নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু বিশ্বজুড়ে সুবিশাল বাংলা পরিধি

.....Rest on one's oars

ম েনা েন শ দাস

আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।

ম েনা েন শ দাস › বিস্তারিত পোস্টঃ

মিথ্যা না বলে কুকুরের চামড়ার জুতা !

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১১

মিথ্যা বলা মহাপাপ । তারপরও আমরা মিথ্যা বলি । ঈদে গরিব ধনী সকলেরই আশা চামড়ার জুতা ব্যবহারের । দোকানে চামড়ার জুতা কিনতে যান সব জুতাই চামড়ার তৈরি । এমন ডাহা মিথ্যা কথাটা দোকানী আপনাকে বলে চাপিয়ে দেবে । আর আমরাও চামড়া ভেবে কিনে নেই রেকসিন আর ফেমের তৈরি জুতা । দোষটা আসলে কার ? একজোড়া গরুর চামড়ায় তৈরি জুতার দাম কমপক্ষে ২ হাজার টাকা । আমরা ৩শ’ টাকা থেকে ৮শ’ টাকার মধ্যে জুতা কিনি চামড়ার । এই টাকায় চামড়ার জুতা হয় না । অজ্ঞতার কারনেই এই অল্প টাকায় আমরা চামড়ার জুতা কিনি । জুতা বিক্রেতারাও ডাহা মিথ্যা বলে ফোম আর রেকসিনকে চামড়া বলে চালিয়ে দেন । মিথ্যা বলার দরকারটা কি । যদি কুকুরের চামড়া জুতা তৈরির কাজে লাগানো যায় মন্দ কি । প্রাণীটির তো বরকত নেই । বরকত নেই এই অর্থে ধরুন, মানুষ গরু ছাগল খায় । এত খায় তবুও ফুরায় না । তাই এদের বরকত রয়েছে । আবার কুকুর এতো বাচ্চা দেয় রাস্তা ঘাটে তারপরও কাংখিত সংখ্যায় দেখা যায় না । কারণ এটি মাংস হারাম হওয়ায় বরকত নেই । যদি এদের চামড়া দিয়ে জুতা বানানো যায় তাহলে কিছুটা হলেও এদের বরকত আসতে পারে । তাই এই প্রাণীটির একটি হতি করা যায় কিনা ট্যানারি মালিকদের ভেবে দেখা দরকার ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৯

ইউরো-বাংলা বলেছেন: কুকুরের চামড়ার জুতা পৃথিবীর কোথাও আছে কিনা ?

২| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২২

ম েনা েন শ দাস বলেছেন: জানা নেই । মন্তব্যের জন্য ধন্যবাদ । ঈদ মোবারক ।

৩| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

বনমানুষহনুমান বলেছেন: আমার চামড়া দিয়ে কিছু করা যায় কিনা ভাবেন । কারণ আমারটা জাতি চামড়া । আর আমাদেরও এখন বরকত কম |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.