নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু বিশ্বজুড়ে সুবিশাল বাংলা পরিধি

.....Rest on one's oars

ম েনা েন শ দাস

আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।

ম েনা েন শ দাস › বিস্তারিত পোস্টঃ

muktagachanews.blogspot.com মুক্তাগাছায় নতুন নতুন বাড়ি ঘর মুক্তাগাছা পৌরসভা এলাকায় বাড়ছে প্রতিযোগীতামূলক ভাবে

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা পৌরসভা এলঅকায় শহর এমনকি গ্রামাঞ্চলেও এখন নতুন নতুন বাড়ি ঘর বেড়েই চলেছে । কোথাও কোথাও বহুতল ভবন এবং ডিজাইনের প্রতিযোগীতা । গত ৬ তেকে ১২ বছর আগে বহুতল ভবণ নির্মাণ করেছেন তারা প্রতিযোগীতায় পিছিয়ে পড়েছেণ । এখন যারা নতুন নতুন বিল্ডিং করছেন তারা ২ ফুট থেকে ৩ /৪ ফুট উঁচু করছেন । ৬ বছর আগের বিন্ডিং প্রতিযোগীতায় নিচু হয়ে যাওয়ায় তারা এখণ পুরনো বিল্ডিংয়ে রুপান্তরিত হয়েছে । মুক্তাগাছা শহরের বড় মসজিদ রোড , আটানী বাজার রোড, ডিসপেন্সারী রোড, মাড়োয়ারী পট্রি , বড় হিস্যা বাজার . লক্ষীখোলা, মেইন রোড, কলেজ রোড, টান বাজার, তামাক পট্রি রোড, কালি মন্দির রোড, নন্দী বাড়ি, ঈশ্বরগ্রাম, মুজাটি, পাড়াটঙ্গী, পয়ারকান্দি , বাসস্ট্যান্ড এলাকায় এচিত্র দেখা যায় । প্রবীণ মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে । ইতিমধ্যে বহু বাড়ি ঘর বিলীন হয়ে গেছে । ব্রীটিশ আমলে নির্মিত জমিদারদের বাড়ি আজও উঁচুতে অবস্থিত রয়েছে । এই রাজবাড়ী এলাকায় ৬ বছরের মধ্যে কোন নতুন বিল্ডিং নির্মাণ হয়নি বলেই সেখানে কোন ব্যাত্যয় ঘটেনি । এদিকে লক্ষীখোলা এলাকার মধ্যহিস্যা জমিদারদের নিজস্ব জমিতে স্থাপিত মধ্যহিস্যার পুকুরটি সম্প্রতি ভরাট করে ফেলা হচ্ছে । শোনা যাচ্ছে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হবে । এতে ঐ এলাকার বাড়ি ঘর প্রতিযোগীতায় নীচে চলে যাবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.