাকৃত" গল্প লেখেন কেন, উনার চোখে সমস্যা আছে নাকি, কাছের মানুষজন দেখেন না?
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: উনার চোখ নাক কানে সমস্যা আছে
সাধারন সবারই থাকে, অতি সাধারনের জন্য অতিপ্রাকৃত গল্প বলেন, কাছের জনের জন্য।
কিছু মানুষের মস্তিস্কে সমস্যা ক্যাবল তাদের জন্য লেখেন না।
৭| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো।
আমার পরিচিত এক ছোট ভাই আজ সেই বিরামপুর থেকে এসেছে ঢাকায় বই মেলায় যাবে। বইমেলা এমনই জিনিস।
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৭
মনিরা সুলতানা বলেছেন: সত্যিই বইমেলা এমন ই -
আবার ঢাকা শহরে জন্ম বড় হওয়া সরকারী কলেজ থেকে অনার্স করে চাকুরী করছেন এমন অনেকেই জীবনেও বইমেলায় যাবার চিন্তা করেন নাই। যার যার প্রানের টান বলে কথা ।
ধন্যবাদ ভাই।
৮| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৫
স্প্যানকড বলেছেন: যাওনের সময় কই ? ব্যস্ততা দেয় না মোরে অবসর। ভালো থাকবেন আপু।
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৯
মনিরা সুলতানা বলেছেন: আইচ্ছা না যাইতে পারলে আর কী করবেন, আমি যেমন দেশের বাইরে থাকা কালিন করতাম - আফসোস!
সেটাই করেন।
আপনার জন্যেও ভালো থাকার শুভ কামনা।
৯| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৭
অপু তানভীর বলেছেন: তালিকা ভুক্ত করলাম ।
০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২২
মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগবে নিশ্চিত, গিফট চাইলে দিতে পারি
১০| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: জানলাম।
০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২২
মনিরা সুলতানা বলেছেন: ধন্য হলাম নুর
ভালো থাকেন।
১১| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১৭
নীল আকাশ বলেছেন: পড়া হয়নি এটা।
০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৩
মনিরা সুলতানা বলেছেন: আশা করছি পছন্দ হবে।
ন মানুষ শেষ করেছি - জানাবো আজকাল।
১২| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৭
বাকপ্রবাস বলেছেন: বই এর রিভিও পাওয়া গেল, গল্পের রিভিও চাই
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫০
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ দেয়া যাবে , কিন্তু বই মেলা শেষ হবার পর
১৩| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৬
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: উনার চোখ নাক কানে সমস্যা আছে
সাধারন সবারই থাকে, অতি সাধারনের জন্য অতিপ্রাকৃত গল্প বলেন, কাছের জনের জন্য।
কিছু মানুষের মস্তিস্কে সমস্যা ক্যাবল তাদের জন্য লেখেন না।
-আজকের সাহিত্য হলো মানুষকে নিয়ে, দুনিয়ার হাবডু মাবডু নিয়ে নয়।
০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আজকের সাহিত্য হলো মানুষকে নিয়ে, দুনিয়ার হাবডু মাবডু নিয়ে নয়। এই বাক্যে সহমত !
১৪| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,
নতুন বই এর নতুন গপ্পো বললেন "মনিরা" ঢংয়ের শব্দে শব্দে!
ঠিক রিভিউ নয়, আবার যেন খানিকটা রিভিউও বটে।
মনস্তাত্বিকতার সাথে অলৌকিকতার মিশ্রন সবাই ঠিকমতো জমিয়ে দধি করে তুলতে পারেননা। "এখানে সময় রুদেলান্তির" বইটির লেখক যে তা পেরেছেন তা আপনার বয়ানেই আছে। লেখক অবশ্যই তার যোগ্যতার পুরষ্কার পাবেন বইটির পাঠক প্রিয়তায়।
সে কামনা রইলো।
০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৫৬
মনিরা সুলতানা বলেছেন: আপনার শুভ কামনা বই এর পাঠক প্রিয়তায় ফুল ফোটাক।
গল্প গুলো এই সময়ের মতোই অল্পস্বল্প, তাই এর চেয়ে বেশি বললে স্পয়লার চলে আসবার ভয়ে লিখলাম না। আশা করছি বই মেলার পর গল্প নিয়ে ও কয়েক লাইন লিখবো।
পাঠে এবং চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ ভাইয়া।
১৫| ১২ ই মার্চ, ২০২২ রাত ৯:০৯
মলাসইলমুইনা বলেছেন: মনিরা সুলতানা,
আইকনের বইয়ের রিভিউটা আইকনিকই হয়েছে ------বইটার ব্যাপারে আপনার ভালোলাগার প্রকাশটা জেনে বইয়ের লেখক অবশ্যই খুশি হবেন আর নিজের গল্পের ব্যাপারে গর্বিতও হবেন । তবে আপনার আইকনের গল্পগুলো সম্পর্কে আমাদের আরো একটু বলতেই পারতেন । ভালো থাকুন ।
১৩ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
হ্যাঁ খুশি কতটুকু হবেন জানি না, নিরাশ ও হতে পারেন। উনার বই এর এমন সাদামাটা আলোচনায়, কিছু টা ভয়ে ও ছিলাম।
জি অবশ্যই এই বই এর এর গল্পগুলো আরও একটু বেশি মনোযোগ পাবার দাবী রাখে। নিয়ে আসব এক সময়ে।
আপনার জন্যে ও ভালথাকার শুভ কামনা।
১৬| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫২
খায়রুল আহসান বলেছেন: আপনার ভালো লাগা একটি বই এবং তার লেখকের সাথে কিছুটা পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। বলাবাহুল্য, আলোচনাটি বাহুল্যবর্জিত, সুখপাঠ্য হয়েছে। যারা এটা পাঠ করবেন, তারা এ বইটি এবং 'অমিয়'র একদিন' কিনতে আগ্রহী হবেন, এ কথাটি প্রায় নিঃসন্দেহে বলা যায়।
০৪ ঠা মে, ২০২২ রাত ১১:০৫
মনিরা সুলতানা বলেছেন: আপনার শুভ কামনা লেখকের জীবনের সত্যিকারের ফুল হয়ে ফুটুক সেই আশা রাখছি। আমার নিজের ধারনা ও এমন।
ধন্যবাদ ভাইয়া দারুণ শুভ কামনার জন্যে।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০০
পদাতিক চৌধুরি বলেছেন: আপাতত এক নম্বরে লাইন দিলাম।
পোস্ট পড়ে আবার আসছি....