নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু বিশ্বজুড়ে সুবিশাল বাংলা পরিধি

.....Rest on one's oars

ম েনা েন শ দাস

আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।

ম েনা েন শ দাস › বিস্তারিত পোস্টঃ

মনোনেশ দাস , দৈনিক ইত্তেফাক , মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২১

বাংলা ভাষায় পৃথিবীর সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক । নব্বই এর দশক থেকে এই পত্রিকায় সংবাদদাতা হিসাবে কাজ করতে পেয়ে নিজেকে গর্বিত মনে করি । অপরদিকে সামহোয়্যার ইন ব্লগ সামহোয়্যার ইন ব্লগ বাংলা ব্লগের বিশাল পরিধির এই সাইটে লেখালিখির অভ্যাস গড়ে উঠে দুই হাজারের দশকে । ঐ সময় সামুতে ছদ্দনামের নিক ছিল । ২ বছর আগে ঐ নিক বাদ দিয়ে নিজ নামে নিক খুলে লেখালেখি শুরু করি । যা বলতে চাই , দৈনিক ইত্তেফাকে যখন লেখা পাঠাতে শুরু করি তখন হাতে লিখে সংবাদ পাঠাতে হতো । পাঠানো সংবাদটি এডিট হওয়ার পর লেটার প্রিন্টে প্রকাশ হতো কমপক্ষে এক সপ্তাহ পর । প্রযুক্তির ক্রমবিকাশের ধারায় ফ্যাক্স আসায় সংবাদ প্রকাশে আরেকধাপ এগিয়ে গেলো ইত্তেফাক । তখন এনালগ ক্যামেরায় ছবি উঠাতাম । জরুরী ছবি হলে ফিল্ম কেটে ওয়াশ করে ছবি পাঠাতাম । মুক্তাগাছায় সে সময় ফ্যাক্স আর ল্যাব না থাকায় মযমনসিংহ শহরে যেতে হতো । এ যেন এক মহা বিড়ম্বনা । এই বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম ইন্টারনেট আর ডিজিটাল ক্যামেরা আসায় । পরিবর্তিত এই প্রযুত্তির বৈপ্লবিক পরিবর্তনের সাথে সাথে নিজেকেউ পরিবর্তন করতে হলো । শিখতে হলো টাইপ , ইন্টারনেট পরিচালনা আর ফটোশপের কাজ । জরুরী সংবাদ বা থিম মাথায় এলে তাৎক্ষনিক প্রকাশের ব্যবস্থা হলো সামহোয়্যার ইন ব্লগে । বাংলাদেশে এখন অনেক ব্লগ সাইট গড়ে উঠেছে । কিন্তু তারা সামুর বিকল্প নয় । সামুতে পোস্ট দিলে তাৎক্ষনিক প্রকাশ হয় । অন্যান্য সাইটে মডারেটরদের (মডু) মুখাপেক্ষি হয়ে থাকতে হয় । ইত্তেফাক আর সামু একে অপরের প্রচারনায় সন্মিলিত প্রয়াশকে সাধুবাদ জানাই । বন্ধুত্বের এই দুই সাইটে নিজের সমৃক্ততা আমাকে মুগ্ধ করে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

২| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৪

ম েনা েন শ দাস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.